কোষ ও এর গঠন নৈর্ব্যক্তিক পরীক্ষা পার্ট-৪ /কোষ ও এর গঠন mcq Test

কোষ ও এর গঠন নৈর্ব্যক্তিক পরীক্ষা পার্ট-৪ /কোষ ও এর গঠন mcq Test: এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের জীববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ১ম অধ্যায় কোষ ও এর গঠন থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি। এখানে গলজি বডি থেকে ক্রোমোসোম রিলেটেড এমসিকিউ দেওয়া হয়েছে।

কোষ ও এর গঠন নৈর্ব্যক্তিক পরীক্ষা পার্ট-৪ /কোষ ও এর গঠন mcq Test

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ১ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-৪

/25
0 votes, 0 avg
0

HSC Botany

কোষ ও এর গঠন পার্ট-০৪

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান) এর কোষ ও এর গঠন অধ্যায়ের MCQ Test-৪(এখানে গলগি বডি থেকে ক্রোমোসোম পর্যন্ত এর টপিকস সম্পর্কিত প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

কে সর্বপ্রথম প্লাস্টিড আবিষ্কার করেন?

2 / 25

নিউক্লিয়ার রেটিকুলাম—

i.বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক হিসেবে কাজ করে

ii.প্রোটিনের বার্তা প্রেরণে সহায়তা করে

iii. বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

 

3 / 25

উদ্দীপকে 'A' তে কোনটি সংঘটিত হয়?

4 / 25

রফিক একটি জীববিজ্ঞান সেমিনারে গিয়ে জানল যে জীবদেহের গাঠনিক একক কোষ, যা জেলির ন্যায় জীবন্ত বস্তু দ্বারা গঠিত এবং জীবদেহভেদে এর অঙ্গাণুসমূহ বিভিন্ন রকমের হয়ে থাকে।।

এ বস্তুটি—

i.কৃত্রিম উপায়ে সংশ্লেষণ সম্ভব নয়

i প্লাজমাঝিল্লি ও নিউক্লিয়াসে বিভক্ত

iii. শর্করা, আমিষ, পানি ইত্যাদি দ্বারা গঠিত

নিচের কোনটি সঠিক?

 

5 / 25

গোলাপ ফুলের পাপড়ির রং গোলাপী কিন্তু পাতাগুলোর রং সবুজ।

পাপড়ি এবং পাতা, উভয়ে বিদ্যমান অঙ্গাণুসমূহ

i.মাইটোকন্ড্রিয়া

ii.ক্লোরোপ্লাস্ট

iii. রাইবোসোম

নিচের কোনটি সঠিক?

6 / 25

কোন বিজ্ঞানী কোষের প্রাণকেন্দ্র আবিষ্কার করেন?

7 / 25

চিত্রটি কোন কোষীয় অঙ্গানুর?

8 / 25

কোষের ক্রোমাটিন তত্তুতে—

i.গ্লাইকোপ্রোটিন প্রধান উপাদান

ii.কিছু সংখ্যক প্রকৃত কোষে

iii. উদ্ভিদের ভেসেল ও সিভনল কোষে

নিচের কোনটি সঠিক?

9 / 25

উপরের চিত্রে A চিহ্নিত অংশটি হলো-

10 / 25

উপরের চিত্রটির প্রধান কাজ কী?

11 / 25

কোন অঙ্গাণুটির মাধ্যমে অটোফ্যাগি ঘটে?

12 / 25

কোষের pH ও পানির সাম্যতা বিধান করে কোনটি?

13 / 25

নিচের কোনটিতে নিউক্লিয়াস উপস্থিত?

 

 

14 / 25

কোনটি স্টার্চ বা শ্বেতসার সঞ্চয় করে?

 

15 / 25

উদ্দীপকের ‘A’ অংশটির নাম কী?

16 / 25

নিউক্লিয়াসকে বেষ্টনকারী ও কোষঝিল্লি দ্বারা আবৃত প্রোটোপ্লাজমের অংশকে কী বলে?

17 / 25

'B' এর ক্ষেত্রে প্রযোজ্য-

i.এটি আবরণীবিহীন
ii. এটি নগ্নবীজী উদ্ভিদে উপস্থিত

iii. এতে DNA ও RNA অনুপস্থিত

নিচের কোনটি সঠিক?

18 / 25

উদ্দীপকের B চিহ্নিত অংশটি

i.বিভিন্ন ধরনের এনজাইমে পরিপূর্ণ

ii কার্বোহাইড্রেট, লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত

iii. মসৃণ এন্ডোপ্লাজমক রেটিকুলাম থেকে উৎপন্ন

নিচের কোনটি সঠিক?

 

19 / 25

সেন্ট্রিওলের কাজ হলো-

i.মাকুতন্তু গঠন করা

ii,কোষ বিভাজনে সাহায্য করা

iii. শুক্রাণুর লেজ গঠন করা

নিচের কোনটি সঠিক

 

20 / 25

গঠন ও কাজের ভিত্তিতে কোন জোড়াটি অধিক মিলসম্পন্ন?

 

21 / 25

কোষের pH ও পানির সাম্যতা বিধান করে কোনটি?

22 / 25

কোষ বিভাজনের সময় কোষপ্লেট তৈরিতে সাহায্য করে কোন অঙ্গাণু?

23 / 25

উদ্দীপকটির ক্ষুদ্রান্ত্রের প্রধান গঠনগত উপাদান-
i.দীর্ঘ ও সোজা

ii.প্রোটিন

iii. ফাঁপা নালিকার মতো

নিচের কোনটি সঠিক?

24 / 25

রফিক একটি জীববিজ্ঞান সেমিনারে গিয়ে জানল যে জীবদেহের গাঠনিক একক কোষ, যা জেলির ন্যায় জীবন্ত বস্তু দ্বারা গঠিত এবং জীবদেহভেদে এর অঙ্গাণুসমূহ বিভিন্ন রকমের হয়ে থাকে।।

অনুচ্ছেদে বর্ণিত জীবন্ত বস্তুটি কী দ্বারা গঠিত?

 

25 / 25

'A' চিহ্নিত অংশের নাম কী?

 

Your score is

The average score is 0%

0%

এই কোষ ও এর গঠন নৈর্ব্যক্তিক পার্ট-৪ /কোষ ও এর গঠন mcq Test ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

কোষ ও এর গঠন ১০০+ MCQ

some impotant info about cell

A cell is the basic unit of life, and it is the smallest structure that can perform all the functions necessary for life. It is surrounded by a cell membrane, which encloses the cytoplasm and all the cell’s internal structures. The cytoplasm contains various organelles, such as the nucleus, mitochondria, endoplasmic reticulum, Golgi apparatus, lysosomes, and peroxisomes.

These organelles work together to carry out the cell’s various functions, such as protein synthesis, energy production, and waste removal. Additionally, cells may also have various other structures, such as cilia or flagella, which help with movement or sensory functions.

Leave a Comment

You cannot copy content of this page