পরিবেশ রসায়ন সাজেশন ২০২৩ । Environmental Chemistry suggestion 2023 । অনার্স ২য় বর্ষ
বিএসসি (অনার্স) দ্বিতীয় বর্ষ, পরীক্ষা
(রসায়ন বিভাগ)
বিষয় : Environmental Chemistry বিষয় কোড : ২২২৮০৯
সময়—২ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৪০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগ থেকে ধারাবাহিকভাবে প্রশ্নের উত্তর দিতে হবে।]
ক-বিভাগ
(ক) টক্সিসিটি কী?
(খ) LDso কী?
(গ) পেস্টিসাইড কী?
(ঘ) BOD কী?
(ঙ) জীব ঘনত্ব কী?
(চ) কারসিনোজিনিসিটি কী?
(ছ) স্মোগ কী?
(জ) HCFC কী?
(ঝ) অভাঙনযোগ্য দূষক কী?
(ঞ) লিথোস্ফিয়ার কী?
[যেকোনো তিনটি প্রশ্নের উত্তর দাও।]
এসিড বৃষ্টির ক্ষতিকর প্রভাব ব্যাখ্যা কর।
গ্রীন হাউজ প্রভাব ব্যাখ্যা কর।
৫। পরিবেশের উপর PCB এর প্রভাব বর্ণনা কর।
মাটি দূষণে কীটনাশকের ভূমিকা ব্যাখ্যা কর।
৬। ভারি ধাতুর বিষক্রিয়ার লক্ষণসমূহ লেখ। ০
খ-বিভাগ
[যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও।]
(ক) Pd এর জীবরাসায়নিক প্রভাব আলোচনা কর ।
(খ) ট্রেস মৌলের শ্রেণিবিভাগ আলোচনা কর ।
(ক) মাটি দূষণ নিয়ন্ত্রণের উপায়সমূহ বর্ণনা কর।
(খ) কঠিন বর্জ্যের পুনঃপ্রক্রিয়াকরণ বর্ণনা কর।
৯। (ক) নাইট্রোজেনঘটিত রাসায়নিক সারের ক্ষতিকর প্রভাব আলোচনা কর। [
(খ) কঠিন বর্জ্যের উৎস ও শ্রেণিবিভাগ আলোচনা কর।
১০। (ক) ওজোন স্তর ক্ষয়ে CFC এর ভূমিকা আলোচনা কর।
(খ) পরিবেশের উপর ট্যানারী শিল্পের প্রভাব আলোচনা কর।
পরিবেশ রসায়ন সাজেশন ২০২৩ । Environmental Chemistry suggestion 2023 । অনার্স ২য় বর্ষ
You can follow this article apparently and go ahead with this.