বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07): প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের আইসিটি ১ম অধ্যায়ের MCQ উত্তর ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। যার ফলে তোমরা অ্যাডমিশন টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিবে তা এই পোষ্টের মাধ্যমে নিতে পারবে।এই পার্ট-৩ তে ৪৬ টি নৈর্ব্যক্তিক দেওয়া হয়েছে।

পার্ট- ৭

মহাকাশ অভিযান (Space Exploration)

(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

২০৭। মহাকাশে প্রেরিত পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি –

(ক) স্পুটনিক – ১
(খ) ভি -২
(গ) ভস্টক – ১
(ঘ) রােভার

উত্তর-(ক) ব্যাখ্যা: ১৯৫৭ সালে সােভিয়েত ইউনিয়ন প্রেরিত পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল স্পুটনিক – ১। ১৯৪২ সালে জার্মান বিজ্ঞানীরা পরীক্ষামূলক ভাবে “ভি-২ রকেট মহাশূন্যে পাঠায়। “ভস্টক- ১” পৃথিবীর প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান। মঙ্গলে প্রেরিত মহাকাশ যান হল কিউরিওসিটি রােভার।

২০৮। প্রথম কবে মানুষ মহাশুন্যে পরিভ্রমণ করে?

(ক) ১৯৫৭ সালের ৪ অক্টোবর
(খ) ১৯৬১ সালের ১২ এপ্রিল।
(গ) ১৯৬৩ সালের জুনে
(ঘ) ১৯৬৯ সালের ২০ জুলাই

উত্তর-(খ) ব্যাখ্যা: ১৯৬১ সালের ১২ এপ্রিল রাশিয়া পৃথিবীর প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান প্রেরণ করে। ১৯৫৭ সালের ৪ অক্টোবর পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল স্পুটনিক -১ মহাকাশে প্রেরণ করা,হয় । ১৯৬৯ সালের ২০ জুলাই সর্ব প্রথম মানুষ চাঁদে অবতরণ করে।

২০৯। যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক মঙ্গল গ্রহে পাঠান মহাকাশ যানের নাম-

(ক) কিউরিওসিটি
(খ) অ্যাপােলাে
(গ) ভেরেনা
(ঘ) ভস্টক

উত্তর-(ক) ব্যাখ্যা: কিউরিওসিটি রােভার হচ্ছে মঙ্গল গ্রহে ২০১২ সালে প্রেরিত নাসার চতুর্থ মহাকাশ যান। ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপােলাে-১১ তে করে সর্ব প্রথম মানুষ চাঁদে অবতরণ করে। ভস্টক -১ এ করে ১৯৬১ সালের ১২ এপ্রিল প্রথম মানুষ মহাকাশে ভ্রমণ করে।

২১০। চন্দ্রে অবতরণকারী প্রথম মনুষ্যবাহী মহাকাশ যানের নাম-

(ক) অ্যাপােলাে-১১
(খ) স্পুটনিক -১
(গ) ভেরেনা
(ঘ) ভস্টক -১

উত্তর-(ক) ব্যাখ্যা: ১৯৬৯ সালের ২০ জুলাই অ্যাপােলাে – ১১ তে করে সর্ব প্রথম মানুষ চাঁদে অবতরণ করে। স্পুটনিক -১ হলাে মহাশূন্যে প্রেরিত পৃথিবীর প্রথম মহাকাশ যান। ভস্টক -১ এ করে ১৯৬১ সালের ১২ এপ্রিল প্রথম মানুষ মহাকাশে ভ্রমণ করে।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২১১। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কোন ধরনের স্যাটেলাইট?

(ক) রিমােট সেন্সিং স্যাটেলাইট
(খ) জিওস্টেশনারী স্যাটেলাইট
(গ) যােগাযােগের স্যাটেলাইট
(ঘ) নেভিগেশন স্যাটেলাইট।

উত্তর-(খ) ব্যাখ্যা: উপগ্রহ এমন একটি দেহ (body) যা মহাকাশে অন্য দেহের চারদিকে প্রদক্ষিণ করে। দুটি পৃথক ধরণের উপগ্রহ রয়েছে – প্রাকৃতিক এবং মানবসৃষ্ট। প্রাকৃতিক উপগ্রহের উদাহরণ হ’ল পৃথিবী ও চাঁদ। পৃথিবী সূর্যের চারদিকে ঘােরে এবং চাঁদ পৃথিবী। চারদিকে ঘােরে। মনুষ্যনির্মিত উপগ্রহ এমন একটি মেশিন মহাকাশে প্রবর্তিত হয় এবং মহাকাশে কোনও দেহের চারদিনে প্রদক্ষিণ করে।

মানব-নির্মিত উপগ্রহের উদাহরণগুলির মধ্যে হাবল স্পেস টেলিস্কোপ এবং আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, বঙ্গবন্ধু-স্যাটেলাইট ইত্যাদি। সুনির্দিষ্ট কোন কাজ করার জন্য মহাকাশে প্রবর্তিত হওয়ায় মানব-নির্মিত স্যাটেলাইটকে তাদের কাজের ধরন অনুসারে শ্রেণিবদ্ধ করা যেতে পারে। স্যাটেলাইটের সুনির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য অবশ্যই তাকে বিশেষভাবে ডিজাইন করা হয়।

এ পর্যন্ত নয় ধরনের উপগ্রহ দেখা যায়, যেমন-(১) যােগাযােগের স্যাটেলাইট, (২) রিমােট সেন্সিং স্যাটেলাইট, (৩) নেভিগেধান স্যাটেলাইট, (৪) জিওসেন্ট্রিক অরবিট টাইপ স্যাটেলাইট-এলইও, এমইও, এইচইও, (৫) গ্লোবাল পজিশনিং সিস্টেম স্যাটেলাইট, (৬) জিওস্টেশনারি স্যাটেলাইট, (৬) ড্রোন স্যাটেলাইট, (৮) গ্রাউন্ড স্যাটেলাইট ও (৯) পােলার স্যাটেলাইট। বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট একটি জিওস্টেশনারী স্যাটেলাইট (Geostationary Satellites-GEOs) কেবলমাত্র ৩৫,৭৮৬ কিলােমিটার (২২,২৩৬ মাইল) উচ্চতার কাছাকাছি নিরক্ষীয় অঞ্চলে দ্রাঘিমাংশের উপরে একটি কক্ষপথে স্থির করা থাকে। এই স্যাটেলাইটটি ভূস্থল পর্যবেক্ষকদের কাছে আকাশের একটি নির্দিষ্ট অবস্থানে গতিহীন অবস্থায় প্রদর্শিত হয়।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন

২১২। কৃত্রিম উপগ্রহ ও রােবােটিক্সের মাধ্যমে বিজ্ঞানীরা –

i) সৌরজগৎ সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করেছেন।

ii) চাঁদ, শুক্র ও মঙ্গল গ্রহ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছেন

iii) হ্যালির ধূমকেতু সহ অন্যান্য ধূমকেতু সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: মহাকাশে কৃত্রিম উপগ্রহ প্রেরণ করে, চাঁদ, শুক্র ও মঙ্গল গ্রহে রােবটিক যান প্রেরণ করে অনুসন্ধান ও গবেষনার মাধ্যমে বিজ্ঞানীরা সৌর জগৎ, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র ও ধূমকেতু সম্পর্কে অনেক অজানা তথ্য উদ্বাটন করেছেন।

(গ) অভিন্ন তথ্যের বহুনির্বাচনী প্রশ্ন।

নিচের উদ্দীপকটি পড়ে ২১৩ ও ২১৪ নম্বর প্রশ্নর উত্তর দাও

বাংলাদেশ তার নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপনের কাজ শুরু করেছে। এতে দেশ সমৃদ্ধির পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

২১৩। ড্রোন সম্পর্কে নিচের কোন তথ্যটি সঠিক?

i) রােবট নিয়ন্ত্রিত মহকাশ যান

ii) এটি মানব কল্যাণে বিভিন্ন তথ্য সংগ্রহ করে

iii) টেলিকমিউনিকেশনে ব্যবহৃত হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর-(ক) ব্যাখ্যা; ড্রোন মানুষ বিহীন রােবট চালিত এয়ার ক্রাফট । এটি মানব কল্যাণে আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত নান তথ্য সংগ্রহ করে । মহাকাশে প্রেরিত ড্রোন মহাকাশ সম্পর্কে বিভিন্ন তথ্য অনুসন্ধান করে।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২১৪। স্যাটেলাইট কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

(ক) প্রতিরক্ষা

(খ) যােগাযােগ ব্যবস্থা

(গ) আবহাওয়া

(ঘ) সবগুলাে।

উত্তর-(ঘ) ব্যাখ্যা: স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের মাধ্যমে টেলিকমিউনিকেশন করা হয়। এটি আধুনিক যােগাযোগ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। এটি আবহাওয়া ও প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বিভিন্ন তথ্য সগ্রহ করে। বিভিন্ন দেশের সীমান্তে পর্যবেক্ষণের মাধ্যমে এটি সামরিক বাহিনীকে তথ্য সরবরাহ করে ও প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিরক্ষা (Defence)

(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

২১৫। মিলিটারি স্যাটেলাইট ব্যবহৃত হয় –

(ক) সামাজিক ব্যবস্থায়

(খ) টার্গেটকে টানা সাতদিন যাবৎ পৰ্যবেক্ষণ করতে

(গ) মহাকাশ অভিযানে

(ঘ) আইসিটিতে

উত্তর-(খ) ব্যাখ্যা: সামরিক বাহিনীর জন্য ব্যবহৃত কৃত্রিম উপগ্রহ বিভিন্ন দেশের সীমান্তে নজরদারি করা ও বহু সংখ্যক টার্গেটকে একটানা সাত দিন যাবৎ পর্যবেক্ষণ করা সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা মূলক কাজে ব্যবহার করা হয়। রােবটিক মহাকাশ যান মহাকাশ অভিযানে ব্যবহৃত হয়।

২১৬। স্মার্ট অস্ত্র (smart weapon) কি?

(ক) ফোর্স মাল্টিপ্লায়ার

(খ) ডাম্ব বােম্ব

(গ) তথ্য প্রযুক্তি নির্ভর উচ্চ মাত্রার কার্যকর ও নির্ভুল সমরাস্ত্র

(ঘ) কৃত্রিম উপগ্রহ

উত্তর-(গ) ব্যাখ্যা: তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আধুনিক অস্ত্র গুলাে নির্ভুল ভাবে টার্গেট চিহ্নিত করতে এবং উচ্চ মাত্রার কার্যকর করতে সক্ষম। বর্তমানে যুদ্ধক্ষেত্রে সফটওয়্যার নির্ভর ফোর্স মাল্টিপ্লায়ার।ব্যবহৃত হয়। পূর্বে যুদ্ধ ক্ষেত্রে ডাম্ব বােম্ব ব্যবহৃত হত যা নির্দিষ্ট টার্গেট চিহ্নিত করতে সক্ষম ছিল না। এতে হতাহতের পরিমান অনেক বেশি হত। কৃত্রিম উপগ্রহ বায়ু মন্ডলে বা মহাকাশে অবস্থান করে তথ্য সংগ্রহ করে ও টেলিযােগাযােগে ব্যবহৃত হয়।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন

২১৭। যুদ্ধ ক্ষেত্রে মানুষের পরিবর্তে আজকাল ব্যবহৃত হয় –

i) কিলার রােবট

ii) আনমেনড এরিয়াল ভেহিক্যাল বা ড্রোন

iii) স্যাটেলাইট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যাঃ তথ্য প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে যুদ্ধক্ষেত্রে মানুষের পরিবর্তে রােবট ও রিমােট কন্ট্রোল চালিত এয়ার ক্রাফট ইত্যাদি ব্যবহৃত হচ্ছে। কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট বায়ু মন্ডলে বা মহাকাশে অবস্থান করে তথ্য সংগ্রহ করে ও টেলিযােগাযোগে ব্যবহৃত হয়। তবে যুদ্ধক্ষেত্রের বিভিন্ন তথ্য সংগ্রহে স্যাটেলাইট ব্যবহৃত হয়।

(গ) অভিন্ন তথ্যের বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে ২১৮ ও ২১৯ নম্বর প্রশ্নর উত্তর দাও ৪

সিরাজের বন্ধু ধীরাজ সেনা কর্মকর্তা। তিনি সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট সম্পর্কে সিরাজকে ব্যাখ্যা করছিলেন। অধিকাংশ প্রতিরক্ষা শিল্পেরই একটি নির্দিষ্ট বিভাগ থাকে যা শুধুমাত্র মিলিটারি সফটওয়্যারের উন্নয়নের কাজে নিয়ােজিত। এই সফটওয়্যার গুলাে বিভিন্ন হার্ডওয়্যার যেমন-দীর্ঘ পরিসরের রাডার, জি পি এস ই ইত্যাদিতে ব্যবহৃত হয়।

২১৮। যুদ্ধক্ষেত্রে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে –

i) যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সরাসরি সম্প্রচার করা যায়

ii) সৈন্যরা কমান্ডারের কাছ থেকে সরাসরি নির্দেশনা পায়।

ii) সৈন্যরা তাদের গতিপথ নির্ধারণ করতে পারে।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: তথ্য ও যােগাযােগ প্রযুক্তির উন্নতির ফলে বর্তমানে যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি সম্প্রচার করা যায় এবং কথা বলা যায়। বিভিন্ন ধরনের রাডার, ডিটেক্টর, জিপিএস ব্যবহার করার মাধ্যমে সৈন্যরা নির্ভুলভাবে তাদের গতিপথ ও টার্গেট চিহ্নিত করতে পারে।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২১৯। যুদ্ধক্ষেত্রে আধুনিক যুদ্ধ সরঞ্জাম গুলাে পরিচালিত হয় –

(ক) রাডারের মাধ্যমে

(খ) স্যাটেলাইটের মাধ্যমে

(গ) নিয়ন্ত্রণকারী সফটওয়্যারের দ্বারা

(ঘ) জি পি এস এর মাধ্যমে

উত্তর-(গ) ব্যাখ্যা: যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত স্মার্ট অস্ত্র, ড্রোন, স্যাটেলাইট, আধুনিক ফোর্স মাল্টিপ্লায়ার সহ অন্যান্য প্রযুক্তি নির্ভর সরঞ্জামাদি সফটওয়্যারের দ্বারা পরিচালিত হয়। রাডারের মাধ্যমে সঠিক ভাবে দিক নির্ণয় ও গতিপথ নির্ধারণ করা যায় । জিপিএস এর মাধ্যমে চলন্ত যান বাহনের অবস্থান নির্ণয় করা যায়। স্যাটেলাইটের মাধ্যমে তথ্য সংগ্রহ ও টেলিযােগাযােগ করা হয়।

বায়ােমেট্রিক্স (Biometrics)

(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

২২০। মানুষকে অদ্বিতীয় বা ইউনিকভাবে সনাক্ত করার প্রযুক্তি হলাে- (মা,-১৬]

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
খ) বায়ােমেট্রিক্স
গ) বায়ােইনফরমেটিক্স
ঘ) রােবােটিক্স

উত্তর-(খ) ব্যাখ্যা: মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতি হল বায়ােমেট্রিক্স। জিনের গঠন সংক্রান্ত গবেষণা, এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। বায়ােইনফরমেটিক্সে জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করা হয়। রােবােটিক্সে রােবট সম্পর্কে গবেষণা করা হয় ।

২২১। কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? বি,-১৬, কু.-১৬, রা.-১৭]
অথবা, কোন ব্যক্তির দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণকে কী বলে? [BRUR(C): 19-20]
অথবা, আঙ্গুলের ছাপ নিয়ে ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? [RU(B):19-20]

ক) ন্যানাে টেকনােলজি
খ) বায়ােমেট্রিক্স
গ) বায়ােইনফরমেটিক্স
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তর-(খ) ব্যাখ্যা: মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতি হল বায়ােমেট্রিক্স । আঙ্গুলের ছাপ বা টিপসই হলো দেহের গঠন ও শারীরবৃত্তীয় অদ্বিতীয় বৈশিষ্ট্যর বায়ােমেট্রিক্স। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি। জিনের গঠন সংক্রান্ত গবেষণা, এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ । বায়ােইনফরমেটিক্সে জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে কাজ করা হয়।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২২২। কোনটি বায়ােমেট্রিক্সে ব্যবহৃত হয়?

(ক) সেন্সর

(খ) ডিজিটাল মিটার

(গ) ওয়েট মিটার

(ঘ) থার্মোমিটার

উত্তর-(ক) ব্যাখ্যা: বায়ােমেট্রিক্স পদ্ধতিতে সেন্সরের সাহায্যে মানুষের শারীরিক বা আচরনগত বৈশিষ্ট্যকে সনাক্ত করা হয়। ডিজিটাল মিটারের সাহায্যে ডিজিটাল সিস্টেমে পরিমাপ করা হয়। ওয়েট মিটারের সাহায্যে ওজোন পরিমাপ করা হয়। থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়।

২২৩। মােবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? যি.-১৬]

ক) বায়ােমেট্রিক্স

খ) ক্রায়ােসার্জারি

গ) ন্যানাে টেকনােলজি

ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তর-(ক) ব্যাখ্যা: বায়োমেট্রিক্স পদ্ধতিতে আঙ্গুলের ছাপ সংরক্ষণ করার মাধ্যমে একজন গ্রাহক মােবইল সিম ক্রয় করতে পারেন। ক্রায়ােসার্জারিতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগের মাধ্যমে চিকিৎসা করা হয়। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি। জিনের গঠন সংক্রান্ত গবেষণা, এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ।

২২৪। নিচের কোনটি দেহের গঠনগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স পদ্ধতি নয়?

(ক) মুখের চেহারা
(খ) চোখের আইরিস
(ঘ) শিরা বা ভেইন

উত্তর-(গ) ব্যাখ্যা: কণ্ঠস্বরের ভিত্তিতে ব্যক্তি সনাক্তকরন হল আচরণগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স পদ্ধতি। মুখের চেহারা, চোখেরআইরিস ও শিরা বা ভেইনের মাধ্যমে ব্যক্তি সনাক্তকরন হল দেহের গঠনগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স পদ্ধতি।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২২৫। আচরণগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স পদ্ধতি হল-

(ক) ডি এন এ
(খ) চোখের আইরিস
(গ) স্বাক্ষর সনাক্তকরণ
(ঘ) আঙ্গুলের ছাপ

উত্তর-(গ) ব্যাখ্যা: যে কোন ব্যক্তির স্বাক্ষর হল তার আচরণগত বৈশিষ্ট্যের প্রকাশ। ডি এন এ, চোখের আইরিস ও আঙ্গুলের ছাপ হল ব্যক্তির দেহের গঠনগত বৈশিষ্ট্য

২২৬। কীভাবে ওয়েব সাইটে ইউজার নেম ও পাসওয়ার্ড ব্যবহার না করে কম্পিউটার সিস্টেমে লগ অন করা যায়?

ক) স্বাক্ষর সনাক্তকরণ
খ) ডিএনএ
গ) আঙ্গুলের ছাপ
ঘ) রেটিনা স্ক্যান

উত্তর-(গ) ব্যাখ্যা: ফিঙ্গার প্রিন্ট রিডারের সাহায্যে আঙ্গুলের ছাপ সনাক্ত করার মাধ্যমে কম্পিউটার সিস্টেমে লগ অন করা যায়। স্কুল, কলেজ, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাক্ষর সনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। ডিএনএ সনাক্তকরণের মাধ্যমে পিতৃ ও মাতৃ পরিচয় নির্ধারণ করা হয় । এক দেশ থেকে অন্য দেশে যেতে ও বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তি সনাক্তকরণের কাজে রেটিনা স্ক্যান পদ্ধতি ব্যবহার করা হয়।

২২৭। অপরাধী সনাক্তকরণে সাধারণত কোন বায়ােমেট্রিক্স প্রযুক্তি ব্যবহার করা হয়?

ক) স্বাক্ষর সনাক্তকরণ
খ) ডিএনএ
গ) আঙ্গুলের ছাপ
ঘ) রেটিনা স্ক্যান

উত্তর-(খ) ব্যাখ্যা: সাধারণত ডিএনএ (DNA) বায়ােমেট্রিক্স প্রযুক্তির সাহায্যে অপরাধী সনাক্তকরণ করা হয়। তাছাড়া ডিএনএ সনাক্তকরণের মাধ্যমে পিতৃ ও মাতৃ পরিচয় নির্ধারণ করা হয়। ফিঙ্গার প্রিন্ট রিডারের সাহায্যে আঙ্গুলের ছাপ সনাক্ত করার মাধ্যমে কম্পিউটার সিস্টেমে লগ অন করা যায়। স্কুল, কলেজ, ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে স্বাক্ষর সনাক্তকরণ পদ্ধতি ব্যবহার করা হয়। এক দেশ থেকে অন্য দেশে যেতে ও বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যক্তি সনাক্তকরণের কাজে রেটিনা স্ক্যান পদ্ধতি ব্যবহার করা হয় ।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২২৮। ব্যক্তি সনাক্তকরণে নিচের কোনটি সর্বাধিক যুক্তিযুক্ত? মা.-১৯]

(ক) হাতের ছাপ
(খ) আঙ্গুলের ছাপ
(গ) আইরিশ ও রেটিনা স্ক্যান
(ঘ) মুখমন্ডল সনাক্তকরণ

উত্তর-(গ) ব্যাখ্যা: মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতি হল বায়ােমেট্রিক্স। ফলাফলের সূক্ষতা নির্ণয়ে বা নির্ভুলভাবে সনাক্তকরণে আইরিশ ও রেটিনা স্ক্যান
সর্বাধিক যুক্তিযুক্ত। আঙ্গুলের ছাপ, হাতের ছাপ, মুখমন্ডল সনাক্তকরণ পদ্ধতি হচ্ছে দেহের গঠন ও শারীরবৃীয় বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স পদ্ধতি।

(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন

২২৯। বায়ােমেট্রিক্স পদ্ধতির বৈশিষ্ট্য কি?

i) দেহের গঠনগত বৈশিষ্ট্যের উপর নির্ভর করে
ii) প্রত্যেক ব্যক্তিকে পৃথক ভাবে সনাক্ত করে
iii) ত্রিমাত্রিক পদ্ধতি ব্যবহার করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও ii

উত্তর-(ক) ব্যাখ্যা: বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রত্যেক ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক পদ্ধতি ব্যবহার করা হয়।

২৩০। বায়ােমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হয়।
অথবা, বায়ােমেট্রিক্স পদ্ধতির কাজ কি?

i) বাড়ির নিরাপত্তায়
ii) শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করতে
iii) অপরাধ প্রবণতা শনাক্তকরণে
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii

খ) i ও iii

গ) ii ও iii

ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা; বায়ােমেট্রিক্স পদ্ধতিতে অদ্বিতীয়ভাবে প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করা হয় ও এর সত্যাসত্য নির্ধারণ করা হয়। এই পদ্ধতিতে বাড়িতে অযাচিত ব্যক্তির প্রবেশ নিয়ন্ত্রণ করার মাধ্যমে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করা যায়। ব্যক্তি শনাক্তকরণের মাধ্যমে ক্লাশে শিক্ষার্থীদের উপস্থিতি নির্ণয় করা যায় । অপরাধী ব্যক্তি শনাক্তকরণের মাধ্যমে অপরাধ প্রবণতা শনাক্ত করা যায়।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২৩১। বায়ােমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে- [স.সা.-১৮]

i. জাতীয় পরিচয়পত্রে

ii. পাসপাের্টে

iii. জন্ম নিবন্ধনে

নিচের কোনটি সঠিক?

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: অদ্বিতীষ্মভাবে প্রত্যেক ব্যক্তিকে সনাক্তকরণ পদ্ধতি হল বায়ােমেট্রিক্স । এ প্রযুক্তি ব্যবহারের প্রথম ধাপ হচ্ছে ব্যবহারকারীর নিবন্ধন করা। জাতীয় পরিচয়পত্রে, পাসপাের্টে, জন্ম নিবন্ধনের ক্ষেত্রে বায়ােমেট্রিক্স একটি নির্ভরযােগ্য প্রযুক্তি।

২৩২। আচরণগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স হচ্ছে– [সি.-১৯]

1. ফেইস রিকোগনিশন

ii. ভয়েস রিকোগনিশন

iii. টাইপিং কী স্ট্রোক

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) i ও iii

(গ) ii ও iii

(ঘ) i, ii ও iii

উত্তর-(গ) ব্যাখ্যা: কোন ব্যক্তির ভয়েস রিকোগনিশন ও টাইপিং কী স্ট্রোক হচ্ছে আচরণগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স । ফেইস রিকোগনিশন, ফিগার। প্রিন্ট, আইরিশ এবং রেটিনা স্ক্যান, ডিএনএ,হ্যান্ড জিওমিট্রি ইত্যাদি দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স পদ্ধতি ।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

(গ) অভিন্ন তথ্যের বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে ২৩৩ ও ২৩৪ নং প্রশ্নের উত্তর দাও ও

মিরাজ যে প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানে প্রবেশের সময় ডিজিটাল পদ্ধতিতে আঙ্গুলের ছাপ ব্যবহার করে অফিসে প্রবেশ করতে হয় এবং অফিস থেকে বের হওয়ার সময় ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে হয়।

২৩৩। এই সিস্টেমে যে ধরনের ডেটা ব্যবহার হয়েছে তা মূলতঃ-

ক) সাধারণ ডেটা

খ) বায়ােলজিক্যাল ডেটা

গ) নিউমেরিক্যাল ডেটা

ঘ) লগারিদম

উত্তর-(খ) ব্যাখ্যা: আঙ্গুলের ছাপ দেহের গঠনগত বৈশিষ্ট্যের বায়ােমেট্রিক্স পদ্ধতি। এটি এক ধরনের বায়ােলজিক্যাল ডেটা। যে কোন সাধারন বিষয় সম্পর্কে তথ্য হল সাধারণ ডেটা । যে কোন সংখ্যা সংক্রান্ত তথ্য হল নিউমেরিক্যাল ডেটা । লগারিদম হল গণিত শাস্ত্রের একটি প্রক্রিয়া।

২৩৪। বায়ােমেট্রিক ডিভাইস ব্যক্তির বৈশিষ্ট্যগুলােকে-
ক) মেশিন ল্যাংগুয়েজে পরিণত করে
খ) ত্রিমাত্রিক দৃশ্যে পরিণত করে
গ) ডিজিটাল কোডে পরিণত করে
ঘ) ডিভাইসে সংরক্ষণ করে

উত্তর-(গ) ব্যাখ্যা: বায়ােমেট্রিক ডিভাইসের সাহায্যে ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্য গুলােকে বৈশিষ্ট্যগুলােকে ডিজিটাল কোডে রূপান্তরিত করা হয় এবং এই কোডকে কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে তুলনা করা হয়। এই কোড কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে মিলে গেলে . ডিভাইস ব্যক্তিকে সনাক্ত করতে সক্ষম হয়। মেশিন ল্যাংগুয়েজ কম্পিউটার প্রােগ্রামিং এ ব্যবহৃত হয়।

নিচের উদ্দীপকটি পড়ে ২৩৫ ও ২৩৬ নং প্রশ্নের উত্তর দাও :

মিরাজ, সিরাজ, ধীরাজ ও স্বরাজ চার বন্ধু চারটি ভিন্ন ভিন্ন অফিসে কর্মরত আছেন। এদের অফিসের প্রবেশ পথে কাউকে একটি আঙ্গুল বা কাউকে পুরাে হাত যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে চোখ স্থির করে দাঁড়াতে হয় বা পুরাে মুখ ক্যামেরার সামনে কয়েক মুহুর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবী, অফিসে উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব স্ব অফিসে ব্যবহৃতপ্রযুক্তি অধিক কার্যকর।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২৩৫। অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? [চ.-১৬, NCTB বইয়ের প্রশ্ন)
ক) ভার্চুয়াল রিয়েলিটি
খ) বায়ােমেট্রিক্স
গ) বায়ােইনফরমেটিক্স
ঘ) ন্যানাে টেকনােলজি
উত্তর-(খ) ব্যাখ্যা: বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তিরআচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রত্যেক ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কাল্পনিক ত্রিমাত্রিক জগৎ তৈরিকরা হয়। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি। বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞানসংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে।

২৩৬। ব্যবহৃত প্রযুক্তিগুলাের মধ্যে নির্ভুলভাবে কর্মকর্তাদের দাবী পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর? চ,-১৬,
ক) ফিংগার প্রিন্ট
খ) হ্যান্ড জিওমেট্রি
গ) আইরিস ও রেটিনা স্ক্যান
ঘ) ফেইস রিকগনিশন
উত্তর-(গ) ব্যাখ্যা: বিভিন্ন বায়োমেট্রিক পদ্ধতির বৈশিষ্ট্য বিভিন্ন রকম। ফলাফলের সূক্ষ্মতা ও নির্ভুলভাবে সনাক্তকরনের মাপকাঠিতে বিচার করলে আইরিস ও রেটিনা স্ক্যান বায়ােমেট্রিক্স পদ্ধতিগুলাের মধ্যে সবচেয়ে কার্যকর। ফিংগার প্রিন্ট, হ্যান্ড জিওমেট্রি ও ফেইস রিকগনিশন বিভিন্ন ধরনের বায়ােমেট্রিক্স পদ্ধতি যা দেহের গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে কাজ করে থাকে।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

উদ্দীপকটি পড় এবং ২৩৭ ও ২৩৮ প্রশ্নের উত্তর দাও:-

ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে ল্যাবের দরজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলাে নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।

২৩৭। শিক্ষক মিজান কোন বৈশিষ্ট্যের প্রয়ােগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন? [সি.-১৭)

(ক) আঙ্গুলের ছাপ
(খ) মুখের গড়ন
(গ) কণ্ঠস্বর
(ঘ) রেটিনা

উত্তর-(ঘ) ব্যাখ্যা; মানুষের চোখের রেটিনার ক্যাপিলারি গঠন, স্নায়বিক কোষ ও ক্যাপিলাবিতে রক্তের পরিমাণ পরিমাপ করে মানুষকে সনাক্ত করা হয়। ফিংগার প্রিন্ট রিডারের সাহায্যে আঙ্গুলের ছাপকে ইনপুট হিসেবে গ্রহণ করে পূর্ব থেকে সংরক্ষিত আঙ্গুলের ছাপের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। কম্পিউটার প্রােগ্রামের সাহায্যে মানুষের মুখের গঠন প্রকৃতি পরীক্ষা করে তাকে সনাক্ত করা হয়। ব্যবহারকারীর কণ্ঠস্বরকে ডেটাবেজে সংরক্ষণ করে এ ভয়েস ডেটা ফাইলের সাথে ব্যবহারকারীর ভয়েসের তুলনা করা হয়।

২৩৮। ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল- (সি.-১৭)

i. দ্বি-মাত্রিক দৃশ্য
ii. ত্রি-মাত্রিক দৃশ্য
iii. কৃত্রিম জীবন্ত দৃশ্য

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(গ) ব্যাখ্যাঃ ত্রিমাত্রিক সিমুলেশনের মাধ্যমে সমুদ্র সৈকতের দৃশ্য তৈরি করা হয়েছে যা টেলিপ্রেজেন্সের মাধ্যমে বাস্তবের মত মনে হয়। ডেটা গ্লোভস ও হেলমেটের সাহায্যে ছাত্রদের ত্বকে ও মস্তিষ্কে সমুদ্র সৈকতের উপযােগী অনুভূতি সৃষ্টি করা হয় ।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

নিচের উদ্দীপকের আলােকে ২৩৯ ও ২৪০ নং প্রশ্নের উত্তর দাও:

মি, ‘ক’ ফ্লাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রীক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীর দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।

২৩৯। দুর্ঘটনায় নিহত যাত্রীদের সনাক্তকরণের জন্য ব্যবহৃত প্রযুক্তিটি হতে পারে– [রা.-১৯]

(ক) Finger Print
(খ) Hand Geometry
(গ) Retina Scan
ঘ) ) DNA Analysis

উত্তর-(ঘ) ব্যাখ্যা: সাধারনত ডিএনএ (DNA) বায়ােমেট্রিক্স প্রযুক্তির সাহায্যে ব্যক্তি সনাক্তকরণ এবং পরিচয় নির্ধারণ করা হয়। ফিংগার প্রিন্ট রিডারের মাধ্যমে আঙুলের ছাপকে ইনপুট হিসেবে গ্রহণ করে।পূর্বে সংরক্ষিত ছাপের সাথে মিলিয়ে পরীক্ষা করা হয়। মানুষের চোখের রেটিনা স্ক্যান ও হাতের আকৃতি বা জ্যামিতিক গঠন দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের ভিত্তিতে ব্যক্তি সনাক্ত করা হয়।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২৪০। মি. ‘ক’ এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি ব্যবহৃত হতে পারে-

i. চিকিৎসাবিদ্যার শিক্ষার্থীদেরকে হৃদপিন্ডের কার্যকারিতা বুঝানাের ক্ষেত্রে
ii. প্রকৌশল বিদ্যার শিক্ষার্থীদেরকে ঝুঁকিপূর্ণ কাজের প্রশিক্ষণ প্রদানে
iii. পুলিশ বাহিনীকে ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণের ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: বায়ােমেট্রিক্স প্রযুক্তির সাহায্যে চিকিৎসাবিদ্যা, প্রকৌশল বিদ্যা ও ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণ ইত্যাদি কাজ সহজভাবে করা সম্ভব। এছাড়া ব্যাংক, বীমা সহ আর্থিক প্রতিষ্ঠান, মিলিটারি ও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে প্রবেশাধিকার নিয়ন্ত্রন ও নিরাপত্তা নিশ্চত করে।

বায়ােইনফরমেটিক্স (Bioinformatics)

(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

২৪১। জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়ােগ হল- [চ,-১৯]
অথবা, জীববিজ্ঞানে কি ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয়? [RU(C): 19-20]

(ক) বায়ােইনফরমেটিক্স
(খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(গ) ক্ৰয়ােসার্জারি
(ঘ) বায়ােমেট্রিক্স

উত্তর-(ক) ব্যাখ্যা: বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ এবং বিভিন্ন জটিল রােগের কারণ নির্ণয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রায়ােসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যাতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করে রোগাক্রান্ত কোষকে ধ্বংস করা হয় । জিনের গঠন সংক্রান্ত গবেষণা এর উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কাজ। মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতি হল বায়ােমেট্রিক্স।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২৪২। ডিএনএ (DNA) এর পূর্ণরূপ কোনটি-

ক) Diluted Nictric Acid
খ) Disjoint Nictric Acid
গ) Distributed Nucleic Acid
ঘ) Deoxyribo Nucleic Acid

উত্তর-(ঘ) ব্যাখ্যা: ডিএনএ (DNA) এর পূর্ণরূপ হলাে Deoxyribo Nucleic Acid এটি কোষের নিউক্লিয়াসের অভ্যন্তরে ক্রোমজোমের ভিতরে অবস্থান করে।

২৪৩। বায়ােইনফরমেটিক্স কাজ করে।

ক) ব্যক্তির বৈশিষ্ট নিয়ে

খ) কাল্পনিক জগত নিয়ে

গ) জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে

ঘ) টেলিকমিউনিকেশনে

উত্তর-(গ) ব্যাখ্যা: বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য ও জ্ঞান বিকশিত করার জন্য সফটওয়্যার সামগ্রী তৈরি করে। ব্যক্তির বৈশিষ্ট্য নিয়ে কাজ করে বায়ােমেট্রিক্স পদ্ধতি। কাল্পনিক জগত নিয়ে ভার্চুয়াল রিয়েলিটিতে কাজ করা হয়। টেলিকমিউনিকেশনের মাধ্যমে বিশ্বের যে কোন স্থানে যে কোন সময়ে কথা বলা যায়।

২৪৪। কোন ক্ষেত্রে বায়ােইনফরমেটিক্স ব্যবহৃত হয় না?

ক) ড্রাগ আবিষ্কারে খ) প্রােটিনের গঠন আবিষ্কারে

গ) ডি এন এ ম্যাপিং

ঘ) ব্যক্তি সনাক্তকরণে

উত্তর-(ঘ) ব্যাখ্যা: ব্যক্তি সনাক্তকরণে বায়ােমেট্রিক্স ব্যবহৃত হয়। ঔষধের গুণাগুণ উন্নত করা ও নতুন ঔষধ আবিষ্কারের ক্ষেত্রে, ডিএনএ ম্যাপিং, প্রােটিনের গঠন, জিনের গঠন সংক্রান্ত গবেষণা ইত্যাদি ক্ষেত্রে বায়ােইনফরমেটিক্স কাজ করে।

২৪৫। কোনটি বায়ােইনফর্মেটিক্সের বৈশিষ্ট্য? [রা.-১৬]

ক) স্বল্প ডেটা সংরক্ষণ

খ) জৈবিক ডেটার সমাহার

গ) ন্যানাে টেকনােলজির ব্যবহার

ঘ) প্রযুক্তি নির্ভর নিরাপত্তা

উত্তর-(খ) ব্যাখ্যা: বায়ােইনফরমেটিক্সে জৈব তথ্য সাজিয়ে গুছিয়ে সংরক্ষণ করার জন্য ও বিশ্লেষণ করার জন্য শক্তিশালী ডাটাবেজ ও ইনফমেশন সিস্টেম তৈরি করা হয় ।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২৪৬। কোনটি বায়ােইনফর্মেটিক্সের মূল উদ্দেশ্য?

ক) জৈবিক পদ্ধতি সম্পর্কে সঠিক ধারনা লাভ করা
খ) কম্পিউটার বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করা
গ) জীববিদ্যার তথ্যমালা সংরক্ষণ করা
. ঘ) অজৈবিক পদ্ধতি সম্পর্কে ধারণা লাভ করা

উত্তর-(ক) ব্যাখ্যা: বায়ােইনফরমেটিক্সের উদ্দেশ্য হলাে জৈবিক প্রক্রিয়া সঠিকভাবে অনুধাবন করা এবং জীন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা।

২৪৭। তথ্য প্রযুক্তির সাহায্যে জৈব রসায়ন ব্যবহার করে জীববিজ্ঞানের সমস্যা সমাধানকে কি বলা হয়?।

ক) ভার্চুয়াল রিয়েলিটি
খ) বায়ােমেট্রিক্স
গ) বায়ােইনফরমেটিক্স
ঘ) ন্যানাে টেকনােলজি

উত্তর-(গ) ব্যাখ্যা: বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে বুঝার জন্য উপযুক্ত পদ্ধতি ও সফটওয়্যার টুলসের উন্নয়ন করে। বায়ােমেট্রিক্স পদ্ধতিতে দেহের গঠনগত ও ব্যক্তির আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রত্যেক ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে সনাক্ত করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কাল্পনিক ত্রিমাত্রিক জগৎ তৈরি করা হয় । পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি।

২৪৮। বিভিন্ন জটিল রােগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? [ঢা.-১৯]

(ক) বায়ােইনফরমেটিক্স
(খ) ন্যানােটেকনােলজি
(গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
(ঘ) ক্রায়ােসার্জারি

উত্তর-(ক) ব্যাখ্যা: বায়ােইনফরমেটিক্স প্রযুক্তি জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য ও জটিল রােগ নির্ণয়ে কাজ করে। পারমাণবিক বা আণবিক স্কেলে অতি ক্ষুদ্র যন্ত্রাংশ তৈরির প্রযুক্তি হল ন্যানাে টেকনােলজি। ব্যক্তির বৈশিষ্ট্য নিয়ে কাজ করে বায়ােমেট্রিক্স । জিনের গঠন সংক্রান্ত গবেষণা। এর উন্নয়ন ও পরিবর্তন করে জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২৪৯। কোনটি বায়ােইনফরমেটিক্স পদ্ধতির সফটওয়্যার টুলস হিসাবে ব্যবহৃত হয়? [মা.-১৯)

(ক) SQL
(খ) LISP
(গ) CLISP
(ঘ) PROLOG

উত্তর-(ক) ব্যাখ্যা: বায়ােইনফরমেটিক্স জৈব তথ্য সংরক্ষনের জন্য শক্তিশালী ডাটাবেজ ও ইনফরমেশন সিস্টেম তৈরি করে। এতে সফটওয়্যার টুলস হিসাবে SQL, Java , CUDA, C, XML, Perl, C, C++, Python, R, MATLAB, Spread Sheet Analysis ইত্যাদি ব্যবহৃত হয়।

(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন

২৫০। বায়ােইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলি হলাে– [ঢা.-১৯]

i. জৈব প্রযুক্তি
ii. জীবাণু অস্ত্র তৈরি
iii. মহাকাশ গবেষণা
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(ক) ব্যাখ্যাঃ বায়ােইনফরমেটিক্স জৈব প্রযুক্তি ও জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে বুঝার জন্য উপযুক্ত পদ্ধতি ও সফটওয়্যার বা টুলস উন্নয়ন করে যা জীবাণু অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে।

২৫১। বায়ােইনফরমেটিক্স পদ্ধতিতে সফটওয়্যার টুলস হিসেবে ব্যবহৃত হয় –

i) SQL
ii) CUDA
iii) MATHLAB

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: বায়ােইনফরমেটিক্স জৈব তথ্য সংরক্ষনের জন্য শক্তিশালী ডাটাবেজ ও ইনফর্মেশন সিস্টেম তৈরি করে। এতে গঠন সফটওয়্যার টুলস হিসেবে SQL, CUDA, MATHLAB, Spread Sheet Analysis ইত্যাদি ব্যবহৃত হয় ।

বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07)

২৫২। ওপেন সাের্স বায়ােইনফরমেটিক্স সফটওয়্যার কোনটি-

i) UAV
ii) Bioconductor
iii) Bioclipse

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(গ) ব্যাখ্যা: ওপেন সাের্স সফটওয়্যার ব্যবহার করে বিজ্ঞানীরা বায়ােইনফরমেটিক্সে নতুন নতুন অ্যালগরিদম তৈরি করেন। Bioconductor, Biclipse ইত্যাদি ওপেন সাের্স সফটওয়্যার বায়ােইনফরমেটিক্সে কাজ করার জন্য তৈরি করা হয়েছে।

এই বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স (Bioinformatics) মহাকাশ অভিযান (Space Exploration) প্রতিরক্ষা (Defence) MCQ(ICT 1st Chapter MCQ Part-07) ছাড়াও আর জানতে ক্লিকঃ

You cannot copy content of this page