ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা(Bryophyta and Pteridopyta)

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা(Bryophyta and Pteridopyta): JSC, SSC, HSC, Bsc. Degree , Honours, Masters সহ সকল স্তরের জন্য বিভিন্ন প্রশ্নের উত্তর, বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেওয়া হয়েছে। বিশেষ করে বিএসসি বোটানি নন মেজর ১ম বর্ষ অনার্সের শিক্ষার্থীরা সাজেশন বোটানি হিসেবে এই আর্টিকেলটি ভালোভাবে অনুসরণ করতে পারে।

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন ও উত্তরসমূহ

ক বিভাগ

প্রশ্ন-১ : টেরিডােফাইটা বলতে কি বােঝ?
অপুষ্পক ভাস্কুলার উদ্ভিদের গােষ্ঠীকেই বলা হয় টেরিডােফাইটা।

২। ভাস্কুলার ক্রিপ্টোগ্যাস কাকে বলে?
টেরিডােফাইটসদের দেহে ভাস্কুলার কলা থাকায় তাদের ভাস্কুলার ক্রিপ্টোগ্যাস বলা হয়।

৩। কোন শব্দ হতে Pteridophyta শব্দের উৎপত্তি ঘটেছে?
গ্রীক শব্দ Pteron হতে।

৪। টেরিডোফাইটা জাতীয় উদ্ভিদে কি তৈরি হয়ে থাকে?
ভ্রুণ (অসমরেণুপ্রসূ ও সমরেণুপ্রসূ)।.

৫। Pteridophyta -র মূল দেহ কেমন?
স্পােরােফাইটিক।

৬। First land plants হিসেবে চিহ্নিত কি?
Pteridophyta

প্রশ্ন-৭ : অসমরেণুপ্ৰসূ টেরিডােফাইটে.বিদ্যমান স্পােরদ্বয় কি কি?
মাইক্রোস্পাের ও মেগাস্পাের ।

৮। মাইক্রোস্পােরােফিল কাকে বলে?
মাইক্রোস্পােরাঞ্জিয়াম উৎপন্নকারী রেণুপত্র হচ্ছে Microsporophyll.

প্রশ্ন-৯ : গ্যামেটোফাইট ও স্পােরােফাইটের মধ্যে কোনটি স্বাবলম্বী?
স্পােরােফাইট।

১০। Marsilea কি ধরনের টেরিডােফাইট?
উভচর।

প্রশ্ন-১১ : Psilotum কি ধরনের টেরিডােফাইট?
উত্তর পরাশ্রয়ী।

প্রশ্ন-১২ : টেরিডােফাইটার গণের সংখ্যা কত?
উত্তর। । প্রায় ৪০০টি।

প্রশ্ন-১৩ : Pteridophyta -র মােট প্রজাতি কতটি?
উত্তর। : ১০,৫০০টি।

প্রশ্ন-১৪ : Pteridophyta -র ভ্রূণ বর্ধিত ও বিকশিত হয় কিভাবে?
উত্তর : এন্ডােস্কোপিক, এক্সোস্কোপিক ও পার্শ্বীয় পদ্ধতিতে।

প্রশ্ন-১৫ : Pteridophyta -র জীবন চক্রে কি ধরনের জনুক্রম দেখা যায়?
উত্তর : হেটারােলােগাস।

প্রশ্ন-১৬ : স্পােরােকার্পের মধ্যে উৎপন্ন হয় কোন কোন টেরিডােফাইট?
উত্তর : Marsilea, Salvinia ও Azolla তে।

প্রশ্ন-১৭ : টেরিডােফাইটাতে নিষেক কিভাবে সংঘটিত হয়ে থাকে?
উত্তর পানির উপস্থিতিতে।

প্রশ্ন-১৮ : ICBN কর্তৃক ঘােষিত টেরিডােফাইটার বিভাগ কয়টি?
উত্তর ৪টি

প্রশ্ন-১৯ : ICBN কর্তৃক ঘােষিত Pteridophyta -র বিভাগগুলাে লিখ।
উত্তর। : Psilophyta, Lepidophyta, Calamophyta এবং Pterophyta.

প্রশ্ন-২০ :Psilophyta তে কি অনুপস্থিত দেখা যায়?
উত্তর : মূল।

প্রশ্ন-২১ : একটি মাত্র পরিবারের অন্তর্ভূক্ত Psilophyta -র কোন বর্গটি?
উত্তর : Psilotales বর্গটি।

প্রশ্ন-২২ : Lepidophyta-র অপর নামটি কি?
Lycophyta.

প্রশ্ন-২৩ : Lycophyta -র শ্রেণীটির নাম লিখ?
উত্তর : Lycopodinae.

প্রশ্ন-২৪ : Is০etales বর্গটি কার?
উত্তর : Lepidophyta -র

ক বিভাগ

উদ্ভিদবিজ্ঞান-১ (নন-মেজর)ঃ ব্রায়োফাইটা টেরিডোফাইটা(Bryophyta and Pteridopyta)

প্রশ্ন-২৫ : Sphenophyta বা Arthrophyta কার পরিবর্তিত নাম?
উত্তর : Calamophyta -র।

প্রশ্ন-২৬ : Pterophyta বা Filicophyta -র উপশ্রেণী Prirnofilices -এর প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তর : এর সকল প্রজাতি অবলুপ্ত ।

প্রশ্ন-২৭: Filicales বর্গের পরিবার কয়টি?
১০টি।

প্রশ্ন-২৮ : জাইলেম ও ফ্লোয়েম অনুসারে স্টিলির প্রধান ভাগ কয়টি?
২টি (প্রােটোস্টিলি ও সাইফনােস্টিলি)।

প্রশ্ন-২৯; Psilotum এর বেষ্টিত স্টিলির ব্যবচ্ছেদ কেমন?
তারকাকৃতির।

প্রশ্ন-৩০; Psilotum এর প্রজাতিদ্বয় কি কি তা লিখ?
: Psilotum nudum এবং Psilotum flaccidum.

প্রশ্ন-৩১: Psilotum কি?
সরলতম জীবিত টেরিডােফাইট।

প্রশ্ন-৩২ : পরাশ্রয়ী Psilotum প্রজাতিটি হচ্ছে?
উত্তর : Psilotum flaccidum.

প্রশ্ন-৩৩ : Calamophyta বিভাগের উদ্ভিদের সাধারণ নাম কি?
উত্তর : হর্সটেইলস।

প্রশ্ন-৩৪ : Pteridophyta বিভাগের উদ্ভিদ কি নামে পরিচিত?
উত্তর : Fern

প্রশ্ন-৩৫ : জীবিত ফার্নের গণ ও প্রজাতির সংখ্যা উল্লেখ কর।
উত্তর : গণ-৩০০ এবং প্রজাতি-১০,০০০ (প্রায়)

প্রশ্ন-৩৬ : রাইজোমে আন্তঃকোষীয়ভাবে কি অবস্থান করে থাকে?
উত্তর মাইকোরাইজাল ছত্রাক।

প্রশ্ন-৩৭; Psilotum এর ত্বকীয় কর্টেক্স কয়টি অঞ্চলে বিভক্ত থাকে?
: চারটি।

প্রশ্ন-৩৮; Psilotum এর স্পােরােফাইটের বংশবিস্তার পদ্ধতি কয়টি?
উত্তর : ২টি (অঙ্গজ এবং অযৌন)।

প্রশ্ন-৩৯ : কোন Sporophyte-এর অ্যাভেরিডিয়াম গােলাকার?
উত্তর : Psilotum)-এর

প্রশ্ন-৪০ : অ্যাস্থেরিডিয়ামের প্রাচীরের উপর দিকের মাঝখানে কি থাকে?
উত্তর। : ঢাকনা কোষ।

প্রশ্ন-৪১: ভাস্কুলার তন্ত্র প্রােটোস্টিলি ধরনের কার?
উত্তর : Psilotum

প্রশ্ন-৪২: Psilotum -এর জ্বণে কি থাকে না?
উত্তর : সাসপেন্সর।

প্রশ্ন-৪৩ : প্রােথ্যালাস হতে খাদ্য শশাষণ করে কি?
উত্তর। হস্টোরিয়াম।

প্রশ্ন-৪৪ : Lycopodium কে অন্য কি নামে প্রকাশ করা হয়ে থাকে?
উত্তর : ক্লাব মস বা ভূমিজ পাইন।

প্রশ্ন-৪৫ : Lycopodium phlegmaria প্রজাতিটি কেমন?
উত্তর। : পরাশ্রয়ী।

প্রশ্ন-৪৬ : Lycopodium এর প্রজাতির সংখ্যা কতটি?
উত্তর : প্রায় ২০০টি।

প্রশ্ন-৪৭; বিরুৎ জাতীয় টেরিডােফাইট কোনটি?
উক্ত। : Lycopodium.

প্রশ্ন-৪৮ : স্থানিক মূল ক্ষণস্থায়ী কার?
উত্তর : Lycopodium

প্রশ্ন-৪৯ : Lycopodium এর পাতা কেমন?
: সরল, ক্ষুদ্র, অবৃন্তক ও বল্লমাকার।

প্রশ্ন-৫০ : সুস্পষ্ট ও একাধিক প্যারেনকাইমা কোষে কি গঠিত?
উত্তর। : পেরিসাইকল।

প্রশ্ন-৫১ : Lycopodium এর পাতার ত্বকে কি থাকে?
উত্তর : স্টোমাটা।

প্রশ্ন-৫২ : Lycopodium -এর স্পাের কোন কার্যে ব্যবহৃত হয়ে থাকে?
জনন কার্যে।

প্রশ্ন-৫৩ : বৃহৎ, ভূ-নিম্নস্থ ও বর্ণহীন প্রােথ্যালাস কেমন?
উত্তর ; ক্লাভেটাম ধরনের।

প্রশ্ন-৫৪ : ফ্রেগমেরিয়া ধরনের প্রােথ্যালাস সম্পর্কে কি ধারা করা হয়?
উত্তর : ক্ষুদ্র, বর্ণহীন, মৃতজীবী এবং বহু শাখান্বিত।

প্রশ্ন-৫৫ : Lycophyta তে কি থাকে না?
পত্রাবকাশ থাকে না।

প্রশ্ন-৫৬ : Cladosiphonic এর গণ ৪টি কি কি তা উল্লেখ কর?
Selaginella, Ophioglossum, Isoetes এবং Lycopodium.

প্রশ্ন-৫৭ : লিগিউলের ভিত্তিতে লাইকোফাইটার শ্রেণী কয়টি ও কি কি?
উত্তর ২টি। যথা-Eligulopsida ও Ligulopsida.

প্রশ্ন-৫৮ : Lycopodium -এর মূলের অন্তর্গঠন কিরূপ?
উত্তর : ত্বক একস্তরযুক্ত।

প্রশ্ন-৫৯ : Cladosiphonic উদ্ভিদের পত্ৰত্বকের মাঝে কি দেখা যায়?
উত্তর । মেসােফিল কলা।

প্রশ্ন-৬০ : Lycopodium এর স্ট্রোবিলাস কেমন ধরনের হয়ে থাকে?
উত্তর : বেলনাকার এবং কেন্দ্রীয় অক্ষযুক্ত।

ক-বিভাগ

উদ্ভিদবিজ্ঞান-১ (নন-মেজর)ঃ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা(Bryophyta and Pteridopyta):

প্রশ্ন-৬১ : Lycopodium এর স্ট্রোবিলাসের দৈর্ঘ্য বিন্যাস লিখ।
উত্তর : ২.৫ সে.মি, – ১০ সে.মি. লম্বা।

প্রশ্ন-৬২ : Lycopodium এর স্পাের-এর গঠন বিন্যাস উল্লেখ কর?
উত্তর গােলাকার ও দ্বি-স্তর বিশিষ্ট।

প্রশ্ন-৬৩ : Lycophyta বিভাগের উদ্ভিদের স্পোরের গাত্রে কি থাকে?
উত্তর : তিনটি শৈলশিরা (Ridge) থাকে।

প্রশ্ন-৬৪ : Lycopodiales বর্গের উদ্ভিদের গ্যামেটোফাইট সৃষ্ট প্রােথ্যালাস কেমন?
সারনিউয়াম ধরনের।

প্রশ্ন-৬৫ : সারনিউয়াম ধরনের প্রােথ্যালাসের গঠন রূপ কেমন?
উত্তর : অতিশয় ক্ষুদ্র, অর্ধবায়বীয়, ক্ষণস্থায়ী এবং খাড়া ।

প্রশ্ন-৬৬ : Lycopdium এর জননে ফুট কিসে পরিবর্তিত হয়?
উত্তর : মূলে রূপান্তরিত হয়ে থাকে।

প্রশ্ন-৬৭: Selaginella কোন শ্রেণীর অন্তর্ভুক্ত?
উত্তর Ligulopsida.

প্রশ্ন-৬৮ : স্পাইক মস কোন টেরিডােফাইটের সাধারণ নাম?
উত্তর : Selaginella.

প্রশ্ন-৬৯ : স্পাইক মস-এর প্রজাতির সংখ্যা কতটি?
উত্তর : প্রায় ৭০০টি।

প্রশ্ন-৭০ : Selaginella -এর স্পােরােফাইটে কাণ্ড কিরূপ ধরণের হয়?
উত্তর : সরু, নমনীয়, বহুশাখাযুক্ত, শায়িত এবং বিষমপৃষ্ঠ।

প্রশ্ন-৭১: Selaginella -র দেহের দৈর্ঘ্য লিখ?
কয়েক সে.মি.-কয়েক মিটার পর্যন্ত।

প্রশ্ন-৭২ : রাইজোফোরকে মূল হিসেবে চিহ্নিত করেন কোন কোন বিজ্ঞানী?
টাইহেম, গিবসন ও আপহফ।

প্রশ্ন-৭৩: রাইজোফোর কি ধরনের মূল?
উত্তর মূলত্রহীন মূল।

প্রশ্ন-৭৪ : পত্রবিহীন বিটপ কাকে বলে?
Selaginella -র রাইজোফোরকে।

প্রশ্ন-৭৫ : ট্রাবিকিউলার কোষের প্রাচীরে কি থাকে?
উত্তর : Casparian Strip.

প্রশ্ন-৭৬; Selaginella র কর্টেক্স কয়টি অঞ্চলে বিভক্ত?
উত্তর : তিনটি।

প্রশ্ন-৭৭: কর্টেক্স এর অঞ্চলগুলাে কি কি?
উত্তর হাইপােডার্মিস, সাধারণ কর্টেক্স ও এন্ডােডার্মিস।

প্রশ্ন-৭৮ : Selaginella -র কাণ্ডের বৃদ্ধি অধিকাংশ ক্ষেত্রে কি দ্বারা ঘটে?
উত্তর : টেট্রাহেড্রাল শীর্ষ কোষ দ্বারা।

প্রশ্ন-৭৯ : Selaginella -র অযৌন জনন কি কি দ্বারা সংগঠিত হয়?
খণ্ডায়ন, টিউবার এবং বালবিল দ্বারা।

প্রশ্ন-৮০ : মাইক্রোস্পাের কি?
উত্তর পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ ।

প্রশ্ন-৮১ : মাইক্রোস্পােরের অঙ্কুরােদগমের বিভাজনে সৃষ্ট ক্ষুদ্র ও প্রাচীর সংলগ্ন কোষ কি নামে পরিচিত?
উত্তর : প্রােথ্যালীয় কোষ।

প্রশ্ন-৮২ : মাইক্রোস্পেরাঞ্জিয়াম হতে পুং গ্যামেটোফাইট কি অবস্থায় নির্গত হয়?
উত্তর । সাধারণত ১৩ কোষী অবস্থায়।

প্রশ্ন-৮৩ : প্রাইমারি অ্যান্ড্রোগােনিয়াল কোষ চারটির উপর্যুপরি বিভাজনে কয়টি অ্যান্ড্রোসাইট উৎপন্ন হয়?
উত্তর। : ১২৮-২৫৬ টি।

প্রশ্ন-৮৪ : হেটারােস্পােরি বলতে কি বুঝ?
একই উদ্ভিদে দু’ধরনের স্পাের উৎপন্ন হওয়ার পদ্ধতি।

প্রশ্ন-৮৫ : কোয়াসী বীজ স্বভাবযুক্ত Ligulopsida শ্রেণীর কোন উদ্ভিদ?
উত্তর। : Selaginella

প্রশ্ন-৮৬ : নিষেকের পর ডিম্বক কিসে রুপান্তরিত হয়ে থাকে।
উত্তর : বীজে।

প্রশ্ন-৮৭ : Filicophyta বিভাগের অন্তর্ভুক্ত কোন টেরিডােফাইট?
Marsilea.

ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা(Bryophyta and Pteridopyta):

ক বিভাগ

প্রশ্ন-৮৮ : Marsilea কি জাতীয় উদ্ভিদ?
জলজ ফার্ন।

প্রশ্ন-৮৯ : উভচর রূপে কর্দমাক্ত জলাশয়ের পাড়ে জন্মে কোন টেরিডােফাইট?
উত্তর : Marsilea (কিছু প্রজাতি)

প্রশ্ন-৯০ : Marsilea -এর কোন প্রজাতি ডােবা, নালা, খাল প্রভৃতিতে জনন?
Marsilea quadrifolia.

প্রশ্ন-৯১ : বাংলাদেশের Marsilea quadrifolia কে কী বলা হয় ?
উত্তর ; শুনি শাক।

প্রশ্ন-৯২ : Marsilea -র পত্রকের আকৃতি কিরূপ হয় ?
উত্তর : বিডিম্বাকার।

প্রশ্ন-৯৩ : শিমের বীজের ন্যায় স্পােরােকার্প উৎপন্ন হয় কার ?
উত্তর : Marsilea-র।

প্রশ্ন-১৪ : Mars|lea-র রাইজোমের প্রস্থচ্ছেদে প্রাপ্ত কলাবিন্যাস কী কী ?
এপিডার্মিস, কর্টেক্স এবং স্টিলি।

প্রশ্ন-৯৫: Marsilea-র স্পােরােকার্প কেমন ধরনের হয়ে থাকে।
রাইম্পােরাঞ্জিয়েট এবং দু’কপাটিকাযুক্ত।

৯৬। স্পােরােকার্পের মধ্যে কি দেখা যায় ?
সােরাস (২-২০টি)।

উদ্ভিদবিজ্ঞান-১ (নন-মেজর)

প্রশ্ন-৯৭ : লম্বা সােরাসসমূহ কি দ্বারা পরিবেষ্টিত থাকে।
দ্বিকোষস্তরযুক্ত ইভুসিয়াম দ্বারা।

প্রশ্ন-৯৮ : স্পােরােকার্পের প্রাচীর শক্ত হয়ে থাকে কখন ?
উত্তর ; ম্পােরাজিয়া পরিণত হবার সাথে সাথে ।

প্রশ্ন-৯৯ কাণ্ড রাইজোমে রূপান্তরিত কার ?
উত্তর : Marsilea -এর

প্রশ্ন-১০০; স্পােরােকার্পের বৃন্তু ৰা রাফি কোথায় যুক্ত থাকে?
স্পােরােকার্পের একপার্শে।

প্রশ্ন-১০১: ব্যাফির প্রান্তদেশের নামে অভিহিত?
শৃঙ্গ বা Horn.

প্রশ্ন-১০২: Azolla-এর প্রজাতির সংখ্যা কতটি?
ছয়টি

প্রশ্ন-১০৩; বাংলাদেশে Azolla-র কোন প্রজাতি পাওয়া যায্যট
উওর : Azolla pinnata.

প্রশ্ন-১০৪: Azolla-র স্পােরোফাইটে অবস্থানকারী শীলাভ শৈবালটি কী?
Anabaena azollae.

প্রশ্ন-১০৫: গােষক কলা উৎপন্নকারী Azolla-র অংশটির নাম কী?
স্ত্রী-গ্যামেটোফাইট।

প্রশ্ন-১০৬: Azolla-র স্পাের কোথায় অবস্থান করে।
ম্যাসুলিতে।

প্রশ্ন-১০৭: অঙ্কীয় নালীকোষ উৎপন্ন হয় না কার ?
উত্তর Azolla-এর।

প্রশ্ন-১০৮: Pterie সমতল ভূমি কি নামে পরিচিত।
উত্তর : সান-ফার্ন ।

প্রশ্ন-১০৯; Pteris এর বর্গের নাম লিখ।
উত্তর Filicales.

প্রল-১১০: Pteris এর প্রজাতির সংখ্যা কতগুলাে?
উত্তর প্রায় ২০০টি।

বোটানিঃ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা(Bryophyta and Pteridopyta):

ক-বিভাগ

প্রশ্ন-১১১; বাংলাদেশে প্রাপ্ত Pteris এর একটি উল্লেখযােগ্য প্রজাতি কী?
উত্তর Pteris blumana.

প্রশ্ন-১১২: Pterle-এর অস্থানিক মূলের জাইলেম কি ধরনের হয়?
এক্সার্ক ও ডায়ার্ক ধরনের।

প্রশ্ন-১১৩: পরিবহন কলা সংযুক্ত ও সুস্পষ্ট অন্তঃত্বক কোন প্রজাতির ?
উত্তর Pteris vittata.

প্রশ্ন-১১৪ : Pteris এর রেণুহুলীর গঠন ও বিকাশ কার মত হয়ে থাকে?
Dryopteris এর মত।

প্রশ্ন-১১৫: Pteris এর প্রােথ্যালাস দুধরনের কোষ থাকে এ কথা কোন বিজ্ঞানী উল্লেখ করেন?
উত্তর Crotty (১৯৬৭)

প্রশ্ন-১১৬ : Dryopteris এর মত জনুঃক্রম কার ?
Pteris-এর

প্রশ্ন-১১৭: শিশির বিন্দুতে কার শুক্রাণু ভেসে বেড়ায়?
উত্তর Pteris -এর।

প্রশ্ন-১১৮: Polypodium vulgare কি ধরনের উদ্ভিদ।
পরাশ্রয়ী।

প্রশ্ন-১১৯ : রাইজোম ও পত্রাক্ষের শপত্র কি নামে পরিচিত?
র‍্যামেন্টা।

প্রশ্ন-১২০: ক্যালামােফাইটার একমাত্র জীবিত গণ কী ?
উত্তর : Equisetum.

প্রশ্ন-১২১: হর্সটেল কী ?
উত্তর। Equisetum কে সাধারণভাবে হসঁটেল বলা হয়।

প্রশ্ন-১২২: Equisetum এর প্রজাতির সংখ্যা কতটি?
৩২টি

প্রশ্ন-১২৩: Sphenophyta-র কোন প্রজাতি ১০-১৫ মিটার লম্বা হয়ে থাকে?
উত্তর Equisetum gigantum

প্রশ্ন-১২৪ : Equisetun এর পল্লবপত্র না থাকলেও কোনটি করা সম্ভব হয় ?
উত্তর কাণ্ড ও শাখা দ্বারা সালােকসংশ্লেষণ করা।

প্রশ্ন-১২৫: Calamopsida শ্রেণীর Equisetum এর মূল কেমন?
উত্তর : অস্থানিক, নরম ও শাখান্বিত।

প্রশ্ন-১২৬ : ক্যারিনাল গহ্বর Equisetum এর কাপ্তের কোথায় পাওয়া যায়?
উত্তর : স্টিলিতে।

প্রশ্ন-১২৭: Equisetum এর মূলের অন্তর্গঠনগত স্টিলির জাইলেম কেমন ?
এক্সার্ক ও টেট্রাক ধরনের।

প্রশ্ন-১২৮: পূর্ণ ডেলিকিউলার গহ্বর (বায়ু) কোথায় অবস্থান করে ?
উত্তর Equisetum -এর কাণ্ডে।

প্রশ্ন-১২৯: Pteris এর কি কুণ্ডলিত অবস্থায় থাকে।
উত্তর : মুকুল পত্রবিন্যাস।

প্রশ্ন-১৩০: Preris এর পাতা কেমন?
সচূড় পক্ষল যৌগিক।

প্রশ্ন-১৩১: Polypodium -এর বর্গের নাম কী?
Filicales.

প্রশ্ন-১৩২: Filicales বর্গের ১টি উল্লেখযােগ্য প্রজাতির নাম (বৈজ্ঞানিক) লিখ?
Polypodium lincare.

উদ্ভিদবিজ্ঞান-১ (নন-মেজর)ঃ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা(Bryophyta and Pteridopyta):

ক-বিভাগ

প্রশ্ন-১৩৩: Polypodium এর সােরাস কোথায় উৎপন্ন হয়?
উত্তর। যে কোন পাততে।

প্রশ্ন-১৩৪ : Polypodiaceae গােত্রের রেণুস্থলীর গঠন ও বিকাশ কি ধরনের?
উত্তর লেন্টোম্পােরাঞ্জিয়েট ধরনের।

প্রশ্ন-১৩৫: Polypodium এর জ্যাকেট কোষ কাকে ঘিরে অবস্থান করে ?
আর্কিম্পােরিয়াল কোষকে।

প্রশ্ন-১৩৬: Polypodium-এর জ্বণের গঠন ও বিকাশ কার মত হয় ?
পলিপােডাস ফার্নের মত।

প্রশ্ন-১৩৭: Marsile-র জীবিত গণের সংখ্যা কতটি?
উত্তর ৫৩টি।

প্রশ্ন-১৩৮: Marsilea-র জীবাশ্ম জনিত প্রজাতির সংখ্যা কত?
১০টি।

প্রশ্ন-১৩৯: কুঁড়ি Marsilea-র মুকুল পত্রবিন্যাস কেমন ?
সারসিনেট প্রকৃতির।

১৪০: Druery (১৮৮৪) সর্বপ্রথম কোন উদ্ভিদ হতে গ্যামেটোফাইট আবিষ্কার করেছিলেন ?
Athyrium filixfeniala, Varclarissima হতে।

প্রশ্ন-১৪১: “মরুজ ফার্নের স্পােরােকার্প গােলাকার ও বর্গাকার হয়”—এ কথা সর্বপ্রথম কে বলেন ?
K.M. Gupta (১৯৬২)।

প্রশ্ন-১৪২: Polypodium এর স্ত্রীধানীর গ্রীবা মালীকোষ কয়টি?
উত্তর ৫-৭টি।

প্রশ্ন-১৪৩: অঙ্কীয় নালীকোষ ১টি মাত্র থাকে কোথায় ?
Polypodium-এর স্ত্রীধানীতে

প্রশ্ন-১৪৪ : Polypodium-এর স্পােরােজেনাস কোষ বিভক্ত হয়ে কি গঠন করে ?
উত্তর রেণুমাতৃকোষ (১২টি)।

প্রশ্ন-১৪৫: রেণুপত্র কী?
উত্তর সােরাস বহনকারী পাতাকে রেণুপত্র বলে।

প্রশ্ন-১৪৬: স্ফীত ক্যাপসুল কী বহন করে।
উত্তর : মিশ্র রেণুস্থলী।

প্রশ্ন-১৪৭: Pteris এর স্টিলিতে কি থাকে না?
মেডুলারি রশ্মি ।

প্রশ্ন-১৪৮: Pteridiodiaceae গােত্রের রেণু কি দ্বারা যুক্ত থাকে?
পেরিস্পাের দ্বারা।

প্রশ্ন-১৪৯: Dryopteris এর নতুন আর্কিগােনিয়াম কি ধরনের হয় ?
উত্তর ; তিনটি কোষের এক সারিবিশিষ্ট হয়।

প্রশ্ন-১৫০: লেপ্টোম্পােরাঞ্জিয়েটের অন্তর্ভুক্ত রেণুস্থলীর প্রারম্ভিক কোষ কেমন ?
কনিক্যাল বা গাজরাকৃতির হয়ে থাকে।

প্রশ্ন-১৫১: “বৃকাকার ইন্ডুসিয়াম কোন গণে থাকে ?
উওর : Dryopteris

প্রশ্ন-১৫২: সােরাস প্রধানত কত প্রকার ও কী কী ?
সােরাস প্রধানত তিন প্রকার। যথা : i. সরল প্রকৃতির সােরাস; ii. বেসিপেটাল সােরাস; ii. মিশ্র সােরস

প্রশ্ন-১৫৩: Sorus শব্দটি কোন ভাষা এবং এর অর্থ কী ?
উত্তর Sorus শব্দটি উৎপত্তিগত দিক থেকে গ্রিক, যার অর্থ হলাে একটি গুচ্ছ’।

প্রশ্ন-১৫৪: কোন কোন টেরিডােফাইটাতে হেটেরােস্পােরী স্বভাব পরিলক্ষিত হয় ?
উত্তর : Selaginella, Marsilea, Salvinia প্রভৃতিতে।

প্রশ্ন-১৫৫: কয়েকটি জলজ ফার্নের নাম লিখ।
উত্তর Azolla, Marsilea, Salvinia, Ceratopteris

প্রশ্ন-১৫৬ : ধান ও মাছ চাষের জন্য কোন টেরিডােফাইট ব্যবহৃত হয় ?
উর Azolla

প্রশ্ন-১৫৭: কোন গণটিতে আদর্শ ট্রি ফার্ন বলা হয় ?
উত্তর Cyathea সাধারণত ৪০ মি. পর্যন্ত উঁচু হয়।

প্রশ্ন-১৫৮: অ্যাপােগ্যামেী কাকে বলে ?
উত্তর গ্যামেটের মিলন ব্যাতিরেকে লিঙ্গধর কোষ হতে রেণুধর জনুর উৎপত্তিকে অ্যাপােগ্যামী বলে।

প্রশ্ন-১৫৯: অ্যাপােগ্যামী কোন কোন টেরিডােফাইটে পরিলক্ষিত হয় ?
উত্তর Pteris cretiea, Drypteris, Adiantum, Osmunda

প্রশ্ন-১৬০: অ্যাপােস্পােরী কাকে বলে ?
উত্তর : রেণু উৎপাদক ব্যতিরিকেই রেণু ধরের অঙ্গজ অংশ হতে লিঙ্গধর জনুর উৎপত্তির প্রক্রিয়াকে Apospory বলে।

প্রশ্ন-১৬১: Eusporangiate কাকে বলে?
উত্তর একগুচ্ছ স্কুল প্রাচীরের রেণুস্থলী প্রারম্ভিক কোষ থেকে রেণুস্থলীগুলাে উৎপন্ন হলে তাকে Eusporangiate বলে।

প্রশ্ন-১৬২: Leptosporangiate কাকে বলে?
উত্তর। এককোষী স্তরীর প্রাচীর হতে রেণুস্থলীগুলাে উৎপন্ন হলে তাকে Leptosporangiate বলে।

উদ্ভিদবিজ্ঞানঃ ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা(Bryophyta and Pteridopyta):

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। Pteridophyta কাকে বলে? এর বৈশিষ্ট্যসমূহ লেখ।
২। Pteridophyta-এর স্বভাব ও বসতি লেখ ।
৩। Pteris-এর শ্রেণিবিন্যাসগত অবস্থানসহ এর বৈশিষ্ট্য লেখ।
৪। Selaginella-এর শ্রেণিবিন্যাসগত অবস্থানসহ এর বৈশিষ্ট্য লেখ।
৫। Heterosporous বা অসমারণপ্রসূ বলতে কী বুঝ? Selaginella এর বীজ স্বভাব সম্বন্ধে আলােচনা কর।
৬। Christella-এর শ্রেণিবিন্যাসগত অবস্থানসহ এর বৈশিষ্ট্য লেখ।

গ-বিভাগ ঃ রচনামূলক প্রশ্ন

১। Pteridophyta-এর শ্রেণিবিন্যাস বর্ণনা কর।
২। Pteridopyta-এর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
৩। Pteris-এর দৈহিক গঠন বর্ণনা কর।
৪। Pteris-এর প্রজনন ক্রিয়া বর্ণনা কর। অথবা, Pteris এর জীবনচক্রে বর্ণনা কর।

উদ্ভিদবিজ্ঞান-১ (নন-মেজর)

৫। Selaginella-এর বাহ্যিক অভ্যন্তরীণ গঠন বর্ণনা কর।
৬। Selaginella-এর প্রজনন বর্ণনা কর।
অথবা, একটি হেটারােস্পােরি বা Selaginella এর জীবনচক্র বর্ণনা কর।
৭। Christella-এর দৈহিক গঠন বর্ণনা কর
৮। Christella-এর জীবনচক্র বা প্রজনন ক্রিয়া বর্ণনা কর।

এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০২
১। (ক) Heterospory বলতে কী বুঝ? চিহ্নিত চিত্রসহ একটি হেটারােস্পােরসি উদ্ভিদের স্ট্রোবিলাসের লম্বচ্ছেদ অংকন কর।

পরীক্ষা-২০০৩
২। (ক) Selaginella, & Pteris গণসমূহের শ্রেণিবিন্যাসগত অবস্থান ও বাহ্যিক গঠনের চিহ্নিত চিত্র দাও।
টীকা লিখ : Selaginella, এর বীজ অবস্থা।

পরীক্ষা-২০০৪
(ক) ব্রায়ােফাইটার এবং টেরিডােফাইটার মধ্যে পার্থক্য লিখ।
(খ) অসমরেণুপ্রসূতা বলতে কী বুঝ? তােমার পঠিত একটি অসমরেণুপ্রসূ টেরিডােফাইটার নাম লিখ এবং এর লিঙ্গধর জনুর সচিত্র বর্ণনা দাও।

পরীক্ষা-২০০৫
(ক) Selaginella এর বীজ স্বভাব সমন্ধে আলােচনা কর।

পরীক্ষা-২০০৬
(খ) Pteris এর জীবন চক্র চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।

পরীক্ষা-২০০৭
৭। (ক) Selaginella এর মুখ্য বৈশিষ্ট্যগুলাে লিখ।

পরীক্ষা-২০০৮
৮। (ক) Bryophyte এবং Pteridophyte এর পার্থক্য লিখ।

পরীক্ষা-২০০৯
৫। (খ) হেটারােস্পেরি বলতে কী বুঝ? Selaginella এর বীজ স্বভাব আলােচনা কর।

পরীক্ষা-২০১০
১৬। Selaginella-কান্ডের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর। Selaginella এর অযৌন জনন পদ্ধতির বিবরণ দাও।
৬। (খ) Selaginella-এর বীজ স্বভাব সম্বন্ধে আলােচনা কর।

পরীক্ষা-২০১৪
১৪। (খ) Selaginella-এর বীজ স্বভাব সম্বন্ধে আলােচনা কর।

এই ব্রায়োফাইটা ও টেরিডোফাইটা(Bryophyta and Pteridopyta): ছাড়াও আরো জানতে ক্লিকঃ

You cannot copy content of this page