Biotechnology and Genetic Engineering Suggestion

Biotechnology and Genetic Engineering suggestion অনার্স ৪র্থ বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের যাদের পরীক্ষা ২৯/১২/২০২৩ তারিখে আরম্ভ হতে যাচ্ছে।

নিচে যে প্রশ্নগুলো হলুদ মার্কিং করে দেওয়া হয়েছে সেগুলোই শুধুমাত্র ২৯/১২/২০২৩ তারিখে আরম্ভ হতে যাওয়া পরীক্ষার্থীদের অনুসরণ করতে হবে।

বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং

অধ্যায় ১: জৈবপ্রযুক্তি
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

  • জৈবপ্রযুক্তি কি? 
  • জেনেটিক ফুড বলতে কি বুঝ? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • GMO এর পূর্নরূপ কি? 
  • দুটি GMO এর উদাহরণ দাও। 
  • GMF কি? 
  • GMF এর দুটি সুবিধা লেখ। 
  • কে সর্বপ্রথম জৈব প্রযুক্তি শব্দটি প্রবর্তন করেন? 
  • জৈব প্রযুক্তি কিসের সমন্বয়ে গঠিত? 
  • জৈব প্রযুক্তির উল্লেখযোগ্য ক্ষেত্রগুলো কি কি? 
  • বাংলাদেশে কয়েকটি জৈব প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠানের নাম লিখেছেন। 
  • গোল্ডেন রাইস কে আবিষ্কার করেন? 
  • গোল্ডেন রাইস কি? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • গোল্ডেন রাইসে কি কি জিন সংযোজন করা হয়েছে? 
  • BARRI এর পূর্নরূপ কি? 
  • BINA এর পূর্নরূপ কি? 

সংক্ষিপ্ত প্রশ্ন

  • জৈব প্রযুক্তি বলতে কি বুঝ? 
  • জৈব প্রযুক্তির বিশ্বজনীন গুরুত্ব লিখ। 
  • GMO ফুডের ক্ষতিকর দিক ও সুবিধাগুলো লিখ। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)

রচনামূলক প্রশ্ন

  • সংক্ষেপে জৈব প্রযুক্তির পরিসর লিখ। 
  • বাংলাদেশের জৈব প্রযুক্তির সম্ভাবনা ও প্রয়োগ সম্পর্কে আলোচনা করা। 
  • জৈব প্রযুক্তির অপব্যবহার এবং তা রোধে সতর্কতা সম্পর্কে আলোচনা করা। 
  • জৈব প্রযুক্তির সাফল্য সমূহ বর্ননা কর। 

অধ্যায় ২ রিকম্বিনেট DNA প্রযুক্তি
অতি সংখিপ্ত প্রশ্ন

  • জিন ক্লোনিং কি? 
  • ভেক্টর বা বাহক কি? 
  • ক্লোনিং ভেক্টর বা ক্লোনিং বাহক কি? 
  • জিন ক্লোনিংয়ে ব্যাবহৃত কয়েকটি ভেক্টরের নাম লিখ। 
  • এবং জিন ক্লোনিংয়ে ব্যবহৃত একটি ভেক্টরের নাম লিখ। 
  • জিন ক্লোনিংয়ে ব্যবহৃত একটি plasmid এর নাম লিখ। 
  • একটি প্রাকৃতিক প্লাজমিডের নাম লিখ। 
  • DNA Fingerprint কে আবিষ্কার করেন? 
  • জিন ব্যাংক কি? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকোশল কি? 
  • রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কি? 
  • কিসের উপর নির্ভর করে রিকম্বিনেন্ট পৃথক করা হয়? 
  • রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি বা টেকনোলজি কাকে বলে? 
  • জৈব প্রযুক্তি শব্দটি কে প্রথম ব্যবহার করেন? 
  • r DNA প্রযুক্তি কি? 
  • RDNA প্রযুক্তিতে ব্যবহৃত এনজাইম গুলি কি কি? 
  • বায়োলজিক্যাল সিজার বলা হয় কোন এনজাইম কে? 
  • জৈবিক কাচি কি? 
  • সংকর ডিএনএ কি? 
  • rDNA প্রযুক্তির মাধ্যমে উৎপন্ন কয়েকটি ট্রান্সজেনিক উদ্ভিদের নাম লিখ। 
  • টার্গেট জিন কি? 
  • Markers কি? 
  • rDNA প্রযুক্তি কয়টি ধাপে সম্পন্ন হয়? 
  • rDNA প্রকোশল কে  প্রবর্তন করেন? 
  • ট্রান্সজেনিক উদ্ভিদ কি? 
  • জেনেটিক বা জিন স্থানান্তর কি? 
  • জিন স্থানান্তরের প্রক্রিয়াগুলো কি কি? 
  • সুপার রাইস কে উদ্ভাবন করেন? 
  • রেস্ট্রিকশন এনজাইম কি? 
  • ইন্টারফেরন কি? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • কয়েকটি রেস্ট্রিকশন এনজাইমের নাম লিখ। 
  • রেস্ট্রিকশন এনজাইম কি কাজে ব্যবহৃত হয়? 
  • ICGEB এর পূর্নরূপ কি? 
  • ICGEB এর কাজ কি? 

Biotechnology and Genetic Engineering Suggestion

সংক্ষিপ্ত প্রশ্ন

  • rDNA প্রযুক্তি বলতে কি বুঝ? 
  • rDNA প্রযুক্তিতে ব্যবহৃত এনজাইম গুলোর নাম লিখ। 
  • রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ এনজাইম সম্পর্কে লিখ। 
  • জিন ক্লোনিংয়ে ব্যবহৃত ভেক্টর সমূহ সম্পর্কে লিখ। 
  • জিন প্রকৌশলের উপকরণসমূহের তালিকা দাও। 
  • রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ কি? এর ব্যবহার আলোচনা করা। 
  • ICGEB কি? এব ICGEB এর গঠন ও কার্যাবলী সম্পর্কে লিখ। 
  • ICGEB এর উদ্দেশ্যসমূহ আলোচনা করা। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)

রচনামূলক প্রশ্ন

  • rDNA প্রযুক্তির ধাপসমূহ চিত্রসহ বর্ননা কর। 
  • শস্য উন্নয়নে জিন ক্লোনিংয়ের ব্যবহার গুরুত্ব আলোচনা কর। 
  • জিন ক্লোনিং বাহক সম্পর্কে আলোচনা কর। 
  • একটি কাঙ্ক্ষিত জিনকে ক্লোনিং করার পদ্ধতি বর্ননা কর। 
  • অথবা জিন ক্লোনিং কি? জিন ক্লোনিংয়ের মাধ্যমে জেনেটিক ট্রান্সফরমেশন প্রক্রিয়ার মাধ্যমে ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন কৌশল বর্ননা। 
  • অথবা  জিন ক্লোনিং বর্ননা কর। 
  • অথবা একটি কাঙ্ক্ষিত জিনকে ক্লোনিং করার পদ্ধতি বর্ননা কর। 
  • টীকা : rDNA প্রযুক্তি, ট্রান্সজেনিক উদ্ভিদ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ, ক্লোনিং ভেক্টর, rDNA প্রযুক্তির গুরুত্ব। 
  • রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি কি? মানব কল্যাণে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ ও গুরুত্ব আলোচনা কর।  ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা rDNA প্রযুক্তির গুরুত্ব আলোচনা কর। 

অধ্যায় ০৩ আণবিক মার্কার (Molecular Markers)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

  • মলিকুলার মার্কার কী?
  • বায়োমলিকুল কী?
  • PCR কাকে বলে?
  • PCR এর পূর্ণরূপ কি?
  • RFLP কি?
  • RFLP এর পূর্ণরূপ কি? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • PCR কে আবিষ্কার করেন?
  • VNTR এর পূর্ণরূপ কি?
  • RAPD -এর পূর্ণনাম লিখ।
  • লিংকার কী?
  • PCR এর কার্যপদ্ধতি কয়টি ও কি কি?
  • কোন কোন ক্ষেত্রে PCR প্রয়োগ করা হয়?
  • DNA লাইগেজ কি?
  • DNA সিকুয়েলিং বলতে কি বুঝ?( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • রেস্ট্রিকশন মানচিত্র কি?
  • DNA পলিমারেজ কি?
  • প্রোমোটার কাকে বলে?
  • DNA মডিফাইং এনজাইম কি?
  • Biological gem এবং Biological কাচি বলা হয় কোন এনজাইমকে?
  • rDNA কি?

Biotechnology and Genetic Engineering Suggestion

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • PCR-এর শর্তগুলো লেখ।
  • Molecular Marker -এর বৈশিষ্ট্যগুলো লেখ ।
  • DNA লাইগেজ সম্পর্কে ব্যাখ্যা কর।
  • মলিকুলার মার্কারের প্রকারভেদ আলোচনা কর।
  • RELP এর ব্যবহার আলোচনা কর।
  • মলিকুলার মার্কারের কার্য উল্লেখ কর।
  • অথবা, মলিকুলার মার্কার -এর কার্যসমূহ লিখ।
  • RELP এবং RAPD এর মধ্যে পার্থক্য লিখ।
  • অথবা RELP এবং RAPD এর মধ্যে বৈসাদৃশ্য উল্লেখ কর।
  • মলিকুলার মার্কারের প্রয়োগ লিখ।

গ-বিভাগ ঃ রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions);

  • PCR কি? PCR পদ্ধতির বিভিন্ন ধাপ বর্ণনা কর।
  • অথবা, PCR কি? PCR পদ্ধতির বিভিন্ন ধাপ বর্ণনা কর।
  • অথবা, প্রয়োজনীয় চিত্রসহ পলিমারেজ চেইন রিয়েকশন (PCR) এর পদ্ধতি বর্ণনা কর।
  • PCR-এর গুরুত্বপূর্ণ প্রয়োগসমূহ আলোচনা কর।
  • অথবা, PCR-এর গুরুত্বপূর্ণ প্রয়োগসমূহ উল্লেখ কর।
  • RFLP কী? এর বিস্তারিত আলোচনা কর ।
  • অথবা, RELP সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও।
  • RAPD কী? এর বিস্তারিত আলোচনা কর।
  • অথবা, RAPD সম্পর্কে বিস্তারিত বিবরণ দাও।
  • DNA পলিমারেজ সম্পর্কে আলোচনা কর।
  • DNA সিকুয়েন্সিং এর বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।
  • PCR এর সুবিধা-অসুবিধাসমূহ লিখ।

Biotechnology and Genetic Engineering Suggestion

অধ্যায় ০৪ উদ্ভিদ কলা আবাদ(Plant Tissue Culture)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • কালচার মিডিয়াম কি?
  • অথবা, আবাদ মাধ্যম কি?
  • অথবা, আবাদ মাধ্যমের সংজ্ঞা দাও।
  • টিস্যু কালচার (Tissue Culture) কি?
  • টিস্যু কালচারের জনক কে?
  • ট্রান্সজেনিক উদ্ভিদ কি? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • ক্যালাস-এর সংজ্ঞা দাও। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা ক্যালাস কি?
  • Single Cell Culture (SCC)?
  • অথবা, এককোষী আবাদ কি?
  • Embryo culture (জণ আবাদ) কি?
  • এক্সপ্ল্যান্ট কি?
  • Invitro culture কি?
  • অথবা, ইনভিটো কালচার কি?
  • এমব্রায়োজেনেসিস (Embryogenesis) বলতে কি বুঝ?
  • পরোক্ষ এমব্রায়োজেনেসিস কি?
  • এন্ড্রোজেনিক ভ্রুণ কি?
  • প্রত্যক্ষ এন্ড্রোজেনেসিস?
  • সোমাটিক এমব্রায়ো এর সংজ্ঞা দাও।
  • কালচার মিডিয়াম বা আবাদ মাধ্যম কি?
  • MS medium-এর পূর্ণরূপ কি?
  • পরাগরেণু আবাদ কী?
  • পরাগধানী কত তাপমাত্রার আবাদ করা হয়?
  • প্রোটোপ্লাস্ট কালচার কি?
  • Recalcitrant seed কাকে বলে?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • সোমাটিক এমব্রায়োজেনেসিস সম্পর্কে লিখ।
  • উদ্ভিদের কলা আবাদের গুরুত্ব সম্ভাবনা লেখ।
  • Invitro culture এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রক্রিয়া বলতে কি বুঝ?
  • সোমাটিক এব্রায়োজেনেসিস এর গুরুত্ব লিখ।
  • কালচার মিডিয়া কী? একটি কালচার মিডিয়ার উপাদানগুলো উল্লেখ কর।
  • অথবা, কালচার মিডিয়ার উপাদানসমূহ উল্লেখ কর।
  • অথবা, বিভিন্ন ধরনের আবাদ মাধ্যমের উপাদানসমূহের বর্ণনা দাও।
  • Ms-মিডিয়ামের উপাদানগুলো উল্লেখ কর।
  • উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব উল্লেখ কর। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব বর্ণনা কর।
  • অথবা, উদ্ভিদ টিস্যু কালচারের গুরুত্ব আলোচনা কর।
  • উদ্ভিদ প্রজননে পরাগধানী আবাদের গুরুত্ব লিখ। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, উদ্ভিদ প্রজননে পরাগধানী আবাদের গুরুত্ব বর্ণনা কর।
  • অথবা, পরাগধানী আবাদের গুরুত্ব লিখ।

গ-বিভাগ :

  • : রচনামূলক প্রশ্নাবলি Broad Questions) ;
  • টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ লিখ।
  • অথবা, টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ বর্ণনা কর ।
  • অথবা, কোষ-কলা আবাদের ধাপসমূহ লিখ।
  • সোমাটিক এব্রায়োজেনেসিস প্রক্রিয়া বর্ণনা কর।
  • Invitro আবাদ মাধ্যমে কিভাবে রোগমুক্ত উদ্ভিদ উৎপাদন সম্ভব তার একটি উদাহরণ দাও।
  • Protoplast culture কি? Protoplast culture প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা, প্রোটোপ্লাস্ট কালচার বলতে কি বুঝ? প্রোটোপ্লাস্ট কালচারের কলা-কৌশল ব্যাখ্যা কর।
  • অথবা, প্রোটোপ্লাস্ট কি? Protoplast culture প্রক্রিয়া বর্ণনা কর।
  • পরাগধানী আবাদের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদনের ধাপগুলো বর্ণনা কর।
  • অথবা, পরাগধানী আবাদ কী? পরাগধানী আবাদের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ প্রাপ্তির ধাপগুলো বর্ণনা কর।
  • অথবা, মাইক্রোপ্রোপাগেশন-এর সংজ্ঞা দাও। হ্যাপয়েড উদ্ভিদের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা, হ্যাপয়েড উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • রোগমুক্ত উদ্ভিদ তৈরির প্রক্রিয়া বর্ণনা কর। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, রোগমুক্ত উদ্ভিদ তৈরির প্রক্রিয়া বর্ণনা কর।

Biotechnology and Genetic Engineering Suggestion

অধ্যায় ০৫ উদ্ভিদ কলা আবাদের কৌশল প্রয়োগ (Application of Tissue Culture Techniques)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • টিস্যু কালচার (Tissue Culture) কি?
  • ট্রান্সজেনিক উদ্ভিদ কী?
  • ক্যালাস কি?
  • Single Cell Culture (SCC) for
  • Embryo culture বা ভ্রুণ আবাদ কি?
  • এক্সপ্লান্ট কি?
  • Invitro culture কি?
  • অথবা, ইনভিটো আবাদ কি?
  • মেরিস্টেম (Meristem) কী?
  • মেরিস্টেম কালচার (Meristem Culture) কি?
  • মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে?
  • অথবা, মাইক্রোপ্রোপাগেশন (Micro propagation) কি?
  • টোটিপোটেলি বলতে কি বুঝ? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • হ্যাপ্লয়েড উদ্ভিদ কাকে বলে?
  • ইন্টারফেরণের সংজ্ঞা দাও।
  • ইন্টারফেরন আবিষ্কার করেন কে?
  • নোভল ইন্টারফেরণ কিভাবে উৎপাদন সম্ভব?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • মাইক্রোপ্রোপাগেশন-এর সংজ্ঞা দাও।
  • Micro propagation -এর সুবিধা-অসুবিধাগুলো বর্ণনা কর।
  • সোমাক্রোনাল ভেরিয়েশন সম্পর্ক লেখ।
  • আবাদ মাধ্যমে ব্যবহৃত বৃদ্ধি নিয়ন্ত্রকসমূহের নাম লেখ ।
  • বাংলাদেশে টিস্যু কালচার প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগ লিখ ।
  • সোমাক্লোনাল ভেরিয়েশন-এর সুবিধা ও অসুবিধাগুলি লিখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) ;

  • হ্যাপ্লয়েড উদ্ভিদ কাকে বলে? হ্যাপ্লয়েড উদ্ভিদের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • টিস্যু কালচার-এর বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।
  • টিস্যু কালচার কি? এবং টিস্যু কালচারের সুবিধা-অসুবিধা লিখ ।
  • ভ্রুণ আবাদের বর্ণনা দাও।
  • অথবা, বাংলাদেশে জ্বণ কালচার (Embryo culture) -এর বর্ণনা দাও।
  • মেরিস্টেম কালচার কী? কিভাবে এর মাধ্যমে রোগমুক্তি উদ্ভিদ উৎপাদন করা যায়?
  • একটি কালচার নিডিয়া তৈরির পদ্ধতি উপাদানসহ বর্ণনা কর।
  • কোষ-ক আবাদে ব্যবহৃত উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকের শ্রেণিবিন্যাসসহ কার্যাবলী বর্ণনা কর।
  • ১৭। টীকা লিখ : (ক) মাইক্রো প্রোপাগেশন;

অধ্যায় ০৬ উদ্ভিদ জেনেটিক প্রকৌশল (Plant Genetic Engineering)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং কাকে বলে?
  • অথবা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি?
  • অথবা, জিন প্রকৌশল কি?
  • জিন কী?
  • জিন ক্লোনিং কি?
  • DNA এর অবিকল কপি সৃষ্টি করাকে জিন ক্লোনিং বলে।
  • ট্রান্সজেনিক উদ্ভিদ কি?
  • জেনেটিক স্থানান্তর কি?
  • অথবা, জিন স্থানান্তর কি?
  • জিন স্থানান্তরের প্রক্রিয়াগুলো কি কি?
  • প্লাজমিড কী?
  • জিনের এককগুলো কি কি?
  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত একটি বাহকের নাম লিখ।
  • প্রকৌশলে ব্যবহৃত এনজাইমগুলো কি কি?
  • একটি প্রাকৃতিক জমিডের উদাহরণ দাও।
  • rDNA টেকনোলজি কী?
  • সিস্ট্রোন (Cistron) কাকে বলে?
  • রেকন (Recon) কাকে বলে?
  • Bacteriophage vector কী?
  • অথবা, ব্যাকটেরিওফাজ কাকে বলে?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • জিন স্থানান্তর পদ্ধতি কী? এর সুবিধা-অসুবিধা লিখ।
  • অথবা, জিন ট্রান্সফরমেশন কি? এর সুবিধা-অসুবিধা উল্লেখ কর।
  • জিনের প্রকৃতি ধারণা সম্পর্কে লিখ।
  • জিন প্রকৌশলে ব্যবহৃত উপকরণ এবং এনজাইমসমূহের নাম ও কাজ লিখ।
  • Agrobacterium এবং Biolistic কাকে বলে? এর সুবিধা-অসুবিধা লিখ।
  • Agrobacterium এবং Biolistic জিন স্থানান্তরের মধ্যে পার্থক্য লিখ।
  • প্লাজমিড-এর বৈশিষ্ট্য লিখ ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, একটি আদর্শ ভেক্টরের বৈশিষ্ট্য লিখ।, প্লাজমিড-এর বৈশিষ্ট্য লিখ।
  • অথবা, প্লাজমিড কি? Ti-প্লাজমিড এর বৈশিষ্ট্যগুলো লিখ।
  • জিন প্রকৌশলে ব্যবহৃত এনজাইমসমূহের বিবরণ দাও। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, জিন প্রকৌশলে ব্যবহৃত এনজাইমসমূহের লিখ।
  • অথবা, জিন প্রকৌশলে ব্যবহৃত এনজাইসমূহ সম্পর্কে আলোচনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর পরিসর বর্ণনা কর।
  • Agrobacterium এবং Biolistic পদ্ধতির মাধ্যমে জিন স্থানান্তর প্রক্রিয়া বর্ণনা কর।
  • Agrobacterium এর প্লাজমিড থেকে T-DNA কিভাবে উদ্ভিদকোষে স্থানান্তরিত হয় তা বর্ণনা ।
  • অথবা, পরোক্ষ জিন স্থানান্তর পদ্ধতি কী? Agrobacterium এর প্লাজমিড থেকে T-DNA কিভাবে উদ্ভিদ কোষে স্থানান্তরিত হয় বর্ণনা কর।
  • অথবা, ট্রান্সজেনিক উদ্ভিদ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • জেনেটিক রিসোর্স কী? উদ্ভিদের জেনেটিক রিসোর্স সংরক্ষণের আণবিক পদ্ধতি বর্ণনা কর। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, জেনেটিক রিসোর্স কী? উদ্ভিদের জেনেটিক রিসোর্স সংরক্ষণের আণবিক পদ্ধতি লিখ।

অধ্যায় ০৭ বায়োগ্যাস প্রযুক্তি (Biogas Technology)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • Biogas কি?
  • অথবা, বায়োগ্যাস কি?
  • Biogas technology for?
  • Biogas এর দুটি ব্যবহার লেখ।
  • বায়োগ্যাসে কী কী উপাদান থাকে?
  • বায়োগ্যাস উৎপাদনে ব্যবহৃত মডেল দুটির নাম
  • বায়োগ্যাসের উৎস কী কী?
  • এক কেজি গোবর থেকে প্রতি বছর কি পরিমাণ গ্যাস উৎপাদন করা যায়?
  • স্থির ডোম মডেলের অংশ কয়টি?
  • হাইড্রোলিক চেম্বার কী?
  • বায়োগ্যাস তৈরিতে গোবর ও পানির অনুপাত কত?ঙবায়োগ্যাস প্ল্যান্টে কতদিন গ্যাস পাওয়া যায়?
  • বায়োগ্যাস প্ল্যান্টে উৎপন্ন গ্যাসে রেসিডিউ কেমন?
  • BCSIR-এর পূর্ণরূপ কী?
  • জ্বালানি কাকে বলে?

Biotechnology and Genetic Engineering Suggestion

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • বায়োগ্যাস কী? বায়োগ্যাসের উত্স উপাদানগুলো কি কি?
  • Biogas তৈরির ত্রুটিসমূহ বর্ণনা কর।
  • অথবা, Biogas তৈরির অসুবিধাসমূহ লিখ।
  • বায়োগ্যাস ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলো
  • স্থির ডোম ও ভাসমান ডোম মডেলের মধ্যে পার্থক্য লিখ। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, স্থির ডোম ও ভাসমান ডোম মডেলের মধ্যে তুলনা কর।

Biotechnology and Genetic Engineering Suggestion

রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions);

  • বায়োগ্যাস কী? এর উৎসসমূহ বর্ণনা কর। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • বাংলাদেশে বায়োগ্যাসের উৎপাদন ও সম্ভাবনা সম্পর্কে লিখ।
  • বায়োগ্যাস কি? বায়োগ্যাস উৎপাদনের স্থির ডোম মডেল চিত্রসহ বর্ণনা কর। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, বায়োগ্যাস কী?
  • Biogas তৈরির একটি পদ্ধতির সচিত্র বর্ণনা কর।
  • অথবা, বায়োগ্যাস উৎপাদনে স্থির ডোম মডেল চিত্রসহ বর্ণনা কর।
  • বায়োগ্যাসের ব্যবহারসমূহ উল্লেখ কর।
  • অথবা, বায়োগ্যাসের ব্যবহার লিখ।

অধ্যায় ০৮ বর্জ্য পানি ব্যাবস্থাপনায় জৈবপ্রযুক্তি (Wastewater Treatment Biotechnology)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

  • বায়বীয় শোধন কি?
  • অবায়বীয় শোধন কী?
  • বর্জ্যের দুটি রাসায়নিক উপাদানের নাম লিখ।
  • শিল্প বর্জ্য কি?
  • শিল্প বর্জ্যের দুটি উৎসের নাম লেখ।
  • Bioremediation ?
  • বায়োসেন্সর কী?
  • দূষণ কী?
  • ইনসিনারেশন (Incineration) কী?
  • বর্জ্য শোধন কী?
  • Energy waste কী?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);

  • বর্জ্য পানি শোধন কি?
  • বর্জ্য পানি কি? এবং বর্জ্য পানির বৈশিষ্ট্যগুলি লিখ।
  • শিল্পবর্জ্যের উৎস সম্পর্কে লেখ।
  • অবায়বীয় শোধন বলতে কি বুঝ।
  • বর্জ্য পানি ব্যাবস্থাপনার প্রকারভেদ লিখ ।
  • শিল্প বর্জ্যের জৈব পরিশোধন সম্পর্কে লিখ।

গ-বিভাগ : চামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • বর্জ্য পানি কী? বর্জ্য পানির উৎসগুলো উল্লেখ কর
  • পানির বিভিন্ন ধরনের শোধন পদ্ধতি সংক্ষেপে বর্ণনা কর।
  • শিল্প বর্জ্যের জৈবিক শোধনের জন্য একটি বায়বীয় পদ্ধতির বর্ণনা দাও।
  •  শিল্প বর্জ্যের জৈবিক শোধনে সক্রিয় কর্দম পদ্ধতি বর্ণনা কর
  • অথবা, বজ পানি শোধনে সক্রিয় কাদা পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা, বর্জ্য পানি শোধনে Activated sludge পদ্ধতি বর্ণনা কর।
  • জৈব বর্জ্য কী? জৈব বর্জ্যের বৈশিষ্ট্য লিখ। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, জৈব বর্জ্য কী? জৈব বর্জ্যের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর ।
  • টীকা লিখ : (খ) শিল্প বর্জ্যের জৈব পরিশোধন; ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)

অধ্যায় ০৯ জীবাণুসার (Biofertilizer)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • Biofertilizer (জীবাণুসার) কি?
  • YEMA এর পূর্ণরূপ কি?
  • জীবাণু সার হিসেবে ব্যবহৃত দুটি অণুজীবের নাম লেখ।
  • একটি জীবাণু সারের উদাহরণ দাও।
  • জৈব সার কি?
  • অজৈব সার কি?
  • কয়েকটি জৈব সারের নাম লিখ।
  • কয়েকটি জীবাণুসারের নাম লিখ?
  • সবুজ সার কি?
  • অথবা, সবুজ সার কাকে বলে?
  • সবুজ সারের উৎপাদনে কয়েকটি উদ্ভিদের নাম লিখ?
  • কম্পােস্ট সার কি?
  • অণুজীব সার কি?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • জীবাণুসার কি? বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের বৈশিষ্ট্য লেখ.
  • জীবাণুসারের সুবিধাসমূহ লিখ।
  • অথবা, জীবাণুসারের উপকারিতা লিখ ।
  • জৈব সার কী? এর বৈশিষ্ট্যগুলো লিখ।
  • জৈব সারের ব্যবহার লিখ।
  • অথবা, জৈব সারের ব্যবহার সম্পর্কে লেখ।
  • রাসায়নিক সার জীবাণু সারের মধ্যে পার্থক্য

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions):

  • জীবাণুসারেঃ সারের উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা, বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের উৎপাদন পদ্ধতি বর্ণনা কর।
  • মায়োফার্টিলাইজার বা জীবাণুসার কী? বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের শ্রেণিবিন্যাস কর।
  • বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের অপকারিতা লেখ।
  • অথবা, বায়োফার্টিলাইজার বা জীবাণুসারের অসুবিধা বর্ণনা কর।
  • অথবা, জীবাণু সার কি? বায়োফার্টিলাইজার বা জীবাণু সারের গুরুত্ব লেখ।
  • জীবাণু সারের প্রস্তুত প্রণালি বর্ণনা কর। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • BGA, Rhizobium ও Azolla জীবাণু সারের প্রস্তুতপ্রণালি বর্ণনা কর।
  • টীকা লিখ : (গ) কালচার মিডিয়াম;
  • বায়ো ফার্টিলাইজারের গুরুত্ব লিখ।

অধ্যায় ১০ একক কোষ প্রোটিন বা আমিষ Single Cell Protein (SCP)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

  • SCP ৰা একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ কাকে বলে।
  • SCP-এর পূর্ণনাম কি?
  • sCP উৎপাদনে ব্যবহৃত একটি শৈবালের নাম লেখ।
  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ হিসেবে ব্যবহৃত হয় এমন একটি ব্যাকটেরিয়া ও একটি শৈবালের নাম লিখ।
  • sCP উৎপাদনে একটি ছত্রাকের নাম লেখ।
  • একটি sCP এর উদাহরণ দাও।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);

  • এককোষী আমিষ বলতে কি বুঝ?
  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ উৎপাদনে ব্যবহৃত কতিপয় অণুজীবের নাম লিখ।
  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ উৎপাদনে অণুজীবের বৈশিষ্ট্য লিখ।
  • অথবা, একক কোষ প্রোটিন বা এককোষী আমিষ কি? এর প্রকারভেদ লিখ।
  • sCP-এর গুরুত্ব লিখ।
  • অথবা, SCP কি? SCP এর প্রকারভেদ ও গুরুত্ব আলোচনা কর।
  • অথবা, এককোষী প্রোটিন বা আমিষের (SCP) গুরুত্ব লেখ ।
  • অথবা, এককোষী প্রোটিন এর গুরুত্ব লিখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি Broad Questions) ;

  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ কি? উহার সাথে সংশ্লিষ্ট অণুজীবের বর্ণনা দাও।
  • একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ হিসেবে Spirulina-র গুরুত্ব আলোচনা কর।
  • Yeast কোষ থেকে কিভাবে SCP প্রস্তুত করা হয়?
  • অথবা, Yeast-হতে একক কোষ বা এককোষী প্রোটিন বা আমিষ উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
  • একাকোষী প্রোটিন তৈরির পদ্ধতি বর্ণনা কর। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, এককোষী প্রোটিন তৈরির পদ্ধতি আলোচনা কর।
  • অথবা, এককোষী প্রোটিন বা আমিষ তৈরির পদ্ধতি ব্যাখ্যা কর।

Biotechnology and Genetic Engineering Suggestion

অধ্যায় ১১ জীবন নিরাপত্তার নিয়ম ও নীতিমালা (Biosafety Guidelines and Regulations)
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • জীব নিরাপত্তা (Biosafety) বলতে কি বুঝ?
  • অথবা, Biosafety guideline কী?
  • জীব নিরাপত্তা পদ্ধতি বলতে কী বুঝ?
  • PMF কি?
  • IPR-এর পূর্ণরূপ কী
  • NBF-এর পূর্ণরূপ লিখ।
  • WIPO-এর পূর্ণরূপ লিখ।
  • MTA-এর পূর্ণরূপ কি?
  • ট্রেডমার্ক কি?( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • Irangiable Property কি?
  • গ্রন্থস্বত্ব বলতে কি বুঝ? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • অথবা, Copy right কী?

সংক্ষিপ্ত প্রশ্ন

  • GATT কি? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • জৈব নিরাপত্তার প্রয়োজনীয়তা কি?
  • বুদ্ধিভিত্তিক সম্পত্তি অধিকার রক্ষার উপায়সমূহ সংক্ষেপে বর্ণনা কর।
  • জননিরাপত্তার উল্লেখযোগ্য  দিকগুলো কি কি? ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)

রচনামূলক

  • বাংলাদেশের প্রেক্ষিতে Biosafety Guidelines -এর বিভিন্ন দিক বর্ণনা কর।
  • জৈব প্রযুক্তির ক্ষেত্রে জীব নিরাপত্তার আলোচ্য বিষয় সমূহ আলোচনা কর।
  • নিচের সংস্থাগুলোর গঠন ও কাজ উল্লেখ করঃ
  • WIPO ; GATT; TRIP
  • টীকা লিখঃ Biosafety Guidelines; IRP
  • IRP-এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
  • Biosafety Guidelines উদ্দেশ্য লিখ।
  • IPR কী? IPR-এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)
  • বায়োফসি গাইডলাইনের উদ্দেশ্যসমূহ লিখ। ( ২০১৮ পরীক্ষার তারিখঃ১৩/০৫/২০১৯)

Comments are closed.

You cannot copy content of this page