Nu Botany First Year Practical

NU Botany First Year Practical বা অনার্স ১ম বর্ষ( উদ্ভিদবিজ্ঞান) ব্যবহারিকঃ প্রিয় অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীরা ,ব্যবহারিক উদ্ভিদবিজ্ঞান (মেজর) বিষয়সমূহের সবগুলো প্র্যাকটিক্যাল টপিকস দেওয়া হয়েছে।

সর্বশেষ ব্যবহারিক প্রশ্ন

২০২০ সালের ব্যবহারিক প্রশ্ন ( লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় ২০২১ সালে এবং ব্যবহারিক পরীক্ষার সময়কাল 20-০১-২০২২ থেকে 10-০2-২০২২)

বিস্তারিত সূচিপত্র

অধ্যায়-০১: পরীক্ষাগারের কলাকৌশল

  1. ভূমিকা
  2. ব্যবহারিক ক্লাসের জন্য প্রয়ােজনীয় উপকরণ,
  3. ব্যবহারিক ক্লাসে ও শিক্ষাসফরে সতর্কতা,
  4. পরীক্ষাগারে পালনীয় সতর্কতামূলক করণীয় বা ব্যবস্থা,
  5. অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার

অধ্যায়-০২: অণুজীববিজ্ঞান

  1. ভূমিকা,
  2. অণুজীব পর্যবেক্ষণ পদ্ধতি,
  3. পরীক্ষার নাম : ব্যাকটেরিয়ার অঙ্গসংস্থান পর্যবেক্ষণ (আকার ভিত্তিক)
  4. পরীক্ষার নাম : ব্যাকটেরিয়ার অঙ্গসংস্থান পর্যবেক্ষণ (ফ্লাজেলাভিত্তিক).
  5. অণুজীব (ব্যাকটেরিয়া) পরীক্ষণে ব্যবহৃত রঞ্জক পদার্থ প্রস্তুত প্রণালি..
  6. পরীক্ষার নাম : সরল রঞ্জন পদ্ধতিতে ব্যাকটেরিয়ার আকৃতি প্রদর্শন,
  7. পরীক্ষার নাম : গ্রাম রঞ্জন পদ্ধতিতে দই এর ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ..
  8. গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেভিট ব্যাকটেরিয়ার পার্থক্য,…..
  9. পরীক্ষার নাম ; একটি ব্যাকটেরিয়া কালচার প্রস্তুত প্রণালি..
  10. পরীক্ষার নাম : গ্রাম রঞ্জক প্রণালিতে ব্যাকটেরিয়ার কালচার হতে ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ,
  11. পরীক্ষার নাম : গ্রাম রঞ্জক প্রণালিতে নডিউল এর ব্যাকটেরিয়া পর্যবেক্ষণ,
  12. পরীক্ষার নাম : পৃথক রঞ্জন প্রণালিতে (গ্রাম স্টেনিং মেথড) পর্যবেক্ষণ,
  13. পরীক্ষার নাম : আলু আবাদ পদ্ধতিতে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া কলােনি পর্যবেক্ষণ..
  14. অণুজীববিজ্ঞানের spotting
  15. অণুজীববিজ্ঞানের Viva-Voce

অধ্যায়-০৩ : মাইকোলজি

  1. ছত্রাক পরীক্ষণের কয়েকটি রিয়াজেন্ট প্রস্তুত প্রণালি
  2. মাইক্রোস্কোপে পরীক্ষার জন্য অস্থায়ী ফাংগাস স্লাইড প্রস্তুত প্রণালি
  3. পরীক্ষার নাম : উদ্ভিদ প্যাথােজেন পৃথকীকরণ
  4. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Albugo)
  5. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Agaricus)
  6. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Puccinia)
  7. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Rhizopus)
  8. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Fusarium),
  9. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Alternaria)
  10. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Colletotrichum)
  11. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Penicillium)
  12. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Aspergillas)
  13. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ সনাক্তকরণ (Curvularia)
  14. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Mucor)
  15. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Rhizopus)
  16. অজানা ছত্রাকের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Yeast)
  17. Study of lichens (crustose, Foliose and Fruticose)
  18. ছত্রাকের Spotting
  19. ছত্রাকের মৌখিক (Viva-Voce)

Botany First Year Practical

অধ্যায়-০৪ : শৈবালবিজ্ঞান (Phycology)

  1. শৈবালের বসতি
  2. শৈবালের সংগ্রহ..
  3. শৈবালের সংরক্ষণ,
  4. শৈবাল সংরক্ষণের কয়েকটি প্রিজার্ভেটিভ বা ফিকসেটিভ,
  5. পরীক্ষণের নাম-১: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Nostoc)
  6. পরীক্ষণের নাম-২; অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Anabaena).
  7. পরীক্ষণের নাম-৩: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Rivularia)
  8. পরীক্ষণের নাম-৪ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Gloeotrichia)
  9. পরীক্ষণের নাম-৫; অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Oscillatoria)
  10. পরীক্ষণের নাম-৬ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Scytonema)
  11. পরীক্ষণের নাম-৭ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Microcystis)
  12. পরীক্ষণের নাম-৮ ; অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Lyngbya)
  13. পরীক্ষণের নাম-৯ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Phormidian).
  14. পরীক্ষণের নাম-১০ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Tolypothrix)
  15. পরীক্ষণের নাম-১১; অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Cylindrosperitain)
  16. পরীক্ষণের নাম-১২ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Gloeocapsa)..
  17. পরীক্ষণের নাম-১৩ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Aphanocapsa)
  18. পরীক্ষণের নাম-১৪ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Spirulina)
  19. পরীক্ষণের নাম-১৫ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Ulothrix)
  20. পরীক্ষণের নাম-১৬ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Chlamydomonas)
  21. পরীক্ষণের নাম-১৭: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Volvox)
  22. পরীক্ষণের নাম-১৮ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Zygaena)
  23. পরীক্ষণের নাম-১৯ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Oedogotitam)
  24. পরীক্ষণের নাম-২০ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Treatepohlia)
  25. পরীক্ষণের নাম-২১; অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Pithophora)
  26. পরীক্ষণের নাম-২২ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Acetabularia)
  27. পরীক্ষণের নাম-২৩: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Chladophora)
  28. পরীক্ষণের নাম-২৪ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Closterium)
  29. পরীক্ষণের নাম-২৫ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Coleochaete)
  30. পরীক্ষণের নাম-২৬: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Cephaleuros)
  31. পরীক্ষণের নাম-২৭: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Caulerpa)
  32. পরীক্ষণের নাম-২৮: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Draparnaldia)
  33. পরীক্ষণের নাম-২৯ ; অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Druparnaldiopsis)
  34. পরীক্ষণের নাম-৩০ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Netrium).
  35. পরীক্ষণের নাম-৩১: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (UIva)
  36. পরীক্ষণের নাম-৩২: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Nitella)
  37. পরীক্ষণের নাম-৩৩ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Chara)
  38. পরীক্ষণের নাম-৩৪ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Eaglena)
  39. পরীক্ষণের নাম-৩৫ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Navicula)
  40. পরীক্ষণের নাম-৩৬ ; অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Laminaria)
  41. পরীক্ষণের নাম-৩৭: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Dictyota)
  42. পরীক্ষণের নাম-৩৮ ; অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Sargassum)
  43. পরীক্ষণের নাম-৩৯ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Fucus)
  44. পরীক্ষণের নাম-৪০ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Ectocarpus)
  45. পরীক্ষণের নাম-৪১; অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Vaucheria)
  46. পরীক্ষণের নাম-৪২: অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Botrydium)
  47. পরীক্ষণের নাম-৪৩ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Ceramium)
  48. পরীক্ষণের নাম-৪৪ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Polysiphonia)
  49. পরীক্ষণের নাম-৪৫ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Chrysomenia)
  50. পরীক্ষণের নাম-৪৫ : অজানা শৈবালের পর্যবেক্ষণ ও সনাক্তকরণ (Batrachospermum)
  51. শৈবালের spotting
  52. শৈবালের মৌখিক (Viva-Voce)

Botany First Year Practical

অধ্যায় ||প্রথম : পরীক্ষাগারের কলাকৌশল

ভূমিকা : বিজ্ঞানের তত্ত্বীয় পাঠ থেকে অর্জিত জ্ঞান হাতে কলমে পরীক্ষা করে দেখার ব্যবস্থা থাকে ব্যবহারিক ক্লাসে।উদ্ভিদবিজ্ঞান বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভের জন্য পরীক্ষাগারে ব্যবহারিক পাঠ গ্রহণের পাশাপাশি মাঠ-ঘাটের পরিবেশে উদ্ভিদকুল পর্যবেক্ষণেও গুরুত্ব দিতে হবে। এজন্য মাঝে মাঝে কাছে বা দূরে শিক্ষাসফরের ব্যবস্থা করতে হবে।

ব্যবহারিক ক্লাসের জন্য প্রয়ােজনীয় উপকরণ : ব্যবহারিক ক্লাসের জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছে নিম্নলিখিত যন্ত্রপাতি উপকরণ থাকা আবশ্যক ।

সূক্ষ্ম ফরসেপস – ১টি ছােট ও ১টি বড়
সূক্ষ্ম কাঁচি – ১টি ছােট ১টি বড়।
স্কালপেন – ১টি।
হাতলযুক্ত নিল – ১টি সােজা ও ১টি বাঁকা
ক্যামেল হেয়ার ব্রাশ -১টি
হ্যান্ড লেন্স – ১টি
ব্লেড -১ প্যাকেট
ওয়াস গ্লাস ২/৩ টি
স্লাইড ৫/৬টি
কভার স্লিপ ১ বাক্স।
ড্রপার – ১টি।
পেন্সিল -২টি
স্বচ্ছ স্কেল – ১টি
কাপড় এক টুকরা
রাবার ও কাটার
ব্যবহারিক খাতা

ব্যবহারিক ক্লাসে ও শিক্ষাসফরে সতর্কতা : পরীক্ষাগারে বা শিক্ষামূলক ভ্রমণের সময় বিপদ ঘটতে পারে এ কথা মনে রেখে সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকেই গ্রহণ করতে হবে।

ফাস্ট এইড বক্সে নিম্নলিখিত ঔষধ উপকরণ সঙ্গে থাকা প্রয়ােজন :

  1. ডেটল
  2. ব্যান্ড এইড
  3. গজ ব্যান্ডেজ
  4. তুলা
  5. কাঁচি
  6. বার্নল ক্রীম (পুড়া বা ক্ষতের জন্য)
  7. নিওব্যাক্রীন ক্রীম (অ্যান্টিসেপটিক ক্রীম)
  8. প্যারাসিটামল ট্যাবলেট
  9. অ্যাভােমিন ট্যাবলেট
  10. ৪% বােরিক এসিড দ্রবণ
  11. ৪% সােডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ
  12. খাবার স্যালাইন

পরীক্ষাগারে রাসায়নিক দ্রব্য দ্বারা কোন স্থান পুড়ে গেলে সাথে সাথে ঠাণ্ডা প্রচুর পানি দ্বারা পােড়া জায়গাটি বার বার ধুয়ে ফেলতে হবে। এরপর পােড়া স্থানে ৪% সােডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ প্রয়ােগ করলে অবশিষ্ট এসিড নিষ্ক্রিয় হয়ে যাবে। অ্যালকালিতে পুড়ে গেলে সাথে সাথে ঠাণ্ডা প্রচুর পানি দ্বারা পােড়া জায়গাটি বার বার ধুয়ে ফেলতে হবে । এরপর পোড়া স্থানে ৪% বােরিক এসিডের দ্রবণ প্রয়ােগ করলে অবশিষ্ট অ্যালকালি নিষ্ক্রিয় হয়ে যাবে। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের কাছে নিতে হবে।

পরীক্ষাগারে পালনীয় সতর্কতামূলক করণীয় বা ব্যবস্থা

  1. পরীক্ষাগারে কখনাে একা একা কাজ করা উচিত নয়।
  2. পরীক্ষাগারের সকল কাজ ও রাসায়নিক পদার্থের ব্যবহার সাবধানে করা উচিত।
  3. সালফিউরিক এসিড সরাসরি পানিতে মেশানাে উচিত নয়।
  4. দাহ্য অ্যালকোহল কখনাে উত্তপ্ত করা উচিত নয়।
  5. তাপ দেয়ার সময় পাইরেক্স এর কাচের জিনিস ব্যবহার করতে হবে।
  6. কৌতূহলবশত দুই বা ততােধিক রাসায়নিক দ্রব্য একত্রে মেশানাে উচিত নয়।
  7. পরীক্ষাগারের কোণ জিনিসের স্বাধ বা গন্ধ নেয়া উচিত নয়।
  8. টেস্ট টিউবে কিছু উত্তপ্ত করার সময় টিউবের মুখ নিজের বিপরীত দিকে রাখতে হয় ।
  9. রাসায়নিক দ্রব্য চোখে গায়ে লাগলে সাথে সাথে ঠাণ্ডা পানি দ্বারা বার বার ধুতে হয়।
  10. কাজের স্থান, যন্ত্রপাতি, উপকরণ এবং নিজের হাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হয়।
  11. জীববিজ্ঞান পাঠে অণুবীক্ষণ যন্ত্র গুরুত্বপূর্ণ, এর ব্যবহার সঠিকভাবে করতে হবে।
  12. অণুবীক্ষণ যন্ত্রের লেন্স ময়লা হলে লেন্স পেপার দ্বারা পরিষ্কার করতে হবে।
  13. আইপিস কখনাে খােলা উচিত নয়।
  14. কাজ শেষে অণুবীক্ষণ যন্ত্র পরিষ্কার করে বাক্সে রাখা উচিত।

Botany First Year Practical

অণুবীক্ষণ যন্ত্রের ব্যবহার :

  1. প্রথমে যন্ত্রটি পরিষ্কার কাপড় দ্বারা মুছে নিতে হবে।
  2. টিসু বা লেন্স পেপার দ্বারা লেন্স মুছে নিতে হবে।
  3. কম ক্ষমতাসম্পন্ন (১০) অবজেকটিভ মঞ্চের মাঝখানে ছিদ্রের উপর স্থাপন করতে হবে।
  4. আইপিসে চোখ রেখে আয়নাকে ঘুরাতে হবে যাতে আলাে ভালােভাবে প্রতিফলিত হয়।
  5. নমুনা স্লাইডের মাঝে নিয়ে মঞ্চের উপর ক্লিপ দিয়ে আটকাতে হবে।
  6. আইপিসের উপর চোখ রেখে স্থূল সন্নিবেশক স্কুটি ঘুরিয়ে লক্ষ্যবস্তুর কাছাকাছি আনতে হবে। অভিলক্ষ্য স্লাইডকে স্পর্শ বা ভেঙে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে।
  7. আইপিসে চোখ রেখে স্থল সন্নিবেশক উপরের দিকে ঘুরিয়ে বস্তুর প্রতিবিম্ব আনতে হবে ।
  8. প্রয়ােজনে সূক্ষ্ম সন্নিবেশক উপরে বা নীচে ঘুরিয়ে বস্তুকে আরাে স্পষ্ট করতে হবে।
  9. আলাে কম/বেশি হলে আয়না, ডায়াফ্রাম ও কনডেনসার ঘুরিয়ে আলাে স্পষ্ট করতে হবে।
  10. হাই পাওয়ারে দেখতে হলে (৪০) অবজেকটিভ ঘুরিয়ে সেট করতে হবে। প্রয়ােজনে সূক্ষ্ম সন্নিবেশক উপরে বা নীচে ঘুরিয়ে বন্ধুকে আবারাে স্পষ্ট করতে হবে।
  11. কাজ শেষে অণুবীক্ষণ যন্ত্র পরিষ্কার করে বাক্সে রাখা উচিত।

Botany First Year Practical

মাইক্রোবায়োলজি ব্যবহারিক

মাইক্রোবায়োলজি ব্যবহারিকের সবগুলোই টপিকস PDF আকারে নিচে দেওয়া হয়েছে।

Botany First Year Practical

মাইকোলজি ব্যবহারিক

মাইকোলজি ব্যবহারিকের সবগুলোই টপিকস PDF আকারে নিচে দেওয়া হয়েছে।

Botany First Year Practical

ফাইকোলজি ব্যবহারিক

ফাইকোলজি ব্যবহারিকের সবগুলোই টপিকস PDF আকারে নিচে দেওয়া হয়েছে।

ব্যবহারিকের মান বন্টন

ব্যবহারিকের মান বন্টন দেখতে ক্লিক : Here

Botany First Year Practical

Leave a Comment

You cannot copy content of this page