Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf / উদ্ভিদবিজ্ঞান ২য়পত্র

Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf দেওয়া হয়েছে বিএসসি ডিগ্রি ১ম বর্ষের শিক্ষার্থীদের জন্য যাতে অনুশীলন ও সাজশন সম্পর্কে সম্ম্যক ধারনা লাভ করতে পারে।

পরীক্ষা-২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয়
(ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-০৭/০২/২০২২)]
(উদ্ভিদবিজ্ঞান (তত্ত্বীয়)-দ্বিতীয় পত্র)
বিষয় : উচ্চতর অপুষ্পক উদ্ভিদ, নগ্নবীজী এবং উদ্ভিদ রােগতত্ত
(Higher Cryptogames, Gymnosperms and Plant Pathology)
বিষয় কোড : 113003 পূর্ণমান : ৮০
সময় : ৩ ঘণ্টা ৩০ মিনিট

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও। ১x ১০ = ১০

(ক) জনুঃক্রম কি?
(খ) অ্যাপােস্পােরি বলতে কি বুঝ?
(গ) ইনােকুলাম কি?
(ঘ) স্ট্রোবিলাস বলতে কি বুঝ?
(ঙ) রাইজোফোর কি?
(চ) দুটি বীজবাহী রােগের নাম লিখ।
(ছ) স্পােরােকার্প কি?
(জ) ট্রান্সফিউশন টিস্যু কি?
(ঝ) সঙ্গনিরােধ কি?
(ঞ) দুটি ভাসমান ব্রায়ােফাইটের নাম লিখ।
ট) সােরাস কি ?
(ঠ) পাটের কাণ্ড পচা রােগের জীবাণুর নাম কি?

খ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]৪ X ৫ = ২০

২। Bryopsida-এর মুখ্য বৈশিষ্ট্যাবলি লিখ।
৩। Lycopodium-এর স্ট্রোবিলাসের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।
৪। আধুনিক কৃষিতে উদ্ভিদ রােগের গুরুত্ব আলােচনা কর।
৫। টেরিডােফাইটা ও জিমনােস্পার্মের মধ্যে পার্থক্য লিখ।
৬। প্যাথােজেনের অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ কৌশল আলােচনা কর।
৭। Ophioglossam-এর স্পােরােফাইটের চিহ্নিত চিত্র আঁক।
৮ । প্যারাসাইটিজম ও প্যাথােজেনেসিটির মধ্যে পার্থক্য লিখ।
৯। চিত্রসহ Marsilea স্পােরােকার্প এর বর্ণনা কর।

গ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও ] ১০ X ৫ = ৫০

১০। (ক) Pellia-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখ।
(খ) Authoceros-এর থ্যালাসের প্রস্থচ্ছেদের গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।

১১। উদাহরণসহ নগ্নবীজী উদ্ভিদের আধুনিক শ্রেণিবিন্যাস বর্ণনা কর।

১২। টেরিডােফাইট এর রেণু বিস্তার পদ্ধতিগুলাে লিখ।

১৩। Ophioglossum-এর স্পােরােফাইটের গঠন চিত্রসহ বর্ণনা কর।

১৪। নিম্নোক্ত উদ্ভিদ রােগগুলাের প্যাথােজেনের নাম লিখ এবং রােগলক্ষণ ও দমন পদ্ধতি বর্ণনা কর ।
(ক) চিনাবাদামের টিক্কা রােগ ।
(খ) গমের কাণ্ড মরিচা রােগ ।

১৫। উদাহরণসহ উদ্ভিদ রােগের শ্রেণিবিন্যাস কর।

১৬। Cycas-এর মাইক্রোস্পােরােফিল এবং মেগাস্পােরােফিলের গঠন চিত্রসহ বর্ণনা কর।

১৭। টীকা লিখ (যেকোনাে দুটি) :
(ক) বীজ শােধন;
(খ) টেরিডােফাইটার স্টিলি;
(গ) Marsilea-এর স্পােরােকার্প;
(ঘ) প্যাথােজেনের বিস্তার।

অনুসরণঃ Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf

পরীক্ষা-২০১৯

জাতীয় বিশ্ববিদ্যালয়
[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-০৫/০১/২০২০)]
(উদ্ভিদবিজ্ঞান বিভাগ-দ্বিতীয় পত্র)
বিষয় কোড : ১১৩০০৩
বিষয় : উচ্চতর অপুষ্পক উদ্ভিদ, নগ্নবীজী এবং উদ্ভিদ রােগবিজ্ঞান
(Higher Cryptogames, Gymnosperm and Plant Pathology)
সময় : ৩ ঘণ্টা ৩০ মিনিট; পূর্ণমান : ৮০

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়ােজনে চিহ্নিত চিত্র দিতে হবে।

ক-বিভাগ

১। নিচের যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) হায়ার ক্রিপটোগ্যামস বলতে কী বুঝ? (What do you mean by Higher cryptogames?)
উত্তর : বীজহীন ভাস্কুলার উদ্ভিদ যারা সফলভাবে স্থলে জন্মে এবং স্পােরের সাহায্যে বংশ বৃদ্ধি ঘটে সেসব উদ্ভিদকে হায়ার ক্রিপ্টোগ্যামস বলে।

(খ) আধুনিক উদ্ভিদ রােগতত্ত্বের জনক কে? (Who is the father of Modern Plant Pathology?)
উত্তর: B. Prevost.

(গ) স্টিলি কী? (What is stele?)
উত্তর : উদ্ভিদের অক্ষে কেন্দ্রীয় শাসালাে মজ্জার মতাে যা পরিবহন তন্ত্র এবং কখনাে পিথ ও পেরিসাইকল নিয়ে গঠিত তাকে স্টিলি বলে।

(ঘ) রােগ চক্র বলতে কী বুঝ? (What do you mean by disease cycle?)
উত্তর : রােগ ও প্যাথােজেনের কতকগুলাে ঘটনা পর্যায়ক্রমে সংঘটনে বিকাশের পুনরাবির্ভাব ঘটাকে রােগ চক্র বলা হয়।

(ঙ) জীবন্ত জীবাশ্ম বলতে কী বুঝ? (What do you mean by living fossils?)
উত্তর : যেসব প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তাদের প্রতিনিধি দু-একটি প্রজাতি এখনও পৃথিবীতে জীবিত রয়েছে সেই সব প্রজাতিকে জীবন্ত-জীবাশ্ম বলে।

চ) একটি জলজ ফার্নের বৈজ্ঞানিক নাম লিখ। (Write down the scientific name of an aquatic fern.)
উত্তর : একটি জলজ টেরিডােফাইটের বৈজ্ঞানিক নাম হলাে- Polypodium,
ছ) ধানের বাদামী রােগের জীবাণুর নাম লিখ। (Write down the name of pathogen of brown spot of rice.)
উত্তর : Drechslera oryza নামক ছত্রাক দ্বারা।

(জ) ইলেটার কী? (What is elater?)
উত্তর : ইলেটার হচ্ছে ক্যাপসিউলের অভ্যন্তরে অবস্থিত পানি গ্রাহী অঙ্গ যা স্পাের নির্গমনে সহায়তা করে।

(ঝ) অ্যাপ্রােসােরিয়াম কী? (What is appressorium?)
উত্তর : অধিকাংশ ছত্রাক সাধারণত অঙ্কুরিত স্পােরের টিউবের প্রান্তে পােষকদেহের সংস্পর্শ স্থলে বাল্বের ন্যায় স্ফীত বা সিলিন্ডারের ন্যায় এপ্রােসােরিয়াম সৃষ্টি করে।

(ঞ) গিমা কাপ কী? (What is gemma cup?)
উত্তর : Marchantia-র বেশিরভাগ প্রজাতিতে পরিণত থ্যালাসের উপরে কতকগুলাে কোষ অগভীর পেয়ালার মতাে বিশেষ ধরনের অঙ্গজ জননাঙ্গ তৈরি হয়। ঐ জননাঙ্গগুলােকে গিমাকাপ বলা হয়।

জ) কুণ্ডলিত পত্রবিন্যাস কী? (What is cercinate vernation?)
উত্তর : ফার্ণের তরুণ ফ্রন্ড কুন্ডলিত অবস্থায় থাকে, ফ্রন্ডের এ দশাটিকে সার্সিনেট ভার্নেশন বলে।

(ঠ) জিমনােম্পার্মের মধ্যে সবচেয়ে উন্নত উদ্ভিদ কোনটি? (Which plant is the most advanced in Gymnospermis?)
উত্তর : Gnetum,

Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf

খ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৪ X ৫ = ২০

২। Sphagnum এর অর্থনৈতিক গুরুত্ব লিখ । (Write the eoconomic importance of Sphagnum.)
৩। টেরিডােফাইটার মধ্যে Psilota কে সবচেয়ে আদিম বলা হয় কেন? (Why Psilotum is called the most primitive among pteridophytes?)
৪। সংক্রামক ও অসংক্রামক রােগের মধ্যে পার্থক্য লিখ।(Write down the differences between infectious diseases and non-infectious diseases.)
৫। উদ্ভিদ রােগের পূর্বাভাস আলােচনা কর। (Discuss the forecasting, of plant diseases.)
৬। Gnetum -এর আবৃতবীজী বৈশিষ্ট্যসমূহ লিখ।(Write the angiospermic characteristics of Gnetum.)
৭। Anthoceros এর উন্নত বৈশিষ্ট্যগুলাে লিখ।(Write down the advanced characteristics of Anthoceros.)

৮। প্রকৃতিতে ইনােকুলামের টিকে থাকার কৌশল ব্যাখ্যা কর।(Explain the perennation of inoculum in nature.)

৯। বাংলাদেশে জিমনােস্পার্মের বিস্তৃতি ব্যাখ্যা কর।(Explain the distribution of Gymnosperms in Bangladesh.)

গ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও] ১০ X ৫ = ৫০

১০। উদ্ভিদ রােগের লক্ষণসমূহ বর্ণনা কর। (Describe the symptoms of plant diseases.)

১১। পােষক দেহে উদ্ভিদ পরজীবী প্রবেশের সচিত্র বর্ণনা দাও।(Describe the penetration of pathogen in host plant with diagram.)

১২। নিম্নোক্ত উদ্ভিদ রােগগুলাের প্যাথােজেনের নাম লিখ এবং রােগ লক্ষণ ও দমন পদ্ধতি বর্ণনা কর । (Write down the name of pathogen and describe the disease symptoms and control measures of the following plant diseases:

(ক) আলুর বিলম্বিত ধ্বসা রােগ (Late blight of potato)
(খ) পাটের কাণ্ড পঁচা রােগ। (Stem rot of jute.)

১৩। টেরিডােফাইটার সাথে জিমনােস্পার্মের সাদৃশ্য উল্লেখ কর। (Mention the similarities and dissimilarities between pteridophyta and gymnosperms.)

১৪। Anthoceros স্পােরােফইটের গঠন চিত্রসহ বর্ণনা কর।(Describe the structure of Anthoceros sporophyte with diagram.

১৫। Selaginella এর বীজ স্বভাব বর্ণনা কর। (Describe the seed habit of Selaginella.)

১৬। (ক) Cycas এর কোরালয়েড মূলের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অংকন কর। (Draw labelled diagram of T.S of Cycas coralloid.)

(খ) জিমনােস্পার্মের অর্থনৈতিক গুরুত্ব লিখ।(Write down the economic importance of Gymnosperms.)

১৭। টীকা লিখ (যেকোনাে দুইটি) : (Write short notes (any two) :
(ক) ব্রায়ােফাইটার সাধারণ বৈশিষ্ট্য; (General characteristics of bryophyta;)
(খ) Cycas এর মেগাস্পােরােফিল; (Megasporophyll of Cycas;)
(গ) হােমােস্পােরি ও হেটেরােস্পােরি; (Homospory and heterospory;)
(ঘ) উদ্ভিদ রােগের জৈবিক নিয়ন্ত্রণ। (Biological control of plant disease.)

বোটানি ডিগ্রি Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf

পরীক্ষা-২০১৭

জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ১ম বর্ষ পরীক্ষা-২০১৭ (অনুষ্ঠিত-২৭/০৬/২০১৮)]
(উদ্ভিদবিজ্ঞান-দ্বিতীয় পত্র)
বিষয় কোড : 113003
বিষয় : হায়ার ক্রিপটোগ্যামস, জিমনােস্পার্ম প্ল্যান্ট প্যাথলজি
(Higher Cryptogams, Gymnosperms and Plant Pathology)
সময় : ৩ ঘণ্টা ৩০ মিনিট; পূর্ণমান : ৮০

দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়ােজনে চিহ্নিত চিত্র দিতে হবে ?

ক-বিভাগ

১। নিচের যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও। ১ X ১০ = ১০

(ক) হায়ার ক্রিপ্টোগ্যাম বলতে কি বােঝ?
উত্তর : বীজহীন ভাস্কুলার উদ্ভিদ যারা সফলভাবে স্থলে জন্মে এবং স্পেরের সাহায্যে বংশ বৃদ্ধি ঘটে সেসব উদ্ভিদকে হায়ার ক্রিপ্টোগ্যামস বলে।

(খ) অ্যাপােগামি কি?
উত্তর : লিঙ্গধর উদ্ভিদ থেকে গ্যামেটের মিলন ছাড়াই অঙ্গজ জননের ফলে রেণুধর উদ্ভিদের উৎপত্তিকে অ্যাপােগ্যামি বলে ।

(গ) কলুমেলার সংজ্ঞা দাও।
উত্তর : ব্রায়ােফাইটার ক্যাপসিউলের কেন্দ্র বন্যা কলার স্তরকে কলুমেলা বলা হয়।

(ঘ) একটি মরুজ ব্রায়ােফাইটার বৈজ্ঞানিক নাম লিখ।
উত্তর : Toulala desertorum

(ঙ) বীজ স্বভাব কী?
উত্তর : একই উদ্ভিদে দুই ধরনের স্পাের উৎপন্ন হওয়া পদ্ধতিকে হেটেরােস্পােরি বা অসমরেণুপ্রসূতা বা বীজ স্বভাব বলে।

(চ) স্পােরােকার্পের সংজ্ঞা দাও।
উত্তর : Marsilea র পত্রবৃন্তের নিচে বা পত্রমূলের সন্নিকটে দীর্ঘ খাটো বৃন্তযুক্ত এককভাবে বা একান্ত ভাবে উৎপন্ন ডিম্বাকার বা নাট সদৃশ্য আকৃতির অঙ্গকে স্পােরােকার্প বলে।

(ছ) ট্যাপেটাম কী?
উত্তর : স্পােরােজিনাস যাকে ঘিরে স্পােরাঞ্জিয়াম প্রাচীরের নিচে যে পুষ্টিদায়ক কলার স্তর থাকে তাকে ট্যাপেটাম বলে।

(জ) আম্বার কী?
উত্তর : কণিফার জাতীয় উদ্ভিদ নিঃসৃত রেজিনে কীটপতঙ্গ বা উদ্ভিদের অংশ বিশেষ পতিত হলে বহু বছরের ব্যবধানে তা যে বিশেষ ধরনের জীবাশ্ম গঠন করে তাকে অ্যাম্বার বলে।

(ঝ) জীবন্ত জীবাশ্ম কী?
উত্তর : যেসব প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে কিন্তু তাদের প্রতিনিধি দু-একটি প্রজাতি এখনও পৃথিবীতে জীবিত রয়েছে সেই সব প্রজাতিকে জীবন্ত-জীবাশ্ম বলে।

(ঞ) এন্ডেমিক রােগের সংজ্ঞা দাও।
উত্তর : যে সমস্ত রােগ কোনাে নির্দিষ্ট অঞ্চলে দেখা যায় তাকে এন্ডেমিক রােগ (Endemic disease) বলে। যেমন- আলুর অর্বুদ, ধানের উফারা।

এখানে আরো আছেঃ Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf

(ট) আধুনিক উদ্ভিদ রােগতত্ত্বের জনক কে?
উত্তর : Antony de Bary.

ঠ) রােগচক্র কী?
উত্তর : রােগ ও প্যাথােজেনের কতকগুলাে ঘটনা পর্যায়ক্রমে সংঘটনে বিকাশের পুনরাবির্ভাব ঘটাকে রােগচক্র বলা হয়।

খ-বিভাগ

যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৪ X ৫ = ২০

২। ব্রায়ােফাইটকে উভচর উদ্ভিদ বলা হয় কেন?
৩। Selaginella এর স্পােরােফাইটের বাহ্যিক গঠন চিত্রসহ বর্ণনা কর।
৪। রােগত্রিভুজ কি? চিত্রের সাহায্যে বর্ণনা কর।
৫। Ophioglossum এর স্পােরােফাইটের চিহ্নিত চিত্র আঁক।
৬। টেরিডােফাইট ও জিমনােস্পার্মের মধ্যে পার্থক্য লিখ ।
৭। Gnetum এর উন্নত বৈশিষ্ট্যগুলাে লিখ।
৮। উদ্ভিদ রােগের গুরুত্ব আলােচনা কর।
৯। প্যাথজেনের অতি শীত এবং অতি গ্রীষ্ম অতিবাহিতকরণ কৌশল আলােচনা কর।

গ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ১০ X ৫ = ৫০

১০। উদাহরণসহ ব্রায়ােফাইটার শ্রেণিবিন্যাস বর্ণনা কর।

১১। Anthoceros কে সিনথেটিক টাইপ বলা হয় কেন? আলােচনা কর।

১২। Lycopodium এর বিভিন্ন প্রকার গ্যামিটোফাইটের বর্ণনা দাও।

১৩। Selaginella বীজ স্বভাব বর্ণনা কর।

১৪। চিত্রসহ নিটামের পুং ও স্ত্রী স্ট্রোবিলাসের বর্ণনা দাও।

১৫। উদাহরণসহ উদ্ভিদ রােগের শ্রেণিবিন্যাস কর।

১৬। নিম্নোক্ত রােগগুলাের প্যাথজেনের নাম, লক্ষণ ও দমন পদ্ধতি বর্ণনা কর ।

(ক) আলুর লেট ব্লাইট;
(খ) চিনাবাদামের টিকা রােগ

১৭। টীকা লিখ (যে কোনাে দুটি) :
(ক) কোরালয়েড মূল;
(খ) Marsilea এর স্পােরােকার্প;
(গ) পােষাক-পরজীবী সম্পর্ক;
(ঘ) Riccia এর স্পােরােফাইট।

অনুশীনের জন্যঃ Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf

পরীক্ষা-২০১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়
[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষা-২০১৮ (অনুষ্ঠিত-১৫/০৫/২০১৯)]
উদ্ভিদবিজ্ঞান (তত্ত্বীয়)-দ্বিতীয় পত্র
বিষয় কোড : 113003
বিষয় : হায়ার ক্রিপটোগ্যামস, জিমনােস্পার্ম প্ল্যান্ট প্যাথলজি
(Higher cryptogams, Gymnosperms and Plant Pathology)
সময় : ৩ ঘন্টা ৩০ মিনিট; পূর্ণমান : ৮০

দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিক ভাবে লিখতে হবে। প্রয়ােজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]

ক-বিভাগ

১। নিচের যেকোনাে দশটি প্রশ্নের উত্তর দাও। ১x১০=১০

(ক) কোণ কী? (What is cone?)
উত্তর : Gymnosperm বা ব্যক্তবীজী এর পুং ও স্ত্রী স্ট্রোবিলাসেকে কোণ বলে।

(খ) প্রােটোনেম কী? (What is protonema?)
উত্তর : লিঙ্গধর উদ্ভিদের প্রাথমিক পর্যায়কে প্রােটোনেমা বলা হয়।

(গ) আলুর বিলম্বিত ধ্বসা রােগের জীবাণুর নাম লিখ। (Write down the name of pathogen of Late blight disease of potato.)
উত্তর : Phytophthora infestans নামক ছত্রাক দ্বারা।

(ঘ) একটি জলজ ব্রায়ােফাইটার বৈজ্ঞানিক নাম লিখ। (Write the scientific name of an aquatic Bryophyte.)
উত্তর : Riccia fluitans.

(ঙ) অ্যাপােম্পােরি বলতে কী বুঝ? (What do you mean by apospory?)
উত্তর : স্পােরফাইটিক উদ্ভিদের যে-কোনাে অঙ্গজ কোষ হতে যখন সরাসরি গ্যামেটোফাইটিক দেহের বিকাশ ঘটে তখন সে প্রক্রিয়াকে অ্যাপােস্পােরি বলে।

(চ) রাইজোফোর কী? (What is Rhizophore?)
উত্তর : Selaginella-র শাখা বৃত্তের অগ্ৰ অংশের নিজ হতে পত্রহীন, দীর্ঘ ও সিন্ড্রিক্যাল একটি অঙ্গ বের হয় যাকে রাইজোফোর বলে।

(ছ) জিমনােস্পার্মের একটি উন্নত বৈশিষ্ট্য লিখ। (Write an advanced character of Gymnosperm)
উত্তর : এদের পাতা চওড়া, সরল, পূর্ণজালিকা শিরাবিন্যাসযুক্ত।

(জ) সংক্রামক রােগ কী? (What is infectious disease?)
উত্তর : যে রােগে সহজেই এক উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদে জীবিত প্যাথােজেনের মাধ্যমে সংক্রমিত হয়, তাকে সংক্রামক রোেগ বলা হয়।

(ঝ) ক্যালিপ্ট্রা কী? (What is caliptra?)
উত্তর : ক্যাপসিউলের উপরের আবরণকে ক্যালিপট্টা বলে ।

(ঞ) কোৱালয়েড মূল কী? (What is coralloid root?)
উত্তর : Cycas এর তরুণ মূলে Nostoc, Anabaena নামক শৈবাল অবস্থান করে কোরালের ন্যায় আকৃতির মূল সৃষ্টি করে যাকে কোরালয়েড মূল বলা হয়।

(ট) সঙ্গনিরােধ কী? (What is quarantine?)
উত্তর : একদেশ থেকে অন্য দেশে উদ্ভিদ রােগ অজ্ঞতাসারে যাতে ঢুকে ও ছড়িয়ে পড়তে না পারে তা আইনগত প্রতিরােধ ব্যবস্থা গড়ে তোেলাকে উদ্ভিদ সঙ্গনিরােধ বলে।

(ঠ) রােগের অনুপ্রবেশ বলতে কী বুঝ? (What do you mean by disease penetration?)
উত্তর : প্যাথােজেলের কোনাে আক্রমণ একক পােষকদেহের সংস্পর্শে আসার পর অঙ্কুরােদগম ও প্রয়ােজনীয় পরিবর্তনের মাধ্যমে পােষক দেহে ঢুকে পড়াকে পেনিট্রেশন (Penetration) বলে ।

উদ্ভিদবিজ্ঞানঃ Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf

খ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৪ X ৫ = ২৩

২। উচ্চতর অপুষ্পক উদ্ভিদের গ্যামােটোফাইটিক ও স্পােরােফাইটিক জনুর মধ্যে পার্থক্য লিখ ।(Write down the differences between gametophytic generation and sporophytic generation of higher cryptogams.)

৩। উদাহরণসহ Anthocerotopsida শ্রেণির বৈশিষ্ট্য লিখ ।(Write down the characteristics of the class Anthocerotopsida with example.)

৪। আধুনিক কৃষিতে উদ্ভিদ রােগের গুরুত্ব আলােচনা কর। (Discuss the importance of plant diseases in modern agriculture.)

৫। Marsilea-এর স্পােরােকার্পের বর্ণনা দাও। (Describe the sporocarp of Marsilea.)

৬। প্যারাসাইটিজম ও প্যাথােজেনেসিটির মধ্যে পার্থক্য লিখ।(Write down the differences between parasitism and pathogenecity.)

৭। Anthoceros-এর জৈবিক গুরুত্ব আলােচনা কর ।(Discuss the biological importance of Anthoceros.)

৮। Cycas-এর পুং-স্ট্রোবিলাস সম্পর্কে বর্ণনা কর।(Describe about the male strobilus of Cycas.)

৯। ইনােকুলেশন কী? ছত্রাক পরজীবীর ইনােকুলেশনের সচিত্র বর্ণনা দাও। (What is inoculation? Describe the inoculation of fungal parasite.)

সাজেশন ধারনার জন্যঃ Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf

গ-বিভাগ

[যেকোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ X ৫ = ৫০

১০। ব্রায়ােফাইটার দৈহিক গঠনের পরিসর চিত্রসহ বর্ণনা কর। (Describe the range of vegetative structure of bryophyte with diagram.)

১১। (ক) Hepaticopsida ও Bryopsida শ্রেণির মধ্যে পার্থক্য লিখ।(Write down the differences between Hepaticopsida and Bryopsida.)

(খ) উদ্ভিদজগতের কোন গ্রুপকে উভচর বলা হয় এবং কেন? (Which group of plant is known as amphibious and why?)

১২। রােগ সংঘটন প্রক্রিয়ার ধাপসমূহের চিত্রসহ বর্ণনা দাও। (Describe the stages of disease development with diagram.)

১৩। (ক) নগ্নবীজী উদ্ভিদের অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর।(Discuss the economic importance of gymnosperms.)
(খ) Gnetum-এর মেগাস্পােরােফিল ও মাইক্রোস্পােরােফিলের মধ্যে পার্থক্য লিখ।(Write down the differences between megasporophyll and microsporophyll of Gnetum.)

১৪। উদাহরণসহ নগ্নজীবী উদ্ভিদের আধুনিক শ্রেণিবিন্যাস বর্ণনা কর।(Describe the modern classification of gymnosperm with example.)

১৫। (ক) Psilopsida-এর বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর। (Mention the characteristics of psilopsida.)
(খ) Pellia-এর প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখ। (Write down the major characteristics of Pellia.)

১৬। নিম্নোক্ত উদ্ভিদ রােগগুলাে প্যাথোজেনের নাম লিখ এবং রােগ লক্ষণ ও দমন পদ্ধতি বর্ণনা কর:- (Write down the name of the pathogen and describe the disease symptoms and control measures of the following plant diseases 🙂

(ক) গমের কাণ্ডের মরিচা রােগ (Stem rust of wheat)
(খ) চিনাবাদামের টিক্কা রােগ। (Tikka disease of ground-nut.)

১৭। টীকা লিখ (যে কোনাে দুটি) : (Write short notes (any two) 🙂
(ক) Marchantia থ্যালাস (Marchantia thallus)
(খ) জীবন্ত জীবাশ্ম (Living fossil)
(গ) বীজ শােধন (Seed tratment)
(ঘ) Sphagnum এর পরিবেশীয় গুরুত্ব। (Ecological importance of sphagnum.)

এই Degree Suggestion │ ডিগ্রি সাজেশন ১ম বর্ষ │Botany Question Bank pdf ছাড়াও ক্লিকঃ ডিগ্রি সাজেশন

Leave a Comment

You cannot copy content of this page