Genetics and Animal Breeding suggestion & Question Bank । অনার্স ৩য়বর্ষ প্রাণিবিজ্ঞান সাজেশন

Genetics and Animal Breeding suggestion & Question Bank। জেনেটিক্স ও পশুপ্রজনন সাজেশন ও প্রশ্নব্যাংক । অনার্স ৩য়বর্ষ প্রাণিবিজ্ঞান সাজেশন

read more

তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।


বিষয় : Genetics and Animal Breeding
বিষয় কোড : ২৩৩১০৫ 

[দ্রষ্টব্য : প্রত্যেক বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লেখতে হবে।] ক-বিভাগ 

ক) অটোসোম কী? [What is Autosome? ] 
“যে সকল ক্রোমোজোমে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমূহ অবস্থান করে তাদের অটোজম বলে।

খ) ক্রিস-ক্রস বংশগতির সঞ্চারণ কী? [What is Criss-Cross inheritance?] 
পিতার সেক্স লিঙ্কড জিন তার X ক্রোমোজোমের সাথে প্রথমে কন্যাতে আর কন্যা থেকে অর্ধেক পৌত্রদের মধ্যে সঞ্চারণ ঘটে এরূপ বংশগতীয় সঞ্চারণকে ক্রিস-ক্রস সঞ্চারণ বলে। 

গ) ক্যারিওটাইপ কী? [What is karyotype?] 
উত্তরঃ : কোনো ব্যক্তির ক্রোমোসোমসমূহের চার্টকে Karyotype বলে । 

ঘ) টেস্ট ক্রসের সংজ্ঞা দাও। [Define Test cross.] 
উত্তর  : অজানা জিনোটাইপ বিশিষ্ট কোনো জীবের জিনোটাইপ নির্ধারণের জন্য পরীক্ষাধীন জীবটিকে অনুরূপ প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জীবের সাথে ক্রস করালে তাকে টেস্টক্রস বলে। 

ঙ) জেনেটিক ড্রিফ্ট কী? (What is Gentic drift?] 
নমুনার ত্রুটির কারণে সসীম পপুলেশনে জিনের ফ্রিকুয়েন্সির তারতম্য ঘটাকে জেনেটিক ড্রিফট বলে । 

চ) Rh ফ্যাক্টর কী? [What is Rh factor?] 
রেসাস বানরের দেহে প্রাপ্ত অ্যান্টিজেনকে Rh ফ্যাক্টর বলে। 

ছ) কাপ্পা কণিকা কী? [What is Kappa particle?] 
উত্তর : Paramecium-এর সাইটোপ্লাজমে প্রায় ৪০০ ক্ষুদ্রাকৃতির কণা জাতীয় বস্তু দেখা যায়। এ কণাগুলোকে কাপ্পা কণিকা বলে । 

জ) গাইন্যানড্রোমক বলতে কী বোঝায়? [What is meant by Gynandromorph?] 
উত্তর : যেসব পতঙ্গের দেহের অর্ধেক পুরুষ ও অর্ধেক স্ত্রী সদৃশ তাদেরকে গাইন্যানড্রোমরফ বলা হয়।

ঝ) ডাউন সিনড্রোম কী? [What is down syndrome? ] 
উত্তর : ২১নং ক্রোমোজোমটি ২টির পরিবর্তে ৩টি থাকলে অর্থাৎ মোট ক্রোমোজোম ৪৭টি হলে জীবদেহে যে অস্বাভাবিকতা সৃষ্টি হয়, তাকে ডাউন সিনড্রোম বলে। 

ঞ) জিন থেরাপি কী? [What is gene therapy?] 
একটি অতিরিক্ত জিন সংযুক্ত করে জেনেটিক রোগের চিকিৎসাকে জিন থেরাপি বলে। 

ট) আউট ব্রিডিং কী? [What is out breeding?] 
বংশীয় সম্পর্ক নেই এমন প্রাণীর মধ্যে প্রজনন ঘটানোকে আউট ব্রিডিং বলে। 

ঠ) স্টটাভিজম কী? [What is atavism? ] 
উত্তর : অতীত পূর্ব-পুরুষের কোনো বৈশিষ্ট্য পুনঃআবির্ভাবের ঘটনাকে রিভারসন বা অ্যাটাভিজম বলে। 

খ-বিভাগ 

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও : 

২। অসম্পূর্ণ প্রকটতা ও সহপ্রকটাতার পার্থক্য লেখ। [Write down the differences between incomplete dominance and co-dominance.]

৩। উদাহরণসহ হিমোফিলিয়া ব্যাখ্যা কর। [Explain heamophilia with example.] 

৪। বহু অ্যালিল ও সিউডো অ্যালিল-এর পার্থক্য কর। [Differentiate between Multiple allele and Pseudo ailele.]

৫। ক্রসিং-ওভারের তাৎপর্য উল্লেখ কর। [Mention the significances of Crossing-over.] 

৬। ব্যাকক্রস ও টেস্ট ক্রসের মধ্যে পার্থক্য কর। [ Distinguish between Back-cross and Test-cross.] 

৭। লিঙ্গ প্রভাবিত জিনের বংশগতি ব্যাখ্যা কর। [Explain the inheritance of sex influenced gene.]

৮। ইনব্রিডিং ও ক্রসবিডিং-এর পার্থক্য লেখ। [Differentiate between inbreeding and crossbreeding.]

৯। বায়োমেট্রিক জেনেটিক্স বলতে কী বুঝ? এর গুরুত্ব আলোচনা কর। [What do you mean by biometric genetics? Describe it’s importance.] 

গ-বিভাগ 

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও : 

১০। লিঙ্কেজ মেন্ডেলের স্বাধীন সঞ্চারণ সূত্রের প্রকৃত ব্যতিক্রম—ব্যাখ্যা কর। [Explain “Linkage makes deviation of Mendles Law of independent Assortment.”]

১১। বর্ণান্ধতার উদাহরণসহ লিঙ্গ-সংযুক্তি বংশগতি ব্যাখ্যা কর। [Explain sex-linked inheritance with the example of colour blindness.]

১২। মাল্টিপল অ্যালিল কী? খরগোশের পশমের বর্ণ উদাহরণ দিয়ে এটি ব্যাখ্যা কর। [What is multiple allele? Explain it with the example of hair colour of Rabbit.]

১৩। সেক্স ক্রোমোজোমের সাহায্যে প্রাণীর লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা কর। [Describe the method of sex determination by sex chromosome.]

১৪। ৯ঃ৪ঃ৭ অনুপাতটির জিনতাত্ত্বিক কারণ ব্যাখ্যা কর। [Explain the genetic reason of the ratio 9ঃ8ঃ7.] 

১৫) মানুষের চোখের বাদামি বর্ণ নীল বর্ণের উপর প্রকট। একজন বাদামি চোখের পুরুষের সাথে একজন নীল চোখের মহিলার বিয়ে হলো। তাদের আটটি সন্তানের সকলেরই বাদামি চোখ। এই পরিবারের সদস্যদের জিনোটাইপ নির্ণয় কর। [Brown colour eyes dominant on blue colour eyes in humans. Brown eyed male married to a blue eyed female and their all of eight children become brown eyed. What are the genotype of that family.]

১৬। (ক) ক্রোমোজোমাল ম্যাপিং বলতে কী বুঝ? 
(খ) পশু প্রজনন বিদ্যায় গ্রেডিং আপ পদ্ধতির গুরুত্ব লেখ। [(a) What do you mean by Chromosomal mapping? (b) Write the importance of Grading Up method in animal breeding.]

১৭। ইরাইথ্রোরাস্টেসিস ফিটালিস-এর জিনগত কারণ ব্যাখ্যা কর। কীভাবে এ রোগ প্রতিরোধ করা যায়? [Explain the genetic causes of erythroblastosis fetalis. How this disease can be prevented?]

এই Genetics and Animal Breeding suggestion & Question Bank। জেনেটিক্স ও পশুপ্রজনন সাজেশন ও প্রশ্নব্যাংক । অনার্স ৩য়বর্ষ প্রাণিবিজ্ঞান সাজেশন সাজেশন ছাড়াও আরো জানুন

Leave a Comment

You cannot copy content of this page