জেনেটিক্স প্রশ্ন ব্যাংক (Genetics Question of National University)

Genetics Question of National University

জেনেটিক্স প্রশ্ন ব্যাংক

পরীক্ষা-২০২০
বিএসসি অনার্স ৩য় বর্ষ; বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Genetics; কোর্স কোড : ২৩৩০১৩
সময় : ৪ ঘন্টা              পূর্ণমান : ৮০
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি
বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

১.ক- বিভাগ:জেনেটিক্স প্রশ্ন ব্যাংক

ক) বংশগতীয় ক্রোমোজমীয় মতবাদ কে সর্বপ্রথম প্রস্তাব করেন?
খ) পরিপূরক জিন কী?
গ) অগ্রগামী মিউটেশন কী?
ঘ) প্রোটোট্রফ কী?
ঙ)অপেরন কাকে বলে?
চ) সিস্ট্রন কী?
ছ) ট্রান্স লিংকেজ বলতে কী বুঝ?
জ) জিন পুল কী?
ঝ) জেনেটিক ম্যাপ কী?
ঞ) হলান্ড্রিক জিন বলতে কী বুঝ?
ট) টেম্পরেট ফাজ কাকে বলে?
ঠ) এপিজোম কী?

খ- বিভাগ:জেনেটিক্স প্রশ্ন ব্যাংক

২. টেস্ট ক্রস ও ব্যাক ক্রস এর মধ্যে পার্থক্য লিখ?
৩. ঘাতক জিন কী? একটি উদাহরণের সাহায্যে প্রমাণ কর যে, ঘাতক জিনের প্রভাবে ২:১ অনুপাত পাওয়া যায়?
৪. প্রকটতা ও দমনকার্য় এর মধ্যে পার্থক্য লিখ?
৫. উচ্চতর উদ্ভিদের সাইটোপ্লাজমিক ইনহেরিটেন্সের তাৎপর্য লিখ?
৬. ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশনের মধ্যে পার্থক্য লিখ?
৭. জেনেটিক কোড কাকে বলে? জেনেটিক কোডের বৈশিষ্ট্য লিখ?
৮. মাল্টিপল অ্যালিল ও মাল্টিপল  জিনের মধ্যে পার্থক্য লিখ?
৯. লিংকেজভুক্ত জিনের বংশগতি ধারায় মেন্ডেলের ২য় সূত্রের অনুপাত পাওয়া যায় না – ব্যাখ্যা কর?

গ-বিভাগ:জেনেটিক্স প্রশ্ন ব্যাংক

১০. পরিব্যাক্তি কী? শ্রেণিবিন্যাস পর্যন্ত বর্ণনা কর?
১১. জিনের আন্ত:ক্রিয়া বলতে কী বুজ? F2 জনুতে মেন্ডেলীয় ‍দ্বিসংকর অনুপাত ৯:৩:৩:১ পরিবর্তিত হয়ে ১৫:১ কীভাবে হয় ব্যাখ্যা কর?
১২. জেনেটিক রিকম্বিনেশন কী? ব্যাকটেরিয়ার কনজুগেশন দ্বারা সংঘটিত জেনেটিক রিকম্বিনেশন পদ্ধতি আলোচনা কর?
১৩. জিন- এনজাইম সম্পর্ক কী? এক জিন এক মতবাদ- ব্যাখ্যা কর?
১৪. ক্রসিংওভার কী? এর প্রকারভেদ ও তাৎপর্য আলোচনা কর?
১৫. (ক) হার্ডি- ওয়েনবার্গ এর সূত্রটি লিখ এবং এটি ব্যাখ্যা কর?
খ) ১০০ জনের একটি পপুলেশনে ৫০MM    ,২০MN এবং ৩০NN রক্তের নমুনা পরিলক্ষিত হলো। এ পপুলেশনের  এবং  অ্যালিলের ফ্রিকোয়েন্সি নির্ণয় কর?
১৬. Drosophilia-তে প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ের জন্য মুলারের CIB পদ্ধতি বর্ণনা কর?
১৭. . Drosophilia –এর একটি ট্রিপল  পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল-

+++=275 dp++=196 ++cm= 58 +bl+= 19dp bl cm= 291  + bl cm= 187   dp bl + =65  dp +cm= 21

 ক) কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে বুঝিয়ে বল?
  খ) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর ?
   গ) কে-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ও ইন্টারফারেন্স নির্ণয় কর?

                                           পরীক্ষা-২০১৯
বিএসসি অনার্স ৩য় বর্ষ; বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Genetics; কোর্স কোড : ২৩৩০১৩
সময় : ৪ ঘন্টা              পূর্ণমান : ৮০
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি
বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক- বিভাগ:

ক) মেন্ডেলবাদ বলতে কী বুঝ?
খ) জিনের পৃথকীকরণ কী?
গ) দ্বৈত জীন কী?
ঘ) ব্যকটেরিয়াল কনজুগেশন কী?
ঙ) অসম্পূর্ণ লিংকেজ কী? উদাহরণ দাও?
চ) ট্রান্সফরমার জিন কী?
ছ) স্ব-বন্ধ্যাত্ব কী?
জ) সংযোজনশীল জিন কাকে বলে?
ঞ) জৈব রাসায়নিক মিউট্যান্ট কী?
ট) পয়েন্ট  মিউটেশন কী?
ঠ) জেনেটিক ড্রিফট কী?

খ-বিভাগ:জেনেটিক্স প্রশ্ন ব্যাংক

২. মেন্ডেলের দ্বিতীয় সূত্র প্রথম সূত্র ছাড়া ব্যাখ্যা করা যায় না- প্রমান কর?
৩. “সকল টেস্টক্রসই ব্যাকক্রস কিন্তু সকল ব্যাকক্রস টেস্টক্রস নয় ব্যাখ্যা কর?
৪. সেক্স ক্রোমোজোমাল লিংকেজ ও অটোজোমাল লিংকেজ এর মধ্যে পার্থক্য লিখ?
৫. লিঙ্গ নির্ধারনে X- ক্রোমোজোম কিভাবে ভূমিকা পালন করে আলোচনা কর?
৬.মাল্টিপল অ্যালিল ও ভূয়া অ্যালিলের মধ্যে পার্থক্য লিখ?
৭. বিবর্তনে মিউটেশনের ভূমিক আলোচনা কর?
৮. সাইটোপ্লাজমীয় ইনহ্যারিটেন্স ও নিউক্লিয়ার ইনহ্যারিটেন্স এর মধ্যে পার্থক্য লিখ?

গ- বিভাগ:জেনেটিক্স প্রশ্ন ব্যাংক

৯.  F2 জনুতে মেন্ডেলীয় ‍দ্বিসংকর অনুপাত ৯:৩:৩:১ পরিবর্তিত হয়ে ১২:৩:১ কীভাবে হয় ব্যাখ্যা কর?
১০. DNA- কে কৌলিক পদার্থ বলা হয় কেন? প্রমান কর যে, DNA- ই ব্যাক্টেরিয়াল কৌলিক পদার্থ?
১১. প্রাণরাসায়নিক মিউট্যান্ট পৃথকীকরণ পদ্ধতি আলোচনা কর?
১২. পলিজেনিক বংশানুক্রমিতার সংজ্ঞা দাও?
১৩. জিনের গঠন সম্পর্কিত সনাতণী ও আধুনিক ধারণা বর্ণনা কর?
১৪. অ্যালিলিজম ও প্লিওট্রপিজম বলতে কী বুজ?
১৫. লিঙ্গ-সংযুক্ত ,লিঙ্গ সীমিত ও লিঙ্গ –প্রভাবিত বৈশিষ্ট্য উদাহরণসহ ব্যাখ্যা কর?
১৬.টমেটোতে একটি ৩-পয়েন্ট টেস্ট ক্রস সংকলায়নে নিম্নরুপ বংশধর পাওয়া গেল-

+++++pd+p+m+dm+dmpd+++mp
470241620284400101

ক) কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে উল্লেখ কর এবং জিনগুলির মধ্যে দূরত্ব নির্ণয় কর?
 খ)  কে-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ও ইন্টারফারেন্স নির্ণয় কর?

পরীক্ষা-২০১৮
বিএসসি অনার্স ৩য় বর্ষ; বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Genetics; কোর্স কোড : ২৩৩০১৩
সময় : ৪ ঘন্টা              পূর্ণমান : ৮০
বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি
বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ

১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।                             ১x১০ = ১০

(ক) টেস্ট ক্রস কী? (খ) অ্যালিলিজম কাকে বলে? 
(গ) ক্রসিংওভার কী? (ঘ) মিউট্যান্ট কাকে বলে? 
(ঙ) অক্সোট্রোফি কী? (চ) কাপলিং বলতে কী বুঝ? 
(ছ) যৌনতা সংযুক্ত জিন কী? (জ) রিকন কী? 
(ঝ) জেনেটিক কোড কী? (ঞ) এপিজোম কাকে বলে? 
(ট) পপুলেশন কী? (ঠ) অপেরন কাকে বলে? 

Genetics Question of National University

খ-বিভাগ জেনেটিক্স প্রশ্ন ব্যাংক

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :                                         ৪x৫ = ২০

২। মেন্ডেলের সূত্রের প্রকৃত আপাত ব্যতিক্রম লেখ। 
৩।
প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য লেখ। 
৪। হার্ডি-ওয়েনবার্গ সূত্র নিয়ন্ত্রণকারী শর্তসমূহ লেখ। 
৫। ভুট্টার আয়োজাপ জিনের বংশগতি বর্ণনা কর। 
৬। DNA RNA-এর পার্থক্য লেখ। 
৭। ১:২:১ অনুপাতটি ব্যাখ্যা কর। 
৮। ক্রসিংওভারের গুরুত্ব লেখ। 
৯। পরিমাণবাচক এবং গুণগত বৈশিষ্ট্যের পার্থক্য লেখ। 

Genetics Question of National University

গ-বিভাগ জেনেটিক্স প্রশ্ন ব্যাংক

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও :                                        ৫x১০ = ৫০

১০। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের বর্ণনা দাও। 
১১।
যৌনতা সংযুক্ত প্রচ্ছন্ন মিউটেশন নির্ণয়ে মুলারের CIB পদ্ধতিটি বর্ণনা কর। 
১২। প্রাজমিডের শ্রেণিবিভাগ বর্ণনা কর। 
১৩। একটি ৩-পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল-
ABd = ১৫০             aBD = ২৯৫    AbD = ৬০    ABD = ০৫
abD = ১৫৫            Abd = ২৮০        aBd = ৫২   abd = o৩
 (i)কোন
জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে বুঝিয়ে বল।
(ii) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজোম ম্যাপ অঙ্কন কর।
(iii) কো-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ইন্টারফারেন্স নির্ণয় কর।

১৪। এক জিন-এক এনজাইম প্রকল্পটি ব্যাখ্যা কর। 
১৫। (ক) সাইটোপ্লাজমিক বংশগতির বৈশিষ্ট্য লেখ। 
(খ) লিংকেজের শ্রেণিবিভাগ বর্ণনা কর। 
১৬। ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশন বর্ণনা কর।
১৭। (ক) মালটিপল এলিলের বৈশিষ্ট্য লেখ। 
(খ) Drosophila-এর যৌনতা নির্ধারণ প্রক্রিয়া বর্ণনা কর।

Genetics Question of National University

এই জেনেটিক্স প্রশ্ন ব্যাংক ছাড়াও আরো জানুন

Leave a Comment

You cannot copy content of this page