Genetics Suggestion For National University

বিএসসি (অনার্স) তৃতীয় বর্ষ পরীক্ষা
Subject Name: Genetics
বংশগতিবিদ্যা

Genetics Suggestion For National University:সর্বশেষ চূড়ান্ত সাজেশন

Genetics Suggestion For National University

Please treat as bold Question for Upcoming Exam Suggestion

অধ্যায় ০১. বংশগতিবিদ্যার ঐতিহাসিক পটভূমি

(Historical Background of Genetics)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • বংশগতি বা Heredity কাকে বলে?
  • জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কাকে বলে?
  • অথবা, Genetics কি?
  • জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক কে?
  • অথবা, কাকে বংশগতিবিদ্যার জনক বলা হয়?
  • মেন্ডেলকে কেন জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক বলা হয়?
  • কে সর্বপ্রথম জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন?
  • জিন শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
  • মেন্ডেল কত সালে বংশগতির সূত্রাবলি প্রকাশ করেন?
  • অথবা, মেন্ডেল কতসালে বংশগতির সূত্রাবলি আবিষ্কার করেন?
  • কত সালে মেন্ডেলের সূত্রাবলি পুনরাবিষ্কৃত হয়?
  • মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করে?
  • মেন্ডেল বংশগতিবিদ্যার কয়টি সূত্র প্রদান করেন?
  • মেন্ডেলের গবেষণার ফলাফল পুনঃআবিষ্কার করেন কে?
  • অথবা, কোন তিনজন বিজ্ঞানী মেন্ডেলের সূত্র পুনঃআবিষ্কার করেন।

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • জেনেটিক্স বা বংশগতিবিদ্যা কাকে বলে?
  • মেন্ডেলকে কেন জেনেটিক্স বা বংশগতিবিদ্যার জনক বলা হয়?
  • বংশগতিবিদ্যার উল্লেখযােগ্য শাখাসমূহের নাম লিখ ।
  • অথবা, বংশগতি বিজ্ঞানের শাখাসমূহের নাম লিখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • জেনেটিক্সে ব্যবহৃত কতকগুলো আব্যশকীয় বিষয়ের সংজ্ঞা লিখ।
  • বংশগতিবিদ্যার ব্যবহার সম্পর্কে লিখ।
  • অথবা, বংশগতি বিজ্ঞানের ব্যবহার বা প্রয়োগ আলোচনা কর ।

Genetics Suggestion For National University

অধ্যায় ০২ মেন্ডেলের নীতিমালা

(Principles of Mendelian)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions);

  • মেন্ডেলবাদের প্রকৃত ব্যতিক্রম বলতে কি বুঝ?
  • অথবা, প্রকৃত ব্যতিক্রম কি?
  • উত্তর : মেন্ডেলের সূত্রের সাহায্যে যেসব ব্যতিক্রম ব্যাখ্যা করা যায় না তাদেরকে প্রকৃত ব্যতিক্রম বলে।
  • মেন্ডেল কোথায় জন্মগ্রহণ করেন?
  • মেন্ডেল কত সালে মৃত্যুবরণ করেন?
  • মিউটেশন মতবাদ কে প্রতিষ্ঠা করেন?
  • মেন্ডেলিজম কাকে বলে?
  • অথবা, মেন্ডেলিজম কি?
  • জিন কি?
  • জিনোম কী?
  • অথবা, জিনোম কাকে বলে?
  • Genetics এর জনক বলা হয় কাকে?
  • মেন্ডেল কোন উদ্ভিদ নিয়ে গবেষণা করে?
  • মেন্ডেল বংশগতিবিদ্যার কয়টি সূত্র প্রদান করেন?
  • মেন্ডেল বংশগতিবিদ্যার সূত্রগুলো কোন বইতে প্রদান করেন?
  • মেন্ডেল জিনকে কি বলেন?
  • মেন্ডেলের এলিমেন্ট বা ফ্যাক্টর কী?
  • জিনোটাইপ (Genotype) কি?
  • ফেনোটাইপ কি?
  • অ্যালিল (Allel) কি?
  • হোমোজাইগাস কি?
  • হেটারোজাইগাস কি?
  • মনোহাইব্রিড ক্রস (Monohybrid cross) কি?
  • ডাইহাইব্রিড ক্রস (Dihybrid cross) কি?
  • ব্যাকস (Back cross) কি?
  • প্রকট বা Dominant কি?
  • প্রচ্ছন্ন বা Recessive কি?
  • মেন্ডেলের প্রথম সূত্রটি কি?
  • মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কি?
  • মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি কি?
  • মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত?
  • মেন্ডেলবাদের প্রকৃত ব্যতিক্রম বলতে কি বুঝ?
  • মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম কয় ভাগে ভাগ করা হয়?
  • অসম্পূর্ণ প্রকটতা (Incomplete dominance) বলতে কী বুঝ?
  • সহ-প্রকটতা বলতে কী বুঝ?
  • সহ-প্রকটতায় কত অনুপাত দেখা যায়?
  • ঘাতক জিন কি?
  • অথবা, লিথাল জিন কী?
  • ঘাতক জিনের অনুপাত কি?
  • ব্যাক ও টেস্টসের মধ্যে পার্থক্য কী?
  • প্রকট প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কী বুঝ?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);

মেন্ডেল কে ছিলেন? মেন্ডেল এর সংক্ষিপ্ত পরিচয় দাও।

মেন্ডেলবাদ বা Mentalism কি?

অথবা, মেন্ডেলবাদ বলতে কি বুঝ?

মেন্ডেলের বংশগতি সূত্র আবিষ্কারের সাফল্যের পেছনের কারণসমূহ উল্লেখ কর।

অথবা, Mendel এর সাফল্যের কারণসমূহ ব্যাখ্যা কর.

অথবা, বংশগতি বিষয়ক গবেষণায় মেণ্ডেলের সাফল্যের কারণগুলো লিখ ।

অথবা, বংশগতি মেন্ডেলের সফলতার কারণ কি?

২ :১ অনুপাতটি ব্যাখ্যা কর।

অথবা, মেন্ডেলের প্রথম সূত্রের আপাত ব্যতিক্রমগুলো উদাহরণসহ ব্যাখ্যা কর।

অথবা, সম্পূর্ণ প্রকটতা ও সহ-প্রকটতা বলতে কী বুঝ?

Mendel কেন তার পরীক্ষায় Pisum sativum উদ্ভিদ ব্যবহার করেছিলেন?

মেন্ডেলের সূত্রের প্রকৃত ও আপাত ব্যতিক্রম লিখ।

অথবা, মেন্ডেলের সূত্রের প্রকৃত ও আপাত ব্যতিক্রম বলতে কি বুঝ?

অথবা, আপাত ও প্রকৃত ব্যতিক্রম বলতে কি বুঝ?

অথবা, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রমগুলো কি কি?

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • মেন্ডেলের প্রথম সূত্র বা পৃথকীকরণ সূত্রটি কি? এর অনুপাতসহ ব্যাখ্যা
  • অথবা, জীবের বংশগতি সম্পর্কে মেন্ডেলের প্রথম সূত্রটি লিখ এবং উপযুক্ত উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
  • Mendel এর দ্বিতীয় সূত্র প্রথম সূত্র ছাড়া ব্যাখ্যা করা যায় না -প্রমাণ কর।
  • অথবা, মেন্ডেলের প্রথম সূত্র যে সঠিক তা দ্বিতীয় সূত্রের দ্বারা ব্যাখ্যা কর।
  • “লিংকেজভুক্ত জিনের বংশগতি ধারায় মেন্ডেলের ২য় সূত্রের অনুপাত পাওয়া যায় না” উক্তিটি ব্যাখ্যা
  • সকল টেস্ট ক্ৰসই ব্যাকক্রস কিন্তু সকল ব্যাকস টেস্টস নয়’-ব্যাখ্যা কর।
  • মেন্ডেলের দ্বিতীয় সূত্রের বর্ণনা দাও।
  • অথবা, মেন্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্রটি কি? এর অনুপাতসহ ব্যাখ্যা কর।
  • অথবা, মেন্ডেলের দ্বিতীয় সূত্র উদাহরণসহ ব্যাখ্যা কর।
  • অথবা, বংশগতি বিষয়ক মেন্ডেলের স্বাধীন বিন্যাস সূত্রটি ব্যাখ্যা কর।

Genetics Suggestion For National University

অধ্যায় ০৩ বংশগতির ভৌত ও রাসায়নিক ভিত্তি

(Physical and chemical basis of heredity)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) :

  • বংশগতির ভৌত ভিত্তি কী?
  • ক্রোমোজম কী?
  • ক্রোমোজম কে আবিষ্কার করেন?
  • ক্রোমোজম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
  • ক্রোমোজমের গঠনগত প্রধান উপাদান কী কী?
  • DNA কি?
  • DNA- এর পূর্ণ নাম কি?
  • DNA এর ভৌত ও রাসায়নিক গঠন কে প্রদান করেন?
  • DNA-এর দৈর্ঘ্য কত?
  • DNA এর আণবিক ওজন কত?
  • DNA সূত্র কেমন?
  • রেপ্লিকন কী?
  • DNA-এর নাইট্রোজেন কয়টি ও কি কি?
  • প্রকৃত কোষের DNA কেমন?
  • DNA কিসের সমন্বয়ে গঠিত?
  • নিউক্লিওটাইড কী?
  • DNA সংশ্লেষণে কোন এনজাইম থাকে?
  • DNA এর নিউক্লিওটাইড কি নিয়ে গঠিত?
  • Ng-base- কত প্রকার ও কী কী?
  • TMT-এর জেনেটিক কন্তু কী?
  • DNA-কে কৌলিক বস্তু বলা হয় কেন?
  • টটোমারিজম কাকে বলে? ৯৯%।
  • Central Dogma বা কেন্দ্রীয় প্রত্যয় বলতে কি বুঝ?
  • চক্রাকার বা বৃত্তাকার DNA কাকে বলে?
  • নিউক্লিক এসিড কি?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • বংশগতির ভৌত ভিত্তি কি? ব্যাখ্যা
  • নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইড বলতে কি বুঝ?
  • ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের সংজ্ঞা দাও।
  • A=T এবং GT জোডা দিয়ে একখন্ড ডিএনএ আঁক।
  • প্রমাণ কর, DNA ব্যাকটেরিয়ার কৌলিক পদার্থ।
  • অথবা, DNA অণুর বংশগতির প্রকৃতি একটি পরীক্ষা দ্বারা প্রমাণ কর।
  • অথবা, DNA-কে কৌলিক পদার্থ বলা হয় কেন? তা উদাহরণ ব্যাখ্যা কর।
  • DNA অনুলিপনে গুরুত্বপূর্ণ এনজাইমসমূহের নাম লিখ ।
  • কেন্দ্রীয় প্রত্যয় বা Central Dogma বলতে কি বুঝ?
  • কেন DNA-কে Central Dogma বলা হয় ।
  •  প্রোটিন সংশ্লেষণে t-RNA -এর ভূমিকা আলোচনা কর ।
  • অথবা, প্রোটিন সংশ্লেষণে RNA -এর ভূমিকা লিখ।
  • বিভিন্ন প্রকার RNA এর নাম লিখ।
  • অথবা, RNA কত প্রকার ও কী কী? সংক্ষেপ বিভিন্ন প্রকার RNA-এর কাজ সম্পর্কে লিখ ।
  • DNA ও RNA এর পার্থক্য লিখ।
  • অথবা, DNA ও RNA-এর পার্থক্য কি?

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) ;

  • Hershey এবং Chase এর পরীক্ষার মাধ্যেম প্রমান করযে ডিএনএ ই জিন।
  • অথবা, DNA কে জেনেটিক বস্তু বলা হয় কেন?
  • অথবা, DNA-কে জেনেটিক পদার্থ বলা হয় কেন? প্রমাণ কর DNA-ই জেনেটিক পদার্থ। অথবা, DNA-ই জিন প্রমাণ কর ।
  • DNA এর অর্ধ-রক্ষণশীল অনুলিপন পদ্ধতির বর্ণনা দাও এবং এর স্বপক্ষে প্রমাণ উল্লেখ পিউরিন ও পাইরিডিন বেসের পরিপূরকতা; ২. ফসফেটের সাথে সুগারের সংযােগ এবং ৩. সুগারের সাথে নাইট্রোজেন বেসের সংযােগ দেখিয়ে DNA অণুর একাংশের চিত্র অংকন করে ভৌত গঠন বর্ণনা কর।
  •  DNA অনুলিপনে অংশগ্রহণকারী এনজাইমসমূহের নাম লিখ এবং তাদের ভূমিকা বর্ণনা কর।
  • অথবা, DNA-রেপ্লিকেশনের ক্ষেত্রে বিভিন্ন প্রকার এনজাইমসমূহের ভূমিকা আলোচনা কর।
  • DNA-হতে কিভাবে বার্তা ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন অণুতে প্রতিফলিত হয়- ব্যাখ্যা কর।
  • অথবা, ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরির ঘটনা বর্ণনা কর।
  • রোলিং সার্কেল পদ্ধতিতে DNA অনুলিপন বর্ণনা
  • t-RNA এর ভৌত রাসায়নিক গঠন বর্ণনা কর।

Genetics Suggestion For National University

অধ্যায় ০৪ জিনের আন্তঃক্রিয়া

(Interaction of genes)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions)

  • জিনের আন্তঃক্রিয়া কি?
  • পরিপূরক জিন (Complementary gene) কি?
  • পরিপূরক জিনের অনুপাত কত?
  • কে কোন উদ্ভিদে পরিপূরক জিনের অনুপাত পান?
  • Hypostatic জিন বলতে কি বুঝ?
  • পলিজিন কি?
  • ইনহিবিটরি জিন (Inhibitory gene) কাকে বলে?
  • সিস্ট্রন কী?
  • এপিস্টাসিসের অনুপাত কত?
  • ডুপ্লিকেট (Duplicate gene)
  • ডুপ্লিকেট (Duplicate gene) এর অনুপাত কত?
  • কে প্রথম Duplicate gene লক্ষ্য করেন?
  • একক প্রচ্ছন্ন দমনকারী জিন এর অনুপাত কত?
  • কে একক প্রচ্ছন্ন দমনকারী জিন কে লক্ষ্য করেন?
  • প্রকরণ কী?
  • প্রকটতা কী?
  • সহ-প্রকটতা বলতে কি বুঝ?
  • সহ-প্রকটতায় কত অনুপাত দেখা যায়?
  • একক প্ৰকট দমন কার্যের অনুপাত কত?
  • Complete and Incomplete dominant এর অনুপাত কত?
  • মানুষের মাথার টাক কোন ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

অসম্পূর্ণ প্রকটতা ও সহ-প্রকটতা বলতে কি বুঝ?

  • অথবা, অসম্পূর্ণ প্রকটতা ও সহ-প্রকটতা কাকে বলে?
  • সুনির্দিষ্ট উদাহরণসহ অসম্পূর্ণ প্রকটতা ব্যাখ্যা
  • পরিপূরক জিন, Epistasis, Duplicate ও বাধক জিনের সংজ্ঞা দাও ।
  •  একক প্রচ্ছন্ন দমনকারী জিন কি? কিভাবে ৯ঃ৩ঃ৩ঃ১ পরিবর্তিত হয়ে ৯ঃ৩ঃ৪ হয় ব্যাখ্যা কর।
  • সহ-প্রকটতা কিভাবে মেন্ডেলের অনুপাতের ব্যতিক্রম সংঘটনে অংশগ্রহণ করে তা উদাহরণসহ ব্যাখ্যা
  • কর।
  • এপিস্ট্যাসিস ও প্রকটতার মধ্যে পার্থক্য লিখ।
  • অথবা, প্রকটতা ও Epistasis এর মধ্যে পার্থক্য লিখ।
  • টীকা লিখ- এপিস্টাসিস কী?
  • ২ঃ১ অনুপাতটি ব্যাখ্যা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • জিনের আন্তঃক্রিয়া বলতে কি বুঝ? এডিটিভ জিনের আন্তঃক্রিয়া বলতে কি বুঝ?
  • ডুপ্লিকেট জিন কাকে বলে? একটি উদাহরণের সাহায্যে প্রমাণ কর যে, ‘ডুপ্লিকেট জিনে’র প্রভাবে ১৫ঃ১ অনুপাত পাওয়া যায়।
  • জিনের আন্তক্রিয়া কী? F, জনুতে মেন্ডেলীয় দ্বিশংকর অনুপাত ৯ঃ৩ঃ৩ঃ১ পরিবর্তিত হয়ে কীভাবে ৩ঃ৬ঃ৩ঃ১ঃ২ঃ১ হয় ব্যাখ্যা কর।
  • অথবা, জিনের আন্তঃক্রিয়া কী? F, জনুতে মেন্ডেলীয় দ্বি-শংকর অনুপাত ৯ঃ৩ঃ৩ঃ১ পরিবর্তিত হয়ে
  • ৩ঃ৬ঃ৩ঃ১ঃ২ঃ১ হলে তা কিভাবে ব্যাখ্যা করবে?ব্যাখ্যা কর।
  • অথবা, Fজনুতে মেন্ডেলীয় দ্বিসংকর অনুপাত ৯ঃ৩ঃ৩ঃ১ পরিবর্তিত হয়ে ৯ঃ৭ হলে তা কিভাবে ব্যাখ্যা করবে?
  • অথবা, কমপ্লিমেন্টারি জিন ক্রিয়ার জন্য মেন্ডেলের ২য় সূত্রের ফিনোটাইপিক অনুপাতের আপাত ব্যতিক্রম ঘটে । উপযুক্ত উদাহরণের সাহায্যে প্রমাণ কর ।
  • এপিস্ট্যাসিস কী? ১৩ঃ৩ অনুপাত ব্যাখ্যা কর।

Genetics Suggestion For National University

অধ্যায় ০৫ লিংকেজ এবং ক্রসিংওভার

(Linkage and Crossing Over)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions);

  • লিংকেজ (Linkage) এর সংজ্ঞা দাও।
  • অথবা, লিংকেজ (Linkage) কি?
  • লিংকেজ (Linkage) কে আবিষ্কার করেন?
  • কাপলিং বলতে কী বুঝ?
  • সম্পূর্ণ লিংকেজ কি?
  • অসম্পূর্ণ লিংকেজ (Incomplete linkage) কি?
  • অথবা, অসম্পূর্ণ লিংকেজ কাকে বলে?
  • ক্রসিংওভার কী?
  • অথবা, ক্রসিংওভার কাকে বলে?
  • ক্রসওভার গ্যামেট কি?
  • পুনর্বিন্যাস (Recombination) কি?
  • সংঘটনের স্থানভেদে ক্রসিংওভার কয় প্রকার?
  • কায়াজমা কী?
  • কায়াজমার সংখ্যা ভেদে ক্রসিংওভার কত প্রকার?
  • ক্রসিংওভারের ফলে কি ঘটে?
  • Crossing over কোথায় ঘটে?
  • লিংকেজ এবং ক্রসিংওভারের প্রমাণ কে করেন?
  • জিন ম্যাপ (Gene map) বা ক্রোমোজম ম্যাপ (Chromosome map) কি?
  • ক্রোমোজম বা জিনের ম্যাপ দূরত্ব কি?
  • জিনের ম্যাপ দূরত্বের একককে কি বলে?
  • ইন্টারফেরন্স (Interference) কি?
  • কো-ইন্সিডেন্স (Coincidence) কি?

খ-বিভাগঃ সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);

  • লিংকেজ ও ক্রসিংওভার বলতে কি বুঝ? একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
  • অথবা, লিংকেজ কি ও ক্রসিং ওভার বলতে কি বুঝ? একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
  •  লিংকেজ এর বৈশিষ্ট্যগুলো লিখ ।
  •  সম্পূর্ণ ও অসম্পূর্ণ লিংকেজ এর সংজ্ঞা দাও ।
  • ক্রোমোজম ম্যাপ বা জিন ম্যাপ ও ম্যাপ দূরত্ব বলতে কি বুঝ?
  • Coupling ও Repulsion বলতে কি বুঝ?
  • ক্রসিংওভার কি? কিভাবে ক্রসিংওভার লিংকড জিনের মধ্যে পুনর্বিন্যাস ঘটায়
  •  সম্পূর্ণ লিংকেজ ও অসম্পূর্ণ লিংকেজের মধ্যে পার্থক্য লিখ।
  • ক্রসিংওভারের গুরুত্ব লিখ।
  • অথবা, ক্রসিংওভারের তাৎপর্য ব্যাখ্যা কর।
  • অথবা, ক্রসিংওভার-এর গুরুত্ব লিখ ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) ;

  • ক্রসিংওভার কি? ক্রসিংওভার মিয়োসিসের কোন ধাপে সম্পন্ন হয়? এর কোষবিদ্যাগত প্রমাণের একটি পরীক্ষা বর্ণনা দাও।
  • অথবা, ক্রসিংওভার কি? এর কোষবিদ্যাগত প্রমাণের একটি পরীক্ষার বর্ণনা কর।
  • অথবা, ক্রসিংওভার কি? মায়োসিসের কোন ধাপে ক্রসিং ওভার সংঘটিত হয়? এর কোষবিদ্যাগত প্রমাণের একটি পরীক্ষার বর্ণনা দাও।
  • একটি ৩ পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল-
    ABd = ১৬০ aBD = ২৯০ AbD = ৬০ ABD = 8
    abD = ১৫০ Abd = ২৮০ aBd = ৫৪ abd = ২
    (i) কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে বুঝিয়ে বল ।
    (ii) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজম ম্যাপ অংকন কর।
    (iii) কো-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ইন্টারফারেন্স নির্ণয় কর।
  • একটি তিন বিন্দু টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল-
    +++ = 450 dm + = 50
    dmp = 410 ++p= 30
    +m+ = 25 +mp = 10
    d+p = 15 d++ = 10
    (ক) কোন জিনটে মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে বুঝিয়ে বল ।
    (খ) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজম ম্যাপ অংকন কর।
    (গ) কোন-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ও ইন্টারফারেন্স নির্ণয় কর।
  • টীকা লিখঃ (ক) লিংকেজ;
    (খ) Gene map বা ক্রোমোজম ম্যাপ; (গ) ক্রসিংওভার;
    (ঘ) Interferance ও Coincidence
  • একটি ৩-পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল-
    ABd = ১৫০             aBD = ২৯৫    AbD = ৬০    ABD = ০৫
    abD = ১৫৫            Abd = ২৮০        aBd = ৫২   abd = o৩
     (i)কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থিত তা যুক্তিসহকারে বুঝিয়ে বল।
    (ii) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজোম ম্যাপ অঙ্কন কর।
    (iii) কো-এফিসিয়েন্ট অব কো-ইনসিডেন্স ইন্টারফারেন্স নির্ণয় কর।
  • অথবা, একটি ৩ পয়েন্ট টেস্ট ক্রসে নিম্নলিখিত বংশধর পাওয়া গেল।
    ABd = 150 aBD = 295 AbD = 60 ABD = 5
    abD = 155 Abd = 280 aBd = 52 abd = 3
    (i) কোন জিনটি মধ্যবর্তী স্থানে অবস্থান করে তা যুক্তিসহকারে কর ।
    (ii) জিনগুলোর দূরত্ব নির্ণয় কর এবং ক্রোমোজম ম্যাপ অঙ্কন কর।
    (iii) কো এফিসিয়েন্ট অব কোইনসিনন্স ও ইন্টারফেরন্স নির্ণয় কর।
  • লিংকেজের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
    অথবা, লিংকেজ এর প্রকারভেদ আলোচনা কর।

Genetics Suggestion For National University

অধ্যায় ০৬) লিঙ্গ নির্ধারণ

(Sex Determination)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশাবলি (Brief Questions);

  • লিঙ্গ বলতে কী বুঝায়?
  • লিঙ্গ নির্ধারণ বলতে কি বুঝ?
  • অথবা, লিঙ্গ নির্ধারণ (Sex determination) কাকে বলে?
  • লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়া কয় প্রকার?
  • লিঙ্গ নির্ধারণ সম্পর্কিত মতবাদগুলোর নাম লিখ।
  • ক্রোমোজমীয় লিঙ্গ নির্ধারণ (Chromosomal sex determenation) কি?
  • ক্রোমোজমীয় লিঙ্গ নির্ধারণ (Chromosomal sex determenation) কয় প্রকার?
  • সেক্স ক্রোমোজম (Sex-chromosome) এর কয়েকটি প্রক্রিয়ার নাম লিখ।
  • মানুষের Sex chromosome কত জোড়া ও কী কী?
  • পুরুষ ও স্ত্রী মৌমাছিতে কতটি ক্রোমোজম থাকে?
  • লিঙ্গ সংযুক্ত বংশগতি কাকে বলে?
  • মানুষের লিঙ্গ সংযুক্ত বংশগতির দুটি উদাহরণ লিখ।
  • মেয়েদেরও কদাচিং দাড়ি জন্মিতে দেখা যায় কেন?
  • মহিলাদের মাথায় কেন টাক কম দেখা যায়?
  • গাইনাভ্রোমরফ কী?
  • ভুট্টার ট্যাসেল সীড কী?
  • হলাকি জিন কি?
  • জেনেটিক ভারসাম্য প্রক্রিয়াকে কে প্রদান করেন?
  • জেনেটিক ভিত্তি কি?
  • জেনেটিক ভিত্তি দ্বারা যৌনতা নির্ধারণ কোন উদ্ভিদে দেখা যায়?
  • যৌনতা সংযুক্ত জিন কী?
  • সেক্স লিংকড (sex-linked gene) কি?
  • কয়েকটি সেক্স লিংকড (sex-linked gene) এর নাম লিখ।
  • সেক্স লিমিটিডে বৈশিষ্ট্য (sex-limited character) কি?
  • কয়েকটি সেক্স লিমিটিডে বৈশিষ্ট্য (sex-limited character) এর নাম লিখ।
  • Sex-Influenced character অথবা, লিঙ্গ প্রভাবিত বৈশিষ্ট্য কি?
  • যৌনতা প্রভাবিত বৈশিষ্ট্যের উদাহারণ কি?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • লিঙ্গ বা যৌনতা নির্ধারণ প্রক্রিয়া কি?
  • যৌনতা সীমিত বৈশিষ্ট্য বলতে কী বুঝ?
  • অথবা, যৌনতা সীমিত বৈশিষ্ট্য কি?
  • সেক্স-ক্রোমোজম ও অটোজোম বলতে কি বুঝ?
  • লিঙ্গ নির্ধারণে x ক্রোমোজম কিভাবে সহায়তা করে?
  • লিঙ্গ প্রভাবিত বংশগতি উদাহরণসহ বর্ণনা কর।
  • সেক্স-লিঙ্কড, সেক্স-ইনফ্লুয়েন্সড ও সেক্স-লিমিটেড বৈশিষ্ট্য বলতে কী বােঝ?
  • Sex-Linked ও Sex-Limited এর মধ্যে পার্থক্য লিখ ।
  • লিঙ্গ সংযুক্ত বংশগতি ও মেন্ডেলীয় বংশগতির মধ্যে পার্থক্য লিখ।
  • সেক্স ক্রোমোজোম ও অটোজোমের মধ্যে পার্থক্য লিখ।
  • অথবা, সেক্স-ক্রোমোজম ও অটোজোমের মধ্যে পার্থক্য লিখ ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions);

  • যৌনতা সংযুক্ত এবং যৌনতা প্রভাবিত বৈশিষ্ট্য বলতে কী বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর ।
  • অথবা, যৌনতা সংযুক্ত বৈশিষ্ট্য বলতে কি বুঝ? একটি উদাহরণের সাহায্যে যৌনতা সংযুক্ত বৈশিষ্ট্যর
  • বংশানুক্রম বর্ণনা কর।
  • অথবা, একটি উদাহরণের সাহায্যে যৌনতা সংযুক্ত বৈশিষ্ট্য বংশানুক্রম বর্ণনা কর।
  • লিঙ্গ নির্ধারণে ক্রোমোজমীয় মতবাদগুলো বর্ণনা কর।
  • অথবা, লিঙ্গ নির্ধারণে ক্রোমোজমভিত্তিক পদ্ধতিসমূহ বর্ণনা কর।
  • অথবা,যৌনতা বা লিঙ্গ কি?লিঙ্গ নির্ধারণে ক্রোমোজম ভিত্তিক বিভিন্ন পদ্ধতি সংক্ষেপে আলোচনা কর।
  • উপযুক্ত উদাহরণসহ যৌন নির্ধারণের জন্য ক্রোমোসােম মতবাদ এবং জেনেটিক ব্যালান্স মতবাদ তুলনা কর।
  • টীকা লিখ :
  • (ক) যৌন সম্পর্কীত বৈশিষ্ট্য;
    (খ) যৌন সীমিত বৈশিষ্ট্য;
    (গ) যৌন প্রভাবিত বৈশিষ্ট্য;
  • Drosophila এর যৌনতা নির্ধারণ প্রক্রিয়া বর্ণনা কর ।
  • অথবা, যৌনতা বা লিঙ্গ নির্ধারণে জেনেটিক ভিত্তি মতবাদগুলো বর্ণনা কর।
  • অথবা, Drosophila-তে যৌন নির্ধারণের জন্য ব্যালান্স মতবাদ ব্যাখ্যা কর।
  • অথবা, যৌনতা বা লিঙ্গ নির্ধারণের জেনেটিক ভিত্তি বর্ণনা কর।
  • অথবা, লিঙ্গ নির্ধারণে জেনেটিক ব্যালেন্স মতবাদ আলোচনা কর।

Genetics Suggestion For National University

অধ্যায় ০৭ অ্যালিল বা অ্যালিলিজম ও প্লিট্রপিজম

(Allele or Allelism and Pleiotropism)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি Brief Questions) :

  • অলিলিজম কাকে বলে?
  • অথবা, অ্যালিল (Alele) বা অ্যালিলিজম কী?
  • অ্যালিল কত প্রকার?
  • অ্যালিলোম কী?
  • মালটিপল অ্যালিল (Multiple Allel) কি?
  • Multiple allele-এর একজোড়া বৈশিষ্ট্যর মধ্যে দুটি জীবের সংকরায়নে Phenotypic অনুপাত কত?
  • মানুষের মালটিপল অ্যালিলের দুটি উদাহরণ দাও।
  • মানুষের রক্ত গ্রুপ কিভাবে নির্ণয় করা হয়?
  • মানুষের রক্তের গ্রুপ কী ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
  • অথবা, ভুয়া অ্যালিলস বলতে কী বুঝ?
  • অথবা, ভূয়া অ্যালিলস (Pseudo alleles) কি?
  • ভুয়া অ্যালিলম বা সিডাে-অ্যালিলস (Pseudo-alleles) এর উদাহারণ কি?
  • প্লিট্রপিজম (Peotropism) কি?
  • অথবা, বহুরূপতা বলতে কি বুঝ?
  • জিনের বহুরূপতা (Pleotropism) এর উদাহরণ কি?
  • স্ব-বন্ধ্যাত্ব কী?
  • বাইভ্যালেন্ট কি?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • অ্যালিল বা অ্যালিলিজম বলতে কি বুঝ? এর বৈশিষ্ট্য লিখ।
  • সিউডো-অ্যালিল কি? এর বৈশিষ্ট্য লিখ।
  • মালটিপল অ্যালিল ও মালটিপল জিনের মধ্যে পার্থক্য লিখ।
  • মালটিপল অ্যালিল বা অ্যালিলিজম প্লিওট্রপিজমের মধ্যে পার্থক্য লিখ ।
  • মাল্টিপল এলিল ও সিউডােএলিলের মধ্যে পার্থক্য লিখ।
  • অথবা, মালটিপল অ্যালিল ও সিউডাে-অ্যালিলের মধ্যে পার্থক্য লিখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) ;

  • মালটিপল অ্যালিল কি? দৃষ্টান্তসহ মালটিপল অ্যালিলের বংশগতি ব্যাখ্যা কর।
  • সিউডাে-অ্যালিল কি? উদাহরণসহ বিভিন্ন ধরনের সিউডাে অ্যালিলের ব্যাখ্যা কর।
  • উদাহরণসহ ট্রিপিজম ব্যাখ্যা কর।
  • অথবা, প্লিওট্রাপিজম কী? উদাহরণসহ প্লিওট্রপিজমের বর্ণনা দাও।
  • টীকা লিখ :
    (ক) মালটিপল অ্যালিল;
    (খ) সিউডাে-অ্যালিল;
    (গ) প্লিওট্রপিজম।
  • (ক) মালটিপল এলিলের বৈশিষ্ট্য লিখ।

Genetics Suggestion For National University

অধ্যায় ০৮ পরিমাণগত বংশগতি

(Quantitative inheritance)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Ouestions);

  • পরিমাণগত বংশগতি (Quantittive Inheritance) কি?
  • পলিজিন-এর সংজ্ঞা দাও।
  • অথবা, পলিজিন (Polygene) কি?
  • পলিজিন দ্বারা নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের উদাহরণ কি?
  • পলিজেনিক বংশগতি কাকে বলে?
  • গুণগত বৈশিষ্ট্য বলতে কি বুঝ?
  • পরিমাণবাচক বৈশিষ্ট্য বলতে কি বুঝ?
  • পলিজিনিক বা পরিমাণবাচক বংশগতির দু’টি উদাহরণ দাও।
  • Quantitative বৈশিষ্ট্য কিভাবে বিশ্লেষণ করা হয়?
  • গমের দানার বর্গের গাঁঢ়তা কী ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
  • মানুষের গায়ের বর্ণ নিয়ন্ত্রণকারী জিন কোন ধরনের?
  • আলুর লেট ব্লাইট রোগের তীব্রতা কোন ধরনের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়?
  • মালটিপল জিন (বা পলিজিন) এবং মালটিপল অ্যালিলের মধ্যে প্রধান পার্থক্য কী?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • মাল্টিপল ফ্যাক্টর মতবাদ ব্যাখ্যা কর।
  • অথবা, মালটিপল ফ্যাক্টর অনুকল্প ব্যাখ্যা কর।
  • গুণগত বৈশিষ্ট্য ও পরিমাণগত বা পরিমাণাত্মক বা পরিমাণবাচক বৈশিষ্ট্য বলতে কি বুঝ?
  • মালটিপল অ্যালিল ও মালটিপল ফ্যাক্টরের মধ্যে পার্থক্য লিখ।
  • মালটিপল অ্যালিল ও পলিজিনের মধ্যে পার্থক্য লিখ ।
  • পরিমাণবাচক এবং গুণগত বৈশিষ্ট্যের পার্থক্য লিখ.
  • অথবা, পরিমাণবাচক ও গুণবাচক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য লিখ ।
  • অথবা, গুণগত ও পরিমাণগত বৈশিষ্ট্যসমূহের মধ্যে পার্থক্য নিরূপণ কর।
  • অথবা, পরিমাণাত্মক বা পরিমাণবাচক বা পরিমাণগত এবং গুণবাচক বৈশিষ্ট্যের পার্থক্য লিখ ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions);

  • পলিজেনিক বংশগতি কি? উদাহরণসহ পলিজেনিক বংশগতি ব্যাখ্যা কর।
  • অথবা, পলিজেনিক বংশগতির বৈশিষ্ট্য একটি উদাহরণ দ্বারা ব্যাখ্যা কর।
  • অথবা, পলিজেনিক বংশগতি বলতে কী বুঝ? উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
  • উপযুক্ত উদাহরণসহ মাল্টিপল ফ্যাক্টর ধারণা কি ব্যাখ্যা কর।
  • পরিমাণাত্মক বংশগতি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
  • অথবা, একটি উদাহরণের সাহায্যে পরিমাণাত্মক বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা কর।
  • অথবা, পরিমাণগত বৈশিষ্ট্য উদাহরণসহ আলোচনা কর।

Genetics Suggestion For National University

অধ্যায় ০৯) জিনের সূক্ষ্ম গঠন

(Fine structure of gene)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions);

  • জিন কি?
  • জিনের সূক্ষ্ম গঠন কি?
  • জিনের সূক্ষ্ম গঠনের ধারণা কে প্রতিষ্ঠা করেন?
  • জিন শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
  • সিস্ট্রোন (Cistron) কি?
  • সিস্ট্রোন (Cistron) শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
  • রিকন (Recon) বলতে কী বুঝ?
  • মিউটন (Muton) কি?
  • Complon কী?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • জিন বলতে কি বুঝ? এর অবস্থান লিখ।
  • জিনের সূক্ষ্ম গঠনের এককগুলোর নাম লিখ ও সংজ্ঞা দাও ।
  • পজিটিভ ও নেগেটিভ জিন নিয়ন্ত্রণ বলতে কি বুঝ?
  • সিস্ট্রোন ও কম্পােনের মধ্যে পার্থক্য লিখ।
  • Cistron ও Ricon-এর মধ্যে পার্থক্য লিখ ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • জিনের আধুনিক ধারণা ব্যাখ্যা কর।
  • অথবা, জিনের আধুনিক ধারণা আলোচনা কর।
  • জিনের আধুনিক ধারণা বলতে কি বুঝ? আধুনিক ধারণার আলোকে সিস্ট্রোন (Cistron),
  • রিকন (Recon) ও মিউটন (Muton) ধারণার উৎপত্তি সম্পর্কে লিখ ।
  • জিনের চিরায়ত ধারণাটি বর্ণনা কর।
  • অথবা, জিনের গঠন সম্পর্কিত সনাতনী আধুনিক ধারণা ব্যাখ্যা কর।
  • অথবা, জিনের ক্লাসিক্যাল Concept বা জিনের প্রচলিত ধারণা বা সনাতন/চিরায়ত ধারণা লিখ ।
  • টীকা লিখ :
  • (ক) জিনের সূক্ষ্ম গঠন;
    (খ) সিস্ট্রোন;
    (গ) মিউটন

Genetics Suggestion For National University

অধ্যায় ১০ জৈব রাসায়নিক বংশগতি

(Biochemical Genetics)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions) ;

  • জিন ও এনজাইমের সম্পর্ক কি?
  • জিন এনজাইম সম্পর্ক কে সর্বপ্রথম উল্লেখ করেন?
  • Bio-chemical Genetics কে প্রতিষ্ঠা করেন?
  • অপেরন কাকে বলে?
  • Beadle ও Tatum কী নিয়ে গবেষণা করেছিলেন?
  • Beadle ও Tatum কত সালে নোেবল পুরস্কার পান?
  • Biochemical Genetics কি?
  • এক জিন এক এনজাইম (One gene One enzyme) কি?
  • এক জিন এক এনজাইম (One gene One enzyme) মতবাদ কে প্রদান করেন?
  • এক জিন এক এনজাইম (One gene One enzyme) এর মূলকথা কি?
  • প্রোটোটপ (Prototrop) কি
  • অটোট্রপ (Aurotrop) কি?
  • বায়োকেমিক্যাল মিউট্যান্ট কাকে বলে?
  • অথবা, বায়োকেমিক্যাল মিউট্যান্ট কি?
  • অ্যাডেনিন-এর রাসায়নিক গঠন লিখ।
  • বায়োকেমিক্যাল মিউট্যান্ট শনাক্তকরণ পদ্ধতি কয়টি?
  • জৈব রাসায়নিক মিউট্যান্ট কীভাবে শনাক্ত ও পৃথক করা যায়?
  • Strain কী?
  • সিকল সেল এনিমিয়ায় হিমোগ্লোবিনের ৪- চেইনে এমাইনো এসিডের কি পরিবর্তন ঘটে?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions);

  • জৈব রাসায়নিক বংশগতি বলতে কি বুঝ?
  • জিন এনজাইম সম্পর্ক ব্যাখ্যা কর।
  • জিন প্রকাশ ও অপেরণ কনসেপ্ট বলতে কি বুঝ?
  • টীকা লিখ- বায়োকেমিক্যাল মিউটান্ট;

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Ouestions) :

  • এক-জিন-এক এনজাইম অনুকল্প কি? প্রাণ-রাসায়নিক মিউট্যান্ট পৃথকীকরণ পদ্ধতি ব্যাখ্যা কর।
  • অথবা, প্রাণ-রাসায়নিক মিউটেন্ট পৃথকীকরণ উদাহরণের সাহয্যে বর্ণনা কর ।
  • অথবা, Virus-এর জৈব রাসায়নিক মিউট্যান্ট পৃথকীকরণ পদ্ধতি বর্ণনা কর।
  • Neurospora-তে বায়োকেমিক্যাল মিউটেশন নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর ।
  • আদি কোষী জীবে জিন প্রকাশ নিয়ন্ত্রণ Lac Operon Concept বিষদভাবে ব্যাখ্যা কর।
  • অথবা, ল্যাক-অপেরণ কি? E-cdi-এর ল্যাকটোজ শর্করা ভাঙ্গার জিন নিয়ন্ত্রণ কৌশল বর্ণনা কর।
  • আদি কোষের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বর্ণনা কর।
  • এক জিন-এক এনজাইম প্রকল্পটি ব্যাখ্যা কর।
  • অথবা, জিন-এনজাইম সম্পর্ক কি? “একজিন এক এনজাইম” মতবাদ ব্যাখ্যা কর।
  • অথবা, জিন-এনজাইম সম্পর্ক কাকে বলে? এক-জিন-এক এনজাইম প্রকল্পটি ব্যাখ্যা কর।

Genetics Suggestion For National University

অধ্যায় ১১ পরিব্যক্তি বা মিউটেশন

(Mutation)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি Brief Ouestions) ;

  • মিউটেশন শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
  • মিউটেশন কি?
  • পয়েন্ট মিউটেশন কি?
  • অথবা, বিন্দু পরিব্যাপ্তি কী?
  • ক্রোমোজমাল মিউটেশন কি?
  • মিউটেশন মতবাদ কে প্রদান করেন?
  • মিউটেশনের কারণ কি?
  • আণবিক পর্যায়ে মিউটেশন কি?
  • অক্রোমোজমীয় বংশগতি কি?
  • মিউটাজেন কি?
  • মিউটাজেন কয় প্রকার?
  • ভৌত মিউটাজেনগুলো কি কি?
  • রাসায়নিক মিউটাজেনগুলো কি কি?
  • মিউট্যান্ট বলতে কী বুঝ?
  • কোষ অনুসারে মিউটেশন কত প্রকার?
  • ক্রোমোজম অনুসারে মিউটেশন কত প্রকার?
  • ফেনোটাইপের উপর ভিত্তি করে মিউটেশন কয় প্রকার?
  • পরিবর্তনের দিকের উপরভিত্তি করে মিউটেশন কয় প্রকার?
  • মিউটেশন শনাক্তকরণের পদ্ধতিগুলো কি কি?
  • প্রতিস্থাপন কি?
  • ট্রানজিশন কি?
  • ফ্রেম শিট মিউটেশন (Frame Shift mutation) কি?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • মিউটেশন ও মিউটাজেন বলতে কি বুঝ?
  • কৃষিতে মিউটেশনের গুরুত্ব লিখ।
  • মিউটাজেন কি? পাচটি মিউটাজেনের নাম লিখ।
  • অথবা, মিউটাজেন কাকে বলে? বিভিন্ন মিউটাজেনের নামগুলো লিখ।
  • অথবা, বিভিন্ন ধরনের মিউটাজেনসমূহ কী?
  • স্বতঃস্ফূর্ত ও কৃত্রিম মিউটেশন বলতে কি বুঝ?
  • স্বতঃস্ফূর্ত মিউটেশন ও কৃত্রিম মিউটেশনের পার্থক্য লিখ।
  • Transition ও transversion এর পার্থক্য লিখ।
  • মিউটেশনের গুরুত্ব সম্পর্কে লিখ।
  • অথবা, অভিব্যক্তিতে মিউটেশনের তাৎপর্য লিখ ।
  • অথবা, বিভিন্ন প্রকৃতির মিউটেশনের শ্রেণিবিন্যাস কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) ;

  • মিউটেশনের শ্রেণিবিভাগ বর্ণনা কর।
  • অথবা, মিউটেশন কী? মিউটেশনের শ্রেণিবিন্যাস লিখ ।
  • মিউটেশ কি? মিউটেশনের কারণসমূহ লিখ।
  • বিন্দু পরিব্যক্তি কী? বেস এনালগ ও অ্যালকালাইটিং এজেন্ট-এর পরিব্যক্তি ঘটানোর কলাকৌশল বর্ণনা
  • কর।
  • কৃত্রিম মিউটেশন সৃষ্টিতে ব্যবহৃত বিভিন্ন প্রকার বিকিরণ ও রাসায়নিক মিউটাজেনের বর্ণনা দাও।
  • টীকা লিখ : জিন মিউটেশন;
  • যৌনতা সংযুক্ত প্রচ্ছন্ন মিউটেশন নির্ণয়ে মুলারে CIB পদ্ধতিটি বর্ণনা কর।
  • অথবা, Drosoplaila-তে প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মুলারের CIB পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা, ফ্রেমশিফট মিউটেশন কাকে বলে? প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মূলারের CIB পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা, মিউটেশন কাকে বলে? প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মূলারের CLB পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা, প্রচ্ছন্ন মিউটেশনের উপস্থিতি নির্ণয়ে মূলারের CIB পদ্ধতি বর্ণনা কর।

Genetics Suggestion For National University

অধ্যায় ১২ সাইটোপ্লাজমীয় বংশগতি

(Cytoplasmic Inheritance)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Ouestions) :

  • সাইটোপ্লাজমিক বংশগতির সংজ্ঞা দাও।
  • অথবা, সাইটোপ্লাজমীয় বংশগতি (Cytoplasmic inheritance) কি?
  • সাইটোপ্লাজমিক বা নিউক্লিয়াস বহির্ভূত বংশগতির দুটি উদাহরণ দাও।
  • সাইটোপ্লাজমিক বংশানুসৃতির উৎস কী?
  • Resiprocal cross কী?
  • সন্ধামনি গাছের পাতায় কে প্রথম Cytoplasmic inheritance লক্ষ্য করেন।
  • ভুট্টার আয়োজাপ জিনের বংশগতি কে শনাক্তকরেন?
  • আয়োজাপ জিন কী?
  • মাতৃতান্ত্রিক বংশগতি (Maternal Inheritance) কি?
  • শামুকের বংশগতি কে পর্যবেক্ষণ করেন?
  • Paramecium-র কাপ্পা কণা ও সাইটোপ্লাজমীয় বংশগতি কে লক্ষ করেন?
  • কাপ্পা কণা কি?
  • কাপ্লা (Kappa) কণা কোন জীবে পাওয়া যায় এবং এর কাজ কী?
  • প্লাজমিড (Plasmid) কি?
  • প্লাজমিড কে আবিষ্কার করেন?
  • প্লাজমা জিন কী?
  • এপিজোম কাকে বলে?
  • এপিজোমের কাজ কি?
  • Ti প্লাজমিড কোথায় পাওয়া যায়?

খ বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • বহিঃক্রোমজোমীয় বা Cytoplasmic বংশগতি কি?
  • অথবা, ক্রোমোজম বহির্ভূত বংশগতি কি?
  • প্লাজমিড ও এপিজোম কি?
  • প্লাজমিড ও এপিজোমের মধ্যে পার্থক্য লিখ।
  • আদি কোষীয় জীবের বংশগতির জন্য প্লাজমিডের ভূমিকা সংক্ষেপে ব্যাখ্যা কর।
  • নিউক্লিয়ার বংশগতি ও সাইটোপ্লাজমীয় বংশগতির মধ্যে পার্থক্য লিখ
  • অথবা, সাইটোপ্লাজমিক বংশগতি বা ইনহেরিট্যান্স ও নিউক্লিয়ার ইনহ্যরিট্যান্স-এর মধ্যে পার্থক্য লিখ।
  • অথবা, সাইটোপ্লাজমিক ইনহ্যারিটেন্স মেন্ডেলিয়ান ইনহ্যোরিটেন্সের মধ্যে পার্থক্য লিখ।
  • ৩। প্লাজমিডের সাধারণ বৈশিষ্ট্য লিখ
  • অথবা, জমিডের বৈশিষ্ট্য কি?
  • ভুট্টার আয়োজাপ জিনের বংশগতি বর্ণনা কর।
  • অথবা, স্ট্রার আয়োজাপ জিনের বংশগতি লিখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • উচ্চতর উদ্ভিদে সাইটোপ্লাজমিক বংশগতি উদাহরণের সাহায্যে বর্ণনা কর।
  • অথবা, সাইটোপ্লাজমিক বংশগতি কী? উচ্চতর উদ্ভিদে সাইটোপ্লাজমিক বংশগতি উদাহরণের সাহায্যে বর্ণনা কর।
  • বহিঃ ক্রোমোজমীয় বংশানুক্রমিতা কি? দুটি উদাহরণসহ বহিঃক্রোমাজোমীয় বংশানুক্রমিতা ব্যাখ্যা কর।
  • অথবা, তিনটি উদাহরণসহ সাইটোপ্লাজমিক বংশানুক্রমিতা ব্যাখ্যা কর।
  • উদ্ভিদ ও প্রাণী প্রতিটি হতে একটি করে উদাহরণসহ সাইটোপ্লাজমিক বংশগতি প্রক্রিয়া বর্ণনা কর।
  • প্রাণীর ক্ষেত্রে শামুকের খােলেসের কুণ্ডলী নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যাখ্যা
  • অথবা, মাতৃতান্ত্রিক বা মাতৃকূলের বংশগতি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর।
  • প্লাজমিডের শ্রেণিবিভাগ বর্ণনা কর ।
  • অথবা, প্লাজমিডের শ্রেণিবিন্যাস লিখ ।
  • সাইটোপ্লাজমিক বংশগতির বৈশিষ্ট্য লিখ
  • অথবা, সাইটোপ্লাজমিক বংশগতি বা ইনহেরিটেন্স বলতে কি বুঝ? এর বৈশিষ্ট্য লিখ ।

Genetics Suggestion For National University

অধ্যায় ১৩ পপুলেশন বংশগতি

(Population Genetics)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions):

  • পপুলেশন (Population) কি?
  • পপুলেশন জেনেটিক্স এর সংজ্ঞা দাও।
  • অথবা, পপুলেশন বংশগতি (Population genetics) কি?
  • অবাদ বা মুক্ত পপুলেশন (Panmictic population) কি?
  • জিনপুল (Gene Pool) কি?
  • Hardy-Weinberg সূত্রটি লিখ।
  • Hardy-Weinberg এর গাণিতিক সূত্রটি কি?
  • Hardy-Weinberg সূত্রের শর্তসমূহ কি কি?
  • হার্ডি-ওয়েনবার্গের সূত্র ব্যাবহার করে কি নির্ণয় করা যায়?
  • Hardy-Weinberg কত সালে তাদের সূত্র প্রদান করেন?
  • জেনেটিক ড্রিফট কী?

বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) ;

  • পপুলেশন জেনেটিক্স বলতে কি বুঝ?
  • অথবা, পপুলেশন বংশগত বলতে কি বুঝ?
  • পপুলেশনের জিন-ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝ?
  • হার্ডি-ওয়েনবার্গের সূত্রটি লিখ।
  • হার্ডি-ওয়েনবার্গ সূত্র নিয়ন্ত্রণকারী শর্তসমূহ লিখ
  • অথবা, হার্ডি-ওয়াইনবার্গ এর সূত্র নিয়ন্ত্রণকারী শর্তসমূহ আলোচনা কর।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি (Broad Questions) :

  • হার্ড-ওয়ানবার্গ-এর সূত্রটি ব্যাখ্যা কর।
  • অথবা, পপুলেশন বংশগতি কী? হার্ডি-ওয়াইনবার্গ-এর সূত্রটি লিখ এবং ব্যাখ্যা কর।
  • অথবা, Hardy-Weinberg সূত্র ব্যাখ্যা কর। একটি উদাহরণ দ্বারা জিন-কোয়েন্সি-এর স্থিতাবস্থা সংরক্ষণের উপাদানসমূহ ব্যাখ্যা কর।
  • জিনের ফ্রিকোয়েন্সি কিভাবে নির্ণয় করা হয় তা আলোচনা কর ।
  • জিন ফ্রিকোয়সিকে প্রভাবিতকারী উপাদানসমূহ আলোচনা কর ।
  • ১০০ জনের একটি পপুলেশনে 50 MM, 20 MN এবং 30 NN রক্তের নমুনা পরিলক্ষিত হল। এই পপুলেশনে M এবং N এলিল এর ফ্রিকোয়েন্সি নির্ণয় কর।

Genetics Suggestion For National University

অধ্যায় ১৪ ব্যাকটেরিয়ার বংশগতিয় রিকম্বিনেশন

(Genetic recombination in bacteria)

ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Brief Questions);

  • ব্যাকটেরিয়া কী?
  • ব্যাকটেরিয়ার বংশগতীয় পুনর্বিন্যাস কী?
  • অথবা, ব্যাকটেরিয়ার জেনোটিক রিকম্বিনেশন কি?
  • Bacteria-তে কী কী উপায়ে Genetic উপাদানের স্থানান্তর ঘটে?
  • ব্যাক্টেরিয়ার রিকম্বিনেশন বা পুনর্বিন্যাস ঘটার প্রক্রিয়াগুলোর নাম লিখ।
  • ব্যাক্টেরিয়ার জিনোম কিরূপ?
  • ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির প্রধান প্রক্রিয়া কি?
  • ব্যাক্টেরিয়ার যৌন প্রজনন বা ম্যাটিং বলতে কি বুঝ?
  • মেরোজাইগােট বা আংশিক ডিপ্লয়েড জাইগােট কি?
  • টেম্পারেট ফাজ কি?
  • Hfr কি?
  • Sex pill কি?
  • ব্যাক্টেরিয়ার রূপান্তর/ ট্রান্সফারমেশন বলতে কি বুঝ?
  • ট্রান্সডাকশন বলতে কি বুঝ?
  • অথবা, ট্রান্সডাকশন কি?
  • কনজুগেশন (Conjugation) কী?
  • Transform কাকে বলে?
  • আদিকোষের Genetic material কীরূপ?
  • ব্যাক্টেরিয়ার রিকম্বিনেশনের একটি বিশেষ ক্ষতিকর দিক (মানুষের জন্য) কি?
  • উচ্চতর উদ্ভিদের ক্রাউন গল বা উদ্ভিদের ক্যান্সার রোগের কারণ কি?
  • ব্যাক্টেরিয়ার বংশগতির জন্য ক্রোমোজম বহির্ভূত উপাদান কি কি?
  • জেনেটিক কোড কী?

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি (Short Questions) :

  • ব্যাকটেরিয়ায় ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশন বলতে কী বুঝ?
  • জেনেটিক কোড কি? কোড ডিকশনারী বর্ণনা কর।
  • Specific code (স্পেসিফিক কোড) এবং Degenerate Code (ডিজেনারেট কোড) বলতে কি বুঝ?
  • স্পেসিফিক এবং ডিজেনারেট কোডের পার্থক্য লিখ।
  • কনজুগেশন ও ট্রান্সডাকশন এর মধ্যে পার্থক্য লিখ।
  • ট্রান্সডাকশন ও ট্রান্সফরমেশনের মধ্যে পার্থক্য লিখ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্নাবলি Broad Questions) ;

  • ব্যাক্টেরিয়ার কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা, ব্যাকটেরিয়ার কনজুগেশন প্রক্রিয়া বর্ণনা কর ।
  • অথবা, ব্যাক্টেরিয়ার জেনেটিক পদার্থ স্থানান্তরে কনজুগেশন প্রক্রিয়া চিত্রসহ লিখ।
  • অথবা, জেনেটিক রিকম্বিনেশন বলতে কি বুঝ? কনজুগেশন-এর মাধ্যমে জেনেটিক রিকম্বিনেশন কিভাবে সংঘটিত হয় তা ব্যাখ্যা কর।
  • জেনেটিক কোড কি? জেনেটিক কোডের বেশিষ্ট্যসমূহ আলোচনা কর ।
  • ব্যাকটেরিয়াতে জেনেটিক্স রিকম্বিনেশনের তাৎপর্য ব্যাখ্যা কর।
  • অথবা, বংশগতীয় পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশনের গুরুত্ব/তাৎপর্য লিখ ।
  • ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশন বর্ণনা কর।
  • অথবা, ফ্রেডারিক গ্রিফিথ এর ট্রান্সফরমেশনের পরীক্ষাটি বর্ণনা কর।
  • অথবা, ব্যাকটেরিয়ার জেনেটিক পদার্থ স্থানান্তরে ট্রান্সফরমেশন প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা, ব্যাকটেরিয়ায় ট্রান্সডাকশনের মাধ্যমে কিভাবে জেনেটিক রিকম্বিনেশন ঘটে-তা ব্যাখ্যা কর।
  • অথবা, ব্যাকটেরিয়ায় ট্রান্সডাকশনের পরীক্ষাটি বর্ণনা কর।
  • অথবা, ব্যাকটেরিয়াতে ট্রান্সফরমেশন ও ট্রান্সডাকশন দ্বারা সংঘটিত জেনেটিক বিকম্বিনেশনের পদ্ধতি বর্ণনা কর।

Genetics Suggestion For National University follow this for examination

Leave a Comment

You cannot copy content of this page