HSC Botany MCQ test part-4 |এইচএসসি উদ্ভিদবিজ্ঞান MCQ পরীক্ষা | জীববিজ্ঞান ১মপত্র MCQ টেস্ট

HSC Botany MCQ test part-4 |এইচএসসি উদ্ভিদবিজ্ঞান MCQ পরীক্ষা | জীববিজ্ঞান ১মপত্র MCQ টেস্ট

HSC Botany MCQ test part-4 এইচএসসি উদ্ভিদবিজ্ঞান MCQ পরীক্ষা  জীববিজ্ঞান ১মপত্র MCQ টেস্ট

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত সবগুলো চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। জীববিজ্ঞান ১মপত্র(উদ্ভিদবিজ্ঞান) এর সাতটি চ্যাপ্টার এখানে কভার করা হয়েছে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

প্রত্যেকটি মডেল টেস্টে ২৫টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২০ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট/ পার্ট-
/25
0 votes, 0 avg
0

HSC Botany

HSC Botany MCQ Model Test-4(এইচএসসি উদ্ভিদবিজ্ঞান নৈর্বক্তিক মডেল টেস্ট-৪)

এইচএসসি জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান) এর সিলেবাসভূক্ত সকল অধ্যায়ের MCQ Test-4
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

পৃথিবীতে প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ এবং এদের সস্য ট্রিপ্রয়েড।

উদ্ভিদটির বৈশিষ্ট্য-

i দ্বি-নিষেক হয়

ii  . ফল হয় না

iii. ফ্লোয়েম টিস্যুতে সঙ্গীকোষ আছে

নিচের কোনটি সঠিক?

2 / 25

উদ্ভিদের মূলের অন্তর্গঠনের বৈশিষ্ট্য—

i.পরিবহন কলাগুচ্ছ অরীয়

ii.প্রোটোজাইলেম এক্সার

iii. জাইলেমের উভয় পার্শ্বে ফ্লোয়েম কলা বিদ্যমান

নিচের কোনটি সঠিক?

3 / 25

সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপাদন হয়

i.CO

ii. HO

iii. O

নিচের কোনটি সঠিক?

4 / 25

পানির ফটোলাইসিসের জন্য কোনটি প্রয়োজন?

5 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

*কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয় । জনন মাতৃকোষ এই বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

উদ্দীপকে উল্লিখিত বিভাজন প্রক্রিয়ার বৈশিষ্ট্য—

i. হোমোলোগাস ক্রোমোসোমগুলোর মধ্যে অংশ বিনিময় ঘটে

ii. একটি নির্দিষ্ট সংখ্যক বাইভ্যালেন্ট তৈরি

iii. প্রত্যেকটি ক্রোমোসোম অনুদৈর্ঘ্যে ২টি করে ক্রোমাটিডে বিভক্ত হয়।

 প্যাকাইটিন উপদশায় ঘটে-

6 / 25

ভেক্সিলারি এস্টিভেশন দেখা যায় কোন উদ্ভিদে?

7 / 25

অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ থেকে কত অণু ATP তৈরি হয়?

8 / 25

নিচের কোন ধাপে ক্রসিং ওভার শুরু হয়?

9 / 25

নগ্নবীজী উদ্ভিদের জননাঙ্গে নেই-

i, ডিম্বক

iiগর্ভদণ্ড

iii গৰ্ভাশয়,

নিচের কোনটি সঠিক?

10 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

পৃথিবীতে প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদ এবং এদের সস্য ট্রিপ্রয়েড।

উদ্দীপকে কোন উদ্ভিদের কথা বলা হয়েছে।

 

11 / 25

যে ভাজক টিস্যুর কোষগুলো এক তলে বিভাজিত হয় তাকে কী বলে?

12 / 25

মূলের ত্বককে কী বলে?

13 / 25

নিচের কোনটি বেরি ফল?

14 / 25

চিত্রের গঠনটির নাম হলো

15 / 25

নিউক্লিয়াসের বিভাজনকে কী বলে?

16 / 25

সরিষাতে নিম্নলিখিত কোন প্রকারের ডিম্বক দেখা যায়?

17 / 25

 নিচের কোনটিতে মূলের মাধ্যমে জনন হয়?

18 / 25

Cycas উদ্ভিদের শুক্রাণু কেমন?

19 / 25

উদ্ভিদের প্রধান প্রস্বেদন অঙ্গ কোনটি?

20 / 25

নিম্নের কোন পর্যায়ে কোষপ্লেট তৈরি হয়?

21 / 25

চিত্রের গঠনটি নিচের কোন জৈবনিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে?

22 / 25

হ্রাসমূলক বিভাজনে তৈরি হয়—

iগ্যামিট

iiজাইগোট

iii. বৈচিত্র্য

নিচের কোনটি সঠিক?

23 / 25

নিচের কোন আয়ন দ্রুত গতিতে শোষিত হয়?

24 / 25

নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নের উত্তর দাও:

*কোষ বিভাজন প্রক্রিয়ায় জীবজগতে বৈচিত্র্য সৃষ্টি হয় । জনন মাতৃকোষ এই বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে।

উদ্দীপকে নিম্নের কোন বিষয়টি বোঝানো হয়েছে?

25 / 25

ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ-

Your score is

The average score is 0%

0%

এই HSC Botany MCQ test part-4 |এইচএসসি উদ্ভিদবিজ্ঞান MCQ পরীক্ষা | জীববিজ্ঞান ১মপত্র MCQ টেস্ট ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ২৫টি MCQ এর জন্য ২০মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও মেডিক্যাল, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

Leave a Comment

You cannot copy content of this page