HSC ICT 1st chapter MCQ suggestion (প্রথম অধ্যায় mcq সাজেশন ব্যাখ্যাসহ)

HSC ICT 1st chapter MCQ suggestion (প্রথম অধ্যায় mcq সাজেশন ব্যাখ্যাসহ)ঃ প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আইসিটি প্রথম অধ্যায়ের প্রায় সাড়ে তিনশত+ mcq উত্তর এবং সাথে বিস্তারিত ব্যাখ্যাসহ দেওয়া হয়েছে। তোমাদের কোন উত্তরে কনফিউশন থাকলে বিস্তারিত ব্যাখ্যা অনুসরণ করতে পারবে। এই জন্য এই পোষ্টিটি তোমাদের আইসিটির প্রথম অধ্যায় শিখার ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করবে।

প্রথম অধ্যায়ের প্রতিটি টপিকস এখানে টাচ করা হয়েছে। সিলেবাসভূক্ত প্রত্যেকটি বিষয় পাবে ধারাবাহিকভাবে।

১।বিশ্বগ্রাম (বিশ্বগ্রামের ধারণা)
২।কর্মসংস্থান (Employment),
৩। স্বাস্থ্যসেবা ও চিকিৎসা
৪। (Health and Treatment),
৫। শিক্ষা(Education),
৬, গবেষনা(Research)

ICT 1st chapter MCQ suggestion (প্রথম অধ্যায় mcq সাজেশন ব্যাখ্যাসহ)


৭। ভার্চুয়াল রিয়েলিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা
৮। রোবটিক্স
৯। সামাজিক যোগাযোগ
১০। ক্রায়োসার্জারি
১১। বায়ােমেট্রিক্স (Biometrics) বায়ােইনফরমেটিক্স
১২। জেনেটিক ইঞ্জিনিয়ারিং (Genetic Engineering)
১৩। তথ্য ও যােগাযােগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা

উপরেল্লিখিত সমস্ত বিষয় তোমাদের জন্য ধারাবাহিকভাবে সাজিয়ে দেওয়া হয়েছে। ভার্চুয়াল জগতের পড়াশোনার জন্য অন্যতম অনুসঙ্গ হিসেবে এই আর্টিকেল কাজ দিবে।


এই HSC ICT 1st chapter MCQ suggestion (প্রথম অধ্যায় mcq সাজেশন ব্যাখ্যাসহ) ছাড়াও আরো জানতে নিচের লিঙ্কে ক্লিক করে জেনে নাওঃ


বাংলাদেশের আইসিটি মন্ত্রণালয়ের কিছু এক্টিভিটিস
প্রধান কার্যাবলি:

১. জাতীয় অভীষ্ট্য ও পরিকল্পনা অনুসরণপূর্বক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সংক্রান্ত নীতিগত বিষয় বাস্তবায়ন;

২. ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্স এবং আইসিটি সংক্রান্ত অন্যান্য জাতীয় প্রতিষ্ঠান সম্পর্কিত কার্যক্রম বাস্তবায়ন’

৩. আইসিটি বিষয়ে অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় সাধন;

৪. আইসিটি সার্ভে, গবেষণা, ডিজাইন ও উন্নয়নের নিমিত্ত সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে প্রচারণামূলক কার্যক্রম গ্রহণ এবং সহযোগিতা প্রদান;

৫. আইসিটি সেবাসমূহের বাণিজ্যিকীকরণ ও জনগণের নিকট সহজপ্রাপ্যকরণের নিমিত্ত গাইডলাইন প্রণয়ন এবং বাস্তবায়ন পরিবীক্ষণ করা;

৬. আন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন সংক্রান্ত চলমান কার্যক্রমে বাংলাদেশকে সম্পৃক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা;

৭. এ বিভাগের কার্যক্রম সম্পর্কিত বিষয়ে আন্তর্জাতিক সংস্থাসমূহের সাথে লিয়াঁজো এবং অন্যান্য দেশ ও বিশ্ব সংস্থাসমুহের সাথে চুক্তি ও সমঝোতাসংক্রান্ত বিষয়ে দায়িত্বপালন;

৮. আইসিটি বিভাগের জন্য আইন, নীতিমালা, কৌশল ইত্যাদি প্রণয়ন;

৯. আইসিটি প্রমোশন এবং জনগণের দোরগোড়ায় আইসিটি সেবা পৌছানোর নিমিত্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ;

১০. ই-গভর্নমেন্ট, ই-ইনফ্রাস্ট্রাকচার, ই-হেলথ, ই-কমার্স এবং অনুরূপ যে কোনো বিষয়ে অন্যান্য মন্ত্রণালয়/বিভাগকে সহায়তা প্রদান; এবং

১১. ডিজিটাল বিভাজন হ্রাসকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।

Leave a Comment

You cannot copy content of this page