HSC ICT Practical

HSC ICT Practical with PDF File

আইসিটি ব্যবহারিক চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজ(PDF)

শিক্ষার্থীবৃন্দ তোমাদের আইসিটি সিলেবাসভুক্ত ছয়টি অধ্যায়ের মধ্য থেকে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ এই তিন অধ্যায়েই ব্যবহারিক দেওয়া হয়েছে। এখানে প্রতিটি অধ্যায় থেকে চারটি করে সর্বমোট ১২টি প্র্যাক্টিক্যাল PDF আকারে দিয়েছি। যা তোমরা ডাউনলোড করেও নিতে পারবে

ওয়েব ডিজাইন ও HTML

পরীক্ষণ-১:তোমার কলেজের একটি ওয়েব পেইজ তৈরী কর যা কোন ব্রাউজারে লোড করলে কলেজের নাম, ছবি ও কলেজের বিভিন্ন বিভাগের নামের তালিকা প্রদর্শন করবে।
পরীক্ষণ -২: তোমার কলেজের একটি ওয়েব পেইজ তৈরি করা যা কোন কোন ব্রাউজারে লোড করলে কলেজের একাদশ শ্রেলির বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের তথ্য টেবিলে প্রদর্শন করবে।

পরীক্ষণ -৩: তোমার কলেজের একটি নেটওয়ার্ক বা ওয়েবলিংকড কাঠামোর ওয়েবসাইট তৈরি কর যা কোন ব্রাউজারে লোড করলে হোম পেইজে কলেজের নাম ও ছবি এবং অন্য পেইজ দু’টির একটিতে কলেজের বিভিন্ন বিভাগের নাম ও অপরটিতে কর্মরত শিক্ষকদের নামের তালিকা প্রদর্শন করবে।
পরীক্ষণ -৪: তোমার কলেজের একটি ট্রি বা হায়ারারকিক্যাল কাঠামোর ওয়েবসাইট তৈরি কর যা কোন ব্রাউজারে লোড করলে হোম পেইজে কলেজের নাম ও বিভিন্ন বিভাগের বিভিন্ন শিক্ষবর্ষের ছাত্র-ছাত্রীদের রোল নম্বর প্রদর্শন করবে এবং রোল নম্বরের সাথে ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত তথ্যের পেইজ লিংক থাকবে। ব্যক্তিগত তথ্যের পেইজে বিভিন্ন পরীক্ষার ফলাফল লিংক থাকবে ।

প্রোগ্রামিং ভাষা

পরীক্ষণ-১ সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফরেনহাইট তাপমাত্রায় রূপান্তরের প্রোগ্রাম ।
পরীক্ষণ-২ তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম ।

পরীক্ষণ-৩ ত্রিভুজের তিন বাহুর মান থেকে ক্ষেত্রফল নির্ণয় করার প্রোগ্রাম
পরীক্ষণ-৪ ধারার যোগফল নির্ণয়ের প্রোগ্রাম ।

Database Management System

পরীক্ষণ-১ঃ ডেটাবেজে প্রবেশ করা, টেবিল ও ফিল্ড তৈরি করা ।
পরীক্ষণ-২ :ডেটাবেজের ফর্ম তৈরি করা এবং ব্যবহার
পরীক্ষণ-৩ : ডেটাবেজের রেকর্ড সটিং করা
পরীক্ষণ-৪ :রেকর্ড সংযোজন ও বিয়োজন করা ।

HSC ICT Practical

Leave a Comment

You cannot copy content of this page