Liliopsida (Monocots)

Liliopsida (Monocots): Typhaceae, Arecaceae, Liliaceae, Poaceae, Cyperaceae and Orchidaceae.

Typhaceae

Liliopsida (Monocots)

Family: Typhaceae

Order: Typhales
Subclass: Commelinedae / Triurididae (Taktajan (1997)

বিস্তার : Typhaceae পরিবার মাত্র ১টি গণ (Typha) এবং ১৫টি প্রজাতি নিয়ে গঠিত। এ পরিবারের সদস্যদেরকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ এবং গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মিতে দেখা যায়। এরা জলাভূমির উদ্ভিদ।

Read more:

সাধারণ বৈশিষ্ট্য :

উদ্ভিদ : বহুবর্ষজীবী জলজ বীরুৎ। প্রধান কাণ্ড লম্বা শায়িত রাইজোম। রাইজোমের গায়ে দুসারি শঙ্ক থাকে। রাইজোমেরশঙ্কের অক্ষ থেকে খাড়া সরল শাখা উত্থিত হয়। রাইজোম কাদার মধ্যে অবস্থান করে।

পত্র : সরল, অনেক লম্বা, সরু, খাড়া কাণ্ডের গায়ে দুসারিতে একান্তরভাবে অবস্থান করে। কিনারা মসৃণ, অগ্রভোতা, নিচের দিকে সীথযুক্ত, পুরু এবং স্পঞ্জের ন্যায় নরম। নিচের পাতাগুলো কেবল সীথ সৃষ্টি করে, সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত।

পুষ্পবিন্যাস : ঘন স্পাইক বা সিলিন্ড্রিকাল স্প্যাডিক্স, উপরের অংশে পুংপুষ্প এবং নিচের অংশে স্ত্রী পুষ্প জন্মে। প্রতিটিঅংশের নিচে একটি করে ব্রাক্টের ন্যায় স্পেদ বিদ্যমান। পুংপুষ্প সরাসরি অক্ষের উপর জন্মে। কিন্তু স্ত্রী পুষ্প অক্ষের বর্ধিতাংশের উপরে জন্মে।

পুষ্প : একলিঙ্গ, ক্ষুদ্র ও সমাঙ্গ ।

Liliopsida (Monocots)
Liliopsida (Monocots)

পুষ্পপুট : পুষ্পপুট রূপান্তরিত, সুতার ন্যায় অথবা শঙ্কের (Scale) ন্যায় অথবা অনুপস্থিত।

পুংস্তবক : পুংপুষ্পে পুংকেশর সাধারণ ৩টি অথবা কমবেশি হতে পারে। মুক্ত অথবা নিচের দিকে যুক্ত, এন্ড্রোফোরের উপর অবস্থিত, পরাগধানী রেখাকার, পাদলগ্ন, সংযোজক উপরের দিক পর্যন্ত বিস্তৃত, পরাগরেণু টেট্রাড। পুংপুষ্পে অপরিণত (Rudimentary) গর্ভাশয় থাকতে পারে, বায়ু পরাগী।

স্ত্রীস্তবক : স্ত্রীপুষ্পে গর্ভপত্র ১টি, গাইনোফোরের উপর অবস্থিত, গর্ভাশয় অধিগর্ভ, একপ্রকোষ্ঠী, একটি ডিম্বক যুক্ত, গর্ভমুণ্ড জিহ্বার ন্যায় (ligulate), ডিম্বক ঝুলন্ত, এনাট্ৰেপাস ।

ফল : ক্ষুদ্র নাটলেট, লোমের ন্যায় লম্বা স্থায়ী পুষ্পপুট ফল বিসরণে সহায়তা করে।

বীজ: সস্যল, সস্যমাংসল, ভ্রূণ সরু ও সোজা।

সনাক্তকারী বৈশিষ্ট্য :

১।উদ্ভিদ বহুবর্ষজীবী জজ বীরুৎ। সহবাসী।

২।কাণ্ড লম্বা রাইজোম, মাটির ভিতর দিয়ে লড়িয়ে অবস্থান করে।

৩।পত্র অত্যধিক লম্বা, রেখাকার পুরু, স্পঞ্জের ন্যায়, দুসারিতে অবস্থিত (distichous)।

৪।পুষ্পবিন্যাস ঘনপুষ্প যুক্ত সিলিন্ডারের ন্যায় স্পাইক বা স্প্যাডিক্স। উপরের দিকে পুংপুষ্প এবং নিচের দিকে স্ত্রীপুষ্প।

৫। পুষ্প অত্যন্ত ক্ষুদ্র, একলিঙ্গ, বৃতি দলহীন, লোম বা শঙ্কের ন্যায় পুষ্পপুট বর্তমান।

৬।স্পেদ ব্রাক্টের ন্যায়।

৭।পুংকেশর এন্ড্রোফোরের উপর এবং গর্ভপত্র গাইনোফোরের উপর অবস্থিত।

৮।. ডিম্বক ঝুলন্ত, বীজ ক্ষুদ্র নাটলেট।

গুরুত্বপূর্ণ উদ্ভিদসমূহ

1. Typha elelephantina হোগলা
২. T. angustata
3. T. latifolia
8. T. minima
5. T. angustifolia

এ সকল উদ্ভিদের লম্বা পাতা ঘরের বেড়া, মাদুর, বিছানা, দড়ি ও বাস্কেট তৈরিতে ব্যবহৃত হয়। মাটিভাঙন এলাকায় Soil-binder হিসেবে এদেরকে ব্যবহার করা হয়।

ফাইলোজেনি

ফাইলোজেনি : Engler and Prantl এর মতে বৃতি-দলহীন Typhaceae পরিবারটি একবীজপত্রী উদ্ভিদের সবচেয়ে আদি পরিবার। কিন্তু আধুনিক কালের অন্যান্য বিজ্ঞানীরা এ বিষয়ে দ্বিমত পোষণ করেন। তাঁদের মতে এ পরিবারটি মধ্যম ধরনের উন্নত পরিবার। এ পরিবারটি একলিঙ্গ সরল পুষ্পের জন্য Sparganaceae পরিবারের সাথে বিশেষ মিলযুক্ত।Engler and Prantl এ পরিবারটিকে Pandanales বর্গের মধ্যে স্থাপন করেন। কিন্তু Hutchinson এবং অনেক আধুনিক বিজ্ঞানী মনে করে যে এ পরিবারের সরল বৈশিষ্ট্য নিম্নমুখী বিবর্তন (Reduction) এর কারণে উদ্ভব হয়েছে।

Pandanaceae পরিবারের সাথে এ পরিবারের অনেক পার্থক্য থাকায় হাচিনসন Typhaceae এবং Sparganaceae পরিবার দুটিকে Typhales বর্গে রেখে Palmae (Arecaceae) এর কাছাকাছি স্থান দেন। তাখতাজান এবং ক্রনকুইস্ট এপরিবার দুটিকে Typhales বর্গে স্থান দিয়েছেন। তাখতাজান (১৯৯৭) Typhaceae কে একবীজপত্রী বা Liliopsidaশ্রেণির সর্বশেষে Typhaceae-তে রেখেছেন। তাঁর মতে Typhaceae-ই উদ্ভিদ জগতের সবচেয়ে উন্নত পরিবার ।

Arecaceae

Family: Arecaceae (Palmae)

Order: Arecales

Subclass: Arccidae

বিস্তার : Arecaceae গোত্রটি প্রায় ২১২টি গণ এবং ২৭৮০টি প্রজাতি নিয়ে গঠিত। এ গোত্রের উদ্ভিদসমূহ পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়। তবে গ্রীষ্মমণ্ডলীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের এরা সবচেয়ে বেশি জন্মে। 

সাধারণ বৈশিষ্ট্য :

উদ্ভিদ : বৃক্ষ বা গুল্ম, কদাচিৎ আরোহী (বেত- Calamus কাণ্ড) অশাখ, খাট বা লম্বা, কাণ্ডের শীর্ষে মুকুটের ন্যায় পত্রগুলো বিন্যস্ত থাকে (ব্যতিক্রম-বেত), ঝরা পাতা কাণ্ডের গায়ে ছত্রাকার দাগ (Leaf scar) রেখে যায়। কাণ্ডের গোড়ায় শক্ত, অস্থানিক গুচ্ছমূল থাকে।

পাতা : সরল অথবা যৌগিক, বৃহৎ, ২০ মিটার পর্যন্ত লম্বা হতে পারে (যেমন— নারিকেল)। সরল পাতা-গভীরভাবে খণ্ডিত (যেমন— তাল), পত্র বৃন্ত লম্বা, মোটা, দৃঢ়, গোড়ায় সীথ গঠন করে, উপপত্র বিহীন, কচি পাতা গুটিয়ে (plicate) থাকে।

পুষ্পবিন্যাস : সাধারণত যৌগিক স্প্যাডিক্স অথবা সরল স্যাডিক্স, পুষ্পমঞ্জরি প্রথম দিকে মোটা, শক্ত এক বা একাধিক স্পেদ দ্বারা আবদ্ধ থাকে, পরবর্তীতে লম্বালম্বিভাবে ফেটে যায় ও মঞ্জরি বেরিয়ে আসে। পুষ্পবিন্যাস সাধারণত পাতার কক্ষ থেকে বের হয়; কয়েকটি প্রজাতিতে জীবন চক্রের শেষের দিকে শীর্ষ থেকে প্যানিকল বের হয় এবং জীবন চক্র শেষ করে।(যেমন- Corpha, Metroxylon)। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত বাংলাদেশের একমাত্র Corypha গাছটিতে ২০০৮ সালের নভেম্বর মাসে ফুল ফোটে এবং ২০০৯ সালে ফল ও বীজ দিয়ে মারা যায়। সৌভাগ্যের বিষয় এ গাছের বীজ থেকে বেশ কয়েকটি চারা উৎপাদন করা সম্ভব হয়েছে। Corypha গণের ৭–৮টি প্রজাতি রয়েছে। এদেরকে ভারত, শ্রীলংকা, বাংলাদেশ, মালয় ও উত্তর অস্ট্রেলিয়ায় পাওয়া যায়।)

পুষ্প : পুষ্প ক্ষুদ্র, অবৃন্তক, একলিঙ্গ, সহবাসী (নারিকেল), ভিন্নবাসী (তাল), কদাচিৎ উভলিঙ্গ (Licuala), বহুপ্রতিসম।

পুষ্পপুট : টেপাল ৬টি মুক্ত বা যুক্ত, স্থায়ী পুরু, সাধারণত তিনটি করে দুআবর্তে সজ্জিত, ইস্ত্রিকেট।

পুস্তেবক : পুংপুষ্পে পুংকেশর ৬টি, খাট, ৩টি করে দুআবর্তে সজ্জিত, কদাচিৎ কম বা বেশি, মুক্ত, কখনো নিচের দিকেvযুক্ত, পরাগধানী দ্বিপ্রকোষ্ঠী, দৈৰ্ঘচ্ছেদী।

স্ত্রীস্তবক : স্ত্রী পুষ্পে গর্ভপত্র ৩টি, সাধারণত যুক্ত, তিন প্রকোষ্ঠী, প্রতি প্রকোষ্ঠ ১টি করে ডিম্বক থাকে, অধিকাংশ ক্ষেত্রে দুটি প্রকোষ্ঠ নষ্ট হয়ে যায়। গর্ভাশয় অধিগর্ভ, গর্ভদণ্ড খাটো বা প্রায় অনুপস্থিত, গর্ভমুণ্ড ৩টি অমরাবিন্যাস মূলীয় বা অক্ষীয় বা  ঝুলন্ত ।

Liliopsida (Monocots)
Liliopsida (Monocots)

ফল : বেরী বা তন্ত্রময় ডুপ।

বীজ : সস্যল, সস্য তৈলযুক্ত, ভ্রূণ ক্ষুদ্র।

সনাক্তকারী বৈশিষ্ট্য :

১। উদ্ভিদ অশাখ, কাণ্ডের উপরের দিকে পাতা মুকুট সৃষ্টি করে অবস্থিত। কচিপাতা গুটিয়ে থাকে (plicate), ঝরা পাতার দাগ সুস্পষ্ট।
২।পুষ্পবিন্যাস প্রধানত যৌগিক স্প্যাডিক্স, পুরু ও শক্ত এক বা একাধিক স্পেদযুক্ত।
৩।পুষ্প ক্ষুদ্র, প্রধানত একলিঙ্গ, কখনো উভলিঙ্গ, অবৃন্তক।
৪।পুষ্পপুট স্থায়ী, চর্মের ন্যায়, ৬টি, দু’ আবর্তে সজ্জিত।
৫।গর্ভাশয় তিন গর্ভপত্রী, ৩-১ প্রকোষ্ঠী, অধিগর্ভ।
৬।ফল বেরী বা তন্ত্রময় ড্রপ ।
৭।বীজ সসাল, সস্য তৈলাক্ত, ভ্রূণ ক্ষুদ্র।

Liliaceae

Family : Liliaceae

Order: Liliates
Subclass: Liliidae

বিস্তার : Lilhaceae পরিবারে প্রায় ২৫০টি গণ এবং ৪০০০ প্রজাতি রয়েছে। এদেরকে পৃথিবীর সর্বত্রই পাওয়া যায়।শীতপ্রধান এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে বেশি জন্মে। অনেক প্রজাতি জেরোফাইটিক।

সাধারণ বৈশিষ্ট্য :

উদ্ভিদ : বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ বা গুল্ম। এদের দৈহিক গঠনে বিশেষ বৈচিত্র্য দেখা যায়।

কাজ : কাও বিভিন্ন রকমের বাল্ব (পেঁয়াজ), রাইজোম (উলাটচণ্ডাল), করম (Colchicum) আরোহী (কুমারীকা), ক্লাডোড(শতমুলী), বৃক্ষ (Dracaena) |

পাতা : সরল, কাণ্ডজ বা মূলজ, একান্তর, প্রতিমুখ বা আবর্ত, স্বাভাবিক বা মাংসল (ঘৃতকুমারী), শল্কাকার (পেঁয়াজ), সমান্তরাল, কদাচিৎ জালিকাকার (কুমারীকা)।

পুষ্পবিন্যাস : বিভিন্ন রকম স্পাইক, রেসিম, মিশ্র আম্বেল, বা একক।

পুষ্প : উভলিঙ্গ, সমাঙ্গ, বহুপ্রতিসম, সবৃত্তক, অবৃন্তক, গর্ভপাদপুষ্পী।

Liliopsida (Monocots)
Liliopsida (Monocots)/ চিত্রঃLilliaceae(Allium cepa)

পুষ্পপুট : টেপাল ৬টি, দু আবর্তে সজ্জিত (৩+৩), মুক্ত বা যুক্ত, সাধারণত দল সদৃশ, কখনো বৃত্তি সদৃশ, ইদ্বিকেট,বাইরের আবর্ত ভালভেট।

পুংস্তবক : পুংকেশর ৬টি, দু আবর্তে সজ্জিত (৩+৩), মুক্ত বা যুক্ত, টেপালের বিপরীত, পরাগধানী পাদলগ্ন, দুপ্রকোষ্ঠী, দৈর্ঘ্যচ্ছেদী, পতঙ্গ পরাগী।

স্ত্রীস্তবক : গর্ভপত্র ৩টি, যুক্ত, গর্ভাশয় সাধারণত অধিগর্ভ, তিন প্রকোষ্ঠী, কদাচিৎ ২, ৪ বা ৫ প্রকোষ্ঠী, ডিম্বক সাধারণত অনেক, অমরাবিন্যাস অক্ষীয়।

ফলঃ ক্যাপসুল বা বেরী।

বীজঃ ক্ষুদ্র, সসলা, কদাচিৎ এরিলযুক্ত, ভ্রূণ সোজা।

সনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ :

Liliopsida (Monocots)
Liliopsida (Monocots) / Liliaceae: Tulipa Hooginana Fed

১। উদ্ভিদ প্রধানত বীরুৎ, কাণ্ড সাধারণত মৃৎগত, কখনো বায়ুৰীয়।
২। পুষ্প ট্রাইমেরাস।
৩। পুষ্পপুট দল সদৃশ, সাধারণত ৩টি করে দু আবর্তে সজ্জিত।
৪। পুংকেশর ৬টি দুআবর্তে (৩+৩) সজ্জিত।
৫। গর্ভাশয় তিন প্রকোষ্ঠী, অধিগর্ভ গর্ভাশয়, গর্ভপত্র ৩টি, যুক্ত।
৬। ফল ক্যাপসুল বা বেরী।

গুরুত্বপূর্ণ উদ্ভদি


 ৭। Dracaena terniflora (ড্রেসিনা) : শোভাবর্ধক উদ্ভিদ।
৮।Yucca gloriosa (ইয়াক্বা) : পাতার তন্ত্র দ্বারা শক্ত দড়ি, কার্পেট, থলে ইত্যাদি তৈরি করা হয়।

৯।Smilax macrophylla (কুমারীলতা) : এ উদ্ভিদ থেকে বিভিন্ন রকম ঔষধ তৈরি হয়।

১০।Urgenea indica (জংলী পেঁয়াজ) : এটিও একটি ঔষধি উদ্ভিদ।

১১. Tulipa hoogiana (টিউলিপ) : অতি সুন্দর পুষ্প প্রদানকারী উদ্ভিদ।

১২. Lilium candidum (লিলি) : শোভাবর্ধক পুষ্পপ্রাদনকারী উদ্ভিদ।

ফাইলোজেনি

ফাইলোজেনি : Liliaceae পরিবারের সাথে Amaryllidaceae অত্যন্ত নিকট সম্পৰ্কীয়, কিন্তু Liliaceae এর গর্ভাশয় অধিগর্ভ আর Amaryllidaceae এর গর্ভাশয় অধোগর্ভ। হাচিনসন, তাখতাজান ও ক্রনকুইস্ট Liliaceae কে Liliidae উপশ্রেণি এর Liliales বর্গে স্থাপন করেছেন। তাখতাজানের শ্রেণিবিন্যাসে (১৯৯৭ সলে) উপশ্রেণিটিকে শ্রেণিবিন্যাসের প্রথমে রাখা হয়েছে। কিন্তু ক্রনকুইস্ট (১৯৮৮) উপশ্রেণিটিকে সর্বশেষে রেখেছেন।

Poaceae

Family : Poaceae (Gramineae)

Order : Cyperales/Poales
Subclass : Commelinidae

বিস্তার : Poaceae (Gramineae) গোত্রে প্রায় ৬৫০ টি গণ এবং ১০,০০০ প্রজাতি রয়েছে। গণ ও সংখ্যার দিক থেকে এ পরিবারটি তৃতীয় বৃহৎ পরিবার হলেও আলাদা উদ্ভিদের সংখ্যার দিক থেকে এটি সর্ববৃহৎ পরিবার। পৃথিবীর সকল স্থানে এবং প্রায় সকল পরিবেশেই এদেরকে জন্মিতে দেখা যায়। পৃথিবীর তৃণভূমিসমূহ প্রধানত এ পরিবারের উদ্ভিদসমূহ দ্বারা পরিপূর্ণ। ভারতীয় উপমহাদেশে ২৫০টি গণ এবং ১২০০ প্রজাতি পাওয়া যায়। (Sharma, 1993)। [প্রধান গণগুলো হচ্ছে— Poa (300 sp.), Eragrostis 300 sp.), Panicum (500 sp.), Setaria (140sp.). Thritictum (209p.),Oryza (12) Saccharum (12sp), Cynodon (10sp.)]

সাধারণ বৈশিষ্ট্য :

উদ্ভিদ : সাধারণত বর্ষজীবী বা বহুবর্ষজীবী বীরুৎ, কদাচিৎ গুল; বৃক্ষের ন্যায় লম্বা শক্ত উদ্ভিদও কদাচিৎ দেখা যায়।যেমন—বাঁশ (Bambusa)

কাণ্ড : খাড়া বা শায়িত রাইজোম, অশাখ বা গোড়ার দিকে শাখান্বিত, সিলিন্ডারের ন্যায়, সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্যে বিভক্ত,পর্বমধ্য সাধারণ ফাঁপা, কদাচিৎ নিরেট- (Andropogon), পর্ব সাধারণত স্ফীত, কাজের গোড়া থেকে গুচ্ছমূল এবং পর্ব থেকে কখনো অস্থানিক মূল বের হয়।

Liliopsida (Monocots)
Liliopsida (Monocots)/ চিত্রঃ Poaceae এর বিভিন্ন প্রকার পুষ্পবিন্যাস

পাতা : সরল, একান্তর, পত্রবৃত্ত চ্যাপ্টা, কাণ্ড বেষ্টক, পত্রফলক ও পত্রবৃদ্ধের সংযোগ স্কুলে লিগিউল বর্তমান, পত্রফলক লম্বা, সরু, রেখাকার বা বল্লমাকার, পত্রপৃষ্ঠ সাধারণত লোমশ, পাতা সাধারণত দুসারিতে অবস্থান করে (distichus), শিরাবিন্যাস সমান্তরাল ।

পুষ্পবিন্যাস :
Liliopsida (Monocots)
     Liliopsida (Monocots)/ চিত্রঃ পুষ্পবিন্যাস সজ্জারীতী

পুষ্পবিন্যাস : পুষ্পবিন্যাসের মূল একক স্পাইকলেট। প্রতিটি স্পাইকলেটে একটি বা একাধিক পুষ্প বর্তমান, স্পাইকলেট একটি অক্ষে বা মঞ্জরি দণ্ডে (Rachilla তে ) যুক্ত থাকে। স্পাইকলেট অবৃস্তক বা খাটো বৃস্তযুদ্ধ এবং স্পাইক, রেসিম বা প্যানিকল সৃষ্টি করে অবস্থান করে। এছাড়া মিশ্ররূপও দেখা যায়, যেমন— স্পাইকের ন্যায় রেসিম। আবার মঞ্জরি দণ্ডে অনুমঞ্জরিগুলো বিভিন্নভাবে সজ্জিত থাকতে পারে; যেমন- একক, সজোড়, অঙ্গুলীবন্ধ বা রেসিমের ন্যায়। এগুলো উত্তম ট্যাক্সনমিক বৈশিষ্ট্য।

প্রতিটি স্পাইকলেটের গোড়ায় প্রধানত দুটি ব্রাক্ট বা শূন্যঘুম থাকে; নিচেরটিকে ঘুম-১ এবং উপরেরটিকে ঘুম-২ বলে।কোনো কোনো উদ্ভিদে একটি বা উভয় ঘুমই অনুপস্থিত থাকতে পারে। আবার কোনো কোনো উদ্ভিদে ৬টি পর্যন্ত শূন্যগুম থাকতে পারে। প্রতিটি স্পাইকলেটে পুষ্পের সংখ্যা ১-১০০টি পর্যন্ত হতে পারে।

পুষ্প : পুষ্প বা পুষ্পিকা (Florate) ক্ষুদ্র, অস্পষ্ট, উভলিঙ্গ বা একলিঙ্গ (ভুট্টা)। প্রতিটি পুষ্পিকার নৌকার ন্যায় দুটি ব্রাক্ট থাকে, একটি লেমা (Lemma) অপরটি পেলিয়া (Palea) নামে পরিচিত। লেমাকে পুষ্পগ্রমও বলে এবং অনেক সময় এতে শৃঙ্গ (awn) থাকে। পেলিয়া অনেকটা ব্রাক্টিওলের ন্যায়, পাতলা, আংশিকভাবে লেমা দ্বারা আবৃত। লেয়া, প্যালিয়া, পুষ্পপুট বা লডিকিউল, পুংস্তবক ও স্ত্রী স্তবক নিয়েই একটি পুষ্পিকা।

পুষ্পপুট

পুষ্পপুট : পুষ্পপুট স্বচ্ছ, রসাল, শঙ্কের ন্যায় লভিকিউলে রূপান্তরিত, লডিকিউল সাধারণত ২টি, অথবা ৩টি (বাঁশ) বা অনুপস্থিত। লডিকিউলের স্ফীতি (tergidity) এর ফলে পুষ্প প্রস্ফুটিত হয়।

পুংস্তবক : পুংকেশর ১–৬টি, কদাচিৎ অধিক, মুক্ত, সাধারণত ৩টি; ৬টি থাকলে দুআবর্তে (৩ + ৩) অবস্থান করে,Uniola এর পুষ্পে মাত্র ১টি পুংকেশর থাকে। পরাগধানী দ্বিপ্রকোষ্ঠী, সৰ্বমুখ (versatile) বা পাদলগ্ন, দৈর্ঘ্যচ্ছেদী।

স্ত্রীস্তবক : গর্ভপত্র ১–৩টি, যুক্ত, ৩টি হলে ২টি নষ্ট হয়ে যায়, গর্ভাশয় অধিগর্ভ, একপ্রকোষ্ঠী, ডিম্বক একটি, গর্ভদণ্ড ১–৩টি, সাধারণত ২টি; গর্ভমুণ্ড ২টি পালকের ন্যায়, লোমশ, অমরাবিন্যাস মূলীয়, ডিম্বক এনাট্রোপাস ।

ফল : সাধারণত ক্যারিওপসিস, কদাচিৎ নাট বা বেরি।

বীজ : সসাল, বৈশিষ্ট্যপূর্ণ স্টার্চ দানা থাকে, ভ্রূণ সোজা। বেসিক ক্রোমোজোম সংখ্যা x = 2-23

Liliopsida (Monocots)/ চিত্রঃ Poaceae(Oryza sativa)

সনাক্তকারী বৈশিষ্ট্য :

১। কাণ্ড সুস্পষ্ট পর্ব ও পর্বমধ্যে বিভক্ত, পর্বমধ্য ফাঁপা এবং পর্ব স্ফীতও নিরেট।

২। পাতা সীথ ও লিগিউলযুক্ত, একান্তর, দুসারিতে বিন্যস্ত।

৩। পুষ্পবিন্যাস স্পাইকলেট।

৪। পুষ্পপুট রসাল, শঙ্কের ন্যায় লডিকিউলে রূপান্তরিত অথবা অনুপস্থিত।

৫। ব্রাক্ট (লেমা ও পেলিয়া) নৌকার ন্যায় (Keeled)।

৬। পরাগধানী সর্বমুখ (Versatile)।

৭। গর্ভমুণ্ড পালকের ন্যায় লোমশ।

৮। গর্ভাশয় এক প্রকোষ্ঠী এবং একটি ডিম্বকযুক্ত।

৯। ফল ক্যারিওপসিস।

১০। বীজ সস্যল, বৈশিষ্ট্যপূর্ণ স্টার্চ দানাযুক্ত।

  Liliopsida (Monocots)/ চিত্রঃ Poaceae (Triticum sativum)

গুরুত্বপূর্ণ উদ্ভিদসমূহঃ

Poaceae পরিবার অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিকাংশ খাদ্য শস্য এই পরিবারের উদ্ভিদ থেকে উৎপন্ন হয়।

১। Oryza sativa (ধান) : পৃথিবীর প্রায় অর্ধেক লোকের প্রধান খাদ্য।

২। Triticum aestivum (গম) : গমও পৃথিবীর প্রায় অর্ধেক লোকের প্রধান খাদ্য।

৩। Zea mays (ভুট্টা) : মানুষের এবং গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

৪। Hordeum vulgare (বার্লি বা যব) : এটিও খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

৫। Saccharum officinarum (আখ) : এটি গুরুত্বপূর্ণ চিনি উৎপাদনকারী উদ্ভিদ।

৬। Bambusa tulda (বাঁশ) : নানা কাজে ব্যবহৃত হয়।

৭। Andropogon odoratus (আদা ঘাস) : পানীয় তৈরিতে ব্যবহৃত হয়।

৮। Cymbopogon citratus (লেমন গ্রাস) : পানীয় তৈরিতে ব্যবহৃত হয়।

৯। Avena sativa (ওট) : খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, বিস্কুট ও অন্যান্য খাদ্য তৈরিতেও এসব শস্যকে ব্যবহার করা হয়।

১০। Sorghum vulgare (জোয়ার) :খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, বিস্কুট ও অন্যান্য খাদ্য তৈরিতেও এসব শস্যকে ব্যবহার করা হয়।

১১। Setaria italica (কাউন) :খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, বিস্কুট ও অন্যান্য খাদ্য তৈরিতেও এসব শস্যকে ব্যবহার করা হয়।

১২। Panicum miliaceum (চিনা) :খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, বিস্কুট ও অন্যান্য খাদ্য তৈরিতেও এসব শস্যকে ব্যবহার করা হয়।

১৩।Pennisetum typhodeum (বাজড়া)।খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, বিস্কুট ও অন্যান্য খাদ্য তৈরিতেও এসব শস্যকে ব্যবহার করা হয়।

১৪৷ Cynodon dactylon (দুর্বা) : ঔষধি উদ্ভিদ ও পশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

১৫। Imperata cylindrica (উলুখড়) : ঘরের ছাউনি ও বেড়া তৈরিতে ব্যবহার করা হয়।

১৬। Saccharum spontaneum (কাশ) :ঘরের ছাউনি ও বেড়া তৈরিতে ব্যবহার করা হয়।

১৭।Smunja(সর) :ঘরের ছাউনি ও বেড়া তৈরিতে ব্যবহার করা হয়।

১৮. Phragmitis karka (নল খাগড়া) :ঘরের ছাউনি ও বেড়া তৈরিতে ব্যবহার করা হয়।

Liliopsida (Monocots)
Liliopsida (Monocots)/ চিত্রঃ Poaceae ( Eleusien indica Gaerta)

ফাইলোজেনি

ফাইলোজেনি : Poaceae (Grameneae) পরিবারের অবস্থান ও ফাইলোজেনি নিয়ে কিছুটা বিতর্ক রয়েছে। বিভিন্ন

বিজ্ঞানী এ পরিবারটিকে বিভিন্ন বর্গে স্থাপন করেছেন। হাচিনসন Graminales বর্গে, তাখতাজান Poales বর্গে, ক্রনকুইস্ট Cyperales বর্গে এবং থ্রোন Commelinales বর্গে রাখেন। বর্তমানে এ পরিবারটিকে ৬টি উপপরিবার এবং ২৫ টি ট্রাইবে ভাগ করা হয়েছে। Poaceae পরিবারটি বেশ কিছু বৈশিষ্ট্যের দিক দিয়ে Cyperaceae পরিবারের সাথে সম্পর্কযুক্ত। বাসস্থান, ব্রাক্ট দ্বারা আবৃত পুষ্পিকার স্পাইকলেট উভয় পরিবারে দেখা যায়। কিন্তু Cyperaceae পরিবারের ত্রিকোণাকার নিরেট কাণ্ড,

লিগিউলবিহীন পত্র ইত্যাদি বৈশিষ্ট্য Poaceae পরিবারের বৈশিষ্ট্যের চেয়ে বিশেষ পার্থক্যযুক্ত।

হাচিনসন মনে করেন যে Juncales বর্গের Restionaceae থেকে Poaceae পরিবারের উদ্ভব হয়েছে, আর Juncales বর্গটি উৎপত্তি লাভ করে Liliaceae স্টক থেকে। কোনো কোনো বিজ্ঞানীর মতে, Commelinaceae গোত্রের সাথেও Poaceae এর দূর সম্পর্ক রয়েছে। তাখতাজান (১৯৯৭) Poales বর্গে একমাত্র পরিবার Poaceae কে রেখে Commelinidae উপশ্রেণির সবশেষে স্থাপন করেন। Thorne (1999) Poaceae কে একবীজপত্রীর সর্বশেষে রেখেছেন।

#.Poaceae এবং Cyperacea-এর মধ্যে পার্থক্য।

Poaceae এবং Cyperacea- এর মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্যে মিল থাকলেও এদের মধ্যে নিম্নলিখিত পার্থক্য রয়েছে-

PoaceaeCyperacea
১.কাও সিলিন্ডারের ন্যায়, ফাঁপা এবং সুস্পষ্ট পর্বযুক্ত।পাতা১.কাগু ত্রিকোণাকার, নিরেট, পর্ব অনুপস্থিত বা সুস্পষ্ট নয়।
২.দুসারিতে অবস্থিত(distichous)লিগিউলযুক্ত, সীথ এক দিকে বিচ্ছিন্ন।২.পাতা তিন সারিতে অবস্থিত (Tristichous),লিগিউল অনুপস্থিত, সীথ আবদ্ধ।
৩.পুষ্পে গুম, লেমা ও পেলিয়া আছে, কিন্তুইনভোলিউকার ব্রাক্ট নেই। ৩.পত্রের ন্যায় ইনভোলিউকার ব্রাক্ট বর্তমান।
৪.পুষ্পপুট ২–৩ টি লডিকিউলে রূপান্তরিত ।৪.পুষ্পপুট অনুপস্থিত বা লোমের ন্যায়
৫.পরাগধানী সর্বমুখ (Versatile)৫.পরাগধানী পাদলগ্ন ।
৬.গর্ভপত্র ৩টি, এর দুটি নষ্ট হয়ে যায়।৬.গর্ভপত্র ৩টি, স্থায়ী।
৭.ফল ক্যারিওপসিস।৭.ফল একিন, নাট বা ইউট্ৰিকল ।
৮.ভ্রূণ সস্যের বাইরে অবস্থিত।৮.ভ্রূণ সস্যের মধ্যে আবদ্ধ।

Cyperaceae

Family : Cyperaceae

Order:Cyperales
Subclass:Commelinidae

বিস্তার : Cyperaceae গোত্রটি প্রায় ৯৮টি গণ ও ৪৩৫০টি প্রজাতি নিয়ে গঠিত। এরা পৃথিবীর সর্বত্র জন্মে। তবে উত্তর এবং দক্ষিণ গোলার্ধের নাতিশীতোষ্ণ এবং তুন্দ্রা অঞ্চলে প্রচুর জন্মিতে দেখা যায়। এরা প্রাধানত ভিজামাটি,কিনারায় ও আদ্র পতিত ভূমিতে প্রচুর পরিমাণে জন্মে। Scirpus (চিচিড়া) এবং Cyperus ( মুথা) গণ দুটি আমাদেরদেশে ভিজামাটি ও জলাশয়ের কিনারায় প্রচুর পরিমাণে পাওয়া যায়।

সাধারণ বৈশিষ্ট্যসমূহ:

উদ্ভিদ : বহুবর্ষজীবী বা একবর্ষজীবী ঘাসজাতীয় উদ্ভিদ। এদের কাণ্ড নিরেট, ত্রিকোণাকার শয়ান রাইজোম। কাণ্ড সাধারণত অশাখ এবং অনেক সময় পত্রহীন, কদাচিৎ ফাঁপা।

পাতা : সাধারণত তিন সারিতে কাণ্ডের গোড়ার দিকে ঘন সন্নিবিষ্ট হয়ে উৎপন্ন হয়, কদাচিৎ একান্তর, বৃন্তহীন, লিগিউল বিহীন, সীথযুক্ত, সীথ চোঙ্গার ন্যায়, কাণ্ডকে ঘিরে অবস্থান করে, ফলক রেখাকার, লম্বা ।

পুষ্পবিন্যাস : স্পাইকলেট, যা স্পাইক, সাইম, প্যানিকল বা ঘন পুষ্পযুক্ত হেড (Cyperus kylinga) সাধারণত লম্বা,পত্রের ন্যায় রেখাকার ব্রাক্ট যুক্ত।

পুষ্প : ক্ষুদ্র, উভলিঙ্গ বা একলিঙ্গ (সহবাসী বা ভিন্ন বাসী), ব্রাক্ট বা গুমের কক্ষে জন্মে।

পুষ্পপুট : শঙ্কের ন্যায়, লোমশ, কদাচিৎ পাপড়ির অনুরূপ অথবা অনুপস্থিত।

পুংস্তবক: পুংকেশর ৩টি অথবা দু’ সারিতে ৬টি, কদাচিৎ ১টি, মুক্ত, পরাগধানী পাদলগ্ন, দ্বি-প্রকোষ্ঠী, দৈর্ঘ্যচ্ছেদী।

গ্রীস্তবক : গর্ভপত্র ২–৩টি, যুক্ত, গর্ভাশয় অধিগর্ভ, এক প্রকোষ্ঠী, ডিম্বক একক, এনাট্রোপাস, গর্ভদণ্ড ১টি, গর্ভমুণ্ড ২-৩টি,কখনো দণ্ডের ন্যায়, কখনো স্থায়ী এবং ফলের সাথে যুক্ত থাকে।

ফল : একিন বা নাট, অবিদারী ।

বীজ : সস্যল, বীজের গোড়ার দিকে অবস্থান করে ।

Liliopsida (Monocots)/ চিত্রঃ Cyperaceae (Cyperus rotundus)

সনাক্তকারী বৈশিষ্ট্য :

১।কাণ্ড ত্রিকোণাকার, পর্বমধ্য নিরেট (ফাঁপা নয়)।

পাতা তিন সারিতে অবস্থিত।

৩। পরাগধানী পাদলগ্ন।

৪। পুষ্পবিন্যাস স্পাইকলেট বা হেড।

৫। ফল একিন বা নাট।

গুরুত্বপূর্ণ উদ্ভিদসমূহ/অর্থনৈতিক গুরুত্ব :

1. Cyperus rotundus (মুখা) : রাইজোম ও পাতা আমাশয় রোগে ব্যবহৃত হয়।
2.C.legutum (মাদুর ঘাস) : মাদুর তৈরিতে ব্যবহৃত হয়।
৩। Juncethus mondaus (পার্টিঘাস)। মাদুর ও পাটি তৈরিতে ব্যবহৃত হয়।
৪। Scirpus grossHs (চিচি) কন্দ ও বীজ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

Liliopsida (Monocots)
চিত্রঃCyperaceae (Scripus articulatus Linn)

৫.Carex indica (শ্লোঘাস):মাটিকে আবদ্ধ রাখার জন্য রোপণ করা হয় (Sand binder)।

৬.Kyllinga brevifolia (বালীমুখী ):মাটিকে আবদ্ধ রাখার জন্য রোপণ করা হয় (Sand binder)।

৭.Fimbristyles junciformis (বিন্দিমুখী) :মাটিকে আবদ্ধ রাখার জন্য রোপণ করা হয় (Sand binder)।

৮.Cyperus papyrus : কাগজ ও পার্চমেন্ট পেপার তৈরিতে ব্যবহৃত হয়।

৯.Cyperus esculentus :এদের টিউবার খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।

১০.Elecharis tuberosa:এদের টিউবার খাদ্য হিসেবে ব্যবহার করা হয়।

১১. Carex cruciatacruciata:এসকল উদ্ভিদ কাঁচা ঘরের ছাউনিতে ব্যবহার করা হয়।

১২. Rychnospora aurea :এসকল উদ্ভিদ কাঁচা ঘরের ছাউনিতে ব্যবহার করা হয়।

১৩. Scleria sumatrensis :এসকল উদ্ভিদ কাঁচা ঘরের ছাউনিতে ব্যবহার করা হয়।

ফাইলোজেনি

ফাইলোজেনি: Cyperaceae পরিবারটি Poaceae (Graminae) পরিবারের সাথে গভীরভাবে সম্পর্কযুক্ত। হাচিনসন মনে করেন যে Poaceae এই দুটি পরিবারের মধ্যে বেশি উন্নত, তবে উভয়েই Liliaceae স্টক থেকে Juncaceae হয়ে সৃষ্টি হয়েছে। Snell এবং Blaser মনে করেন Poaceae কখনোই Cyperaceae -এর সাথে বেশি সম্পর্কযুক্ত নয়।কারণ Cyperaceae এর স্পাইকলেট Poaceae এর স্পাইকলেটের সমকক্ষ (Homologous) নয়, অমরাবিন্যাসের উৎপত্তিগত পার্থক্য রয়েছে, পুষ্পবিন্যাসে পুষ্পের অবস্থান ইত্যাদিতে পার্থক্য রয়েছে। ক্রনকুইস্ট (১৯৯৮) এই দুটি পরিবারকেই Cyperales বর্গে রেখেছেন। তাখতাজান (১৯৯৭) Cyperaceae কে Cyperales বর্গে এবং Poaceae কে Poales বর্গে রাখেন।

Orchidaceae

Family: Orchidaceae

Order: Orchidales
Subclass: Lillidae

বাসস্থান : Orchidaceae পরিবারের অধিকাংশ উদ্ভিদ পরাশ্রয়ী, বেশ কিছু মাটিতে জন্মে এবং অল্প সংখ্যক মৃতজীবী ।

বিস্তার : Orchidaceae একটি বৃহৎপরিবার। এ পরিবারে প্রায় ১,০০০ গণ এবং ২০,০০০ প্রজাতি রয়েছে (Sharma,1993)। এদেরকে পৃথিবীর সর্বত্র কমবেশি জন্মিতে দেখা যায়। উষ্ণমণ্ডলীয় বনাঞ্চলেই সবচেয়ে বেশি পরাশ্রয়ী অৰ্কিড দেখা যায় । শীতপ্রধান ও মেরু অঞ্চলের অর্কিড প্রধানত মৃত্তিকাবাসী। ভারতীয় উপমহাদেশে প্রায় ১৩০টি গণ এবং ১০০০প্রজাতির অর্কিড রয়েছে। সিলেট, চট্টগ্রাম ও অন্যান্য বনাঞ্চলে বেশ কিছু অর্কিড পাওয়া যায় ।

সাধারণ বৈশিষ্ট্য :

উদ্ভিদ : প্রায় সমস্ত অৰ্কিডই বহুবর্ষজীবী বীরুৎ। এরা প্রধানত পরাশ্রয়ী বা মৃত্তিকাবাসী, অল্প সংখ্যক মৃতজীবী (Neottia),মৃতজীবী অর্কিড সাধারণত অসবুজ।

কাণ্ড : রাইজোম, কাষ্ঠলতা বা বিশেষ ধরনের বাল্ব ।

মূল : প্রধান মূল অনুপস্থিত, মৃত্তিকাবাসী অর্কিডের গুচ্ছমূল বা টিউব্রোসমূল দেখা যায়। পরাশ্রয়ী অর্কিডের তিন রকমের মূল দেখা যায় ।

১.টিউবেরাস মূল : যা আশ্রয়কারী বস্তুকে জড়িয়ে উদ্ভিদকে আটকিয়ে রাখে।

২.শোষকমূল : যা হিউমাস থেকে পুষ্টির শোষণ করে। 

৩. বায়বীয় মূল : এটি দড়িরথেকে পুষ্টি শোষণ ন্যায়, লম্বা,ঝুলন্ত বায়ুবীয় মূল যা বায়ু থেকে জলীয় বাষ্প শোষণ করে। এ মূল পানি শোষণের জন্য স্পঞ্জের ন্যায় ভেলামেন টিস্যু ধারণ করে।

পাতা : পাতা সরল, একান্তর, প্রতিমুখ বা আবর্ত, কাও বেষ্টক পত্রসীথ যুক্ত; রসাল, চর্মবৎ, শল্কবৎ, ঝিল্লিবৎ, সুচাকার বাডিম্বাকার, সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত ।

পুষ্পীয় বৈশিষ্ট্য :

পুষ্পবিন্যাস : সাধারণত স্পাইক, রেসিম বা পেনিকল, কদাচিৎ একক। রেসিম বা পেনিকল খাট বা লম্বা হতে পারে।(Renunthera lowii অর্কিডে প্রায় ১৩ ফুট লম্বা পেনিকল সৃষ্টি হয়।) সাধারণত ক্ষণস্থায়ী তবে কিছু বহুবর্ষজীবী অর্কিডসারা বছরই ফুল দেয় (Spathoglotis)।

পুষ্প : সাধারণত উভলিঙ্গ, কদাচিৎ একলিঙ্গ, একপ্রতিসম, সবৃন্তক বা অবৃন্তক, গর্ভশীর্ষপুষ্প, বড় আকারের, সুদৃশ্য,ব্রাক্টযুক্ত।

পুষ্পপুট : টেপাল ৬টি, ৩টি করে দু আবর্তে সজ্জিত, বাইরের তিনটি বৃতির ন্যায়, সবুজ বা অন্য বর্ণের; ভিতরের তিনটিদলসদৃশ, অসমান, কখনো বাইরের তিনটি দল সদৃশ, ভিতরের তিনটি খুব ছোট। প্রতিটি আবর্তের টেপাল সাধারণত মুক্ত অথবা সামান্য যুক্ত । ভিতরের স্তবকের মাঝের একটি টেপাল বেশ বড় হয়, একে Labelum বলে। ল্যাবেলামের নিচেরদিকে থলি (spur) থাকে যাতে মধু থাকে। ল্যাবেলাম মাতৃ অক্ষের দিকে (পশ্চাৎ দিকে) অবস্থিত হলেও গর্ভাশয় ১৮০°মোচরানোর জন্য সম্মুখের দিকে বলে মনে হয়। টেপাল ইম্ব্রিকেট।

পুংস্তবক : পুংকেশর ১টি বা ২টি, পুংদণ্ড গর্ভদণ্ডের সাথে যুক্ত হয়ে একটি কলাম সৃষ্টি করে, একে গাইনোস্টোজিয়াম(Gynostegium) বলে। গাইনোস্টোজিয়ামের বর্ধিত ও বাঁকা অংশকে রোস্টেলাম বলে। পরাগধানী ও গর্ভমুণ্ড যুক্ত হয়ে রোস্টেলাম সৃষ্টি করে । পরাগধানী দ্বিপ্রকোষ্ঠী এবং প্রতিটি প্রকোষ্ঠে সাধারণত একটি করে পলিনিয়াম থাকে। পলিনিয়ামের মধ্যে পরাগরেণু অবস্থান করে।

স্ত্রীস্তবক : গর্ভপত্র ৩টি, যুক্ত, গর্ভাশয় অধোগর্ভ, মোচড়ান, সাধারণত এক প্রকোষ্ঠী, কদাচিৎ তিন প্রকোষ্ঠী; গর্ভদণ্ড ১টি,গর্ভমুণ্ড ৩টি, রোস্টেলামের সাথে যুক্ত এবং ল্যাবেলামের দিকে মুখ করে অবস্থিত, অমরাবিন্যাস সাধারণত বহুপ্রান্তীয় অথবা অক্ষীয়।

ফল : ক্যাপসুল, ৩-৬টি লম্বা লম্বালম্বি খণ্ডে বিভক্ত হয়।

বীজ : ক্ষুদ্র, অনেক, অসস্যল, ভ্রূণ অসম্পূর্ণ। বেসিক ক্রোমোজোম সংখ্যা x = 6-24।

Liliopsida (Monocots)/ চিত্রঃOrchidaceae (Vanda roxburghii)

সনাক্তকারী বৈশিষ্ট্য :

১। উদ্ভিদ সাধারণত পরাশ্রয়ী বহুবর্ষজীবী বীরুৎ।

২। সাধারণত তিন রকমের মূল বর্তমান। বায়ুবীয় মূলে ভেলামেন টিস্যু থাকে ।

৩। পুষ্পের গঠন বেশ জটিল, একপ্রতিসম, গর্ভশীর্ষ পুষ্পী।

৪। মাঝখানের টেপাল পরিবর্তিত হয়ে ল্যাবেলাম গঠন করে এবং এর সাথে সাধারণত মধুগ্রন্থি (Spur) থাকে।

৫। পুংদণ্ড গর্ভদণ্ডের সাথে মিলিত হয়ে গাইনোস্টোজিয়াম সৃষ্টি করে ।

৬। পুংকেশর সাধারণত ১টি, কদাচিৎ ২টি, পরাগধানীর মধ্যে পলিনিয়া সৃষ্টি হয় এবং এর মধ্যে পরাগ রেণু অবস্থান করে।

৭। গর্ভাশয় মোচড়ান, গর্ভমুণ্ড পরাগধানীর সাথে যুক্ত হয়ে গাইনোস্টোজিয়ামের শীর্ষে রোস্টেলাম সৃষ্টি করে।

৮। ফলক্যাপসুল, বীজ ক্ষুদ্র, অসস্যল, ভ্রূণ অসম্পূর্ণ।

গুরুত্বপূর্ণ উদ্ভিদসমূহ :

১, Spathoglotis plicata: সুদর্শন বেগুনি বর্ণের পুষ্পধারী শোভাবর্ধক উদ্ভিদ, সারা বছর ফুল প্রদান করে। পটে ওমাটিতে চাষ করা যায়।

২.Dendrobium pierardi: সুন্দর ফুল ও পাতার জন্য শোভাবর্ধক হিসেবে চাষ করা হয়।

৩.Rhyncostylis retusa : সুন্দর ফুলের জন্য চাষ করা হয়।

৪.Renanthera lowii :সুন্দর ফুলের জন্য চাষ করা হয়।

৫.Vanilla planifolea (ভ্যানিলা) : সুগন্ধি পুষ্পযুক্ত সুদর্শন উদ্ভিদ রাতে সুমিষ্ট ঘ্রাণ বিলায়; সুগন্ধি ভ্যানিলাতৈরিতে ব্যবহৃত হয়।

৬.Vanda teris : শোভাবর্ধক অর্কিড।

৭.Vanda.roxburgii (রাস্না) : মূল বাতরোগে ও কীট দংশনে ব্যবহৃত হয়।

৮.Platenthera Sussannae : কন্দ খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

৯.Orchis latifolia : কন্দ থেকে স্টার্চযুক্ত খাদ্য তৈরি হয়। শিল্প ফ্যাক্টরিতে কাপড় চকচকে করার জন্য এটি ব্যবহৃত হয়।

১০. Cymbidium aloifolium : ঐ একই কাজে ব্যবহৃত হয়।

১১. Paphiopedilum concalor: শোভাবর্ধক উদ্ভিদ।

১২. Vanda spathulata : হাঁপানি ও যক্ষ্মারোগের ঔষধ তৈরি করা হয়।

১৩. Cattleya sp. : শোভাবর্ধক, পুষ্প উৎপাদনকারী অর্কিড।

Liliopsida (Monocots)/ চিত্রঃ Orchidaceae

পরজীবী অর্কিড : 1. Neottia nedus-avis: 2. Corallorhiza trifida; 3. Galeola altissima

ফাইলোজেনি

ফাইলোজেনি : Orchidaceae একটি উন্নত পরিবার। এংলার এবং প্রান্টল এই পরিবারটিকে Microspermae বর্গে অন্তর্ভুক্ত করেন। তাঁরা মনে করেন যে Burmanniaceae পরিবার থেকে Ochidaceae পরিবারের উৎপত্তি ঘটেছে। তাঁদের মতে,একবীজ পত্রীর মধ্যে Orchidaceae সবচেয়ে উন্নত পরিবার। বেসি এবং ক্রনকুইস্টও এ পরিবারটিকে একবীজপত্রীর মধ্যে সবচেয়ে উন্নত পরিবার বলে মনে করেন। হাচিনসন Orchidaceae পরিবারটিকে Orchidales বর্গে রাখেন এবংমনে করেন যে Haemodoraceae অথবা Amaryllidaceae থেকে এর উৎপত্তি। পুংকেশরের সংখ্যা হ্রাস এবং ফুলের জটিলতা বৃদ্ধির মাধমে এরূপ বিবর্তন ঘটেছে বলে তিনি মনে করেন।

তাখতাজান (১৯৯৭) Orchedales কে একবীজপত্রীর প্রথম উপশ্রেণিতে রেখে Amaryllidales বর্গের পূর্বে স্থাপন করেন। তিনি Typhaceae কে একবীজপত্রীর সর্বশেষে স্থাপন করেছেন। আবার Thorne (1999) Poaceae কে একবীজপত্রীর সর্বশেষে রেখেছেন।

Musaceae থেকেও Orchedaceae-এর উৎপত্তি হতে পারে বলেও কোনো কোনো বিজ্ঞানী মনে করেন। কারণ Musaceae এর Orchidantha এর ফুলের সাথে অর্কিড ফুলের মিল রয়েছে। পুংকেশরের সংখ্যা হ্রাস, অসম সংযোগ(Adnation) এবং ক্রম অনুর্বরতার (Sterilization) মাধ্যমে Orchidaceae পরিবারে মধ্যে প্রথমে দু পুংকেশর যুক্ত Diandrae এবং আরো পরে আরো একটি বন্ধ্যাকরণের মাধ্যমে একপুংকেশরযুক্ত Monandrae উপ-পরিবারের সৃষ্টিহয়েছে। বর্তমান পৃথিবীতে একটি পুংকেশরযুক্ত অৰ্কিডই বেশি।

আধুনিক কালের প্রায় সকল বিজ্ঞানীই মনে করেন যে, দ্বিবীজপত্রী উদ্ভিদ থেকেই একবীজপত্রীর উদ্ভব ঘটে। অনেক

বিজ্ঞানীর মতে একবীজপত্রীর মধ্যেতো বটেই, এমনকি সমস্ত উদ্ভিদজগতের মধ্যে Orchidaceae পরিবারটি সবচেয়ে উন্নত।

Orchidaceae পরিবারের উন্নত বৈশিষ্ট্যগুলো হচ্ছে-

১। বীরুৎ স্বভাব : কাষ্ঠল স্বভাব আদি এবং বীরুৎ স্বভাব উন্নত চরিত্রের পরিচায়ক। Orchidaceae পরিবারের প্রায় সকল উদ্ভিদই বীরুৎ জাতীয়।

এই আর্টিকেলটি লিখতে সহায়তা করেছেনঃ

Name: Ashis Chandra Mozumdar
Department of Botany(Honours 2nd Year)
Session: 2019-20

এই Liliopsida (Monocots) ছাড়াও আরো পড়ুনঃ Best English Grammar

You cannot copy content of this page