Microbiology Question Bank For National University মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

Microbiology Question Bank For National University ┃ মাইক্রোবায়োলজি ও (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

Microbiology Question Bank For National University : অনার্স ১ম বর্ষ উদ্ভিদবিদ্যা ও (মাইক্রোবায়োলজি) ┃এজন্য অনুজীববিজ্ঞানের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রণিত বিভিন্ন সালের প্রশ্নের প্যাটার্ণ এখানে দেওয়া হয়েছে । আপনারা বিভিন্ন সনের প্রশ্নপত্র পেতে এই পোষ্টটি অনুসরণ করতে পারেন।

Microbiology Question For National University
Microbiology Question For National University
Microbiology Question Bank For National University মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)
Microbiology Question For <a href=
Microbiology Question Bank For National University মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

২০২১ সালের প্রশ


অ-১-০৭০/২০২১
উদ্ভিদবিজ্ঞান
বিষয় কোড: 213001
(Microbiology)
সময়—৩ ঘণ্টা
পূর্ণমান –৬০
[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়োজনে চিহ্নিত চিত্র
দিতে হবে।।
ক বিভাগ
(যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও)
মান–১×১০=১০
১। (ক) অণুজীবের সংজ্ঞা দাও।
[Define Microorganisms?]
(খ) এন্টনি ভন লিউয়েন হুক কেন বিখ্যাত?
[Why Antony Van Leewen Hook is famous for?]
(গ) বায়োজেনেসিস বলতে কী বুঝ?
[What do you mean by Biogenesis? ]
(ঘ) কোন সময়কালকে অণুজীব বিজ্ঞানের স্বর্ণযুগ বলা হয়?
[Which period is the golden age of Microbiology?]
(ঙ) কলিফর্ম ব্যাকটেরিয়া কী?
[ What is Coliform bacteria? ]

[Define Transformation.]
(ছ) দুইটি মুক্তজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লিখ।
[Write down the name of two free living nitrogen fixing bacteria.]
(জ) CID এর পূর্ণরূপ লেখ।
[Write the full name of CJD.]
(ঝ) মিথানোজেন্স কী?
[What is Methanogenes? ]
(ঞ) মেরোজাইগোট কী?
[What is Merozygote ?]
(ট) একটি দ্বি-সূত্রক RNA ভাইরাসের উদাহরণ দাও।
[Give an example of double stranded RNA virus.]
(ঠ) কোন উপজাতি থেকে কুরু রোগ আবিষ্কার হয়? পৃষ্ঠা-৫০, প্রশ্ন-৪-২
[Kuru disease is discovered from which tribal people?]
খ বিভাগ
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান-৩×৫=১৫
২। ভিরয়েডস এর অর্থনৈতিক গুরুত্ব লেখ। পৃষ্ঠা-৫৭, প্রশ্ন-৪.০৯
[Write down the economic importances of Viroid.]
৩। অণুজীববিজ্ঞানে আলেকজান্ডার ফ্লেমিং-এর অবদান উল্লেখ কর। পৃষ্ঠা-২১, প্রশ্ন ১.৭ এর (vii)
[Mention the contribution of Alexander Fleming in the field of Microbiology.]
আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কর। পৃষ্ঠা-৯৪, অ-৫৭
81
[Differentiate between Archaebacteria and Eubacteria.]
[পর পৃষ্ঠা দ্রষ্টব্য

৫। কার্ল আর ওয়েস এর তিন ডোমেন ধারণা সম্পর্কে লেখ। পৃষ্ঠা-৩৮, প্রশ্ন-৩-৩
[Write about Carl. R. Woese’s three domain concept.]
জীবজানি ও অজীবজানি মতবাদের মধ্যে পার্থক্য লেখ। পৃষ্ঠা – 29, G- 2.8
৭।
[Write down the differences between biogenesis and abiogenesis theory.]
আর্কিয়ার সাধারণ বৈশিষ্ট্য লেখ। পৃষ্ঠা-৯২, প্রশ্ন -২
[Write down the general characteristics of Archaea.]
৮।
৯।
দুটি জীবের মধ্যে সিনারজিসটিক সম্পর্ক আলোচনা কর। পৃষ্ঠা-১৮২, Gar- ১০.৬
[Discuss the synergistic relationship between two organisms.]
ভাইরাসের লাইটিক ও লাইসোজেনিক চক্রের পার্থক্য লেখ। পৃষ্ঠা – ৭৭. প্রশ্ন- ৫.৭
[Write the differences between Lytic and Lysogenic cycle of virus.]
গ বিভাগ)
(যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও)
মান ৭×৫=৩৫
১০। চিহ্নিত চিত্রসহ ব্যাকটেরিয়া কোষের গঠন বর্ণনা কর। প্রশ্ন- ১১৭, পৃষ্ঠা- ৭.2
[With labelled diagram describe the structure of bacteria cell.]]
১১। (ক) চিত্রসহ মাইকোপ্লাজমার গঠন বর্ণনা কর। পৃষ্ঠা-৫৮, প্রশ্ন-৪-৩
(খ) প্রিয়নের বৈশিষ্ট্য লেখ। পৃষ্ঠা-৫৪, প্রশ্ন- ৪.০১
[ (a) With diagram describe the structure of Mycoplasma.j
(b) Write the characteristics of Prion.]
১২। জীবনের উৎপত্তি সম্পর্কে দুই পাস্তুরের পরীক্ষা বর্ণনা কর। পৃষ্ঠা-২৭, প্রশ-2.8
[Discuss Louis Pasteur’s experiment about the origin of life.]
১৩। ভাইরাসের প্রকৃতি সম্পর্কে আলোচনা কর।
[Describe the nature of virus.] de los vit
১৪। কলেরা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম, রোগ লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা লেখ। পৃষ্ঠা-১৯১, প্রশ্ন-১১.১ এর (iv)
[Write down the name of causal organism, disease symptoms and control
measures of cholera disease.]
১৫ । নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বুঝ? N2 সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা আলোচনা কর। পৃষ্ঠা – ১৩২ প্রশ্ন-৭.১৪
[What do you mean by N, fixation? Discuss the role of bacteria in N, fixation.]
১৬। অণুজীবের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান কী কী? উদাহরণসহ অণুজীবের পুষ্টিভিত্তিক
শ্রেণিবিন্যাস বর্ণনা কর। পৃষ্ঠা-১৪৯, অল্প-৯.৬ + পৃষ্ঠা-১৫৯,
-৯.৫
[What are the essential nutrient elements for microbial growth? Describe
with example the classification of microorganisms on the basis of nutrition.]
১৭। টীকা লেখ (যে কোনো দুটি) :
(ক) অণুজীববিজ্ঞানের জনক পৃষ্ঠা ১৯, প্রশ্ন- ১.৭ এর (iv)
(খ) এন্টিবায়োটিক পৃষ্ঠা-১০, অ-১.৯
(গ) ব্যাকটেরিয়ার দ্বি-বিভাজন। পৃষ্ঠা-১২২, প্রশ- ৭.
[Write notes (any two):
(4) Father of Microbiology
(b) Antibiotic
(c) Binary fission of bacteria.]
৩৯এক্স
https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgzGqRPwMJJOzQbFgMFVSIVMrsWhS?projector-1
1/1

২০২০ সালের প্রশ্ন

উদ্ভিদবিজ্ঞান।
বিষয় কোড : 213001 (Microbiology)
সময়—৩ ঘণ্টা। পূর্ণমান—৬০

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়ােজনে চিহ্নিত চিত্র
দিতে হবে।]

ক বিভাগ
(যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও)। মান—১x১০=১০ ১।

(ক) কে সর্বপ্রথম স্বতঃস্ফূর্ত উৎপত্তি মতবাদের বিরােধিতা করেন? [Who first opposed the theory of spontaneous generation?]
(খ) PPLO বলতে কী বুঝায়? [What is meant by PPLO?]
(গ) একটি একসূত্ৰক DNA ভাইরাসের উদাহরণ দাও। [Give an example of single-stranded DNA virus.)
(ঘ) জিনােফোর কী? [What is Genophore?)
(ঙ) কে সর্বপ্রথম টোব্যাকো মােজাইক ভাইরাসকে বিচ্ছিন্ন করতে সক্ষম হন? [Who was first able to isolate the tobacco mosaic virus?]
(চ) প্লিওমরফিজম বলতে কী বুঝ? [What do you mean by pleomorphism?]
(ছ) Penicillin এর উৎস কী? [What is the source of penicillin?]
(জ) BSE-এর পূর্ণরূপ লিখ। [Write the full form of BSE.]
(ঝ) ব্যাকটেরিয়ার অন্তঃরেণু কী? [What is bacterial endospore?]
(ঞ) ব্যাকটেরিয়ার বৃদ্ধি দশাগুলাে কী কী? · [What are the phases of bacterial growth?]
(ট) অ্যাকটিনােরাইজা কী? [What is actinorhiza?]
(ঠ) ধনুষ্টংকার রােগের জীবাণুর নাম লিখ। [Write down the name of the pathogen of tetanus disease.]

খ বিভাগ। (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান—৩x৫=১৫ ২।

২। অণুজীব বিজ্ঞানে রৰার্চ ককের অবদান আলোচনা কর। [Discuss the contribution of Robert Kock in Microbiology.]
৩। ভিরয়েডস-এর সাধারণ বৈশিষ্ট্য লিখ। [Write down general characteristics of viroids.]
৪। রিকেটসিয়ার সংখ্যাবৃদ্ধির পদ্ধতি লিখ। [Write down the multiplication system of rickettsia.]
৫। ব্যাকটেরিয়ার ক্লাজেলা ও পিলি-এর মধ্যে পার্থক্য উল্লেখ কর। [Differentiate between flagella and pili of bacteria.]
৬। অ্যাকটিনোমাইসিটিসের বৈশিষ্ট্য লিখ। [Write down the characteristics of actinomycetes.]
৭। নির্দিষ্ট জীবাণুর নামসহ মানুষের তিনটি রিকেটসিয়াজনিত রােগের নাম লিখ। [Write three rickettsial disease of human with specific pathogen.)
৮। মিথােজীবিতা বলতে কী বুঝ? উদাহরণসহ ব্যাখ্যা কর। [What do you mean by symbiosis? Explain with example.]
৯। ভাইরাসের দমন পদ্ধতি লিখ। [Discuss the control measure of the virus.]

Microbiology Question Bank For National University ┃ ও মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

গ বিভাগ (যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও) মান—৭x৫=৩৫

১০। হুইটেকারের পাঁচ রাজ্য ধারণা আলােচনা কর। [Discuss Whittaker’s five kingdom concept.] ১১। রােগ উৎপাদক হিসাবে মাইকোপ্লাজমার ভূমিকা আলােচনা কর। [Discuss the role of Mycoplasma as a causal agent of diseases.]
১২। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের রাসায়নিক গঠনের বিশদ বর্ণনা দাও। [Give an illustrated account of the chemical composition of the bacterial cell wall.]
১৩। উদ্ভিদ ভাইরাস স্থানান্তরের উপায়গুলাে বর্ণনা কর। [Describe the modes of transmission of plant viruses.]
১৪। চিত্রসহকারে ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ বর্ণনা কর। [With diagram describe the growth curve of bacteria.]
১৫। যক্ষ্মা রােগ সৃষ্টিকারী অণুজীবের নাম, রােগ লক্ষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখ । Write down the name of the causal organism, disease symptoms, and control measures of tuberculosis disease.)
১৬। মাইক্রোবিয়াল এসােসিয়েশন বলতে কী বােঝায়? উদারহণসহ পজেটিভ ও নেগেটিভ আন্তঃক্রিয়া ব্যাখ্যা কর। What is meant by microbial association? Explain positive and negative interaction with example.]

Microbiology Question

১৭। টীকা লিখ (যে কোনাে দুটি) :
(ক) পাস্তুরাইজেশন (খ) আর্কিব্যাকটেরিয়া (গ) কৃষিতে ব্যাকটেরিয়ার গুরুত্ব।
[Write notes (any two): (a) Pasteurization (b) Archaebacteria (c) Importance of bacteria in agriculture.]

২০১৬ সালের প্রশ্ন

ক বিভাগ
যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও : মান-১X১০ =১০

১। ক, গুটিবসন্তের টিকা কে এবং কত সালে আবিষ্কার করেন? [Who and when discovered the vaccine of smallpox?]

খ. ভ্যাকসিন কী? [What is vaccine?]

গ, হুইটেকারের শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলাে কী কী? [What are the basis of Whittaker’s classification?)

ঘ, একটি মিথােজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লিখ। [Write the name of a symbiotic nitrogenfixing bacteria.]

ঙ. PSTV এর পূর্ণরূপ লিখ। [Write the full name of PSTV.)

চ, বিশুদ্ধ আবাদ বলতে কী বুঝ? [What do you mean by pure culture?)

ছ, ক্যাপসােমিয়ার কাকে বলে? [What is capsomere?]

জ, কিমােট্যাক্সিস বলতে কী বুঝায়? [What is meant by chemotaxis?]

ঝ, চ্ছটা ছত্রাক কী? [What is Ray-fungi?).

ঞ. জেনারেশন টাইম কাকে বলে? [What is called generation time?]

ট, ফার্মেন্টেশন কী? [What is fermentation?)

ঠ, যক্ষ্মা রােগের জীবাণুর নাম লিখ। [Write down the name of the pathogen of tuberculosis disease.]

খ বিভাগ যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও : মান-৩ X ৫ = ১৫

১। এন্ডােম্পাের এবং নিউক্লয়েড কী? [What is Endospore and Nucleoid?]

২। ভাইরাসকে জীব ও জড়ের যােগসূত্র বলা হয় কেন? [Why is virus called the connection between living and non living materials.]

৩। ককের স্বীকার্য এর নীতিগুলাে বর্ণনা কর। (Describe the principles of Koch’s postuletes.)

৪। কোষের আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর। (Classify bacteria on the basis of shape of cell.]

৫। আর্কিব্যাকটেরিয়া এবং ইউব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কর। [Differentiate between Archaebacteria and Eubacteria.)

৬। অণুজীব বিজ্ঞানে লুইপান্তুরের অবদান উল্লেখ কর। [Mention the contribution of Louis Pasteur in Microbiology.)

৭।ব্যাকটেরিয়া ও অ্যাকটিনােমাইসিটিসের মধ্যে তুলনামূলক আলােচনা কর। [Write a comparative account of Bacteria and Actinomycetes.]

Microbiology Question Bank For National University মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

গ বিভাগ যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। মান-৭ X ৫ = ৩৫ নম্বর

১০। একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর। [With labelled diagram describe a typical bacterial cell.]

১১। কৃষি ও শিল্প ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা উল্লেখ কর। [Mention the role of bacteria in agriculture and industry.]

১২। ক, ভাইরাস ভিরয়েডস এর মধ্যে পার্থক্য লিখ।
খ. রিকেটসিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য গুরুত্ব লিখ। [a. Write down the differences between virus and viroids. b. Write down the characteristics and importance of Rickettsia.]

১৩। ট্রান্সডাকশন বলতে কী বুঝ? ট্রান্সডাকশনের মাধ্যমে ব্যাকটেরিয়াতে কিভাবে বংশগতীয় পুনর্বিন্যাস ঘটে? ব্যাখ্যা কর। [What do you mean by transduction? How genetic recombination is occurred in bacteria through transduction? Explain.)

১৪। গ্রোথ কার্ভ কী? ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ডের বিভিন্ন ধাপ চিত্রসহ বর্ণনা কর।
[What is the growth curve? Describe the different steps of the growth curve of Bacteria with a diagram.)

১৫। কলেরা রােগসৃষ্টিকারী অণুজীবের নাম রােগলক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখ। [Write down the name of the causal organism, disease symptoms and control measures of cholera disease.]

১৬। অণুজীবের আন্তঃক্রিয়া বলতে কী বুঝ? অণুজীবের বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়া বর্ণনা কর। [What do you mean by microbial interaction? Describe different types of microbiainteraction.]

১৭। টীকা লিখ (যে কোনাে দুটি) :

ক, ভিরয়েডস
খ, প্লাজমিড
গ, পাস্তুরাইজেশন
[Write notes (any two):-
a. Viroids
b. Plasmid
c. Pasteurization]

Microbiology Question Bank For National University ┃ ও মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

২০১৭ সালের প্রশ্ন

উদ্ভিদবিজ্ঞান বিভাগ (তত্ত্বীয়)
বিষয় : অণুজীববিজ্ঞান (Microbiology)
বিষয় কোড : ২১৩০০১

দ্রষ্টব্য : একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়ােজনে চিহ্নিত চিত্র অঙ্কন করতে হবে।] সময়-৩ ঘণ্টা পূর্ণমান-৬০

ক-বিভাগ

১. যে কোনাে ১০টি প্রশ্নের উত্তর দাও : ১X১০=১০

ক. আধুনিক অণুজীব বিজ্ঞানের জনক কে?

খ, প্লাজমিড কী?

গ. কিউ-জ্বর কী?

ঘ, কোন উপজাতি থেকে কুরু রােগ আবিষ্কার হয়?

ঙ. ক্যাপসিড় কী?

চ. HIV-এর পূর্ণরূপ লিখ।

ছ. কলেরা রােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লিখ।

জ, এন্টাগােনিজম বলতে কী বুঝ?

ঝ. ফাইটোপ্লাজমা কী?

ঞ. মিথানােজেন কী?

ট, সিডেরােফোরাস কী?

ঠ, পিলিন কী?

খ-বিভাগ যে কোনাে ৫টি প্রশ্নের উত্তর দাও : ৩x৫=১৫২

২। অণুজীববিজ্ঞানে আলেকজান্ডার ফ্লেমিং এর অবদান উল্লেখ কর।

৩। প্রিয়ন কিভাবে আবিষ্কৃত হয়েছিল?

৪। শ্রেণিবিন্যাসের তিন ভােমেইন পদ্ধতি বর্ণনা কর।

৫। TMV এর রাসায়নিক গঠন বর্ণনা কর।

৬। এন্টিবায়ােটিক উৎপন্নকারী তিনটি অণুজীবের নাম লিখ।

৭। ভাইরাসের লাইটিক ও লাইসােজেনিক চক্রের পার্থক্য লিখ ।

৮। উদাহরণসহ অটোট্রফিক ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর ।

৯। আর্কিয়া-এর গুরুত্ব লিখ।

গ-বিভাগ ৭x৫=৩৫ যে কোনাে ৫টি প্রশ্নের উত্তর দাও :

১০। মানুষের সার্বিক কল্যাণে অণুজীববিজ্ঞানের ভূমিকা বর্ণনা কর।

১১। যক্ষ্মা রােগ সৃষ্টিকারী অণুজীবের নাম, রােগ লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখ ।

১২।উদ্ভিদ ভাইরাসের স্থানান্তরের উপায়গুলাে বর্ণনা কর।

১৩। স্বতঃস্ফূর্ত মতবাদ কী? কিভাবে স্বতঃস্ফূর্ত উদ্ভব-এর অসারতা প্রমাণিত হয় তা বর্ণনা কর।

১৪। নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বুঝ? N, সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর।

১৫। ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম বলতে কী বুঝ? ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।

১৬। বংশগতীয় পুনর্বিন্যাস কী? ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতি বর্ণনা কর।

১৭। টীকা লিখ (যে কোনাে দুটি) :-

(ক) রিকেটসিয়া; (খ) কমেনসিয়েলিজম; (গ) ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন।

Microbiology Question Bank For National University ┃ ও মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

২০১৮ সালের প্রশ্ন

বিষয় কোড: 213001 (Microbiology) পূর্ণমান— ৬০ সময়-৩ ঘন্টা

দ্রষ্টব্য – একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়ােজনে চিহ্নিত চিত্র দিতে হবে।

ক বিভাগ মান-১x১০=১০

যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও :

১, ক, অণুজীব কী? [What is microorganism?)

খ, VAM কী? [What is VAM?]

গ. একটি অমিথােজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লিখ। Write down the name of a non-symbiotic nitrogen fixing Bacteria.]

ঘ, প্রিয়ন কী? What is Prion?)

ও, টিটেনাস রােগের জীবাণুর নাম লিখ। [Write down the name of pathogen which causes the disease Tetanus.]

চ, ব্যাকটেরিয়ােফাজ কী? [What is Bacteriophage?]

ছ. জিনােফোর কী? [What is Genophore?]

জ, ভাইরাল কনভারশন কী? [What is viral conversion?]

ঝ, কিমোেট্রপস বলতে কী বুঝ? [What do you mean by Chemotrophs ?]

এ. PGPR এর পূর্ণরূপ লিখ। [Write the full name of PGPR.)

ট, মােরােজাইগােট কী? [What is merozygote?]

ঠ, বিশুদ্ধ আবাদ কী? [What is pure culture?)

খ-বিভাগ ৩x৫=১৫ যে কোনাে ৫টি প্রশ্নের উত্তর দাও :

২. একটি ব্যাকটেরিয়া কোষের চিহ্নিত চিত্র অংকন কর। [Draw labelled diagram of a Bacteria cell.]

৩. জীবজানি ও অজীবজানি মতবাদের মধ্যে পার্থক্য লিখ। (Write down the differences between biogenesis and abiogenesis theory.)

৪. আর্কিয়া-এর বৈশিষ্ট্য লিখ। Write down the characteristics of Archaea.)

৫. ভাইরাস ও ভিরয়েডস্ এর মধ্যে পার্থক্য লিখ। [Write the differences between virus and viroids.)

৬. মাইকোপ্লাজমার সাধারণ বৈশিষ্ট্য লিখ। [Write down the general characteristics of Mycoplasma.]

৭. অ্যাকটিনােমাইসিটিসের গুরুত্ব লিখ। [Write down the importance of Actinomycetes.]

৮, ফ্ল্যাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর। [Describe the classification of bacteria based on flagella.]

৯, দুটি জীবের মধ্যে সিনারজিসটিক সম্পর্ক আলােচনা কর। [Discuss the synergistic relationship between two organisms.]

Microbiology Question Bank For National University ┃ ও মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

গ-বিভাগ যে কোনাে ৫টি প্রশ্নের উত্তর দাও : ৭x৫=৩৫

(i) লুইপান্তর; (ii) এন্টনি ভন লিউয়েন হুক। [Write down the significant contribution of (i) Louis Pasteur; (ii) Antony Von Leeuwenhock in the field of microbiology.)

১১. চিহ্নিত চিত্রসহ T, ভাইরাসের ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা কর। [With labeled diagram describe the physical and chemical structure of T virus.)

১২. হুইটেকারের পাঁচ জগত শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর। [Describe the five-kingdom system of classification of Whittaker.]

১৩, ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পদ্ধতি বর্ণনা কর। ট্রান্সডাকশনের সাথে ট্রান্সফরমেশনের পার্থক্য লিখ। [Describe transduction method of Bacteria. Write down the differences between transduction and transformation.]

১৪. গ্রোৰ্থ কার্ভ কী? চিত্রসহ ব্যাকটেরিয়ার গ্রোৰ্থ কার্ভ বর্ণনা কর। What is the growth curve? With diagram describe the growth curve of bacteria.]

১৫. জীবাণুর আন্তঃক্রিয়া বলতে কী বুঝ? নিম্নের জীবাণুর আন্তঃক্রিয়াগুলাে উদাহরণসহ ব্যাখ্যা কর।(i) অ্যামেনস্যালিজম; (ii) মিউচুয়ালিজম [What do you mean by the interaction of microbes? Explain the following interaction with examples: (i) Amensalism; (ii) Mutualism.]

১৬. মানুষের এইডস্ রােগ সৃষ্টিকারী অণুজীবের নাম, রােগ লক্ষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখ। [Write down the name of the causal organism, disease symptoms and control measures of AIDS disease of a human being.]

১৭. টীকা লিখ (যে কোনাে দুটি) :

(ক) অণুজীববিজ্ঞানের স্বর্ণযুগ;
(খ) এন্টিবায়ােটিক
(গ) পাস্তুরাইজেশন।

[Write notes (any two) (a) Golden era of Microbiology; (b) Antibiotic; (c) Pasteurization.)

২০১৯ সালের প্রশ্ন

উদ্ভিদবিজ্ঞান (তত্ত্বীয়) বিষয় কোড : 213001 (Microbiology) পূর্ণমান— ৬০ সময় ৩ ঘণ্টা

[দ্রষ্টব্য প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। প্রয়ােজনে চিহ্নিত চিত্র দিতে হবে।]

ক বিভাগ ১x১০=১০ যে কোনাে দশটি প্রশ্নের উত্তর দাও :

১. ক, রবার্ট কক কেন বিখ্যাত? [Why Robert Koch is famous for?]

খ, জীবজনি মতবাদের পক্ষে ছিলেন এমন দুজন বিজ্ঞানীর নাম উল্লেখ কর। [Mention the name of two scientists who were in favour of biogenesis.)

গ, হুইটেকারের শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলাে কী কী? [What are the bases of Whittaker’s classification?]

ঘ, রিকেটসিয়া জীবাণু আবিষ্কারে যে দুজন বিজ্ঞানী মারা যান তাদের নাম লিখ। [Write names of the two scientists who sacrificed their lives for inventing Rickettsia.]

ও, লাইসােজেনিক চক্র কী? [What is lysogenic cycle?]

চ, একটি মিথােজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লিখ। [Write the name of a symbiotic nitrogen fixing bacteria.]

ছ, যক্ষ্মা রােগের জীবাণুর নাম লেখ। [Write down the name of the pathogen of tuberculosis disease.)

জ, ছটা ছত্রাক কী? [What is Ray-fungi?)

ঝ, ফাইটোপ্লাজমা কী? [What is phytoplasma?]

এ, সিনারজিসম কাকে বলে? [What is called synergism?]

ট, PSTV এর পূর্ণরূপ লিখ। [Write the full form of PSTV.]

ঠ, মিথানােজেন কী? [What is Mithanogens?]

খ বিভাগ যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও। মান। x৫=১৫

২. অণুজীববিজ্ঞানে এডওয়ার্ড জেনারের অবদান উল্লেখ কর।[Write down the contribution of Edward Jenner in Microbiology.]

৩. শ্রেণিবিন্যাসের তিন ডােমেইন পদ্ধতি বর্ণনা কর। [Describe three domain system of classification.]

৪. প্রিয়ন আবিষ্কা১, ইতিহাস সংক্ষেপে বর্ণনা কর। [Describe in brief the history of the discovery of Prion.]

৫. আর্কিয়া এবং ইউব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য কর। [Differentiate between Archaea and Eubacteria.]

৬. কোষের আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর। [Classify bacteria on the basis of the shape of the cell.]

৭. ব্যাকটেরিয়া অ্যাকটিনােমাইসিটিসের মধ্যে সংক্ষেপে তুলনামূলক আলােচনা কর। [Write a comparative account of Bacteria and Actinomycetes in brief.)

৮. চিহ্নিত চিত্রসহ একটি উদ্ভিদ ভাইরাসের গঠন বর্ণনা কর। [Describe the structure of a plant virus with a labeled diagram.]

৯. ব্যাকটেরিয়া কোষের সংখ্যাবৃদ্ধির একটি কার্যকর পদ্ধতি বর্ণনা কর। [Describe an effective method of multiplication for bacterial cell.]

গ বিভাগ যে কোনাে পাঁচটি প্রশ্নের উত্তর দাও : মান ৭×৫=৩৫

১০. কৃষি ও শিল্পক্ষেত্রে অণুজীববিজ্ঞানের ভূমিকা উল্লেখ কর। [Mention the role of Microbiology in agriculture and industry.]

১১. চিত্রসহ ফাজ ভাইরাসের সংখ্যাবৃদ্ধির প্রক্রিয়া বর্ণনা কর। [With labeled diagram describe the multiplication of phage virus.)

১২. স্বতঃস্ফূর্ত মতবাদ কী? কিভাবে স্বতঃস্ফূর্ত উদ্ভব এর অসারতা প্রমাণিত হয় তা বর্ণনা কর।[What is spontaneous generation? Describe how spontaneous generation has been proved

imperfect.]

১৩, অণুজীবের জেনারেশন টাইম বলতে কী বুঝ? ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর। [What do you mean by generation time of microorganism? Describe the method in calculating the generation time of bacteria.)

১৪. বংশগতীয় পুনর্বিন্যাস কী? ব্যাকটেরিয়ার কনজুগেশন পদ্ধতি বর্ণনা কর। [What is genetic recombination? Describe the conjugation system of bacteria.]

১৫. কলেরা রােগ সৃষ্টিকারী অণুজীবের নাম, রােগ লক্ষণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা লিখ। [Write down the name of the causal organism, disease symptoms, and control measures of choléra disease.)

১৬. অ্যান্টাগােনিজমের সংজ্ঞা দাও। অণুজীবের বিভিন্ন ধরনের অ্যান্টাগােনিজমের বর্ণনা দাও। [Define antagonism. Describe the different types of antagonism found in micro-organisms.]

Microbiology Question Bank For National University ┃ ও মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

১৭. টীকা লিখ (যে কোনাে দুটি) :

(ক) ব্যাকটেরিওফাজ
(খ) মিথােজীবিতা
(গ) অণুজীববিজ্ঞানের জনক
[Write notes (any two):
(a) Bacteriophage
(b) Symbiosis
(c) Father of Microbiology]

Microbiology Question Bank For National University ┃ও মাইক্রোবায়োলজি (অণুজীববিজ্ঞান প্রশ্নব্যাংক)

Leave a Comment

You cannot copy content of this page