Microbiology Suggestion / অনুজীববিজ্ঞান সাজেশন / অনার্স ১ম বর্ষ

Microbiology Suggestion / অনুজীববিজ্ঞান সাজেশন / অনার্স ১ম বর্ষ

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

মাইক্রোবায়োলজির জাতীয়বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পেতে ক্লিক করুন

অনুজীববিজ্ঞানের ঐতিহাসিক পটভূমি ও পরিসর


বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর


১। অণুজীববিজ্ঞান কাকে বলে? (Define Microbiology.)
উত্তর : জীববিজ্ঞানের যে শাখায় আণুবীক্ষণিক আবিষ্কার, বাসস্থান, বিস্তার, শারীরিক গঠন, কার্যাবলি, বিস্তার এবং অণুজীববিজ্ঞান (Microbiology) বলে।


৩। এন্টনি ন লিউয়েন হুক কেন বিখ্যাত? (Why Antony Van Lecuwenhoek is famous for?)
উত্তর : ১৬৭৬ সালের ৯ অক্টোবর লন্ডনের Rayal society কে লেখা ডায়েরীতে ব্যাকটেরিয়াসহ বিভিন্ন অণুজীবের বর্ণনা পাওয়া যায়। এগুলােকে তিনি Animacules হিসেবে অভিহিত করেন। তিনিই প্রথম বিভিন্ন অণুজীব আবিষ্কার করেন। তাকে Father of Microbiology বলা হয়।

৫। রবার্ট কোচ কেন বিখ্যাত? (Robert Koch is famous for?)
উত্তর : তিনি প্রমাণ করেন যে একটি নির্দিষ্ট রােগের জন্য একটি নির্দিষ্ট জীবাণু দায়ী । যা আজ কর্কের স্বীকার্য (Koch’s postulate) হিসাবে অভিহিত। এজন্য তিনি বিখ্যাত। এছাড়া তিনি pure culture এর জন্য solid media তৈরি করেন।

৬। ইলেকট্রন অণুবীক্ষণযন্ত্র আবিষ্কারকদের নাম লেখ। (Write the name of inventors of Electron
Microscope?)
উত্তর : এম, নল এবং আর্নেস্ট রাসকা।

৭। গুটি বসন্তের টীকা সর্বপ্রথম কে আবিষ্কার করেন? (Who first discovered saml-pox vaccine?)
উত্তর : Edward Jenner ১৭৯৬ খ্রিষ্টাব্দে সর্বপ্রথম গুটি বসন্তের টীকা আবিষ্কার করেন।

৮। আধুনিক অণুজীববিজ্ঞানের জনক কে? (Who is the father of modern micro-biology?) [জা. বি, ২০১৭]
উত্তর : লুই পাস্তুর।

৯। মাইক্রোবায়ােলজি শব্দটির উৎপত্তিগত অর্থ কি? (What do you mean by the word Microbiology?)
উত্তর : ইংরেজি মাইক্রোবায়ােলজি শব্দ তিনটি গ্রিক শব্দ Micros, bios এবং logos থেকে উৎপত্তি লাভ করেছে। গ্রিক শব্দ ‘Micros’ যার অর্থ ক্ষুদ্র (Small); ‘bios’ যার অর্থ জীবন (dife) এবং ‘logos’ যার অর্থ জ্ঞান (Knowledge)। এদের সমন্বিত অর্থ অণুজীববিজ্ঞান।

১০। Micro-organism শব্দটির উৎপত্তিগত অর্থ কি?
উত্তর : ইংরেজি Micro-organism শব্দ দু’টি গ্রিক শব্দ ‘Micro’ ও ‘Organism’ হতে উৎপত্তি লাভ করেছে
গ্রিক ‘Micro’ অর্থ ছােট বা ক্ষুদ্র (যাদের খালি চোখে দেখা যায় না) এবং organism’ শব্দের অর্থ জীব। সুতরাং Micro-organism শব্দের অর্থ অতি ক্ষুদ্র জীব ।

১১। আদিকোষ কি? (What is prokaryotic cell?)
উত্তর : আদিকোষ ও কোষের নিউক্লিয়াস সুগঠিত নয়। অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থাকে না।

১২। প্ৰকৃতকোষ কি? (What is eukaryotic cell?)
উত্তর : প্রকৃত কোষ : কোষের নিউক্লিয়াস সুগঠিত । অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস থাকে।

১৩। জীবজগতের অণুজীবের অবস্থান কোথায়? (Where is the place of microorganism in the living
world?)
উত্তর : হেকেল এদেরকে Protista বিভাগে রাখেন এবং এ বিভাগের সদস্যদের Protists নামে অভিহিত করেন।

১৪। প্রকৃতিতে অণুজীবের বিস্তৃতি উল্লেখ কর। (Mention the distribution of microorganisms in nature.)
উত্তর : প্রকৃতির
প্রায় সর্বত্রই অণুজীব দেখা যায়। অণুজীব ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের উপরের স্তরে ছড়িয়ে পড়ে। সমুদ্রের তলদেশ থেকে শুরু করে পাহাড়ের সুউচ্চ চূড়া পর্যন্ত এরা থাকে। আমাদের শরীরের উপরে, গলবিলে, মুখের মধ্যে, নাকের মধ্যে ও দেহের অন্যান্য ছিদ্রের মধ্যেও থাকে।

১৫। এন্টিবায়ােটিক কাকে বলে? (Define antibiotic?)
উত্তর : যেসব পদার্থ ব্যাকটেরিয়া ও ছত্রাককে ধ্বংস করে তাকে এন্টিবায়ােটিক বলে ।

১৬। ছত্রাকজনিত এন্টিবায়ােটিকের নাম লিখ। (Write down the name of antibiotics in related to fungi.)
উত্তর : পেনিসিলিন, ক্লকসিলিন, সেফালােস্পারিন, ফেনক্সিমিথাইল পেনিসিলিন।

১৭। অ্যাকটিনােমাইসিটিসজাত এন্টিবায়ােটিকের নাম লিখ। (write down the name of antibiotics in
related to Actinomycetey.)
উত্তর : টেট্রাসাইক্লিন, স্ট্রেপটোমাইসিন, নিওমাইসিন, ক্লোর এ্যামফেনিকল, এ্যাম্পিসিলিন।

১৮। কয়েকজন বিখ্যাত অণুজীববিজ্ঞানীর নাম লিখ। (Write the name of some famous Microbiologists.)
উত্তর : এন্টনি ভন লিউয়েন হুক, এডওয়ার্ড জেনার, রােলান্ড রস, আলেকজান্ডার ফ্লেমিং, হিপােক্রেটস, লুই পাস্তুর, রবার্ট হুক, লর্ড যােসেফ লিস্টার, রবার্ট কক।

১৯। কোষ গবেষণায় অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে কে উদ্ভিদকোষ আবিষ্কার করেন? (Who discovered the plant cell using microscope in cytological research?)
উত্তর: রবার্ট হুক (১৬৬৫)।

২০। প্রকৃতিতে অত্যন্ত ক্ষুদ্র জীবের অস্তিত্বের কথা প্রথম কে বলেন?
উত্তর : লুক্ৰিয়াস এবং ভ্যারাে (খ্রিস্টপূর্ব ৭৫ শতাব্দী)

২১।অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? (Who discovered microscope?)
উত্তর : জ্যান্স ও জাকারিয়াস জেনসেন (১৫৯০)।

২২। কে উন্নত ধরনের সরল অণুবীক্ষণযন্ত্র আবিষ্কার করেন?
উত্তর : জি, গ্যালিলিও (১৬১০)।

২৩। ক্ষুদেজীব (Animalcule) কে আবিষ্কার করেন। (Who discovered animacules?)
উত্তর : এন্টনী ভন লিউয়েন হুক (১৬৭৬)।

২৪। চিকিৎসাবিজ্ঞানে জীবাণুবিহীন শল্য চিকিত্সর ভিত্তিপ্রস্তর কে স্থাপন বা এন্টিসেপটিক প্রবর্তন করেন? (Who first played role antiseptic surgery in medical science?)
উত্তর: যােসেফ লিস্টার (১৮৬৭)।

২৫। গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন। (When and who discovered smallpox vaccine?)
উত্তর : এডওয়ার্ড জেনার (১৭৯৮)।

২৬। ব্যাকটেরিয়াকে উদ্ভিদ রাজ্যে কে অন্তর্ভুক্ত করেন?
উত্তর : ফার্ডিনান্ড কন (১৮৫৪)

২৭। ফার্মেন্টেশন প্রক্রিয়া কে আবিষ্কার করেন? (Who first discovered fermentation?)
উত্তর: লুই পাস্তুর (১৮৮৪)।

২৮।ব্যাকটেরিয়ার গ্রাম রঞ্জন পদ্ধতি কে আবিষ্কার করেন? (Who first discovered gram staining
technique?)
উত্তর : ক্রিস্টিয়ান গ্রাম (১৮৮৪)।

২৯। কে রাবিস ভ্যাকসিন আবিষ্কার করেন? (Who first discovered rabies vaccine?)
উত্তর: লুই পাস্তুর (১৮৮৫)।

৩০। ম্যালেরিয়া জীবাণু যে স্ত্রী এনােফিলিস মশার মাধ্যমে বিস্তার লাভ করে তা কে আবিষ্কার করেন?
উত্তর: রােনাল্ড রস (১৮৯৮)।

৩১। কে ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার করেন? (Who invented electron microscope?)
উত্তর : এম, নল এবং আর্নেস্ট রাসকা।

৩২। আলেকজান্ডার ফ্লেমিং এর অবদান কী? (What is the contribution of Alexander Fleming?)
উত্তর : পেনিসিলিন নামক এন্টিবায়ােটিক ওষুধ আবিষ্কার করেন।

৩৩। চিকিৎসা বিজ্ঞানের জনক কে? (Who is the father of medical science?)
উত্তর: হিপােক্রেটস।

৩৪। আধুনিক অণুজীববিজ্ঞানের প্রতিষ্ঠাতা (Founder of Modern Microbiology) কে? (Who is the
founder of modern microbiology?)
উত্তর: লুই পাস্তুর।

৩৫। ইমিউনােলজি কী? (What is immunology?)
উত্তর : জীব বিজ্ঞানের যে শাখায় টিকা নিয়ে আলােচনা করা হয় তাকে ইমিউনােলজি বলে।

৩৬। এন্টিবডি কী? (What is antibody?)
উত্তর : এন্টিবডি বলতে বুঝায় মানুষের রক্তে উৎপাদিত এক প্রকার প্রােটিন পদার্থ, যা এন্টিজেনের সাথে মিলিত হয়ে তার ক্ষতিকর প্রবণতাকে প্রদমিত করতে পারে।

৩৭। এন্টিজেন কী? (What is antigen?)
উত্তর : এন্টিজেন বলতে সাধারণত বুঝায় এমন বাহ্যিক প্রােটিন বস্তু, যা মানবদেহে প্রবেশ করলে রক্তে এন্টিবডি উৎপাদিত হয়ে থাকে।

৩৮।সক্রিয় রােগ প্রতিরােধ কাকে বলে? (Define active discuse resistance?)
উত্তর : টিকার সাহায্যে মানবদেহে রােগ প্রতিরােধ ক্ষমতা সৃষ্টি করাকে সক্রিয় রােগ প্রতিরােধতা বলে।

৯।শিল্পক্ষেত্রে অণুজীব বিজ্ঞানের প্রয়ােগ ক্ষেত্র।
উত্তর : ১। এসিটোন বিউটানল উৎপাদন,
২। গ্লিসারল উৎপাদন,
৩। চিটাগুড় থেকে অ্যালকোহল উৎপাদন,
৪। ওয়াইন, বিয়ার, এল, সাকি বা সেক তৈরি,
৫। এনজাইম উৎপাদন,
৬। জ্বালানি দ্রব্যাদি তৈরিতে।

৪০। জার্ম থিওরি অব ডিজিজ’ কে প্রতিষ্ঠা করেন? (Who stablished ‘Germ theory of disease’?)
উত্তর: রবার্ট কক (১৮৭৬-৭৭)।

৪১। পান্তরাইজেশন কে আবিষ্কার করেন? (Who invented pasteurization?)
উত্তর : লুই পাস্তুর (১৮৬৪)।

৪২। এনথাক্স রােগের জীবাণু Bacillus anthracix কে আবিষ্কার করেন?
উত্তর : রবার্ট কক্ (১৮৭৬-‘৭৭)।

৪৩। পান্তুরাইজেশন কে আবিষ্কার করেন?
উত্তর : লুই পাস্তুর ১৮৬৪ খ্রিষ্টাব্দে পান্তুরাইজেশন আবিষ্কার করেন।

৪৪। পাস্তুরাইজেশন কী? (What is pasteurization?)
উত্তর : বিভিন্ন
ক্ষতিকর অণুজীবকে ধ্বংস করার জন্য দোষযুক্ত মদকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় রেখে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তপ্ত করে সংরক্ষণ করা হয়। ফলে তাপে অণুজীব ধ্বংস হয় কিন্তু মদের গুণাগুণ অক্ষুন্ন থাকে। এই প্রক্রিয়াকে বলা হয় পাস্তুরাইজেশন। ১৮৬৪ সালে Louis Pasteur Pasteurization পদ্ধতি আবিষ্কার করেন।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

বিভাগ খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি: Part-B : Short Questions

  1. ককের স্বীকার্যসমূহ লিখ। [Mention the Kock’s postulates]
  2. নিম্নলিখিত অণুজীববিজ্ঞানীদের অবদান সম্পর্কে লিখ। [Write down the significant contribution of Microbiologists.]
    ক, এন্টানি ভলিউয়েন লুক [Antony Von Leeuween.]
    খ. লুইপান্তর [Louis Pasteur]
    গ. এডওয়ার্ড জেনার [Edward Jenner]
    ঘ, রবাট কক [Robert kock.]
    ঙ. আলেকজান্ডার ফ্লেমিং [Alexander Fleming.]
  3. লুইপার এর উল্লেখযােগ্য অবদানগুলাে লিখ।[Write down the significant contributions of Louis Pasteur.]
  4. অণুজীববিজ্ঞানে এডওয়ার্ড জেনারেলের অবদান উল্লেখ কর। [Write down the contribution of Edward Jenner in Microbiology.]
  5. অণুজীববিজ্ঞানে আলেকজাণ্ডার ফ্লেমিং এর অবদানগুলাে উল্লেখ কর।[Mention the contribution of Alexander Fleming in the field of Microbiology.]
  6. অণুজীববিজ্ঞানের স্বর্ণযুগ বর্ণনা কর। [Describe the Golden Age of Microbiology.]
  7. এন্ট্রিবায়ােটিক উৎপাদনকারী চারটি অণুজীবের নাম লিখ। [Write down the name of four Antibiotic producing micro-organisms.)
  8. টীকা লিখ [Write short note] :পাস্তুরাইজেশন [Pasteurization.]
  9. এন্টিবায়ােটিক কী? এন্টিবায়ােটিকের বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর। [What is antibiotic? Mention the characteristics of antibiotics.]
  10. অণুজীববিজ্ঞান বনাম জীববিজ্ঞান ব্যাখ্যা কর।[Microbiology versus Biology – Explain.]
  11. আদিকোষ ও প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখ। [Write the differences between prokaryotic and Eukaryotic cell.]
  12. প্রকৃতিতে অণুজীবের বিস্তৃতি সম্পর্কে লিখ। [Write the distribution of microorganisms in nature.]

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স



বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি। Part-C : Broad Questions

  1. অণুজীববিজ্ঞানের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে আলােচনা কর? [Describe the short history of Microbiology.)
  2. অণুজীব বলতে কী বুঝ? অণুজীববিজ্ঞানের পরিসর আলোচনা কর ।[What do you mean Microbiology Discuss the scope of Microbiology
  3. পাঁচটি বিশেষ গুরুত্বপূর্ণ আবিষ্কারসহ অনুজীববিজ্ঞানে পাচজন বিজ্ঞানীর অবদান এর ইতিহাস আলােচনা কর। Discuss the significant contribution of 5 Microbiologist with 5 in Microbiologist with 5 importance invention.]
  4. অণুজীববিজ্ঞানের স্বর্ণযুগ বলতে কী বুঝ? সংক্ষেপে লিখ। [Write down the short history of the Golden Age of Microbiology.]
  5. মানবকল্যাণে বাংলাদেশে অণুজীববিজ্ঞানের গুরুত্ব আলােচনা কর। [Discuss the role of Microbiology in the overall human welfare in the context of Bangladesh.]
  6. মানুষের সার্বিক কল্যাণে অণুজীববিজ্ঞানের ভূমিকা বর্ণনা কর। [Describe the role of Microbiology in the overall human welfare.]
  7. অণুজীববিজ্ঞানে বিভিন্ন বিজ্ঞানীদের অবদান সংক্ষেপে বর্ণনা কর। [Give a brief description the contribution of different scientists.]
  8. শিল্পক্ষেত্রে অণুজীববিজ্ঞানের প্রয়ােগ ব্যাখ্যা কর। [Explain the application of Industrial Microbiology.]

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স


জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নাবলি 2005-২০১৭

  1. অণুজীববিজ্ঞান বলতে কী বুঝ? অণুজীববিজ্ঞানের পরিসর আলােচনা কর ।
  2. নিম্নলিখিত অণুজীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ অবদানসমূহ বর্ণনা কর।
    i. আলেকজাণ্ডার ফ্লেমিং
    ii. লুই পাস্তুর
    iii. রবার্ট কক
  3. টীকা লিখ ; এডওয়ার্ড জেনার ও ভেক্সিনেশন
  4. টীকা লিখ: লুই পাস্তুর
  5. অণুজীববিজ্ঞান বলতে কি বুঝ? অণুজীববিজ্ঞানের পরিসর আলােচনা কর।
  6. নিম্নলিখিত অণুজীববিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান বর্ণনা কর।
    i. আলেকজাণ্ডার ফ্লেমিং
    ii. লুই পাস্তুর
    iii. রবার্ট কক
  7. এন্টিবায়ােটিক কি?
  8. টীকা লিখ : এডওয়ার্ড জেনার ও ভেক্সিনেশন
  9. অণুজীববিজ্ঞানের ক্রমবিকাশে নিম্নলিখিত অণুজীববিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান লিখ ।
  10. i. অ্যান্টনি ভন লিউয়েন লুক
  11. ii. এডওয়ার্ড জেনার
  12. iii, পর আরলি
  13. টীকা লিখ ।
  14. i. পাস্তুরাইজেশন
  15. ii. এন্টিবায়ােটিক
  16. অণুজীব বলতে কী বুঝ? অণুজীববিজ্ঞানের পরিসর আলােচনা কর ।
  17. অণুজীববিজ্ঞানে এন্টনি ভন লিউয়েন হুক এবং আলেকজাণ্ডার ফ্লেমিং এর অবদান উল্লেখ কর।
  18. বর্তমান বিশ্বে অণুজীববিজ্ঞানের পরিসর বর্ণনা কর।
  19. অণুজীববিজ্ঞানে বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ কর।
    i. এডওয়ার্ড জেনার
    ii. লুই পাস্তুর
  20. বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের সার্বিক কল্যাণে অণুজীববিজ্ঞানের ভূমিকা বর্ণনা কর।
  21. সংক্ষেপে অণুজীববিজ্ঞানের পরিসর বর্ণনা কর।
  22. অণুজীববিজ্ঞানে রবার্টককের অবদান উল্লেখ কর।
  23. অণুজীববিজ্ঞানের স্বর্ণযুগ বর্ণনা কর।
  24. অণুজীববিজ্ঞানের জনক সম্পর্কে আলােচনা কর।
  25. এন্টিবায়ােটিক উৎপাদনকারী চারটি অণুজীবের নাম লিখ ।
  26. কক এর স্বীকার্যগুলাে আলােচনা কর।
  27. লুইপার এর উল্লেখযােগ্য অবদানগুলাে লিখ।
  28. অণুজীববিজ্ঞানে আলেকজান্ডার ফ্লেমিং ও রবার্ট কক এর অবদান লেখ।
  29. এডওয়ার্ড জেনার অবদান উল্লেখ কর।
  30. লুই পাস্তুর এর অবদান উল্লেখ কর।
  31. অণুজীববিজ্ঞানে আলেকজান্ডার ফ্লেসিং এর অবদান উল্লেখ কর।
  32. মানুষের সার্বিক কল্যাণে অণুজীববিজ্ঞানের ভূমিকা বর্ণনা কর।

জীবানু (Living Organisms)

বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A : Brief Questions & Answers

১। জীবজনি মতবাদের পক্ষে ছিলেন এমন দুইজন বিজ্ঞানীর নাম উল্লেখ করেন? (Mention the name of two scientists who were in favour of biogenesis.)
উত্তর: (i)Francesco Redi, (ii) Louies Pasteur.

২। ভ্যাকসিনের জনক কে? (Who is the father of vaccine?)
উত্তর : ব্রিটিশ চিকিৎসাবিজ্ঞানী এডওয়ার্ড জেনার।

৩। ভ্যাকসিন কী? (What is vaccine?)
উত্তর : অণুজীব থেকে সৃষ্ট নিষ্ক্রিয় বিষ এন্টিজেন হিসেবে ব্যবহার করে বিভিন্ন রােগের প্রতিষেধক হিসেবে কাজ করে, তাকে ভ্যাকসিন বলে।

৪। বায়ােজেনেসিস বলতে কী বুঝ? (What do you mean by biogenesis?)
উত্তর : জীব থেকে জীবের উৎপত্তি, জড় বস্তু থেকে নয়, এই মতবাদকে বায়ােজেনেসিস বলে।

৫। জার্ম থিওরী বলতে কী বােঝায়? (What is meant by germ theory?)
উত্তর : Robert
Koch এই মতবাদের প্রবক্তা। তাঁর মতে অণুজীবরা উদ্ভিদ, প্রাণী ও মানুষের রােগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ জীবাণু ছাড়া রােগ সৃষ্টি সম্ভব নয়। এই মতবাদকে ‘Germ Theory of Disease’ বলা হয়।

৬। গুটি বসন্তের টিকা কে এবং কত সালে আবিষ্কার করেন? (Who and when discovered the vaccine of smallpox?)
উত্তর : Edward Jenner ১৭৯৬ সালে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন।

৭। জলাতঙ্কের ভ্যাকসিন কে এবং কত সালে আবিষ্কার করেন? (Who and when discovered the vaccine of rabies?)
উত্তর : Louies Pasteur ১৮৮৫ সালে জলাতঙ্ক রােগের ভাইরাসের নাম Rabis Virus.

৮। জীবনের সংজ্ঞা কি? (Define life?)
উত্তর : বিপাক, বৃদ্ধি, জনন, অনুভূতি প্রভৃতি বৈশিষ্ট্যসম্পন্ন এবং কতিপয় রাসায়নিক পদার্থের একটি সুসংগঠিত বিশেষ অবস্থার নাম জীবন।

৯। জীবনের প্রধান বৈশিষ্ট্য কি? (What are the main characters of life?)
উত্তর : সুনির্দিষ্ট আকার ও আকৃতি, কৌষিক সংগঠন, প্রােটোপ্লাজম, বিপাক, পুষ্টি, বৃদ্ধি, প্রজনন, চলন, অভিযােজন, প্রকরণ, বিবর্তন প্রভৃতি।

১০। অণুজীবের বৈশিষ্ট্য উল্লেখ কর। (Mention the characters of microbs.)
উত্তর : ১. এরা আণুবীক্ষণিক। ২. এদের আয়ু সীমিত বলে সংখ্যা দ্রুত বাড়ে। ৩, বাহকের সাহায্য ছাড়া চলাচল করতে পারে না।

১১। জীবনের সৃষ্টি সম্পর্কে প্রদত্ত মতবাদকে কয় ভাগে ভাগ করা হয় এবং কি কি?
উত্তর : তিন ভাগে ভাগ করা যায়; যথা : ১. ভাববাদ মতবাদ (Idealistic theory); ২. অজীবজনি মতবাদ ৩, জীবজানি মতবাদ

১২। বিশেষ সৃষ্টির মতবাদ কে প্রবর্তন করেন? (Who introduces spontaneous generation?)
উত্তর : স্পেনের ধর্মযাজক সুয়ারেজ।

১৩। প্রাকৃতিক বিপর্যয় মতবাদ কে প্রবর্তন করেন? (Who introduced ‘theory of catatrophism’?)
প্রত্নতত্ত্ববিদ বিজ্ঞানী কুভিয়ার (Cuvier 1769-1832)।

১৪। প্রাকৃতিক বিপর্যয় মতবাদ কি? (What is theory of catatrophism?)
উত্তর : এ মতবাদ হচ্ছে পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে একাধিক বার জীবকুল ধ্বংস হয়েছিল এবং পরবর্তীতে প্রতিবারই উন্নতমানের নতুন জীবের উদ্ভব ঘটেছে। এরকম প্রাকৃতিক দুর্যোগ স্থায়ী ছিল।

১৫। কসমােজায়া মতবাদ প্রবর্তন কে করেন? (Who introduced cosmozoa theory?)
উত্তর : Sir Fred Hoyle এবং ন্যাচার।

১৬। কসমােজোয়া মতবাদ কি? (What is Cosmozoa theory?)
উত্তর : এ মতবাদ হচ্ছে জীবনের বীজ পৃথিবীর বাইরের কোন গ্রহ থেকে উল্কা বা অন্য কিছুর মাধ্যমে পৃথিবীতে এসেছিল।

১৭। সায়ানােজেন মতবাদ কে প্রবর্তন করেন? (Who introduced theory of Cyanogen?)
উত্তর : জার্মান বিজ্ঞানী ফ্ল্যজার।

১৮। সায়ানােজেন মতবাদ কাকে বলে? (Define Cyanogen theory?)
উত্তর : এ মতবাদ হচ্ছে পৃথিবী যখন ক্রমশ শীতল হতে আরম্ভ করে তখন কার্বন নাইট্রোজেন নামক মৌলিক পদার্থদ্বয় মিলিত হয়ে সায়ানােজেন নামক যৌগ গঠন করে। এ সায়ানােজেন থেকে প্রথমে প্রােটিন এবং পরবর্তীতে প্রােটিন থেকে প্রােটোপ্লাজম সৃষ্টি হয়।

১৯, চিরন্তন মতবাদ কে প্রবর্তন করেন? (Who introduced theory of eternity?)
উত্তর: James Hutton (1723-1797)

২০। চিরন্তন মতবাদ ব্যাখ্যা কর। (Discuss theory of eternity.)।
উত্তর : এ মতবাদ হচ্ছে পৃথিবীতে কোন বস্তু নতুনভাবে বা নতুন করে সৃষ্টি হয় নি অর্থাৎ পূর্বে যা ছিল বর্তমানে তাই আছে এবং ভবিষ্যতে একইভাবে সেগুলাে থাকবে।

২১। জীবন বলতে কী বােঝায়? (What is life?)
উত্তর : জীবন যে কি তা অনেকে অনুধাবন করতে পারলেও আজ পর্যন্ত কেহ বিশেষ কোন সংজ্ঞা দ্বারা সঠিকভাবে নিরূপণ করতে পারেন নি। আমরা শিক্ষিত-অশিক্ষিত সবাই একটি জীব (যার মধ্যে জীবন রয়েছে), এবং একটি মৃতদেহ বা জড় পদার্থের মধ্যে সহজেই কতকগুলাে বৈসাদৃশ্য লক্ষ্য করে থাকি এবং কোন্‌টি মৃত বা জড় এবং কোন্‌টি জীবিত তাও বলতে পারি। কাজেই জীব ও জড় বস্তুর সাধারণ বৈশিষ্ট্য ও বৈসাদৃশ্যের প্রতি দৃষ্টি রেখেই নিম্নোক্ত উপায়ে জীবনের সংজ্ঞা দিতে পারি :

বৃদ্ধি, প্রজনন, মিউটেশন, অনুভূতি বিবর্তন গুণসম্পন্ন প্রােটোপ্লাজম নামক একপ্রকার সুসংগঠিত জটিল জৈব বস্তুর বিকশিত শক্তিকে জীবন বলে । অথবা বিপাক, বৃদ্ধি, প্রজনন, অনুভূতি ইত্যাদি বৈশিষ্ট্যসম্পন্ন এবং কতিপয় রাসায়নিক পদার্থের একটি সুসংগঠিত বিশেষ অবস্থাকে জীবন বলে ।

২২। জীবনের ২টি বৈশিষ্ট্য ব্যাখ্যা কর। (Describe two characters of life.)
উত্তর : ১. কোষীয় সংগঠন (Cellular Organism) : সব ধরনের জীবের গঠন জৈবনিক ক্রিয়ার একক হলাে কোষ। এক বা একাধিক কোষ দ্বারা জীব গঠিত হয়। বহুকোষী জীব একই কাজের জন্য কতকগুলাে কোষ মিলিত হয়ে একটি টিস্যু গঠন করতে পারে। আবার বিশেষ বিশেষ টিস্যুর সমন্বয়ে বিশেষ বিশেষ অঙ্গপ্রত্যঙ্গও গঠিত হতে পারে। এরূপ গঠন জড় বস্তুতে দেখা যায় না ।

২৩। বিপাক ক্রিয়া (Metabolism) : প্রতিটি কোষে বেশ কিছুসংখ্যক এনজাইম থাকে। এর মাধ্যমে জীবকোষে রেচন, প্রস্বেদন, সালােকসংশ্লেষন, শ্বসন, প্রজনন, পরিপাকসহ বহু ধরনের জৈবিক প্রক্রিয়াদি সংঘটিত হয়। এদেরকে একত্রে বিপাক বলে। বিপাক ক্রিয়া জীবদেহের অন্যতম বৈশিষ্ট্য।

২৪। জীবনের উৎপত্তির কয়েকটি মতবাদ উল্লেখ কর। (Mention some theory of origin of life.)
উত্তর : (i) স্বতঃস্ফূর্ত উৎপত্তির মতবাদ, (i) জীবজনি মতবাদ, (iii) জীবনের উৎপত্তির আধুনিক মতবাদ বা রাসায়নিক মতবাদ।

২৫। জীবনের উৎপত্তির রাসায়নিক মতবাদের প্রবর্তক বা জন্মদাতা কে? (Who is the father of theory of chemied evolution?)
উত্তর : জীবনের উৎপত্তির আধুনিক রাসায়নিক তত্ত্বের জন্মদাতা বলতে গেলে রুশ প্রাণরসায়নবিদ Alexander 1. Oparin। তিনি ১৯২২ সালে জীবনের উৎপত্তি নামক রুশ ভাষায় একটি বই লেখেন।

২৬। স্বতঃস্ফূর্ত উৎপত্তির মতবাদের প্রবর্তক কে? (Who is the father of theory of spontaneous generation?)
উত্তর : জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল এ মতবাদের জনক।

২৮। জীবজনি মতবাদের মূলকথা কী? (What is the gist of biogenesis theory?)
উত্তর : এই তত্ত্বে বলা হয়েছে পূর্বে অস্তিত্ব প্রাপ্ত জীবন থেকে জীবন সৃষ্টি হয়েছে, অর্থাৎ জীবন থেকেই জীবনের উদ্ভব ঘটে, কোন জড় পদার্থ থেকে নয়।

২৯। স্বতঃস্ফূর্ত মতবাদের অসারতা কে প্রমাণ করেন? (Who proved imperfect the spontaneous generation?)
উত্তর : Louis Pasteur ১৮৬১ সালে স্বতঃস্ফূর্ত মতবাদের অসারতা প্রমাণ করেন ।

৩০।রােগের জীবাণুতত্ত্ব কী? (What is ‘Germ Theory of disease’?)
উত্তর : রােগের সাথে জীবাণুর সম্পর্ককে ‘রােগের জীবাণুতত্ত্ব’ বা ‘Germ Theory of Disease’ বলে। এ মতবাদের প্রবক্তা হলেন Robert Koch।

৩১।স্বতঃস্ফূর্ত মতবাদ বলতে কী বুঝ? (What do you mean by spontaneous generation?)
উত্তর : জড় বস্তু থেকে আপনা-আপনি জীব সৃষ্টির মতবাদকে স্বতঃস্ফূর্ত মতবাদ বলে।

৩২। Louis Pasteur কত সালে স্বতঃস্ফূর্ত মতবাদের অসারতা প্রমাণ করেন? (In which era Louis Pasteur has proved imperfect of ‘The Theory of Spontaneous generation’?)
উত্তর : ১৮৬১ সালে।

৩৩। ‘The Germ Theory of Disease’ এর প্রবক্তা কে? (Who is the father of ‘The Germ Theory of Disease’?)
উত্তর: Robert Koch.

৩৪। Robert Koch কোন পরীক্ষার সাহায্যে প্রমাণ করেন যে, ব্যাকটেরিয়াই রােগ সৃষ্টির কারণ? (What is the experiment by which Robert Koch proved, Bacteria is the cause of disease?)
উত্তর : Anthrax গবেষণার মাধ্যমে।

৩৫। Van Helmont কোন মতবাদে বিশ্বাসী ছিলেন? (In which theory was Van Helmont was a believer?)
উত্তর : স্বতঃস্ফূর্ত মতবাদে বিশ্বাসী ছিলেন।

৩৬। জীবনের উৎপত্তি সম্পর্কে সবচেয়ে আধুনিক মতবাদ কোনটি? (Which is the modern theory about the origin of life?)
উত্তর: Theory of Chemical Evolution,

৩৭। Francesco Redi কোন মতবাদে বিশ্বাসী ছিলেন? (In which theory Francesco Redi was biliever?)
উত্তর : Biogenesis Theory তে বিশ্বাসী ছিলেন।

বিভাগ-খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি Part-B : Short Questions

  1. জীবন কি? [What is life?]
  2. জীবনের বৈশিষ্ট্যসমূহ লিখ । [Write the properties of life.]
  3. জীবনের উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন মতবাদ ব্যাখ্যা কর। [Explain the theories about origin of life.]
  4. Biogenesis কি? এর পক্ষে এবং বিপক্ষে বিজ্ঞানীদের যুক্তিতর্ক সম্পর্কে আলােচনা কর।
  5. জীবজনি মতবাদ ও অজীবজনি মতবাদের পার্থক্য লিখ। [Write the differences between Biogenesis and Abiogenesis theories.]
  6. জীবনের উৎপত্তির আধুনিক মতবাদ বা রাসায়নিক মতবাদ ব্যাখ্যা কর।[Discuss the modern theory or chemical theory about the origin of life.]
  7. অজীবজনি ও জীবজনি মতবাদের মধ্যে পার্থক্য লিখ। [Distinguish between abiogenesis and biogenesis.]
  8. জীবের উৎপত্তির ক্ষেত্রে রাসায়নিক উৎপত্তি মতবাদ আলােচনা কর । [Discuss the theory of chemical evolution in case of origin of lives.]

বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি Part-C: Broad Questions

  1. অণুজীব বলতে কী বুঝ? কীভাবে অণুজীবের উৎস সম্পর্কে “স্বতস্ফূর্ত ধারণাটি পরিবর্তিত হয়ে জীবজনি’ মতবাদ প্রতিষ্ঠিত হলাে, আলােচনা কর। [What is microbes? Discuss how spontaneous generation has been proved imperfect.]
  2. স্বতস্ফূর্ত উৎপত্তি কী? স্বতঃস্ফূর্ত উৎপত্তি মতবাদটি ব্যাখ্যা কর। [What is spontaneous generation Describe the hypothesis of spontaneous generation. ]
  3. অণুজীববিজ্ঞানে রােগের জীবাণু মতবাদ বা জীবাণুতত্ত্ব সম্পর্কে লিখ। এ তত্ত্বের গুরুত্ব লিখ।
    [Write down the Germ theory of disease. Mention the importance of the theory]
  4. স্বতঃস্ফূর্ত উৎপত্তি বনাম বায়ােজেনেসিস আলােচনা কর। (Discuss spontaneous generation versus biogenesis.]
  5. জীবসৃষ্টির স্বতঃস্ফূর্ত মতবাদ বর্ণনা কর এবং এর অসারতা প্রমাণে বিজ্ঞানী রেডীর পরীক্ষা বর্ণনা কর।
    (What is the spontaneous generation hypothesis? Describe how spontaneous generation has been proved imperfect with the experiment of Francesco Redi]
  6. জীবনের উৎপত্তি সম্পর্কে লুই পাস্তুরের পরীক্ষা বর্ণনা কর । [Discuss Louis Pasteur’s experiment about the origin of life.]
  7. জীবজনি মতবাদের পক্ষে ফ্রান্সিসকো রেডি এবং ল্যাজারাে স্প্যালানজানির পরীক্ষাগুলাে বর্ণনা কর।
    [Discuss the experiment of Francesco Redi and Lazzaro spallanzani in favour of biogenesis.)

২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ

  1. স্বতঃস্ফূর্ত মতবাদ ও জীবজনি মতবাদের পার্থক্য লিখ।
  2. অণুজীব বলতে কী বুঝ? কীভাবে অণুজীবের উৎস সম্পর্কে “স্বতঃস্ফূর্ত ধারণাটি পরিবর্তিত হয়ে “জীবজনি মতবাদটি প্রতিষ্ঠিত হলাে, আলােচনা কর।
  3. রােগের জীবাণুতত্ত্ব বলতে কী বুঝ? অণুজীববিজ্ঞানের এ তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর।
  4. রােগের জীবাণুতত্ত্ব বিশদভাবে বর্ণনা কর।
  5. স্বতঃস্ফূর্ত উৎপত্তি বনাম বায়ােজেনেসিস আলােচনা কর।
  6. জীবনের উৎপত্তি সম্পর্কে “লুই পাস্তুরের পরীক্ষা বর্ণনা কর।
  7. জীবজনি ও অজীবজনি মতবাদের মধ্যে পার্থক্য কর।
  8. জীবের উৎপত্তির ক্ষেত্রে রাসায়নিক উৎপত্তি মতবাদ আলােচনা কর।
  9. রােগের জীবাণুতত্ত্বটি ব্যাখ্যা কর।
  10. জীবজনি মতবাদের পক্ষে ফ্রান্সিসকো রেডি এবং ল্যাজারাে স্প্যালানজানির পরীক্ষাগুলাে বর্ণনা কর।
  11. স্বতঃস্ফূর্ত মতবাদ কি? কিভাবে স্বতঃস্ফূর্ত উদ্ভব এর প্রসারতা প্রমাণিত হয় তা বর্ণনা কর।
  12. জীবজনি ও অজীবজনি মতবাদ বলতে কী বুঝ?
  13. রােগের জীবাণুতত্ত্বের ব্যাখ্যা দাও।
  14. স্বতঃস্ফূর্ত মতবাদী কী? কীভাবে স্বতঃস্ফূর্ত উদ্ভব এর অসারতা প্রমাণিত হয় তা বর্ণনা কর।
  15. জীবজনি মতবাদ ও অজীবজনি মতবাদের পার্থক্য লেখ।
  16. স্বতঃস্ফূর্ত উৎপত্তি কী? স্বতঃস্ফূর্ত উৎপত্তি মতবাদটি ব্যাখ্যা কর।
  17. স্বতঃস্ফূর্ত মতবাদ কী? কীভাবে স্বতঃস্ফূর্ত উদ্ভব এর অসারতা প্রমাণিত হয় তা বর্ণনা কর।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

জীবজগতে অনুজীবের অবস্থান

বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A : Brief Questions & Answers

১। হুইটেকারের শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলাে কী কী? (What are the basis of Whittaker’s classification?)।
উত্তর : হুইটেকার এর শ্রেণিবিন্যাসের ভিত্তিগুলাে হলাে- সালােকসংশ্লেষণ, শােষণ এবং ইনজেশন।

২। ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাসের প্রয়ােজনীয়তা উল্লেখ কর। (Mention the necessary of bacterial classification.)

উত্তর : i. ব্যাকটেরিয়া শনাক্তকরণের জন্য এর প্রয়ােজন হয়।
ii. শ্রেণীবিন্যাস দ্বারা ব্যাকটেরিয়ার স্বভাব, বসতি, বিস্তার, আচরণ ও ব্যবহারিক গুরুত্ব সম্পর্কে জানা যায়।
iii. গবেষণার জন্য।

৩। অণুজীবের শ্রেণীবিন্যাস কত প্রকার ও কী কী? (What are the types of classification of microbs and give their names?)
উত্তর : তিন প্রকার। যথা : i. ফেনেটিক শ্রেণীবিন্যাস, ii. ফাইলেটিক শ্রেণীবিন্যাস, i. সংখ্যাভিত্তিক শ্রেণীবিন্যাস।

৪। ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ কী কী? (What are the basis of classification of bacteria?)
উত্তর : অঙ্গসংস্থান, শারীরবৃত্তীয় ও প্রাণরাসায়নিক, বিপাকীয় দ্রব্যাদি, ইকোলােজিক্যাল, ক্যালচারাল, জীবাণু, অণু।

৫। হুইটেকারের অবদান বল।
উত্তর : হুইটেকার এর অবদান হলাে ৫ রাজ্য শ্রেণিবিন্যাস :
i. Monera
ii. Protista
iii. Plantae
iv. Fungi
v. Animalia

৬। Monera-এর উদাহরণ দাও। (Give examples of Moneral)
উত্তর: Mycoplasma sp. Rickettsia sp. Chlamydia sp.

৭। Protista-এর উদাহরণ দাও। (Give examples of Protista.)
উত্তর: Euglena. Synura sp. Isochrysis.

৮। ছত্রাক এর উদাহরণ দাও। (Give examples of fungi)
উত্তর: Phytophthora, Agaricus, Puccinia.

৯। প্লান্টির উদাহরণ দাও ।
উত্তর: Riccia gangetica, Semibarbula orientalis

১০। Animalia-এর উদাহরণ দাও। (Give examples of Animalia.)
উত্তর : Homo sapiens. Bufo melanostictus.

১১। শ্রেণিবিন্যাস বলতে কী বােঝায়? (What is meant by classification?)
উত্তর : সাদৃশ্যের ভিত্তিতে একদলে ও বৈসাদৃশ্যের ভিত্তিতে ভিন্ন দলে স্থাপন করা অর্থাৎ জীবের আকার-আকৃতি, উৎপত্তি, অঙ্গ সংস্থান, অন্তর্গঠন প্রভৃতির ভিত্তিতে এদেরকে কিংডম, বিভাগ বা ফাইলাম, শ্রেণি, বর্ণ, গােত্র, গণ, প্রজাতি, প্রকরণ বা স্ট্রেইন প্রভৃতি স্তরে স্থাপন করার প্রক্রিয়াকে শ্রেণিবিন্যাস বলা হয়।

১২। পাঁচরাজ্য বিশিষ্ট শ্রেণিবিন্যাস পদ্ধতি কে প্রবর্তন করেন? (Who introduced the methods of five kingdom classification?)
উত্তর : Whittaker ১৯৬৯ সালে পাঁচরাজ্য বিশিষ্ট শ্রেণিবিন্যাস প্রবর্তন করেন।

১৩। জীবজগতের আধুনিক শ্রেণিবিন্যাস পদ্ধতির প্রবর্তক কে? (Who is the father of the method of modern classification of living world?)
উত্তর : মারগুলিস জীবজগতের আধুনিক শ্রেণিবিন্যাস পদ্ধতির প্রবর্তক। তিনি ১৯৯২ সালে জীবজগতের পাঁচরাজ্য বিশিষ্ট একটি শ্রেণিবিন্যাস পদ্ধতি উপস্থাপন করেন।

১৪। Carl Woese অণুজীবকে কয়টি রাজ্যে বিভক্ত করেন এবং কী কী?
উত্তর : Carl woese ১৯৮০ সালে জীনগত বিশ্লেষণের উপর ভিত্তি করে সমস্ত অণুজীবকে ৩টি রাজ্যে ভাগ করেন। (i) Archaebacteria, (ii) Eubacteria (iii) Eukaryotes.

১৫। কে ছয় রাজ্য বিশিষ্ট শ্রেণিবিন্যাস পদ্ধতির প্রবর্তন ঘটান? (Who introduce the method of sin kingdom classification?)
উত্তর : Carl Woese ১৯৭৭ সালে ছয় রাজ্য বিশিষ্ট শ্রেণিবিন্যাস পদ্ধতির প্রবর্তন ঘটান।

১৬। কে Whittaker ও Margulis-এর শ্রেণিবিন্যাস পদ্ধতির ব্যাপক পরিবর্তন ঘটান।
উত্তর : Lynn Margulis এবং Karlene V. Schwarz ১৯৯৮ সালে Whittaker ও Margulis এর শ্রেণিবিন্যাসের ব্যাপক পরিবর্তন করেন।

১৭। অনেক বিজ্ঞানী ভাইরাসকে তাদের শ্রেণিবিন্যাসে অন্তর্ভুক্ত করেননি কেন? (Why the seientists do not includ the virus in their classification?)
উত্তর : সুনির্দিষ্টভাবে ভাইরাসের জীব প্রকৃতি শনাক্ত না হওয়ায় তাঁদের শ্রেণিবিন্যাসে ভাইরাসকে স্থান দেওয়া হয়নি।

১৮। মনেরা রাজ্যে বিভাগ কয়টি ও কী কী? (How many divisions of the kingdom monera and they are?)
উত্তর : মনেরা রাজ্যে বিভাগ ৩টি । যথা : (i) Schizomycetes, (ii) Cyanobacteria এবং (ii) Prochlorophyta

১৯। তিন রাজ্য বিশিষ্ট শ্রেণিবিন্যাস পদ্ধতি কে প্রথম প্রবর্তন করেন? (Who introduced three kingdom classification?)
উত্তর : E. H. Haeeckel ১৮৬৫ সালে প্রথম তিন রাজ্য বিশিষ্ট শ্রেণিবিন্যাস পদ্ধতি প্রবর্তন করেন। রাজ্য তিনটি হলাে- (i) Protoctista, (ii) Plantae ও (iii) Animalia.

২০। ব্যাকটেরিয়ার সংখ্যাতাত্ত্বিক ট্যাক্সোনমি বলতে কী বােঝায়? (What is meant by numerical taxonomy of bacteria?)
উত্তর : ব্যাকটেরিয়ার প্রত্যেকটি বৈশিষ্ট্যের মান সমান ধরে তাদের সামগ্রিক সমতা নির্ধারণ করে শ্রেণিবিন্যাস করার পদ্ধতিকে সংখ্যাতাত্ত্বিক শ্রেণিবিন্যাস (Numerical Taxonomy) বলে। Michael Adanson ১৭৫৭ সালে সর্বপ্রথম এ পদ্ধতি প্রবর্তন করেন।

২১। দুই রাজ্য শ্রেণিবিন্যাস কে করেন? (Who introduced two kingdom classification?)
উত্তর : Linnaeus ১৭৫৩ সালে প্রথম দুই রাজ্য শ্রেণিবিন্যাস প্রবর্তন করেন। রাজ্য দুটি ছিল- Plantae ও Animalia।

বিভাগ-খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি Part-B : Short Questions

  1. মনেরা কিংডমের বৈশিষ্ট্যগুলাে লিখ। [Write the characteristics of Kingdom Monera.]
  2. প্রােটিস্টা কিংডমের বৈশিষ্ট্যগুলাে লেখ। [Write the Characteristics of Kingdom Protista.)
  3. Whittaker এর শ্রেণিবিন্যাস সংক্ষেপে উল্লেখ কর। [Describe the classification of Whittaker in brief.]
  4. অণুজীবের শ্রেণীবিন্যাস বলতে কি বুঝ? অণুজীবের শ্রেণীবিন্যাসের প্রয়ােজনীয়তা উল্লেখ কর। (What do you mean by the classification of microbes? Mention necessary of the classification of microbes.]
  5. ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাসের ভিত্তিসমূহ কি কি? [What are the basis of the classification of bacteria?] FRIST
  6. Haeckel’s Kingdom Protista সম্পর্কে আলোচনা কর। [Describe Haeckel’s Kingdom Protista.]
  7. Whittaker এবং Margulis এর শ্রেণীবিন্যাস পদ্ধতি বর্ণনা কর। [State the classification of the living world according to Whittaker and Margulis.]
  8. Margulis এবং Schwarz এর শ্রেণীবিন্যাসটি লিখ।
  9. Bergey’s Manual of Determinative Bacteriology এর ৮ম সংস্করণে লিপিবদ্ধ অণুজীবের শ্রেণীবিন্যাসটি লিখ।
  10. অণুজীবের আধুনিক শ্রেণীবিন্যাস সম্পর্কে আলােচনা কর।
  11. ছয় রাজ্য শ্রেণীবিন্যাস পদ্ধতি সম্পর্কে আলােচনা কর। [Discuss about the 6 kingdom system classification in the living world.]
  12. মনেরা রাজ্যের বৈশিষ্ট্যগুলাে লেখ। [Write the characteristics of kingdom Monera.)
  13. প্রােটিস্টা রাজ্যের বৈশিষ্ট্যগুলাে লিখ। [Write the characteristics of kingdom protista.
  14. শ্রেণিবিন্যাসের তিন ডােমেইন পদ্ধতি বর্ণনা কর। (Describe the Three Domain system of classification of on the basis of nature of cell.

বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি Part-C: Broad Questions

  1. শ্রেণিবিন্যাস কাকে বলে? হুইটেকারের পাঁচজগত বিশিষ্ট শ্রেণিবিন্যাস পদ্ধতির বিশদ বর্ণনা দাও।[What is classification? Describe the detail 5 kingdom classification of whittaker.]
  2. সংক্ষেপে হুইটেকারের পাঁচজগত বিশিষ্ট শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।[Describe the five Kingdom classification of Whittaker in brief.]
  3. Margulis এর পাঁচ জগত বিশিষ্ট শ্রেণিবিন্যাস (আধুনিক শ্রেণিবিন্যাস) পদ্ধতি বর্ণনা কর।[Describe the five Kingdom classification of Margulis.)
  4. অণুজীবের আধুনিক শ্রেণিবিন্যাস সম্পর্কে আলােচনা কর।[Describe the modern classification of microbs.]

২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আসা প্রশ্নসমূহ

  1. শ্রেণিবিন্যাস কাকে বলে? হুইটেকারের পাঁচ জগত বিশিষ্ট শ্রেণিবিন্যাসের বিশদ বর্ণনা দাও।
  2. অণুজীবের আধুনিক শ্রেণিবিন্যাস সম্পর্কে আলােচনা কর।
  3. Whittaker এর পাঁচ জগত বিশিষ্ট শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।
  4. কিংডম মনের ও প্রােটিস্টার বৈশিষ্টগুলাে উলেখ কর।
  5. হুইটেকারের পাঁচজগত বিশিষ্ট শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।
  6. হুইটেকারের পাঁচ জগত বিশিষ্ট শ্রেণিবিন্যাসের বর্ণনা দাও।
  7. শ্রেণিবিন্যাসের তিন ডােমেইন পদ্ধতি বর্ণনা দাও।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

প্রিয়নস, ভিরয়েডস, রিকেটসিয়া এবং মাইকোপ্লাজমা


বিভাগ-ক; অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A: Briel Questions & Answers


১। CCCV এর পূর্ণ নাম কি? (What is the full name of CCCV?)
উত্তর : Cocount Cadang Cadang viroid.


৩। MLO দ্বারা পূর্ণ শব্দ কি? (What is the full name of MLO?)
উত্তর: Mycoplasma Like Organism.


৪। প্রিয়ন (prion) এর সংজ্ঞা দাও। (Define prion.]
উত্তর : শুধু protein দ্বারা তৈরি সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সত্তাকে প্রিয়ন বলে।

৫। Q -Fever (কিউ জ্বর) কী? (What is Q-Fever?)
উত্তর : Q-Fever একটি অত্যন্ত জটিল রােগ। এই রােগটি প্রথম দেখা দেয় অস্ট্রেলিয়ার Queensland এলাকায় Coviella varietii নামক কিকেটসিয়া জীবাণু দ্বারা ঘটে।

৬। Rocky mountain fever-এর জীবাণু ও বাহকের নাম লিখ। (Write the name of the pathogen and
vector of Rocky mountain fever.)
উত্তর : পরজীবী Rickettsia rickettsii বাহক এটেল পােকা।

৭।Scrub typhus এর জীবাণু ও বাহকের নাম লিখ। (What is the name of pathogen and vector of
Scrub typhus?)
উত্তর: Rickettsia tsutsugamushi.

৮। ফাইটোপ্লাজমাস কাকে বলে? (Define phytoplasmus.)
উত্তর : উদ্ভিদ রােগ সৃষ্টিকারী মাইকোপ্লাজমাকে ফাইটোপ্লজমাস বলে।

৯। কিউ জ্বর কী? (What is Q-fever?)
উত্তর : Coxiella burnetii দ্বারা সংঘটিত একটি মারাত্মক জ্বর। এতে জ্বর ও সর্দি লাগে যা বিনা চিকিৎসায় প্রায় এক মাস স্থায়ী হয়। দূষিত বাতাসের মাধ্যমে শ্বাস গ্রহণের সময় শরীরে প্রবেশ করে।

১০।PSTV এর পূর্ণরূপ লিখ। (Write the full name of PSTV.)
উত্তর : Potato Spindle Tuber Viroid.

১১। কোন উপজাতি থেকে ‘কুরু’ রােগ আবিষ্কার হয়? (Kuru disease is discovered from which tribal
উত্তর : পাপুয়া নিউ গিনির উপজাতি থেকে।

১২। রিকেটসিয়া জীবাণু আবিষ্কারে যে দুজন বিজ্ঞানী মারা যায় তাদের নাম লিখ। (Write the name of two scientists who sacrificed their lives for inventing Rickettsia.)

৩। প্রিয়নস কী? (What is prions?)
উত্তর : শুধুমাত্র প্রােটিন দ্বারা গঠিত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সত্তাকে প্রিয়নস বলে। এটি প্রাণিদেহে স্নায়ুবিক রােগ সৃষ্টি করে।

১৪। প্রিয়নের গঠন উল্লেখ কর। (Mention the structure of prions.)
উত্তর : ভাইরাস থেকে এরা ক্ষুদ্র, প্রায় ১০০ ভাগের ১ ভাগ।

১৫। নিউক্লিক অ্যাসিডবিহীন অণুজীব কোনটি? (Which is the microorganism without nucleic acid?)
উত্তর : প্রিয়নস।

১৬। প্রিয়ন কীভাবে বিস্তার লাভ করে? (In which way prions disseminate?)
উত্তর : i. PrP দ্বারা, ii. পােষক কোষের সাথে আন্তঃক্রিয়া, iii. অজানা ভাইরাস।

১৭। প্রিয়নের পােষাক দেহের নাম উল্লেখ কর। (Mention the hosts of prions.)
উত্তর : মানুষ, ভেড়া, সিম্পাঞ্জী, ইদুর, গরু, ছাগল ইত্যাদি।

১৮। প্রিয়নের সৃষ্ট ৫টি রােগের নাম লিখ। (Write the name of five discases caused by prions.)
tor: i. Kuru, ii. Scrapie, iii. Creitz fe;dt Kalpb Dosease (CJD) iv. Gerstmann-Strausster-
Schcinker (GSS), v. Fatal familian insomnia.

১৯। ম্যাড-কাউ রােগ প্রথম কোন প্রাণীতে, কোথায় ও কত সালে দেখা যায়? (In which animal, where and when ‘Mad-cow’ disease is found?)
উত্তর : গরু, ১৯৯৬ সালে, ইংল্যান্ডে।

২০। প্রাণীদেহে স্নায়ুবিক রােগ সৃষ্টির জন্য দায়ী অণুজীব কোনটি? (Which is the microorganism cause animal nervous disease?)
উত্তর : Prion দ্বারা।

২১। ভেড়ার Scrapie রােগের লক্ষণ কি? (What is the symtom of serapie disease of sheep?)
উত্তর : এ রােগে আক্রান্ত হলে ভেড়া কোন কিছুর সাথে গা ঘর্ষণ করে।

২২। প্রিয়ন ও ভাইরাস মধ্যে কে বড় কে ছােট? (Which is larger between prions and virus?)
উত্তর : Virus.

২৩। সিম্পাঞ্জীর ‘Kuru’ রােগ কি দ্বারা হয়?
উত্তর : Prion দ্বারা।

২৪। ভিরয়েড কাকে বলে? Define Viroid.)
উত্তর : শুধু RNA দ্বারা গঠিত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন সত্তাকে ভিরয়েড (Viroid) বলে।

২৫। ভিরয়েডস-এর বংশবৃদ্ধি কোথায় হয়? (Where reproduction of viroid occur?)
উত্তর : উপযুক্ত পােষক দেহে এরা সংখ্যাবৃদ্ধি করে।

২৬। Viroid ঘটিত কয়েকটি রোগের নাম লিখ। (Write the name of some diseases caused by viroid.)
উত্তর : নারকেল গাছের ক্যাডাং রােগ, চন্দ্রমল্লিকার স্ট্যান্ট রােগ, টমেটোর বাঞ্চিটপ রােগ, লেবুর Exocostis রােগ আলুর মাকু আকৃতির বিকৃতি রােগ ইত্যাদি।

২৭। CEV এর পূর্ণ নাম কি? (What is the full name of CEV?)
উত্তর: Citrus Excocorits viroidi

২৮। TAsV এর পূর্ণ নাম লিখ। (Write is the full name of TASv?)
ter: Tomato Apical Strut Viroid.

২৯। TBTV এর পূর্ণ নাম লিখ। (Write is the full name of TBTV?)
উত্তর: Tomato Bunchy Top Viroid.

৩০। AGvv এর পূর্ণশব্দ লিখ। (Write is the full words of AGvV?)
উত্তর: Australian Grape vine Viroid.

৩১। ASBy এর পূর্ণশব্দ কি? (What are the full words of ASBV?)
উত্তর: Avocado Sundblotch Viroid.

৩২। CPEV এর পূর্ণ নাম কি? (What is the full name of CPEV?)
উত্তর: Cucumber Pale Fruit Viroid.

৩৩। CSV এর পূর্ণ নাম কি? (What is the full name of CSV?)
উত্তর : Chrysanthemum Stunt Viroid.

৩৪। HSV এর পূর্ণ নাম কি? (What is the full name of HSV?)
উত্তর: Hop Stunt Viroid

৩৫। রিকটসিয়া কি? (What is Ricke?)
উত্তর : আদিকোষীয়, আণুবীক্ষণিক, এককোষী ও বহুরূপী জীব দ্বারা টাইকাস জাতীয় রােগসৃষ্টিকারী তারা রিকেটসিয়া।

৩৬। টাইফাস রােগ জীবাণু নিয়ে গবেষণাকালে মৃত্যুবরণকারী বৈজ্ঞানিক ২ জনের নাম কি?
উত্তর : Dr. H. T. Ricketts ও Stanis laus on Prowazek.

৩৭। কে এই নাম দেন?
উত্তর : H. Da-Rocha-Lima (১৯১৬ সালে তিনি টাইফাসের সত্যিকার জীবাণু শনাক্তকরণে সক্ষম হন)।

৩৮। Rickettsia এর বাহক কি?
উত্তর : উকুন, এটেলপােকা, লাল মাছি প্রভৃতি।

৩৯। রিকেটসিয়ার গঠন উল্লেখ কর। (Mention the structure of Rickettsia.)
উত্তর : এটি ক্ষুদ্রাকৃতি, এককোষী, দণ্ডাকৃতি, গােলাকার বা বহুরূপী অণুজীব। এর ব্যাস ০.৩-০.৫ am এবং দৈর্ঘ্য ০.৩-১um এরা আকারে ভাইরাসের চেয়ে বড় কিন্তু ব্যাকটেরিয়া অপেক্ষা ছোেট। এদের ফ্ল্যাজেলা নেই।

৪০। রিকেটসিয়া কী কী রােগ সৃষ্টি করে? (Which diseases are caused by Rickettsia?)
i. Rockey Mountain spotted fever
ii. Endemic typhus
iii. Scrub typhus
iv. Epidemic typhus
v. Q fever

৪১। টাইফাস রােগ জীবাণুর নাম কি? (What is the name of the pathogen of typhus?)
উত্তর: Rickettsia prowazekii.

৪২। Rickettial pox জীবাণুর নাম কি? (What is the name of the pathogen of rickettsia pox?)
উত্তর : Rickettsia akari.

৪৩। Rocky mountain Spotted fever এর জীবাণুর নাম কি? (What is the name of the pathogen of
Rocky Mountain Spotted fever?)
উত্তর : Rikettsia rickettsi

৪৪। Endemic typhus এর জীবাণুর নাম কি? (What is the name of the pathogen of endemic typhus?)
উত্তর: Rickettsia Typhi.


৪৫। মাইক্রোপ্লাজমা কাকে বলে? (Define Mycoplasma.)
উত্তর : প্রােক্যারিওটিক অণুজীবের মধ্যে তৃতীয় গ্রুপ হলাে মাইকোপ্লাজমা, যাদের কোন সুসংগঠিত নিউক্লিয়াস নেই। দৃঢ় কোষপ্রাচীর বিহীন সরল গঠনবিশিষ্ট, নিশ্চল, বহুরূপী
এবং স্বাধীন জীবনযাপন ও বংশ বিস্তারে সক্ষম আদিকোষী অণুজীবই মাইকোপ্লাজমা।


৪৬। সর্বাধিক ক্ষুদ্র জীব কোনটি? (Which is the smallest microorganism?)
উত্তর : Mycoplasma Laidlovii এদের ব্যাস ০.১-০.২৫।

৪৭। মাইকোপ্লাজমার আবাস কোথায়? (Which is the habitat of mycoplasma?)
উত্তর : মানুষের দেহে বাধ্যতামূলক ও সুবিধাবাদী পরজীবী হিসেবে বাস করে। এরা কিছু প্রাণী ও উদ্ভিদ দেহে পরজীবী হিসেবে বাস করে।

৪৮। মাইকোপ্লাজমা ঘটিত কয়েকটি রােগের নাম লিখ। (Write the name of some diseases caused by Mycoplasma.)
উত্তর : মানুষের নিউমােনিয়া, মধ্যকর্ণের প্রদাহ, বন্ধাত্ব। ছাগলের আর্থাইটিস, হাঁসমুরগির শ্বাস রােগ, নারিকেলের হলদে মরণ, পেরে বাঞ্চিটপ, মটরশুটির হলদে বামন রােগ প্রভৃতি।

৪৯। Carleton Gajdusek কত সালে ‘Kuru’ রােগ আবিষ্কার করেন? (When Carleton Gajdusek
discovered ‘Kuru’ disease?)
উত্তর : ১৯৫৭ সালে।

৫০। PPLO (মাইকোপ্লাজমা) কে বহুরূপী বা Jooker বলা হয় কেন? (Why Mycoplasma is called
Jooker?)
উত্তর : মাইকোপ্লাজমার কোষপ্রাচীর নেই, এদের আকার-আকৃতি ও নির্দিষ্ট নয়। অর্থাৎ আকৃতির পরিবর্তন ঘটে। যেমন- কখনও গােলাকার, কখনও নলাকার, কখনও শাখান্বিত ইত্যাদি। এজন্য এদের বহুরূপী বা জোকার বলা হয়।

৫১। মাইকোপ্লাজমা কোন পদ্ধতিতে বংশ বৃদ্ধি করে? (Which is the reproduction method?)
উত্তর : দ্বি-বিভাজন (Binary fission) বা
মুকুল সৃষ্টি (Budding) এর মাধ্যমে মাইকোপ্লাজমা বংশ বৃদ্ধি করে।

৫২। রিকেটসিয়া কোন ধরনের পরজীবী? (Which type of parasite Rickettsia js?)
উত্তর : রিকেটসিয়া ভাইরাসের মত বাধ্যতামূলক পরজীবী।

৫৩। প্রিয় এর নামকরণ কিভাবে হয়?
উত্তর : যুক্তরাষ্ট্রের প্রাণরসায়নবিদ Stanley B. Prusiner-১৯৮২ সালে এই স্বতন্ত্র সত্তাটিকে প্রিয়ন (Prion) নামে আখ্যায়িত করেন। Protein-এর আদ্যাক্ষর “Pro” এবং Infectious এর “in” এক সঙ্গে করে “Proin” নামকরণ করা হলে অধিক যুক্তি সঙ্গত হতাে। কিন্তু শ্রুতিমধুর নয় বলে এটিকে Proin এর পরিবর্তে “Prion” নামকরণ করা হয়েছে। এরা মানুষ, ভেড়া, সিম্পাঞ্জী, ইদুর, গরু, ছাগল ইত্যাদির দেহে রােগ সৃষ্টি করে থাকে।

৫৪। একটি আদর্শ প্রিয়ন রােগের নাম কী? (What is the name of an ideal prions disease?)
উত্তর : ভেড়ার ঝুপি রােগ ।

৫৫। কোন উপজাতি থেকে “কুরু” রােগ আবিষ্কার হয়?
উত্তর : Carleton Gajdusek নিউগিনি উপজাতি থেকে আবিষ্কার হয়।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স


বিভাগ-খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি Part-B : Short Questions

  1. প্রিয়ন কী? এর বৈশিষ্ট্যগুলাে লেখ। [What is prion? Write the characteristics of it.]
  2. প্রিয়ন এর বিস্তার সম্পর্কে আলােচনা কর। [Write the Dissemination of prions. ]
  3. Scrapie রােগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লিখ। [ Write about the symptoms and control of the scrapie disease.]
  4. Mad-cow রােগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লিখ । [Write the symptoms and control of Mad-cow disease.)
  5. প্রিয়নঘটি পাঁচটি রােগের নাম উলেখ কর। [Mention the name of five diseases caused prion]
  6. Kuru রােগের লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লিখ । [Write the symptoms and control of kuru disease]
  7. প্রিয়নস এর অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে লিখ । Mention the economic importance of prions.]
  8. প্রিয়ন এর গঠন ব্যাখ্যা কর। [Discuss the structure of prion.]
  9. ভিরয়েডস কী? এর বৈশিষ্ট্য লেখ। [What is Viroid? Write the characteristics of Viroids.]
  10. দশটি ভিরয়েড ঘটিত রােগের নাম ও ভিরয়েডসের নাম লিখ। [Write the name of ten diseases caused by viroids.]
  11. ভাইরাস ও ভিরয়েডের মধ্যে পার্থক্য লিখ। [Write the differences between virus and viroids.]
  12. প্রিয়নস ও ভিরয়েডসের পার্থক্য লিখ। [Write the differences between prions and viroids.)
  13. ভিরয়েডস ও RNA ভাইরাসের মধ্যে পার্থক্য লিখ। [Write the differences between viroids and RNA virus)
  14. ভাইরাল ও ভিরয়েড এর মধ্যে পার্থক্য উল্লেখ কর। [Mention the differences between virus and viroids.]
  15. ভিরয়েডস এর গঠন অর্থনৈতিক গুরুত্ব লিখ। [Describe the economic importance of viroids.)
  16. রিকেটসিয়াজনিত পাঁচটি রােগের নাম ও জীবাণুর নাম লিখ। [Write the name of five diseases caused by Rickettsia.]
  17. রিকেটসিয়া কি? রিকেটসিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য লিখ। [What is Rickettsia? Write the characteristics of it.]
  18. রিকেটসিয়া ও ব্যাকটেরিয়ার মধ্যে সাদৃশ্য লিখ । [Write the similarities between Rickettsia and Bacteria.]
  19. রিকেটসিয়া কিভাবে আবিষ্কার হয়েছিল? [How was Rickettsia discovered?]
  20. ভাইরাস ও রিকেটসিয়ার মধ্যে পার্থক্য লিখ। [Write the differences between virus and Rickettsia]
  21. ব্যাকটেরিয়া ও রিকেটসিয়ার মধ্যে পার্থক্যগুলাে উল্লেখ কর। [Mention the differences between Rickettsia.]
  22. রিকেটসিয়া কীভাবে আবিষ্কার হয়েছিল? [How was Rickettsia discovered?]
  23. মাইকোপ্লাজমা কী? এর বৈশিষ্ট্যগুলাে লিখ। [What is Mycoplasma? Mention the characteristics of it.]
  24. ভাইরাস, ব্যাকটেরিয়া, সাইকোপ্লাজমা রিকেটসিয়া তুলনামূলক বৈশিষ্ট্য উল্লেখ কর। [Mention the compare the characteristics of virus, Bacteria, Mycoplasm, and Rickettsia.]
  25. সাইকোপ্লাজমার চিহ্নিত চিত্র অঙ্কন কর। [Draw labeled diagram of Mycoplasma.]
  26. ভাইরাস ও মাইকোপ্লাজমার মধ্যে পার্থক্য লিখ। [Write the differences between virus and Mycoplasma. ]
  27. মাইকোপ্লাজমা সৃষ্ট ৫টি প্রাণীর রােগ ও জীবাণুর নাম লিখ। [Write the name of five animals diseases caused by Mycoplasma.]
  28. মাইকোপ্লাজমা সৃষ্ট ৫টি উদ্ভিদ ও জীবাণুর নাম লিখ। [Write the name of five plant diseases caused by Mycoplasma.]


বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি: Part-C: Broad Questions

  1. প্রিয়ন কী? প্রিয়নের আবিষ্কার সম্পর্কে লিখ। [What is prion? Describe the discovery of prion]
  2. প্রিয়নের অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর । [Describe the economic importance of prion.]
  3. টীকা লিখ প্রিয়ন [Write short note : Prion]
  4. ভিরয়েডের গঠনের বর্ণনা দাও। [Describe the structure of viroids.]
  5. ভিরয়েডস এর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর। (Describe the economic importance of viroids.]
  6. ভিরয়েডস এর আবিষ্কার সম্পর্কে লিখ। [Discuss the discovery of viroids.]
  7. ভিরয়েড এর গঠনের বর্ণনা দাও। [Describe the structure of viroid.]
  8. ভিরয়েডের রেপ্লিকেশন (অনুলিপন) সম্পর্কে আলােচনা কর। [Discuss about the replication of viroid.]
  9. টীকা লিখ : ভিরয়েডস [Write short note : Viroids.]
  10. রিকেটসিয়ার আবিষ্কার সম্পর্কে লিখ। [Describe the Discovery of Rickettsia.]
  11. রিকেটসিয়ার গঠনের বর্ণনা দাও। [Discuss the structure of Rickettsia.]
  12. রিকেটসিয়ার অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর। [Describe the Economic importance of Rickettsia]
  13. রিকেটসিয়ার গঠন ও সংখ্যাবৃদ্ধি বর্ণনা কর। [Describe the structure and multiplication of Rickettsia]
  14. রিকেটসিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখ। [Write the characteristic features and importance of Rickettsia ]
  15. টীকা লিখ : রিকেটসিয়া [Write short note : Rickettsia]
  16. মাইকোপ্লাজমা কোষের গঠন চিত্রসহ বর্ণনা কর। [Describe the structure of Mycoplasma cell with labeled diagram.]
  17. মাইকোপ্লাজমার অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর। [Discuss the economic importance of Mycoplasma.]
  18. রােগ উৎপাদক হিসেবে মাইকোপ্লাজমার ভূমিকা লিখ। [Discuss the role of Mycoplasma as a causal agent of disease.]
  19. মাইকোপ্লাজমা কী? এর বৈশিষ্ট্য লিখ । রােগ উৎপাদক হিসেবে এর ভূমিকা আলােচনা কর । [What is Mycoplasma. Write the characteristics of it. Discuss the role of Mycoplasma as a
  20. causal agent of disease.]

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আসা প্রশ্নসমূহ

  1. প্রিয়ন কী? প্রিয়নের আবিষ্কার সম্পর্কে লিখ।
  2. ভিরিয়ডের গঠনের বর্ণনা দাও।
  3. ভিরিয়ডের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
  4. রিকেটসিয়ার গঠনের বর্ণনা দাও।
  5. ভাইরাস ও মাইকোপ্লাজমার মধ্যে পার্থক্য লিখ
  6. প্রিয়নস কী? প্রিয়ন্স এর আবিষ্কার সম্পর্কে লিখ ।
  7. ভিরিয়ডের গঠনের বর্ণনা দাও।
  8. ভিরিয়েডস ও RNA ভাইরাসের মধ্যে পার্থক্য লিখ।
  9. মাইকোপ্লাজমা কী? এর বৈশিষ্ট্যগুলাে লিখ ।
  10. মাইকোপ্লাজমা ও রিকেটসিয়ার মধ্যে পার্থক্য লিখ ।
  11. রিকেটসিয়ার অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
  12. মাইকোপ্লাজমা কোষের গঠন চিত্রসহ বর্ণনা কর।
  13. প্রিয়ন কী? এর বৈশিষ্ট্যসমূহ লিখ।
  14. ভিরয়েড কী? এর বৈশিষ্ট্য লিখ।
  15. ভিরয়েড এর গঠন অর্থনৈতিক গুরুত্ব লিখ।
  16. মাইকোপ্লাজমা ও রিকেটসিয়ার মধ্যে পার্থক্য লিখ।
  17. মাইকোপ্লাজমা কী? এর গঠন বৈশিষ্ট্যগুলাে লিখ।
  18. টীকা লিখ : প্রিয়ন
  19. ভিরয়েড এর সাধারণ বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব লিখ।
  20. প্রিয়ন কী? প্রিয়ন এর আবিষ্কার সম্পর্কে লিখ।
  21. মাইকোপ্লাজমার অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর।
  22. রিকেটসিয়া কীভাবে আবিষ্কৃত হয়েছিল?
  23. নির্দিষ্ট জীবাণুর নামসহ মানুষের চারটি রিকেটসিয়াজনিত রােগের নাম লিখ।
  24. Mycoplasma, Rickettsia e Actinomycetes 47 c4 peres forest
  25. রােগ উৎপাদক হিসেবে Mycoplasma এর ভূমিকা আলােচনা কর।
  26. ভিরয়েড কী? এর বৈশিষ্ট্যগুলাে লিখ।
  27. রিকেটসিয়া কী? এর চারিত্রিক বৈশিষ্ট্যগুলাে লিখ।
  28. রিকেটসিয়ার গঠন ও সংখ্যাবৃদ্ধি বর্ণনা কর।
  29. ভাইরাস ও ভিরয়েডস এর মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলাে লিখ।
  30. রিকেটসিয়া কীভাবে আবিষ্কৃত হয়েছিল?
  31. Mycoplasma, rickettsia Actinomycetes এর মধ্যে পার্থক্য চিত্র ও উদাহরণসহ লিখ।
  32. প্রিয়নের বৈশিষ্ট্য লেখ।
  33. ভিরয়েডস এর অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
  34. ভিরয়েডস এর বৈশিষ্ট্য লেখ।
  35. প্রিয়নের গুরুত্ব বর্ণনা কর।
  36. Rickettsia কীভাবে আবিষ্কৃত হয়েছিল?
  37. একটি মাইকোপ্লাজমা কোষের চিহ্নিত চিত্র অঙ্কন কর এবং রােগ উৎপাদক হিসেবে মাইকোপ্লাজমার ভূমিকা আলােচনা কর।
  38. ভাইরাস ও ভিরয়েডস এর মধ্যে পার্থক্য লিখ।
  39. চিত্রসহ মাইকোপ্লাজমার গঠন বর্ণনা কর।
  40. মাইকোপ্লাজমা কী? এর বৈশিষ্ট্য লিখ। রােগ উৎপাদন হিসেবে এর ভূমিকা আলােচনা কর।
  41. প্রিয়ন কী? এর আবিষ্কার ও বৈশিষ্ট্য লিখ ।
  42. ভিরয়েডস এর গঠন এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।
  43. ভাইরাস ও ভিরয়েড়সর পার্থক্য লিখ।
  44. রিকেটসিয়ার চারিত্রিক বৈশিষ্ট্য ও গুরুত্ব লিখ।
  45. প্রিয়ন কীভাবে আবিষ্কৃত হয়েছিল?

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

ভাইরাস


বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A: Brief Questions & Answers


। ভাইরাস তত্ত্ব কী? (What is virology?)
উত্তর : অণুজীববিজ্ঞানের যে শাখায় ভাইরাসের বিস্তারিত আলােচনা, পর্যালােচনা এবং গবেষণা করা হয়, তাকে ভাইরাস তত্ত্ব বলে।

২। প্রাণীর ভাইরাসজনিত ৫টি রােগের নাম লিখ। (Write the name of five viral diseases in animal
body.)
উত্তর : গাে-বসন্ত, কুকুরের জলাতঙ্ক, গরু, ভেড়া ও ছাগলের ফুট এন্ড মাউথ রােগ ইত্যাদি।

৩। লাইটিক চক্র কাকে বলে? (Define lytic cycle?)
উত্তর : যে চক্রের পরিণতিতে ব্যাকটেরিয়া কোষ বিগলিত হয়ে যায় সে চক্রকে লাইটিক চক্র বলে।

৪। লাইসােজেনিক চক্র কি? (What is lysogenic cycle?)
উত্তর : যে চক্রে ব্যাকটেরিয়া কোষ বিগলিত হয় না, এবং ব্যাকটেরিয়া কোষবিভাজনের সাথে ভাইরাসের DNA এর সংখ্যাবৃদ্ধি ঘটে সে চক্রকে লাইসােজেনিক চক্র বলে।

৫। HIV এর পূর্ণমান লিখ। (What is the full name of HIV.)
উত্তর : Human Immunodeficiency Virus

৬। ভাইরাসের নিউক্লিয়েড কী? (What is nucleoid of virus?)
উত্তর : ভাইরাসের ক্যাপসিডের ভিতরের অংশকে নিউক্লিয়েড বলে।

৭। নিউক্লিও ক্যাপসিড কী? (What is nucleo-capsid?)
উত্তর : ভাইরাসের কণার বাইরের প্রােটিন আবরণকে ক্যাপসিড বলে। ক্যাপসিডের মধ্যে বর্তমান নিউক্লিক এসিডের সমাবেশকে নিউক্লিওক্যাপসিড বলে।

৮। ক্যাপটেমিয়ার কাকে বলে? (What is capsomere?)
উত্তর : ভাইরাসের প্রােটিন আবরণে ক্যাপসিড বলে।

৯। AIDS এর পূর্ণরূপ কী? (What is the full name of AIDS?)
tor: AIDS-Acquired Immunodeficiency Syndrome.

১০। ক্যাপসিড কী? (What is capsid?)
উত্তর : ভাইরাসের প্রােটিন আবরণকে ক্যাপসিড বলে।

১১। ভাইরাস কি? (What is Virus?)
উত্তর : Protein ও Nucleic acid (RNADNA) দ্বারা গঠিত অতি আণুবীক্ষণিক, অকোষীয়, রােগ উৎপাদক, জৈববস্তুকে Virus বলে, যারা শুধু জীবন্ত পােষক দেহে জীবনের লক্ষণ প্রকাশ করতে পারে।

১২। প্রাণী ভাইরাস কাকে বলে? (Define animal virus.)
উত্তর : প্রাণিদেহে আক্রমণকারী ভাইরাসকে প্রাণী ভাইরাস বলে। যথা : পােলিও ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস।

১৩। উদ্ভিদ ভাইরাস কাকে বলে? (Define plant virus.)
উত্তর : HIV,

১৪। একটি প্রাণী ভাইরাসের উদাহরণ দাও। (Give an example of an animal virus.)
উত্তর : DNA ভাইরাসকে প্রাণী ভাইরাস বলে।

১৫। উদ্ভিদ ভাইরাস কোনগুলাে? (Which viruses are plant virus?)
উত্তর : i. সিমের বিন মােজাইক ভাইরাস। ii. তামাকের টোবাকো মােজাইক ভাইরাস।

১৬। RNA ভাইরাস কাকে বলে? (Define RNA virus.)
উত্তর : যে ভাইরাসের নিউক্লিক এসিড RNA (রাইবােনিউক্লিক এসিড) তাকে RNA ভাইরাস বলে। যেমন- TMV ভাইরাস।

১৭। এক সূত্রক RNA ভাইরাস কোনটি? (Which is single stranded RNA virus.)
উত্তর : TMV

১৮। বিসূত্ৰক RNA ভাইরাস কোনটি? (Which is double stranded RNA virus?)
উত্তর : রিও ভাইরাস।

১৯। DNA ভাইরাস কাকে বলে? (Define DNA virus.)
উত্তর : যে ভাইরাসে নিউক্লিক এসিড DNA তাকে DNA ভাইরাস বলে। যেমন- T, ভাইরাস, ভ্যাক্সিনিয়া ভাইরাস ইত্যাদি ।

২০। একসূত্ৰক DNA ভাইরাস কোনটি? (Which is single strand DNA virus?)
উত্তর : কোলিফাজ ভাইরাস।

২১। বিসূত্ৰক DNA ভাইরাস কোনটি? (Which is double strand?)
উত্তর : গাে-বসন্ত ভাইরাস।

২২। ডারমাট্রপিক ভাইরাস কাকে বলে? (Define dermotrophic virus.)
উত্তর : যে সকল ভাইরাস চর্ম আক্রমণ করে তাদেরকে ডারমাট্রপিক ভাইরাস বলে। যেমন- হাম, বসন্ত, হার্পিস প্রভৃতি।

২৩। নিউরোট্রপিক ভাইরাস কাকে বলে? (Define neurotrophic virus.)
উত্তর : যেসব ভাইরাস স্নায়ু আক্রমণ করে তাদেরকে নিউরােট্রপিক ভাইরাস বলে। যেমন- এনকেফালাইটিস।

২৪। ভিসেরোট্রপিক ভাইরাস বলতে কি বুঝ? (What do you mean by viserotrophic virus?)
উত্তর : যেসৰ ভাইরাস দেহ অভ্যন্তরে আক্রমণ করে তাদেকে ভিসেরােট্রপিক ভাইরাস বলে। যেমন- HIV, হেপাটাইটিস ইত্যাদি।

২৫। প্যানট্রপিক ভাইরাস কি? (What is pantrophic virus?)
উত্তর : যেসব ভাইরাস দেহের একাধিক কলা আক্রমণ করে তাদেরকে প্যাট্রপিক ভাইরাস বলে। যেমন- ডেঙ্গু ভাইরাস।

২৬। একটি দণ্ডাকার ভাইরাস এর নাম লিখ। (write the name of a rodshaped virus.)
উত্তর : টোব্যাকো মােজাইক ভাইরাস।

২৭। একটি সূতাকৃতি ভাইরাস এর নাম লিখ। (Write the name of a thread shaped virus.)
উত্তর : আলু গাছের X ও Y ভাইরাস।

২৮। একটি গােলাকার ভাইরাস এর নাম লিখ। (Write the name of a round shaped virus.)
উত্তর : পােলিও ভাইরাস।

২৯। একটি ঘন ক্ষেত্রাকার ভাইরাস এর নাম লিখ। (Write the name of a cubic-shaped virus.)
উত্তর : ভ্যাকসিনিয়া ভাইরাস।

৩০। একটি শুক্রাণুব্য ভাইরাস এর নাম লিখ। (write the name of a sperma shaped virus.)
উত্তর : ল্যাম্বডা ভাইরাস।

৩১। ছােট ভাইরাস কোনটি?
উত্তর : পােলিও ভাইরাস (১২-২৮ mpu)

৩২। সবচেয়ে বড় ভাইরাস কোনটি? (Which is the largest virus?)
উত্তর : ভ্যাকসিনিয়া ভাইরাস (২০০x৩০০x১০০ mu)

৩৩। সবচেয়ে ছােট ভাইরাস কোনটি? (Which is the smallest virus?)
উত্তর : Foot and mouth Virus (আয়তন ৮-১২ mu)

৩৪। ভাইরাসের সংখ্যাবৃদ্ধি কয় প্রকার।(What is the type of multiplication of virus.)
উত্তর : ভাইরাসের সংখ্যাবৃদ্ধি দুটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। যথা : ১. লাইটিক চক্র। ২. লাইসােজেনিক চক্র।

৩৫। তামাকের মােজাইক রোগ সংক্রামক হিসেবে কে চিহ্নিত করেন? (Who indicate the mosaic disease of tobaco as a infections disease?)
উত্তর : এডলফ মেয়ার (১৮৮৬)।

৩৬। BMV, TMy কোন জাতীয় Virus?
উত্তর : উদ্ভিদ ভাইরাস।

৩৭। Bacteriophage কাকে বলে? (Define bacteriophage.)
উত্তর : ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাসকে ব্যাকটেরিয়াফাজ বলে। উদাহরণ T2 ভাইরাস।

38. Cyanohage কাকে বলে? (Define Cyanohage?)
উত্তর : নীলাভ সবুজ শৈবাল (Cyanophyceae Algae) ধ্বংসকারী ভাইরাসকে সায়ানাে ফাজ বলে। যথা : LPP-1, LPP-2 প্রভৃতি (Lyngbya, Plectonema, Phormidium প্রভৃতি)

৩৯। Mycophage কাকে বলে? (Define Mycophage.)
উত্তরঃ এক্টিনোমাইসিটিস ধ্বংসকারী ভাইরাসকে মাইকোফেজ বলে।

৪০ ।ভাইরাস কীভাবে স্থানান্তরিত হয়? (low the virus is transmitted?)
উত্তর : i. যান্ত্রিক উপায়ে স্থানান্তর
ii, বীজের মাধ্যমে স্থানান্তর
iii. চারার মাধ্যমে স্থানান্তর
iv. বাতাসের মাধ্যমে স্থানান্তর
v, খাবারের মাধ্যমে স্থানান্তর

42. মানুষের ভাইরাসজনিত ৫টি রোগের নাম লিখ। (Write the name of five viral discases in human
body.)
উত্তর : এইডস, পােলিও, ইনফ্লুয়েঞ্জা, পীত জ্বর, হার্পিস, জলাতঙ্ক, হাম ইত্যাদি ।
উদ্ভিদের ভাইরাসজনিত ৫টি রােগের নাম লিখ। (write the name of five viral diseases in plant.)
উত্তর : ধানের টুংরাে রােগ, তামাকের মােজাইক রােগ, সিমের মােজাইক রােগ, পাটের মােজাইক রােগ, আলুর মােজাইক রোগ, আলুর পাতা মােড়ানাে রােগ ইত্যাদি।

৪৩। ভাইরাসজনিত রােগের ৫টি লক্ষণ এর নাম লিখ। (write the name of five viral diseases symptoms.)
উত্তর : ১. মােজাইক, ২. পাতার কুঞ্জন ও পাতা পাকানাে, ৩. ক্লোরােসিস, ৪. জাইনীর ঝাঁটা ও ৫, বামনতা।

৪৪। ভাইরাস কোন দেশীয় শব্দ?
উত্তর : Virus (ভাইরাস) একটি ল্যাটিন শব্দ।

৪৫। ভাইরাস কে আবিষ্কার করেন? (Who discovered virus?)
উত্তর : আইভানােভস্কি।

৪৬। ভাইরাস যে ক্যান্সার রােগ সৃষ্টিকে প্ররােচিত করে। কে আবিষ্কার করেন?
উত্তর : ফ্রান্সিস রাউস (১৯১০)।

৪৭। কে আইভানােভস্কির ভাইরাস আবিষ্কার নিশ্চিত করেন?
উত্তর : এম, ডব্লিউ. এইজারিঙ্ক (১৮৯৯)।

৪৮। ভাইরাস যে ক্যালারের কারণ তা কে আবিষ্কার করেন?
উত্তর : স্টিওয়ার্ট (১৯৫৯)।

৪৯। প্রথম টিউলিপ ফুলের রােগ সৃষ্টিকারী জীবাণু যে ভাইরাস তা কে বলেন?
উত্তর : বিজ্ঞানী ক্যারােলাস ক্লসিয়াস।

৫০। ভাইরাস বসন্ত রােগের কারণ কে বলেন? (Who said that virus is the cause of pox?)
উত্তর। জীবাণুবিজ্ঞানী ডাঃ এডওয়ার্ড জেনার।

৫১। তামাকের মােজাইক রােগের ভাইরাস (TM) আবিষ্কার কে করেন? (Who discovered the virus of
tobaco mosaic disease?)
উত্তর : ডিমিট্রি আইভানােভস্কি (১৮৮৯)।

৫২। গনােরিয়া রােগের জিবাণু আবিষ্কার কে করেন? (Who discovered the pathogen gonorrhoea?)
উত্তর: Albert L. S. Neisser (1879)

৫৩। Actinophage কাকে বলে? (Define Actinophage.)
উত্তর : Actinomycetes ধ্বংসকারী ভাইরাসকে Actionophage বলে।

৫৩। গনোরিয়া রােগের জীবাণুর নাম লিখ। (Write the name of the disease gonorrhoea.)
উত্তর: Neisseria gonorrhoeae.

৫৪।পােলিও রােগের জীবাণুর নাম লিখ। (Write the name of the pathogen of polio disease.)
উত্তর: Polio virus.

৫৫। সিফিলিস রােগের জীবানু আবিষ্কার কে করেন?
উত্তর : সার্ডিন এবং হফম্যান (১৯০৫)।

৫৬। ম্যালেরিয়া রােগের জীবাণু আবিষ্কার কে করেন? (Who discovered the pathogen of malaria?)
উত্তর : চার্লস লুইস আলফুনস্ ল্যাভিরান (১৯৮০)।


বিভাগ-খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি Part-B : Short Questions

  1. ভাইরাস কী? এর বৈশিষ্ট্য লিখ। [What is Virus? Write the characteristics of virus.]
  2. অথবা, ভাইরাসের জীব ও জড়ের যােগসূত্র বলা হয় কেন?
  3. T২ ভাইরাসের বা DNA ভাইরাসের গঠন বর্ণনা কর। [Describe the structure of T2 virus]
  4. একটি ভাইরাসের গঠন বর্ণনা কর। [Describe the structure of a DNA virus.]
  5. HIV এর গঠন বর্ণনা কর। [Discuss the structure of HIV]
  6. একটি RNA ভাইরাসের নাম লিখ ও তার গঠন বর্ণনা কর। [Write a name of RNA virus? Discuss the structure of that virus.]
  7. উদ্ভিদ ভাইরাস স্থানান্তরের বিভিন্ন উপায়গুলাের সংক্ষিপ্ত বর্ণনা দাও। [Give a brief description of the made]
  8. TMV এর ভৌত গঠন বর্ণনা কর। [Describe the physical structure of TMV].
  9. লাইটিক চক্র ও লাইসােজেনিক চক্রের মধ্যে পার্থক্য কর । [Distinguish between Lytic cycle and Lysogenic cycles).
  10. ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য লিখ। [Write differences between Virus and Bacteria)
  11. ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর। [Discuss the economic importance of viruses]
  12. ভাইরাস ও কোষীয় পরজীবীর মধ্যে পার্থক্য লিখ। [Write down the difference between a virus and cellular parasites.]
  13. ভাইরাসের লাইটিক চক্র চিহ্নিত চিত্রের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা কর। [With labeled imagine give a brief description. lytic cycle of virus]
  14. TMV ভাইরাসের গঠন বর্ণনা কর। [Describe the structure of TMV]
  15. ভাইরাসের দমন পদ্ধতি বর্ণনা কর। [Describe the control method of the virus.]
  16. TMV এর রাসায়নিক গঠনের বর্ণনা দাও। [Describe the chemical structure of TMV]
  17. পােষক, নিউক্লিক অ্যাসিড ও আকৃতির উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণিবিন্যাস কর। (Classify the virus on the basis of host, NA, and shape.]


বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি: Part-C: Broad Questions

  1. জীবজগতে ভাইরাসের অবস্থান ব্যাখ্যা কর। [Explain the Biological status of the virus]
  2. ভাইরাস আবিষ্কারের ইতিহাস বর্ণনা কর। [Describe the discovery of the virus.)
  3. ভাইরাসের প্রকৃতি সম্পর্কে আলােচনা কর । [Describe the nature of the virus.)
  4. একটি ভাইরাসের গঠন বৈশিষ্ট্য আলােচনা কর। [Discuss the structural features of a virus.]
  5. ভাইরাসের স্থানান্তরের উপায়গুলো বর্ণনা কর। [Discuss the modes of virus transmission.]
  6. ভাইরাস কী? ভাইরাসের ভৌত ও রাসায়নিক গঠন লিখ । (What is the virus? Write the physical and chemical structure of the virus.)
  7. চিহ্নিত চিত্র সহ T2 ভাইরাসের সংখ্যাবৃদ্ধি বর্ণনা কর। [Describe the multiplication of T, Virus with a labeled diagram.]
  8. ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য লিখ। (Write general characteristics of Virus.)
  9. অলি ভাইরাস স্থানান্তরের উপায়গুলাে সংক্ষেপে বর্ণনা কর। [Give a brief description of the modes of plant virus transmission)
  10. ভাইরাসের সংখ্যাবৃদ্ধির পদ্ধতি বর্ণনা কর। [Describe the multiplication system of the virus.)

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নাবলী ২০০২-২০১৭

  1. ভাইরাস আবিষ্কারের ইতিহাস বর্ণনা কর।
  2. ভাইরাসকে জীব ও জড়ের যােগসূত্র বলা হয় কেন?
  3. RNA ভাইরাস ও ভিরয়েডম এর মধ্যে পার্থক্য লিখ।
  4. “ভাইরাস ভাইরাসই- ইহা জীব বা জড় কোনটিই নয়” ব্যাখ্যা কর
  5. উদ্ভিদ ভাইরাস ও প্রাণী ভাইরাসের মধ্যে পার্থক্য লিখ।
  6. ভাইরাস স্থানান্তরের উপায়সমূহ বর্ণনা কর।
  7. জীব জগতে ভাইরাসের অবস্থান ব্যাখ্যা কর।
  8. ভাইরাস কী? ভাইরাসের ভৌত ও রাসায়নিক গঠন ব্যাখ্যা কর।
  9. ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বর্ণনা কর।
  10. ভাইরাসের সাধারণ বৈশিষ্ট্য লিখ।
  11. চিহ্নিত চিত্রসহ HIV এর গঠন বর্ণনা কর।উদ্ভিদ ভাইরাস স্থানান্তরের বিভিন্ন উপায়গুলাে বর্ণনা কর।
  12. ভাইরাসের লাইটিক ও লাইসােজেনিক চক্রের পার্থক্য লিখ।
  13. চিহ্নিত চিত্রসহ ভাইরাসের সংখ্যাবৃদ্ধি বর্ণনা কর।
  14. ভাইরাসের দমন পদ্ধতি বর্ণনা কর।
  15. TMV এর গঠন বর্ণনা কর।
  16. ভাইরাসের লাইটিক ও লাইসােজেনিক চক্রের মধ্যে পার্থক্য কর।
  17. উদ্ভিদ ভাইরাস স্থানান্তরের বিভিন্ন উপায়গুলাের সংক্ষিপ্ত বর্ণনা কর।
  18. জীব জগতে ভাইরাসের অবস্থান সম্পর্কে লিখ।
  19. ভাইরাসের সংখ্যাবৃদ্ধি পদ্ধতি বর্ণনা কর।
  20. ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য লিখ।
  21. T; ভাইরাসের গঠন বর্ণনা কর।
  22. ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর।
  23. একটি RNA ভাইরাসের গঠন বর্ণনা কর।
  24. ভাইরাসের লাইটিক চক্র চিহ্নিত চিত্রের মাধ্যমে সংক্ষেপে বর্ণনা কর।
  25. উদ্ভিদ ভাইরাস স্থানান্তরের উপায়গুলাে বর্ণনা কর।
  26. জীবজগতে ভাইরাসের অবস্থান ব্যাখ্যা কর।
  27. গুইরাসের লাইটিক ও লাইকােজেনিক চক্রের মধ্যে পার্থক্য লিখ।
  28. TMV ভাইরাসের গঠন বর্ণনা কর।
  29. ভাইরাসের দমন পদ্ধতি বর্ণনা কর।
  30. ভাইরাসের সংখ্যাবৃদ্ধি আলোচনা কর ।
  31. চিহ্নিত চিত্রসহ একটি DNA ভাইরাসের গঠন বর্ণনা কর।
  32. ভাইরাসের স্থানান্তরের উপায়গুলো বর্ণনা কর ।
  33. ভাইরাসের লাইটিক ও লাইসােজেনিক চক্রের মধ্যে পার্থক্য লিখ ।
  34. একটি RNA ভাইরাসের নাম লিখ ও তার গঠন বর্ণনা কর।
  35. ভাইরাসকে জীব ও জড়ের যযাগসূত্র বলা হয় কেন?
  36. TMV এর রাসাল্পনিক গঠন বর্ণনা কর
  37. ভাইরাসের লাইটিক ও লাইসোজেনিক চক্রের বর্ণনা দাও।
  38. ভাইরাসের খানাপ্তরের উপায়গুলাে বর্ণনা কর।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

আর্কিয়া বা আর্কিওব্যাকটেরিয়া

বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A : Brief Questions & Answers

১। আর্কিয়া বা আর্কিব্যাকটেরিয়া কাকে বলে? (What is Archea?)

উত্তর : সাধারণত ক্লোরােফিল বিহীন এককোষী প্রােক্যারিওটিক (যার নিউক্লিয়াসে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস অনুপস্থিত) আণুবীক্ষণিক অণুজীবসমূহকে বলে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার মধ্যে যারা তীব্র প্রতিকূল পরিবেশে যেমন- উচ্চ তাপমাত্রায়, অতিরিক্ত লবণাক্ততায়, অত্যাধিক অম্লতায় এবং অতি স্বল্প অক্সিজেনের উপস্থিতিতে স্বাভাবিকভাবে বসবাস করতে পারে এবং যাদের কোষে স্বাভাবিক বাইলিপিড (Bilipid) সাইটোপ্লাজমিক মেমব্রেন অনুপস্থিত ও ফসফোলিপিড অণুতে ইথার লিংকেজ দেখা যায় তাদের আর্কিৰ্য্যাকটেরিয়া বলে।

২। আর্কিব্যাকটেরিয়ার কয়টি গ্রুপ আছে ও কী কী? (How many groups are in Archaebacteria?)
উত্তর : ৩টি গ্রুপ আছে। যথা : i. মিথানােজিনস ii. চরম হ্যালােফিলিস iii. হাইপার থার্মোফিলিস ।

৩।আর্কিব্যাকটেরিয়ার বাসস্থান কোথায়? (Mention the habitats of Archaebacteria.)
উত্তর : জলাভূমি, পুকুর, হ্রদের কাদা, সমুদ্রের তলদেশের তলানি, জাবরকাটা গবাদি পশুর অন্ত্র প্রভৃতি পরিবেশে বাস করে। শহর ও বড় বড় নগরীর পয়ঃপ্রণালীর তলানির ভিতরেও এরা বাস করে।

৪। আর্কিয়া বা আর্কিব্যাকটেরিয়ার গুরুত্ব লিখ। (Write the importance of Archea?)
উত্তর : i. বায়ােগ্যাস তৈরিতে ii. খনিজ তেল উৎপাদনে iii. ATP উৎপাদনে iv. খনি থেকে স্বর্ণ নিষ্কাশনে

৫। ইউব্যাকটেরিয়া কাকে বলে? (Define Eubacteria.)
উত্তর : ব্যাকটেরিয়া পৃথিবীতে আবিষ্কৃত সর্বপ্রথম অণুজীব। ১৬৭৫ সালে এন্টানভন লিউয়েন হুক (Antony Van Leeuwenhoek) নামক একজন ওলন্দাজ কাচ ব্যবসায়ী ও মাইক্রোস্কোপ নির্মাতা সর্বপ্রথম নিজের তৈরি মাইক্রোস্কোপ দ্বারা ব্যাকটেরিয়া অবলােকন করেন। একে তিনি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী বলে মনে করেন এবং নাম দেন Animalcule (ক্ষুদ্র প্রাণী)। লিউয়েন হুকের আবিষ্কৃত এসব অণুজীব পরবর্তী ২০০ বছর প্রায় অজানাই রয়ে যায়। পরবর্তীকালে ১৮৬৪ সালে লুই পাস্তুর (Louis Pasteur) ও ১৮৭৬ সালে রবার্ট কক (Robert Koch) প্রমাণ কনেন যে, অত্যন্ত ক্ষুদ্র ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব বিভিন্ন প্রাণীদেহে নানা রকম রােগ সৃষ্টিতে সক্ষম। ১৮৭৯ সালে ইলিয়ন বিশ্ববিদ্যালয়ের বার্জিল নামক একজন গবেষক সর্বপ্রথম প্রমাণ করেন যে, ব্যাকটেরিয়া নামক ক্ষুদ্র জীব উদ্ভিদেও রােগ সৃষ্টি করে ।

৬। থ্রি ডােমেইন বলতে কী বােঝায়? (What is understood by three Domains?)
উত্তর : সব ধরনের কোষেই রাইবােসােম বিদ্যমান, কিন্তু রাইবােসােম কোষভেদে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তাই বিজ্ঞানীরা রাইবােসােমাল RNA (rRNA) এর নিউক্লিওটাইড সিকুয়েন্স (Nucleotide sequence) এর তুলনা করে সমস্ত কোষকে তিনটি পৃথক গ্রুপে ভাগ করেন। ভাগ তিনটির একটি হলাে প্রকৃত কোষ (The eukaryotes) এবং দুটি ভিন্ন ধরনের আদিকোষ (Prokaryotes), এরা হলাে ব্যাকটেরিয়া (Bacteria) এবং আর্কিব্যাকটেরিয়া (Archaebacteria) বা আর্কিয়া (Archaea)।

৭। আর্কিয়া শব্দটি কোথা হতে এসেছে? (From which language the word ‘Archae’ comes out?)
উত্তর : “Archae” শব্দটি গ্রীক শব্দ “arkhaio” থেকে এসেছে যার অর্থ ‘পুরাতন’ (ancient)।

৮। রেড হ্যালােফিলিস আর্কিব্যাকটেরিয়া কী? (What is extreme halophiles?)
উত্তর : কিছু কিছু গ্রাম-নেগেটিভ আর্কিব্যাকটেরিয়া ১৭-২৩% লবণ (Nacl) সমৃদ্ধ পরিবেশে জন্মাতে পছন্দ করে।

৯। হাইপার থার্মোফিলিস আর্কিব্যাকটেরিয়া কী? (What is hyper thermophiles?)
উত্তর : ইহা বায়বীয় গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যারা অতি উচ্চ তাপমাত্রায় এবং অধিক অম্লীয় পরিবেশে জন্মে থাকে।

১০। কোন গ্রুপের ব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরি করতে পারে না? (Which group of bacteria does not from methen gass?)
উত্তর : ইউব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরি করতে পারে না।

১১।কোন গ্রুপের ব্যাকটেরিয়া মিথেন গ্যাস তৈরি করতে পারে?
উত্তর : আর্কিয়া বা আর্কিব্যাকটেরিয়া গ্রুপের ব্যাকটেরিয়া ।

১২। ‘Three Domains’ এর গ্রুপ তিনটি কী কী?
to: (i) Eukaryotes, (ii) Bacteria, (iii) Archaebacteria.

১৩। আর্কিব্যাকটেরিয়াতে প্রােটিন সংশ্লেষণের প্রাথমিক ধাপ শুরু হয় কি থেকে?
উত্তর : মিথিওনিন।

১৪। ইউব্যাকটেরিয়াতে প্রােটিন সংশ্লেষণ শুরু হয় কি থেকে?
উত্তর : ফরমাইল মিথিওনিন’ থেকে।

১৫। কোন গ্রুপের ব্যাকটেরিয়া এন্টিবায়ােটিক এর প্রতি কোন সংবেদনশীলতা প্রদর্শন করে না।
উত্তর : আর্কিব্যাকটেরিয়া (আর্কিয়া)।

১৬। কোন গ্রুপের ব্যাকটেরিয়া নাইট্রাজেন বিপাকে সক্ষম?
উত্তর : ইউব্যাকটেরিয়া।

১৭। কোন গ্রুপের ব্যাকটেরিয়া সালফার বিপাকে সক্ষম?
উত্তর : আর্কিব্যাকটেরিয়া (আর্কিয়া)।

১৮। কে প্রথম ব্যাকটেরিয়া শব্দটি প্রয়ােগ করেন? (At first who intrduced the term bacteria?)
উত্তর : ১৮২৮ সালে এরেনবার্গ সর্বপ্রথম ব্যাকটেরিয়া শব্দটি ব্যবহার করেন।

বিভাগ-খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি Part-B : Short Questions

১। আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়ার পার্থক্য লিখ । [Write differences between Archaebacteria and Eubacteria.]

২। আর্কিব্যাকটেরিয়ার সংজ্ঞা দাও। আর্কিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর। [Define orchaebacteria Mention the characteristics of archaebacteria.]

৩। আর্কিয়া এর বৈশিষ্ট্য লিখ ।[Write the characteristics of Arehaea]

বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি Part-C : Broad Questions

১। টীকা লিখ : আর্কিব্যাকটেরিয়া [Write note : archaebacteria.]

২। আর্কিব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লিখ। [Write down the economic importance of archaebacteria.]

৩। আকিয়া এর গুরুত্ব লিখ। [Write the importance of Archaea.]

8। আর্কিব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস উল্লেখ কর। [Mention the classification of Archaebateria.]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নাবলি

২০০৫

৫। আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়ার পার্থক্য উল্লেখ কর। ২০০৬

৬। আর্কিব্যাকটেরিয়া অর্থনৈতিক গুরুত্ব লিখ। ২০০৭

৭। আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়ার পার্থক্য লিখ । ২০০৮

৮। টীকা লিখ : আর্কিব্যাকটেরিয়া ২০০৯

৯। আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লেখ।

১০। আর্কিব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর। ২০১০

১১। আর্কিব্যাকটেরিয়ার সংজ্ঞা। এর বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর। ২০১১

১২। আর্কিব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব লিখ। ২০১২

১৩। আর্কিব্যাকটেরিয়ার সংজ্ঞা দাও। এর বৈশিষ্টগুলাে লিখ। ২০১৩

১৪। আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়অর মধ্যে পার্থক্য লিখ। ২০১৪

১৫। আর্কিব্যাকটেরিয়ার গুরুত্ব উল্লেখ কর।

১৬। আর্কিব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলাে লিখ। ২০১৬

১৭। আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য লিখ।২০১৭

১৮।  আর্কিয়ার গুরুত্ব উল্লেখ কর।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

ব্যাকটেরিয়া

বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A: Brief Questions & Answers

১। জিনােফোর কী? (What is Genophore?)
উত্তর : প্রকৃত কোষে ক্রোমাটিন বা ক্রোমােজোম থাকে। প্রােটিন (হিস্টোন ও নন হিস্টোন) DNA, RNAএর সমন্বয়ে ক্রোমােজোম গঠিত হয়। কিন্তু আদিকোষে এর পরিবর্তে থাকে জিনােফোর। এখানে ক্রোমােজোম থাকে । জিনােম অনিয়ত আকৃতি হয়ে কোষে অবস্থান করে কিন্তু এটি বৃত্তাকার, দ্বিসূত্ৰক DNA অণু যারা অনুলিপনেসক্ষম।

২। fumatoria কি ? (What is Siderophores?)
উত্তর : এটি নিম্ন আনবিক ওজনের যৌগ। একে সাধারণত অণুজীবের লৌহ চিলেটিং যৌগ বলা হয়। উদ্ভিদ ও বায়ােটেকনােলজিতে সিডারােফোরের গুরুত্ব অপরিসীম।

৩। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। (Give example of gram negative bacteria.) [জা. বি. ২০১০]
উত্তর : Gonococcus sp, Meningococcus sp.

8। কোন ব্যাকটেরিয়া কাজে লাগিয়ে ইনসুলিন তৈরি করা হয়? (From which bacteria insulin is produced?)
উত্তর : Escherichia coli

৫। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান গাঠনিক উপাদান কী? [What is the main structural unit of Bacterial cell wall?)
উত্তর : ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান মিউকোপেপটাইড (প্রেপটাইডােগ্লাইকান) নামক একপ্রকার রাসায়নিক যৌগ। মিউকোপেপটাইড ব্যতিত প্রােটিন এ লিপিড ও পলিস্যাকারাইড বর্তমান থাকতে পারে।

৬। মেরােজাইগােট কি? (What is MeroZygote?)
উত্তর : ব্যাকটেরিয়ার কনজুগেশনের ফলে গ্রহীতা ব্যাকটেরিয়া দাতা ব্যাকটেরিয়া DNA বা বংশগতীয় পদার্থের অংশবিশেষ লাভ করে একটি অসম্পূর্ণ জাইগােট গঠন করে। একে মেরােজাইগােট বলে।

৭। ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কয়েকটি মানুষের রােগের নাম লিখ। (Write the name of some disease producing bacteria in human body.)
উত্তর : কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, নিউমােনিয়া, যক্ষ্মা, ডিপথেরিয়া, গনােরিয়া, সিফিলিস প্রভৃতি।

৮।কলিফর্ম ব্যাকটেরিয়া কী? (What is coliform bacteria?)
উত্তর : Escherichia coli ব্যাকটেরিয়াকে কলিফর্ম ব্যাকটেরিয়া বলে।

৯। পিলিন কী? (What is Pilin?)
উত্তর : পিলি যেসব বিশেষ ধরনের প্রােটিন দ্বারা গঠিত তাকে পিলিন বলে। প্রতিটি পিলিন প্রােটিন সাব-ইউনিটের আণবিক ওজন ১৭,০০০ ডাল্টন ।

১০। Transformation বলতে কী বুঝ? (What do you mean by Transformation?)
উত্তর : কোষমুক্তি বা নগ্ন DNA এক কোষ থেকে অপর কোষে স্থানান্তরের প্রক্রিয়াকে Transformation বলে। ১৯২৮ সালে Frederick Griffith ট্রান্সফরমেশন প্রক্রিয়াটি আবিষ্কার করেন।

১১। দুটি মিথােজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write down the name of two symbiotic nitrogens fixing bacteria.)
উত্তর : Rhizobium এর বিভিন্ন প্রজাতি, sprillum এর বিভিন্ন প্রজাতি

১২। দুটি মুক্তজীবী নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নাম লিখ। (Write down the name of two free living nitrogen fixing bacteria.)
উত্তর: Nitrosomonas, Nitrobacter.

১৩। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ ব্যবহৃত দুটি ব্যাকটেরিয়া নাম লিখ। (Write the name of two bacteria used in genetic engineering.)
উত্তর: Escherichia coli, Salmonella Typhimunium.

১৪। ডিনাইট্রিফিকেশন বলতে কি বােঝায়? (What is denitrification?)
উত্তর : NO; কে ভেঙে বায়ুমণ্ডলে N, মুক্ত করে দেওয়াকে ডিনাইট্রিফিকেশন বলে। এটি নাইট্রিফিকেশনের একটি বিপরীত প্রক্রিয়া।

১৫। দুটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write down the name of two nitrogen fixing bacteria.)
উত্তর: Rhizobium, Nitrosomonas

১৬। উদ্ভিদ দেহে যােগ সৃষ্টিকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর : Xanthamonas, Agrobacterium, Erwiria প্রভৃতি।

১৭। দুধে বসবাসকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ। বা দই উৎপাদনকারী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর : Lactobacillus, Streptococcus প্রভৃতি।

১৮। ফার্মেন্টেশন কী? (What is ferimentation?)
উত্তর : অবায়বীয় পরিবেশে কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক দ্বারা হেক্রোজ কার্বোহাইড্রেট এর অসম্পূর্ণ জারণকে ফার্মোন্টেশন বলে। এটি এক্সোএনজাইমের মাধ্যমে সম্পন্ন হয়।

১১। কিমােট্যাক্সিস কাকে বলে? (Define chemotaxis.)
উত্তর : বেশিরভাগ সচল ব্যাকটেরিয়া চলন বা সাঁতারের দিক বিভিন্ন রাসায়নিক যৌগের দিকে অথবা রাসায়নিক যৌগ হতে বিপরীত দিকে ঘটে থাকে। এই ধরনের চলনকে কিমােট্যাক্সিস বলে।

২০। Plasmid কী? (What is plasmid?)
উত্তর : কোনাে কোনাে ব্যাকটেরিয়া কোষ প্রধান জিনােম বা ক্রোমােজোমাল DNA বহির্ভূত ক্ষুদ্র বৃত্তাকার, অনুলিপন-যােগ্য DNA সাইটোপ্লাজমে মুক্তভাবে অবস্থান করে। একে প্লাজমিড বলে।

২১। ব্যাকটেরিয়া কাকে বলে? (Define bacteria?)
উত্তর : সাধারণত ক্লোরােফিল বিহীন, আদিকোষী, এককোষী, আণুবীক্ষণিক, উদ্ভিদ ও প্রাণীদেহে রােগ সৃষ্টিকারী সরলতম জীবকে ব্যাকটেরিয়া বলে। এর একটি জটিল কোষপ্রাচীর রয়েছে।

২২। কে কত সালে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন? (Who and when discovered bacteria?)
উত্তর : এন্টানভন লিউয়েন হুক, ১৬৭৫ সালে।

২৩। ব্যাকটেরিয়ার বিস্তৃতি কোথায়? (Mention the distribution of bacteria?)
উত্তর : পৃথিবীর সর্বত্র বিরাজমান। মাটি, পানি, বায়ু, উষ্ণ প্রস্রবণ, বরফগলা পানি, স্বাদু পানি, লােনা পানি, জীবদেহ, জৈব-অজৈব বস্তু সব স্থানেই দেখা যায়।

২৪। কী কী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণীবিন্যাস করা যায়?
উত্তর : i. আকৃতি ii. ফ্ল্যাজেলা iii. রঞ্জক ধারণ iv. অক্সিজেনের নির্ভরশীলতার উপর ভিত্তি করে v. তাপমাত্রা সহনশীলতার ভিত্তিতে vi. রেণু উৎপাদনের ভিত্তিতে।

২৫. গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কাকে বলে? (Define Gram Positive Bacteria.)
 উত্তর : গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া (Gram Positive Bacteria) : যেসব ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়ােলেট নামক রঞ্জক পদার্থ ও আয়ােডিন দ্বারা রঞ্জিত করার পর স্পিরিট দিয়ে ধুলে রং ধরে রাখতে পারে তাকে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া বলে। যথা : Streptococcus sp, Staphylococcus sp প্রভৃতি।

২৬। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। (Give example of gram positive bacteria.)
উত্তর : Streptococcus sp, Staphylococcus sp.

২৭। গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া কাকে বলে? (Define gram negative bacteria?)
উত্তর : গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া (Gram Negative Bacteria) : কৃস্টাল ভায়ােলেট এবং আয়ােডিন দিয়ে রং করে স্পিরিটে ধুলে যে ব্যাকটেরিয়া রং হারায় এবং পরে মারকিউরােক্রোম, স্যাফ্লানিন বা ফুকসিন দিয়ে রং করলে লাল রং ধারণ করে তাকে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলে। যথা : Gonococcus sp. Meningococcus, প্রভৃতি।

২৮। নিম্ন তাপমাত্রা পছন্দকারী ব্যাকটেরিয়া কোনটি? (Which is psychrophilic bacteria?)
উত্তর : Leptothrix, Gallionella sp.

২৯। মধ্যম তাপমাত্রা পছন্দকারী ব্যাকটেরিয়া কোনটি? (Which is mesophilic bacteria?)
উত্তর: Pseudomonas sp.

৩০। উষ্ণ তাপমাত্রা পছন্দকারী ব্যাকটেরিয়া কোনটি? (Which is thermophilic bacteria?)
উত্তর: Bacillus, Stearothermophilus ইত্যাদি।

৩১। অতি তাপমাত্রা পছন্দকারী ব্যাকটেরিয়া কোনটি? (Which is hyperthermophilic bacteria?)
উত্তর : Themococcus, Thermotoga ইত্যাদি।

৩২। can teattne the content cotat? (Which is spore forming bacteria?)
উত্তর: Bacillus Subtilis.

৩৩। রেণু অনুৎপাদক ব্যাকটেরিয়া কোনটি? (Which is non-spore forming bacteria?)
উত্তর: Pseudomonas aeruginosa.

৩৪। ব্যাকটেরিয়ার আদিকোষী বৈশিষ্ট্য কী? (Which are primitive characters of bacteria?)
উত্তর : প্রাককেন্দ্রিক অণুজীব। দ্বিভাজন পদ্ধতিতে জনন সম্পন্ন হয়। কোষপ্রাচীর জটিল ও বহুস্তর বিশিষ্ট।

৩৫। ব্যাকটেরিয়ার উদ্ভিদের ন্যায় বৈশিষ্ট্য কী? (Which are plant like similarities in bacteria?)
উত্তর : i. কোষপ্রাচীর দৃঢ় প্রকৃতির। ii. তরল খাদ্য গ্রহণ করে। iii. গঠন থ্যালােদাইটার ন্যায়।

৩৬। ব্যাকটেরিয়ার দেহকে কয়টি অংশে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : ২টি। যথা : i. কোষ আবরণী ii. প্রােটোপ্লাস্ট।

৩৭। ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর কী দ্বারা গঠিত?
উত্তর : প্রােটিন, লিপিড ও পলিমার ধারা গঠিত।

৩৮। পিলি (Pili) কাকে বলে? (Define Pili?)
উত্তর : ব্যাকটেরিয়ার দেহের সাইটোপ্লাজম থেকে উৎপন্ন, ফ্লাজেলা অপেক্ষা সরু ও খাটো, আণুবীক্ষণিক, পিলিক নামক প্রােটিন দিয়ে তৈরি উপাঙ্গকে পিলি বলে।

৩৯। কোন জাতীয় ব্যাকটেরিয়ায় ফ্লাজেলা আছে?
উত্তর : কতিপয় কক্কাস, অধিকাংশ ব্যাসিলাস এবং প্রায় সকল প্রকার স্পাইরিলস জাতীয় ব্যাকটেরিয়ায় ফ্লাজেলা থাকে।

80। ফ্লাজেলার কয়টি অংশ ও কী কী? (What are the parts of flagella?)
উত্তর : ৩টি অংশ। যথা : i. ব্যাসাল বডি, ii. হুক ও iii. ফিলামেন্ট

৪১। ব্যাকটেরিয়ার পুষ্টি কী প্রকৃতির?
উত্তর : পরভােজী প্রকৃতির।

৪২। ব্যাকটেরিয়ার পুষ্টির ধরন উল্লেখ কর। (Mention the types of nutrition of bacteria.)
উত্তর : ২ ধরনের। যথা : i. মৃতজীবী ব্যাকটেরিয়া ও ii. পরজীবী ব্যাকটেরিয়া ।

৪৩। হাইড্রোজেন ব্যাকটেরিয়া কোনটি? (Which is hydrogen bacteria?)
উত্তর: Hydrogenomonas.

৪৪। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনগুলাে? (Which are nitrifying bacteria?)
উত্তর: Nitrosomonas, Nitrobactor.

৪৫। সালফার ব্যাকটেরিয়া কোনগুলাে? (Which are sulpher bacteria?)
উত্তর : Thiobacillaas, Begiatoa ইত্যাদি।

৪৬। আয়রন ব্যাকটেরিয়া কোনগুলাে? (Which are iron bacteria?)
উত্তর: Ferrobacillus, Leptothrix.

৪৭। ব্যাকটেরিয়া বেঁচে থাকার জন্য কী কী মৌলিক পদার্থ প্রয়ােজন?
উত্তর : C,O2, N, P, S, K, Ca, Mg, Fe ইত্যাদি।

৪৮। ব্যাকটেরিয়ার পুষ্টিগ্রহণ করার পদ্ধতি কোনটি? (Which is method of nutrition of bacteria?)
উত্তর : ব্যাপন প্রক্রিয়ায়।

৪৯। IAA এর পূর্ণনাম কী? (What is the full name of IAA?)
উত্তর : Indole Acetic Acid.

৫০। Non-symbiotic micro-organism কোনগুলো? (Which are non-symbiotic micro-organisms?)
উত্তর : Clostridium, Azotobacter, Chlorobium, Acromobacter ইত্যাদি।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

৫১। কোন ব্যাকটেরিয়া Proteolysis করে?
উত্তর : Clostridium histolyticum C. Saprogensis ইত্যাদি।

৫২। অ্যামােনিফাইং ব্যাকটেরিয়া কোনগুলাে? (Which are ammonification bacteria?)
উত্তর Proteus, Bacillus ramosus, B. mycoidis, Micrococcus, Pseudomonas

৫৩। নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কোনগুলাে?
উত্তর: Nitrobacter, Nitrosocystis.

৫৪। নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া কোনটি? (Which are nitrogen-fixing bacteria?)
উত্তর : Rhizobium, Azotobacter, Clostridian ইত্যাদি।

৫৫। অণুজীব সার হিসেবে ব্যবহৃত একটি ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of a bacteria which is used as fertilizer.)
উত্তর: Rhizobium

৫৬। উদ্ভিদের মূলে N, সংঘবন্ধক একটি ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of an N, fixing bacteria in the root of the plant.)
উত্তর: Rhizobium.

৫৭। বায়ু থেকে সরাসরি N সংবন্ধক ব্যাকটেরিয়ার নাম লিখ। (write the name of a free-living bacteria?)
উত্তর : Azotobacter, Clostridium ইত্যাদি।

৫৮। মাটির উর্বরতা বৃদ্ধিকারক ব্যাকটেরিয়ার নাম লিখ। (write the name of a fertility promoting bacteria of soil.)
উত্তর: Clostridium sp.

৫৯। ব্যাকটেরিয়ার চলনের ধরন উল্লেখ কর। (Mention the types of motility of bacteria.)
উত্তর : i. ফ্ল্যাজেলার সাহায্যে চলন ii. গ্লাইডিং চলন ইত্যাদি।

৬০। গ্লাইডিং চলন কোন ব্যাকটেরিয়াতে দেখা যায়? (In which found the glycling motility of bacteria?)
উত্তর:Cytophaga sp. Leucothrix sp.

৬১। ব্যাকটেরিয়ার ট্যাকটিক চলনকে কতভাগে ভাগ করা যায় ও কী কী?
উত্তর : তিন ভাগে। যথা : i. ফটোট্যাক্সিন, ii. ম্যাগনেটোট্যাক্সিন ও iii. কিমােট্যাক্সিন।

৬২। কোন ব্যাকটেরিয়া সরাসরি earth’s magnetic field বা Locab magnetic fieldy দ্বারা প্রভাবিত হয়ে সেদিকে সাঁতার কাটে?
উত্তর : Aquaspirillum, Magnetotclticum নামক ব্যাকটেরিয়া।

৬৩। কোন ব্যাকটেরিয়া মুকুলােদগম (Budding) পদ্ধতিতে জনন কাজ সম্পন্ন করে?
উত্তর : Rhodopseudomonas, acidophita নামক ব্যাকটেরিয়া।

৬৪। কোন ব্যাকটেরিয়া খণ্ডায়ন পদ্ধতিতে জনন কাজ সম্পন্ন করে?
উত্তর : Nocardia নামক ব্যাকটেরিয়া ।

৬৫। কোন ব্যাকটেরিয়া কনিডিয়ার মাধ্যমে অযৌন জনন ঘটায়?
উত্তর : Streptomyces নামক অ্যাকটিনােমাইসিটিস।

৬৬। ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন কোন এনজাইম হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে পানি ও অক্সিজেনে রূপান্তর করে।
উত্তর : Catalase.

৬৭। অণুজীব সার হিসেবে ব্যবহৃত একটি Cyanobaceria এর নাম লিখ। (Write the name of a Cyanobaceria.)
উত্তর : Nastoc.

৬৮। ব্যাসিলারী আমাশয় এর জীবাণু কি কি দ্বারা বিস্তার লাভ করে?
উত্তর :১. খাদ্যের মাধ্যমে, ২. মাছির মাধ্যমে, ৩. আঙ্গুলের মাধ্যমে, ৪, মলের মাধ্যমে।

৬৯।Siderophores কাকে বলে? (Define Siderophores.)
উত্তর : ছত্রাক, ব্যাকটেরিয়া, অ্যাকটিনােসাইসিটিস, Dinoflagellates প্রভৃতি দ্বারা বহিঃকোষীয়ভাবে নিঃসৃত গৌণ বিপাকীয় পদার্থকে Siderophores বলে।

৭০। মালাকার ব্যাকটেরিয়ার নাম লিখ।
উত্তর : Beggiatoa.

৭১। আয়রন ব্যাকটেরিয়ার নাম লিখ। (write the name of iron bacteria.)
উত্তর : Ferrobacillus, Sphaertilus প্রভৃতি।

৭২। হাইড্রোজেন ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of hydrogen bacteria.)
উত্তর : Alcaligenes eutropus, Nocardia opaca প্রভৃতি।

৭৩। যানবাহনের দুর্ঘটনা ঘটাতে পারে কোন ব্যাকটেরিয়া?
উত্তর : Clostridium sp.

৭৪। যােনীনালীর অণুজীবের (Microbes of the Vagina) নাম লিখ। (Write the name of Microbes of the Vagina.)
উত্তর: Candida albicans, Trichomonas vaginalis, Staphylococcus, Mycobacterium,smegmatis, Clostridium প্রভৃতি।

৭৫। চোখের অণুজীবের (Microbes of the eyes) নাম লিখ। (Write the name of Microbes of the eyes.)
উত্তর: Staphylococcus Albus, Cornbacterium xerosis, Mycoplasma sp. প্রভৃতি।

৭৬। রুটি (Bread) নষ্টকারী অণুজীবের নাম লিখ।
উত্তর: Aspergillus sp, Rhizopus sp. Mucor sp. 97 Bacillus sp.

৭৭। আচার নষ্টকারী অণুজীবের নাম লিখ।
উত্তর: Pseudomonas sp; Clostridium sp. Rhodotorula sp.

৭৮। একটি জীবাশ ব্যাকটেরিয়ার (Fossil Bacteria) নাম লিখ। (Write the name of a fossil bacteria.)
উত্তর: Eobacterium isolated.

৭৯। Bacterial Chemotaxis FC 1611 (Define bacterial chemotaxis.)
উত্তর : Chemo অর্থ রাসায়নিক Taxis অর্থ গতি। ব্যাকটেরিয়ার চলন বা সাঁতারের দিক বিভিন্ন রাসায়নিক যৌগের দিকে বা বিপরীত দিকে ঘটে থাকে। এ ঘটনাকে Chemo Taxis বলে। রাসায়নিক যৌগের দিকে চলন ঘটলে তাকে Positive Chemotaxis এবং রাসায়নিক যৌগের বিপরীতমুখী ঘটলে তাকে Negative Chemo Taxis বলে।

৮০। অণুজীব হতে উৎপন্ন বিস্ফোরক দ্রব্য কি?
উত্তর : Acetone.

৮১। MSG কি? (What is MSG?)
উত্তর : এর পূর্ণ নাম হচ্ছে Monosodium Glutamate. এটি স্বাদ ও সুগন্ধ প্রদানকারী দ্রব্য বা টেস্টিং সল্ট। এটি গুটামিক এসিডের লবণ।

৮২। PGPR এর পূর্ণ নাম কি? (What is the full name of PGPR?)
উত্তর : Plant Growth Promoting Rhizobacteria.

৮৩। একটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও। (Give an example of a denitrifying bacteria.)
উত্তর: Bacillus denitrificans.

৮৪। পাট পচাতে সাহায্যকারী ব্যাকটেরিয়ার নাম লিখ?
উত্তর : Clostridium sp.

৮৫। ব্যাকটেরিয়া হতে উৎপন্ন কয়েকটি ভ্যাক্সিন-এর নাম উল্লেখ কর। (Mention the name of vaccine produced from bacteria.)
উত্তর : B.C.G; D.P.T; T.T প্রভৃতি।

৮৬। ব্যাকটেরিয়াতে বংশগতীয় পুনর্বিন্যাস কত প্রকার? (What are the types of bacterial genetic recombination?)
উত্তর : ৩ ভাবে। যেমন- ১. Transduction, ২. Transformation ও ৩. Conjugation.

৮৭। কলেরা এর জীবাণুর নাম কী? (Write the name of pathogen of cholera.)
উত্তর : Vibrio cholerae.

৮৮। নিউমােনিয়া এর জীবাণুর নাম কী? (Write the name of pathogen of?
উত্তর : Diplococcus pneumoniae.

৮৯। ডিপথেরিয়া এর জীবাণুর নাম কী? (What is the name of pathogen of diptheria?)
উত্তর : Corynebacterium diptheriae

৯০। অ্যামিবায়িক ডিসেন্টেরী এর জীবাণুর নাম কী?
উত্তর : Entamoeaba histolytica

৯১। টিটেনাস বা ধনুষ্টংকার এর জীবাণুর নাম কী? (Write the name of pathogen of tetanas.)
উত্তর: Clostridium tetani

৯২। এই এর জীবাণুর নাম কী? (Write the name of pathogen of AIDs.)
উত্তর : HIV

৯৩। টাইফয়েড জ্বর এর জীবাণুর নাম কী? (Write the name of pathogen of typhoid fever.)
উত্তর : Salmonella typhi

৯৪। সিগেলােসিস বা ব্যাসিলারী আমাশয় এর জীবাণুর নাম কী? (Write the name of pathogen of shigellosis dysentery?)
উত্তর : Shigella dysentery

৯৫। যক্ষ্মা এর জীবাণুর নাম কী? (What is the name of pathogen of tuberculosis.)
উত্তর : Mycobacterium tuberculosis ।

৯৬। গনােরিয়া এর জীবাণুর নাম কী? (What is the name of pathogen of gonorrhoea.)
উত্তর : Neisseria gonorrhoeae

৯৭। পােলিও বা অ্যামিবায়ােসিস (অ্যামিবা ঘটিত আমাশয়) এর জীবাণুর নাম কী? (Write the name of pathogen of polio.)
উত্তর : Polio Virus

৯৮। সালােকসংশ্লেষণকারী ব্যাকটেরিয়ার নাম কি? (Write the name of photosynthetic bacteria.).
উত্তর : Rhodosprillub, Chlorobing ইত্যাদি।

৯৯। মিখােজীবী ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of symbiotic bacteria.)
উত্তর : Rhizobium.

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

১০০। ব্যাকটেরিয়াকে প্রকৃতির ঝাড়ুদার (Scavenger of nature) বলা হয় কেন? (Why bacteria is called scavenger of nature?)
উত্তর : ড্রেন, লােকালয় প্রভৃতি স্থানে যে সমস্ত মরা জীবদেহ, আবর্জনা, পাতা ও বর্জ্য পদার্থ পতিত হয় সেগুলােকে ব্যাকটেরিয়া পচিঁয়ে দুরীভূত করে, ফলে পরিবেশ জঞ্জালে ভর্তি হয় না এবং পরিষ্কার থাকে। তাই ব্যাকটেরিয়াকে প্রকৃতির ঝাড় দার বলে।

১০১। Gliding Bacteria-এর উদাহরণ লিখ। (Write the example of gliding bacteria.)
উত্তর : Myxobacteria.

১০২। Spiral curved Bacteria এর একটি উদাহরণ দাও। (Give an example of spiral curved bacteria.)
উত্তর: Spirilleum.

১০৩। Gram-Positive Rod-shaped Bacteria-এর উদাহরণ লিখ। (Write the example of gram-positive Rod-shaped Bacteria.)
উত্তর: Lactobacillus.

১০৪। পানিতে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি?
উত্তর : Salmonella, Vibrio প্রভৃতি।

১০৫। লেবুর ক্যাংকার রােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of canker producing bacteria f citrus.)
উত্তর: Xanthomonas citri

১০৬। ধানের ব্লাইট রােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লিখ? (Write the name of ‘blight disease of rice’ producing bacteria.)
উত্তর : Xanthomaonas aryzae.

১০৭। ব্যাকটেরিয়া হতে উৎপন্ন ১টি এন্টিবায়ােটিকের নাম লিখ। (write the name of a antibiotic produced from bacteria.)

এন্টোবায়োটিক ব্যাকটেরিয়ার নাম

সাবটিলন Bacillus subtilies.

১০৮। ছত্রাক হতে উৎপন্ন ১টি এন্টিবায়ােটিকের নাম লিখ। (Write the name of a antibiotic produced from fungi.)
উত্তর : এন্টিবায়ােটিক ছত্রাকের নাম।

১০৯। মেনিনজাইটিস রােগসৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লিখ?
উত্তর : Neisseria meningititis

১১০। কুষ্ঠ রােগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার নাম লিখ?
উত্তর : Mycobacterium leprae,

১১১। মানবদেহে পরজীবী ও রােগ সৃষ্টিকারী কয়েকটি ব্যাকটেরিয়া কি কি?
উত্তর : E. coli, Mycobacterium tuberculosis (যক্ষ্মা), Neisseria gonorrhoea (গনােরিয়া),Diplococcus penumoniae (Parlocalfamat), Closteridium tetani

১১২। মাংস ও ডিমে বসবাসকারী কয়েকটি ব্যাকটেরিয়া কি কি?
উত্তর : Proteus, Pseudomonas প্রভৃতি।

১১৩। মিথােজীবী কয়েকটি ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of some symbiotic bacteria.)
উত্তর: Spirillum lipoferun, Rhizobium japonicum

১১৪। সর্বাপেক্ষা ছােট ব্যাকটেরিয়ার নাম কি? (What is the name of smallest bacteria?)
উত্তর : ডায়ালিস্টার নিউমােসিন্টেস (Dialister preumosintes), এরা লম্বায় ০.১৫ um।

১১৫। Gonorrhea শব্দটির অর্থ কি? (What do you mean by the word Gonorrhea?)
উত্তর : গ্রিক ভাষায় ‘Gono’ এবং ‘rhein’ শব্দদ্বয়ের সমন্বয়ে Gonorrhoea শব্দটির জন্ম। ‘Gono’ শব্দের আভিধানিক অর্থ seed বা বীজ এবং ‘rhein’ শব্দের অর্থ To flow বা প্রবাহিত করা। কাজেই Gonorrhoea শব্দের অর্থ ‘বীজ প্রবাহিত করা।

১১৬। DPT কী? (What is DPT?)
উত্তর: Corynebacterium diptheriae (D) Bordetella pertusis (P) Clostridium tetani

১১৭। কোন ব্যাকটেরিয়া ভিটামিন বি, থায়ামিন, রিবােফ্লাভিন, ফলিক এসিড, বায়ােটিন তৈরি করে?
উত্তর: E. coli. Aerobacter aerogens Fota i১১৮। কোন ব্যাকটেরিয়া ভিটামিন Bjp তৈরি করে? (Which bacteria produce vitamin Bp?)
উত্তর : Clostridium acetobutylicum, Psendomonas ইত্যাদি।

১১৯। কোন ব্যাকটেরিয়া উৎসেচক/এনজাইম তৈরি করে? (Which bacteria produce enzyme?)
উত্তর : Bacillus Subtilis হতে প্রােটিয়েজ এনজাইম।

১২০। কোন ব্যাকটেরিয়া কীটপতঙ্গ দমনে ব্যবহৃত হয়? (Which bacteria is used to inhibit insects?)
উত্তর : Bacillus thuringeresis নামক ব্যাকটেরিয়া।

১২১। সিয়ােসিস ব্যাকটেরিয়া কোনগুলাে। (Which are symibiotic bacteria?)
উত্তর: E. coli, Bacillus coli.

১২২। মানুষের রোগ সৃষ্টিকারী ৪টি ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of four human disease producing bacteria.)
উত্তর : কলেরা, টাইফয়েড, যক্ষা ও নিউমােনিয়া।

১২৩। গবাদি পশুর রােগ সৃষ্টিকারী ৪টি ব্যাকটেরিয়ার নাম লিখ? (Write the name of four cattle disease producing bacteria.)
উত্তর : যক্ষ্মা, গবাদি পশুর কৃষ্ণপদ, ভেড়ার অ্যানথ্রাক্স, হাঁস-মুরগির কলেরা ইত্যাদি।

১২৪। উদ্ভিদের রােগ সৃষ্টিকারী ৪টি ব্যাকটেরিয়ার নাম লিখ? (Write the name of four plant disease
producing bacteria.)
উত্তর : ধানের পাতা ধ্বসা, লেবুর ক্যাংকার, আলুর স্ক্যাব, আখের আঁঠা ঝরা ইত্যাদি।

১২৫। মাটির উর্বরতা নাশকারী ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of denitrifying bacteria of soil)
উত্তর: Thiobacillus, denitrificans, Pseudomonas aeruginosa

১২৬। কোন ব্যাকটেরিয়া বিমানের জ্বালানিতে জন্মিয়ে বিমান দুর্ঘটনা ঘটতে পারে।
উত্তর : Clostridium sp

১২৭। Transdiction বলতে কী বুঝ?
উত্তর : ব্যাকটেরিওফাজের মাধ্যমে এক কোষ থেকে অন্য একটি কোষে জিনের বা এর অংশের স্থানান্তর প্রক্রিয়াকে ট্রান্সডাকশন বলে। বিজ্ঞানী Leaderburg and Zinder 1952 সালে এ প্রক্রিয়াটি আবিস্কার করেন।

১২৮। কনজুগেশন বলতে কি বুঝ? (What is Conjugation?)
উত্তর : দুটি কোষের দৈহিক সংস্পর্শের মাধ্যমে একটির জিন অপরটিতে স্থানান্তর হওয়ার প্রক্রিয়াকে কনজুগেশন বলে।

১২৯। এন্টিবায়ােটিক উৎপাদনকারী দুটি ব্যাকটেরিয়ার নাম লিখ। (Write the name of two antibiotic producing bacteria.)
উত্তর : Streptomyces, Bacillus এর বিভিন্ন প্রজাতি।

১৩০। ব্যাকটেরিয়ার গ্রাস রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেন কে?
উত্তর : ১৮৮৪ সালে ক্রিস্টিয়ান গ্রাম গ্রাম রঞ্জন পদ্ধতি আবিষ্কার করেন।

বিভাগ-খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি Part-B : Short Questions

১। ব্যাকটেরিয়া কোষের পােক্যারিডটিক বৈশিষ্ট্য উল্লেখ কর। [Mention the prokaryotic characteristics of Bacteria cell.]

২। ট্রান্সডাকশনের সাথে ট্রান্সফরমেশনের তুলনা কর ।[Compare Transduction with Transformation.)

৩। ব্যাকটেরিয়ার ক্লাজেলা ও পিলি এর মধ্যে পার্থক্য লিখ। [Write the differences between flagella and pili of bacteria.]

৪। গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য কর। [Differentiate between the cell wall of gram positive and gram negetive bacteria.]

৫। কৃষিতে ব্যাকটেরিয়ার গুরুত্ব লিখ। [Write the importance of bacteria in agriculture.]

৬। ব্যাকটেরিয়ার এন্ডােস্পােরের গঠন তাৎপর্য বর্ণনা কর। [Describe the structure of endospore of Bacteria.]

৭। ভাইরাস ও ব্যাকটেরিয়ার পার্থক্য লিখ। [Write differences between virus and Bacteria.]

৮। একটি ব্যাকটেরিয়া কোষের চিহ্নিত চিত্র অঙ্কন কর । [Draw labelled diagram of a Bacterial cell.]

৯। গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের গঠন বর্ণনা কর। [Explain the structure of cell wall of gram-positive bacteria.]

১০। গ্রাম নেগেটিভ ও গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য লিখ। [Write the differences of gram-negative and gram-positive bacteria.]

১১। ফ্লাজেলা বিন্যাসের ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ কর। [Classify bacteria on the basis of arrangement of flagella.]

১২। আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর। [Classify the bacteria on the basis of shape.]

১৩। পুষ্টির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর। [Classify the bacteria on the basis of nutrition.]

১৪। অক্সিজেন ও তাপমাত্রার ভিত্তিতে ব্যাকেটরিয়ার শ্রেণিবিভাগ কর। [Classify the bacteria on the basis of oxygen and temperature.]

১৫। ব্যাকটেরিয়ার সংজ্ঞা দাও। এর বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর। [Define bacteria. Mention the characteristics of bacteria.]

১৬। ব্যাকটেরিয়ার উদ্ভিদের ন্যায় বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর । [Mention the plant-related characters of Bacteria.]

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি Part-C: Broad Questions

১। ব্যাকটেরিয়ার ফ্লাজেলাম এর ভৌত রাসায়নিক গঠন লিখ। গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য দেখাও। [Write down the physical and chemical structure of the flagellum of Bacteria. Mention the differences between gram-positive gram-negative bacteria.]

২। চিহ্নিত চিত্রসহ ব্যাকটেরিয়া কোষের গঠন বর্ণনা কর। [Describe the structure of Bacteria cell with labeled diagram.]

৩। ব্যাকটেরিয়ার কনজুগেশন পদ্ধতির বর্ণনা দাও। [Describe the Conjugation system of Bacteria.]

৪। ব্যাকটেরিয়া কোষের সংখ্যাবৃদ্ধির এক কার্যকরি পদ্ধতি (দ্বি বিভাজন পদ্ধতি) বর্ণনা কর।[Describe an effective method of Bacterial cell multiplication.]

৫। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভােট ও রাসায়নিক গঠনের বিশদ বর্ণনা দাও। [Give an illustrated account of the chemical composition of the bacterial cell wall.]

৬। ব্যাকটেরিয়ার বংশগতীয় পূর্ণবিন্যাস বলতে কী বুঝ? ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পদ্ধতি বর্ণনা কর।[What is bacterial genetic recombination? Describe transduction method of bacteria.]

৭। ব্যাকটেরিয়ার ফ্লাজেলার গঠন ও কাজ বর্ণনা কর। [Describe the structure and function of bacterial flagella.)

৮। ব্যাকটেরিয়া ও আর্কি ব্যাকটেরিয়ার আদি কোষীয় বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর। [Mention the Primitive characters of Bacteria and Archaebacteria]

৯। ব্যাকটেরিয়ার নিউক্লিও বস্তু চিত্রসহ বর্ণনা কর। [With labelled diagram describe nuclear material of Bacteria.]

১০। জীবজ নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বুঝ? N, সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর । (What is biological nitrogen fixation? Explain the role of bacteria in nitrogen fixation.]

১১। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর । [Discuss the binary fission method of bacteria.]

১২। টীকা লিখ: কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব। [Write short note: Role of bacteria in agriculture.]

১৩। বংশগতীয় পুর্নবিন্যাস কী? প্রয়ােজনীয় চিত্রসহ ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রকার পুনঃবিন্যাস বর্ণনা কর । [What is genetic recombination? With necessarily labeled diagram describe the different types of bacterial genetic recombination.]

১৪। ট্রান্সফরমেশন কী? ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতি বর্ণনা কর। [What is transformation? Describe the transformation method of Bacteria.]

১৫। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর। [Explain the economic importance of bacteria.]

১৬। পরিবেশ রক্ষায় ব্যাকটেরিয়ার গুরুত্ব লিখ। [Describe the different type of motility of Bacteria.)

১৮। কেমােট্যাক্সিস কী? ব্যাকটেরিয়ার কেমােট্যাক্সিস কৌশল নিয়ে আলােচনা কর ।[What is chemotaxis? Explain the mechanism of Bacterial chemotaxis.]

১৯। শিল্প ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা ব্যাখ্যা কর।[Describe the role of bacteria in industry.]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নাবলি

১। ট্রান্সফরমেশন কী? ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতি বর্ণনা কর।

২০০৩

১। জীবজ নাইট্রোজেন সংবন্ধন বলতে কী বুঝ? N, সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর।

২। চিহ্নিত চিত্রসহ ব্যাকটেরিয়া কোষের গঠন বর্ণনা কর।

২০০৪

১। ট্রান্সফরমেশন কী? ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতি বর্ণনা কর

২। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর ।

৩। ব্যাকটেরিয়ার বংশগতীয় পুনর্বিন্যাস বলতে কী বুঝ? ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পদ্ধতি বর্ণনা কর।

২০০৫

১। নাইট্রোজেন সংবন্ধন কী? N, সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা ব্যাখ্যা কর।

২। ট্রান্সফরমেশন কী? ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতি বর্ণনা কর।

৩। ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পদ্ধতি বর্ণনা কর।

৪। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের ভৌত ও রাসায়নিক গঠন ও কাজ ব্যাখ্যা কর।

৫।  গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া পার্থক্য লিখ।

৬। ব্যাকটেরিয়ার ফ্লাজেলামের গঠন ও কাজ বর্ণনা কর।

৭। ব্যাকটেরিয়ার এন্ডােস্পােরের গঠন তাৎপর্য বর্ণনা কর।

৮। শিল্প ক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা ব্যাখ্যা কর।

২০০৬

১। ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর ।

২০০৭

১। ব্যাকটেরিয়া কোষের প্রােক্যারিড়টিক বৈশিষ্ট্য উল্লেখ কর।

২। ব্যাকটেরিয়ার ফ্লাজেলাম এর ভৌত ও রাসায়নিক বৈশিষ্ট্য লিখ।

৩। গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য দেখাও।

৪। চিহ্নিত চিত্রসহ ব্যাকটেরিয়া কোষের গঠন বর্ণনা কর।

৫। ট্রান্সডাকশনের সাথে ট্রান্সফরমেশনের তুলনা কর ।

৬। ব্যাকটেরিয়ার কনজুগেশন পদ্ধতি বর্ণনা কর।

২০০৮

১। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের রাসায়নিক গঠন বিশদ বর্ণনা কর।

২। ব্যাকটেরিয়ার ক্লাজেলা ও পিলির মধ্যে পার্থক্য লিখ।

৩। ব্যাকটেরিয়ার ট্রান্সডাকশন পদ্ধতি বর্ণনা কর। ব্যাকটেরিয়ার বংশগতিক পুনর্বিন্যাস বলতে কী বুঝ?

৪। টীকা লিখ : ব্যাকটেরিয়ার ক্যাপস্যুল।

২০০৯

১। নিখুঁত চিত্রসহ একটি ব্যাকটেরিয়া কোষের বর্ণনা দাও।

২। N সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর।

৩। বংশগতীয় পুনর্বিন্যাস কী? প্রয়ােজনীয় চিত্রসহ ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রকার পুনঃবিন্যাস বর্ণনা কর।

২০১০

১। গ্রাম পজেটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের মধ্যে পার্থক্য কর।

২। কৃষিতে ব্যাকটেরিয়ার গুরুত্ব লিখ।

৩। ব্যাকটেরিয়ার ক্লাজেলার গঠন ও কাজ বর্ণনা কর।

৪। ব্যাকটেরিয়ার আদি কোষীয় বৈশিষ্ট্যগুলাে উল্লেখ কর।

৫। কনজুগেশন বলতে কী বুঝ? কনজুগেশনের মাধ্যমে কিভাবে ব্যাকটেরিয়াতে বংশগতীয় পুনঃবিন্যাস ঘটে।

২০১১

১। ব্যাকটেরিয়ার এন্ডােস্পােরের গঠন বর্ণনা কর।

২। একটি ব্যাকটেরিয়া কোষের চিহ্নিত চিত্র অঙ্কন কর।

৩। ট্রান্সডাকশন বলতে কী বুঝ? ট্রান্সডাকশনের মাধ্যমে ব্যাকটেরিয়াতে কীভাবে বংশগতীয় পুনর্বিন্যাস ঘটে- ব্যাখ্যা কর।

৪। উদাহরণসহ ফ্লাজেলার উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ কর ।

২০১২

১। একটি গ্রাম পজেটিভ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের গঠন বর্ণনা কর।

২। গ্রাম পজেটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য লিখ।

৩। আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ কর।

৪। ব্যাকটেরিয়ার ফ্লাজেলার গঠন বর্ণনা কর।

৫। ব্যাকটেরিয়ার নিউক্লিও বস্তুর চিত্রসহ বর্ণনা দাও।

৬। বংশগতীয় পুনঃর্বিন্যাস কী? ব্যাকটেরিয়ার কনজুগেশন পদ্ধতি বর্ণনা কর।

২০১৩

১। জীবজ নাইট্রোজেন সংবন্ধন কী? N, সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর।

২। ট্রান্সডাকশন বলতে কী বুঝ? ট্রান্সডাকশনের মাধ্যমে ব্যাকটেরিয়াতে কীভাবে বংশগতীয় পুনঃবিন্যাস ঘটে। ব্যাখ্যা কর।

২০১৪

১। ব্যাকটেরিয়ার এন্ডােস্পাের কী? এটির গঠন বর্ণনা কর।

২। ফ্লাজেলা বিন্যাসের ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণি বিভাগ কর।

৩। কৃষি ক্ষেত্রে ব্যাকটেরিয়ার গুরুত্ব বর্ণনা কর।

৪। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পদ্ধতি চিত্রসহ বর্ণনা কর।

২০১৫

১। পরিবেশ রক্ষায় ব্যাকটেরিয়ার গুরুত্ব লিখ।

২। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পদ্ধতি ব্যাখ্যা কর।

২০১৬

১। ট্রান্সডাকশন বলতে কী বুঝ? ট্রান্সডাকশনের মাধ্যমে ব্যাকটেরিয়া কীভাবে বংশগতীয় পুনর্বিন্যাস ঘটে। ব্যাখ্যা কর।

২। কোষের আকৃতির ভিত্তিতে ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ কর।

৩। একটি আদর্শ ব্যাকটেরিয়া কোষের চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।

২০১৭

১। পুষ্টির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ কর।

২। বংশগতীয় পুনবিন্যাস কী? ব্যাকটেরিয়ার ট্রান্সফরমেশন পদ্ধতি বর্ণনা কর।

৩। N, সংবন্ধন বলতে কী বুঝ? N2 সংবন্ধনে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর।

৪। টীকা লিখ : ব্যাকটেরিয়া দ্বিবিভাজন।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

অ্যাকটিনোমাইসিটিস

বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A : Brief Questions & Answers

১। Actinomycites উদ্ভিদ, প্রাণী এবং মানুষের কী কী রােগ সৃষ্টি করে? (Which diseases of plant, animal and man caused by Actinomycites?)

উত্তর: i. Potato scab disease
ii. Girdle scab of sugarbeat
iii. Lumpy jaw of cattle
iv. Farmers lung disease
v. Athelets foot disease
vi. Actinomycosis of man

২। এন্টিবায়ােটিক উৎপাদনকারী দুটি Actinomycetes এর নাম লিখ। (write the name of two antibiotic producing Actinomycetes.)
উত্তর:প্রজাতির নাম এন্টিবায়েটিকের নাম

i. Streptomyces rimosus টেরামাইসিন

ii. Streptomyces fradiae নিওমাইসিন।

৩।রে-ফানজাই কী? (What is ray-fungi?)
উত্তর : অ্যাকটিনােমাইসিটিসকে রেফানজাই বলে। কারণ এর ফিলামেন্ট একটি বিন্দুকে কেন্দ্র করে বৃদ্ধি লাভ করে।

8। কে কত সালে কোথা থেকে Actinomycetes আবিষ্কার করেন? (From where who and when discovered Actinomycetes?)
উত্তর : ১৮৭৫ সালে ফার্ডিন্যান্ট কন নামক বিজ্ঞানী মানুষের অনালী থেকে এক ধরনের সূত্রাকার অণুজীব পৃথক করেন। Gasparini এবং Lachner Sandoval নামক বিজ্ঞানীদ্বয় এর নাম Actinomycetes দেন।

৫।  Actinomycetes cele 17 Par (Where grow Actinomycetes?)
উত্তর : Actinomycetes এর প্রজাতিগুলাে মাটি, পচনশীল জৈব পদার্থ, জলাশয়, বিভিন্ন প্রকারের খাদ্যদ্রব্য এবং বায়ুতে পাওয়া যায়।

৬। Actinomycetes Careito Coa? (How look at Actinomycetes?)
উত্তর : দেহ সূত্রাকার ও শাখান্বিত।

৭। Actinomycetes কীভাবে জনন সম্পন্ন করে?
উত্তর : প্রধানত কনিডিয়া সৃষ্টির মাধ্যমে জনন সম্পন্ন করে ।

৮। Actinomycetes দ্বারা সৃষ্ট দুটি রােগের নাম উল্লেখ কর। (Mention two diseases caused by Actinomycetes.)
উত্তর : যক্ষ্মা, টাইফয়েড।

৯। Actinomycetes এর কোন প্রজাতি থেকে ভিটামিন B2 তৈরি হয়? (From which the species of Actinomycetes vitamin B12 is produced?)
উত্তর : Streptomyces, griseas.

১০। Actinomycites এর কোন প্রজাতি নাইট্রোজেন সংবন্ধন করে থাকে? (Which species of Actinomycites?)
উত্তর: Myricaulnus sp.

১১। কোন প্রজাতির Actinomycites মাটির ‘মাটি মাটি’ গন্ধের জন্য দায়ী?
উত্তর: Streptomyces.

১২। অ্যাকটিনােমাইসিটিস কাকে বলে? (Define Actinomycetes?)
উত্তর : অ্যাকটিনােমাইসিটি এক ধরনের সূত্রাকার আদি কোষী এককোষী বা ফিলামেন্টাস দেহ বিশিষ্ট শাখান্বিত প্রস্থপ্রাচীরবিহীন অণুজীব।

১৩। অ্যাকটিনােমাইসিটিস এর শাব্দিক অর্থ কী?
উত্তর : অ্যাকটিনােমাইসিটিস দুটি গ্রিক শব্দ। যথা : Action = Radial এবং Myces = fungus নিয়ে গঠিত এদের ‘চ্ছটা ছত্রাক’ বলে।

১৪। যে সকল রেণুর মাধ্যমে অ্যাকটিনােমাইসিটিস জননকার্য সম্পন্ন করে তাদের নাম লিখ।
উত্তর : i. কর্নিডিয়া, (ii) আথ্রোম্পাের, (iii) ক্ল্যামাইডােস্পাের।

১৫। পুষ্টির ক্ষেত্রে অ্যাকটিনােমাইটিস কোন ধরনের জীব?
উত্তর : অধিকাংশ মৃতজীবী ও কিছু পরজীবী ।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

বিভাগ-খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি Part-B : Short Questions

১। অ্যাকটিনােমাইসিটিস কী? অ্যাকটিনােমাইসিটিস এর বৈশিষ্ট্যগুলাে লিখ। [What is Actinomycestes write the characteristics of Actinomycetes]

২। অ্যাকটিনােমাইসিটিস এর স্বভাব ও বসতি সম্পর্কে লিখ। (Write the habit and habitat of Actinomycetes]

৩। অ্যাকটিনােমাইসিটিস এর সাথে ব্যাকটেরিয়ার সাদৃশ্য লিখ। [Write the similarity between Actinomycetes and Bacteria)

৪। অ্যাকটিনােমাইসিটিসের সাথে ব্যাকটেরিয়ার বৈসাদৃশ্য লিখ। [Write the disimilarity between Actinomycetes and Bacteria]

৫। অ্যাকটিনােমাইসিটির্সের সাথে ছত্রাকের সাদৃশ্য লিখ। [Write the similarity between Actinomycetes and Fungi.]

৬।৫টি এন্টিবায়ােটিকের নাম ও তাদের উৎসের নাম লিখ। [Write the name of five Antibiotics and their sources]

৭। অ্যাকটিনােমাইসিটিস ও ছত্রাকের মধ্যে পার্থক্য উল্লেখ কর। [Mention the difference between Actionmycetes and Fungi]

বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি Part-C: Broad Questions

১। অ্যাকটিনােমাইসিটিস এর গঠন বর্ণনা কর। [Describe the structure of Actinomycetes)

২। অ্যাকটিনােমইসিটিস এর জনন বর্ণনা কর। [Describe the reproduction of Actinomycetes]

৩। অ্যাকটিনােমাইসিটিস এর শ্রেণিবিন্যাস কর। [Classify of Actinomycetes]

8। অ্যাকটিনােমাইসিটিস এর সাথে ছত্রাক ও ব্যাকটেরিয়ার সাদৃশ্য ও বৈসাদৃশ্য ছকের মাধ্যমে দেখাও।

(Show the similarity and disimilarity of Fungi and Bacteria with Actinomycetes in table]

৫। অ্যাকটিনােমাইসিটিসের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা কর। [Describe the economic importance of Actinomycetes]

৬। অ্যাকটিনােমাইসিটিস এর আবিষ্কার সম্পর্কে লিখ। [Describe the discovery of Actinomycetes]

৭।অ্যাকটিনােমাইসেটিস এর জৈবিক অবস্থান ব্যাখ্যা কর। [Explain the biological status of Actinomycetes]

৮। এন্টিবায়ােটিক কী? এন্টিবায়ােটিকের নাম উল্লেখপূর্বক পাচঁটি অ্যাকটিনােমাইসিটিসের বৈজ্ঞানিক নাম লিখ। [What is antibiotic? Write the Scientific name of five Actinomycetes with related antibiotic]

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নাবলি

 ২০০২

১। অ্যাকটিনােমাইসিটিস এর শ্রেণিবিন্যাস কর।

২। অ্যাকটিনােমাইসিটিস এর অর্থনৈতিক গুরুত্ব লিখ।

২০০৫

১। এন্টিবায়েটিক কী? এন্টিবায়েটিকের নাম উল্লেখপূর্বক পাচঁটি অ্যাকটেননামাইসিটিসের বৈজ্ঞানিক নাম লিখ।

২। অ্যাকটিনােমাইসিটিস ও ছত্রাকের মধ্যে পার্থক্য উল্লেখ কর।

৩। অ্যাকটিনােমাইসিটিসের অর্থনৈতিক গুরুত্ব লিখ।

২০০৬

১। অ্যাকটিনােমাইসিটিস কী? অ্যাকটিনােমাইসিটিস এর শ্রেণিবিন্যাস কর।

২। অ্যাকটিনােমাইসিটিস এর গঠন বর্ণনা কর।

২০০৭

১।এন্টিবায়ােটিকের নাম উল্লেখপূর্বক পাচটি অ্যাকটিনােমাইসিটিসের বৈজ্ঞানিক নাম লিখ।

২। অ্যাকটিনােমাইসিটিসের স্বভাব ও বসতি সম্পর্কে লিখ।

২০০৮

১। অ্যাকটিনােমাইসিটিসের সাথে ব্যাকটেরিয়া ও ছত্রাকের তুলনা কর।

২০০৯

১। অ্যাকটিনােমাইটিস এর বৈশিষ্ট্য, শ্রেণিবিন্যাস অর্থনৈতিক গুরুত্ব আলােচনা কর।

২০১০

১। ব্যাকটেরিয়া এবং অ্যাকটিনােমাইসিটিস এর মধ্যকার সাদৃশ্যগুলাে উল্লেখ কর।

২। অ্যাকটিনােমাইটিসের অর্থনৈতিক গুরুত্ব লিখ।

৩। অ্যাকটিনােমাইসিটিসের গঠন বর্ণনা কর।

২০১২

১। অ্যাকটিনােমাইসিটিসের গঠন বর্ণনা কর।

২। অ্যাকটিনােমাইসিটিসের অর্থনৈতিক গুরুত্ব লিখ।

৩। ব্যাকটেরিয়া অ্যাকটিনােমাইসিটিসের পার্থক্য লিখ।

২০১৩

১। অ্যাকটিনােমাইসিটিসের অর্থনৈতিক গুরুত্ব লিখ।

২। ব্যাকটেরিয়া ও অ্যাকটিনােমাইসিটিসের মধ্যে তুলনামূলক আলােচনা কর।

২০১৪

১। অ্যাকটিনােমাইসিটিসের বৈশিষ্ট্য লিখ।

২। অ্যাকটিনােমাইসিটিসের অর্থনৈতিক গুরুত্ব লিখ।

২০১৫

১৷ অ্যাকটিনােমাইসিটিস কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখ।

২০১৬

১। ব্যাকটেরিয়া ও অ্যাকটিনােমাইসিটিসের মধ্যে তুলনামূলক আলােচনা কর।

২০১৭

১। এন্টিবায়েটিক উৎপন্নকারী তিনটি অণুজীবের নাম লিখ।

২। এন্টিবায়েটিক কী? এন্টিবায়েটিকের নাম উল্লেখপূর্বক পাচঁটি অ্যাকটিনােমাসিটিসের বৈজ্ঞানিক নাম লিখ।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

অনুজীবের বৃদ্ধি ও পুষ্টি

বিভাগ-ক। অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A : Brief Questions & Answers

১।জেনারেশন টাইম কাকে বলে? (Define generation time?)

উত্তর : প্রতিটি অণুজীবের প্রতিটি বিভাজনের মাঝে যে সময়ের প্রয়ােজন বা আবাদ মাধ্যমে জনসংখ্যা দ্বিগুণিত হতে যে সময় লাগে তাকে জেনারেশন টাইম বলে।

২। ব্যাকটেরিয়ার বৃদ্ধির হারের পর্যায়গুলাে কী কী? (What are the phases of growth of bacteria?)

উত্তর : ৪ পর্যায়। যথা : i, মন্থর পর্যায় ii. দ্রুত পর্যায় iii. স্থির পর্যায় iv. অবনতি পর্যায়

৩। বৃদ্ধির হার কাকে বলে? (Define growth rate?)

উত্তর : প্রতি ঘণ্টায় কোষের বিভাজনকে বা প্রতি একক সময়ের কোষের বিভাজনকে বৃদ্ধির হার বলে।

৪। মিথানােজেনস কী? (What is methanogens?)

উত্তর : এক ধরনের আর্কিব্যাকটেরিয়া বা অন্যান্য জীবন্ত প্রাণী যা থেকে প্রচুর পরিমাণ মিথেন (CH4) গ্যাস উৎপন্ন করা হয়, তাকে মিথানােজেনস বলে। যেমন— Methanococcus maripaludis, Methanosarcina barker.

৫। বিশুদ্ধ আবাদ বলতে কী বুঝ? (What do you mean by pure culture medium?)

উত্তর : কোনাে নির্দিষ্ট বাস্তুতন্ত্রের নমুনা থেকে প্রাপ্ত মিশ্র অণুজীবের আবাদ হতে একটি মাত্র অণুজীবের চরিত্রায়ন ৰা শনাক্তকরণের উদ্দেশ্যে সে বিশেষ অণুজীবটিকে পৃথক করে নিয়ে স্বতন্ত্রভাবে কৃত্রিম পুষ্টি মাধ্যমে জন্মানাের পদ্ধতিকে বিশুদ্ধ আবাদ (Pure Culture) বলা হয়।

৬। ব্যাকটেরিয়া কী কী পদ্ধতিতে বংশবিস্তার করে?

উত্তর : অঙ্গজ, অযৌন ও যৌন পদ্ধতিতে বংশবিস্তার করে।

৭। ব্যাকটেরিয়া কী কী উপায়ে অঙ্গজ জনন সম্পন্ন করে?

উত্তর : দ্বি-বিভাজন বা ফিশন, খণ্ডায়ন, মুকুলােদগম, শাখা উৎপাদন প্রভৃতি উপায়ে অঙ্গজ জনন সম্পন্ন করে।

৮। ব্যাকটেরিয়া কী কী উপায়ে অযৌন জনন সম্পন্ন করে।

উত্তর : কনিডিয়া, গনিডিয়া, অন্তঃরেণু প্রভৃতি উপায়ে অযৌন জনন সম্পন্ন করে।

৯। বৃদ্ধির সংজ্ঞা দাও। (Define growth.)

উত্তর : পর্যায়ক্রমে কোষের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হওয়াকে বৃদ্ধি বলে।

১০। ব্যালান্সড গ্রোথ (Balanced growth) কাকে বলে?

উত্তর : বৃদ্ধির হার পরিবর্তন ছাড়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে একক বিভাজনে নির্দিষ্ট কোষের প্রতিটি জীব রাসায়নিক এককের দ্বিগুণিত হওয়াকে ব্যালান্সড গ্রোথ বলে।

১১। অণুজীবের বৃদ্ধির ধরন কত প্রকারের ও কী কী?

উত্তর : ৪ প্রকারের। যথা : i. ব্যাকটেরিয়ার বৃদ্ধির ধরন, i. ভাইরাসের বৃদ্ধির ধরন, iii. ইস্ট কোষের বৃদ্ধির ধরন, iv. অন্যান্য ছত্রাকের বৃদ্ধির ধরন।

১২। যুগপৎ বৃদ্ধি (Synchronous Growth) কাকে বলে? (Define synchronous growth.)

উত্তর : অণুজীব আবাদের সমস্ত কোষের একই সাথে বিভাজন হওয়াকে যুগপৎ বৃদ্ধি (Synchronous Growth) বলে।

১৩। বৃদ্ধির দক্ষতা (Growth Efficiency) কাকে বলে? (Define growth efficiency.)

উত্তর : কোন আবাদে অণুজীবের কোষ বিভাজন ও কোষ মৃত্যু নির্বিশেষে সক্রিয় ও পরিণত কোষের সংখ্যা স্থিতিশীল থাকা অথবা অতি ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে ঐ আবাদ এর বৃদ্ধির দক্ষতা বলে।

১৪। অণুজীবের আবাদ মাধ্যম এর সাফল্য ও ব্যর্থতাকীসের উপর নির্ভর করে?

উত্তর : পুষ্টিমান, চঐ, তাপমাত্রা।

১৫। কোষের বৃদ্ধির জন্য কী কী মৌল দরকার?

উত্তর : C, N, H2, O2, s এবং P।

১৬। বৃদ্ধির প্রভাবকসমূহ কী কী? (What is the factors of growth?)

উত্তর : বৃদ্ধির প্রভাবক : i. অ্যামাইনাে এসিড

ii. ভিটামিন

iii. পাউরিন ও পাইরিমিডিন iv. অন্যান্য বৃদ্ধি উপাদান

v. Major energy-yielding sources for Microorganisms.

১৭। কিমেট্রপস (Chemotrophs) কাকে বলে? (Define Chemotrophs.)

উত্তর : যে সব জীব শক্তির জন্য রাসায়নিক যৌগকে ব্যবহার করে তাদেরকে কিমােট্রপস বলে।

১৮। ফটোট্রপস (Phototrophs) কাকে বলে? (Define Phototrophs.)

উত্তর : যে সব জীব শক্তির জন্য প্রাথমিকভাবে সৌরশক্তির উপর নির্ভর করে তাদেরকে ফটোট্রপস বলে।

১৯। কিমেট্রপসকে কত ভাগে ভাগ করা যায় ও কী কী?

উত্তর : ২টি ভাগে ভাগ করা যায়; যথা : i. কিমােঅটেট্রপস ii. কিমােহেটেরােট্রপস

২০। কিমােঅটোট্রপস কাকে বলে? উদাহরণ দাও। (What is chemo-autotrophs.)

উত্তর : কিমােজটেট্রপস (Chemoautotrophs) : যেসব অণুজীব অজৈব রাসায়নিক যৌগকে (Inorganic chemical compound) শক্তির উৎস হিসেবে ব্যবহার করে এবং কার্বন ডাই-অক্সাইডকে কার্বনের প্রধান উৎস হিসেবে ব্যবহার করে তাদেরকে ‘কিমােঅটোট্রপস’ বলে। যেমন- Nitrifying, Friydrogen, Inron এবং Sulfer Bacteria.

২১। কিমােহেটেরােট্রপস কাকে বলে? উদাহরণ দাও। (Define chemo-heterotrophs. Give example.)

উত্তর : কিমােহেটেরােট্রপস (Chemoheterotrophs) : যেসব অণুজীব জৈব রাসায়নিক যৌগ (Organic

chemical compound) কে শক্তির উৎস হিসেবে ব্যবহার করে এবং জৈব যৌগকে (Organic compounds) কার্বনের প্রধান উৎস হিসেবে ব্যবহার করে তাদেরকে ‘কিমােহেটেরােট্রপস’ বলে। যেমন- অধিকাংশ ব্যাকটেরিয়া, ছত্রাক, প্রােটোজোয়া এবং প্রাণীসমূহ।

২২। ফটোট্রিপস কত প্রকার ও কী কী?

উত্তর : ২ প্রকার। যথা : i, ফটোঅটোট্রপস ii. ফটোহেটেরােট্রপস

২৩। ফটোঅটোট্রপস কাকে বলে? উদাহরণ দাও। (Define Photo-autotrophs. Give example.)

উত্তর : ফটোঅটোট্রপস (Photoautotrophs) : যেসব অণুজীব আলােকে (Light) শক্তির উৎস হিসেবে ব্যবহার করে এবং কার্বন ডাই-অক্সাইডকে কার্বনের প্রধান উৎস হিসেবে ব্যবহার করে তাদেরকে ‘ফটোঅটেট্রপস বলে। যেমন- পার্পল সালফার এবং সবুজ সালফার ব্যাকটেরিয়া, শৈবাল, সায়ানােব্যাকটেরিয়া এবং সবুজ গাছপালা।

২৪। ফটোহেটোরােট্রপস কাকে বলে? উদাহরণ দাও।

উত্তর : ফটোহেটেরােট্রপম (Photoheterotrophs) : যেসব অণুজীব আলােকে (Light) শক্তির উৎস হিসেবে ব্যবহার করে এবং জৈব যৌগকে (Organic compound) কার্বনের প্রধান উৎস হিসেবে ব্যবহার করে তাদেরকে ফটোহেটেরােট্রপস’ বলে। যেমন- পার্পল নন-সালফার এবং সবুজ নন-সালফার ব্যাকটেরিয়া।

২৫। পরজীবী কাকে বলে? (Define parasite.)

উত্তর : যে সব অণুজীব জীবন ধারণের জন্য কার্বন ও রাসায়নিক শক্তি (ATP) শুধু অপর সজীব কোষের জৈব পুষ্টি থেকে সংগ্রহ করে তাদেরকে পরজীবী বলে।

২৬। পরজীবী কত প্রকার ও কী কী?

উত্তর : ২ প্রকার। যথা : i. বাধ্যতামূলক পরজীবী। ii. সুবিধাবাদী পরজীবী।

২৭। বাধ্যতামূলক পরজীবী কাকে বলে? উদাহরণ দাও। (Define facultative parasite. Give example.)

উত্তর : বাধ্যতামূলক পরজীবী : এরা জীবনধারণের জন্য কার্বন ও রাসায়নিক শক্তির (ATP) জন্য সার্বক্ষণিক ও চরমভাবে সজীব পােষকের উপর নির্ভরশীল। যেমন- Chlamydiae, Rickettsiae প্রভৃতি।

২৮। সুবিধাবাদী পরজীবী কাকে বলে? উদাহরণ দাও। (Define facultative parasite. Give example.)

উত্তর : সুবিধাবাদী পরজীবী : এরা জীবন্ত পােষকের অনুপস্থিতিতে মৃতজীবী হিসেবে বেঁচে থাকে। যেমন- Desulfovibrio desulfuricans, Pseudomonas pseudoflavida efo Trebati

২৯। মৃতজীবী কাকে বলে? (Define saprophytes.)

উত্তর : মৃতজীবী : যে সমস্ত অণুজীব বৃদ্ধি ও বর্ধনের জন্য প্রয়ােজনীয় দ্রব্যাদি সংশ্লেষণের জন্য প্রয়ােজনীয় কার্বন ও রাসায়নিক শক্তি (ATP) জড় জৈব পুষ্টি থেকে সংগ্রহ করে, তাদেরকে মৃতজীবী বলে।

৩০। বৃদ্ধির দক্ষতার সমীকরণটি লিখ। (Write the formula of efficiency of growth.)

উত্তর: অণুজীবের ভর y =মাধ্যমে ব্যবহৃত পুষ্টির ভর।

৩১। বৃদ্ধির হার (R) নির্ণয়ের ফরমূলা কী? (What is the formula of rate of growth?)

উত্তর : বৃদ্ধির হারকে R দ্বারা চিহ্নিত করা হয়। R এর মান Generation time এর বিপ্রতীপ মানের সমান,।

বিভাগ-খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি Part-B : Short Questions

১। অবিরাম বৃদ্ধি এবং সিনক্রোনাস বৃদ্ধির মধ্যে পার্থক্য কর।

[Distinguish between continuous growth synchronousgrow]

২। অণুজীবের বৃদ্ধি ও ব্যাকটেরিয়ার বৃদ্ধি বলতে কী বুঝ? [What is the growth of microorganisms and the growth of Bacteria?]

৩। অণুজীবের বৃদ্ধির হার কী? বৃদ্ধির হার নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।

[What is the growth rate of microorganisms? Describe the measurement method of growth rate]

8। Lag Phase ও Log Phase এর মধ্যে পার্থক্য লিখ।

[Write the differences between Lag phase and Log phase]

৫। অণুজীবের বৃদ্ধির উপর তাপমাত্রার প্রভাব বর্ণনা কর।

[Describe the effect of temperature on the growth of microorganismus]

৬। অনুজীবের বৃদ্ধির পরিমাপের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।

[Describe various methods of measuring microbial growth]

৭। তাপমাত্রার উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণিবিভাগ কর।

(Classify microorganisms on the basis of temperature.]

৮। পুষ্টি ও শক্তি উৎসের ভিত্তিতে জীবাণুর শ্রেণিবিভাগ কর।

[Classify microoganisms on the basis of nutrition and energy]

৯। টীকা লিখ : অবিরাম বৃদ্ধি [Write Short note : Continuous growth]

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি Part-C: Broad Questions

১।ব্যাকটেরিয়ার “ জেনারেশন টাইম বলতে কী বুঝ? এটি কিভাবে হিসাব করা হয় তা বর্ণনা

[What do you mean by “Generation time” of Bacteria Describe its counting process]

২। ব্যাকটেরিয়া কোষের সংখ্যা বৃদ্ধির এক কার্যকরি পদ্ধতি বর্ণনা কর।

[Describe the effective inethod Bacterial cell multiplication) [জা, বি, ২০০৭, ২০০৫)

ব্যাকটেরিয়ার বৃদ্ধি কার্ভের বিভিন্ন ধাপ বর্ণনা কর। [জা. বি. ২০০৫, ২০০৭, ২০০৮, ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬)

[Describe the different steps of the growth curve of Bacteria]

8। পুষ্টির উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণিবিন্যাস কর।

[Classify microorganisms on the basis of nutrition.]

৫। উদাহরণসহ অটোট্রফিক ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর।

[With example classify autotrophic bacteria]

৬। অণজীবের বৃদ্ধির পরিমাপের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।

(Describe various methods of measuring microbial growth]

৭। অক্সিজেনের “ব ভিত্তি করে অণুজীবের শ্রেণিবিন্যাস কর ।

(Classify microorganisms on the basis of oxigen]

৮। অনুজীবের বৃদ্ধির জন্য প্রয়ােজনীয় পুষ্টি উপাদান কী কী? উদাহরণসহ অণুজীবের পুষ্টিভিত্তিক শ্রেণিবিন্যাস বর্ণনা কর।[What is essential elements of growth of microorganisms with example describe the classification of microorganisms on the basis of nutrition]

৯। বৃদ্ধির প্রভাবকসমূহ কী কী? অণুজীবের বৃদ্ধিতে এদের ভূমিকা আলােচনা কর।

[What is growth factors? The role its on the growth of microorganisms]

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নাবলি

২০০২

১। অণুজীবের বৃদ্ধির জন্য প্রয়ােজনীয় পুষ্টি উপাদান কী কী? উদাহরণসহ অণুজীবের পুষ্টি ভিত্তিক শ্রেণিবিন্যাস আলােচনা

কর।

২। তাপমাত্রার উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণিবিভাগ কর।

২০০৩

১। অণুজীবের বৃদ্ধি ও ব্যাকটেরিয়ার বৃদ্ধি বলতে কী বুঝ?

২। অণুজীবের বৃদ্ধির হার কী? অণুজীবের বৃদ্ধির হার নির্ণয় পদ্ধতি বর্ণনা কর।

২০০৪

১। অণুজীবের বৃদ্ধির জন্য প্রয়ােজনীয় পুষ্টি উপাদান কী কী?

২। বৃদ্ধি প্রভাবকগুলাে কী কী? অণুজীবের বৃদ্ধিতে এদের ভূমিকা আলােচনা কর।

২০০৫

১। ব্যাকটেরিয়ার বৃদ্ধির সংজ্ঞা দাও। ব্যাকটেরিয়ার বৃদ্ধি কার্ডের বিভিন্ন ধাপ বর্ণনা কর।

২। ব্যাকটেরিয়া কোষের সংখ্যাবৃদ্ধির একটি কার্যকরী পদ্ধতি বর্ণনা কর।

অবিরাম ও সিনক্রোনাস বৃদ্ধির পার্থক্য কর।

ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম বলতে কী বুঝ? ইহা কীভাবে হিসাব করা হয় তা বর্ণনা কর।

২০০৬

১। পুষ্টি ও শক্তি উৎসের ভিত্তিতে জীবাণুর শ্রেণিবিভাগ কর।

ল্যাগ ফেজ ও লগ ফেজের মধ্যে পার্থক্য লিখ।

টীকা লিখ : অবিরাম বৃদ্ধি।

২০০৭

১। ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম বলতে কী বুঝ? এটা কীভাব হিসাব করা হয় তা বর্ণনা কর।

২। ব্যাকটেরিয়ার বৃদ্ধি কার্ভের বিভিন্ন ধাপ বর্ণনা কর।

৩। ব্যাকটেরিয়া কোষের সংখ্যাবৃদ্ধির একটি কার্যকরী পদ্ধতি বর্ণনা কর।

২০০৮

১। ব্যাকটেরিয়ার বৃদ্ধি বলতে কী বুজ?

২।চিত্রসহ ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ বর্ণনা কর ।

৩। অণুজীবের বৃদ্ধির উপর তাপমাত্রার প্রভাব বর্ণনা কর।

পুষ্টির উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণিবিভাগ কর।

২০০৯

১। ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম’ বলতে কী বুঝ? ইহা কিভাবে নির্ণয় করা হয়।

২। অক্সিজেনের প্রয়ােজনীয়তার উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণিবিন্যাস কর।

৩। টীকা লিখ : সিনক্রোনাস বৃদ্ধি।

২০১০

১। অবিরাম বৃদ্ধি ও সিনক্রোনাস বৃদ্ধির মধ্যে পার্থক্য কর।

২। উদাহরণসহ অটােট্রফিক ব্যাকটেরিয়ার শ্রেণিবিভাগ কর।

, গ্রোথ কার্ভ কী? ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ডের বিভিন্ন ধাপ চিত্রসহ বর্ণনা কর।

২০১১

১। পুষ্টির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়ার শ্রেণিবিন্যাস কর।

২। অণুজীবের বৃদ্ধিতে গ্রোথ ফ্যাক্টরস এর ভূমিকা উদাহরণসহ লিখ।

৩। ব্যাকটেরিয়ার Lag phase ও Log phase এর মধ্যে পার্থক্য লেখ।

৪। অণুজীবের বৃদ্ধি পরিমাপের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।

৫। ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন পদ্ধতি বর্ণনা কর।

২০১২

১। ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম’ বলতে কী বুঝ? ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।

২। ব্যাকটেরিয়ার গ্রোথ কার্ভ রেখা চিত্রের সাহায্যে বর্ণনা কর।

২০১৩

১। অক্সিজেনের উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণিবিভাগ কর।

২। অণুজীবের বৃদ্ধি পরিমাপের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।

২০১৪

১। অণুজীবের বৃদ্ধির দশাসমূহ বর্ণনা কর।

২০১৫

১। ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম’ বলতে কী বুঝ? এটি কীভাবে হিসাব করা হয় তা বর্ণনা কর।

২। অণুজীবের বৃদ্ধির জন্য প্রয়ােজনীয় পুষ্টি উপাদানগুলাে কী কী? উদাহরণসহ অণুজীবের পুষ্টিভিত্তিক শ্রেণিবিভাগ বর্ণনা

২০১৬

১। ব্যাকটেরিয়ার বৃদ্ধি কার্ডের বিভিন্ন পদ্ধতি বর্ণনা কর।

২০১৭

১। ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম’ বলতে কী বুঝ? ব্যাকটেরিয়ার জেনারেশন টাইম’ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

অনুজীবের সহবস্থান

বিভাগ-খ : সংক্ষিপ্ত প্রশ্নাবলি। Part-B: Short Questions

১। মাইকোরাইজা কী? মাইকোরাইজার শ্রেণিগুলাের নাম উল্লেখ কর ।

[What is Mycorrhiza? Mention the classes of Mycorrhiza.]

২। মিথােজীবিতা বলতে কী বুঝ?

[What do you mean by symbiosis?]

৩। সিডারােফোর কী? এ সম্পর্কে সংক্ষেপে লিখ ।

[What are siderophores? Write the brief of it.]

৪। অণুজীব গােষ্ঠীতে পজেটিভ ও নেগেটিভ আন্তঃক্রিয়া সম্পর্কে আলােচনা কর।

[Discuss the positive and negative interaction of Microorganisms.]

৫। সিনারজিসম ও মিউচুয়ালিজমের মধ্যে পার্থক্য লিখ ।

[Write the difference between Synergism and Mutualism.]

৬। অ্যামেনসেলিজম ও কমেনসেলিজম এর পার্থক্য লিখ ।

[Write the difference between Amensalism and commensalism.]

৭। প্যারাসাইটিজম ও প্রিডেশন এর পার্থক্য লিখ।

[Write the difference between parasitism and predation.]

৮। মিউচুয়ালিজম ও নিউট্রালিজম এর পার্থক্য লিখ।

[Write the difference between Mutualism and Neutralism.]

৯। মাইকোফাজি ও সায়ানােফাজি এর পার্থক্য লিখ।

[Write the difference between Mycophagy and Cyanophagy.]

বিভাগ-গ : রচনামূলক প্রশ্নাবলি

Part-C: Broad Questions

১। অণুজীবের আন্তঃক্রিয়া কী? অণুজীবের বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়া আলােচনা কর।

[What is microbial interaction? Discuss different types of microbial interactions]

২। সিমবায়ােসিস কী? উদাহরণসহ ব্যাখ্যা কর ।

[What is symbiosis? Explain with examples.]

৩। সিনারজিসম কী? অণুজীবের মধ্যে সিনারজিস্টিক সম্পর্কের আলােচনা কর ।

[What is synergism? Discuss the synergistic relationship among the microorganism.]

৪। অ্যান্টাগােনিজমের সংজ্ঞা দাও। অণুজীবের বিভিন্ন ধরনের অ্যান্টাগােনিজমের বর্ণনা দাও।

(What is Antagonism? Discuss the different types of Antagonism of Microorganism.]

৫। টীকা লিখ [Write short note] ;

(i) অ্যামেনসেলিজম (Annensalism.)

(ii) মাইকোরাইজা (Mycorrhiza)

(iii) কমেনসেলিজম (Coinmensalism)

৬। অণুজীবের আন্তঃক্রিয়া কী? কত প্রকার ও কী কী?

[What is microbial interaction? Mention the name of different types of its.]

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নাবলি

২০০২

১। অণুজীবে পজেটিভ ও নেগেটিভ আন্তঃক্রিয়া সম্পর্কে আলােচনা কর ।

২। সিনারজিসম ও মিউচুয়ালিজম এর মধ্যে পার্থক্য লিখ।

২০০৫

১। টীকা লিখ : প্যারাসিটিজম ও কমেনসেলিজম।

২০০৬

১। জীবাণুর ধনাত্মক ও ঋণাত্মক আন্তক্রিয়া বলতে কী বুঝ? যে কোনাে দুটি জীবাণুর সিনারজিস্টিক সম্পর্কে আলােচনা কর।

২। মিউচুয়ালিজম ও নিউট্রালিজম এর মধ্যে পার্থক্য লিখ।

৩। কমেনসেলিজম ও অ্যামেনসেলিজম সম্পর্কে আলােচনা কর ।

৪। প্যারাসাইটিজম ও প্রিডেশন এর মধ্যে পার্থক্য লিখ।

২০০৭

১। টীকা লিখ : মিথােজীবিতা।

২০০৮

১। অণুজীবের আন্তঃক্রিয়া কী? অণুজীবের বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়া আলােচনা কর।

২০০৯

১। সিনারজিসম কী? অণুজীবের মধ্যে সিনারজিস্টিক সম্পর্কে আলােচনা কর।

২। টীকা লিখ : সিডারােফোরস।

২০১০

১। অণুজীবের আন্তঃক্রিয়া কী? অণুজীবের বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়া আলােচনা কর ।

২০১১

১। পরজীবিতা (প্যারাসিটিজম) ও প্রিডেশন এর মধ্যে পার্থক্য লিখ।

২। সিনারজিসম কী? অণুজীবের মধ্যে সিনারজিস্টিক সম্পর্কে আলােচনা কর।

৩। সিমবায়ােসিস কী? উদাহরণসহ ব্যাখ্যা কর।

২০১২

১। অ্যান্টাগােনিজমের সংজ্ঞা দাও। অণুজীবের বিভিন্ন ধরনের অ্যান্টাগােনিজমের বর্ণনা দাও।

২০১৩

১। অণুজীবের আন্তঃক্রিয়া বলতে কী বুঝ? অণুজীবের বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়া আলােচনা কর।

২০১৪

১। মাইকোরাইজা কী? মাইকোরাইজার শ্রেণিগুলাের নাম উল্লেখ কর।

২০১৫

১। অণুজীবের আন্তঃক্রিয়া কী? ইহা কত প্রকার ও কী কী?

২। অণুজীব গােষ্ঠীতে পজেটিভ ও নেগেটিভ আন্তঃক্রিয়া সম্পর্কে আলােচনা কর ।

২০১৬

১। অণুজীরের আন্তঃক্রিয়া কী? অণুজীবের বিভিন্ন ধরনের আন্তঃক্রিয়া আলােচনা কর।

২০১৭

১। উদাহরণসহ কমেনসেলিজম ব্যাখ্যা কর।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ

বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A: Brici Questions & Answers

১। কলেরা সৃষ্টিকারী জীবাণুর নাম লিখ। (write the name of the pathogen of cholera.)

উত্তর : Vibrio cholerae নামক ব্যাকটেরিয়া।

২। কলেরা কিসের মাধ্যমে প্রধানত বিস্তার লাভ করে।

উত্তর : পানির মাধ্যমে।

৩। টাইফয়েড সৃষ্টিকারী জীবাণুর নাম লিখ। (Write the name of the pathogen of typhoid.)

উত্তর : Salmonella typhi নামক ব্যাকটেরিয়া।

৪। বাংলাদেশে কিরূপ পরিবেশে টাইফয়েড রােগ বেশি দেখা যায়?

উত্তর : বাংলাদেশে ঘনবসতিপূর্ণ দরিদ্র জনগােষ্ঠীর মধ্যে মাছির মাধ্যমে এ রােগটির বিস্তার ঘটে।

৫।ব্যাসিলারী আমাশয় রােগটির জীবাণু কে আবিষ্কার করেন? (Who discovered the pathogen of shigellosis?)

উত্তর : ১৮৯৮ সালে বিজ্ঞানী শিগা এ রােগ জীবাণুটি আবিষ্কার করেন।

৬। টিটেনাস সৃষ্টিকারী জীবাণুটির নাম লিখ।

উত্তর : Clostridium tetani.

৭। ব্যাসিলারী আমাশয় এর জীবাণু কি কি দ্বারা বিস্তার লাভ করে?

উত্তর : ১. খাদ্যের মাধ্যমে, ২. মাছির মাধ্যমে, ৩, আঙ্গুলের মাধ্যমে, ৪. মলের মাধ্যমে

৮।পােলিও রােগের জীবাণুর নাম লিখ। (write the name of the pathogen of polio.)

উত্তর : Polio virus।

৯। প্রথম পােলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন? (Who discovered polio vaccine at first?)

উত্তর : জন সালক (১৯৫৪)।

১০। AIDS ভাইরাস (HIV) কে আবিষ্কার করে বিখ্যাত হন?

উত্তর : গটলিব (Gottlieb, 1981)।

১১। পােলিও ভাইরাসের আয়তন লিখ?

উত্তর : ১২-২৮ mu

১২। কলেরা রােগের জীবাণু আবিষ্কার কে করেন? (Who discovered the pathogen of cholera?)

উত্তর : Robert Koch (1883)।

১৩। কলেরা রােগের জীবাণুর নাম লিখ। (Write the name of the pathogen of cholera.)

উত্তর : Vibrio cholerae।

১৪। Cholera শব্দটির উৎপত্তিগত অর্থ কি?

উত্তর : Cholera শব্দটি ল্যাটিন শব্দ ‘Chole হতে উৎপত্তি হয়েছে। যার অর্থ পিও।

১৫। টাইফয়েড রােগের জীবাণুর নাম লিখ। (Write the name of the pathogen of typhoid.)

উত্তর : Salmonella typhi।।

১৬। টিটেনাস শব্দটির উৎপত্তিগত অর্থ কি?

উত্তর : টিটেনাস শব্দটি গ্রিক ‘Tetanous’. শব্দ থেকে নেয়া হয়েছে। ‘Tetanous’ শব্দটির আভিধানিক অর্থ To stretch বা টেনে ধরা বা এ রােগে আক্রান্ত রােগীর অঙ্গ-প্রত্যঙ্গ ধনুকের মত বেঁকে যায় বলে একে ধনুষ্টঙ্কারও বলে।

১৭। foco alta calcoma alga ata for (Write the name of the pathogen of tetani.)

উত্তর : Clostridium tetani।

১৮। সিগেলােসিস রােগের জীবাণুর নাম লিখ। (Write the name of the pathogen of shigellosis.)

উত্তর : Shigella।

১৯। যক্ষ্মা রােগের জন্য দায়ি জীবাণুর নাম কী? কে এটি আবিষ্কার করেন?

উত্তর : ১৮৮২ সালে জার্মান বিজ্ঞানী Robert Koch সর্বপ্রথম এ রােগের জীবাণু Mycobacterium

tuberculosis নামক ব্যাকটেরিয়াকে শনাক্ত করেন।

২০। যক্ষ্মা রােগের লক্ষণ শরীরের কোন্ কোন্ স্থানে প্রকাশ পায়?

উত্তর : ফুসফুস, ফুসফুসের আবরণ, গ্রন্থি, মস্তিষ্ক, হাড়, অন্ত্র প্রভৃতি স্থানে প্রকাশ পায়।

২১। নিউমােনিয়া রােগ সৃষ্টির জন্য দায়ি দুটি জীবাণুর নাম লিখ। (Write the name of two pathogen of pneumonia.) [জা, বি, ২০১০]

উত্তর : Streptococcus pneumoniae এবং Stephylococcus.

২২। নিউমােনিয়া রােগের দুটি প্রধান লক্ষণ উল্লেখ কর।

উত্তর : ১. শ্লেষ্ম দ্বারা অ্যালভিওলাই পূর্ণ হয়ে যায় বলে ফুসফুস বড় হয়ে যায় ।

২. ফুসফুস থেকে কফের সাথে লাল বর্ণের থুথু বেরিয়ে আসে।

২৩। নিউমােনিয়া রােগীর নিরাময়ে দুটি অ্যান্টিবায়ােটিকের নাম লিখ

উত্তর : (i) ইরাইথ্রোমাইসিন, (ii) ফ্লাক্সাসিলিন।

২৪। যক্ষ্মা রােগের প্রতিষেধক টিকার নাম কী?

উত্তর : DPT.

২৫। কলেরা রােগের জীবাণুর নাম কী? কে এ জীবাণু আবিষ্কার করেন? (What is the name of pathogen of cholera? Who discovered this pathogen?)

উত্তর : ১৮৮৩ সালে সর্বপ্রথম রবার্ট কচ এ রােগের জীবাণু Vibrio cholerae আবিষ্কার করেন।

২৬। কলেরা জীবাণু নিঃসৃত দুটি ক্ষতিকর পদার্থের নাম লিখ।

উত্তর : কলেরাটক্সিন ও কলেরাজেন।

২৭। কলেরা জীবাণুর আকৃতি কীরূপ? (What is the shape of the pathogen of cholera?)

উত্তর : সামান্য বক্র, কমার মত।

২৮। কলেরা রােগীকে প্রয়ােগ করা যায় এরূপ দুটি অ্যান্টিবায়ােটিকের নাম লিখ।

উত্তর : ক্লিন ও সিপ্রােফ্লোক্সাসিন।

২৯। আমাশয় সৃষ্টিকারী দুটি জীবাণুর নাম লিখ। (Write the name of two pathogens of shigellosis.)

উত্তর : (i) Shigella dysenteriae এবং (ii) Shigella ambigua. ১৮৯৮ সালে বিজ্ঞানী শিগা (Shiga) এ রােগের জীবাণু আবিষ্কার করেন।

৩০। আমাশয় (Shigellosis) কীভাবে প্রাথমিক সংক্রমণ ঘটে?

উত্তর : প্রথম ধাপে ডায়রিয়ার মত মলমূত্র, মাছি ও খাদ্যের মাধ্যমে সংক্রমিত হয়।

৩১। আমাশয়ের দুটি গুরুত্বপূর্ণ লক্ষণ উল্লেখ কর।

উত্তর : (i) মিউকাস, পুঁজ ও রক্ত মিশ্রিত তরল পায়খানা হয় ।

(ii) তলপেটে কষ্টদায়ক ব্যথা হয়।

৩২। আমাশয়ের রােগীকে কী খাদ্য খাওয়া উচিত?

উত্তর : প্রচুর ডাবের পানি, চিড়া এবং দই।

৩৩। টাইফয়েড রােগের জীবাণুর নাম লিখ।

উত্তর : Salmonella typhi নামক ব্যাকটেরিয়া।

৩৪। কীসের মাধ্যমে টাইফয়েড রােগের জীবাণুর বিস্তার ঘটে?

উত্তর : এ জীবাণু দূষিত পানি, খাদ্য দ্রব্য, দুধ এবং মাছি দ্বারা সুস্থ দেহে প্রবেশ করে।

৩৫। টাইফয়েড রােগীর নিরাময়ে কি কি অ্যান্টিবায়ােটিক প্রয়ােগ করা হয়?

উত্তর : ক্লোরোমাইসিটিন, ট্রাইমিথােপ্রিম, অ্যাম্ফিসিলিন ইত্যাদি প্রয়ােগ করা হয়।

৩৬। টিটেনাস (ধনুষ্টংকার) রােগের জীবাণুর নাম লিখ।

উত্তর : Ctostridium tetani নামক ব্যাকটেরিয়া।

৩৭। টিটেনাস রােগের দুটি লক্ষণ উল্লেখ কর।

উত্তর : (i) হাত, পা ও শরীরের মাংসপেশী শক্ত ও কঠিন হয়।

(ii) দাঁত, ঘাড় ও চোয়াল শক্ত হয়ে লেগে যায় এবং রােগী নিজে মুখ খুলতে পারে না।

৩৮। টিটেনাস কীভাবে রােধ করা যায়?

উত্তর : টিটেনাস টক্সয়েজ প্রয়ােগ করে এ রােগ রােধ করা যায় ।

৩৯। টিটেনাস রােগীর পেশীর খিচুনি ও দৈহিক বক্রতা নিয়ন্ত্রণে কী কী ঔষুধ প্রয়ােগ করা হয়?

উত্তর : শিরাপথে ডায়াপিজম ও ড্যাস্টোলিন ব্যবহার করা হয়।

৪০। ADS রােগের জীবাণুর পূর্ণনাম লেখ। (What is the full name of the pathogen of AIDS?)

উত্তর : Acquired Immune Deficiency Syndrome.

৪১। HIV এর পূর্ণ নাম কী? (What is the full name of HIV?)

উত্তর : Human Immune Deficiency Virus.

৪২। HIV এর বিস্তার মূলত কী কী ভাবে ঘটে?

উত্তর : (i) যৌন মিলনের মাধ্যমে, (ii) সংক্রমিত উঁচ, সিরিঞ্জ ইত্যাদির মাধ্যমে, (iii). রক্ত সঞ্চালনের মাধ্যমে,

(iv) এইচ আইভি আক্রান্ত মা থেকে শিশুতে ছড়ায় ।

৪৩। পােলিও কোন জীবাণু দ্বারা ঘটে?

উত্তর : Picornaviridae গােত্রের সদস্য Polio virus দ্বারা ঘটে

৪৪। শিশুদের পােলিও প্রতিরােধে কী ব্যবস্থা নেওয়া হয়?

উত্তর : পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রতি ২ বছর পর পর ওরাল পােলিও টিকা (Oral folio Vaccine) বা OPV খাওয়ানাে হয়।

৪৫। টাইফয়েড এর জীবাণু কে কে আবিষ্কার করেন?

উত্তর : Eberth ও Gaffky ১৮৮৪ সালে টাইফয়েড এর জীবাণু Salmonella typhi নামক ব্যাকটেরিয়া আবিষ্কার করেন।

গ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি Part-B & C: Short & Broad Questions

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ। [Write the name of causal organism, symtom, transmission and disease cantrol of the following diseases.)

ক. যক্ষা (Tuberculosis)

খ. ডিপথেরিয়া (Diptheria)

গ. নিউমােনিয়া (Pneumonia)

ঘ. কলেরা (cholera)

ঙ. সিগালােসিস (Shigellosis)

চ, টাইফয়েড (Typhoid)

ছ, টিটেনাস (Tetanus)

জ. এইডস (AIDS)

ঝ. পােলিও (Polio)

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত সালের প্রশ্নাবলি

২০০২

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ।

(i) কলেরা, (ii) টাইফয়েড, (iii) টিটেনাস (iv) AIDS.

২০০৩

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ ।

(i) যক্ষ্মা (ii) নিউমােনিয়া (iii) পােলিও।

২০০৪

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ ।

(i) ডিপথেরিয়া (ii) সিগালােসিস (iii) AIDS.

২০০৫

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ ।

(i) যক্ষ্মা (ii) ডিপথেরিয়া (iii) নিউমােনিয়া (iv) টিটেনাস (v) পােলিও ।

২০০৬

১। নিম্নলিখিত রোগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ ।

(i) টাইফয়েড (ii) টিটেনাস (iii) AIDS (iv) পােলিও।

২০০৭

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ।

(i) যক্ষ্মা (ii) নিউমােনিয়া।

২০০৮

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ।

(i) নিউমােনিয়া (ii) টাইফয়েড।

২০০৯

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ।

(i) যক্ষ্মা (ii) নিউমােনিয়া

২০১৪

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ।

(i) টাইফয়েড

২০১৭

১। নিম্নলিখিত রােগগুলাের জীবাণুর নাম, লক্ষণ, বিস্তার, রােগ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লিখ।

(i) যক্ষ্মা

Microbiology Suggestion

অণুজীবের আবাদ ও পুষ্টি

বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। Part-A : Brief Questions & Answers

১।আবাদ মাধ্যম (Culture Media) কাকে বলে?

উত্তর : ব্যাকটেরিয়াসহ অন্যান্য অণুজীবসমূহের বৃদ্ধির জন্য বিশেষ কতকগুলাে নির্দিষ্ট খাদ্যের প্রয়োজন, যার অভাবে এরা বাঁচতে পারে না। প্রকৃতিতে অণুজীবসমূহ এসব পদার্থ তাদের পােষকের নিকট হতে সংগ্রহ করে থাকে। কিন্তু পরীক্ষাগারে এদের কৃত্রিমভাবে বাহির থেকে সরবরাহ করতে হয়। এ সমস্ত খাদ্য সমৃদ্ধ মিশ্রপদার্থ (Compund) যা কাচের থালা বা টিউবে স্থাপন করা হয় এবং যার উপর অণুজীবের বৃদ্ধি করানাে হয়, তাকে কালচার মিডিয়া (Culture midia) বা ‘আবাদ মাধ্যম’ বলে।

২।আবাদ মাধ্যমের মৌলিক উপকরণ কী কী?

উত্তর : শক্তির উৎস, কার্বনের উৎস, নাইট্রোজেনের উৎস, পুষ্টি উপাদানের উৎস, তাপমাত্রা, উপযুক্ত P”, বৃদ্ধি উপাদান ইত্যাদি।

৩। আবাদ মাধ্যমের জন্য সাধারণ উপাদান কী কী?

উত্তর : পানি, পেপটোন, মাংসের নির্যাস, জিলেটিন, অ্যাগার, সােডিয়াম ক্লোরাইড, অজৈব উপাদান ইত্যাদি।

৪। অণুজীবের আবাদের জন্য ভৌত শর্তাবলি লিখ।

উত্তর : ১. তাপমাত্রা (Temperature),
২. বায়বীয় পরিবেশ (Gaseous atmosphere),
৩. পি. এইচ (ph),
৪. অভিস্রবণীয় চাপ (Osmotic pressure),
৫. স্থিত জলশক্তিজনিত চাপ (Hydrostatic pressur),
৬. শুকানাে প্রভাব (Desiccation),
৭. বিকিরণ (Radiation),
৮. লবণাক্ততা (Salinity)।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স
৫। বিশুদ্ধ আবাদ (Pure Culture) কাকে বলে?

উত্তর : যে আবাদে শুধু একটি প্রজাতির অণুজীব থাকে তাকে বিশুদ্ধ আবাদ বলে।

৬। অটোক্লেভ (Autoclave) কাকে বলে?

উত্তর : বর্ধিত চাপসহকারে বাম্পায়িত করার পদ্ধতিই জীবাণুমুক্ত করার জন্য পন্থা এবং যে যন্ত্রের সাহায্যে এ কাজ সমাধা হয় তার নাম অটোক্লেভ বলে।

গ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি Part-B & C : Short & Broad Questions

১। আবাদ মাধ্যম বলতে কি বুঝ? বিভিন্ন ধরনের আবাদ মাধ্যমের শ্রেণীবিন্যাস উল্লেখ কর।

২। নিউট্রিয়েন্ট অ্যাগার মিডিয়ামের উপাদানসমূহ কি কি? এর প্রস্তুত প্রণালী বর্ণনা কর।

৩। অথবা, ব্যাকটেরিয়া আবাদের জন্য একটি আদর্শ আবাদ মাধ্যমের প্রস্তুত প্রণালী বর্ণনা কর।

৪। ব্যাকটেরিয়া আবাদের ভৌত অবস্থাগুলাে কি কি? ভৌত অবস্থাগুলাের বর্ণনা দাও।

৫। ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও বিকাশে ph ও তাপমাত্রার ভূমিকা উল্লেখ কর।

৬। বিশুদ্ধ আবাদ কি? বিভিন্ন প্রকার বিশুদ্ধ আবাদের বর্ণনা দাও।

৭। বিশুদ্ধ আবাদ কি কি উপায়ে সংরক্ষণ করা যায়, লিখ ।

নির্বীজীকরণ কি? নির্বীজীকরণের ধাপসমূহ বর্ণনা কর।

৮। যে সমস্ত পদার্থ দ্বারা আবাদকে নির্বীজীকরণ করা যায়, তাদের একটি তালিকা দাও।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

অনুজীবের পরিবেশবিজ্ঞান

বিভাগ-ক : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর Part-A : Brief Questions & Answers

১। অণুজীব পরিবেশ কাকে বলে?

উত্তর : অণুজীব তার চারপার্শ্বের যে ভৌত, রাসায়নিক ও জীবজ অবস্থা দ্বারা আচ্ছাদিত তাকে অণুজীব পরিবেশ বলে।

২। নিম্ন তাপপ্রিয় অণুজীব কাকে বলে?

উত্তর : যে সমস্ত অণুজীব খুব কম তাপমাত্রায় অর্থাৎ ০°C বা তারও নিম্ন তাপমাত্রায় জন্মাতে পারে তাদেরকে নিম্ন তাপপ্রিয় অণুজীব বলে।

৩। এসিড প্রিয় অণুজীব কাকে বলে?
উত্তর : যেসব অণুজীব এসিডিক পরিবেশে বৃদ্ধি পায় তাদেরকে এসিড প্রিয় অণুজীব বলে।

8। আলোক স্বভােজী অণুজীব কাকে বলে?

উত্তর : যে সকল অণুজীব সালােকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যের আলােক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে।

৫। খাদ্য কণায় জমা রাখে তাদেরকে আলােক স্বভােজী বলে। আলােক স্ব’ ভাজী অণুজীবের মধ্যে রয়েছে সায়ানাে ব্যাকটেরিয়া, আণুবীক্ষণিক শৈবাল (Chlorella, Chlamydomonas), Rhodospirillam নামক ব্যাকটেরিয়া প্রভৃতি।

৫। রাসায়নিক স্বভােজী কাকে বলে?

উত্তর : যে সমস্ত অণুজীব রাসায়নিক দ্রব্যের জারণ থেকে শক্তি সংগ্রহ করে এবং এ শক্তি কার্বন ডাই-অক্সাইড ও

অজৈব যৌগিক পদার্থের উপস্থিতিতে শর্করা জাতীয় খাবার তৈরি করে তাদেরকে রাসায়নিক স্বভােজী বলে ।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

গ বিভাগ : সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নাবলি।

Part-B & C: Short & Broad Questions

১। অণুজীবের পরিবেশ বলতে কি বুঝ?

২। অক্সিজেনের চাহিদার উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণীবিভাগ কর।

৩। বাসস্থানের উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণীবিভাগ আলােচনা কর।

৪। তাপমাত্রার উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণীবিভাগ কর।

৫। pH এর উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণীবিভাগ কর।

৬। কার্বন উৎসের উপর ভিত্তি করে অণুজীবের শ্রেণীবিভাগ কর।

টিকা লিখ :

i. পানিস্থ অণুজীব,

ii. মাটিস্থ অণুজীব

iii. পরজীবী অণুজীব

iv. মৃতজীবী অণুজীব।

Microbiology Suggestion : অনুজীববিজ্ঞান সাজেসান্স

Genetics

Leave a Comment

You cannot copy content of this page