Molecular Biology and Bioinformatics Suggestion

                     Molecular Biology and Bioinformatics Suggestion

অনার্স ৪র্থ বর্ষ
    আণবিক জীববিজ্ঞান ও বায়োইনফরমেটিক্স

প্রথম অধ্যায়: ভূমিকা
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

Molecular Biology and Bioinformatics Suggestion

২০২৩ তারিখে শুরু হতে যাওয়া অনার্স পরীক্ষার্থীদের চূড়ান্ত সাজেসান্স

( বি;দ্রঃ হলুদ মার্ক করা প্রশ্নসমূহ শুধুমাত্র ২০২৩ তারিখে শুরু হতে যাওয়া অনার্স পরীক্ষার্থীদের চূড়ান্ত সাজেসান্স হিসেবে গন্য হবে)

ম অধ্যায়ঃ অতি সংখিপ্ত প্রশ্নোত্তর

  • আণবিক জীববিজ্ঞান বলতে কি বুঝ?   
  • মলেকুলার বায়োলজি সংজ্ঞা দাও। 
  • অথবা মলিকুলার বায়োলজি বা আণবিক জীববিজ্ঞান এর সংজ্ঞা দাও।
  • কে সর্বপ্রথম মলিকুলার বায়োলজি শব্দটি ব্যবহার করেন?
  • মলিকুলার বায়োলজি এর মূল ভিত্তি কখন শুরু হয়?
  • বায়োলজিক্যাল তথ্য কি? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • আণবিক জীববিজ্ঞান গবেষণায় কোন অনুজীব ব্যবহার করা হয়?
  • জীবন কি?
  • জীবন সৃষ্টির কারণ হিসেবে রাসায়নিক বিবর্তন মতবাদ কে করেন চিহ্নিত করেন?
  • বংশগতির ভৌত ভিত্তিসমূহ কি কি?
  • জননকোষ মতবাদ কে রচনা করেন?
  • বংশগতির মূল চাবিকাঠি কি?
  • ক্রোমোজোম তত্ত্ব কি? বা ক্রোমোজোম কী?
  • ক্রোমোজোম তত্ত্ব প্রবর্তন করেন কে?
  • সেন্ট্রাল ডগমা কি? অথবা সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয় কি? 

সংক্ষিপ্ত প্রশ্নাবলী

  • মলিকুলার বায়োলজি বা Molecular Biology  বা আনবিক জীববিজ্ঞান বলতে কি বুঝ?
  • মলিকুলার বায়োলজির গবেষণায় কি কি বস্তু ব্যবহার করা হয়?
  • আণবিক জীববিজ্ঞানের গুরুত্ব লিখ।
  • বংশগতির ভৌত ভিত্তি সমূহ আলোচনা কর।
  • সেন্ট্রাল ডগমা ধারণাটি ব্যাখ্যা কর।
  • অথবা সেন্ট্রাল ডগমা ধারণাটি কে প্রদান করেন-ধারণাটি ব্যাখ্যা কর। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • সেন্ট্রাল ডগমা এবং সেন্ট্রাল ডগমা রিভার্স এর মধ্যে পার্থক্য লিখ।

 রচনামুলক প্রশ্নাবলিঃ

  • মলিকুলার বায়োলজি বলতে কি বুঝ?মলিকুলার বায়োলজির পরিধি আলোচনা কর।
  • জীবন সৃষ্টির আনবিক প্রেক্ষাপট আলোচনা কর।
  • বংশগতির রাসায়নিক ভিত্তি সম্পর্কে আলোচনা কর।
  • মলিকুলার বা আণবিক জীববিজ্ঞানের 5 জন বিজ্ঞানীর অবদান লিখ।
  • টীকা লিখঃবংশগতির ভিত্তি,সেন্ট্রাল ডগমা। 

অধ্যায় দুই জৈব তথ্যানু

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী 

  • জিনোম বলতে কি বুঝ?
  • অথবা বেসিক নাম্বার কি?
  • জিন ক্লোনিং কাকে বলে?
  • নিউক্লিওটাইড বলতে কি বুঝ?
  • অথবা নিউক্লিওটাইড কী?
  • নিউক্লিওসাইড কী?
  • অলিগো-নিউক্লিওটাইড বলতে কি বুঝ?
  • গ্লাইকোসাইডিক বন্ধন বলতে কি বুঝ?
  • পেপটাইড বন্ধন কী?
  • পিউরিন কি?
  • নিক বলতে কী বোঝ?
  • জেনেটিক RNA-কী?
  • প্রোব কাকে বলে?
  • tRNA কী?
  • রাইবোজোমাল RNA বলতে কি বুঝ?
  • বার্তাবাহক RNA বা mRNA কি?
  • প্রোটিন কি?
  • ন্যানোটেকনোলজি কি?
  • ট্রান্সজেনিক উদ্ভিদ বলতে কী বোঝ?
  • RNA-পলিমারেজ এনজাইম কাকে বলে?
  • এন্ডোনিউক্লিয়েজ কি? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • পলিজোম কী?
  • চারগ্রাফ সূত্রটি লিখ। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)

সংক্ষিপ্ত প্রশ্নাবলী

  • নিউক্লিক এসিড কি?এটি কত প্রকার ও কি কি?
  • নিউক্লিক এসিডের গঠন উপাদান কি কি?
  • প্রোটিনের প্রাইমারি ও সেকেন্ডারি গঠন লিখ।
  • Chargaff’s সূত্রটি ব্যাখ্যা কর।
  • DNA ও RNA-এর মধ্যে পার্থক্য লিখ। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • DNA-অনুর একাংশের চিত্র অঙ্কন করে এর ভৌত গঠন বর্ণনা কর।
  • অথবা ডিএনএ এর ভৌত গঠন চিত্রসহ বর্ণনা কর। 
  • পিউরিন ও পাইরিমিডিন এর মধ্যে পার্থক্য লিখ।
  • এক্সন ও ইন্ট্রন বলতে কি বুঝ?

রচনামুলক প্রশ্নাবলিঃ 

  • প্রোটিন কাকে বলে?এদের ধর্মাবলি উল্লেখ কর।
  • DNA-এর রাসায়নিক গঠন চিত্রসহ বর্ণনা কর। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • অথবা ডিএনএ অনুর রাসায়নিক গঠন দেখাও। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • DNA-এর ভৌত গঠন চিত্রসহ বর্ণনা কর ।/DNA- অনুর একাংশের গঠন চিত্রসহ বর্ণনা কর/ DNA-এর অর্ধসংরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপনের স্বপক্ষে পরীক্ষনের দ্বারা প্রমান দাও।
  • নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইড বলতে কী বোঝ?এদের উদাহরণসহ বর্ণনা দাও।
  • নিউক্লিক অ্যাসিডে কয় ধরনের ক্ষারক থাকে?এদের গঠন লিখ। RNA-এর ভৌত ও রাসায়নিক গঠন বর্ণনা কর।
  • চিত্রসহ tRNA-এর গঠন বর্ণনা কর।
  • অথবা টান্সফার RNA-এর গঠন লিখ।
  • অ্যাক্সন ও ইন্ট্রন বলতে কী বোঝ?

Molecular Biology and Bioinformatics Suggestion

অধ্যায়3 DNA অনুলিপন
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী 

  • DNA কী?এর পূর্ণনাম কি?
  • ওকাজাকি খন্ড কি অথবা ওকাজাকি ফ্রাগমেন্ট কি?
  • DNA অনুলিপন কি?
  • DNA-অনুর ডবল হেলিক্স মডেল থেকে মডেলের প্রস্তাবক কে? রক্ষণশীল অনুলিপন পদ্ধতি বা মতবাদ কি?
  • অর্ধ সংরক্ষণশীল অনুলিপন পদ্ধতি বা মতবাদ কি?
  • বিচ্চুরণশীল পদ্ধতি বা মতবাদ কি?
  • অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে ডিএনএ সংশ্লেষণ বা অনুলিপন হয় কারা প্রমাণ করেন?
  • সূচনা বিন্দু কি?
  • অথবা সূচনা বিন্দু বা প্রারম্ভিক বিন্দু কি?
  • ডিএনএ প্রোটিন কাকে বলে?
  • Legging Strand কি? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • DNA পলিমারেজ কাকে বলে?
  • Theta-Shapid অনুলিপন কাকে বলে?
  • D-loop কাকে বলে?
  • বাটারফ্লাই রেপ্লিকেশন কাকে বলে?
  • Ori বা replication origin  কি?
  • রেপ্লিকেশন আই বা আখি কি?
  • রেপ্লিকেশন ফর্ক কি? / সমলিপন ফর্ক কী?
  • SSBP-এর পূর্ণরুপ কী? 

সংক্ষিপ্ত প্রশ্নাবলী 

  • DNAঅনুলিপন বলতে কি বুঝ? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • DNA কি কি উপায়ে অনুলিপন করে থাকে?
  • বাটারফ্লাই অনুলিপন পদ্ধতি বর্ণনা কর।
  • ডিএনএ রেপ্লিকেশনের গুরুত্ব লিখ।
  • Circular DNA-এ বিভাজনে D-loops replication বর্ণনা কর।
  • আদিকোষের চক্রাকার ডিএনএ এবং প্রকৃত কোষের ডিএনএ অনুলিপন এর মধ্যে পার্থক্য লিখ।
  • Rolling circle এবং Butterfly  ডিএনএ অনুলিপন এর মধ্যে পার্থক্য লিখ।
  • ডিএনএ অনুলিপনের চারটি গুরুত্বপূর্ণ এনজাইমের বর্ণনা দাও। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • অথবা ডিএনএ সংশ্লেষনে প্রয়োজনীয় এনজাইমের বর্ণনা দাও।
  • সরল রৈখিক চক্রাকার ডিএনএর অনুলিপন কৌশলের মধ্যে তুলনা কর।

রচনামুলক প্রশ্নাবলি

  • ডিএনএর অর্ধ সংরক্ষণশীল বিভাজন পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা ডিএনএর অর্ধ-সংরক্ষণশীল অনুলিপনের আণবিক কৌশল বর্ণনা কর।
  • Single Stranded Circular DNA বা একসূত্রক গোলাকার ডিএনএ বিভাজন প্রক্রিয়া বর্ণনা কর।
  • ডিএনএর সংশ্লেষণ এর জন্য প্রয়োজনীয় প্রধান এনজাইম সমূহের বর্ণনা দাও।
  • ডিএনএ অনুলিপন এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডিএনএ পলিমারেজ সমূহের ভূমিকা বর্ণনা কর।
  • Circular DNA বিভাজনে রোলিং সার্কেল or  সিগমা মডেল replication বর্ণনা কর।
  • অথবা বৃত্তাকার ডিএনএ অনুলিপন সম্পর্কিত রোলিং সার্কেল মডেল ব্যাখ্যা কর।
  • ডিএনএ অনুলিপন কি?ডিএনএ অনুলিপনে অংশগ্রহণকারী এনজাইম সমূহের নাম উল্লেখপূর্বক কাজ বর্ণনা কর।
  • অথবা ডিএনএ অনুলিপন কাকে বলে?ডিএনএ অনুলিপনে গুরুত্বপূর্ণ যে কোন চারটি এনজাইমের বর্ণনা দাও। 
  • রেপ্লিকেশন বা সমলিপন কাকে বলে?ডিএনএ রেপ্লিকেশন এর কৌশল বর্ণনা কর।
  • চক্রাকার ডিএনএ কি?একটি চক্রাকার ডিএনএর অনুলিপন কৌশল বর্ণনা কর। 
  • অথবা বৃত্তাকার ডিএনএ অনুলিপন কৌশল বর্ণনা কর।
  • DNA-এর অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে অনুলিপে-এর স্বপক্ষে প্রমাণ দাও।
  • ডিএনএর অর্ধ-সংরক্ষণশীল অনুলিপনের স্বপক্ষে প্রমান দাও।

চতুর্থ অধ্যায় ক্ষতিকর DNA-অনুর মেরামত
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

  • জেনোফোবিক কি? 
  • মিথাইলেশন কি?
  • Type-i এনজাইম কি কাজ করে?
  • HSDR-পূর্ণরূপ কি?
  • Type-ii এনজাইমের কাজ কি?
  • DNA-অনুর ক্ষতি কাকে বলে?
  • DNA Repair বা মেরামত কাকে বলে?
  • আলোক পূনঃসক্রিয়করণ দ্বারা মেরামত পদ্ধতি কে লক্ষ্য করেন? কর্তন মেরামত পদ্ধতি বা অন্ধকার মেরামত পদ্ধতি কি?
  • DNA ছেদন মেরামত বলতে কী বোঝ?
  • সরাসরি মেরামত কাকে বলে?
  • ক্যান্সার রোগের প্রবণতা কোন বয়সের লোকের মধ্যে বেশি দেখা যায়? 

সংক্ষিপ্ত প্রশ্নাবলী 

  • ডিএনএ অনুর সুরক্ষা বলতে কী বোঝ?
  • সুনির্দিষ্টকরণ ও রূপান্তরকরণ বলতে কী বোঝ?
  • অনুর ক্ষতি মেরামত বলতে কী বোঝ?
  • কি কি কারণে ডিএনএ ক্ষতিগ্রস্ত হয?
  • SOS /মিস-রিপেয়ার পদ্ধতিতে ডিএনএ মেরামত কৌশল বর্ণনা কর। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • পোস্ট ট্রানস্ক্রিপশনাল মডিফিকেশন বলতে কি বুঝ?-ব্যাখ্যা কর। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)

রচনামূলক প্রশ্নবলি 

  • DNA-এর নিজস্ব রক্ষা পদ্ধতি বর্ণনা কর।
  • SOS পদ্ধতিতে ডিএনএ মেরামত কৌশল বর্ণনা কর।
  •  অথবা ডিএনএ অনুর ক্ষতি মেরামতে SOS মেরামত বা mis-repair পদ্ধতি বর্ণনা কর।
  • SOS মেরামত কি? ক্ষতিগ্রস্ত ডিএনএ অণুর মেরামতের জন্য রেপ্লিকেশন পরবর্তী রিকম্বিনেশন মেরামত পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা ডিএনএ অনুর ক্ষতি মেরামতে রেপ্লিকেশন রিকম্বিনেশন বা বেইস সংযোজন ও বিয়োজন পদ্ধতি বর্ণনা কর। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  •  অথবা পোস্ট ট্রানস্ক্রিপশনাল মডিফিকেশন বলতে কি বুঝ?-ব্যাখ্যা কর।
  • ক্ষতিগ্রস্ত ডিএনএ অণু মেরামতের জন্য নিন্মের পদ্ধতিগুলো বর্ণনা কর।
  • ফটো-রিঅ্যাক্টিভেশন ও
  •   অথবা ডিএনএ-এর রক্ষা পদ্ধতি কি?ডিএনএ অনুর ক্ষতি মেরামতে আলোক পূর্ণ সক্রিয়করণ পদ্ধতি বর্ণনা কর। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • অথবা নিজস্ব ডিএনএ রক্ষা পদ্ধতি বলতে কী বোঝ?ডিএনএর মেরামতে আলোক শ্বসন প্রক্রিয়া বর্ণনা কর।
  • এক্সিশন মেরামত 
  • অথবা ক্ষতিগ্রস্ত ডিএনএ অনুর অ্যাক্সিশন মেরামত কৌশল বর্ণনা কর

Molecular Biology and Bioinformatics Suggestion

পঞ্চম অধ্যায় ট্রানস্ক্রিপশন
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী 

  • ট্রান্সক্রিপশনের সংজ্ঞা দাও।
  • Mosaic বা Split জিন কী? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • জিনের বহিঃপ্রকাশে প্রথম ধাপ কোনটি?
  • জিনের কোন অংশের মধ্যে ক্রসিং ওভার সংগঠিত হয়?
  • টেমপ্লেট সূত্র কাকে বলে?
  • RNA-সংশ্লেষণের জন্য কি দরকার হয়?
  • পলিমারাইজেশন বিক্রিয়াটি লেখ।
  • RNA polymerase এনজাইম কি?
  • হলো এনজাইম কী?
  • α-উপ-একক কি দিয়ে গঠিত?
  • β-উপ-একক কি দিয়ে গঠিত?
  • রাইবোজোমাল RNA কি থেকে সৃষ্টি হয়?
  • Transfer RNA কে সনাক্ত করেন?
  • অ্যান্টিকোডন লুপ কাকে বলে?
  • পুরোগামী tRNA অনুসূত্র কাকে বলে?
  • গৃহপরিচারিকা জিন বলতে কী বোঝ? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)

সংক্ষিপ্ত প্রশ্নাবলী 

  • জিনকে জীবের বংশানুক্রমিক বাহক বলা হয় কেন?
  • RNA পলিমারেজ সম্পর্কে লিখ।
  • mRNA-সম্পর্কে লিখ।
  • আদিকোষী ও প্রকৃতকোষী RNA পলিমারেজের মধ্যে পার্থক্য লিখ। 
  • আরএনএ স্প্লাইসিং ব্যাখ্যা কর।
  • অথবা আরএনএ’র স্প্লাইসিং বর্ণনা কর।

রচনামুলক প্রশ্নাবলিঃ

  • জিনের ট্রান্সক্রিপশন প্রক্রিয়া বলতে কী বোঝ?-আলোচনা কর।
  • প্রকৃতকোষী RNA পলিমারেজ প্রক্রিয়া বর্ণনা কর।
  • আরএনএ সংশ্লেষণে রাসায়নিক প্রক্রিয়া সমূহ আলোচনা কর।
  • tRNA-এর প্রাথমিক ও দ্বিমাত্রিক গঠন বর্ণনা কর।
  • অথবা চিত্রসহ tRNA-এর গঠন বর্ণনা কর।
  • RNA সংশ্লেষণ-এ RNA-পলিমারেজ এনজাইমের ভূমিকা আলোচনা কর।
  • নিম্নবর্ণিত RNA-সমূহের ট্রানস্ক্রিপশন পরবর্তী রূপান্তর আলোচনা কর।(i)mRNA (ii) tRNA
  • ক্যাপিং কি? প্রকৃতকোষের pre-mRNA অনুর ক্যাপ অংশ সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।  
  • আদিকোষী জীবে rRNA -এর পরবর্তী পরিবর্তনসমূহ বর্ণনা কর। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)

Molecular Biology and Bioinformatics Suggestion

ষষ্ঠ অধ্যায় DNA-এর ট্রান্সলেশন 

অতি সংখিপ্ত প্রশ্নাবলী

  • ট্রান্সলেশন কাকে বলে?
  • জেনেটিক কোড বলতে কী বোঝ?
  • অথবা জেনেটিক কোড কি?
  • কোড অভিধান কি?
  • জেনেটিক কোডের তিনটি বৈশিষ্ট্য লিখ।
  • সমাপনী কোডনের সংজ্ঞা দাও।
  • অথবা কাকে সমাপনী কোডন বা টার্মিনেটর কোডন’ বলা হয়। Specific Code কাকে বলে?
  • Dictionary of genetic Code কাকে বলে?
  • প্রতিরূপন কাকে বলে?
  • অনুবাদন কাকে বলে?
  • অ্যামিনো এশিলেশন বা চার্জিং কাকে বলে?
  • অ্যামিনো-অ্যাসিড সক্রিয়করণ কাকে বলে?
  • RNA splicing কি?
  • প্রোটিন সংশ্লেষণ কৌশলকে কয় ধাপে ভাগ করা যায়?
  • মুক্তপাঠ কাঠামো বলা হয় কাকে?
  • ট্রান্সক্রিপশন কাকে বলা হয়?

সংক্ষিপ্ত প্রশ্নাবলী সমূহ

  • জেনেটিক কোড বলতে কী বোঝ?
  • অথবা জেনেটিক কোড কি?
  • জেনেটিক কোডের বৈশিষ্ট্য লিখ।
  • অথবা বংশগতি সংকেতের বৈশিষ্ট্যসমূহ লিখ।
  • জেনেটিক কোড বিরামহীন ব্যাখ্যা কর।
  • RNA-অনুর অ্যামিনো অ্যাসিলেশন বলতে কী বোঝ?
  • প্রোটিন সংশ্লেষণে mRNA ও tRNA-এর ভূমিকা লেখ।
  • ট্রানস্ক্রিপশন ও ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য লিখ। 
  • Specific ও degenerate-এর মধ্যে পার্থক্য কর।
  • অথবা স্পেসিফিক ও ডিজেনারেট কোডের পার্থক্য লিখ।
  • আদিকোষ ও প্রকৃত কোষের প্রোটিন সংশ্লেষণের পার্থক্য লিখ।
  • জেনেটিক কোড-ট্রিপলেট প্রমাণ কর।
  • অথবা জেনেটিক কোড ট্রিপলেট বা ত্রয়ী ধরনের ব্যাখ্যা কর।
  • প্রোটিন সংশ্লেষণের প্রয়োজনীয় উপকরণ সমূহের নাম লিখ।
  • অথবা প্রোটিন সংশ্লেষণ কি?প্রোটিন সংশ্লেষণে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ সমূহ কি কি?

রচনামূলক প্রশ্নাবলী

  • জেনেটিক কোড সার্বজনীন-ব্যাখ্যা কর।
  • জেনেটিক কোড অধোগামী ব্যাখ্যা কর।
  • জেনেটিক কোড ডিকশনারি বর্ণনা কর। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • অথবা কোডন কাকে বলে?কোড ডিকশনারী বর্ননা কর।
  • প্রোটিন সংশ্লেষণে জেনেটিক কোডের ভুমিকা বর্ণনা কর।
  • প্রোটিন সংশ্লেষণ কৌশল বর্ণনা কর।
  • প্রোটিন সংশ্লেষণে ট্রানসলেশন কৌশল বর্ণনা কর।
  • অথবা প্রোটিন সংশ্লেষণের ট্রানসলেশন বা অর্থকরণ প্রক্রিয়া বর্ণনা কর।
  • কৌলিক সংকেত কি?কৌলিক সংকেত-এর বিভিন্ন বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
  • PCR ব্যবহারের দ্বারা সরাসরি ডিএনএ অনুক্রম নির্ণয় পদ্ধতি বর্ণনা কর।
  • ডিএনএ অণুতে ক্ষারকের ক্রমপর্যায়িক অবস্থান নির্ণয়ে স্যানগার পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা ডিএনএ-এর অনুক্রম নির্ণয় স্যাংগারের ডাই-ডি-অক্সি নিউক্লিওটাইড সংশ্লেষণ পদ্ধতি বর্ণনা কর।
  • প্রোটিন সংশ্লেষণে mRNA ও tRNA-এর ভূমিকা লেখ। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)

সপ্তম অধ্যায় জিন প্রকাশ নিয়ন্ত্রণ

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

  • ‘জিন প্রকাশ নিয়ন্ত্রণ’ কি?
  • অপেরন মতবাদ কি?
  • অপারেটর(operator) জিন কি?
  • অপেরন কি?
  • ‘ল্যাক অপেরন’(Lac-operon) কাকে বলে?
  • ল্যাকটোস অনুর ভাঙ্গনে কয়টি অনুঘটকের প্রয়োজন হয়?
  • “রোদক প্রণালী”-কাকে বলে?
  • অনটল অনুকল্প কি?বা অস্থিতি অনুকল্প(Wobble Hypothesis) কী?
  • Tryptophan Operon- এর সাথে কয়টি গাঠনিক জিন রয়েছে?
  • সেন্সর জিন কি?২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • সিস্ট্রোন কী?২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • প্রোমোটার কি?২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • অনটল অনুকল্প কী?

সংক্ষিপ্ত প্রশ্নাবলী

  • জিনের প্রকাশ নিয়ন্ত্রণ বলতে কি বুঝ?
  • জিনের প্রকাশ নিয়ন্ত্রণের গুরুত্ব কি? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
    অথবা জিনের প্রকাশ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা লিখ।
    অথবা জিন প্রকাশ নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা সম্পর্কে লিখ।
  • অপেরন মতবাদ বলতে কী বোঝ?
  • আদিকোষী জিন প্রকাশ নিয়ন্ত্রণ প্রকৃত কোষে জিন প্রকাশ নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লিখ।
  • অথবা আদিকোষী প্রকৃত কোষী জিনের প্রকাশ নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য লিখ।
  • জিন প্রকাশ নিয়ন্ত্রণে উদ্দীপক ও রোধক প্রণালীর মধ্যে পার্থক্য উল্লেখ কর।
  • অথবা উদ্দীপক প্রণালী ও রোধক প্রনালীর মধ্যে পার্থক্য লিখ।

রচনামুলক প্রশ্নাবলিঃ

  • “অস্থিতি অনুকল্প”-এর ব্যাখ্যা দাও। অথবা অনটল অনুকল্প-এর সম্পর্কে লিখ। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • ট্রিপটোফেন অপেরণ রোধক প্রণালী বর্ণনা কর।
  • অথবা আদিকোষী জীবে জিন প্রকাশ নিয়ন্ত্রণে ট্রিপটোফেন অপেরন মডেলটি বর্ণনা কর।
  • অথবা জিনের প্রকাশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ট্রিপটোফেন অপেরন মডেলটি বর্ণনা কর।
  • আদি কোষে জিন প্রকাশ নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর।
  • প্রকৃত কোষের জিন প্রকাশ নিয়ন্ত্রণ বর্ণনা কর।
  • Escherichia coli-এর lac operon-এ জিন নিয়ন্ত্রণ পদ্ধতি বর্ণনা কর।
  • অথবা অপেরন কনসেপ্ট বলতে কি বুঝ?আদিকোষী জীবে জিন প্রকাশ নিয়ন্ত্রণে lac operon concept-ব্যাখ্যা কর।
  • অথবা অপেরন কনসেপ্ট বলতে কি বুঝ?আদিকোষী জীবে জিন প্রকাশ নিয়ন্ত্রণে lac operon concept-বিশদভাবে ব্যাখ্যা কর।
  • টীকা ঃ প্লাজমিড ডিএনএ অথবা প্লাজমিড

Molecular Biology and Bioinformatics Suggestion

অষ্টম অধ্যায় মিউটেশন বা পরিব্যক্তি
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

  • মিউটেশন বা পরিব্যক্তি কাকে বলে?
  • কে ,কত সালে মিউটেশন পর্যবেক্ষণ করেন?
  • কে মিউটেশন শব্দটি সর্বপ্রথম প্রবর্তন করেন?
  • জিন মিউটেশন কাকে বলে?
  • ক্রোমোজোমাল মিউটেশন কাকে বলে?
  • স্বতঃস্ফূর্ত বা প্রাকৃতিক মিউটেশন কাকে বলে?
  • প্রবর্তিত বা কৃত্রিম মিউটেশন কাকে বলে?
  • অগ্রমুখী মিউটেশন কাকে বলে?
  • একমুখী মিউটেশন কাকে বলে?
  • পশ্চাৎমুখী মিউটেশন(reverse) কাকে বলে?
  • Morphological মিউটেশন কাকে বলে?
  • বায়ো-কেমিক্যাল(Bio-chemical Mutation) মিউটেশন কাকে বলে? 
  • পয়েন্ট মিউটেশন এর সংজ্ঞা দাও।
  • অথবা পয়েন্ট মিউটেশন কি?
  • মিউটাজেন কাকে বলে?
  • বিভিন্ন ধরনের ভৌত মিউটাজেনের নাম লিখ।
  • বিভিন্ন ধরনের অ্যালকালেটিং রাসায়নিক মিউটাজনের নাম লিখ।   বিভিন্ন ধরনের ক্ষারক সদৃশ বা রাসায়নিক মিউটাজেনের নাম লিখ।
  • বিভিন্ন ধরনের রাসায়নিক মিউটাজেনের নাম লিখ।
  • মিউটাজেনেসিস কাকে বলে?
  • ট্রানজিশন মিউটেশন বলতে কি বুঝ?
  • অথবা ট্রানসিশন কাকে বলে?
  • ট্রান্সভার্শন কাকে বলে?
  • ফ্রেম শিফট মিউটেশন কাকে বলে?
  • টটোমারিজম কি?
  • মিউট্যান্ট কি?
  • CIB পদ্ধতি কে আবিষ্কার করেন?
  • সেক্স ক্রোমোজোমের মিউটেশন শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়?
  • অটোজোমাল মিউটেশন শনাক্তকরণে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? 

সংক্ষিপ্ত প্রশ্নাবলী

  • পরিব্যক্তি বলতে কি বুঝ?
  • স্বতঃস্ফূর্ত ও কৃত্রিম মিউটেশন বলতে কী বোঝ? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯
  • টটোমারাইজেশন বলতে কী বোঝ?
  • জিন মিউটেশন ও ক্রোমোজোমীয় মিউটেশনের মধ্যে পার্থক্য লিখ। Ionizing Radiation ও Non-Ionizing -এর মধ্যে পার্থক্য লিখ।
  • স্বতঃস্ফূর্ত ও আবিষ্ট মিউটেশনের পার্থক্য লিখ।

রচনামুলক প্রশ্নাবলিঃ

  • মিউটাজেনেসিস কাকে বলে?বিভিন্ন প্রকার মিউটাজেনেসিস বর্ণনা কর।
  • Mutation-এর আণবিক ভিত্তি লিখ।
  • নাইট্রোজেন বেস-সমূহের উপর ভৌত মিউটাজেন বা বিকিরণের প্রভাব আলোচনা কর।
  • মিউট্যান্ট শনাক্তকরণে CIB পদ্ধতি লিখ।
  • মিউটেশন এর গুরুত্ব লিখ।
  • অথবা জীবনে জিন মিউটেশনের জেনেটিক গুরুত্ব লিখ।
  • টটোমার কী? টটোমারিজম প্রক্রিয়াটি বর্ণনা কর।
  • টটোমার কী?বেসের টটোমারিক আবর্তন কিভাবে মিউটেশন ঘটায় ব্যাখ্যা কর।
  • মিউটেশন এর সংজ্ঞা দাও।বিভিন্ন ধরনের মিউটেশনের শ্রেণীবিন্যাস কর।
  • অথবা মিউটেশনের শ্রেণীবিন্যাস প্রক্রিয়া বর্ণনা কর।
  • অথবা উদাহরণসহ পরিব্যক্তির শ্রেণীবিন্যাস কর।
  • অথবা বিভিন্ন ধরনের মিউটেশনের শ্রেণীবিভাগ কর।
  • বেস-সমূহের উপর-(i)নাইট্রাস এসিড (ii)ইথাইল মিথাইল সালফোনেট বা EMS এবং (iii)5-ব্রোমো ইউরাসিল-এর বিক্রিয়ায় কি ঘটে?
  • অথবা ডিএনএ ক্ষারকের উপর -(i)নাইট্রাস এসিড (ii)ইথাইল মিথাইল সালফোনেট বা EMS এবং (iii)5-ব্রোমো ইউরাসিল-এর বিক্রিয়ায় কি ঘটে?

নবম অধ্যায়ঃজিনোম এর ভৌত মানচিত্র ও এবং অনুক্রম
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী

  • রেস্ট্রিকশন এনজাইম কি?
  • অথবা রেস্ট্রিকশন এনজাইম বলতে কী বোঝ?
  • DNA মডিফিকেশন বলতে কি বোঝ?
  • DNA মেরামত কাকে বলে?
  • DNA Retrieval System কাকে বলে?
  • DNA ফিঙ্গারপ্রিন্ট কি?
  • জেনেটিক ফিঙ্গারপ্রিন্ট কে উদ্ভাবন করেন?

সংক্ষিপ্ত প্রশ্নাবলী 

  • রেস্ট্রিকশন এনজাইম সম্পর্কে আলোচনা কর।
  • উৎস ও ব্যবহারসহ চারটি রেস্ট্রিকশন এনজাইমের নাম লিখ।
  • DNA মডিফিকেশন সম্পর্কে লিখ।
  • উচ্চ থ্রুপুট সিকোয়েন্সিং সম্পর্কে লেখ।
  • DNA ফিঙ্গারপ্রিন্টিং এর প্রয়োগ লেখ।
  • অপরাধী শনাক্তকরণে DNA ফিঙ্গারপ্রিন্টিং-এর প্রয়োগ লেখ।
  • ফিঙ্গারপ্রিন্টিং কি?অপরাধ বিজ্ঞানের DNA ফিঙ্গারপ্রিন্টিং এর কৌশলের ব্যবহার সম্পর্কে লিখ।

রচনামুলক প্রশ্নাবলিঃ

  • রেস্ট্রিকশন এনজাইম কি?এদের প্রকারভেদ ও ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা কর।২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯
  • DNA সিকোয়েন্সিং কি? DNA সিকোয়েন্সিং-এর প্রয়োগ সম্পর্কে লিখ।
  • DNA ফিঙ্গারপ্রিন্টিং-এর ধাপ সমূহ আলোচনা কর।
  • DNA-এর অনুক্রম নির্ণয়ে ‘সাউদার্ন ব্লটিং’ পদ্ধতির মূলনীতি ,কর্মকৌশল এবং প্রয়োগ সম্পর্কে আলোচনা কর।
  • অথবা DNA-এর অনুক্রম নির্ণয়ে ‘সাউদার্ন ব্লটিং’ পদ্ধতি বর্ণনা কর।  ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯

Molecular Biology and Bioinformatics Suggestion

দশম অধ্যায় বায়োইনফরমেটিক্স
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী 

  • বায়োইনফরমেটিক্স কী?
  • অথবা বায়োইনফরমেটিক্স কাকে বলে?
  • বায়োইনফরমেটিক্স কি কাজে ব্যবহৃত হয়?
  • বায়োইনফরমেটিক্স শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? ইনফরমেটিক্সের পথিকৃৎ কে?
  • বায়োইনফরমেটিক্স এর উদ্দেশ্যগুলো কি?
  • জিনোম সিকুয়েন্সিং কি?
  • FASTA কী? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • বায়োমেট্রিক্স কি?
  • বায়োইনফরমেটিক্স এর পথিকৃত কে? ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)

সংক্ষিপ্ত প্রশ্নাবলী 

  • বায়োইনফরমেটিক্স বলতে কী বোঝ?
  • বায়োইনফরমেটিক্স এর উদ্দেশ্য গুলো লিখ।
  • বায়োইনফরমেটিক্সের এর ধারণা ব্যাখ্যা কর।
  • বায়োইনফরমেটিক্স এর ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা কর।
  • অথবা বায়োইনফরমেটিক্স এর উদ্দেশ্য গুলো লিখ।
  • বায়োইনফরমেটিক্স এর গুরুত্ব ব্যাখ্যা কর।

রচনামুলক প্রশ্নাবলিঃ

  • বায়োইনফরমেটিক্স এর পরিসর সংক্ষেপে বর্ণনা কর।
  • অথবা বায়োইনফরমেটিক্স এর পরিধি সংক্ষেপে বর্ণনা কর। ২০১৮(অনুষ্ঠিত ২৫/০৫/২০১৯)
  • FASTA  কি? এর ব্যবহার ও অনুসন্ধান পদ্ধতি সম্পর্কে আলোচনা কর।
  • বায়োইনফরমেটিক্সের কর্মপদ্ধতি ব্যাখ্যা কর।
  • অথবা বায়োইনফরমেটিক্স এর কার্যাবলী আলোচনা কর।
  •  বায়োইনফরমেটিক্সের ডেটাবেজ সম্পর্কে আলোচনা কর।

Molecular Biology and Bioinformatics

Leave a Comment

You cannot copy content of this page