NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

NU Gymnosperms suggestion 2023  নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৩  অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩

National University অনার্স ৩য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা তোমাদের ২০২৪ সালের নগ্নবীজী , আবৃতবীজী ও প্যালিওবোটানি বিষয়ের নগ্নবীজী অংশটির শর্ট সাজেশন দেওয়া হয়েছে। তোমরা ২০২৩ সালের পরীক্ষার্থী হলেও তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।

আরো পড়ুনঃ

এই শর্ট সাজেশন থেকে ৯৯% কমন আসবে!

প্রথম অংশ : নগ্নবীজী উদ্ভিদ (Gymnosperms)

NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

ক বিভাগ : অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

নগ্নবীজী উদ্ভিদ কী?
উত্তর ! যে সব উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না বলে বীজগুলো উন্মুক্ত অবস্থায় থাকে সেসব উদ্ভিদকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়।

নগ্নবীজীর ওভিউল কিভাবে থাকে?
উত্তর | নগ্নবীজীর ওভিউল গর্ভাশয় প্রাচীর দ্বারা আবৃত থাকে।

নগ্নবীজী উদ্ভিদ কী ধরনের?
উত্তর ||| অসমরেণুপ্রসূ বা হেটেরোস্পোরাস।

নগ্নবীজীর সস্য কখন গঠিত হয়?
উত্তর || সস্য নিষেকের পূর্বে গঠিত হয়। এটি হ্যাপ্লয়েড ধরনের।

পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের পরিচয় দাও?
উত্তর || পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম Sequoia sempervirens উচ্চতা ৩৭৫ ফুট, কাণ্ড ১৭/১৮ ফুট চওড়া, বয়স ২-৩ হাজার বছর বা বেশি।

পৃথিবীর সর্বোচ্চ নগ্নবীজী উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।
উত্তর || পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষের নাম Sequoia sempervirens উচ্চতা ৩৭৫ ফুট, কাণ্ড ১৭/১৮ ফুট চওড়া, বয়স ২-৩ হাজার বছর বা বেশি।

জিমনোস্পার্মের পুষ্প কী ধরনের?
উত্তর ||| পুষ্প একলিঙ্গ, সরল ও সংকুচিত। পুংপুষ্প মাইক্রোস্পোরোফিল বা পুংরেণুপত্র এবং স্ত্রীপুষ্প মেগাস্পোরোফিল বা স্ত্রীরেণুপত্র দ্বারা গঠিত। স্পোরোফিল ঘন সন্নিবিষ্ট হয়ে স্ট্রোবিলাস বা কোণ বা রেণুপত্রমঞ্জরী গঠন করে।

তার্পিন কী? এটি কোন প্রজাতি থেকে পাওয়া যায়?
উত্তর ||| তাৰ্পিন একটি জৈব দ্রাবক। এটি Pinus roxburghii নামক প্রজাতি হতে পাওয়া যায়।

দুটি বিলুপ্ত নগ্নবীজী উদ্ভিদের নাম লিখ।
উত্তর | Lyginopteris oldhamia, Cycadeoidea dakotensis.

Perigynous পত্ররন্ধ কোন নগ্নবীজীতে পাওয়া যায়?
Cycas, Ginkgo

কোন নগ্নবীজী প্রজাতির জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়?
Ephedra trifurcata.

কাণ্ডে জাইলেম ভেসেল ও ফ্লোয়েম সঙ্গীকোষ কোন নগ্নবীজী প্রজাতিতে দেখা যায়?
উত্তর Gnetum, Ephedra.

১টি জীবন্ত জীবাশ্ম জিমনোস্পার্মের উদাহরণ দাও।
উত্তর | Cycas ও Ginkgo biloba.

জীবন্ত জীবাশ্ম কী? নগ্নবীজী প্রজাতি কোনগুলো?
উত্তর || Cycas, Ginkgo biloba.

বাংলাদেশে জন্মে এমন দুটি নগ্নবীজী উদ্ভিদের নাম লিখ।
উত্তর | Cycas, Gnetum.

মাইক্রোস্পোরোফিল বলতে কী বুঝ?
উত্তর || ৪টি শ্রেণীতে। যথা- (i) Pteridospermopsida (ii) Cycadopsida (iii) Coniferopsida (iv) Chlamydospermopsida

Cycadofilicales বর্গের ২টি সদস্যের নাম লিখ।
উত্তর | Lyginopteris, Medullosa.

Bennettitales -এর ২টি সদস্যের নাম লিখ?
উত্তর | Cycade oidea, Lelilliam sonia.

Ginkgoales এক একমাত্র জীবন্ত প্রজাতি টির নাম লিখ?
উত্তর | Ginkgo biloba.

Cycadales-এর ২টি সদস্যের নাম লিখ?
উত্তর || যে সব উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না বলে বীজগুলো উন্মুক্ত অবস্থায় থাকে সেসব উদ্ভিদকে নগ্নবীজী উদ্ভিদ বলা হয়।

কোন জিমনোম্পার্মের ডিম্বক সবচেয়ে বড়?
উত্তর || Cycas-এর ডিম্বক।

চেম্বারলীন নগ্নবীজীর শ্রেণিবিন্যাস কত সালে করেন। তিনি নগ্নবীজীকে কয়টি শ্রেণীতে বিভক্ত করেন?
উত্তর || ১৯৩৪ সালে। তিনি দুটি শ্রেণী। যথা- (i) Cycadophyta (ii) Coniferophyta.

ICBN এর নামকরণ অনুসরণ করে কে নগ্নবীজীর শ্রেণিবিন্যাস প্রদান করেন?
উত্তর || Spome ১৯৬৫ সালে। তাঁর মতে, নগ্নবীজি ৩টি শ্রেণিতে বিভক্ত। যথা: (i) Cycadopsida (ii) Coniferopsida (iii) Gnetopsida.

নগ্নবীজীর আধুনিক সংরক্ষিত শ্রেণিবিন্যাস কোনটি?
উত্তর || Spone (1965) এর শ্রেণিবিন্যাস।

কাঠ উৎপাদনকারী কয়েকটি নগ্নবীজী উদ্ভিদের নাম লিখ।
উত্তর | Cedrus deodara, Pinus sp. Taxus baccata প্রভৃতি।

শোভা বর্ধনে ব্যবহৃত নগ্নবীজী উদ্ভিদ কোনগুলো?
উত্তর || Pinus, Cycus, Zamia, Thuja প্রভৃতি।

খাদ্য হিসাবে ব্যবহৃত দুটি নগ্নবীজের নাম লিখ।
উত্তর | Pinus Roxburghii এর বীজ, Gnetum gnemon এর বীজ।

কোন নগ্নবীজীর পত্রবিন্যাস অভিমুখ তীর্যকপন্ন?
উত্তর | Gnetum, Ephedra

Wehwitschia-পৃথিবীর কোথায় পাওয়া যায়?
উত্তর | Welwitschia- পাওয়া যায় নামিবিয়া ও অ্যাঙ্গোলাতে নামিব মরুভূমির উপরিভাগে।

Conifer কী? [What do you mean by conifer?)
উত্তর || Conifer-Coniferopsida শ্রেণির সদস্যগুলো কনিফার (Conifer) নামে পরিচিত। এজন্য এদেরকে কনিফার (Conifer) বলা হয়।

মাইক্রোস্পোরোফিল কি?
উত্তর || পুংস্ট্রোবিলাসে অবস্থিত মাইক্রোস্পোরাজিয়ামসহ রেণুপত্রকে (স্পোরোফিলকে) মাইক্রোস্পোরোফিল বলা হয় ।

সবচেয়ে ক্ষুদ্রতম জিমনোস্পার্মের নাম লেখ।
উত্তর | সবচেয়ে ক্ষুদ্রতম জিমনোস্পার্ম : Zamia pygmaea

নগ্নবীজী ও টেরিডোফাইটের জনুঃক্রম কী রকম?
উত্তর || এন্ডোস্পোরিক।

নগ্নবীজীতে বীজ উৎপন্ন করে কিন্তু টেরিডোফাইটাতে?
উত্তর || বীজ উৎপন্ন করে না।

Gnetales-এর ২টি সদস্যের নাম লিখ।
উত্তর Gnetum, Ephedra.

কোন কোন টেরিডোফাইট নগ্নবীজীর ন্যায় অসমরেণুপ্রসু?
উত্তর | নগ্নবীজীর বীজ নগ্ন অবস্থায় এবং আবৃতবীজীর বীজ গুপ্ত অবস্থায় থাকে।

নগ্নবীজীর পরাগায়ন বায়ুর মাধ্যমে হয় কিন্তু আবৃতবীজীর পরাগায়ন?
উত্তর | পানি, প্রাণী, বায়ু, কীটপতঙ্গ দ্বারা হয়।

আবৃতবীজীতে গর্ভাশয় হয় কিন্তু নগ্নবীজীতে?.
উত্তর || গর্ভাশয় হয় না।

নগ্নবীজীর মেগাস্পোরোফিল এবং আবৃতবীজীর গর্ভপত্রের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ কর।
উত্তর || নগ্নবীজীর মেগাস্পোরোফিল এবং আবৃতবীজীর গর্ভপত্রের মধ্যে দুটি পার্থক্য নিম্নরূপ :
(i) জিমনোস্পার্ম উদ্ভিদে রেণুপত্রগুলো অধিকাংশ ক্ষেত্রে ঘন সন্নিবিষ্ট হয়ে একলিঙ্গ কোণ (Cone) বা রেণুপমঞ্জরী গঠন করে
ii) নগ্নবীজীর গর্ভাশয় নেই কিন্তু আবৃতবীজীর আছে।

NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

খাদ্য হিসাবে ব্যবহৃত জিমনোস্পার্মের দুটি প্রজাতির নাম লিখ।
উত্তর || Cycas revoluta এর বীজ, Gnetum ula এর বীজ।

জিমনোস্পার্ম ও অ্যাজিওম্পার্মের ভ্রূণের সাদৃশ্য লেখ।
উত্তর || জিনোস্পার্ম ও অ্যাঞ্জিওস্পার্মের ভ্রূণের সাদৃশ্য হলো উভয় ক্ষেত্রেই ভ্রূণের বিকাশ এন্ড্রোস্পোরিক ধরনের।

বাংলাদেশে জন্মে দুটি নগ্নবীজীর নাম লিখ।
উত্তর | Cycas revoluta, Gnetum ula.

সিলেটের পাহাড়ি জঙ্গলে কোন নগ্নবীজী প্রজাতি জন্মে?
Gnetum ula

বাগানের শোভাবৃদ্ধির জন্য কোন কোন নগ্নবীজী প্রজাতি লাগানো হয়?
উত্তর || Pinus, Thuja, Cycas, Juniperus প্রভৃতি।

জ্বালানি হিসেবে ব্যবহৃত দুটি নগ্নবীজীর নাম লিখ।
উত্তর || (i) Pinus insularis, (ii) Gnetum gnemon.

বাংলাদেশে পাওয়া যায় সাইকাস প্রজাতিটির নাম লিখ?
উত্তর Cycas pectinata

সিলেটের পাহাড়ী অঞ্চলে Gnetum এর কোনো প্রজাতি জন্মায়।
Gnetum ula

Podocarpus neriifolius বাংলাদেশের কোথায় পাওয়া যায়? ।
উত্তর ||| Podocarpus neriifolius বাংলাদেশের পাবর্ত্য চট্টগ্রাম ও চট্টগ্রামে পাওয়া যায়।

তন্তু পাওয়া যায় কোনো জিমনোস্পার্ম থেকে?
উত্তর || Gnetum gnemon এর বাকল হতে।

মদ তৈরি হয় কোনো মিনোস্পার্ম থেকে?
উত্তর || Cycas revoluta এর বীজ থেকে।

অ্যালকোহল প্রস্তুত হয় কোনো জিমনোস্পার্ম থেকে?
উত্তর | Chamaecyparis pisifera থেকে।

Ephedra প্রজাতি পৃথিবীর কোথায় পাওয়া যায়?
উত্তর | Ephedra প্রজাতি পাওয়া যায় ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে পশ্চিম ও মধ্য এশিয়ার এবং মধ্য ও দক্ষিণ আমেরিকার প্রধানত মরু ও শুষ্ক অঞ্চলে বিস্তৃত।

কানাডা বালসাম পাওয়া যায় কোন জিমনোস্পার্ম থেকে?
উত্তর কানাডা বালসাম পাওয়া যায়- Abies balsamea থেকে ।

Living fossil বা জীবন্ত জীবাশ্ম বলা হয় কোন নগ্নবীজ কে?
উত্তর Cycas

Plam fern কাকে বলা হয়?
উত্তর | Cycas কে।

Cycas-এর ওভিউল দেখতে কেমন?
উত্তর ||| বীজ উৎপাদক যে কোন গাছের ওভিউলের চেয়ে বৃহৎ।

Cycas-এর পাতা কী ধরনের?
উত্তর || পক্ষল যৌগিক।

Cycas-এর স্পোরোফিল কী রকম?
উত্তর || স্পোরোফিল পত্রবৎ, কোন কোন ক্ষেত্রে কাষ্ঠলবৎ।

Pinus কী ধরনের উদ্ভিদ?
Pinus একটি সুউচ্চ পিরামিড আকৃতির চিরহরিৎ বৃক্ষ।

Pinus-এর কাণ্ড দেখতে কী রকম?
উত্তর | Pinus-এর কাও খাড়া, বেলনাকার কাষ্ঠল এবং শঙ্ক বা কল দ্বারা আবৃত।

Pinus-এর মূলে কী সৃষ্টি হয়?
উত্তর | Ectotrophic mycorrhiza সৃষ্টি হয়।

Pinus-এর পুংস্ট্রোবিলাসের দৈর্ঘ্য কত?
উত্তর || ১-১০ সে.মি.।

Pinus-এর পুংস্ট্রোবিলাস দেখতে কী রকম?
উত্তর || ডিম্বাকৃতির।

Pinus-এর স্ত্রীস্ট্রোবিলাস এর দৈর্ঘ্য কত?
উত্তর ১৫-৬০ সে.মি.।

Pinus-কে বহুবীজপত্রী উদ্ভিদ বলে কেন?
উত্তর || বীজে বহুসংখ্যক বীজপত্র থাকার জন্য।

Gnetum-এর পুংপুষ্পের অক্ষ কী দ্বারা আবৃত থাকে?
উত্তর || পুষ্পপূর্ণ বা Perianth দ্বারা আবৃত থাকে।

জিমনোস্পার্মের মধ্যে সবচেয়ে উন্নত উদ্ভিদ কোনটি?
উত্তর Gnetum

Gnetum-এর বীজপত্র কয়টি?
উত্তর || দুটি।

সাইকাস শস্যের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর | উদ্ভিদ খাড়া শাখাহীন পাম জাতীয়, অসমরেণুপ্রসূ ও ভিন্নবাসী। এদের গৌণমূল ঝাঁকড়া হয়ে কোরালয়েড মূল গঠন করে এবং শুক্রাণু সর্ববৃহৎ, বহু ফ্লাজেলাযুক্ত, সচল।

পাইনাস নিডল কী?
উত্তর || Pinus উদ্ভিদে পাতা দু’প্রকারের হয়। যেমন- পল্লব পত্র ও শঙ্কপত্র। প্রধান সালোকসংশ্লেষায়ন অঙ্গ হচ্ছ পল্লবপত্র। পল্লব পত্রগুলো শক্ত, সূচাকার, সবুজবর্ণের। এ পাতাগুলো পাইনাস নিডল (Pinus needle) নামে পরিচিত। পাতাসহ খর্বাকার বিটপকে ফোলিয়ারস্পার (foliar spur) বলা হয়।

Coralloid root কী?
উত্তর | প্রধানমূল হতে অনেকগুলো পার্শ্বস্থ গৌণমূল উৎপন্ন হয়। এ সকল পার্শ্বীয় মূল ভূ-পৃষ্ঠের নিকট এসে ক্রমাগত দ্ব্যাগ্র শাখান্বিত হয় এবং ঘন সন্নিবিষ্ট হয়ে সামুদ্রিক কোরালের আকার ধারণ করে। এরূপ মূলকে কোলায়েড মূল বলে। এটি Cycas-এর চারিত্রিক বৈশিষ্ট্য। কোলালয়েড মূলকে মূল অবুদ (root tubercle) বলা হয়। কোরালয়েড মূলগুলো Nostoc, Anabacha দ্বারা আক্রান্ত হওয়ার কারণে স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকৃতি ধারণ করে।

জীবন্ত জীবাশ্মের সংজ্ঞা দাও।
উত্তর || অতীতে বিলুপ্তপ্রাপ্ত উদ্ভিদ যার নির্দেশন একমাত্র জীবাশ্মে পাওয়া যায় এর সাথে জীবন্ত কোন প্রজাতির সাদৃশ্য থাকলেও উক্ত প্রজাতিকে জীবন্ত জীবাশ্ম (Living fossil) বলে। নগ্নবীজী উদ্ভিদের অন্তর্গত Ginkgo biloba নামক প্রজাতিটি একটি জীবন্ত জীবাশ্ম।

Plicate mesophyll কী?
উত্তর || অনেক জিমনোস্পার্মের এবং কিছু অ্যাঞ্জিওস্পার্মের কোষপ্রাচীরের মেসোফিল কোষে অভ্যরণভাবে ভাঁজ হয়ে আচ্ছাদন করে থাকে, সেই সকল কলাকে পাইকেট মেসোফিল (plicate mesophyll) বলা হয়। যেমন- Pinus.

Shower of sulpur কী?
উত্তর | ফেব্রুয়ারি মার্চ মাসে অর্থাৎ বসন্ত ঋতুতে Pinus-এর পুং স্ট্রোবিলাস জন্মে এবং মে জুন মাসে মাইক্রোস্পোরের বিসরণ ঘটে। মাইক্রোস্পোরঞ্জিয়াম পরিণত হলে নিচের দিকে লম্বালম্বি ফেঁটে গেলে হালকা হলুদ বর্ণের অসংখ্য মাইক্রোস্পোর ফাটল পথে ধোঁয়ার মত বাইরে নিক্ষিপ্ত হয়। একেই শাওয়ার অব সালফার বা হলুদ পরাগের ঝরণা বা সালফার ঝরণা বলা হয়। প্রতিটি মাইক্রোস্পোরে দুটি বায়ুপূর্ণ ডানা থাকে। এ ডানার সাহায্যে বাতাসের মাধ্যমে দূর- দূরান্তে চলে যায় এবং পরাগায়ন ঘটিয়ে থাকে।

ফোনিয়ার স্পার কাকে বলে?
Foliar spur Pinus উদ্ভিদে পাতা দু-প্রকারের হয়। যেমন- পল্লবপত্র ও শঙ্কপত্র। পল্লবপত্রগুলো শক্ত সূচাকার, সবুজ বর্ণের। এ পাতাগুলো পাইনাস বিডল নামে পরিচিত। পাতাসহ খাবাকার বিটপকে ফেলিয়ার স্পার (Poliur spur) বলা হয়।

Gnetum-এর পাতার দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর || Gnetum-এর পাতার দুটি বৈশিষ্ট্য হলো- (i) পাতাগুলো সরল, অণুপত্রী এবং ক্ষুদ্র বৃত্তযুক্ত। (ii) পাতাগুলো সর্বদা অভিমুখ তির্যকাপন্নভাবে সজ্জিত থাকে।

NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

জিমনোস্পার্মের জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও।

নগ্নবীজী উদ্ভিদের স্বভাব সম্পর্কে আলোচনা কর।

জিমনোস্পার্মের উন্নত বৈশিষ্ট্যগুলো লেখ।

অথবা, Gymnosperm কী? এর বৈশিষ্ট্যগুলো লিখ।

অথবা, জিমনোস্পার্মের প্রধান প্রধান বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

অথবা, নগ্নবীজী উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

Cycadofilicales-এর সকল বৈশিষ্ট্য লিখ।

অথবা, Cycadofilicales বর্গের মুখ্য বৈশিষ্ট্যসমূহ উলেখ কর।

Cycadaceae পরিবার এর বৈশিষ্ট্য লিখ।

Bennettitales এর বৈশিষ্ট্য লিখ।

অথবা, Bennettitales বর্গের মুখ্য বৈশিষ্ট্যসমূহ উলেখ কর।

Coniferophyta বিভাগের বৈশিষ্ট্য লেখ।

জিমনোস্পার্মের বৈশিষ্ট্যসমূহ উল্লেখ কর।

অ্যাঞ্জিওস্পার্ম এর সাথে জিমনোস্পার্ম এর সাদৃশ্যগুলো উল্লেখ কর।

টেরিডোফাইটার সাথে জিমনোস্পার্মের সাদৃশ্য উল্লেখ কর।

অথবা, নগ্নবীজী উদ্ভিদ ও টেরিডোফাইটের মধ্যে সাদৃশ্যতাগুলো বর্ণনা কর।

জিমনোস্পার্ম আবৃতবীজী বা Angiosperm-এর থেকে অনুন্নত হবার কারণ কী?

নগ্নবীজীর সাথে আবৃতবীজীর তুলনা কর ।

অথবা, Gymnosperms এবং Angiosperms এর মধ্যে পার্থক্য লেখ।

টেরিডোফাইটের সাথে জিমনোস্পার্মের পার্থক্য লেখ

অথবা, নগ্নবীজী উদ্ভিদ ও টেরিডোফাইটের মধ্যে বৈসাদৃশ্যতাগুলো বর্ণনা কর।

অথবা, Gymnosperms এর সাথে Pteridophytes এর তুলনা কর।

বাংলাদেশে প্রাপ্ত জিমনোস্পার্মের বিস্তৃতি বর্ণনা কর এবং উদাহরণ দাও।

অথবা, বাংলাদেশে সাইকাস, পাইনাস ও নিটামের বিস্তার আলোচনা কর।

বাংলাদেশে জিমনোস্পার্মের বিস্তার সম্পর্কে লিখ।

অথবা, বাংলাদেশে নগ্নবীজী উদ্ভিদের যে সকল প্রজাতি পাওয়া যায় পরিবারসহ তাদের নাম উল্লেখ কর।

বাংলাদেশে দেখা যায় এমন নগ্নবীজী উদ্ভিদের বিভিন্ন গণের চারটি প্রজাতির নাম লেখ।

NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

Cycas-এর ফার্ন জাতীয় বা আদিম বৈশিষ্ট্যগুলো উল্লেখ কর।

Cycas এর মুখ্য বৈশিষ্ট্যগুলো লিখ।

চিত্রসহ Cycas-এর মেগাস্পোরোফিলের বর্ণনা দাও।

Cycas-এর অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর।

Cycas-এর জীবনচক্র রেখাচিত্রের মাধ্যমে দেখাও।

Pinus এর মুখ্য বৈশিষ্ট্য লিখ।

Pinus-এর মরুজ বৈশিষ্ট্যগুলো লিখ।

Gnetum-এর উন্নত বৈশিষ্ট্যগুলো লিখ।

Gnetum-এর অর্থনৈতি গুরুত্ব লিখ।

Cycas ও Pinus-এর গ্যামোটেফাইটের মধ্যে পার্থক্য লিখ।

Pinus ও Gnetum-এর মধ্যে পার্থক্য লিখ।

Pinus ও Gnetum এর স্পোরোফাইটের মধ্যে পার্থক্য লিখ।

Cycas এর ডিম্বকের এর সঙ্গে Pinus এর ডিম্বকের তুলনা কর।

সাইকাসের পুংরেণুপত্রের চিহ্নিত চিত্রসহ বর্ণনা দাও।

Gnetum-এর স্ত্রী স্ট্রোবিলাস-এর বর্ণনা দাও।

Gnetum-এর অর্থনৈতিক গুরুত্ব লেখ।

নগ্নবীজী উদ্ভিদের মধ্যে Gnetum কে কেন উন্নত বলা হয়?

Pinus ও Cycas-এর ডিম্বকের ও সস্যের তুলনা কর।

Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?

অথবা, জীবন্ত জীবাশশ্ম (Living fossil) কী? Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?

অথবা, নগ্নবীজী উদ্ভিদের মধ্যে Gnetium কে কেন সর্বাপেক্ষা উন্নত মনে করা হয় তা ব্যাখ্যা কর।

Pinus-এর অর্থনৈতিক গুরুত্ব লেখ।

NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

রচনামূলক প্রশ্নোত্তর পর্ব-১

নগ্নবীজী উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কে আলোচনা কর।
অথবা, টিকা লেখ : নগ্নবীজী উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন;

জিমনোস্পার্মের গুরুত্ব লেখ।
জিমনোস্পার্মের বিস্তৃতি ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর ।
অথবা, জিমনোস্পার্মের অর্থনৈতিক গুরুত্ব লিখ।

চেম্বারলিন (১৯৪৩) ও টিপো (১৯৪২) প্রবর্তিত জিমনোস্পার্মের শ্রেনিবিন্যাস কর।।
অথবা, বিভিন্ন বিজ্ঞানী কর্তৃক প্রদত্ত নগ্নবীজী উদ্ভিদের শ্রেণিবিন্যাস কর এবং প্রতিটি বর্গের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

HC Gangulee (1968) প্রবর্তিত জিনোস্পার্মের শ্রেণিবিন্যাস কর।
অথবা, উদাহরণসহ নগ্নবীজীর একটি আধুনিক শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর।

Sporne (১৯৬৫) প্রবর্তিত প্রবর্তিত জিনোস্পার্মের শ্রেণিবিন্যাস কর।
Cycadofilicales এবং Bennettitales বর্গের মুখ্য বৈশিষ্ট্যসমূহ লেখ।

জিমনোস্পার্ম, টেরিডোফাইট, অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে তুলনামূলক আলোচনা কর ।
পৃথিবীতে জিমনোস্পার্মের বিস্তৃতি বর্ণনা কর ।

জিমনোস্পার্মের বিস্তৃতি ও অর্থনৈতিক গুরুত্ব আলোচনা কর ।
চিহ্নিত চিত্রসহ Cycas গণের অভ্যন্তরীণ গঠন বর্ণনা কর।
অথবা, Cycas-এর পত্রকের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র দাও।

Cycas এর ডিম্বকের গঠন ও বিকাশ চিত্রসহ বর্ণনা কর।
এবং Cycas এর কোরালয়েড মূলের অন্তর্গঠনের সচিত্র বর্ণনা দাও।
Cycas এর পুং স্ট্রোবিলাসের সচিত্র বর্ণনা দাও।

অথবা, Cycas-এর স্ত্রী লিঙ্গধর উদ্ভিদের সচিত্র বর্ণনা দাও।

NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

রচনামূলক প্রশ্নোত্তর পর্ব-২


Pintus-এর রেণুধর উদ্ভিদের বাহ্যিক ও অন্তগঠন সম্পর্কে লিখ।

অথবা, টিকা লিখ : Pinus-এর বহির্গঠন ও অন্তর্গঠন;
অথবা, Pinus পত্রের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন কর।

Pinus এর পুং ও স্ত্রী স্ট্রোবিলাসের লম্বচ্ছেদের সচিত্র বর্ণনা দাও।
Pinus-এর পুংগ্যামেটোফাইটের গঠন ও বিকাশ চিত্রসহ লিখ।

অথবা, Pinus-এর স্ত্রী গ্যামেটোফাইট এর বিকাশ চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর ।

অথবা, Pinus-এর স্ত্রীলিঙ্গধর উদ্ভিদের সচিত্র বর্ণনা কর।

Gnetum-এর পুষ্পীয় গঠন চিত্রসহ বর্ণনা কর।

অথবা, Gretum-এর স্ত্রী স্ট্রোবিলাস-এর বর্ণনা দাও।

Gnetum-এর পুং গ্যামিটোফাইটের বর্ধন সম্পর্কে বর্ণনা দাও।

NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

রচনামূলক প্রশ্নোত্তর পর্ব-৩

Cycas, Pinus এবং Gnetum-এর রেণুর উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ।

অথবা, Cycas এবং Pinus এর রেণুধর উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখ।

অথবা, Cycas, Pinus এবং Gnetum-এর বীজ বিকাশকালীন পার্থক্যগুলো লিখ।

Gnetum-এর পুং স্ট্রোবিলাসের বর্ণনা দাও।

সাইকাসের ডিম্বকের গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর।

Pinus-এর Ovuliferous scale সম্পর্কে লেখ।

Cycas, Pinits এবং Gnetum-এর স্পোরোফাইটের তুলনা কর।

Cycas-এর পুং গ্যামেটোফাইটের বিকাশ চিত্রসহ বর্ণনা কর।

চিহ্নিত চিত্রসহ Pinus এর পাতার অন্তর্গঠন বিস্তারিত বর্ণনা কর।

এই NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ ছাড়াও আরো পড়ুন

Leave a Comment

You cannot copy content of this page