NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

NU Palenology short suggestion 2023  প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৩  অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩  পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৩

National University অনার্স ৩য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা তোমাদের ২০২৩ সালের নগ্নবীজী , Palynology ও প্যালিওবোটানি বিষয়ের প্যালিনোলজি অংশটির শর্ট সাজেশন দেওয়া হয়েছে। তোমরা ২০২৩ সালের পরীক্ষার্থী হলেও তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।

আরো পড়ুনঃ

এই শর্ট সাজেশন থেকে ৯৯% কমন আসবে!

Paleobotany

অতি সংক্ষিপ্ত প্রশ্ন( উত্তরসহ)

প্যালিনোলজি (Palynology) কাকে বলে?
উত্তর || বিজ্ঞানের যে শাখায় রেণু ও পরাগকণা নিয়ে বিভিন্ন অধ্যয়ন ও গবেষণা করা হয়, তাকে পরাগরেণু বিজ্ঞান বা প্যালিনোলজি (Palynology) বলে ।

Palynology শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন কোন বিজ্ঞানী?
উত্তর || দুই অস্ট্রেলীয় বিজ্ঞানী (Hyde & William, 1945 )।

জীবকৌলিক পরাগরেণুবিদ্যার সংজ্ঞা দাও।
উত্তর || কৃষি ও ভ্রূণবিষয়ক; যেমন- পরাগায়ন, পরাগ গর্ভমুণ্ডের অন্তঃক্রিয়া, নিষেক, উন্নত উদ্ভিদ সৃষ্টিতে পুংচরিত্রের বিভিন্ন কৌলিক উন্নয়ন ও পরাগ মজুদকরণ, হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি ইত্যাদি নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়। তাকে জীবকৌলিক পরাগরেণুবিদ্যা বলে।

স্টেনোপ্যালিনাস ট্যাক্সন কাকে বলে?
উত্তর | কোন ট্যাক্সনের পরাগরেণুর বৈশিষ্ট্যে নির্দিষ্ট ও অপরিবর্তিত থাকলে তাকে স্টেনোপ্যালিনাস ট্যাক্সন বলে ।

চিকিৎসা পরাগরেণুবিদ্যার সংজ্ঞা দাও।
উত্তর || পরাগরেণুবিদ্যার এ শাখায় চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন পরাগরেণু যা রোগবালাই সৃষ্টি করে থাকে এবং চিকিৎসা বিষয়ক এ বিষয়ে যেসব জ্ঞান রয়েছে।

আধুনিক পরাগরেণু বিজ্ঞানের জনক কে?
উত্তর || সুইডিস বিজ্ঞানী Gunnar Erdtman (১৮৯৭-১৯৭৩)-কে আধুনিক পরাগরেণুবিজ্ঞানের জনক বলা হয়।

TEM ও SEM এর পূর্ণরূপ লিখ।
উত্তর TEM > Transmission electron microscopy.

SEM Scanning Electron Microscope.

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

বায়ু পরাগরেণু বিজ্ঞান কাকে বলে?
উত্তর | বায়ুবাহিত পরাগরেণুর বৈশিষ্ট্য, তার উপস্থিতি ও বিস্তরণ এবং বায়ুতে বিভিন্ন রোগবালাই বিষয়ক তথ্যসমূহ নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বায়ু পরাগরেণুবিজ্ঞান বলে।

ভেষজপরাগরেণুবিজ্ঞান কাকে বলে?
উত্তর | যেসব পরাগরেণুর ভেষজ গুণ রয়েছে তার সম্পর্কযুক্ত জ্ঞান যে শাখায় আলোচনা করা হয় তাকে ভেষজ পরাগরেণু বিজ্ঞান বলে।

প্রত্নপরাগরেণু বিজ্ঞান কাকে বলে?

উত্তর || যে শাখায় প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক, তেল, কয়লা খনি সম্পর্কিত, ভূতাত্ত্বিক, জীবাশ্ম এবং উদ্ভিদ জাতিজনি সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রত্নপরাগরেণু বিজ্ঞান বলে।

ভারতীয় উপমহাদেশের ভ্রুণতত্ত্বের পথিকৃত কে?

উত্তর | পঞ্চানন মহেশ্বরী (Panchanan Maheshwari) ভারতীয় উপমহাদেশের ভ্রুণতত্ত্বের পথিকৃত।

Stenopolynous taxon বলতে কী বুঝ?
উত্তর | কোন ট্যাক্সোনের পরাগরেণুর বৈশিষ্ট্য নির্দিষ্ট ও অপরিবর্তিত থাকলে তাকে stenopolynous taxon বলে। এই ধ্রুব বৈশিষ্ট্যগুলো পরিবার সনাক্তকরণে ব্যবহৃত হয়। à.g. Lamiaceae, Asclepiadaceae Cruciferae, Poaceae ইত্যাদি।

মনোপারেট পরাগ কাকে বলে?

উত্তর || যে পরাগরেণু এক ছিদ্রবিশিষ্ট হয় তাকে মনোপারেট পরাগ বলে।

Monad পরাগ কাকে বলে?

উত্তর | প্রতিটি পরাগরেণু যখন পৃথক পৃথকভাবে সাজানো থাকে তাকে Monad পরাগ বলে। উদাহরণ অধিকাংশ আবৃতবীজী উদ্ভিদ।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

অসমরেণু পরাগ কাকে বলে?

উত্তর | যে রেণুর মেরুদ্বয় একরকম নয়। একপৃষ্ঠে ছিদ্র আছে, অপর পৃষ্ঠে নেই তাকে অসমরেণু পরাগ বলে।

নাকলপেট পরাগ কাকে বলে?

উত্তর || যে পরাগরেণুতে একটি মাত্র ফারো থাকে তাকে মনোকলপেট বলে। এদের আকৃতি অনেকটা নৌকা সদৃশ্য ।

প্যানকলপেট পরাগ কাকে বলে?

উত্তর || যে সকল পরাগে তিনটির অধিক খাঁজ বা ফারো থাকে তাকে প্যানকলপেট পরাগ বলে।

কালপেট (A-Colpate) পরাগরেণু কাকে বলে?

উত্তর || যে পরাগরেণুতে কোনো খাঁজ থাকে না তাকে এ কলপেট পরাগরেণু বলে।

ট্রাইপোরেট পরাগ কাকে বলে?

উত্তর | তিনটি ছিদ্রবিশিষ্ট পরাগকে ট্রাইপোরেট পরাগ বলে।

Flora কী?

উত্তর || কোনো নির্দিষ্ট ভৌগোলিক এলাকার উদ্ভিদসমূহকে Flora বলে।

রম্বয়ডাল পরাগ কি?

উত্তর ||| চোরটি পরাগরেণু যুক্ত হয়ে যখন রম্বসের মতো দেখায়, তখন তাকে রম্বয়ডাল পরাগ বলে।

পলিয়াড পরাগ কি?

উত্তর || চারের অধিক পরাগরেণু একত্রে সাজানো থাকলে তাদেরকে পলিয়াড (Polyad) পরাগ বলে।

পোলেনকীট কী?

উত্তর || ট্যাপেটামের শারীরবৃত্তীয় ক্রিয়ায় ট্যাপেটাম হতে উৎপাদিত এক প্রকার লিপিড, ক্যারোটিন ও প্রোটিনধর্মী তৈলাক্ত

পদার্থ নিঃসৃত হয় যা পতঙ্গ পরাগী পরাগরেণুর বহির্ভাগে একটি আবরণ তৈরি করে। এই তৈলাক্ত রাসায়নিক পদার্থের

নাম পোলেনকিট (pollenkitt)।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪/ পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

টেট্রাহেড়াল পরাগরেণু কী?

উত্তর || এক্ষেত্রে তিনটি পরাগ একটি তলে থাকে এবং ৪টি ভিন্ন তলে থাকে। অনেক Pteridophyte উদ্ভিদে পাওয়া যায়।

Ericaceae পরিবারে এরূপ Pollen দেখা যায়। উদাহরণ- Erica

চিত্র: Tetrahedral

ক্যাপ ব্লক কাকে বলে?

উত্তর || পরাগ নলের অগ্রভাগটি একটি অর্ধগোলাকার স্বচ্ছ (hemispherical transparent) অঞ্চল নিয়ে গঠিত। সেই অর্ধগোলাকার স্বচ্ছ অঞ্চলটুকুকে “ক্যাপ বক (cap block)” বলে। ক্যাপ বক-এর পিছনের অংশ দানাদার প্রোটোপাজয় দ্বারা পূর্ণ।

NPC তন্ত্র কী?

পরাগের রক্তের সংখ্যা (Number বা সংক্ষেপে ‘N’), রন্ধ্রের অবস্থান (Position বা সংক্ষেপে ‘P’) এং রন্ধ্রের বৈচিত্র্য (Character বা সংক্ষেপে ‘C’) সম্পর্কিত বৈশিষ্ট্যকে NPC তন্ত্র বলে।

একলপেট পরাগ কাকে বলে?

উত্তর | পরাগরেণুর বহিঃত্বকে প্রায় একমেরু থেকে অন্য মেরু পর্যন্ত লম্বা ছিদ্র বা খাঁজকে Colpus বা furow বলে। যে সকল পরাগের দেহে খাঁজ থাকে না, তাকে খাঁজহীন পরাগ বা Acolpate pollen বলে।

প্যালিনোগ্রাম বলতে কী বুঝ?

উত্তর | একটি পরাগায়ন শস্য বা microspore আকার, আকৃতি, প্রকার, সজ্জারীতি, লিঙ্গ নিদর্শন ইত্যাদি সম্বলিত গ্রাঙ্ককে প্যালিনোগ্রাম বলা হয়। এটি দ্বারা পরাগরের শস্য বা এটি স্পোরের morphological বিশ্লেষণ করা হয় ।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

মনোপ্রোডিয়াল শাখাবিন্যাস কী?

উত্তর || উদ্ভিদের মধ্যে একটি শাখায় তৈরি করা হয়, যা মূল অক্ষের বৃদ্ধি উদ্ভিদের জীবন জুড়ে চলতে থাকে, যেমন প্রধান অক্ষের উপর দ্বিতীয় ক্রম এবং তৃতীয় ক্রম শাখাগুলি বিকশিত হয়। এই ধরণের শাখাগুলোকে মনোপ্রোডিয়াল শাখাবিন্যাস বলে।

প্রধান অক্ষের বৃদ্ধি সাময়িকভাবে প্রতিকূল অবস্থার অধীনে থামাতে পারে। উদাহরণস্বরূপ, শীতকালে মনোপ্রোডিয়াল শাখা অনেক বীজ গাছপালা (ওক, উপত্যকা লিলি), সবুজ শেওলাগুলি, ছত্রাক এবং শাক-সবজি ইত্যাদি ।

পলিনিয়াম কী?

উত্তর || যখন অনেক পরাগ থলির ন্যায় কাঠামোর মধ্যে অবস্থান করে তখন তাকে পলিনিয়াম বলে

Orchidaceae এবং Asclepidaceae পরিবারে পলিনিয়া দেখা যায়।

ট্যাপেটাম কী?

উত্তর | মধ্যস্তরের নিচে অবস্থিত মাইক্রোস্পোরানজিয়ামের তৃতীয় ও ভিতরের প্রাচীরীয় টিস্যুত্তরকে ট্যাপেটাম বা ট্যাপেটাল স্তর (tapetal layer) বলে। ট্যাপেটাল টিস্যু একস্তরী। এ স্তরের কোষগুলো মোটামুটি স্তম্ভাকার (columner)।

গণভেদে ট্যাপেটাল কোষের আকৃতি বৃহৎ অথবা ক্ষুদ্র। ট্যাপেটাল স্তর মাইক্রোস্পোরানজিয়াম মধ্যস্থিত সম্পূর্ণ স্পোরোজেনাস টিস্যুকে আবৃত করে রাখে।

ট্রাই কলপেট পরাণ কী?

উত্তর || যে পরাগরেণুতে মধ্যরেখা বরাবর তিনটি ফারো থাকে তাকে ট্রাইকলপেট: পরাগ (tricolpate pollen) বলে। এদের আকৃতি অনেকটা গোলাকার।

মৌমাছি পরাগবিদ্যা (Melissopalynology) কাকে বলে?

উত্তর || পরাগ, পুষ্পরস ও বি সম্পর্কিত সব পরীক্ষা-নিরীক্ষা বা গবেষণাকে মধু মৌমাছি পরাগবিদ্যা বলে।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

মৌ-উদ্ভিদ কী?

উত্তর | মৌমাছি যেসব উদ্ভিদ থেকে পুষ্পরস বা পরাগ বা উভয় সংগ্রহ করে, তাদেরকে মৌ-উদ্ভিদ (Bee Plant) বলে।

রসগ্রন্থি (Nectaries) কাকে বলে?

উত্তর || যে সকল গ্রন্থি থেকে পুষ্পরস নিঃসৃত হয়, তাকে রসগ্রন্থি বলে।

পুষ্পরনে কোন জাতীয় উপাদান বিদ্যমান?

উত্তর | পুষ্পরসে শর্করা জাতীয় উপাদান বিদ্যমান।

মৌ-ফ্লোরা পঞ্জিকা কী?

উত্তর || কোনো একটি এলাকায় উদ্ভিদ বৈচিত্র্য ও তার বিস্তারণ, ঋতু পরিবর্তন এবং এবং সেখানকার আবাদযোগ্য পরিবেশ

(Agro-ecosystem) কী রকম তার উপর ভিত্তি করে এর সাথে মৌ-পুস্পের মৌমাছির খাদ্য সংগ্রহের ব্যাপারে বিচরণ,

=বংশবৃদ্ধির প্রবণতা ও তৎপরতার বিষয়টি সম্পর্কে তথ্য কয়েক বছর সতর্কতার সাথে সংগ্রহ করে যে পঞ্জিকা প্রস্তুত করা হয়,

তাকে মৌ-ফ্লোরা পঞ্জিকা বলা হয়। সাধারণতভাবে, একেক এলাকায় মৌ-ফ্লোৱা পঞ্জিকা ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

বায়ুতে পরাগরেণুর পরিমাণ বেশি হলে কোন রোগের সৃষ্টি হয়?

উত্তর || বায়ুতে পরাগরেণুর পরিমাণ বেশি হলে হে জ্বর (Hay fever), বা পলিনোসিস (Pollinosis) রোগ হয়।

মধু বলতে কী বুঝ?

উত্তর || উদ্ভিদের ফুলে ফুলে মৌমাছি ঘুরে যে মিষ্ট পুষ্পরস সংগ্রহ করে তা তাদের পাকস্থলীতে গিয়ে সেখানে রাসায়নিক

রূপান্তর ঘটে। দেহের প্রয়োজনে এসব অতিরিক্ত উপাদান সেখান থেকে বের করে তা তাদের বাসায় বা চাকে জমা করে । এ প্রক্রিয়ায় বিশেষভাবে রূপান্তরিত খাদ্যরসই মধু নামে পরিচিত।

মৌ বিচরণ অঞ্চল কাকে বলে?

উত্তর || মৌমাছি খাদ্য সংগ্রহ করতে গিয়ে যে দূরত্ব অতিক্রম করে, তাকে মৌ বিচরণ অঞ্চল বলে। এদের বিচরণ সীমা ১০০-৮০০মি.।

মৌ রুটি কী?

উত্তর ||| মৌমাছি সংগৃত পরাগ চাকের বেশগুলোতে প্রবেশ করিয়ে সেগুলো দিয়ে মৌ রুটি বানায় যা Bee-hread বলে পরিচিত।

পুষ্পরস কাকে বলে?

উত্তর || পুষ্পরস হচ্ছে প্রধানত চিনি জাতীয় দ্রবণ, যার মধ্যে অল্প পরিমাণে একগুচ্ছ অন্যান্য অনেক ধরনের রাসায়নিক উপাদান বিদ্যমান।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

রসগ্রন্থি কাকে বলে?

উত্তর || যে সকল গ্রন্থি হতে পুষ্প রস নিঃসৃত হয় তাকে রসগ্রন্থি বলে।

মৌউদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লিখ। (৯৯%) [জাবি-১২]

উত্তর || (i) ফুল উজ্জ্বল রং এর হবে বা সাদা হবে (ii) পরাগকণা অমসৃন হবে।

Apis কি?

উত্তর || মৌমাছিরা যে বাসা বা চাক তৈরি করে সেখানে কয়েক শত থেকে কয়েক হাজার পর্যন্ত একত্রে বসবাস করে ও কলোনি তৈরি করে। এই উপগোত্রটি হলো Apis

ভারতবর্ষের মৌমাছি কোন প্রজাতির?

উত্তর | Apis dorsata প্রজাতির ।

বাংলাদেশে কোন প্রজাতির মৌমাছি দেখা যায়?

উত্তর || Apis cerana, Apis dorsata প্রজাতির মৌমাছি দেখা যায়।

মৌমাছির জীবনচক্র কয়টি পর্যায়ে হয়ে থাকে?

উত্তর | ৪টি পর্যায়ে হয়ে থাকে।

কারা শ্রমিক মৌমাছি?

উত্তর || রানী মৌমাছি ও পুং মৌমাছি ছাড়া আরো কিছু মৌমাছি থাকে যারা তুলনায় কিছুটা ছোট এবং সংখ্যায় অধিক তারাই শ্রমিক মৌমাছি ।

রানী মৌমাছি দেখতে কেমন?

উত্তর || রাণী মৌমাছি সবচেয়ে বড় এবং লম্বাটে আকৃতির ।

প্রপলিস কাকে বলে?

উত্তর || মৌমাছির পুরো চাকটি যে কাঠামোর সঙ্গে যুক্ত থাকে সেখানে এক প্রকার বিশেষ আঠালো উপাদান থাকে, যাকে প্রপলিস বলে ।

স্কাউট মৌমাছি কাকে বলে?

উত্তর || কর্মী মৌমাছির মধ্যে বাছাইকৃত একদল শ্রমিক মৌমাছি রয়েছে, যারা প্রধানত খাদ্যের উৎস সন্ধান করে ও উৎস উদ্ভিদের সংবাদ প্রকাশ করে তাদেরকে স্কাউট মৌমাছি বলে। .

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

“ওয়াগল নাচ” (Waggle dance) কি?

উত্তর | মৌমাছির জৈবিক কার্যক্রমের সব থেকে বৈচিত্র্যপূর্ণ দিকটি হচ্ছে তাদের বিশেষ ভঙ্গিমায় ভাষা-নৃত্য। যখন কোনো কর্মী মৌমাছি চাকের বাহিরে এসে খাদ্যের কোনো সন্ধান পায় তখন উক্ত মৌমাছি পুনরায় চাকে দিকে এসে নৃত্যর মাধ্যমে সেই খাদ্যের সন্ধান অন্যান্য কর্মী মৌমাছিকে প্রদান করে। উক্ত নৃত্যর মাধ্যমে সে খাদ্যের উৎস স্থান সম্পর্কে এবং তার দিক ও দূরত্ব সম্পর্কে তত্য প্রদান করে বিজ্ঞানী Waggle উক্ত নৃত্য প্রথম অবলোকন করে। এইজন্য মৌমাছির বিশেষ ভঙ্গিমায় এই নাচকে তার নামানুসারে Waggle নাচ বলা হয়।

মৌমাছি বিচরণ উদ্ভিদ কাকে বলে?

উত্তর মৌমাছিরা খাদ্য সংগ্রহের জন্য যেসব উদ্ভিদ পুস্পে বিচরন করতে থাকে তাদেরকে মৌমাছি বিচরণ উদ্ভিদ বা মৌ-উদ্ভিদ বলা হয়।

মৌমাছি বিচরণ অঞ্চল কাকে বলে?

উত্তর | মৌমাছিরা খাদ্য সংগ্রহ গিয়ে যে দূরত্ব অতিক্রম করে থাকে তাকে মৌমাছি বিচরন অঞ্চল বলা হয়

মধু উৎপাদন ক্ষমতা (Honey-potential) কাকে বলে?

উত্তর || কোনো একটি এলাকাস্থ একটি প্রজাতি থেকে একটি ঋতুতে এক একর জমি থেকে যে সর্বোচ্চ পরিমাণে মধু প্রাপ্তি ঘটে থাকে, তাকে মধু উৎপাদন ক্ষমতা (Honey-potential) বলে ।

উচ্চ পুষ্টিকর মধু কাকে বলে?

যদি প্রতি ১০ গ্রাম মধু নমুনায় ১,০০,০০০ টির অধিক সংখ্যক পরাগ থাকে, তবে তাকে মূল্যমান বা. উচ্চ পুষ্টিকর মধু বলে।

চারণযোগ্য লিগিউম কোন্ গুলো?

উত্তর || বেশ কিছু উদ্ভিদ রয়েছে যা গৃহপালিত পশুর চারণ উদ্ভিদ হিসেবে প্রচুর জন্মে এবং চাষাবাদ করা হয় । যেমন; আলফালফা; মেলিলোটাস জাতীয় উদ্ভিদ।

নেকটার কী?

উত্তর || ফুলের মধ্যে প্রধানত চিনির জলীয় দ্রবণ, যার মধ্যে অল্প পরিমাণে একগুচ্ছ অন্যান্য অনেক ধরনের রাসায়নিক উপাদান বিদ্যমান, এগুলোকে পুষ্পরস বা Nectar বলা হয়। এর মধ্যে রয়েছে অল্পমাত্রায় প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, কিছু জৈব অ্যাসিড, চর্বি, কিছু অ্যান্টি-অক্সিড্যান্ট, ডেক্সট্রিন, কিছু খনিজ লবণ, কিছু উদ্বায়ী তেল এবং বেশ কয়েক প্রকার এনজাইম।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

■ বায়ুপরাগরেণুবিজ্ঞান কাকে বলে?

উত্তর || জীববিজ্ঞানের যে শাখায় পরাগকণা বা রেণুপ্রকৃতি ভাসমান অবস্থায় বাতাস থেকে সংগ্রহ করে তাদের নানাবিধ পরীক্ষা-নিরীক্ষা করা হয়, তাকে বায়ুপরাগরেণুবিদ্যা (Aeropalynology) বলে।

বাতাসই হচ্ছে সাধারণ জীবাণুর বাহক” কে প্রমান করেন?

উত্তর | Louis Pasteur (1861).

পীতজ্বর এর কারণ কি?

উত্তর | Ambrosia গণের উদ্ভিদের পরাগকণা।

বাতাসে কোন কোন ছত্রাকের রেণুর উপস্থিতি দেখা যায়?

উত্তর Mucor, Aspergilius, Penicillium. Fusarium.

লক্ষ্ণৌ শহরের পরাগ মানচিত্র তৈরি করেন কোন বিজ্ঞানী?

উত্তর || Lakhanpal ও Nair (1957).

বায়ুপরাগী পুষ্পের ১টি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর | বায়ুপরাগী পুষ্পের গঠন বেশ ছোট হয়ে থাকে।

বাতাসে যেসব পরাগরেণু ভেসে বেড়ায় তা বের করার ১টি পদ্ধতির নাম লিখ।

উত্তর || মাধ্যাকর্ষণ স্লাইড পদ্ধতি ।

বায়ুপরাগ রেণুবিজ্ঞানের দুটি প্রয়োগ ক্ষেত্র উল্লেখ কর।

উত্তর || ১. কৃষিবিজ্ঞান; ২. পরিবেশ বিজ্ঞান।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

কোন্ অঞ্চলে পরাগ উৎপাদন ক্ষমতা কিসের উপর নির্ভরশীল?

উত্তর | ঐ অঞ্চলে নির্দিষ্ট প্রজাতির উদ্ভিদের সংখ্যা, উদ্ভিদে পুষ্পের সংখ্যা, পুষ্পের পুংকেশর তথা পরাগধানীর সংখ্যা এবং পরাগধানীতে পরাগকণা উৎপাদনের পরিমাণের উপর।

পরাগরেণু সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারে?

উত্তর || রেণু প্রায় ৩৬,০০০ ফুট উচ্চতায় উঠতে পারে।

বায়ুতে পরাগরেণুর পরিমাণ বেশি হলে কোন রোগের সৃষ্টি হয়?

উত্তর | বায়ুতে পরাগরেণুর পরিমাণ বেশি হলে হে জ্বর (Hay fever), বা পলিনোসিস (Pollinosis) রোগ হয়।

পলিনোসিস কী? (What is pollinosis?]

উত্তর | অনেক ব্যক্তির পরাগের প্রতি সংবেদনশীলতার কারণে হে জ্বর হয়। একে পলিনোসিস বলে।

প্রত্নপরাগরেণু বিজ্ঞানের স্থপতি কে?

উত্তর | প্রত্ন পরাগ রেণুবিজ্ঞানের জনক : Ernst Jakob Lennart von Post.

আধুনিক পরাগ গবেষণার স্থপতি কাকে বলা হয়?

উত্তর || সুইডিস বিজ্ঞানী Ernst Jakob Lennart von Post (1884-1951) কে আধুনিক পরাগ গবেষণার স্থপতি বলা হয়।

কোন বিজ্ঞানী ফরম জেনেরা প্রবর্তন করেন?

উত্তর || জার্মান উদ্ভিদ বিজ্ঞানী Henry Potonic (১৯৫৬)।

কপরোপ্যালিনোলজি কাকে বলে?

উত্তর || প্রত্নবিদগণ বিভিন্ন স্থান খনন করার সময় মানুষের বসতি অঞ্চলে বিশেষ কিছু মৃত্তিকা পায় যা দেখে তখনকার দিনের জীবননির্বাহ সম্পর্কে জানা যায়। এ ধরনের পরাগ গবেষণাকে কপরোপ্যালিনোলজি বলে।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

DNA fossil কী?

উত্তর || DNA বিশ্লেষণে সংরক্ষিত উদ্ভিদ অবশিষ্টাংশ, বরফ এবং পারমাফ্লোস্ট কোর, সামুদ্রিক ও হ্রদ তলদেশে হোলসিন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক কঙ্কাল উপাদান, মমিযুক্ত টিস্যু, অ-হিমায়িত চিকিৎসা নমুনাসমূহের প্লাঙ্কটন ইত্যাদি থেকে বিশ্লেষিত DNA-কে DNA fossil বলা হয়। এটি DNA বিশ্লেষণের জন্য বিশেষভাবে সংরক্ষণ করা হয়নি এমন জৈবিক নমুনা থেকে যে কোন DNA-র পুনরাবৃত্তি করা হয়।

পরাগবিদ্যার সংজ্ঞা দাও।

উত্তর || বিজ্ঞানের যে শাখায় বিলুপ্ত উদ্ভিদের পরাগরেণু নিয়ে আলোচনা, গবেষণা বা চর্চা করা হয় তাকে প্রত্নপরাগরেণুবিদ্যা বলে।

ভেষজ পরাগ রেণুবিদ্যা কাকে বলে?

উত্তর : পরাগরেণুবিজ্ঞানের যে শাখায় ভেষজ গুণযুক্ত পরাগ এর আলোচনা, গবেষণা তাদের প্রয়োগ সম্পর্কে জ্ঞান লাভ করা হয় তাকে ভেষজ পরাগরেণুবিদ্যা বলে।

পরাগ এলার্জি কি?

উত্তর || পরাগের প্রতি অনেক ব্যক্তির সংবেদনশীলতা রয়েছে। চিকিৎসাবিজ্ঞানে এ সংবেদনশীলতা হচ্ছে এলার্জি। এর ফলে ‘হে জ্বর’ (Hay fever) হতে পারে। তা ছাড়া নাক দিয়ে তরল পানি পড়া, চোখ দিয়ে পনি পড়া চোখ-নাকে চুলকানি ইত্যাদি হতে পারে।

পলিনোসিস কি?

উত্তর || অনেক ব্যক্তির পরাগের প্রতি সংবেদনশীলতার কারণে ‘হে জ্বর’ (Hay fever) হয়. একে পলিনোসিস (Pollinosis) বলে ।

ফরেনসিক মেডিসিন কি?

উত্তর | যখন কোন কারণে কোন ব্যক্তির মৃত্যু ঘটে, তখন বিচারকাজে সহায়তা করার জন্য মৃত্যুর সঠিক কারণ তুলে, ধরার প্রয়োজনীয়তা এবং উপস্থাপন হচ্ছে ফরেনসিক মেডিসিন।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

Vegetable Sulper কি?

উত্তর | Lycopodium clavatum কে Vegetabic Sulper বলা হয়।

কোন অসুখে Lycopodium clavatum ব্যবহার করা হয়?

উত্তর | পরিপাক ও পাকস্থলীর গোলযোগে আরবীয় চিকিৎসকগণ এটিকে ব্যবহার করতেন।

মৌপরাগকে কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়?

উত্তর || ফ্লু, ঠান্ডালাগা, আলসার, রক্তশূন্যতা, দ্রুত বুড়িয়ে যাওয়া রোধ, এলার্জি সংক্রান্ত রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

আরটিকারিয়া কি?

উত্তর | চামড়ার সংস্পর্শে অ্যালার্জি পরাগ অনেক সময় চুলকানি ঘটায় যাকে আরটিকারিয়া বলা হয়।

অ্যালার্জিক রাইনিটিস সময় কোন কোন লক্ষণ দেখা যায়?

উত্তর || নাক দিয়ে তরল পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া, চোখ-নাকে চুলকানি, সুড়সুড়ি এবং বার বার হাঁচি দেয়া এবং গা গরম হয়ে জ্বর-জ্বর লক্ষণ দেখা যায়।

জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান কাকে বলে?

উত্তর || পরাগরেণুবিজ্ঞানের যে শাখায় কৃষি ও ভ্রূণবিষয়ক যেমন- পরাগায়ন, পরাগ-গমুণ্ডের অন্তঃক্রিয়া, নিষেক, উন্নত উদ্ভিদ সৃষ্টিতে পুং বৈশিষ্ট্যের বিভিন্ন বংশগতিক উন্নয়ন ও পরাগ মজুদকরণ, হ্যাপ্লয়ড উদ্ভিদ উৎপাদন ইত্যাদি বিষয়গুলো নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়, তাকে জীবকৌলিপরাগরেণুবিজ্ঞান বলে।

বন পরাগরেণুবিজ্ঞান কাকে বলে?

উত্তর || বৃক্ষ উদ্ভিদের পরাগ বিষয়ক গবেষণাকে বন পরাগরেণুবিজ্ঞান বলে।

Bigenic palynology কোন বিষয়কে প্রাধান্য দেয়?

উত্তর | পরাগের জীবীয় বিষয়সমূহকে।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

বাহ্যিক অনুর্বরতা কাকে বলে?

উত্তর | || যে সকল পরাগে প্রোটোপ্লাজমীয় উপাদান অনুপস্থিত রয়েছে সেগুলো অনেকটা সাদাটে এবং আকার আকৃতিতে কুঞ্চিত তাকে বাহ্যিক অনুর্বরতা বলা হয়।

পরাগের সজীবতা কাকে বলে?

উত্তর || পরাগধানীতে পরাগ উৎপন্নের পর যে সময় পর্যন্ত সজীব থেকে তার কর্মক্ষমতা ধরে রাখতে সক্ষম থাকে, তাকে পরাগের সজীবতা বলে।

পরাগায়ন কাকে বলে?

উত্তর || একই প্রজাতিভুক্ত ফুলের মধ্যে যদি কোনো উপায়ে পরাগকণা গর্ভমুণ্ডে স্থানান্তর হয় এবং স্বাভাবিক নিয়মে নিষেক ক্রিয়া ঘটাতে সক্ষম থাকে, তবেই তাকে পরাগায়ন বলে।

পরাগায়ন কত প্রকার?

উত্তর | পরাগায়ন দুই প্রকার।

নিষেক কাকে বলে?

উত্তর | ডিম্বাণুর নিউক্লিয়াসের সঙ্গে একটি পুংগ্যামেটের নিউক্লিয়াসের মিলনকে নিষেক বলে।

কৃষি পরাগরেণুবিজ্ঞান বলতে কী বুঝ?

উত্তর || ফল ও বীজ তথা ফসল উৎপাদন পরাগের সাথে সম্পর্কিত হলে তাকে কৃষি-পরাগরেণুবিজ্ঞান (Agricultural Palynology বা Agropalynology) বলে।

স্ব-অসঙ্গতি কাকে বলে?

উত্তর || কোনো ফসল উদ্ভিদের উভলিঙ্গ ফুলের পরাগরেণু ও ডিম্বাণু একই সময়ে পরিপক্কতা লাভ করা সত্ত্বেও স্ব-পরাগায়নের মাধ্যমে কার্যকরী বীজ উৎপাদনে ব্যর্থ হলে তাকে স্ব-অসঙ্গতি (self-incompatibility) বলে ।

Taxol কী?

উত্তর || ট্যাক্সল (Taxol) হলো একটি এন্টি-ক্যান্সার কেমোথেরাপি মেডিসিন, ইহা একটি সাদা পাউডার জাতীয় রাসায়নিক পদার্থ। যার আণবিক সংকেত C4zH5qNO14 এবং আণবিক ভর 853.906 g mol। এর প্রাকৃতিক প্রধান উৎস Pacific yew tree (Taxus brevifolia) গাছের বাকল। ১৯৭১ সালে Monroe Eliot ও Wall Mansukh C. Wani etal বিজ্ঞানী উক্ত গাছের বাকল থেকে সর্বপ্রথম ট্যাক্সল নিষ্কাশন করেন। এটি সাধরণত ব্রেস্ট, ওভারিয়ান, ফুসফুস, ব্লাডার, গলা এবং অন্যান্য কঠিন টিউমার, ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়।

NU Palenology short suggestion 2023 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৩ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৩

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

Palynology বা পরাগবিদ্যা বলতে কী বুঝ?

মৌলিক ও ফলিত পরাগবিদ্যা বলতে কী বুঝ?

পরাগরেণুবিজ্ঞানের উদ্দেশ্য ও পরিধি আলোচনা কর।

মাইক্রোস্পোরাজিয়ামের সাথে পরাগরেণুবিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর।

পরাগরেণুবিদ্যার শাখাসমূহ আলোচনা কর।

পরাগরেণু বা মাইক্রোস্পোর কী? এর গঠন বর্ণনা কর।

পরাগরেণুর বৈশিষ্ট্য লিখ।

পরাগরেণু (Pollen) ও স্পোর (Spore)-এর পার্থক্য লিখ।

পরাগের NPC তন্ত্র ব্যাখ্যা কর।

অথবা, NPC-System বলতে কী বুঝ?

পরাগ টেট্রাড ব্যাখ্যা কর।

পরাগের গুরুত্ব উল্লেখ কর।

বাহ্যিক পরাগরেণু বিজ্ঞান কী? বাহ্যিক পরাগরেণু বিজ্ঞানের ক্রম অগ্রগতি বর্ণনা কর

পরাগরেণুর NPC তন্ত্র বর্ণনা কর।

মৌ-ফ্লোরা পঞ্জিকা কী? মৌ-ফ্লোরা শনাক্তকরণের গুরুত্ব বর্ণনা কর।

অথবা, পরাগরেণু পঞ্জিকা কী?

মৌমাছির ভাষা-নৃত্য বলতে কী বোঝায়? বিস্তারিত ব্যাখ্যা কর। ।

অথবা, মৌমাছির ভাষা-নৃত্য সম্পর্কে লিখ।

মৌ-উদ্ভিদ ফ্লোরা শনাক্তকরণ সম্পর্কে আলোচনা কর।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

মধুতে চিহ্নিত পরাগ সম্পর্কে ধারণা ব্যক্ত কর।

পরাগলোড কী? পরাগলোডের ভৌত বৈশিষ্ট্য বর্ণনা কর।

ভাসমান পরাগ ও রেণুর মূলনীতি উল্লেখ কর।

উদ্ভিদের পরাগ উৎপাদন ক্ষমতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর।

ভূ-পৃষ্ঠের উচ্চতাভেদে বায়ুপরাগ ও রেণুবিস্তার সম্পর্কে আলোচনা কর।

বায়ুতে এরাগ ভেসে থাকার প্রভাবকসমূহ বর্ণনা কর।

প্রত্নপরাগরেণুবিজ্ঞানের পরিধি ও উদ্দেশ্য সংক্ষেপে উল্লেখ কর।

প্রত্নপরাগরেণুবিদ্যার অণুজীবাশ্মা ও ভূতত্ত্বের সম্পর্ক ব্যাখ্যা কর।

অথবা, অনু জীবাশ্ম বলতে কী বুঝ? ব্যাখ্যা কর।

প্রত্নপরাগরেণুবিজ্ঞানের উৎপত্তি ও এর ক্রমবিকাশ ধারা ব্যাখ্যা কর।

প্রত্নপরাগরেণুবিদ্যার প্রয়োগ ও ব্যবহার লেখ।

আদিম পৃথিবীর প্রথম উভলিঙ্গিক ফুলের চিহ্নিত চিত্র আঁক।

ভেষজ পরাগরেণু বিদ্যা সম্পর্কে আলোচনা কর।

জীবকৌলি পরাগরেণুবিজ্ঞানের সাধারণ ধারণা ব্যাখ্যা কর।

অথবা, জীবকৌলিক পরাগরেণুবিজ্ঞান বলতে কী বুঝ?

পরাগের অঙ্গসংস্থানিক ও তার জীবকৌশলকে চরিত্র ব্যাখ্যা কর।

পরাগরেণুর অনুর্বরতা কী? অনুর্বরতার কারণগুলো লিখ।

পরাগরেণুর টিউমার বিরোধী সক্রিয়তা আলোচনা কর ।

কী উপায়ে পরাগ থেকে একগুণী বা হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপন্ন হয়?

NU Palenology short suggestion 2023 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৩ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৩ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৩

রচনামূলক প্রশ্নোত্তর

পরাগরেণুবিজ্ঞানের ঐতিহাসিক পটভূমি সংক্ষেপে বর্ণনা কর।

আবৃতবীজী উদ্ভিদের পরাগের বিবর্তন ধারা বর্ণনা কর।

ট্যাক্সোনমি ও ফাইলোজেনিতে প্যালিনোলজির ভূমিকা ব্যাখ্যা কর।

প্যালিনোলজির গুরুত্ব আলোচনা কর ।

অথবা, পরাগরেণুবিদ্যার গুরুত্ব উল্লেখ কর।

পরাগের শ্রেণিবিন্যাস কর।

অথবা, আকার, আকৃতি, রন্ধ্র এবং স্তরবিন্যাসের উপর ভিত্তি করে পরাগরেণুর শ্রেণিবিন্যাস কর

দাও।

অথবা, উপযুক্ত উদাহরণসহ শ্রেণিবিন্যাস ও জাতিজনিগত সমস্যা সমাধানে পরাগ বৈশিষ্ট্যে

অথবা, গুপ্তবীজী উদ্ভিদের Taxonomy ও Phylogeny তে পরাগরেণুর যে সকল বৈশিষ্ট্য ব্যবহার =

তাদের বর্ণনা দাও।

পরাগত্বকের পরিস্ফুটন ব্যাখ্যা কর।

পরাগ ও রেণুর অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্যের উৎপত্তি ও বিবর্তনধারা ব্যাখ্যা কর।

অথবা, পরাগের অঙ্গসংস্থানিক ও তার জীবকৌশলকে চরিত্র ব্যাখ্যা কর।

পরাগরেণু বিজ্ঞানের সঙ্গে শ্রেণিবিন্যাস বিজ্ঞানের সম্পর্ক ব্যাখ্যা কর।

মৌ-উদ্ভিদ ও তার সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা দাও।

মৌমাছির বিচরণ সম্পর্কে আলোচনা কর।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

মৌমাছি পালনের অর্থনৈতিক সুবিধা সম্পর্কে আলোচনা কর।

কিভাবে মৌ উদ্ভিদের পঞ্জিকা তৈরি করা হয়।

অথবা, Pollen flora বলতে কী বুঝ? তুমি কীভাবে Bee Flora শনাক্ত করবে এবং কীভাবে

করবে?

মৌ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আলোচনা কর ।

বায়ুদূষণে পরাগরেণুর ভূমিকা সংক্ষেপে আলোচনা কর।

আবহাওয়ার অবস্থার উপর ভিত্তি করে পরাগরেণু বিস্তারণ সম্পর্কে আলোচনা কর।

বায়ুতে পরাগের ভেসে থাকার নিয়ামকসমূহ উল্লেখ কর ।

বায়ু পরাগরেণু বিজ্ঞানের প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে লেখ

অথবা, বায়ুপরাগরেণু বিজ্ঞানের প্রয়োগ সম্পর্কে আলোচনা কর ।

অথবা, বায়ু পরাগরেণু বিজ্ঞানের ব্যবহার সংক্ষেপে লিখ।

বিভিন্ন ভূতাত্ত্বিক সময়কালের উদ্ভিদের পরিচিতি বর্ণনা কর।

অথবা, বিভিন্ন ভূ-তাত্ত্বিক সময়কালের পরাগরেণু তথাগণ ও প্রজাতির ইতিহাস জানতে পা

আলোচনা কর।

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪

প্রত্নপরাগরেণু বিজ্ঞানের উদ্দেশ্য ও পরিধি বর্ণনা কর।

প্রত্নপরাগরেণু বিষয়ক উপাত্ত সংগ্রহের নিম্নোক্ত কৌশলসমূহ আলোচনা কর : (ক) কয়লা ও

কর্দমাক্ত পলি।

– অথবা, প্রত্নপরাগরেণুবিষয়ক উপাত্ত সংগ্রহের কৌশল বর্ণনা কর।

নিম্নলিখিত বিষয়গুলোর উপর Paleopalynology সম্পর্কে আলোকপাত কর :

ক. মূলনীতিসমূহ; [ঢাবি (অধিঃ) ৭ কলেজ-২০১৬/

খ. জীবাশ্মবিদ্যা ও প্রত্নতাত্ত্বিক বিদ্যার সঙ্গে সম্পর্ক;

গ. Vegetation (উদ্ভিদরাজি) এর পূনর্গঠন;

ঘ. মেসোজোয়িক ও সিনোজোয়িক যুগে পরাগরেণুর চিহ্ন।

ভেষজ পরাগরেণুবিজ্ঞানের পরিসর ও গুরুত্ব বর্ণনা কর।

টিকা লেখ : Pharmacopalysiology-এর পরিধি ও গুরুত্ব।

মধু পরাগের খাদ্য ও পুষ্টিগুলো সম্পর্কে লিখ।

পরাগ এলার্জি সম্পর্কে লেখ।

মধুর মান নির্ণয়ে পরাগের ভূমিকা বর্ণনা কর।

ভেষজ পরাগরেণু বিজ্ঞান এর পরিধি ও গুরুত্ব আলোচনা কর।

ফরেনসিক মেডিসিন ও অপরাধ জগতে পরাগবিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা কর।

পরাগায়ন ও হাইব্রিড বীজ উৎপাদনে পরাগরেণুর ভূমিকা ব্যাখ্যা কর।

অথবা, হাইব্রিড বীজ উৎপাদনে পরাগরেণুর ভূমিকা আলোচনা কর ।

শস্য উৎপাদন বৃদ্ধিতে পরাগ পতঙ্গের মিথস্ক্রিয়তার ভূমিকা ব্যাখ্যা কর।

অথবা, ফসল উন্নয়ন ও বৃদ্ধি করণের পরাগরেণুর ভূমিকা ব্যাখ্য কর।

পরাগের এন্টিবায়োটিক কার্যকারিতা লিখ।

কৃষিবিজ্ঞান, উদ্যানবিজ্ঞান ও উদ্ভিদ উন্নয়নে পরাগ এর ভূমিকা লিখ।

কী উপায়ে পরাগ থেকে একগুণী বা হ্যাপায়েড উদ্ভিদ উৎপন্ন হয়?

NU Palenology short suggestion 2024 / প্যালিনোলজি শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ / পরাগবিদ্যা শর্ট সাজেশন ২০২৪ ছাড়াও আরো পড়ুন

You cannot copy content of this page