NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

National University অনার্স ৩য় বর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীরা তোমাদের ২০২৪ সালের নগ্নবীজী , Palynology ও প্যালিওবোটানি বিষয়ের প্যালিওবোটানি অংশটির শর্ট সাজেশন দেওয়া হয়েছে। তোমরা ২০২৩ সালের পরীক্ষার্থী হলেও তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।

আরো পড়ুনঃ

এই শর্ট সাজেশন থেকে ৯৯% কমন আসবে!

Paleobotany

অতি সংক্ষিপ্ত প্রশ্ন( উত্তরসহ)

প্রত্নউদ্ভিদবিদ্যা কাকে বলে?
উত্তর ||| উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় অতীত যুগের উদ্ভিদের জীবাশ্ম পরীক্ষা-নিরীক্ষা করে তাদের গঠন শৈলী, বিবর্তন শ্রেণিবিন্যাসগত অবস্থান প্রভৃতি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়, তাকে প্রত্নউদ্ভিদবিদ্যা (Palaeobotany) বলা হয়।

Palaeobotany এর ব্যবহারিক দিকগুলো উল্লেখ কর।
উত্তর | ভূ-ত্বকের বয়স নির্ণয়, খনিজ সম্পদে অনুসন্ধানে সাহায্য, ভূ-তাত্ত্বিক সময়ের প্রত্মভৌগলিক অবস্থার পরিবর্তন জানা, অতীতকালের আবহাওয়া জানা শ্রেণিবিন্যাস ও বিবর্তন সম্পর্কে জানা।

Fossil শব্দটির শাব্দিক অর্থ কী?
উত্তর ||| Fossil অর্থ জীবাশ্ম। Fossil শব্দটি ল্যাটিন শব্দ Fossilis থেকে এসেছে। এর অর্থ মাটি খুঁজে তোলা।

জীবাশ্ম কী?উত্তর || পৃথিবীর ভূত্বকে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত জীবের দেহ দেহাংশ বা দেহের কোন অংশের চিহ্ন বা সাক্ষ্যকে জীবাশ্ম বলে।

. সূচক জীবাশ্ম কাকে বলে?
উত্তর || যে সমস্ত প্রাণী বা উদ্ভিদ অত্যন্ত অল্প সময়ের মধ্যেই দ্রুত হারে বিবর্তিত হয়ে চারদিকে বিস্তৃত এবং বহু সংখ্যায় পরিণত হয়, যারা বিভিন্ন পারিপার্শ্বিক পরিবেশের সাথে অভিযোজন ক্ষমতায়, যাদের অঙ্গ সংস্থান বিশেষভাবে শক্ত সামর্থ্য, দেহ কাঠামো সুস্পষ্ট এবং বৈশিষ্ট্যপূর্ণ তাদের জীবাশ্মগুলোকে সূচক জীবাশ্ম বলে ।

জীবাশ্ম দ্বারা কী করা হয়?
উত্তর || ভূত্বকের বয়স নির্ণয় করা হয়।

খনিজপৃক্ত জীবাশ্মকে কী বলা হয়?
উত্তর || পারমিনোরালাইজড জীবাশ্ম।

Megafossil কাকে বলে?
উত্তর || অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যে সব ফসিল খালি চোখে দেখা যায় তাদের Megafossil বলা হয়।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

দৃশ্যমান জীবাশ্ম কোনগুলো?
উত্তর || ড্যাডোজাইলন, টিলোফাইলোম।

Microfossil কী?
উত্তর অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে যে সব জীবাশ্ম দেখা যায় তাকে Microfossil বলা হয়।

জীবাশ্ম গঠন প্রক্রিয়া কত প্রকার?
উত্তর | দুই প্রকার। যথা: (i) ভৌতিক প্রক্রিয়া, (ii) রাসায়নিক প্রক্রিয়া।

ভৌত প্রক্রিয়া কিসের উপর নির্ভর করে?
উত্তর || সুষ্ঠু পরিবহণ, নিমজ্জন এবং জলাশয়ের প্রকৃতি ও আধারের গঠনের উপর।

Perminedralized fossil কী?
উত্তর || খনিজ পদার্থ অনুপ্রবিষ্ঠ হয়ে তৈরি হয় Permineralized fossil

Molecular fossil কাকে বলে?
উত্তর || রাসায়নিক জীবাশ্মকে।

ডায়াটমজাত মাটি কী?
উত্তর || ডায়াটমের দেহজাত বিশাল সঞ্চয়কে বলা হয় ডায়াটমজাত মাটি।

প্রস্তরীভূত ফসিল কাকে বলে? ।
উত্তর || উদ্ভিদের কোনো অংশের জৈব পদার্থ ধীরে ধীরে বেরিয়ে ঐ অংশে সিলিকা, আয়রণ, ক্যালসিয়াম, কার্বোনেট, ম্যাগনেশিয়াম কার্বোনেট প্রভৃতি খনিজ পদার্থ অনু প্রবেশ করে ধীরে ধীরে শক্ত হয়ে যে ফসিল গঠিত হয় তাকে প্রস্তরীভূত জীবাশ্ম বলে।

ছাপ কাকে বলে?
উত্তর || উদ্ভিদের কোনো অংশ কাদায় পড়লে তাতে একটি ছাপ পড়ে। পরবর্তীতে উদ্ভিদাংশ বিনষ্ট হলেও ছাপটি অবিকৃত অবস্থায় থেকে যায়। বহুবছর পর একটি শক্ত হয়ে শিলায় পরিণত হলে একে ছাপ বলে।

Pseudo-fossil কাকে বলে?
উত্তর || এমন ঘটনাও ঘটতে দেখা গেছে, যখন বিভিন্ন খনিজ লবণের জলীয় দ্রবণ পলির মধ্য দিয়ে চুয়াইয়া যায়। পরিশেষে ঐ তলানি বা গাদ শক্ত শিলায় পরিণত হয়। খনিজ লবণের ঐ দ্রবণ এক ধরনের ছাপ রাখে যা এর পথ নির্দেশক। গঠনে এরা আঁকাবাকা বা সর্পিল হয়। অনেকক্ষেত্রে এদের উদ্ভিদের ছাপ বলে প্রতীয়মান হয় এবং ভুলবশত জীবাশ্ম বলে মনে হয়। তাই এ সকল ছাপকে নকল জীবাশ্ম (Pseudo-fossil) বলে।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

ফসিল সৃষ্টির দুটি মতবাদের নাম লিখ।
উত্তর | (i) অনুপ্রবেশ মতবাদ, (ii) এক অনুর সাথে অন্য অনু প্রতিস্থাপন মতবাদ।

জীবাশ্মের বয়স নির্ধারণের ২টি পদ্ধতির নাম লিখ।
উত্তর || (i) সমুদ্রের পানিতে লবণের পরিমাপ পদ্ধতি; (ii) রেডিও আইসোটোপ পদ্ধতি ।

কৃত্রিম গণ বলতে কী বুঝ?
উত্তর || যখনই কোন উদ্ভিদ দেহের অংশবিশেষের জীবাশ্ম পাওয়া যায় তখনই তার নামকরণ করা হয়। এ ধরনের নামকরণকে সংগঠিত বা কৃত্রিম গণ (fromgenoera or artificial genera) বলা হয়। এ ধরনের আংশিক জীবাশ্ম হতে ঐগুলো কোন উদ্ভিদের অন্তর্গত তা সঠিকভাবে জানা যায় না। এক্ষেত্রে প্রতিটি নামই গণের পদমর্যাদা লাভ করে।

অ্যাম্বার কী?
উত্তর | কনিফার জাতীয় কিছু ব্যক্তজীবী উদ্ভিদের ক্ষতস্থান হতে রেজিন নিঃসৃত হয়ে পাথরে পরিণত হয় এবং বহুবছর পর এটি ফসিলে পরিণত হলে একে অ্যাম্বার বলে।

মমিফিকেশন বলতে কী বুঝ?
উত্তর || উদ্ভিদের এক অংশ অন্য অংশ থেকে পৃথক হয়ে কদম এবং বালু দ্বারা যে জীবাশ্মে পরিণত হয় তাকে মামফিকেশন বলে।

ভূ-তাত্ত্বিক কালপঞ্জি (Gelogical time Scale) কাকে বলে?
উত্তর ||| পৃথিবী সৃষ্টির সময় থেকে বর্তমান সময় পর্যন্ত কালকে ভূ-তাত্ত্বিক কাল বলে। বিশেষ কতকগুলো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এ ভূ-তাত্ত্বিক সময়কালকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এ ভাগগুলোকে একত্রে ভূ-তাত্ত্বিক কালপঞ্জী বা ভূ- তাত্ত্বিক কালমাপনী (Geological time scale) বলে।

রিজুলিউশন কাকে বলে?
উত্তর || দু’টি মহাযুগের মধ্যবর্তী সময়ে যে ব্যাপক পরিবর্তন বা ওলটপালন সংঘটিত হয় তাকে রিড্যুলিউশন বলে ।

Geological Time কাকে বলে?
উত্তর || পৃথিবী সৃষ্টির সময় থেকে আজ পর্যন্ত সময়কে Geological Time বলা হয় ।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

পৃথিবীর ভূতাত্ত্বিক কালপঞ্জীকে কয়টি ইওন (Eon) এ ভাগে করা হয়েছে?
উত্তর || চারটি ইওন । যথা—(i) হ্যাডিয়ান ইওন; (ii) আর্কিয়ান ইওন; (iii) প্রোটোরোজোয়িক ইওন; (iv) ফনেরোজোয়িক ইওন।

পৃথিবীতে পানিচক্রের উদ্ভব হয়েছিল কবে?
উত্তর ||| আর্কিয়ান ইওনের আর্কিওজোয়িক মহাযুগে।

বর্তমানে চলমান ইরা কোনটি?
উত্তর | সিরোজোয়িক ইরা।

মহাজাগতিক কাল কী? (What is the cosmic time?]
উত্তর || মহা বিশ্ব সৃষ্টির শুরু থেকে পৃথিবীর সৃষ্টির সময় পর্যন্তকালকে মহাজাগতিক (Cosmic Time) কাল বলে।

অভিযুগ কাকে বলে?
উত্তর ||| দু’টি মহাযুগের মধ্যবর্তী সময়ে যে ব্যাপক পরিবর্তন বা ওলটপালন সংঘটিত হয় তাকে রিভ্যুলিউশন বলে।

প্রথম ভাষায় উদ্ভিদ সৃষ্টি হয়েছে কখন?
উত্তর || একটি যুগকে কয়েকটি ভাগে বিভক্ত হলে তার এক একটি ভাগকে অভিযুগ বলে।

রিজ্যুলিউশন কাকে বলে?
উত্তর | সিলুরিয়ান পিরিয়ডে।

প্রথম সরীসৃপের আগমন হয় কোন যুগে?
উত্তর || পেনসিলভানিয়ান পিরিয়ডে।

ট্রায়াসিক পিরিয়ডে কী সৃষ্টি হয়?
উত্তর || প্রথম দ্বিবীজপত্রী উদ্ভিদ।

জুরাসিক পিরিয়ডে কোন ধরনের স্তন্যপায়ী দেখা যায়?
উত্তর || প্রথম দন্তবাহী পাখি ও থলেবাহী স্তন্যপায়ী ।

প্রথম Man ape কবে সৃষ্টি হয়?
উত্তর || মাওসিন ইপোকে।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

মাওসিন ইপোকে কী সৃষ্ট হয়?
উত্তর || তৃণভূমি ।

মরুভূমি সৃষ্টি হয় কখন?
উত্তর || প্লাইওসিন ইপোকে।

Lepidodendron কোন বিভাগের অন্তর্গঠন?
উত্তর || Lepidophyta |

Lepidodendron কখন উৎপত্তি লাভ করে?
উত্তর | আপার ডেভোনিয়ন পিরিয়ডে ।

Lepidodendron কবে বিলুপ্ত হয়?
উত্তর | পারমিয়ন পিরিয়ডে।

Calamites কোন বিভাগের অন্তর্গত?
উত্তর || Calamophyta 1:

Calamites কখন উৎপত্তি লাভ করে?
উত্তর ||| আপার ডেভোনিয়ন যুগে।

Calamites দেখতে কার মতো ছিল?
উত্তর || বর্তমান কালের ফার্নে Equisetum এর মত।

Calamites-এর রাইজোমগুলো কেমন ছিল?
উত্তর || গৌণবৃদ্ধি সম্পন্ন ছিল এবং তাদের দেহের উপরের দিক থেকে খাড়া বায়বীয় শাখা-প্রশাখা জন্মাতো।

টেরিডোফাইটার কোন বিভাগের উদ্ভিদগুলো জটিল প্রকৃতির?
উত্তর || টেরিডোফাইটার Lepidophyta বিভাগের উদ্ভিদগুলোর গঠন জটিল প্রকৃতির।

টেরিডোফাইটার কোন বিভাগের উদ্ভিদগুলো ফার্ণ নামে পরিচিত?
উত্তর || Pterophyta-বিভাগের উদ্ভিদগুলো ফার্ণ নামে পরিচিত।

Lepidodendron-এ কোন ধরনের স্টিলি থাকে।
উত্তর || প্রোটোস্টিলি।

Calamites এর অন্তর্গঠন কোনো ফর্মগণ থেকে জানা যায়?
উত্তর- Asterophyllites নামক ফর্মগণ থেকে।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

Calamites অর্থ কী?
উত্তর Camamitaceae গোত্রের উদ্ভিদসমূহ আপার ডেভোনিয়ান যুগে আবির্ভূত হয়েছিল। কার্বোনিফেরাস যুগে এর খুব বেশি আধিপত্য লাভ করে এবং লোয়ার (Lower) ট্রায়াসিক যুগে বিলুপ্তি ঘটে। Calamitaceae গোত্রের Calamites গণ ব্যতীত সবকয়টি গণ জীবাশ্ম। তবে কাণ্ড, পাতা ও স্ট্রোবিলাসের বেশ কিছু ফর্ম গণ রয়েছে। Calamites গণের স্পোরোফাইট বৃক্ষ প্রজাতিসমূহ ২০-৩০ মিটার পর্যন্ত লম্বা ছিল। তবে কিছু কিছু প্রজাতি বা জাত গুল্ম জাতীয় ছিল। Calamites গণের উদ্ভিদসমূহ বৃক্ষসদৃশ হওয়া সত্ত্বেও এদের ভূস্থি পর্ব ও পর্যমধ্যযুক্ত রাইজোম ছিল। এ রাইজোম থেকেই বায়বীয় বিটপের উৎপত্তি হয়।

Lepidodendron -এ কোন ধরনের স্টিলি দেখা যায়?
উত্তর || প্রোটোস্টিলি।

“Seed fern” এর বীজগুলো কী অবস্থায় থাকে?
উত্তর .. মুক্ত অবস্থায় পাতায় অবস্থান করে।

“Seed fern” এর ডিম্বাণুতে কী থাকে না?
উত্তর || অ্যাম্বুলাস থাকে না।

Loldhamia-এর পাতা কেমন ছিল?
উত্তর | পাতা সর্পিলাকারে সজ্জিত ও ০.৫ মিটার পর্যন্ত লম্বা হতো।

Bennettitales-এর পত্ররন্ধ কী ধরনের?
উত্তর | সিন্ডেটোচিলিক।

Cycadecidea-এর অনুফলকের গঠনে মেসোফিল টিস্যু কী দ্বারা বিভক্ত?
উত্তর || প্যালিসেড প্যারেনকাইমা ও স্পঞ্জি প্যারেনকাইমা।

Cycadecidea-এর সুস্পষ্ট ক্যাম্ব্রিয়াম কোথায় উপস্থিত?
উত্তর || গৌণ জাইলেম ও ফ্লোয়েমের মাঝখানে।

Cycadeoidea-স্ট্রোবিলাসকে কী নামে ডাকেন?
উত্তর | উভলিঙ্গিক পুষ্প নামে ডাকেন।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

Bennettitales এর প্রথম নমুনা কোনটি?
1825 সালে ব্রিটেনে প্রাপ্ত Bucklandia গণের ব্যান্ড।

Cycadeoidea এর কান্ডে ভাস্কুলার বান্ডল কিভাবে সজ্জিত থাকে?
উত্তর || বড় কেন্দ্রীয় পিথ অঞ্চলের বাইরে ভাস্কুলার বান্ডল বলয়াকারে সজ্জিত।

Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় কেন?
উত্তর || Cycas এর জীবন্ত প্রজাতিগুলোর সাথে এর জীবাশ্মগুলোর বেশ সাদৃশ্য পাওয়া যায়। এ কারণে Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয় ।

সিড ফার্ন বলতে কী বুঝ?
উত্তর | Lyginopteridaceae (or Cycadofilicales) বর্গের বিভিন্ন জীবাশশ্ম উদ্ভিদগুলোর মধ্যে যেগুলোর বীজ পাতায় অবস্থান করে এবং বংশবিস্তার করে, সেগুলোকে বীজ ফার্ন (seed fern) বলা হয়।

Seed fern বলতে কী বুঝ?
উত্তর | Lyginopteridaceae (or Cycadofilicales) বর্গের বিভিন্ন জীবাশ্ম উদ্ভিদগুলোর মধ্যে যেগুলোর বীজ পাতায় অবস্থান করে এবং বংশবিস্তার করে, সেগুলোকে বীজ ফার্ন (seed fern) বলা হয়।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

সংখিপ্ত প্রশ্নোত্তর

  1. প্রত্ন উদ্ভিদবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লেখ।
  2. প্রত্ন উদ্ভিদবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা লেখ।
  3. জীবাশ্মের তাৎপর্য সম্পর্কে লিখ ।
  4. জীবাশ্ম সৃষ্টির প্রভাবকসমূহ কী কী?
  5. অথবা, ফসিল তৈরির জন্য দায়ী ফ্যাক্টরসমূহ কী কী?
  6. জীবাশ্মের নামকরণ কিভাবে করা হয়?
  7. অথবা, ফর্ম জেনাস এবং অ্যাম্বার সম্বন্ধে যা জান লিখ
  8. জীবাশ্মের গুরুত্ব লেখ। ।
  9. জীবাশ্ম কী? জীবাশ্মের ধর্মাবলী উল্লেখ কর।
  10. ভূ-তাত্ত্বিক কালমাপনি কী? সংক্ষেপে লিখ।
  11. হ্যাডিয়ান ইয়নের বর্ণনা দাও।
  12. ভূতাত্ত্বিক সময় পঞ্জির পেলিওজোয়িক ইরা ও সিনোজোয়িক ইরা সম্পর্কে লিখ।
  13. ডেভোনিয়ান পিরিয়ড সম্পর্কে লিখ।
  14. মেসোজোইক মহাযুগ সম্পর্কে বর্ণনা দাও।
  15. প্যালিওজোয়িক ইরাতে কোন কোন জীবের আগমন ও বিলুপ্তি ঘটে?
  16. সিনোজোয়িক ইরাতে কোন কোন জীবের আগমন ও ত্রিগুপ্তি ঘটে?
  17. Lepidodendron-এর বাহ্যিক গঠন বৈশিষ্ট্য লিখ ।
  18. Lepidodendron-এর স্ট্রোবিলাস সম্পর্কে লিখ 1
  19. Lepidodendron-এর কাণ্ডের অন্তর্গঠন চিত্রসহ বর্ণনা কর ।
  20. Calamites এর বাহ্যিক বৈশিষ্ট্য লেখ
  21. জীবাশ্ম নগ্নবীজী উদ্ভিদের ভূমিকা লিখ।
  22. ফসিল জিমনোস্পার্মের ৫টির নাম লিখ।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

রচনামূলক প্রশ্নোত্তর

প্যালিওবোটানীর সংজ্ঞা দাও এবং এর গুরুত্ব লেখ।

অথবা, প্যালিওবোটানী-এর গুরুত্ব উল্লেখ কর।

প্রশ্ন উদ্ভিদবিজ্ঞানের সংজ্ঞা দাও।

প্রশ্ন উদ্ভিদবিজ্ঞানের পরিসর আলোচনা কর।

অথবা, প্রত্ন উদ্ভিদবিজ্ঞান-এর পরিসর আলোচনা কর ।

জীবাশ্ম সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।

অথবা, ফসিল সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর ।

অথবা, ফসিল তৈরির জন্য দুটি তত্ত্ব বর্ণনা কর।

জীবাশ্মের গুরুত্ব ও প্রয়োজনীয়তা লিখ।

অথবা, বিভিন্ন প্রকার জীবাশ্ম-এর গুরুত্বের বর্ণনা দাও।

অথবা, টিকা লেখ : ফসিল অধ্যয়নের গুরুত্ব ও প্রয়োগ;

ফসিলের বয়স নির্ধারণের জন্য ব্যবহৃত পদ্ধতিসমূহ বর্ণনা কর।

বিভিন্ন প্রকার জীবাশ্মের বর্ণনা দাও।

অথবা, জীবাশ্ম কী? বিভিন্ন ধরনের জীবাশ্মের বর্ণনা দাও।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

অথবা, ফসিল কী? চিত্রসহ বিভিন্ন ধরনের ফসিলসমূহ বর্ণনা কর।

ভূতাত্ত্বিক সময় পঞ্জি কী? ভূতাত্ত্বিক সময় পঞ্জীর প্রতিটি পিরিয়ডের আরম্ভ ও স্থিতিকাল উল্লেখ কর ।

ফেনারোজোয়িক ইওনের বর্ণনা দাও।

ভূ-তাত্ত্বিক সময় উল্লেখপূর্বক বিভিন্ন সময়ে প্রাধান্য বিস্তারকারী উদ্ভিদের বর্ণনা দাও।

বিভিন্ন ভূ-তাত্ত্বিক সময়কালের পরিবেশীয় অবস্থা উল্লেখ কর।

বিভিন্ন ভূতাত্ত্বিক কালপঞ্জিতে বিস্তারকারী উদ্ভিদের বর্ণনা দাও।

অথবা, বিভিন্ন ভূতাত্ত্বিক অধিকল্পে যেসব উদ্ভিদের আবির্ভাব ঘটেছে তাদের বর্ণনা দাও

বি. ভূ-তাত্ত্বিক কালপঞ্জিতে জীবের আগমন ও বিলুপ্তির বর্ণনা দাও।

ফসিল টেরিডোফাইট হিসেবে লেপিডোডেনড্রন-এর বিস্তারিত আলোচনা কর।-

অথবা, জীবাশ্ম টেরিডোফাইট হিসেবে Lepidodendron-এর বর্ণনা দাও।

ফসিল টেরিডোফাইট হিসেবে ক্যালামাইটস-এর বিস্তারিত আলোচনা কর।

অথবা, জীবাশ্ম টেরিডোফাইট হিসাবে Calamites-এর বর্ণনা দাও।

অথবা, Calamites-এর কাণ্ডের অন্তর্গঠনের চিত্রসহ বর্ণনা দাও।

NU Paleobotany short suggestion 2024 / প্যালিওবোটানী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪

অথবা, জীবাশ্ম টেরিডোফাইট হিসাবে ক্যালামাইটস-এর বাহ্যিক গঠন বর্ণনা কর।

Lyginopteris oldhamia-এর সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর।

অথবা, Lygenopteris-এর গঠন বর্ণনা কর।

অথবা, Lyginopteri- কান্ডের বাহ্যিক ও অন্তর্গঠন বর্ণনা কর।

Lyginopteris oldhamia-এর প্রজনন সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর।

Cycadevidea-এর সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর।

অথবা, Cycadeoidea-এর স্পোরোফাইটের গঠনের বর্ণনা দাও।

Cycadeoidea-এর প্রজনন সম্পর্কে বিস্তারিত বর্ণনা কর।

অথবা, Cycadeoidea স্পোরোফিলের বর্ণনা দাও।

অথবা, চিত্রসহ Cycadeoidea প্রজাতির স্ট্রোবিলাসের প্রধান বৈশিষ্ট্যসমূহ লিখ।

এই NU Gymnosperms suggestion 2024 / নগ্নবীজী শর্ট সাজেশন ২০২৪ / অনার্স ৩য় বর্ষ পরীক্ষা ২০২৪ ছাড়াও আরো পড়ুন

Leave a Comment

You cannot copy content of this page