এইচএসসি হিসাববিজ্ঞান ১মপত্র সৃজনশীল সাজেশন ২০২৪ । HSC Accounting 1st paper CQ suggestion 2024
এইচএসসি ২০২৪ সালের শিক্ষার্থীবৃন্দ তোমাদের শর্ট সিলেবাসভূক্ত প্রতিটি অধ্যায়ের আলোকে কমন আসার মত সাজেশন দিয়েছি/।
১. সজিব কোম্পানি লিঃ এর অনুমোদিত মূলধন ১২,০০,০০০ টাকা যা প্রতিটি ১০ টাকা মূল্যের ১,২০,০০০ শেয়ারে বিভক্ত।২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নরূপ : সজিব কোম্পানি লিঃ এর রেওয়ামিল ৩১ ডিসেম্বর ২০২৫
হিসাবের নাম | ডেবিট (টাকা) | ক্রেডিট (টাকা) |
ইস্যুকৃত ও তলবকৃত মূলধন(৮০,০০০ শেয়ার) | ৮,০০,০০০ | |
ক্রয় (১৫% ভ্যাটসহ) | ৪,৬০,০০০ | |
বিক্রয় (১৫% ভ্যাটসহ) | ৯,২০,০০০ | |
শেয়ার অধিহার | ৮০,০০০ | |
বিনিয়োগ | ৫,২০,০০০ | |
দালানকোঠা | ৬,৮০,০০০ | |
সাধারণ সঞ্চিতি | ৯০,০০০ | |
৮% ঋণপত্র (১-৭-২০১৮) | ১,১০,০০০ | |
মজুরি (১০ মাস) | ১,৬০,০০০ | |
অস্তবর্তীকালীন লভ্যাংশ (১-৭-২০১৮) | ৬৫,০০০ | |
প্রাপ্য হিসাব | ১,১০,০০০ | |
প্রদেয় হিসাব | ৭০,০০০ | |
সুনাম | ৭৫,০০০ | |
ভ্যাট চলতি হিসাব | ১,২০,০০০ | |
মজুত পণ্য (১-১-২০১৮) | ৭২,০০০ | |
দাবিবিহীন লভ্যাংশ | ১২,০০০ | |
আয়কর | ৩৫,০০০ | |
রক্ষিত আয় জের (১-১-২০১৮) | ২,১৫,০০০ | |
২২,৯৭,০০০ | ২২,৯৭,০০০ |
সমন্বয়সমূহ :
(১) সমাপনী মজুত পণ্য মূল্যায়ন করা হয়েছে ১,৯০,০০০ টাকা। উক্ত মজুতের মধ্যে ১০,০০০ টাকা মূল্যের আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে। বিমা কোম্পানি ৬,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে।
(২) শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে।
(৩) সাধারণ সঞ্চিতি ১,৩০,০০০ টাকা রাখতে হবে।
(৪) আয়কর সঞ্চিতি ১৫,০০০ টাকা রাখতে হবে।
(৫) শেয়ারপ্রতি ১.০০ টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে।
(ক) ভ্যাট চলতি হিসাব তৈরি কর। (খ) চলতি বছরের মোট মুনাফা/মোট ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
(গ) ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ৩,৩০, ২০০ টাকা ধরে শেয়ারহোল্ডারদের স্বত্ব ও দায়সমূহ নির্ণয় কর।
২ । শায়লা কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৮,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৮,০০০ শেয়ারেবিভক্ত। নিম্নে কোম্পানির ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলি উপস্থাপন করা হলো:-
রেওয়ামিল ২০২৫
হিসাবের নাম | ডেবিট (টাকা) | ক্রেডিট(টাকা) |
শেয়ার মূলধন : ইস্যুকৃত ও পরিশোধিত (৬,০০০ শেয়ার) | ৬,০০,০০০ | |
৪ % ঋণপত্র (১-৪-২০১৮) | ১,৭০,০০০ | |
প্রারম্ভিক মজুত | ৮৪,০০০ | |
পণ্য ক্রয় ও বিক্রয় | ৩,১৮,৫০০ | ৬,৮২,০০০ |
বেতন | ৩০,০০০ | |
১০% বিনিয়োগ। | ১,৮০,০০০ | |
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব | ১,১৫,০০০ | ৭৫,০০০ |
আসবাবপত্র | ১,৭৫,০০০ | |
ইজারা সম্পত্তি (১০ বছর) | ১,২০,০০০ | |
বিজ্ঞাপন খরচ | ৪৪,০০০ | |
বিমা সেলামী | ৮,৫০০ | |
অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি | ৬,০০০ | ৫,০০০ |
ভাড়া | ১৫,০০০ | |
কলকজা | ৩,৭২,০০০ | |
ব্যাংক জমা | ২,৩২,০০০ | |
সঞ্চিতি তহবিল | ৬০,০০০ | |
সংরক্ষিত আয় হিসাব (১-১-২০১৮) | ১,০৮,০০০ | |
১৭,০০,০০০ | ১৭,০০,০০০ |
অন্যান্য তথ্যাবলি :
(১) সমাপনী মজুত পণ্য ১,৮০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে।
(২) বিনামূল্যে খরিদ্দারদের মধ্যে পণ্য বিতরণ ১০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপন খরচের এক-তৃতীয়াংশ অবলোপন করতে হবে। (৩) অনাদায়ী পাওনা সঞ্চিতি ৮,০০০ টাকা উন্নীত করতে হবে । (৪) কলকব্জা ও আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য কর । (ক) বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় কর।
(খ) মোট লাভ ৪,৬৭,৫০০ টাকা ধরে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির নিট লাভ/নিট ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
(গ) কোম্পানির সমাপ্ত বছরের মোট সম্পদ ও সম্পত্তির পরিমাণ নির্ণয় কর ।
৩। স্বপন, শোভন ও সুমি একটি অংশীদারি কারবারের তিনজন অংশীদার। তাদের লাভ লোকসানের অনুপাত যথাক্রমে ১/২, ১/৩এবং ১/৬ । ২০১৮ সালের ১ জানুয়ারি তারিখে অংশীদারদের মূলধনের পরিমাণ ছিল : স্বপন ১,৮০,০০০ টাকা, শোভন ১,৬০,০০০ টাকা এবং সুমি ১,৪০,০০০ টাকা। স্বপন এবং সুমি তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য কারবার হতে যথাক্রমে ২,০০০ টাকা এবং ১,৫০০ টাকা করে মাসিক বেতন পাবেন। প্রত্যেক মাসের প্রথম তারিখে অংশীদারগণ কারবার হতে যথাক্রমে ১, ২০০ টাকা, ৮০০ টাকা এবং ৬০০ টাকা করে নগদ উত্তোলন করেছেন। মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ৫% সুদ ধার্য করাহবে। বৎসরের মাঝামাঝি সময়ে শোভন ২০,০০০ টাকা ঋণ স্বরূপ কারবারে প্রদান করেন ।স্বপন, শোভনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করেছিলেন যে, শোভন তার মূলধনের সুদ এবং ঋণের সুদ ছাড়াও লাভের অংশ বাবদ বছরে কমপক্ষে ২৫,০০০ টাকা পাবেন।
উপরোক্ত সমন্বয়গুলো সাধন করার পূর্বে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য কারবারের নিট মুনা হয়েছিল ২,৩৫,০০০ টাকা।
(ক) অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় কর।
(খ) অংশীদারদের লাভ-লোকসান আবণ্টন হিসাব প্রস্তুত কর।
(গ) ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য স্বপন এবং সুমির মূলধন হিসাব প্রস্তুত কর ।
(যখন বণ্টনযোগ্য মুনাফা স্বপন ৩২,৬৫০ টাকা এবং সুমি ১১,৫৩০ টাকা)
৪ । নিম্নবর্ণিত তথ্যাদি আলম মানুফ্যাকচারিং কোং লিঃ থেকে সংগৃহীত হয়েছে, যা উক্ত প্রতিষ্ঠানে ২০২৫ সালের উৎপাদন কার্যে সংঘটিত হয়েছিল :
উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুত (৫,০০০ একক) | ৪৫,০০০ টাকা |
কাঁচামাল ক্রয় | ২,৬০,০০০ টাকা |
প্রত্যক্ষ শ্রম | ১,২০,০০ টাকা |
কারখানা উপরিখরচ (প্রত্যক্ষ মজুরির ৬০%) | |
প্রশাসনিক উপরিখরচ | ৬০,০০০ টাকা |
বিক্রয় ও বিতরণ উপরিখরচ (বিক্রয়ের ১০%) | ? |
উৎপাদিত পণ্যের সমাপনী মজুত (১০,০০০ একক) | |
বিক্রয় (৩৫,০০০ একক) | ৭,০০,০০০ টাকা |
উল্লিখিত তথ্যাদি থেকে নিম্নবর্ণিত কার্যাদি সম্পাদন কর :
(ক) রূপান্তর ব্যয়ের পরিমাণ নির্ণয় কর।
(খ) একক প্রতি উৎপাদন ব্যয় নির্ণয় কর।
(গ) আয় বিবরণী প্রস্তুত কর।
৫। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব বহি থেকে নিম্নবর্ণিত লেনদেনসমূহ সংগ্রহীত হয়েছে :
২০১৮ জানুয়ারি-১: প্রারম্ভিক মজুত মাল ৪০০ একক, প্রতি একক ১০ টাকা
১৫: কারখানায় পণ্য ইস্যু ৩০০ একক ২২: পণ্য ক্রয় ৩৫০ একক, প্রতি একক ১১ টাকা
২৫: কারখানায় ইস্যু ৩৪০ একক।
২৯: কারখানা থেকে ফেরত ১৫ একক।
৩১:পণ্য ক্রয় ২০০ একক ১২ টাকা একক দরে।
(ক) মাস শেসে সমাপনী উদ্বৃত্ত (একক) নির্ণয় কর।
(খ) FIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর।
(গ) ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর ।
৬। সানমুন লিমিটেড এর তথ্যাদি নিম্নে দেয়া হলো :
টাকা | |
শেয়ার মূলধন | ৫,০০,০০০ |
সংরক্ষিত আয় | ২,০০,০০০ |
১০% ঋণপত্র | ৩,০০,০০০ |
মোট মুনাফা | ১,০০,০০০ |
নিট মুনাফা | ৭০,০০০ |
বিক্রয় | ১০,২৫,০০০ |
চলতি সম্পদ | ৮০,০০০ |
চলতি দায় | ৫৫,০০০ |
সমাপনি মজুত পণ্য | ২৫,০০০ |
(ক) বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর।
(খ) বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় কর ।
(গ) ত্বরিৎ সম্পদ ও কার্যকরী মূলধন নির্ণয় কর।
৭ । অলক এবং অনিক একটি অংশীদারি ব্যবসায়ের দুইজন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ লোকসান ৩: ২ অনুপাতে বন্টন করে নেয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে উত্তোলন, মুনাফার অংশ এবং অলকের বেতন সমন্বয়ের পর তাদের মূলধন দাঁড়ায়
যথাক্রমে ৮২,০০০ টাকা ও ৬৩,২০০ টাকা। পরবর্তীতে দেখা গেল মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক ১০% হারে সুদ ধরা হয়নি। অংশীদারদের উত্তোলনের পরিমাণ ছিল যথাক্রমে ১২,০০০ টাকা এবং ৭,৪০০ টাকা। এ উত্তোলনের উপর সুদ ছিল ৬০০ টাকা এবং ৩৭০ টাকা। অলকের বার্ষিক বেতন ৭,২০০ টাকা ডেবিট করার পর কিন্তু মূলধন ও উত্তোলনের সুদ সমন্বয়ের পূর্বে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের লাভ ৩৫,০০০ টাকায় উপনীত হয়।
(ক) অংশীদারদের প্রারম্ভিক মূলধন নির্ণয় কর।
(খ) লাভ- লোকসান সমন্বয় হিসাব প্রস্তুত কর।
(গ) অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব প্রস্তুত কর।
৮। সেলিম ইস্পাত লিমিটেড প্রতিটি ৫০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত ২৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি উহার ৩০,০০০ শেয়ার ১০% অধিহারে জনসাধারণের নিকট বিক্রয়ের উদ্দেশ্যে ইস্যু
করে। কোম্পানি মোট ৩৮,০০০ শেয়ারের আবেদন পেল। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি আবন্টন করা হয় এবং অতিরিক্ত আবেদনের সমুদয় টাকা ফেরত দেয়া হল। শেয়ার প্রতি ১ টাকা অবলেখকের কমিশন এবং ০.৫০ টাকা করে ব্যাংক চার্জ
(ক) অবলেখকের কমিশন নির্ণয় কর।
(খ) কোম্পানির হিসাব বহিতে ব্যাংক হিসাব ও শেয়ার অধিহার হিসাব প্রস্তুত কর।
(গ) কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
৯। A, B এবং C তিনজন শ্রমিক। তাদের কার্য সংক্রান্ত তথ্য নিম্নরূপ:
সাপ্তাহিক কার্যসময়; ৪৮ ঘন্টা; উৎপাদনের প্রমাণ সময়; ঘন্টা প্রতি ১০ একক; প্রতি ঘন্টা নিয়মিত মজুরি ৫ টাকা।
মঞ্জুরীকৃত মজুরি হার: প্রমাণ উৎপাদনের নিচে কার্যহারের ৮০%।
প্রমাণ উৎপাদনের সমান কার্যহারের ১০০%।
প্রমাণ উৎপাদনের উর্ধ্বে কার্যহারের ১২০%
A, B ও C এর প্রকৃত উৎপাদন A-৫৮০ একক, B-৪৭০ একক, C−৪৮০ একক।
ক. সাপ্তাহিক প্রমাণ উৎপাদন পরিমাণ নির্ণয় কর।
খ. একক প্রতি মজুরি হার ও মঞ্জুরীকৃত মজুরি হার নির্ণয় কর।
গ. মজুরি বিবরণী করে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় কর।
১০।চৈতালী লিঃ এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী বিভিন্ন তথ্য দেয়া হলো-
দায়সমূহ | টাকা | সম্পত্তিসমূহ | টাকা |
শেয়ার মূলধন | ২,০০,০০০ | দালানকোঠা | ১,০০,০০০ |
সংরক্ষিত আয় | ৪০,০০০ | আসবাবপত্র | ৮০,০০০ |
৫%ণপত্র | ৫০,০০০ | যন্ত্রপাতি | ১০,০০০ |
প্রদেয় হিসাব | ৩৮,০০০ | সমাপনি মজুদ পণ্য | ৩৫,০০০ |
ব্যাংক জমাতিরিক্ত | ২০,০০০ | প্রাপ্য হিসাব | ২৫,০০০ |
নগদ জমা | ১৮,০০০ | ||
প্রারম্ভিক মজুদ পণ্য ২০,০০০ টাকা। বিক্রয় ৩,০০,০০০ টাকা (ধ।রে ৬০%)। বিক্রয়ের উপর মোট লাভের হার ২৫%।
ক. চলতি অনুপাত নির্ণয় কর।
খ. মজুদ আবর্তন অনুপাত এবং প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় কর।
গ. দায়- মালিকানা অনুপাত ও মূলধনের আবর্তন অনুপাত নির্ণয় কর।
১১।লিপিকা এন্ড কোং লিঃ প্রতিটি শেয়ার ১০০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ১০% অবহারে ৩,০০০ শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। কোম্পানি ৩,৫০০ শেয়ারের জন্য আবেদন পায়। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদনের টাকা সংশ্লিষ্ট আবেদকারীদের মধ্যে ফেরত দেয়া হয়।
(ক) শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দেখাও। (ব্যাখ্যা প্রয়োজন নেই)।
Read more