Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২

Primary Teacher Question Solution 2022 (প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২

Primary Teacher Question Solution 2022 has been published. The primary academy adjunct schoolteacher  2nd Stage examination will be held on May 22 for the quarter couple. So, you’ll get the result of the question of the primary adjunct schoolteacher after completing the test. 

Thus, the test will be held within1.20 hours. Also, every seeker can check the question of a primary adjunct schoolteacher and break this post-2022 form.

I’m mentioning then that the primary academy adjunct schoolteacher examination will be held for the first stage. So, DPE Primary Schoolteacher Test Questions and Results 2022 download train and image interpretation can be planted then.

After a long time, examinations have been held for Assistant Teacher Circular 2021. Still, only many quarter campaigners will be suitable to appear for the examination. In addition, we will resolve the question after a full examination on 20 May 2022. Therefore, the conduct of reclamation of primary preceptors by the Department of Primary Education (DPE).

We all know that utmost job campaigners are upset about primary academy school teacher exams. However, they will come as primary preceptors, If the campaigners successfully complete the written test viva test.

Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২


Also, primary academy schoolteacher examinations will be digital. The authority will distribute the examination papers on the date of examination. Question papers will be given on the day of the examination, half an hour before the examination. The test will start at10.00 AM and will last for 1 hour for 80 marks

Preliminary exam question solution 2022

Question-solving is very important for the primary examinees. Huge candidates are eagerly waiting for the correct solution for the MCQ exam. The salary grade for various posts of the primary teacher is 13. Here is some important information for the primary job.

Position: Assistant Teacher(Second Stage)
Exam time: 11 am
Date: 20 May 2022
Test type: MCQ

১। ‘অঙ্গজুড়ায় তোমার ছায়ায় এসে’ – এখানে ‘ছায়া’ বলতে কী বোঝানো হয়েছে? – জন্মভূমির আশ্রয়
২। সকালে পাখিরা কিচিরমিচির করে। ইংরেজিতে – Birds twitter at dawn
৩। পিতা ও পুত্রের বয়সের গড় ৩০ বছর। ৬ বছর পরে তাদের বয়সের অনুপাত ৫ :১ হলে, পুত্রের বর্তমান বয়স কত বছর? – ৬
৪। প্রকৃত গতি প্রতি ৬০ মিনিটে ৭ কি.মি এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে ৩৩ কি.মি. পথ যেতে ১৮০ মিনিট সময় লেগেছে। ফিরে আসার সময় তার কত ঘন্টা (hour) সময় লাগবে? – ১১

৫। What does CV stand for? – Curriculum Vitae
৬। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত? – উত্তরা গণভবন
৭। A state where all religions are respected – Secular
৮। যদি a + b + c = 0 হয় তবে a3 + b3 + c3 এর মান কত? – 3abc
৯। ফলের দোকন থেকে ১৮০টি ফজলি আম কিনে আনা হলো। দুই দিন পর ৯টি আম পচে গেল। শতকরা কতটি আম ভাল আছে? – ৯৫
১০। ধ্বনি হলো – ভাষার ক্ষুদ্রতম অংশ

Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২

১১। ১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি [NewResultBD.Com] ৯, ১৫ এবং ২৫ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? – ২৮
১২। একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার? – ১০
১৩। সভয়ে লোকটি বলল, বাঘ আসছে। এখানে ‘সভয়ে’ পদটি কোন বিশেষণের উদাহরণ? – ক্রিয়া বিশেষণ
১৪। সম্প্রতি ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ কোথায় অনুষ্ঠিত হয়েছে? – নিউইয়র্ক

১৫। A lot of news in those papers is unreliable.
১৬। ‘ব্যাকরণ’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? – বিশেষভাবে বিশ্লেষণ
১৭। A remedy for all diseases panace.

১৮। ‘জানুয়ারি’ বানানে হ্রস্ব ই-কার হবার কারণ কোন শব্দের কারণে? – অতৎসম
১৯। He was brought to the police station for – confinement.
২০। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন? – ২০১০
২১। ‘Syntax’ means- Sentence building

২২। ১৫ সেমি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জ্যা ২৪ সেমি. হলে কেন্দ্র থেকে উক্ত জ্যা এর সর্বনিম্ন দূরত্ব কত সেমি.? – ৯
২৩। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নীচের কোন গুচ্ছটি সর্বাধিক গুরুত্বপূর্ণ – পেশাগত জ্ঞান, দক্ষতা ও অনুশীলন
২৪। Which of the following is in plural form? – media
২৫। ‘আমরা হিন্দু বা ‍মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ – ড. মুহম্মদ শহীদুল্লাহ
২৬। ‘Brain child’ means- intelligent person

২৭। A sentence is a group of words that expresses a complete – thought
২৮। To everyone’s surprise he got passed the examination.
২৯। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় কত সালে? – ২০১১
৩০। একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখাহয়েছে। মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চতায় দেয়ালকের। মইয়ের অপর প্রাপ্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? – ৩০

Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২

৩১। SMS – এর পূর্ণরূপ কী? – Short Message Service
৩২। দুইটি সংখ্যার অনুপাত ৫:৭ এবং তাদের গ.সা.গু ৮ হলে, তাদের ল.সা.গু হবে? – ২৮০
৩৩। পাঠক শব্দটির প্রকৃতি ও প্রত্যয় নিচের কোনটি? – পঠ+অক
৩৪। নিচের কোন বাক্যটি শুদ্ধ? – তিনি সস্ত্রীক শহরে থাকেন

৩৫। ‘To read between the lines’ means. – To read carefully to find out any hidden meaning
৩৬। What is the meaning of the word ‘Vice Versa? – The terms being exchanged
৩৭। The word ‘Decade’ means – period of ten years
৩৮। বঙ্গবন্ধুকে রাজনীতির নান্দনিক শিল্পী বলেছেন – শেখ হাসিনা
৩৯। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? – তৎসম

৪০। নিচের কোনটি ‘সুনীল অর্থনীতি’র সাথে সম্পর্কিত? – সমুদ্র সম্পদ
৪১। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করবার সময় ৮, ১০ এবং ১২ সারিতে সাজানো যায়। আবার বর্গাকারেও সাজানো যায়। ঐ স্কুলে কমপক্ষে কতজন ছাত্র আছে? – ৩৬০০
৪২। ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক – শেখ মুজিবুর রহমান
৪৩। ‘Oncology’ relates to – medicine

৪৪। কোন দেশ কত উন্নত, তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? – মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার
৪৫। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন? – নেপালের রাজদরবার
৪৬। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে কলমটির মূল্য কত? – ২৫
৪৭। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সংগীতের সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? – বাউল
৪৮। ২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? – ১৫
৪৯। I need to install an exhaust Fan in the kitchen.

Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২

৫০। ’কিনডারগার্টেন’ কোন ভাষা হতে আগত শব্দ? – জার্মানী
৫১। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৮২, ৮৫ ও ৯২। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে, যেন তার প্রাপ্ত নম্বরের হড় ৮৭ হয়? – ৮৯
৫২। কত বছরের গড় আবহাওয়াকে কোনো অঞ্চলের জলবায়ু বলে? – ১০-২০
৫৩। ’মাথা খাও, পত্র দিতে ভুলো না’ এখানে ‘মাথা খাওয়ার’ অর্থ কী? – দিব্যি দেওয়া
৫৪। ‘পৃথিবীতে কে কাহার?’ এই বাক্যে ‘পৃথিবীতে’ পদটি কোন কারকে কোন বিভক্তি? – অধিকরণ কারকে ৭মী বিভক্তি

৫৫। Man did not know that the earth moves around the sun until it was – discovered
৫৬। কোন বানানটি শুদ্ধ? – আদ্যক্ষর
৫৭। Can you tell me where Rahim lives?
৫৮। The minister told his officials to arrange a press conference
৫৯। দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে সংখ্যাটি পূর্বাপেক্ষা ৬৩ বৃ্দ্ধি পায়। সংখ্যাটির অঙ্কদ্বয়ের পার্থক্য কত? – ৭

৬০। কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি? – ই-অফিস
৬১। কোন স্কুলের ছাত্র সংখ্যাকে ৫, ৮, ২০ দ্বারা ভাগ করলে প্রতিবারই ৪জন ছাত্র অবশিষ্ট থাকে। ঐ স্কুলের ছাত্র সংখ্যা কত? – ৪৪
৬২। শােন একটি মুজিবরের থেকে’ গানটির গীতিকার কে? – গৌরীপ্রসন্ন মজুমদার
৬৩। ৯ কোটি সমান কত? – ৯০ মিলিয়ন
৬৪। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? – একটি দেয়ালকে ধাক্কা দেওয়া

৬৫। কোন বানানটি শুদ্ধ? – বিকেন্দ্রীকরণ
৬৬। ‘বৈসাবি’ কোন অঞ্চলের ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর উৎসব? – পার্বত্য চট্টগ্রাম
৬৭। একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন ২০ কেজি। পাত্রটির ওজন কত কেজি? –

৬৮। শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? – রনিল বিক্রমাসিংহে
৬৯। A stage of shortsightedness – Myopia
৭০। ‘রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলাে সারা’ – এখানে ‘রাশি রাশি’ – নির্ধারক বিশেষণ
৭১। ন্যাটোতে যােগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে? – Finland
৭২। সাধুরীতি ও চলিতরীতির পার্থক্য কোন পদে বেশি? – ক্রিয়া ও সর্বনাম
৭৩। ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত? – ৫৬
৭৪। BMI এর পূর্ণরূপ- Body Mass Index

Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২

৭৫। ‘উইকিপিডিয়া’ কী? – মুক্ত বিশ্বকোষ
৭৬। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ – ২০২১-২০৪১
৭৭। শিক্ষা সফরে যওয়ার জন্য ২৪০০ টকায় বাস ভাড়া করা হলো এবং প্রত্যেক ছাত্র সমান ভাড় বহন করবে ঠিক হলো। অতিরিক্ত ১০ জন ছাত্র যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল। বাসে কতজন ছাত্র গিয়েছিল? – ৬০
৭৮। শিশুর সহায়তায় হট লাইন নম্বরটি কত? – ১০৯৮

৭৯। কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাশ করল। উভয় বিষয়ে পাশ করল ৬০%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল? – ১০
৮০। ৮০ ফুট দীর্ঘ এবং ৭০ ফুট প্রস্থ একটি বাগানের বাইরের চারদিকে ৫ ফুট প্রস্থ একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বর্গফুট? – ১৬০০

Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২
Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২
Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২
Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২
Primary Teacher Question Solution 2022(প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২

And primary Teacher Assistant

Those of you who have not yet solved the questions of the second stage of the Primary Assistant Teacher Recruitment Exam will find the solution on our website. Below is the exact solution for the Primary Assistant Teacher Recruitment Exam in PDF format. You can download the PDF if you want.

Primary Assistant Teacher 2nd Step Exam Question Solution 2022

Today we will publish the solution to questions of all sets of primary teacher recruitment tests. Those of you who are going to get the solution of the primary teacher recruitment test should read the whole article carefully. 2022 45000 primary teacher recruitment test will be held in three stages. The first stage test has already been held and the results have been released.

The second phase examination was held on Friday 20 May 2022. This year, about 13 lakh 9400 61 candidates participated in the 45 thousand teacher recruitment examination. Today’s second stage test was held. At the end of the test today we are publishing the second step question solution. The solution of the question paper of the Assistant Teacher Recruitment Examination 2022 organized by the Department of Primary Education itself has been published in PDF format.

These Primary Teacher Question Solution 2022 (প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রশ্ন ও সমাধান ২০২২ ) পর্বঃ ২ you can click

Leave a Comment

You cannot copy content of this page