প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা MCQ Part: 3 । অনলাইন পরীক্ষা

প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা MCQ Part: 3 । অনলাইন পরীক্ষা

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

ফাইনাল মডেল টেস্ট

/25
0 votes, 0 avg
0

HSC Zoology

প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস mcq part: 3

এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের সিলেবাস ভূক্ত প্রাণীর বিভিন্নতা ও শ্রেণিবিন্যাস  আলোকে এই মডেল টেস্টের মধ্যে ২৫ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হয়েছে। তাই যতখুশি ততবার এক্সাম দিতে পারবে।
পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

নিচের কোনটিকে সাগর ফোয়ারা বলে?

2 / 25

Myxini শ্রেণির প্রাণীর ফুলকারন্ধ্রের সংখ্যা কয়টি?

3 / 25

কোন প্রাণীতে ৭ জোড়া গলবিলীয় ফুলকারন্ধ্র পাওয়া যায়?

4 / 25

অ্যামোসিট (Ammocete) লার্ভা দশা দেখা যায় কোনটিতে?

5 / 25

কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে এন্ডোস্টাইল কোন গ্রন্থিতে রূপান্তরিত হয়?

6 / 25

রশ্মিময় পাখনা বিশিষ্ট মাছ কোন শ্রেণির প্রাণী?

7 / 25

কোন পর্বের প্রাণীতে প্যারাপোডিয়া পাওয়া যায়?

ii

8 / 25

নেফ্রিডিয়া কোন তন্ত্রের সাথে সম্পর্কিত?

9 / 25

নেফ্রিডিয়া পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?

10 / 25

Annelida পর্বের প্রাণীর লার্ভার নাম কী?

11 / 25

উদ্দীপকের প্রাণীটিতে কোন ধরনের আঁইশ পাওয়া যায়?

12 / 25

পেরিহিমালতন্ত্র কোন পর্বের প্রাণীতে দেখা যায়?

13 / 25

নালিকা পদ পাওয়া যায় কোন পর্বের প্রাণীতে?

14 / 25

কোন পর্বের প্রাণীতে র‍্যাবডিটিফর্ম লার্ভা দশা দেখা যায়?

15 / 25

কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?

16 / 25

Echinodermata পর্বের বৈশিষ্ট্য কোনটি?

17 / 25

শ্রেণিবিন্যাস করা হয়-
i প্রাণীর আচরণ ও স্বভাব জেনে
ii. জিনতাত্ত্বিক বৈশিষ্ট্য থেকে
iii. প্রাণীর বাসস্থান জেনে
নিচের কোনটি সঠিক?

18 / 25

Arthropoda পর্বের প্রাণীদের প্রধান রেচন অঙ্গ কোনটি?

19 / 25

নিচের কোনটি সঠিক?

20 / 25

শ্রেণিবিন্যাসের মাধ্যমে—

i. প্রাণী সম্পর্কে বিজ্ঞানসম্মত জ্ঞান লাভ করা যায়
ii. সাদৃশ্য ও বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণীকে শনাক্ত করা যায়
ii. প্রাণী বিলুপ্তি সম্পর্কে আগাম ধারণা পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?

21 / 25

Platyhelminthes পর্বের প্রাণীরা-
i. একলিঙ্গ বিশিষ্ট
ii. স্ব-নিষেক ঘটায়
iii. শ্বসনতন্ত্র ধারণ করে না।
নিচের কোনটি সঠিক?

22 / 25

হিমোসিলযুক্ত পর্ব-
i. Mollusca
ii. Annelida
iii. Arthropoda
নিচের কোনটি সঠিক

23 / 25

প্যারাজোয়ার বৈশিষ্ট্য
i. অঙ্গতন্ত্র অনুপস্থিত
ii. টিস্যুবিহীন
ii. মেলা
iii. সুগঠিত অঙ্গতন্ত্র
নিচের কোনটি সঠিক?

24 / 25

পরিফেরা পর্বে রয়েছে
i. স্পিকিউল
ii. মেডুলা
iii. অসক্যুলাম
নিচের কোনটি সঠিক?

25 / 25

পরিফেরা পর্বের প্রাণীদের কোন কোষটি ফ্লাজেলাযুক্ত?

Your score is

The average score is 0%

0%

এই প্রাণীর বিভিন্নতা ও বৈচিত্রতা MCQ Part: 3 । অনলাইন পরীক্ষা ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

প্রাণীর বিভিন্নতা বৈচিত্রতা MCQ

Leave a Comment

You cannot copy content of this page