হিসাববিজ্ঞান ১মপত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ১মপত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ১মপত্রের সিলেবাসভূক্ত ৪র্থ অধ্যায় রেওয়ামিলথেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৪র্থ অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৪র্থ অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

খতিয়ানের উদ্বৃত্ত থেকে তৈরি করা হয় ?

2 / 30

কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অর্ন্তভূক্ত হয় ?

3 / 30

মি. আজিজ-এর ব্যবসায় প্রতিষ্ঠান অগ্রিম প্রাপ্ত উপভাড়া ২০,০০০ টাকা, প্রারম্ভিক নগদ তহবিল ৫,০০০ টাকা, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা ও সমন্বিত ক্রয় ৫০,০০০ টাকা ১০% ঋণ ৫২,০০০ টাকার খতিয়ান উদ্বৃত্তে দেয়া হলো।
 রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে না-
i. পাওনাদারের বাট্টা সঞ্চিতি
ii. সমন্বিত ক্রয়
iii. প্রারম্ভিক নগদ তহবিল

4 / 30

রেওয়ামিলে ধরা পড়ে না-
i. বাদপড়ার ভুল
ii. পরিপূরক ভুল
ii. নীতিগত ভুল

নিচের কোনটি সঠিক

5 / 30

অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব?

6 / 30

যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে লিপিবদ্ধ করার ভূলকে কোন ধরনের ভূল বলে ?

7 / 30

 একটি হিসাবের জের ২৬০ টাকা যা ভূল করে অন্য পাশে ৬০ টাকা লেখা হয়েছে।সবকিছু ঠিক থাকলে কত টাকা গড়মিল হবে ?

8 / 30

 সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে না আসার কারণ হলো-
i. অনিশ্চিত দায়
ii. অনিশ্চিত সম্পদ
iii. চলতি দায়
নিচের কোনটি সঠিক ?

9 / 30

 অনিশ্চিত হিসাব কোন জাতীয় হিসাব ?

10 / 30

সমন্বিত ক্রয় = ?
i. বিক্রয় – সমাপনী মজুদ পণ্য
ii. বিক্রয়যোগ্য পণ্য – সমাপনী মজুদ পণ্য
iii. প্রারম্ভিক মজুদ পণ্য + ক্রয় – সমাপনী মজুদ পণ্য

নিচের কোনটি সঠিক?

11 / 30

বেতন হিসাবে ৫,০০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা লেখার ভূলকে কী বলে ?

12 / 30

 বকেয়া বেতন হিসাব রেওয়ামিলের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করার কারণ-
i. খরচ বৃদ্ধি
ii. দায় বৃদ্ধি
iii. ক্রেডিট উদ্বৃত্ত
নিচের কোনটি সঠিক ?

13 / 30

 যে সকল ভূল রেওয়ামিলে ধরা পড়ে না সেগুলোকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ?

14 / 30

পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হলে কোন ধরনের ভূল সংঘটিত হবে ?

15 / 30

যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ভূলে মজুরি হিসাবে লিপিবদ্ধ করায়-
i. রেওয়ামিলের দুই দিকে মিলে যাবে
ii. নীতিগত ভূলের সৃষ্টি হবে
iii. বেদাখিলার ভূল হবে
নিচের কোনটি সঠিক ?

16 / 30

 মি. রহিমের নিকট হতে ৫,০০০ টাকার পন্য ক্রয় করে রহিমার হিসাবকে ক্রেডিট করলে কী ধরনের ভূল হবে ?

17 / 30

হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাবচক্রের কোন ধাপে ?

18 / 30

মৃগলী ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নরুপ:

নগদ তহবিল ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৮,০০০ টাকা, প্রদেয় হিসাব ১২,০০০ টাকা, বাড়িভাড়া প্রদান ৭,০০০ টাকা ক্রয় ১৫,০০০ টাকা, মূলধন ২০,০০০ টাকা, বিক্রয় ১২,০০০ টাকা।
 মৃগলীর রেওয়ামিলে যে হিসাবের জের বৃদ্ধি করলে অনিশ্চিত হিসাবের প্রয়োজন পড়বে না-
i. সম্পদ জাতীয় হিসাবের জের
ii. আয় জাতীয় হিসাবের জের
iii. ব্যয় জাতীয় হিসাবের জের
নিচের কোনটি সঠিক ?

19 / 30

কোন ধরনের ভূল থাকলেও রেওয়ামিল মিলে যাবে ?

20 / 30

 প্রারম্ভিক মজুদ+নিট ক্রয়-সমাপনী মজুদ=?

21 / 30

মিরাজ এন্ড সন্স-এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে পণ্য ক্রয় ৬০,০০০ টাকার স্থলে ৫৫,০০০ টাকা এবং পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকার স্থলে ৪০,০০০ টাকা লিপিবদ্ধ করার ভূল থাকা সত্তে¡ও রেওয়ামিল মিলে গেল। মিরাজ এন্ড সন্স-এর মোট ভূলের পরিমাণ কত টাকা ?

22 / 30

প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ টাকা, সমাপণী মজুদ ৭০,০০০ টাকা এবং ক্রয় ২,৬০,০০০ টাকা হলে সমন্বিত ক্রয় কত ?

23 / 30

একটি হিসাবের ১,৫০০ টাকা ভূল পাশে দুইবার লেখা হয়েছে, অন্যান্য হিসাব ঠিক থাকলে পার্থক্য কত হবে ?

24 / 30

প্রাপ্য হিসাবের বিকল্প হিসাব হচ্ছে-
i. পুস্তক ঋণ হিসাব
ii. দেনাদার হিসাব
iii. ক্রয় খতিয়ানের জের

নিচের কোনটি সঠিক?

25 / 30

জনাব সাব্বির একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রয় হিসাবে ৪০০ টাকা কম লিখেছেন। বিক্রয় হিসাবে ৩০০ টাকা কম লিখেছেন। ফলে মোট অনিশ্চিত হিসাবের পরিমাণ কত হবে ?

26 / 30

সাধারণত ভূল সংশোধিত হয়-
i. রেওয়ামিল তৈরির পূর্বে
ii. রেওয়ামিল তৈরির পর
iii. আর্থিক বিবরণী তৈরির পর
নিচের কোনটি সঠিক ?

27 / 30

 স্বর্ণা ট্রেডার্সের পুরাতন আসবাবপত্র বিক্রয় ৪,০০০ টাকা ভূলবশতঃ বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। সে ক্ষেত্রে ভূল সংশোধণী জাবেদা হবে কোনটি ?

28 / 30

দালান মেরামত ব্যয়কে দালান হিসাবের ডেবিট করা কোন জাতীয় ভূল ?

29 / 30

একটি হিসাবের উদ্বৃত্ত ১,৫০০ টাকা রেওয়ামিলে সঠিক পাশে দেখানো হয়নি। অন্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পাশের পার্থক্য কত টাকা হবে ?

30 / 30

 মনিহারি ক্রয় ৫৫০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা লিখা হয়েছে। এর সঠিক সংশোধনী জাবেদা কোনটি ?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ১মপত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ১মপত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-০৪: রেওয়ামিল 

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ টাকা, সমাপণী মজুদ ৭০,০০০ টাকা এবং ক্রয় ২,৬০,০০০ টাকা হলে সমন্বিত ক্রয় কত ?

ক. ১,৯০,০০০ টাকা

খ. ২,১০,০০০ টাকা

গ. ২,৪০,০০০ টাকা✓     

ঘ. ২,৮০,০০০ টাকা

২। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে লিপিবদ্ধ করার ভূলকে কোন ধরনের ভূল বলে ?

ক. করণিক ভূল   

খ. নীতিগত ভূল✓

গ. বাদ পড়ার ভূল         

ঘ. পরিপূরক ভূল

৩। প্রারম্ভিক মজুদ+নিট ক্রয়-সমাপনী মজুদ=?

ক. বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়

খ. বিক্রীত পণ্যের ব্যয়

গ. বিক্রয়ের অযোগ্য ব্যয়

ঘ. সমন্বিত ক্রয়✓

৪। একটি হিসাবের উদ্বৃত্ত ১,৫০০ টাকা রেওয়ামিলে সঠিক পাশে দেখানো হয়নি। অন্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পাশের পার্থক্য কত টাকা হবে ?

ক. ৭৫০   

খ. ১,৫০০

গ. ৩,০০০✓

ঘ. ৪,৫০০

৫। মনিহারি ক্রয় ৫৫০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা লিখা হয়েছে। এর সঠিক সংশোধনী জাবেদা কোনটি ?

ক. মনিহারি হিসাব Dr ১০০

    অনিশ্চিত হিসাব Cr ১০০✓

খ. মনিহারি হিসাব Dr ৪৫০

    অনিশ্চিত হিসাব Cr ৪৫০

গ. মনিহারি হিসাব Dr ১০০

    অনিশ্চিত হিসাব Cr ১০০

ঘ. মনিহারি হিসাব Dr ৫০০

    অনিশ্চিত হিসাব Cr ২০০

৬। দালান মেরামত ব্যয়কে দালান হিসাবের ডেবিট করা কোন জাতীয় ভূল ?

ক. লেখার ভূল   

খ. বাদ পড়ার ভূল

গ. সম্পুরক ভূল   

ঘ. নীতিগত ভূল✓

৭। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হলে কোন ধরনের ভূল সংঘটিত হবে ?

ক. নীতিগত✓   

খ. পরিপূরক

গ. করণিক ভূল   

ঘ. বেদাখিলা

৮। একটি হিসাবের জের ২৬০ টাকা যা ভূল করে অন্য পাশে ৬০ টাকা লেখা হয়েছে।সবকিছু ঠিক থাকলে কত টাকা গড়মিল হবে ?

ক. ৬০ টাকা    

খ. ১৬০ টাকা

গ. ২০০ টাকা   

ঘ. ৩২০ টাকা✓

৯। স্বর্ণা ট্রেডার্সের পুরাতন আসবাবপত্র বিক্রয় ৪,০০০ টাকা ভূলবশতঃ বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। সে ক্ষেত্রে ভূল সংশোধণী জাবেদা হবে কোনটি ?

ক. বিক্রয় হিসাব ৪,০০০ টাকা, আসবাপত্র হিসাব ৪,০০০ টাকা✓

খ. বিক্রয় হিসাব ৪,০০০ টাকা, অনিশ্চিত হিসাব ৪,০০০ টাকা।

গ. আসবাপত্র হিসাব ৪,০০০ টাকা, বিক্রয় হিসাব ৪,০০০ টাকা।

ঘ. অনিশ্চিত হিসাব ৪,০০০ টাকা, আসবাবপত্র হিসাব ৪,০০০ টাকা।

১০। অনিশ্চিত হিসাব কোন জাতীয় হিসাব ?

ক. মুনাফা জাতীয়   

খ. স্থায়ী

গ. মূলধন জাতীয়   

ঘ. অস্থায়ী✓

১১। কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অর্ন্তভূক্ত হয় ?

ক. মালিকের নির্দেশ থাকলে

খ. সমাপনী মজুদ না থাকলে

গ. প্রারম্ভিক মজুদ না থাকলে

ঘ. সমন্বিত ক্রয়ের উদ্বৃত্তি থাকলে✓

১২। মিরাজ এন্ড সন্স-এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে পণ্য ক্রয় ৬০,০০০ টাকার স্থলে ৫৫,০০০ টাকা এবং পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকার স্থলে ৪০,০০০ টাকা লিপিবদ্ধ করার ভূল থাকা সত্তে¡ও রেওয়ামিল মিলে গেল। মিরাজ এন্ড সন্স-এর মোট ভূলের পরিমাণ কত টাকা ?

ক. ৫,০০০ টাকা   

খ. ১০,০০০ টাকা✓

গ. ১৫,০০০ টাকা   

ঘ. ২০,০০০ টাকা

১৩। মি. রহিমের নিকট হতে ৫,০০০ টাকার পন্য ক্রয় করে রহিমার হিসাবকে ক্রেডিট করলে কী ধরনের ভূল হবে ?

ক. নীতিগত   

খ. পরিপূরক

গ. লেখার   

ঘ. বেদাখিলার✓

১৪। খতিয়ানের উদ্বৃত্ত থেকে তৈরি করা হয় ?

ক. বিশদ আয় বিবরণী

খ. মালিকানা স্বত্ব বিবরণী

গ. রেওয়ামিল✓

ঘ. আর্থিক বিবরণী

১৫। বেতন হিসাবে ৫,০০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা লেখার ভূলকে কী বলে ?

ক. নীতিগত ভূল    

খ. বাদ পড়ার ভূল

গ. লেখার ভূল✓   

ঘ. পরিপূরক ভূল

১৬। একটি হিসাবের ১,৫০০ টাকা ভূল পাশে দুইবার লেখা হয়েছে, অন্যান্য হিসাব ঠিক থাকলে পার্থক্য কত হবে ?

ক. ৩,০০০   

খ. ১,৫০০

গ. ৪,৫০০✓ 

ঘ. ৬,০০০

১৭। হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাবচক্রের কোন ধাপে ?

ক. জাবেদাভূক্তকরণ

খ. খতিয়ানভূক্তকরণ

গ. রেওয়ামিল প্রস্তুতকরণ✓

ঘ. আর্থিক বিবরণী প্রস্তুতকরণ

১৮। যে সকল ভূল রেওয়ামিলে ধরা পড়ে না সেগুলোকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ?

ক. দুইভাগে✓   

খ. তিনভাগে

গ. চারভাগে    

ঘ. পাচ ভাগে

১৯। জনাব সাব্বির একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রয় হিসাবে ৪০০ টাকা কম লিখেছেন। বিক্রয় হিসাবে ৩০০ টাকা কম লিখেছেন। ফলে মোট অনিশ্চিত হিসাবের পরিমাণ কত হবে ?

ক. ১০০ টাকা✓   

খ. ২০০ টাকা

গ. ৩০০ টাকা   

ঘ. ৪০০ টাকা

২০। কোন ধরনের ভূল থাকলেও রেওয়ামিল মিলে যাবে ?

ক. যোগের ভূল  

খ. বিয়োগের ভূল

গ. নীতিগত ভূল✓   

ঘ. উদ্বৃত্ত্বের ভূল

২১। যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ভূলে মজুরি হিসাবে লিপিবদ্ধ করায়-

i. রেওয়ামিলের দুই দিকে মিলে যাবে

ii. নীতিগত ভূলের সৃষ্টি হবে

iii. বেদাখিলার ভূল হবে

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii✓              (খ) i ও iii

(গ) ii ও iii  (ঘ) র, ii ও iii

২২। সাধারণত ভূল সংশোধিত হয়-

i. রেওয়ামিল তৈরির পূর্বে

ii. রেওয়ামিল তৈরির পর

iii. আর্থিক বিবরণী তৈরির পর

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii            (খ) i ও iii

(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii✓

২৩। সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে না আসার কারণ হলো-

i. অনিশ্চিত দায়

ii. অনিশ্চিত সম্পদ

iii. চলতি দায়

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii✓  (খ) i ও iii

(গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

২৪। বকেয়া বেতন হিসাব রেওয়ামিলের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করার কারণ-

i. খরচ বৃদ্ধি

ii. দায় বৃদ্ধি

iii. ক্রেডিট উদ্বৃত্ত

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii✓ (ঘ) i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাও।

মি. আজিজ-এর ব্যবসায় প্রতিষ্ঠান অগ্রিম প্রাপ্ত উপভাড়া ২০,০০০ টাকা, প্রারম্ভিক নগদ তহবিল ৫,০০০ টাকা, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা ও সমন্বিত ক্রয় ৫০,০০০ টাকা ১০% ঋণ ৫২,০০০ টাকার খতিয়ান উদ্বৃত্তে দেয়া হলো।

২৫। রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে না-

i. পাওনাদারের বাট্টা সঞ্চিতি

ii. সমন্বিত ক্রয়

iii. প্রারম্ভিক নগদ তহবিল

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii✓

২৬। রেওয়ামিলের যোগফল কত ?

ক. ৫২,০০০ টাকা    

খ. ৫৭,০০০ টাকা

গ. ৬২,০০০ টাকা   

ঘ. ৭২,০০০ টাকা✓

►নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।

মৃগলী ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নরুপ:

নগদ তহবিল ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৮,০০০ টাকা, প্রদেয় হিসাব ১২,০০০ টাকা, বাড়িভাড়া প্রদান ৭,০০০ টাকা ক্রয় ১৫,০০০ টাকা, মূলধন ২০,০০০ টাকা, বিক্রয় ১২,০০০ টাকা।

২৭। মৃগলীর রেওয়ামিলে যে হিসাবের জের বৃদ্ধি করলে অনিশ্চিত হিসাবের প্রয়োজন পড়বে না-

i. সম্পদ জাতীয় হিসাবের জের

ii. আয় জাতীয় হিসাবের জের

iii. ব্যয় জাতীয় হিসাবের জের

নিচের কোনটি সঠিক ?

(ক) i ও ii   (খ) i ও iii✓

(গ) ii ও iii  (ঘ) i, ii ও iii

২৮। মৃগলীর রেওয়ামিলে অনিশ্চিত হিসাবের পরিমাণ কত ?

ক. ১২,০০০ টাকা    

খ. ৮,০০০ টাকা

গ. ৪,০০০ টাকা✓   

ঘ. ৩,০০০ টাকা

►নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।

জনাব রুহুল আমীন ব্যবসায়ের যাবতীয় লেনদেন মূলধন ও মুনাফা শ্রেণিতে যথাযথভাবে বিভক্ত করে থাকেন।কিন্তু ২০১৫ সালের জুন মাসে ৩০,০০০ টাকা দ্বারা ব্যবসায়ে ব্যবহারের জন্য একটি কম্পিউটার ক্রয় করেন এবং এর সংস্থাপন বাবদ ৩০০ টাকা ব্যয় হয় যা তিনি মজুরি হিসাবে অন্তর্ভূক্ত করেছেন।

২৯। জনাব রুহুল লেনদেন লিপিবদ্ধ করণে কোন ধরনের ভূল করেছেন ?

ক. বাদ পড়ার ভূল   

খ. লেখার ভূল

গ. পরিপূরক ভূল    

ঘ. নীতিগত ভূল✓

৩০। যদি ৩০০ টাকা সঠিকভাবে লিপিবদ্ধ হয় তাহলে ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাবিত হবে-

ক. চলতি সম্পদ   

খ. স্থায়ী সম্পদ✓

গ. চলতি দায়    

ঘ. দীর্ঘমেয়াদি দায়

একাদশ-দ্বাদশ শ্রেণি

হিসাববিজ্ঞান

প্রথম পত্র

অধ্যায়-০৪: রেওয়ামিল

সৃজনশীল প্রশ্ন-উত্তর

হিসাববিজ্ঞান ১মপত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: ০১রহমান ব্রাদার্স-এর নিম্নলিখিত খতিয়ান উদ্ধৃত্তসমূহ ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

হিসাবের নামডেবিট টাকাহিসাবের নামক্রেডিট টাকা
সেবা আয়অনুপার্জিত সেবা আয়মনিহারি ক্রয়উত্তোলনব্যাংক জমাতিরিক্তঅফিস সরঞ্জামবিক্রয় খতিয়ানের জেরআগুনে বিনষ্ট পণ্যবিজ্ঞাপনপ্রারম্ভিক মনিহারি৩,৪৮,০০০৬০,০০০২০,০০০১,০০,০০০৭৫,০০০১,০০,০০০৫০,০০০১৬,০০০১৬,০০০৮,০০০আইন বইআয়করচালানী কারবারে পণ্য প্রেরণসমাপনী মনিহারিমূলধনআসবাবপত্রচেম্বার ভাড়াপ্রদেয় হিসাবদালানকোঠাবেতন২০,০০০৭০,০০০৮০,০০০১৬,০০০২,০০,০০০৬০,০০০৪৮,০০০৪০,০০০৭৫,০০০৬০,০০০

ক) মনিহারি খরচের পরিমাণ কত?

খ) স্থায়ী সম্পদ ও চলতি দায় নির্ণয় কর।

গ) রেওয়ামিল তৈরি কর।

উত্তর: ক) মনিহারি খরচের পরিমাণ ১২,০০০ টাকা; খ) মোট স্থায়ী সম্পদ ২,৫৫,০০০ টাকা এবং মোট চলতি দায় ১,৭৫,০০০ টাকা; গ) রেওয়ামিলের যোগফল ৭,২৩,০০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৪ | সৃজনশীল প্রশ্ন: ০২

মিলন ট্রেডার্সের ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্ধৃত্তসমূহ নিম্নরুপ:  [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

হিসাবের নামটাকা
মূলধনউত্তোলনকলকব্জাপ্রারম্ভিক মজুত পণ্যহাতে নগদপ্রদেয় হিসাবসমাপনী মজুত পণ্যবিক্রয়প্রাপ্য হিসাবব্যাংক জমারিক্ত১,০০,০০০৫,০০০৮০,০০০২৫,০০০১৭,০০০৫,০০০২০,০০০৯০,০০০৮,০০০৩,০০০

ক. সমন্বিত ক্রয়ের পরিমাণ গণনাসহ নির্ণয় কর।

খ. মুনাফাজাতীয় ব্যয় ও চলতি দায়ের পরিমাণ গণনাসহ নির্ণয় কর। 

গ. সমন্বিত ক্রয়কে অন্তর্ভূক্ত করে রেওয়ামিল প্রস্তুত কর।

উত্তর: ক)  সমন্বিত ক্রয় ৬৫,০০০ টাকা; খ) মোট মুনাফাজাতীয় ব্যয় ৭৫,০০০ টাকা ও মোট চলতি দায় ১৫,০০০ টাকা; গ) রেওয়ামিলের যোগফল ২,০৫,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন | সৃজনশীল প্রশ্ন: 2

মিতা ট্রেডার্স-এর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলো নিম্নরূপ;

হিসাবের নামডেবিট টাকাহিসাবের নামক্রেডিট টাকা
অফিস খরচ৭,০০০প্যাকিং খরচ১,০০০
বিবিধ খরচ৫,০০০ছাপা ও মনিহারি৩,৫০০
বিনিয়োগ২০,০০০মূলধন৯৫,০০০
ভূমি৪০,০০০ইজারা সম্পত্তি৩০,০০০
শেয়ার অধিহার১০,০০০অফিস সরঞ্জাম১০,০০০
বিক্রয়৩০,০০০উত্তোলন৪,৫০০
বিক্রয় ফেরত৪,০০০ক্রয়১০,০০০
জীবন বীমা প্রিমিয়াম৫,০০০কু-ঋণ সঞ্চিতি৫,০০০

করণীয়ঃ- (ক) উল্লেখিত তথ্যের আলোকে পরোক্ষ খরচ গুলোর সমষ্টি নির্ণয় কর।

(খ) উপর্যুক্ত তথ্যের আলোকে একটি রেওয়ামিল তৈরি কর।

(গ) প্রস্তুতকৃত রেওয়ামিল হতে মূলধনজাতীয় প্রাপ্তি ও স্থায়ী সম্পত্তির পরিমাণ নির্ণয় কর।

উত্তর: (ক) মোট পরোক্ষ খরচের পরিমাণ ১১,৫০০ টাকা; (খ) রেওয়ামিলের যোগফল ১,৪০,০০০ টাকা; (গ) মূলধন জাতীয় প্রাপ্তি ১,০৫,০০০ টাকা ও স্থায়ী সম্পদ ৮০,০০০ টাকা

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৪ | সৃজনশীল প্রশ্ন: ০৪

রোজ ট্রেডার্সের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্বৃত্তগুলি নিম্নরূপ; [রা.বো. ২০১৭]

ক্রয় ৭০,০০০ টাকা, প্রারম্ভিক মজুত ৪০,০০০ টাকা, মূলধন ৮৫,০০০ টাকা, প্রদেয় নোট ২৫,০০০ টাকা, ১০% ব্যাংক ঋণ ৫০,২০০ টাকা, বিমা প্রিমিয়াম ৭,৫০০ টাকা, ভাড়া ৫,০০০ টাকা, সাপ্লাইজ ৮,০০০ টাকা, ব্যাংক জমাতিরিক্ত ১০,০০০ টাকা, সমাপনী মজুদ ৬০,০০০ টাকা, আসবাবপত্র ৮০,০০০ টাকা, প্রদেয় হিসাব ১,০০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৮৯,০০০ টাকা, হাতে নগদ ২০,০০০ টাকা, উওোলন ৫,০০০ টাকা, নিট আয় ৫৪,৩০০ টাকা, প্রারম্ভিক ব্যাংক জমা ১২,০০০ টাকা।

করণীয়ঃ- (ক) উপর্যুক্ত উদ্বৃত্ত হতে যেগুলি রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় কর।

(খ) উপর্যুক্ত তথ্য হতে মালিকানা স্বত্বের পরিমাণ নির্ণয় কর।

(গ) রেওয়ামিল নির্ণয় কর।

উত্তর: (ক) রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এমন উদ্বৃত্তগুলোর পরিমাণ ৭২,০০০ টাকা; (খ) মালিকানা স্বত্বের পরিমাণ ১,৩৪,৩০০ টাকা; (গ) রেওয়ামিলের যোগফল ৩,২৪,৫০০ টাকা।

HSC হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায়: ০৪ | সৃজনশীল প্রশ্ন: ০৫

মিঃ সুজন চৌধুরী একজন ব্যবসায়ী। ২০১৬ সালে ৩১ ডিসেম্বর তারিখে তার ব্যাংক হিসাব পর্যালোচনা করে নিম্নলিখিত তথ্যাবলি পাওয়া গেল; [চ.বো. ২০১৭]

নগদান বই অনুযায়ী ব্যাংক জমাতিরিক্ত ২৮,৫০০ টাকা এবং ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪,৫০০ টাকা।

(১) পাওনাদার বরাবর ইস্যুকৃত মোট ৭০,০০০ টাকার তিনটি চেকের মধ্যে ৫০,০০০ টাকার চেক দুটি উক্ত মাসে ব্যাংক কর্তৃক পরিশোধিত হয়নি।

(২) ২,৪০০ টাকার একখানা প্রাপ্য বিল ২,০০০ টাকায় বাট্টা করা হলেও নগদান বইতে পূর্ণ মূল্যে লিপিবদ্ধ হয়েছে।

(৩) দেনাদারের নিকট হতে প্রাপ্ত ১৬,৫০০ টাকার দুটি চেক এবং ১৫,৫০০ টাকার প্রাপ্য বিল ব্যাংকে জমা দেওয়া হলেও এই অর্থবছরে আদায় হয়নি।

(৪) বিনিয়োগের সুদ ১২,৫০০ টাকা ব্যাংক কর্তৃক সরাসরি আদায় হয়েছে কিন্তু নগদানভুক্ত হয়নি।

(৫) আদায়ের জন্য ৫,০০০ টাকার চেক ব্যাংকে জমা দিলেও নগদানভুক্ত হয়নি।

(৬) ব্যাংক জমাতিরিক্তের সুদ ৬০০ টাকা এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ ১,৫০০ টাকা নগদানভুক্ত হয়নি।

করণীয়ঃ- (ক) ব্যাংক কর্তৃক অপরিশোধিত চেক এবং অনাদায়ী চেকের পরিমাণ নির্ণয় কর।

(খ) প্রচলিত পদ্ধতি অবলম্বন করে একখানা ব্যাংক জমার সমন্বয় বিবরণী প্রস্তুত কর।

(গ) উপরের তথ্য হতে আমানতকারীর হিসাব বইতে ২, ৪, ৫ এবং ৬ নং দফা গুলোর জাবেদা প্রস্তুত কর।

উত্তর: (ক) অপরিশোধিত চেকের পরিমাণ ৫০,০০০ টাকা এবং অনাদায়ী চেকের পরিমাণ ১৬,৫০০ টাকা; (খ) ব্যাংক বিবরণী অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ৪,৫০০ টাকা; (গ) জাবেদার যোগফল ২০,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ১মপত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page