HSC economics 1st paper 3rd chapter MCQ Exam । অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন ব্যয় ও আয়

HSC economics 1st paper 3rd chapter MCQ Exam । অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন ব্যয় ও আয়

Read More:

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

/25
0 votes, 0 avg
7

HSC Economics 1st paper

HSC Economics 1st paper 2nd Chapter mcq exam

অর্থনীতি ১ম পত্র অধ্যায় ২ :ভোক্তা ও উৎপাদকের আচরণ অধ্যায়ের MCQ বিভিন্ন টপিকস সম্পর্কিত প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)

পূর্ণমানঃ ২৫ সময়, ২০ মিনিট 

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 25

অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখা কেমন ?

2 / 25

Q=-c+dp
প্রদত্ত সমীকরণটি নির্দেশ করে -

3 / 25

অর্থনীতি ক্লাসে শিক্ষক বোর্ডে একটি রেখাচিত্র অঙ্কন করে বললেন , এ রেখাটি এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে।
উদ্দীপকে উল্লিখিত রেখাচিত্রটির নাম কী ?

4 / 25

গাণিতিক পদ্ধতিতে পরিমাপ করলে চাহিদার স্থিতিস্থাপকতা কত হবে ?

5 / 25

''উপযোগ হলো কোনো দ্রব্যের ঐ বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে '' - কে বলেছেন ?

6 / 25

Y=20-4x একটি একখাত সমীকরণ । এখানে  X=4 হলে  Y এর মান কত হবে ?

7 / 25

পরিবর্তক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী হবে ?

8 / 25

কামালের বাবা বাজার থেকে কিছু আপেল কিনে আনলেন । পলাশ পর পর পাঁচটি লিচু খেয়ে নিম্নরূপ উপযোগ পেল -

পাঁচটি আপেল ভোগ করে কামালের প্রাপ্ত মোট উপযোগ কত ?

9 / 25

Q=-c+dp
উদ্দীপক থেকে অঙ্কিত রেখাটি -

10 / 25

সমাজে ব্যবহ্রত অর্থের মোট পরিমাণকে কী বলা হয় ?

11 / 25

ভোক্তা ও উৎপাদনের আচরণ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-

12 / 25

কোনো দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ ক্রয় করলে মোট দ্রব্যের বিভিন্ন একক থেকে যে উপযোগ পাওয়া যায় . তাকে বলে -

13 / 25

মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য হলো-
 і. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ বাড়ে
 іі. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমে
 ііі. প্রন্তিক উপযোগ শূন্য মোট উপযোগ সর্বোচ্চ হয়
নিচের কোনটি সঠিক?

14 / 25

চাহিদা বিধিতে দামের সাথে চাহিদার সম্পর্ক কীরূপ ?

15 / 25

দুই বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ করে -

16 / 25

দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা কী গ্রহণ করি -

17 / 25

একটি রেখার আকৃতি কীরূপ হবে তা নির্ভর করে -

18 / 25

 X ও Y দুটি দ্রব্য , Pxও  Py দুটির দ্রব্যের দাম । চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র নিচের কোনটি সঠিক ?

19 / 25

যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে কী বোঝায় ?

20 / 25

কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় তাকে কী বলে ?

21 / 25

কামালের বাবা বাজার থেকে কিছু আপেল কিনে আনলেন । পলাশ পর পর পাঁচটি লিচু খেয়ে নিম্নরূপ উপযোগ পেল -

 কামালের ক্ষেত্রে -
і. আপেল ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে
іі. আপেল ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ হ্রাস পেয়েছে
ііі . মোট উপযোগ যখন সর্বোচ্চ , প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়েছে
নিচের কোনটি সঠিক?

22 / 25

সমাজে মর্যাদা বৃদ্ধি পায় কোন দ্রব্য ভোগের মাধ্যমে ?

23 / 25

কোনটি ধ্রুবকের বৈশিষ্ট্য নয় ?

24 / 25

অর্থনীতি ক্লাসে শিক্ষক বোর্ডে একটি রেখাচিত্র অঙ্কন করে বললেন , এ রেখাটি এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে।
উল্লিখিত রেখাটির প্রতিটি বিন্দু নির্দেশ করে -
і. সম্পদের পূর্ণব্যবহার ও পূর্ণ নিয়োগ
іі. সম্পদের অপূর্ণ ব্যবহার ও পূর্ণ নিয়োগ
ііі.এটি উৎপাদন সীমান্ত রেখা হিসেবে বিবেচিত
নিচের কোনটি সঠিক?

25 / 25

 নিচের কোন দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক -

Your score is

The average score is 63%

0%

HSC economics 1st paper 3rd chapter MCQ Exam । অর্থনীতি ১ম পত্র অধ্যায় ৩ : উৎপাদন ব্যয় ও আয়

১. C=f(Q) ,এখানে C= উৎপাদন ব্যয় , Q= উৎপাদনের পরিমাণ ,অপেক্ষকটি কী প্রকাশ করেছে ? 

ক. উৎপাদন অপেক্ষক 

খ. উৎপাদনের পরিমাণ 

গ. মাত্রাগত উৎপাদন 

ঘ. ব্যয় অপেক্ষক 

উত্তরঃ ১. ঘ 

উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, তৃতীয় অধ্যায়

২. ভূমি উৎপাদনের যে ধরনের উপাদান – 

і. আদি 

іі. আপেক্ষিক 

ііі. মৌলিক 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі    খ.  і ও  ііі 

গ.  іі ও ііі   ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ২. খ   

৩. মোট স্থির ব্যয়কে মোট উৎপাদন দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়?  

ক. মোট ব্যয় 

খ. মোট উৎপাদন ব্যয় 

গ. গড় ব্যয়  

ঘ. গড় স্থির ব্যয় 

উত্তরঃ ৩. ঘ 

৪. মোট পরিবর্তনীয় ব্যয়কে মোট উৎপাদন দিয়ে ভাগ করলে কী পাওয়া যায়? 

ক. মোট ব্যয় 

খ. মোট উৎপাদন ব্যয় 

গ. গড় পরিবর্তনশীল ব্যয়   

ঘ. গড় স্থির ব্যয়  

উত্তরঃ  ৪.  গ 

৫. মোট উপযোগ সর্বোচ্চ হয় যখন প্রান্তিক উপযোগ –

ক. সর্বোচ্চ 

খ. সর্বনিম্ন 

গ. শূন্য 

ঘ. ঋণাত্মক 

উত্তরঃ ৫. গ 

৬. সঞ্চয় কম হলে বিনিয়োগ কম হয় , বিনিয়োগ কম হলে – 

і. মূলধন গঠনের প্রক্রিয়া ব্যাহত হয় 

іі. উৎপাদন কম হয় 

ііі. মূলধন গঠনের হার ও কম হয় 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі        খ.  і ও  ііі 

গ.  іі ও ііі       ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ৬. ঘ 

*. উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ 

স্বল্পকালে একটি কোম্পানিতে ২ জন শ্রমিক ১০ একক, ৩ জন শ্রমিক ১৫ একক ও ৪ জন শ্রমিক ১৮ একক দ্রব্য উৎপাদন করে। 

৭. উদ্দীপকে কোন উৎপাদন বিধি কার্যকর হয়েছে? 

ক. ক্রমবর্ধমান 

খ. সমানুপাতিক 

গ. ক্রমহ্রাসমান 

ঘ. স্থির 

উত্তরঃ ৭.গ  

৮. এ বিধি অনুযায়ী  

і. উপকরণ নিয়োগ যে হারে বাড়ে উৎপাদন সে হারে বাড়ে 

іі. উপকরণ নিয়োগ যে হারে বাড়ে উৎপাদন তার চেয়ে কম হারে বাড়ে 

ііі. উপকরণ নিয়োগ যে হারে বাড়ে উৎপাদন উৎপাদনও একই হারে বাড়ে  

নিচের কোনটি সঠিক ? 

ক. і         খ.  і ও  ііі 

গ.  іі       ঘ.  іі ও ііі 

উত্তরঃ  ৮.  গ  

৯. উৎপাদনের উৎপাদিত উপাদান কোনটি ? 

ক. ভূমি 

খ. শ্রম 

গ. মূলধন 

ঘ. সংগঠন 

উত্তরঃ  ৯.  গ  

১০. যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে কী বোঝায় ? 

ক. যোগান সৃষ্টি 

খ. চাহিদা সৃষ্টি 

গ. মজুদ সৃষ্টি 

ঘ. উপযোগ সৃষ্টি 

উত্তরঃ ১০. ঘ

*. চিত্রটি দেখে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ 

১১. উদ্দীপকের অঙ্কিত রেখাটি কী নির্দেশ করে ? 

ক. মোট উৎপাদন 

খ. গড় উৎপাদন 

গ. প্রান্তিক উৎপাদন 

ঘ. প্রান্তিক উপযোগ 

উত্তরঃ ১১. গ

উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, তৃতীয় অধ্যায়,

১২. উদ্দীপকে অঙ্কিত রেখাটি ox অক্ষকে ছেদ করলে এর মান কত হবে ? 

ক. ধনাত্নক 

খ. ঋনাত্নক 

গ. শূন্য 

ঘ. সর্বনিম্ন 

উত্তরঃ ১২. গ

১৩. অর্থনীতিতে উৎপাদন বলতে কী বোঝায় ? 

ক. উপযোগ সৃষ্টি 

খ. নতুন দ্রব্য তৈরি 

গ. উপযোগ নিঃশেষ 

ঘ. অভাব মোচন 

উত্তরঃ ১৩.  ক 

১৪. উৎপাদন কম হারে বৃদ্ধি পেলে তাকে কোন মাত্রাগত উৎপাদন বিধি বলে ? 

ক. ক্রমবর্ধমান 

খ. ক্রমহ্রাসমান 

গ. স্থির 

ঘ. সমানুপাতিক 

উত্তরঃ ১৪. খ 

১৫. নতুন উপযোগ সৃষ্টি করাকে কী বলে ? 

ক. সম্পদ 

খ. উৎপাদন 

গ. উপকরণ 

ঘ. মোট আয়

উত্তরঃ  ১৫. খ  

১৬. গড় ব্যয় রেখাটি প্রথম দিকে কেমন আকৃতির হয়?

ক. ক্রমবর্ধমান 

খ. ক্রমহ্রাসমান 

গ. নিন্মগামী 

ঘ. ঊর্ধ্বগামী 

উত্তরঃ ১৬. গ 

১৭. TFC= 10, TVC= 20 হলে উৎপাদনের পরিমাণ  Q= 10, তাহলে TC কত?

ক.  5

খ. 10 

গ. 20 

ঘ. 30

উত্তরঃ ১৭. ঘ  

১৮. একটি উৎপাদন অপেক্ষকে উৎপাদনের সাথে নিচে কোনটির সম্পর্ক প্রকাশ পায়? 

ক. দামের 

খ. উপকরণের 

গ. সুদের 

ঘ. চাহিদার 

উত্তরঃ ১৮. খ

১৯. কোনটি সঠিক?

ক.  STC= TFC X TVC

খ. STC= TFC/TVC

গ. STC= TFC+TVC 

ঘ. STC= TFC-TVC

উত্তরঃ ১৯. গ

২০. মোট আয় নির্ধারণের সূত্র কোনটি ?

ক. TR= P+Q

খ. TR= P/Q

গ. TR= P x Q 

ঘ. TR= P-Q

উত্তরঃ ২০. গ

Leave a Comment

You cannot copy content of this page