অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা গদ্য অংশ অপরিচিতা এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

সাজেশন

আরো পড়ুনঃ

সর্বশেষ বোর্ডে আসা প্রশ্ন সাজেশন

প্রশ্ন ১। ‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে কত বছরের বড়?
উত্তর : ‘অপরিচিতা’ গল্পের মামা অনুপমের চেয়ে ছয় বছরের বড়।

প্রশ্ন ২। কোন কথা স্মরণ করে অনুপমের মামা মা ‘একযোগে বিস্তর হাসিলেন’?
উত্তর : গায়ে হলুদের অনুষ্ঠানে বিস্তর লোকের আদর-আপ্যায়ন করে তাদের বিদায় দিতে কনেপক্ষকে যে নাকাল হতে হবে সে কথা স্মরণ করে অনুপমের মামা ও মা ‘একযোগে বিস্তর হাসিলেন’।

প্রশ্ন ৩। অনুপমকে ‘মাকাল ফলে’র সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন কে?
উত্তর : পণ্ডিতমশায় অনুপমকে ‘মাকাল ফলে’র সঙ্গে তুলনা করে বিদ্রূপ করেছিলেন।

প্রশ্ন ৪। অনুপমের বাবার পেশা কী ছিল?
উত্তর : অনুপমের বাবার পেশা ছিল ওকলাতি বা আইন ব্যবসায়।

প্রশ্ন ৫। ‘অপরিচিতা’ গল্পটি প্রথম কোথায় প্রকাশিত হয়?
উত্তর : ‘অপরিচিতা’ গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩২১ বঙ্গাব্দে (১৯১৪) প্রমথ চৌধুরী সম্পাদিত ‘সবুজপত্র’ পত্রিকার কার্তিক সংখ্যায়।

প্রশ্ন ৬। অনুপমের পিসতুতো ভাইয়ের নাম কী?
উত্তর : অনুপমের পিসতুতো ভাইয়ের নাম বিনু।

প্রশ্ন ৭ । কাকে ‘মাকাল ফল’ বলে বিদ্রূপ করা হয়েছে?
উত্তর : অনুপমকে ‘মাকাল ফল’ বলে বিদ্রূপ করা হয়েছে।

প্রশ্ন ৮। ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে কী দিয়ে আশীর্বাদ করা হয়েছিল?
উত্তর : ‘অপরিচিতা’ গল্পে কন্যাকে এয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল ।

প্রশ্ন ৯। ‘কন্সর্ট’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘কন্সর্ট’ শব্দের অর্থ হলো— নানা রকম বাদ্যযন্ত্রের ঐকতান।

প্রশ্ন ১০৷ কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠানো হলো?
উত্তর : কন্যাকে আশীর্বাদ করার জন্য বিনুদাদাকে পাঠানো হলো।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

প্রশ্ন ১১। বিবাহ ভাঙার পর হতে কল্যাণী কোন ব্রত গ্রহণ করেছে?
উত্তর : বিবাহ ভাঙার পর থেকে কল্যাণী মেয়েদের শিক্ষার ব্রত গ্রহণ করেছে।

প্রশ্ন ১২। ‘অপরিচিতা’ গল্পে কাকে গজাননের ছোট ভাই বলা হয়েছে?
উত্তর : ‘অপরিচিতা’ গল্পে অনুপমকে গজাননের ছোট ভাই বলা হয়েছে।

প্রশ্ন ১৩। বিয়ের সময় অনুপমের বয়স কত ছিল?
উত্তর : বিয়ের সময় অনুপমের বয়স ছিল তেইশ বছর ।

প্রশ্ন ১৪। ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা কী ছিল?
উত্তর : ‘অপরিচিতা’ গল্পে শম্ভুনাথ সেনের পেশা ছিল ডাক্তারি ।

প্রশ্ন ১৫। কল্যাণী কোন স্টেশনে নেমেছিল?
উত্তর : কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল।

প্রশ্ন ১৬। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন স্থানে বসবাসের সময়টিকে ‘ছোটগল্প রচনার স্বর্ণযুগ’ হিসেবে বিবেচিত হয়?
উত্তর : কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছোটগল্প রচনার স্বর্ণযুগ’ হিসেবে বিবেচিত হয়।

শীর্ষস্থানীয় কলেজসমূহের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ১৭। মেয়েটি হিন্দিতে কী বলিল?
উত্তর : মেয়েটি হিন্দিতে বলিল— না, আমরা গাড়ি ছাড়িব না।

প্রশ্ন ১৮। ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ‘অপরিচিতা’ গল্পটি প্রকাশিত হয় ১৯১৪ সালে।

প্রশ্ন ১৯। মকরমুখো কোন ধরনের গয়নার নকশা?
উত্তর : মকরমুখো গয়না মোটা একখানা বালার নকশা।

প্রশ্ন ২০। বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কোথায় আসতে হয়েছিল?
উত্তর : বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কলকাতায় আসতে হয়েছিল ।

প্রশ্ন ২১। পুরাণের প্রজাপতি দেবতা কে?
উত্তর : পুরাণের প্রজাপতি দেবতা হলেন জীবের স্রষ্টা। ব্রহ্মা। ইনি বিয়ের দেবতা।

প্রশ্ন ২২। কল্যাণীর সাথে কয়টি মেয়ে ছিল?
উত্তর : কল্যাণীর সাথে দু-তিনটি ছোট ছোট মেয়ে ছিল।

প্রশ্ন ২৩। কোন বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল?
উত্তর : বসন্তের বাতাসে অনুপমের শরীর মন কাঁপতে লাগল ।

প্রশ্ন ২৪। এয়ারিং কী?
উত্তর : এয়ারিং হচ্ছে কানের দুল।

প্রশ্ন ২৫। ‘অপরিচিতা’ গল্পের লেখকের নাম কী?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন ২৬। অনুপমের পিতা প্রথম অবকাশ পান কবে?
উত্তর : অনুপমের পিতা প্রথম অবকাশ পান মৃত্যুর পরে।

প্রশ্ন ২৭। অনুপমকে কে আশীর্বাদ করেন?
উত্তর : শম্ভুনাথ সেন।

প্রশ্ন ২৮। “মন্দ নয় হে! খাঁটি সোনা বটে!” কার উক্তি?
উত্তর : বিনুদাদার ।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

বিশ্লেষিত প্রশ্ন ও উত্তর

প্রশ্ন ২৯। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ)

প্রশ্ন ৩০। রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর : কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে।

প্রশ্ন ৩১। কত বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ ‘বনফুল’ প্রকাশিত হয়?
উত্তর : মাত্র পনেরো বছর বয়সে।

প্রশ্ন ৩২। বাংলা ছোটগল্পের জনক বলা হয় কাকে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরকে।

প্রশ্ন ৩৩। এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর (১৯১৩ সালে)।

প্রশ্ন ৩৪। রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : ‘গীতাঞ্জলি’।

প্রশ্ন ৩৫। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে ডি-লিট উপাধি দেওয়া হয়?
উত্তর : ১৯৩৬ সালে।

প্রশ্ন ৩৬। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সর্বশেষ কাব্যগ্রন্থের নাম কী?
উত্তর : শেষ লেখা (১৯৪১)।

প্রশ্ন ৩৭ । রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম কী?
উত্তর : সঞ্চয়িতা।

প্রশ্ন ৩৮ । রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ, ১৩৪৮)।

প্রশ্ন ৩৯। ‘অপরিচিতা’ গল্পের নায়ক কে?
উত্তর : ‘অপরিচিতা’ গল্পের নায়ক অনুপম।

প্রশ্ন ৪০। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম কী?
উত্তর : ‘মুসলমানীর গল্প’।

প্রশ্ন ৪১। পণ্ডিতমশায় অনুপমকে কোন ফুলের সঙ্গে তুলনা করতেন?
উত্তর : শিমুল ফুল ।

প্রশ্ন ৪২। পণ্ডিতমশায় অনুপমকে শিমুল ফুল মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন কেন?
উত্তর : গুণহীনতার কারণে।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

প্রশ্ন ৪৩। অনুপমের মা কেমন ঘরের মেয়ে ছিলেন?
উত্তর : অনুপমের মা গরিব ঘরের মেয়ে ছিলেন।

প্রশ্ন ৪৪। ‘স্বয়ংবরা’ শব্দের অর্থ কী?
উত্তর : যে মেয়ে নিজেই স্বামী নির্বাচন করে।

প্রশ্ন ৪৫। পৃথিবীতে অনুপমের ভাগ্যদেবতার প্রধান এজেন্ট কে?
উত্তর : অনুপমের মামা।

প্রশ্ন ৪৬। টাকার প্রতি অনুপমের মামার আসক্তি কেমন?
উত্তর : তার অস্থিমজ্জায় জড়িত।

প্রশ্ন ৪৭। অনুপমের বন্ধুর নাম কী?
উত্তর : অনুপমের বন্ধুর নাম হরিশ।

প্রশ্ন ৪৮। ‘উমেদারি’ শব্দের অর্থ কী?
উত্তর : চাকরির আশায় অন্যের কাছে ধরনা দেওয়া।

প্রশ্ন ৪৯। হরিশ মানুষটা কেমন প্রকৃতির ছিল?
উত্তর : হরিশ মানুষটা ছিল রসিক প্রকৃতির।

প্রশ্ন ৫০। মেয়ের চেয়ে মেয়ের বাবার খবর কার কাছে বেশি গুরুতর ছিল?
উত্তর : অনুপমের মামার কাছে।

প্রশ্ন ৫১। কল্যাণীর পিতা বর্তমানে কোথায় বাস করছেন?
উত্তর : পশ্চিমে।

প্রশ্ন ৫২। বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল?
উত্তর : পনেরো বছর।

প্রশ্ন ৫৩। বরের হাট কেমন?
উত্তর : মহার্ঘ।

প্রশ্ন ৫৪। বিয়ের সময় অনুপম কল্যাণীর বয়সের ব্যবধান কত ছিল?
উত্তর : আট বছর।

প্রশ্ন ৫৫। ‘ধনুক-ভাঙা পণ’ বলতে কী বোঝায়?
উত্তর : অতি কঠোর পণ বা প্রতিজ্ঞা ।

প্রশ্ন ৫৬। কলকাতার বাইরের পৃথিবীটাকে আন্দামান দ্বীপের অন্তর্গত বলে জানেন কে?
উত্তর : অনুপমের মামা।

প্রশ্ন ৫৭। সম্পর্কের দিক থেকে বিনু অনুপমের কেমন আত্মীয় ছিলেন?
উত্তর : পিস্তুতো ভাই।

অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

প্রশ্ন ৫৮। কার রুচি দক্ষতার ওপর অনুপমের ষোলো আনা নির্ভর ছিল?
উত্তর : বিনুদাদার ।

প্রশ্ন ৫৯। ‘অপরিচিতা’ গল্পের কন্যার/কল্যাণীর পিতার নাম কী?
উত্তর : শম্ভুনাথ সেন।

প্রশ্ন ৬০। শম্ভুনাথ বাবু কখন অনুপমকে প্রথম দেখেন?
উত্তর : বিবাহের তিন দিন পূর্বে।

প্রশ্ন ৬১। অনুপমকে আশীর্বাদ করা হয় কখন?
উত্তর : বিবাহের তিন দিন পূর্বে।

প্রশ্ন ৬২। বিয়েবাড়িতে মামা সেকরাকে কেন নিয়ে গিয়েছিলেন?
উত্তর : সোনার গহনা পরীক্ষা করে দেখার জন্য।

প্রশ্ন ৬৩। বরপক্ষের কোনটি অতি মাত্রায় গুরুত্বের দাবি রাখে?
উত্তর : পণের ব্যাপারটি।

প্রশ্ন ৬৪। ‘হাল’ শব্দের বিপরীত শব্দ কী?
উত্তর : সাবেক।

প্রশ্ন ৬৫। শম্ভুনাথ সেন কেমন স্বভাবের?
উত্তর : চুপচাপ স্বভাবের।

প্রশ্ন ৬৬। বিবাহের দিন কল্যাণী কোন রঙের শাড়ি পরেছিল?
উত্তর : লাল রঙের শাড়ি।


প্রশ্ন ৬৭। ‘মাতুল’ শব্দের অর্থ কী?
উত্তর : মামা ।

প্রশ্ন ৬৮ । অনুপমের অন্তরে কী চিরজীবনের গানের ধুয়া হয়ে রইল?
উত্তর : ‘জায়গা আছে’ কথাটি।

প্রশ্ন ৬৯ । শম্ভুনাথ সেন কোথাকার ডাক্তার?
উত্তর : কানপুরের।

প্রশ্ন ৭০। কার সরস রসনার গুণ আছে?
উত্তর : হরিশের

প্রশ্ন ৭১। “মন্দ নয় হে! খাঁটি সোনা বটে!”— কে?
উত্তর : কল্যাণী ।

প্রশ্ন ৭২। “অনুপম এখানে কী করিবে? ও সভায় গিয়া বসুক।” উক্তিটি কার?
উত্তর : মামার

এই অপরিচিতা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো পড়ুন

You cannot copy content of this page