এইচএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট-১ ┃ উদ্ভিদবিজ্ঞান মডেল টেস্ট ┃জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট

উদ্ভিদবিজ্ঞান মডেল টেস্ট ┃জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট ┃ এইচএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট-১

১. প্লাজমামেমব্রেন-এর ফ্লুইড মোজাইক মডেলের কোন অংশটি তরল?
ক লিপিড খ প্রোটিন গ) কার্বোহাইড্রেট ঘ এনজাইম

২. কোষের কোন অঙ্গাণুতে ক্রেবস চক্র সম্পন্ন হয়?
 ক গলজি বড়ি খ রাইবোসোম গ মাইটোকন্ড্রিয়া ঘ  নিউক্লিয়াস

৩. PRSV এর কতটি সেরোটাইপ বিদ্যমান?
ক দুটি খ তিনটি গ চারটি ঘ  পাঁচটি

৪. যৌন জনন ক্ষমতাসম্পন্ন জীবের জীবনচক্রে
i. স্পোরোফাইটিক জনু হলো 2n
ii. গ্যামিটোফাইটিক জনু হলো n
iii. জাইগোট হলো n
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ  ii ও iii ঘ i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:

৫. চিত্র: B তে ভাস্কুলার বান্ডলের প্রকৃতি কেমন?
ক সমপার্শীয় মুক্ত  খ  অরীয়
গ সমদ্বিপার্শ্বীয় মূল  ঘ কেন্দ্রিক

৬. উদ্দীপকের চিত্র A ও B এর ক্ষেত্রে –
i. উভয়টিতে ক্যাম্বিয়াম উপস্থিত ii. A-তে গৌণ বৃদ্ধি ঘটে
iii. B-তে জাইলেম এক্সার্ক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ  ii ও iii ঘ i, ii ও iii

৭. নিম্নের কোন উদ্ভিদে মিথোজীবিতা লক্ষ করা যায়?
Hibiscus rosa-sinenisCycas pectinate
Oryza sativaRiccia discolor

৮. একবীজপত্রী কাণ্ডের বৈশিষ্ট্য কোনটি?
ক কাণ্ডরোম বিদ্যমান খ  ভাস্কুলার বান্ডল সমদ্বিপার্শ্বীয়

গ ভাস্কুলার বান্ডল অসংখ্য ঘ ক্যাম্বিয়াম উপস্থিত

৯. উদ্দীপকের ভাস্কুলার বান্ডলটি কোন উদ্ভিদে দেখা যায়?
ক সিলাজিনেলা    খ লাইকোপোডিয়াম
গ ড্রাসিনা            ঘ টেরিস

১০. গ্রাউন্ড টিস্যুতন্ত্রের উপাদান—
i. প্যারেনকাইমা ii. কোলেনকাইমা
iii. অ্যারেনকাইমা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ  ii ও iii ঘ i, ii ও iii

নিচের ডায়াগ্রামটি লক্ষ করো এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:

১১. চিত্রে “R” অংশটি থেকে কতটি ভাইরাস সৃষ্টি হতে পারে?
ক  ১০০-৩০০ খ  ১০০-৪০০ গ  ১০০-৫০০ ঘ  ১০০-৬০০

১২. উদ্দীপকের চিত্রে-
i. P আবরণটি প্রোটিন নির্মিত ii. R অংশে Viral DNA-এর অনুলিপন
iii. R কোষটি শেষ ধাপে বিগলিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ  ii ও iii ঘ i, ii ও iii

১৩. যে কার্যকরী একক পলিপেপটাইড সংশ্লেষ করে তাকে কী বলে?
ক কোডন খ সিস্ট্রন গ মিউটন ঘ রেকন


১৪. কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু?
ক মাইটোকন্ড্রিয়া  খ ক্লোরোগ্লাস্ট গ   লাইসোসোম ঘ  রাইবোসোম

১৫. এপিরেমার কাজ কী?
ক  খাদ্য খ  দৃঢ়তা প্রদান গ  খনিজ লবণ শোষণ ঘ মূল গঠন

১৬. শ্বসন প্রক্রিয়ায় রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?
ক  গতিশক্তি খ আলোকশক্তি গ তাপশক্তি ঘ স্থিতিশক্তি

১৭. গ্লুকোজ ৬ ফসফেট = ফ্রুক্টোজ-৬ ফসফেট এই বিক্রিয়া কোন এনজাইম দ্বারা প্রভাবিত হয়?
ক আইসোমারেজ খ হাইড্রোলেজ গ ট্রান্সফারেজ  ঘ লাইপেজ

১৮ নিচের কোন ধাপে ক্রসিং ওভার শুরু হয়?
ক লেপ্টোটিন খ প্যাকাইটিন  গ  জাইগোটিন ঘ ডিপ্লোটিন

১৯. লাইগেজ DNA কে খণ্ডিত করে-
ক  এনজাইম খ রেস্ট্রিকশন এনজাইম গ  প্রোটিয়েজ এনজাইম ঘ অ্যামাইলেজ এনজাইম

২০. বায়োফার্ম-এর মাধ্যমে তৈরি হয়—
i. হরমোন
ii. অ্যান্টিজেন
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ  ii ও iii ঘ i, ii ও iii

২১. Xanthomonas oryzae এর ক্ষেত্রে প্রযোজ্য হলো –
i. গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া
ii. দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া
iii. ফ্লাজেলাবিহীন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ  ii ও iii ঘ i, ii ও iii

২২. কোনটি DNA বহনকারী অঙ্গাণু?
ক গলগি বস্তু খ রাইবোসোম গ লাইসোসোম ঘ মাইটোকন্ড্রিয়া

২৩. ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ—
ক ম্যালিক এসিড খ সাইট্রিক এসিড গ অক্সালিক এসিড  ঘ ল্যাকটিক এসিড

২৪. মাইটোসিস কোষ বিভাজনের কোন ধাপে নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে
ক  ইন্টারফেজ খ প্রোফেজ গ অ্যানাফেজ ঘ টেলোফেজ

25. লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ
ক Dracaena sp খ Mangifera sp গ Oryza sp ঘ Triticum sp

এই উদ্ভিদবিজ্ঞান মডেল টেস্ট ┃জীববিজ্ঞান ১মপত্র মডেল টেস্ট ┃ এইচএসসি জীববিজ্ঞান মডেল টেস্ট-১ ছাড়াও আরো পড়ুনঃ

Leave a Comment

You cannot copy content of this page