জীববিজ্ঞান সাজেশন ২০২৪ │ Biology Suggestion 2024 │ HSC Biology Botany │ উদ্ভিদবিজ্ঞান সাজেশন ২০২৪

জীববিজ্ঞান সাজেশন ২০২৪ │ Biology Suggestion 2024 │ HSC Biology Botany │ উদ্ভিদবিজ্ঞান সাজেশন ২০২৪ এইচএসসি বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জন্য শেষ মূহুর্তের প্রস্তুতির জন্য বায়োলজি ১ম পত্রের কোষ ও কোষের গঠন থেকে ৮ টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হল। পর্যায়ক্রমে প্রতিটি অধ্যায়ের সাজেশন দেয়া হবে।

কোষ ও এর গঠন সৃজনশীল সাজেশন ২০২৪

১। জীববিজ্ঞান ল্যাবে শিক্ষার্থীরা উদ্ভিদ ও প্রাণিকোষের চিত্র পর্যবেক্ষণ করতে গিয়ে উদ্ভিদকোষে একটি প্রাচীর দেখতে পেল, যা প্রাণিকোষে নেই। আবার প্রাচীরের ভিতরে একটি স্তর দেখতে পেল,যা প্রাণিকোষকেও আবৃত করে রেখেছে। এটি দেখতে মোজাইকের সদৃশ।
ক) মাইক্রোভিলাই কি?
খ) কোষের ট্রাফিক পুলিশ বলতে কি বোঝ?
(গ) উদ্দীপকে উল্লিখিত উদ্ভদের প্রাচীরটির ভৌত গঠন বর্ণনা কর।
(ঘ) উদ্দীপকে উল্লিখিত পর্দাটিকে কেন মোজাইক সদৃশ বলা হয়েছে- বিশ্লেষণ কর।/ উদ্দীপকে উল্লিখিত পর্দাটির গঠনে সবচেয়ে গ্রহণযোগ্য মডেলটির বিবরণ দাও।   

২।

জীববিজ্ঞান সাজেশন ২০২২

ক) প্লাজমাডেজমাটা কি?
খ) জেনেটিক কোড়কে ট্রিপলেট কোড বলা হয় কেন?
গ) উদ্দীপকের প্রদর্শিত ‘B’ এর গঠন বর্ণনা কর।
ঘ) উদ্দীপকের K প্রক্রিয়ার জৈবিক গুরুত্ব বিশ্লেষণ কর।

৩।

ক) পিট পেয়ার/কূপ জোড়া কি?
খ) রাইবোসোমকে সার্বজনীন অঙ্গানু বলা হয় কেন?/রাইবোসোমকে প্রোটিন তৈরির কারখানা বলা হয় কেন?
গ) উদ্দীপকে ‘A’ এর অনুরূপ অণু সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ) বৈশিষ্ট্য প্রকাশে উদ্দীপকে উল্লিখিত ‘B’ এর গুরুত্ব বিশ্লেষণ কর।

৪।

জীববিজ্ঞান সাজেশন ২০২২

 ক) অটোফ্যাগি কি?
খ) লাইসোসোমকে আত্নঘাতী থলিকা বলা হয় কেন?/এই আত্নঘাতী থলিকার কাজ লিখ।  
গ) উদ্দীপকের A থেকে B সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।
ঘ) উদ্দীপকের চিত্র A থেকে চিত্র B তৈরির প্রক্রিয়াটি প্রোটিন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ- বিশ্লেষণ কর।

Cell and its structure suggestion 2024 ( জীববিজ্ঞান ১মপত্র)

জীববিজ্ঞান সাজেশন ২০২৪ │ Biology Suggestion 2024 │ HSC Biology Botany │ উদ্ভিদবিজ্ঞান সাজেশন ২০২৪

৫। শিক্ষক শ্রেণিকক্ষে কোষের গঠন পড়াতে গিয়ে কোষকে বেষ্টন করে থাকা A ও B দুধরনের আবরণীর গঠন বর্ণনা দিলেন। A শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায় এবং B উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে পাওয়া যায়।
ক) পিউরিন নিউক্লিওসাইড কি?
(খ) জেনেটিক কোডকে ট্রিপলেট বলা হয় কেন?
(গ) উদ্দীপকে নির্দেশিত A অংশের ভৌত গঠন বর্ণনা কর
(ঘ) উদ্দীপকে নির্দেশিত B অংশের সর্বাধিক গ্রহণযোগ্য মডেলের নামকরণের যথার্থতা বিশ্লেষণ কর

৬। সাইরা কোষের বিভিন্ন অঙ্গাণু পড়ার সময় দেখল দ্বিস্তরবিশিষ্ট দুটি কোষীর অঙ্গাণু একটি শক্তিঘর নামে ও অপরটি কোষের ট্রাফিক পুলিশ।
ক) অটোফ্যাগী কী?
(খ) র‍্যাফাইড বলতে কি বোঝ?
(গ) উদ্দীপকের ২য় অঙ্গাণুটির গঠন চিত্রসহ লিখ
(ঘ) উদ্দীপকের ১ম অঙ্গাণুটির গুরুত্ব বিশ্লেষণ কর

৭। জেরিন ও শশী জীববিজ্ঞান নিয়ে আলোচনার এক পর্যায়ে জেরিন বললো একধরনের অঙ্গাণু আছে যা শুধুমাত্র উদ্ভিদ কোষে বর্তমান এবং আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে। অন্যদিকে আরেকটি কোষ অঙ্গাণু সকল কোষে বর্তমান এবং এক প্রকার জৈব এসিডের ছাঁচ অনুযায়ী অ্যামিনো এসিড দ্বারা বৃহদাকার জৈব অণু তৈরি করে।
ক)সেন্ট্রোস্ফিয়ার কি? /SSBP কি?
খ) কোষের মস্তিষ্ক বলতে কি বোঝ?/ কোষের প্রাণকেন্দ্র ব্যাখ্যা কর।
গ) উদ্দীপকে ১ম কোষ অঙ্গাণুর গঠন চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর
ঘ) মানবদেহে উদ্দীপকের জৈব অণুর গুরুত্ব ব্যাখ্যা কর

৮। রহিম স্যার শিক্ষার্থীদের ক্লাসে উদ্ভিদ কোষের গঠন নিয়ে বিস্তারিত পড়াচ্ছেন। এক পর্যায়ে তিনি বললেন  এই কোষের মধ্যে দুটি বিশেষ অঙ্গাণু রয়েছে। প্রথমটিতে ইলেক্ট্রন ট্রান্সপোর্ট সিস্টেম(ETS)  এবং দ্বিতীয়টিতে ফটোসিন্থেটিক ইউনিট বিদ্যমান।
ক) জেনেটিক কোড/ ট্রিপলেট কি?
খ) কেন্দ্রীয় প্রত্যয় বলতে কি বোঝ?/ অপেরণ মডেল কি?
গ) উদ্দীপকে উল্লিখিত প্রথম অঙ্গাণুটির চিহ্নিত চিত্রসহ বর্ণনা কর
ঘ) জীবের অস্তিত্ব রক্ষায় উদ্দীপকের দ্বিতীয় অঙ্গাণুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর

Leave a Comment

You cannot copy content of this page