ট্যাক্সোনমি অব অ্যাঞ্জিওস্পার্ম সাজেশন ২০২৪ । Taxonomy of Angiosperms suggestion 2024 । অনার্স ২য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান

ট্যাক্সোনমি অব অ্যাঞ্জিওস্পার্ম সাজেশন ২০২৪ । Taxonomy of Angiosperms suggestion 2024 । অনার্স ২য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান

জাতীয় বিশ্ববিদ্যালয় 
[বিএসসি (অনার্স) দ্বিতীয় বর্ষ; পরীক্ষা]
(উদ্ভিদবিজ্ঞান বিভাগ) 
বিষয় : Taxonomy of Angiosperms 
বিষয় কোড: 223003  পূর্ণমান : ৮০
 

[দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।]

ক-বিভাগ 

নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০

(ক) ওমেগা ট্যাক্সোনমি কী? (What is womega-taxonomy?) 
উত্তর : পর্যাপ্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে প্রতিষ্ঠিত শ্রেণিবিন্যাস পদ্ধতি সমূহকে ওমেগা ট্যাক্সোনমি (Omega-taxonomy) বলা হয়।

(খ) ডারউইন পূর্ববর্তী দুটি শ্রেণিবিন্যাসের নাম লেখ। (Write down the names of two pre-Darwinian classification system.)
উত্তর : ডারউইনের পূর্ববর্তী সময়ের দুটি শ্রেণিবিন্যাস পদ্ধতির নাম – Theophrastus-এর শ্রেণিবিন্যাস, লিনিয়াসের শ্রেণিবিন্যাস

(গ) এ পর্যন্ত প্রাপ্ত সবচেয়ে প্রাচীন গুপ্তবীজী ফসিলটির নাম লেখ। (Write down the name of the oldest Angiosperm Fossil found till date.) 
উত্তর : Archaefructus sinensis. এটি ১৩৫ মিলিয়ন বছর পূর্বে আবিষ্কার করা হয়। 

(ঘ) ICBN-কে পরিবর্তন করে কখন ICN করা হয়েছে? (When was ICBN changed to ICN? ) 
উত্তর : ICBN-কে পরিবর্তন করে ২০১১ সালের জুলাই মাসে ICN করা হয়েছে। 

(ঙ) ট্যাক্সোনমির জনক কে? (Who is the father of Taxonomy?)
উত্তর : ক্যারোলাস লিনিয়াসকে ট্যাক্সোনামির জনক বলা হয়।

(চ) ফাইলিং কী? (What is Filing?) 
উত্তর : বাধাইকৃত নমুনা একটি নির্দিষ্ট পদ্ধতিতে হারবেরিয়ামে রক্ষিত হয়। এই নির্দিষ্ট পদ্ধতিতে রক্ষণকে ফাইলিং বলে। ।

(ছ) কেমোট্যাক্সোনমি কী? (What is chamotaxonomy?) উত্তর : শ্রেণিবিন্যাসকরণ কাজে জৈব রসায়নের জ্ঞান ব্যবহারের পদ্ধতিকে রাসায়নিক শ্রেণিবিন্যাসকরণ বা কেমোট্যাক্সোনমি (Chemotaxonomy) বলে। 

জ) পলিপয়েড় সিরিজ কী? (What is polyploid series?)
উত্তর : পলিপয়েড সিরিজ হলো প্রজাতির একটি গোষ্ঠী যার ক্রোমোজোম সেট রয়েছে যা একই মনোপয়েড সেটের বিভিন্ন গুণিতক।

(ঝ)কোন গুপ্তবীজীউদ্ভিদে ক্রোমোজোম সংখ্যা সর্বনিম্ন? (Which angiosperm has the least number of chromosomes?) 
উত্তর : Haplopappus gracilis নামক উদ্ভিদে 2x = 8 সংখ্যক ক্রোমোজোম বিদ্যমান। এই উদ্ভিদ Asterceae গোত্রভুক্ত।

(ঞ) বাইনারি কোডিং কী? (What is binary coding ? ) 
উত্তর : বাইনারি কোডিং হলো কোডিং এর একটি সরল পদ্ধতি সাধারণত এর সাহায্যে নির্বাচিত বৈশিষ্ট্যকে 1, 2, 3, 4, 5_ 6…………..ইত্যাদি সংকেতে রূপান্তরিত করে (+) বা (-) চিহ্ন বসিয়ে কোডিং করা হয়। 

(ট) হলোটাইপ কী? (What is Holotype?) 
উত্তর : একটি প্রজাতি বা প্রজাতির নিম্নের কোনো Taxon নাম প্রদানকারী কর্তৃক ব্যবহৃত নমুনা, চিত্র বা নির্দেশকে হলোটাইপ (Holotype) বলে। 

(ঠ) স. যুখ পরাগধানী কাকে বলে? (What is versatile anther?)
উত্তর : যে পরাগধানীর পুংকেশরটি পরাগধানীর পৃষ্ঠের একটি বিন্দুতে এমনভাবে যুক্ত থাকে যে পরাগধানীটি বাতাসে স্বাধীনভাবে নড়াচড়া করতে পারে, তাই সর্বমুখ পরাগধানী। যেমন- ধান, গম ইত্যাদি। 

খ-বিভাগ 

[যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ৪ × 5 = ২০

২। ট্যাক্সোনমি ও সিস্টেমাটিক্সের মধ্যে পার্থক্য লেখ। (Write down the differences between Taxonomy and systematics.)

৩। বেনথাম-হুকারের শ্রেণিবিন্যাসের সুবিধা ও অসুবিধাগুলো লেখ। (Write down the marits and demerits of BenthumHooker’s classification.) 

৪। বৈধ প্রকাশনী সম্পর্কে আলোচনা কর। (Discuss valid publication.) 

৫। পৃথিবীর সর্ববৃহৎ চারটি হার্বেরিয়াম এর নাম, অবস্থান ও সংগ্রহ লেখ। (Mention with location and collection the name of four largest herbaria of the world.) 

৬। সংশেষণমূলক বৈশিষ্ট্য ও বিশেষণমূলক বৈশিষ্ট্য বলতে কী বুঝ? (What do you mean by analytical and synthetic characters?)

৭। সংখ্যাবাচক শ্রেণিবিন্যাস তত্ত্বের সীমাবদ্ধতা উল্লেখ কর। (Mention the limitation of Numerical Taxonomy.) 

৮। আবৃতবীজী উদ্ভিদ ও নগ্নবীজী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখ। (Write down the differences between Angiosperms and Gymnosperms.)  

৯। Acanthaceae পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্য লেখ। Write down the identifying characters of Acanthaceae.)

গ-বিভাগ 

[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

১০। সমালোচনাসহ Bessey-এর শ্রেণিবিন্যাস পদ্ধতি বর্ণনা কর। (Describe Bessey’s system of classification with criticism.)

১১। আবৃতবীজী উদ্ভিদের উৎপত্তি ও বিবর্তন সম্পর্কিত বিভিন্ন মতবাদ সম্পর্কে আলোচনা কর । (Discuss different concepts regarding origin and evolution of angiosperms.) 

১২। কেমোট্যাক্সোনমি কী? উদ্ভিদ শ্রেণিবিন্যাসে অ্যালকোলয়েডস, টারপিনয়েডস ও ফ্লাভোনয়েডস-এর ব্যবহার সম্পর্কে আলোচনা কর । (What is chemotaxonomy? Mention the application of Alkaloids, Terpenoids and Flavonoids in plant classification.)

১৩। ক) ভালো ও মন্দ বৈশিষ্ট্য (Good and bad characters.) 
খ) হার্বেরিয়ামের গুরুত্ব লেখ। (Write down the importance of the Herbarium.)

১৪। (ক) ডেনড্রোগ্রাম প্রস্তুত প্রণালি বর্ণনা কর।(Describe the construction of Dendrogram.)  
গ) বায়োসিস্টেম্যাটিক ক্যাটাগরির ধাপসমূহ বর্ণনা কর। (Describe the steps of Biosystematic catagories.)

১৫। Euphorbiaceae ও Liliaceae পরিবারের শনাক্তকারী বৈশিষ্ট্যসমূহ দুটি করে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম লেখ।(Write down the identifying characters of Euphorbiaceae and Liliaceae and scientific names of two plants from each of those families.)

১৬। চিত্রসহ বর্ণনা কর : (Describe with diagram.)
ক) গাত্রীয় অমরাবিন্যাস। (Superficial placentation.) (খ) ভার্টিসিলেস্টার। (Verticillaster) (গ) ক্যাপিচুলাম। (Capitulum.)

১৭। টীকা লেখ (যেকোনো দুটি) : [Write short notes (any two) :

(ক) বাংলাদেশ ন্যাশনাল হার্বেরিয়াম। (Bangladesh National Herbarium.)
(খ) ICBN-নীতিমালা। (Principles of ICNB.) 
(গ) পুষ্পমঞ্জরী। (Inflorescence.) 

ট্যাক্সোনমি অব অ্যাঞ্জিওস্পার্ম সাজেশন ২০২৪ । Taxonomy of Angiosperms suggestion 2024 । অনার্স ২য় বর্ষ উদ্ভিদবিজ্ঞান

২০২১ (অনুষ্ঠিত-০৯/০১/২০২৩)।

Leave a Comment

You cannot copy content of this page