প্ল্যান্ট ফিজিওলজি ও নিউট্রিশন প্রশ্নব্যাংক ও সাজেশন / Plant Physiology and Plant Nutrition Question Bank / অনার্স ৩য়বর্ষ

প্ল্যান্ট ফিজিওলজি ও নিউট্রিশন প্রশ্নব্যাংক ও সাজেশন / Plant Physiology and Plant Nutrition Question Bank / অনার্স ৩য়বর্ষ

প্ল্যান্ট ফিজিওলজি ও নিউট্রিশন প্রশ্নব্যাংক ও সাজেশন  Plant Physiology and Plant Nutrition Question Bank   অনার্স ৩য়বর্ষ

তোমার নিশ্চয় জানো , জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের যে প্যাটার্ণ সেখানে মূলত বিগত বছরের প্রশ্নগুলো অনুসরন করলেই ৯০% কমন আসে।

তাই তোমরা যারা ২০২৩ সালের(পরীক্ষা- ২০২২) পরীক্ষার্থী তাদের জন্য ২০২০ এবং ২০১৮ প্রশ্ন অনুসরণ করলেই তোমরা অনেক কমন পাবে।

আরো পড়ুনঃ

আমি তোমাদের বোঝার সুবিধার্থে ২০২৩ সালের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মার্ক করে দিয়েছি।

পরীক্ষা- ২০২০

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা-২০২০
বিএসসি অনার্স ৩য় বর্ষ বিষয় : উদ্ভিদবিজ্ঞান
কোর্স শিরোনাম : Plant Physiology and Plant Nutrition
কোর্স কোড : ২৩৩০০৩

বিশেষ দ্রষ্টব্য : প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ

১। যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও-

(ক) ব্রাউনীয় চলন কী?
(খ) মূলজ চাপ কী?
(গ) টিল্ডাল ঘটনা কী?
(ঘ) কোয়ান্টাম বা ফোটন কী?
(ঙ) জীবজ ঘড়ি কী?
(চ) শ্বসনিক দক্ষতা কী?
(ছ) ফার্মেন্টেশন বা গাঁজন কী?
(জ) বীজের সুপ্ততা বলতে কী বুঝ?
(ঝ) লবণ শ্বসন কী?
(ঞ) ফ্লুইড মোজাইক মডেল কী?
(ট) ক্যাম্পারিয়ান ফিতা কী?
(ঠ) ফ্লোরিজেন কী?

খ বিভাগ

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-

২। “প্রোটোপ্লাজম একটি জটিল কলয়েড অবস্থা।”-ব্যাখ্যা কর।
৩। C3 এবং C4 চক্রের মধ্যকার পার্থক্যসমূহ লেখ।
৪। CAM চক্রের বৈশিষ্ট্য লেখ।
৫। কলয়েড এর প্রকৃতি ও ধর্মগুলো লেখ।
৬। ডার্নালাইজেশনের গুরুত্ব লেখ।
৭। সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের পার্থক্য লেখ।
৮। পাইরুভিক এসিড থেকে এসিটাইল কো-এ সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা কর।
৯। হাইড্রোপনিকস এর সুবিধা ও অসুবিধাগুলো লেখ।

গ-বিভাগ

যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও-

১০। (ক) অন্তঃঅভিস্রবণ ও বহিঃঅভিস্রবণ এর মধ্যে পার্থক্য লেখ।
(খ) পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়ার প্রোটিন মতবাদটি বর্ণনা কর।

১১। C3 গতিপথে CO2 আত্তীকরণ প্রক্রিয়া বর্ণনা কর।

১২। রাসায়নিক বিক্রিয়াসহ ক্রেবস চক্রের বিবরণ দাও।

১৩। উদ্ভিদ হরমোন বলতে কী বুঝ? উদাহরণসহ শ্রেণিবিন্যাস কর।

১৪। বীজের অঙ্কুরোগমের সময় সংঘটিত শারীরবৃত্তীয় ও জৈব রাসায়নিক পরিবর্তনসমূহ বর্ণনা কর।

১৫। লুন্ডেগার্ডের সাইটোক্রোম পাম্প মতবাদটি সমালোচনাসহ বর্ণনা কর।

১৬। আয়ন পরিবহণের Crafts এবং Broyer এর অনুকল্প বর্ণনা কর।

১৭। টিকা লেখ : (ক) ক্রাঞ্জ এনাটমি; (খ) পত্ররন্ধ্র; (গ) জরায়ুজ অঙ্কুরোদ


এই প্ল্যান্ট ফিজিওলজি ও নিউট্রিশন প্রশ্নব্যাংক ও সাজেশন / Plant Physiology and Plant Nutrition Question Bank / অনার্স ৩য়বর্ষ ছাড়াও আরো পড়ুন

You cannot copy content of this page