ফেব্রুয়ারি ১৯৬৯ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

ফেব্রুয়ারি ১৯৬৯ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা পদ্য তাহারেই মনে পড়ে এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।

ফেব্রুয়ারি ১৯৬৯ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

জ্ঞানমূলক

প্রশ্ন ১। ‘হরিৎ উপত্যকা’ অর্থ কী?
উত্তর : ‘হরিৎ উপত্যকা’ অর্থ— সবুজ দেশ। এখানে ‘হরিৎ উপত্যকা’ বলতে পূর্ব বাংলাকে অর্থাৎ বাংলাদেশকে বোঝানো হয়েছে।

প্রশ্ন ২। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি ‘কমলবন’কে কিসের প্রতীকরূপে ব্যবহার করেছেন?
উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কবি কমলবনকে মানবিকতা, সুন্দর ও কল্যাণের প্রতীকরূপে ব্যবহার করেছেন ।

প্রশ্ন ৩। কার হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে?
উত্তর : সালামের হাত থেকে অবিনাশী বর্ণমালা ঝরে।

প্রশ্ন ৪। কবি শামসুর রাহমান পেশায় কী ছিলেন?
উত্তর : কবি শামসুর রাহমান পেশায় সাংবাদিক ছিলেন I

প্রশ্ন ৫। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় ‘বর্ণমালাকে কিসের সাথে তুলনা করা হয়েছে?
উত্তর : ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় বর্ণমালাকে নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে।

প্রশ্ন ৬। কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর : কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস নরসিংদীর পাড়াতলী গ্রাম।

read more:

প্রশ্ন ৭। কী তছনছ হচ্ছে?
উত্তর : কমলবন তছনছ হচ্ছে।

প্রশ্ন ৮। শামসুর রাহমানকে কী কবি বলা হয়?
উত্তর : শামসুর রাহমানকে ‘নাগরিক কবি’ বলা হয়।

প্রশ্ন ৯। কোথায় থরে থরে কৃষ্ণচূড়া ফুটেছে?
উত্তর : শহরের পথে থরে থরে কৃষ্ণচূড়া ফুটেছে।

প্রশ্ন ১০। শামসুর রাহমানের প্রথম কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়?
উত্তর : শামসুর রাহমানের প্রথম কবিতা প্রকাশিত হয় ‘সাপ্তাহিক সোনার বাংলা’ পত্রিকায়।

প্রশ্ন ১১। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতাটি কে লিখেছেন?
উত্তর : শামসুর রাহমান।

ফেব্রুয়ারি ১৯৬৯ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

প্রশ্ন ১২। ‘ফেব্রুয়ারি ১৯৬৯’ কবিতায় কোন বনের উল্লেখ আছে?
উত্তর : কমলবনের কথা উল্লেখ আছে।

প্রশ্ন ১৩। হেঁটে যেতে যেতে কৃষ্ণচূড়াগুলোকে কবির কী মনে হয়?
উত্তর : কবির মনে হয় শহিদের ঝলকিত রক্তের বুদ্বুদ।

প্রশ্ন ১৪। কবির ভালো না লাগা রঙে কী ছেয়ে গেছে?
উত্তর : পথ-ঘাট, সারাদেশ।

প্রশ্ন ১৫। কবির মতে ঘাতকের আস্তানায় কারা ভূলুণ্ঠিত?
উত্তর : কবির মতে ঘাতকের আস্তানায় অসহায়রা ভূলুণ্ঠিত।

প্রশ্ন ১৬। ঘাতকের আস্তানায় ভূলুণ্ঠিতরা কেমন অবস্থায় আছে?
উত্তর : মরা, আধমরা অবস্থায় আছে।

প্রশ্ন ১৭। সালামের চোখে আজ ঢাকা কেমন?
উত্তর : সালামের চোখে আজ ঢাকা আলোচিত।

প্রশ্ন ১৮। সালামকে কারা দেখল?
উত্তর : সালামকে জনসাধারণ দেখল।

প্রশ্ন ১৯। কার রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে?
উত্তর : বীরের রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে

প্রশ্ন ২০। কবিতায় কার অশ্রুজলের কথা বলা হয়েছে?
উত্তর : দুঃখিনী মাতার অশ্রুজলের কথা বলা হয়েছে।

প্রশ্ন ২১। হৃদয়ের উপত্যকাটির রং কেমন?
উত্তর : হৃদয়ের উপত্যকাটির রং হরিৎ।

প্রশ্ন ২২। আমরা ক্ষণে ক্ষণে কী হই?
উত্তর : আমরা ক্ষণে ক্ষণে শিহরিত হই।

প্রশ্ন ২৩। কবির চেতনার বিপরীত রং আমাদের জীবনে কী আনে?
উত্তর : কবির চেতনার বিপরীত রং আমাদের জীবনে সন্ত্রাস আনে।

এই ফেব্রুয়ারি ১৯৬৯ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো জানুন

You cannot copy content of this page