লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

লালসালু উপন্যাসের mcq Test part-1 প্রলালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর  বাংলা ১মপত্র
লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত লালসালু উপন্যাসের চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।
মডেল টেস্টে ৩০টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে ২৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/30
0 votes, 0 avg
0

HSC Bangla

লালসালু উপন্যাসের mcq মডেল টেস্ট-১

এইচএসসি বাংলা ১ম পত্র(লালসালু উপন্যাস) এর সিলেবাসভূক্ত সকল টপিকসের MCQ Test-1
পূর্ণমানঃ ৩০ সময়, ২৫ মিনিট

 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

শিকারির একাগ্রতা কার চোখে?

2 / 30

হঠাৎ ঈষৎ কেঁপে শক্ত হয়ে যায় কে?

3 / 30

তাহের-কাদের দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফেরে কখন?

4 / 30

কাদের আর তাহের কোনটিকে সতর্ক করে দেবার ভয়ে কথা বলে না?

5 / 30

সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

6 / 30

সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

7 / 30

কার কথা স্মরণ করিয়ে দিলে আছে নচেৎ ভুল মনে থাকে?

8 / 30

মধুপুর থেকে গারো পাহাড় কত দিনের পথ?

9 / 30

তাহেরের কালো দেহটি কীসের মতো টান হয়ে ওঠে?

10 / 30

গলুইয়ে কীসের মতো একজন দাঁড়িয়ে থাকে?

11 / 30

মজুরেরা ধান কাটে আর বুক ফাটিয়া কী করে?

12 / 30

কী বলতে বলতে মজিদের চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে?

13 / 30

‘লালসালু' উপন্যাসে ‘রোগা লোক, বয়সের ভারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে।'-কে?

14 / 30

১৯২২ খ্রিস্টাব্দের কত তারিখে সৈয়দ ওয়ালীউল্লাহ জন্মগ্রহণ করেন?

15 / 30

সৈয়দ ওয়ালীউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন?

16 / 30

বিদেশ বিভূঁইয়ে বসবাস করছিল কে?

17 / 30

ধানের ফাঁকে ফাঁকে সে দৃষ্টি কীভাবে চলে?

18 / 30

মাঠের এক প্রান্তে একা দাঁড়িয়ে দাঁত খেলাল করে কে?

19 / 30

কাজিপাড়া গ্রামের কামরুল কর্মসূত্রে ঢাকায় থাকেন। তিনি চিন্তা করলেন আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানের পরিত্রাণ নেই। এ তাড়না থেকেই তিনি গ্রামে একটি সাধারণ শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিলেন। গ্রামের সবাই কামরুলের মতি-গতি সম্পর্কে দ্বিধান্বিত হলেও তাঁর দৃঢ়তার প্রতি আস্থাশীল ছিল। একই সময়ে গ্রামের মসজিদের ইমাম আবদুর রহমান মসজিদ পাকা করতে উদ্যোগ নিলেন। সবাই মসজিদে দান করার জন্য উদগ্রীব হলো। কামরুলের স্কুল করার উদ্যোগ আপাতত চাপা পড়ে গেল।
উদ্দীপকের কামরুলের সঙ্গে ‘লালসালু' উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

20 / 30

মজিদ আপন রক্ত-মাংসের শামিল খেয়াল করে না কাকে?

21 / 30

এত শ্রম, এত কষ্ট, তবু তাদের কীসের ঠিকঠিকানা নেই?

22 / 30

“আপনারা জাহের, বেএলেম, আসপড়াহ।”-কথাটি কে বলে?

23 / 30

কাজিপাড়া গ্রামের কামরুল কর্মসূত্রে ঢাকায় থাকেন। তিনি চিন্তা করলেন আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানের পরিত্রাণ নেই। এ তাড়না থেকেই তিনি গ্রামে একটি সাধারণ শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিলেন। গ্রামের সবাই কামরুলের মতি-গতি সম্পর্কে দ্বিধান্বিত হলেও তাঁর দৃঢ়তার প্রতি আস্থাশীল ছিল। একই সময়ে গ্রামের মসজিদের ইমাম আবদুর রহমান মসজিদ পাকা করতে উদ্যোগ নিলেন। সবাই মসজিদে দান করার জন্য উদগ্রীব হলো। কামরুলের স্কুল করার উদ্যোগ আপাতত চাপা পড়ে গেল।

 উক্ত চরিত্রের মধ্যে প্রাধান্য পেয়েছে-
i. সংগ্রামী মনোভাব ও আস্থাশীলতা
ii. গ্রামের উন্নতি সাধনে আগ্রহ
iii. আধুনিক শিক্ষা বিস্তারের ইচ্ছা
নিচের কোনটি সঠিক?

24 / 30

‘মাজারটি তার শক্তির মূল' বলতে কী বোঝানো হয়েছে?

25 / 30

‘নয়নচারা’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?

26 / 30

. মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

27 / 30

কী বলতে বলতে মজিদের চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে?

28 / 30

গন্ধ ছড়াতে লাগল কী?

29 / 30

কোথাকার মানুষেরা অশিক্ষিত, বর্বর?

30 / 30

মধুপুর গড় থেকে তিন দিনের পথ কোথায়?

Your score is

The average score is 0%

0%

এই লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

প্রস্তুতি(উত্তরসহ)

‘লালসালু’ উপন্যাসের

বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

(১ হতে ১০০ পর্যন্ত)

১. মজিদের মহব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল?

(ক) অবধারিত

(খ) ✓নাটকীয়

(গ) কাব্যিক

(ঘ) স্বাভাবিক

২. ‘মাজারটি তার শক্তির মূল’ বলতে কী বোঝানো হয়েছে?

(ক) ✓বিশ্বাস

(খ) আনুগত্য

(গ) ভীতি

(ঘ) অনুরাগ

নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।

কাজিপাড়া গ্রামের কামরুল কর্মসূত্রে ঢাকায় থাকেন। তিনি চিন্তা করলেন আধুনিক শিক্ষা ব্যতীত মুসলমানের পরিত্রাণ নেই। এ তাড়না থেকেই তিনি গ্রামে একটি সাধারণ শিক্ষার স্কুল প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিলেন। গ্রামের সবাই কামরুলের মতি-গতি সম্পর্কে দ্বিধান্বিত হলেও তাঁর দৃঢ়তার প্রতি আস্থাশীল ছিল। একই সময়ে গ্রামের মসজিদের ইমাম আবদুর রহমান মসজিদ পাকা করতে উদ্যোগ নিলেন। সবাই মসজিদে দান করার জন্য উদগ্রীব হলো। কামরুলের স্কুল করার উদ্যোগ আপাতত চাপা পড়ে গেল।

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

৩. উদ্দীপকের কামরুলের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল পাওয়া যায়?

(ক) তাহের

(খ) খালেক

(গ) ✓আক্কাস

(ঘ) ধলা মিয়া

৪. উক্ত চরিত্রের মধ্যে প্রাধান্য পেয়েছে-

i. সংগ্রামী মনোভাব ও আস্থাশীলতা

ii. গ্রামের উন্নতি সাধনে আগ্রহ

iii. আধুনিক শিক্ষা বিস্তারের ইচ্ছা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii

(খ) ii ও iii

(গ) i ও iii

(ঘ)✓ i, ii ও iii

মাস্টার ট্রেইনার কর্তৃক যাচাইকৃত বহুনির্বাচনি প্রশ্নোত্তর

‘লালসালু’ উপন্যাসের বহুনির্বাচনি প্রশ্নোত্তর

কবি পরিচিতি: (বোর্ড বই থেকে)

৫. সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে

(খ) ✓১৯২২ খ্রিস্টাব্দে

(গ) ১৯২৪ খ্রিস্টাব্দে

(ঘ) ১৯২৭ খ্রিস্টাব্দে

৬. ১৯২২ খ্রিস্টাব্দের কত তারিখে সৈয়দ ওয়ালীউল্লাহ জন্মগ্রহণ করেন?

(ক) ✓১৫ আগস্ট

(খ) ১৫ অক্টোবর

(গ) ১০ নভেম্বর

(ঘ) ১০ নভেম্বর

৭. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন শহরে জন্মগ্রহণ করেন?

(ক) খুলনা

(খ) সিলেট

(গ) ✓ষোলশহর

(ঘ) আগ্রাবাদ

৮. ষোলশহর কোথায় অবস্থিত?

(ক) ঢাকা

(খ) করাচি

(গ) লন্ডন

(ঘ) ✓চট্টগ্রাম

৯. সৈয়দ ওয়ালীউল্লাহর পিতা কী ছিলেন?

(ক) মুক্তিযোদ্ধা

(খ) সাংবাদিক

(গ) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

(ঘ) ✓ডেপুটি ম্যাজিস্ট্রেট

১০. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাস করেন?

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়

(খ) ✓কলকাতা বিশ্ববিদ্যালয়

(গ) হার্ভাট বিশ্ববিদ্যালয়

(ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়

১১. সৈয়দ ওয়ালীউল্লাহ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন ডিগ্রি লাভ করেন?

(ক) বি.এ

(খ) এস.এস.সি

(গ) ✓এম.এ

(ঘ) বি. অনার্স

১২. সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় কোন চাকরি দিয়ে?

(ক) আবলা

(খ) ✓সাংবাদিকতা

(গ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা

(ঘ) ডেপুটি ম্যাজিস্ট্রেট

১৩. সৈয়দ ওয়ালীউল্লাহ সাংবাদিক কর্মজীবন শুরু হয় কোথায়?

(ক) ঢাকায়

(খ) প্যারিসে

(গ) লন্ডনে

(ঘ) ✓বার্লিনে

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

১৪. সৈয়দ ওয়ালীউল্লাহ ছাত্রাবস্থাতেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখার সুযোগ পাওয়ার কারণ কী?

(ক) ✓বাবার কর্মস্থল পরিবর্তন

(খ) নিজের কর্মস্থল পরিবর্তন

(গ) নিজে ভ্রমণ-বিলাসী বলে

(ঘ) পিতার ভ্রমণ বিলাস

১৫. সৈয়দ ওয়ালীউল্লাহ বিভিন্ন অঞ্চলের কীসের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেন?

(ক) ধর্ম কর্ম

(খ) ✓জীবনধারা

(গ) সাংবাদিকতা

(ঘ) ব্যবসা বাণিজ্য

১৬. সৈয়দ ওয়ালীউল্লাহর কর্মজীবন শুরু হয় যে ইংরেজি দৈনিকে সেটি কোথা থেকে বের হয়?

(ক) ঢাকা

(খ) প্যারিস

(গ)  লন্ডন

(ঘ) ✓কলকাতা

১৭. সৈয়দ ওয়ালীউল্লাহ দীর্ঘদিন কোথায় কাটান?

(ক) ঢাকায়

(খ) ✓প্যারিসে

(গ) বিলাতে

(ঘ) দুবাইয়ে

১৮. সৈয়দ ওয়ালীউল্লাহ প্যারিসে কোন বিভাগে চাকরি করেন?

(ক) ✓পররাষ্ট্র মন্ত্রণালয়ে

(খ) সংবাদপত্র অফিসে

(গ) ব্যবসায় প্রতিষ্ঠানে

(ঘ) কারখানায়

১৯. সৈয়দ ওয়ালীউল্লাহর সময়ে এদেশের পররাষ্ট্র-মন্ত্রণালয় কার অধীনে ছিল?

(ক) ইরান সরকারের

(খ) জার্মান সরকারের

(গ) ✓পাকিস্তান সরকারের

(ঘ) বৃটিশ সরকারের

২০. মুক্তিযুদ্ধ স্বাধীনতাযুদ্ধ চলাকালে সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় ছিলেন?

(ক) ঢাকায়

(খ) ✓প্যারিসে

(গ) চট্টগ্রামে

(ঘ) কলকাতায়

২১. সৈয়দ ওয়ালীউল্লাহ কত খ্রিস্টাব্দে মারা যান?

(ক) ১৯২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২২ খ্রিস্টাব্দে

(গ) ১৯৭০ খ্রিস্টাব্দে (ঘ) ✓১৯৭১ খ্রিস্টাব্দে

২২. সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় মারা যান?

(ক) ঢাকায় (খ) ✓প্যারিসে (গ) চট্টগ্রামে (ঘ) কলকাতায়

২৩. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সৈয়দ ওয়ালীউল্লাহ কোন দেশের পক্ষ অবলম্বন করেন?

(ক) পাকিস্তানের (খ) ✓বাংলাদেশের

(গ) ভারতের (ঘ) আমেরিকার

২৪. সৈয়দ ওয়ালীউল্লাহ জীবনের কোন সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেন?

(ক) ✓ছাত্রাবস্থায় (খ) চাকরি জীবনে

(গ) মুক্তিযুদ্ধের সময় (ঘ) মরণের অল্প আগে

২৫. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন?

(ক) ১৯১৮ (খ) ১৯২০ (গ) ✓১৯২২ (ঘ) ১৯২৪

২৬. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন জেলায় জন্মগ্রহণ করেন?

(ক) ঢাকা (খ) ✓চট্টগ্রাম (গ) নোয়াখালীতে (ঘ) ফেনী

২৭. সৈয়দ ওয়ালীউল্লাহর পৈতৃক নিবাস ছিল কোন জেলায়?

(ক) ফেনীতে (খ) ✓নোয়াখালীতে

(গ) কুমিল্লায় (ঘ) চট্টগ্রামে

২৮. সৈয়দ ওয়ালীউল্লাহর পিতার নাম কী?

(ক) ✓সৈয়দ আহমদ উল্লাহ (খ) সৈয়দ আকরাম উল্লাহ

(গ) সৈয়দ সিরাজ উল্লাহ (ঘ) সৈয়দ নবী উল্লাহ

২৯. সৈয়দ ওয়ালীউল্লাহর পিতা কী ছিলেন?

(ক) বড় ব্যবসায়ী (খ) ✓উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা

(গ) কৃষক (ঘ) স্বনামধন্য আইনজীবী

৩০. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে আই এ পাস করেন?

(ক) ১৯৪০ সালে (খ) ✓১৯৪১ সালে

(গ) ১৯৪২ সালে (ঘ) ১৯৪৩ সালে

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

৩১. কোন কলেজ থেকে সৈয়দ ওয়ালীউল্লাহ আই এ পাস করেন?

(ক) ঢাকা কলেজিয়েট কলেজ (খ) ✓ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ

(গ) নটর ডেম কলেজ (ঘ) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ

৩২. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে বিএ পাস করেন?

(ক) ১৯৪১ সালে (খ) ১৯৪২ সালে

(গ) ✓১৯৪৩ সালে (ঘ) ১৯৪৫ সালে

৩৩. কোন কলেজ থেকে সৈয়দ ওয়ালীউল্লাহ বিএ পাস করেন?

(ক) জগন্নাথ কলেজ (খ) ঢাকা কলেজ

(গ) ভিক্টোরিয়া কলেজ (ঘ) ✓আনন্দমোহন কলেজ

৩৪. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার জন্য ভর্তি হন?

(ক) ✓কলিকাতা বিশ্ববিদ্যালয় (খ) ঢাকা বিশ্ববিদ্যালয়

(গ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় (ঘ) যাদবপুর বিশ্ববিদ্যালয়

৩৫. সৈয়দ ওয়ালীউল্লাহ কোন ইংরেজি দৈনিকে সাব-এডিটর পদে নিযুক্ত হন?

(ক) ✓দি স্টেটস্ম্যান (খ) দি মর্নিং সান

(গ) ইন্ডিয়া টুডে (ঘ) মর্নিং নিউজ

৩৬. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে ঢাকা বেতার কেন্দ্রে সহকারী বার্তা সম্পাদক হিসেবে যোগ দেন?

(ক) ✓১৯৪৫ সালে (খ) ১৯৪৭ সালে

(গ) ১৯৪৯ সালে (ঘ) ১৯৫১ সালে

৩৭. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে করাচি বেতার কেন্দ্রে যোগদান করেন?

(ক) ১৯৪৮ সালে (খ) ১৯৪৯ সালে

(গ) ✓১৯৫০ সালে (ঘ) ১৯৫১ সালে

৩৮. সৈয়দ ওয়ালীউল্লাহ করাচি বেতার কেন্দ্রে কোন পদে নিযুক্ত হন?

(ক) সহকারী বার্তা সম্পাদক (খ) ✓বার্তা সম্পাদক

(গ) সহকারী প্রযোজক (ঘ) অনুষ্ঠান অধিকর্তা

৩৯. সৈয়দ ওয়ালীউল্লাহর সর্বশেষ কর্মস্থল কোথায় ছিল?

(ক) বার্লিন (খ) কায়বা (গ) জাকার্তা (ঘ) ✓প্যারিস

৪০. সৈয়দ ওয়ালীউল্লাহ কত সালে মৃত্যুবরণ করেন?

(ক) ✓১৯৭১ সালে (খ) ১৯৭২ সালে

(গ) ১৯৭৩ সালে (ঘ) ১৯৭৪ সালে

৪১. সৈয়দ ওয়ালীউল্লাহ কত তারিখে মৃত্যুবরণ করেন?

(ক) ৬ অক্টোবর (খ) ৮ অক্টোবর

(গ) ✓১০ অক্টোবর (ঘ) ১২ অক্টোবর

৪২. সৈয়দ ওয়ালীউল্লাহ কোথায় মারা যান?

(ক) খুলনায় (খ) কাবুলে (গ) লন্ডনে (ঘ) ✓প্যারিসে

৪৩. ‘নয়নচারা’ সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?

(ক) ✓গল্পগ্রন্থ (খ) উপন্যাস (গ) নাটক (ঘ) আত্মজীবনী

৪৪. ‘দুই তীর ও অন্যান্য গল্প-গ্রন্থের লেখক কে?

(ক) আবু জাফর শামসুদ্দীন (খ) ✓সৈয়দ ওয়ালীউল্লাহ 

(গ) জহির রায়হান (ঘ) কাজী নজরুল ইসলাম

৪৫. ‘লালসালু’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়?

(ক) ১৯৪৬ সালে (খ) ১৯৪৭ সালে

(গ) ✓১৯৪৮ সালে (ঘ) ১৯৫১ সালে

৪৬. ‘তরঙ্গভঙ্গ’-সৈয়দ ওয়ালীউল্লাহর কোন ধরনের গ্রন্থ?

(ক) উপন্যাস (খ) ছোটগল্প (গ) ✓নাটক (ঘ) প্রবন্ধ

একাদশ-দ্বাদশ শ্রেণি

বাংলা সহপাঠ

উপন্যাস লালসালু

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

 খ   মূল পাঠ: (বোর্ড বই থেকে)

৪৭. E. M Forster-এর মতে কমপক্ষে কত হাজার শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত?

(ক) ৪০ হাজার (খ) ✓৫০ হাজার

(গ) ৬০ হাজার (ঘ) ৮০ হাজার

৪৮. উপন্যাসের প্রধান ভিত্তি কী?

(ক) ✓প্লট (খ) চরিত্র (গ) সংলাপ (ঘ) স্টাইল

৪৯. চরিত্র সৃষ্টিতে ঔপন্যাসিক মানুষের কোন দিকটিকে বেছে নেন?

(ক) প্রেম-ভালোবাসা (খ) ✓দ্বন্দ্বময়তা

(গ) সুখকাতরতা (ঘ) উগ্রতা

৫০. উপন্যাসে লেখকের শক্তি, স্বাতন্ত্র্য ও বিশিষ্টতার পরিচায়ক কোনটি?

(ক) ✓স্টাইল (খ) সংলাপ (গ) চরিত্র (ঘ) প্লট

৫১. ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে?

(ক) ১৭৭৮ সালে (খ) ১৭৮১ সালে

(গ) ✓১৭৮৯ সালে (ঘ) ১৭৯৩ সালে

৫২. উপন্যাস রচনার ক্ষেত্রে কোন শতকটি বিশেষ তাৎপর্যবহ?

(ক) আঠারো শতক (খ) ✓উনিশ শতক

(গ) বিশ শতক (ঘ) একুশ শতক

৫৩. ‘ওয়ার অ্যান্ড পিস’-উপন্যাসের লেখক কে?

(ক) হেনরি ফিল্ডিং (খ) মিয়োদর দস্তয়ভস্কি

(গ) ✓লিও তলস্তয় (ঘ) এমিল জোলার

৫৪. ফিয়োদর দস্তয়ভস্কির উপন্যাস কোনটি?

(ক) দি জারমিলনে (খ) ✓ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট

(গ) ওয়ার অ্যান্ড পিস (ঘ) স্কারলেট অ্যান্ড ব্ল্যাক

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

৫৫. ‘লালসালু’ কোন ধরনের উপন্যাস?

(ক) ✓সামাজিক (খ) রাজনৈতিক

(গ) ঐতিহাসিক (ঘ) মনস্তাত্ত্বিক

৫৬. মীর মশাররফ হোসেনের ‘বিষাদ-সিন্ধু’ কোন ধরনের উপন্যাস?

(ক) সামাজিক (খ) রাজনৈতিক

(গ) ✓ঐতিহাসিক (ঘ) মনস্তাত্ত্বিক

৫৭. আখতারুজ্জামান ইলিয়াসের ‘চিলেকোঠার সেপাই’ কোন ধরনের উপন্যাস?

(ক) সামাজিক (খ) ✓iাজনৈতিক

(গ) আঞ্চলিক (ঘ) ঐতিহাসিক

৫৮. মাসুদ রানা সিরিজ কোন্ ধরনের উপন্যাস?

(ক) সামাজিক (খ) রাজনৈতিক

(গ) আÍজৈবনিক (ঘ) ✓iহস্যোপন্যাস

৫৯. কোন শতকে বাংলা উপন্যাস লেখার সূচনা ঘটে?

(ক) আঠারো শতকে (খ) ✓উনিশ শতকে

(গ) বিশ শতকে (ঘ) একুশ শতকে

৬০. টেকচাঁদ ঠাকুরের ‘আলালের ঘরের দুলাল’ প্রকাশিত হয় কত সালে?

(ক) ১৮৫৬ সালে (খ) ১৮৫৭ সালে

(গ) ✓১৮৫৮ সালে (ঘ) ১৮৫৯ সালে

৬১. বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস লেখেন কে?

(ক) টেকচাঁদ ঠাকুর (খ) ✓বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৬২. বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

(ক) আলালের ঘরের দুলাল (খ) কাঁদো নদী কাঁদো

(গ) ✓দুর্গেশনন্দিনী (ঘ)  নৌকা ডুবি

৬৩. ‘দুর্গেশনন্দিনী’ কত সালে প্রকাশিত হয়?

(ক) ১৮৬২ সালে (খ) ১৮৬৩ সালে

(গ) ১৮৬৪ সালে (ঘ) ✓১৮৬৫ সালে

৬৪. বঙ্কিমচন্দ্রের পর কোন ঔপন্যাসিক বাংলা উপন্যাসের ধারায় ব্যাপক পরিবর্তন আনেন?

(ক) মাইকেল মধুসূদন দত্ত (খ) ✓iবীন্দ্রনাথ ঠাকুর

(গ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৬৫. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোনটি?

(ক) গণদেবতা (খ) ✓পথের পাঁচালী

(গ) গোরা (ঘ) পঞ্চগ্রাম

৬৬. ‘পুতুল নাচের ইতিকথা’-উপন্যাসের লেখক কে?

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

(গ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (ঘ) ✓মানিক বন্দ্যোপাধ্যায়

৬৭. মনস্তাত্ত্বিক উপন্যাসের মূল উদ্দেশ্য কী?

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

(ক) ✓চরিত্রের অন্তর্জগতের জটিল রহস্য উদঘাটন

(খ) চরিত্রের দ্বান্দি¡ক রহস্য উদঘাটন

(গ) ঘটনার মহাজাগতিক তত্ত্ব বিশ্লেষণ

(ঘ) চরিত্রের জীবন দর্শন বিশ্লেষণ

৬৮. বিশ শতকের দ্বিতীয় দশকের শেষে কোন ঔপন্যাসিক জনপ্রিয়তার তুমুল শিখরে ওঠেন?

(ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় (খ) রবীন্দ্রনাথ ঠাকুর

(গ) ✓শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

৬৯. কোন ক্রমিক সঠিক?

(ক) ✓বঙ্কিম-রবীন্দ্রনাথ-শরৎচন্দ্র খ বঙ্কিম-টেকচাঁদ-রবীন্দ্রনাথ

(গ) টেকচাঁদ-রবীন্দ্রনাথ-বঙ্কিম ঘ রবীন্দ্রনাথ-বঙ্কিম-টেকচাঁদ

৭০. “আপনারা জাহের, বেএলেম, আসপড়াহ।”-কথাটি কে বলে?

(ক) তাহের (খ) ✓মজিদ

(গ) রহিমা (ঘ) খালেক ব্যাপারী

৭১. বিদেশ বিভূঁইয়ে বসবাস করছিল কে?

(ক) তাহের (খ) ✓মজিদ (গ) আক্কাস (ঘ) জমিলা

৭২. কী বলতে বলতে মজিদের চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে?

(ক) ✓উনি একদিন স্বপ্নে ডেকে বললেন

(খ) আমি ছিলাম গারো পাহাড়ে

(গ) সেখানে সে সুখে-শান্তিতেই ছিল

(ঘ) কিন্তু সে একদিন স্বপ্ন দেখে

৭৩. হাওয়া-শূন্য স্তব্ধতায় কী নিথর হয়ে আছে?

(ক) ✓ধানক্ষেত (খ) আকাশ (গ) নৌকা (ঘ) ঢেউ

৭৪. আকাশটা বুঝি চটের মতো চিরে গেল। কখন এরূপ মনে হয়?

(ক) মেঘ না থাকলে (খ) ✓কাক আর্তনাদ করলে

(গ) হাওয়াশূন্য হলে (ঘ) নদীতে ঢেউ না থাকলে

৭৫. গলুইয়ে কীসের মতো একজন দাঁড়িয়ে থাকে?

(ক) মাঝির মতো (খ) ✓মূর্তির মতো

(গ) কাকের মতো (ঘ) প্রহরীর মতো

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

৭৬. গলুইয়ে দাঁড়ানো লোকটির দৃষ্টি কেমন?

(ক) ✓ধারালো (খ) স্তব্ধ (গ) কম্পনহীন (ঘ) অগ্নিদৃষ্টি

৭৭. ধানের ফাঁকে ফাঁকে সে দৃষ্টি কীভাবে চলে?

(ক) সন্তর্পণে (খ) সরাসরি

(গ) ✓এঁকেবেঁকে (ঘ) তুলোর মতো

৭৮. গন্ধ ছড়াতে লাগল কী?

(ক) মোমবাতি (খ) মরিচাবাতি

(গ) ✓আগরবাতি (ঘ) কবর

৭৯. কার কথা স্মরণ করিয়ে দিলে আছে নচেৎ ভুল মনে থাকে?

(ক) ✓খোদার (খ) জমির (গ) ধানের (ঘ) কবরের

৮০. মজিদের মতে খোদা কী দেনেওয়ালা?

(ক) ✓iিজিক (খ) গুনাহ (গ) ফসল (ঘ) আনন্দ

৮১. এত শ্রম, এত কষ্ট, তবু তাদের কীসের ঠিকঠিকানা নেই?

(ক) রিজিকের (খ) ✓ভাগ্যের (গ) পাপের (ঘ) শ্রমের

৮২. মজুরেরা ধান কাটে আর বুক ফাটিয়া কী করে?

(ক) ✓গান গায় (খ) ভূতপূজা করে

(গ) চিৎকার করে (ঘ) কবিগান করে

৮৩. মধুপুর গড় থেকে তিন দিনের পথ কোথায়?

(ক) কালাপাহাড় (খ) মহব্বতনগর গ্রাম

(গ) ✓গারোপাহাড় (ঘ) চট্টগ্রাম

৮৪. মধুপুর থেকে গারো পাহাড় কত দিনের পথ?

(ক) ✓তিন দিন (খ) চার দিন (গ) পাঁচ দিন (ঘ) ছয় দিন

৮৫. মাঠের এক প্রান্তে একা দাঁড়িয়ে দাঁত খেলাল করে কে?

(ক) খালেক ব্যাপারী (খ) রেহান আলী

(গ) ✓মজিদ (ঘ) কালুমতি

৮৬. হাঁপানি রোগী কে?

(ক) জোয়ানমতি (খ) সোলেমানের বাপ

(গ) ✓মজিদ (ঘ) কালুমতি

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

৮৭. কোথাকার মানুষেরা অশিক্ষিত, বর্বর?

(ক) মতিগঞ্জের (খ) ✓গারো পাহাড়ের

(গ) মহব্বতনগরের (ঘ) মধুপুরের

৮৮. মহব্বতনগরে নবাগত লোকটি কে?

(ক) খালেক ব্যাপারী (খ) রেহান আলী

(গ) ✓মজিদ (ঘ) কালুমতি

৮৯. ‘লালসালু’ উপন্যাসে ‘রোগা লোক, বয়সের ভারে যেন চোয়াল দুটো উজ্জ্বল, চোখ বুজে আছে।’-কে?

(ক) খালেক ব্যাপারী (খ) রেহান আলী

(গ) ✓মজিদ (ঘ) কালুমতি

৯০. তাহের-কাদের দুই ভাই মাছ নিয়ে বাড়ি ফেরে কখন?

(ক) ✓অপরাহ্ণে (খ) বিকেলে (গ) রাতে (ঘ) সকালে

৯১. মতিগঞ্জের সড়কের ওপর কে মোনাজাত করছিল?

(ক) খালেক ব্যাপারী (খ) রেহান আলী

(গ) ✓মজিদ (ঘ) কালুমতি

৯২. শিকারির একাগ্রতা কার চোখে?

(ক) কাদেরের (খ) ✓তাহেরের (গ) মজিদের (ঘ) কালুমতির

৯৩. হঠাৎ ঈষৎ কেঁপে শক্ত হয়ে যায় কে?

(ক) মজিদ (খ) ✓তাহের (গ) কাদের (ঘ) সুমন

৯৪. সামনের পানে চেয়ে থেকেই আঙুল দিয়ে ইশারা দেয় কে?

(ক) কাদের (খ) ✓তাহের (গ) মজিদ (ঘ) কালুমতি

৯৫. কোন সড়কের ওপরে একটি অপরিচিত লোক মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে?

(ক) ✓মতিগঞ্জ সড়ক (খ) মহব্বতনগর সড়ক

(গ) গারো পাহাড়গামী সড়ক (ঘ) মধুপুর সড়ক

৯৬. তাহেরের গায়ের রং কেমন?

(ক) শ্যামলা (খ) ফর্সা (গ) ✓কালো (ঘ) মূর্তির মতো

৯৭. একটা কোচ কীসের মতো বেরিয়ে গেল?

(ক) ধনুকের মতো (খ) ✓তীরের মতো

(গ) পথিকের মতো (ঘ) বিদ্যুতের মতো

৯৮. তাহেরের কালো দেহটি কীসের মতো টান হয়ে ওঠে?

(ক) ✓ধনুকের মতো (খ) তীরের মতো

(গ) পথিকের মতো (ঘ) বিদ্যুতের মতো

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

৯৯. কাদের আর তাহের কোনটিকে সতর্ক করে দেবার ভয়ে কথা বলে না?

(ক) কাককে (খ) হরিণকে (গ) ✓মাছকে (ঘ) শিকারিকে

১০০. মজিদ আপন রক্ত-মাংসের শামিল খেয়াল করে না কাকে?

(ক) ✓জমিকে (খ) কবরকে

(গ) লালসালুকে (ঘ) ধানকে

লালসালু উপন্যাসের mcq Test part-1/ লালসালু উপন্যাসের নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর / বাংলা ১মপত্র

You cannot copy content of this page