হিসাববিজ্ঞান ২য়পত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ২য়পত্রের সিলেবাসভূক্ত ৮ম অধ্যায় মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি   থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৮ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৬ষ্ঠ অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৬ষ্ঠ অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

অনাদায়ী পাওনার ধার্য না করা হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iii. সম্পত্তির মূল্য অতিরিক্ত প্রদর্শিত হবে
নিচের কোনটি সঠিক?

2 / 30

অনাদায়ি পাওনা সঞ্চিতি হলো-
i. সম্ভাব্য ক্ষতি
ii. ভবিষ্যৎ ব্যবস্থা
iii. প্রতি সম্পত্তি

নিচের কোনটি সঠিক?

3 / 30

প্রাপ্য হিসাবের যে অংশ আদায় হবে না বলে নিশ্চিত তথ্য পাওয়া গেছে তাকে কী বলে?

4 / 30

৪ মাস মেয়াদি ৩০,০০০ টাকার একটি সুদবিহীন প্রাপ্য নোট ১০% হারে ব্যাংকে বাট্টা করা হলো। এক্ষেত্রে নিট প্রাপ্তির পরিমাণ কত টাকা?

5 / 30

নতুন কুঋণ ৫,০০০ টাকা বাদ দেওয়ার পর নতুন কুঋণ সঞ্চিতি ৫% সমন্বয়ের পর ২% বাট্টা সঞ্চিতির পরিমাণ যদি ২০০ টাকা হয় তাহলে প্রারম্ভিক প্রাপ্ত হিসাব কত টাকা ছিল?

6 / 30

প্রাপ্য হিসাবকে নগদ বাট্টা দেওয়া হয় কেন?

7 / 30

০১/০১/২০১৩ তারিখে প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা, ৩১/১২/২০১৩ তারিখে ৪০,০০০ টাকা, ২০১৩ সালে প্রাপ্য হিসাব হতে আদায় ৩৫,০০০ টাকা, ২০১৩ সালের বাকিতে বিক্রয়ের পরিমাণ কত?

8 / 30

অনাদায়ি দেনা সৃষ্টির ফলে-
i সম্পদ হ্রাস পায়
ii. দায় বৃদ্ধি পায়
iii. মালিকানা স্বত্ব হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

9 / 30

প্রাপ্য হিসাব কখন মূল্যায়ন করা হয়?

10 / 30

প্রাপ্য নোট বাট্টা করে কোন পক্ষ?

11 / 30

প্রাপ্য নোট বাট্টাকরণ করা যায়-
i. দালালের মাধ্যমে
ii. দেনাদারের মাধ্যমে
iii. ব্যাংকের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?

12 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?  (রেওয়ামিলে অনাদায়ী পাওনা ৪,০০০ টাকা)

13 / 30

কার দ্বারা প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়?

14 / 30

সাধারণত কতদিনের মধ্যে প্রাপ্য হিসাবের অর্থ আদায় করা হয়?

15 / 30

অনাদায়ি পাওনা ধার্য করা না হলে-
i. নিট মুনাফা অতিরিক্ত প্রদর্শিত হবে
ii. নিট মুনাফা কম প্রদর্শিত হবে
iiiনিচের কোনটি সঠিক?

16 / 30

সাধারণত প্রাপ্যসমূহ কত প্রকার?

17 / 30

প্রাপ্য আয় সমন্বয় করা হলে-
i. আয় বৃদ্ধি পায়
ii. ব্যয় বৃদ্ধি পায়
iii. সম্পদ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক

18 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির প্রকৃতি কী?

19 / 30

অনাদায়ী পাওনা ও নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিরি যোগফল পুরাতন সঞ্চিতি অপেক্ষা কম হলে তার স্থানান্তর জাবেদা দাখিলা কী হবে?

20 / 30

অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ বৃদ্ধির ফলে কী হয়?

21 / 30

জনাব জামাল ১০,০০০ টাকার ঋণ গ্রহণ করে ৬ মাসের জন্য ২৫০ টাকা সুদ প্রদান করেন। এক্ষেত্রে সুদের হার কত?

22 / 30

কুঋণ সঞ্চিতির পরিমাণ ২,০০০ টাকা কমাতে হবে। রেওয়ামিলে কুঋণ সঞ্চিতির পরিমাণ দেওয়া আছে ৬,০০০ টাকা। নতুন কুঋণ সঞ্চিতির পরিমাণ কত হবে?

23 / 30

অনাদায়ি পাওনা আদায় হলে-
i. প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে
ii. অনাদায়ি পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট করতে হবে
iii. নগদান হিসাব ডেবিট করতে হবে

নিচের কোনটি সঠিক?

24 / 30

কোনটি কন্ট্রা সম্পত্তি?

25 / 30

অবলােপনকৃত অনাদায়ি পাওনা আদায়-
i. প্রতিষ্ঠানের সম্পদ বৃদ্ধি করে
ii. প্রতিষ্ঠানের মালিকানাস্বত্ব বৃদ্ধি করে
iiii. প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি করে

নিচের কোনটি সঠিক?

26 / 30

প্রাপ্য নোটের সুদ কখন আদায় করা হয়?

27 / 30

প্রাপ্য হিসাব বৃদ্ধি পায়
i. ধারে পণ্য বিক্রয়ের ফলে
ii. ধারে সেবা প্রদানের ফলে
iii. অর্থ ধার দেওয়ার ফলে

নিচের কোনটি সঠিক?

28 / 30

প্রাপ্য বিল বাট্টা করে কোন পক্ষ?

29 / 30

প্রাপ্য হিসাব ৩০,০০০ টাকা। মোট অনাদায়ী পাওনার পরিমাণ ৬,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর ১০% বাট্টা সঞ্চিতি ধরা হলে বাট্টা সঞ্চিতির পরিমাণ কত?

30 / 30

 কুঋণ প্রভিশন কী?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ২য়পত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ১২য়পত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-৮: মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। ইস্যুকৃত পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতিটি বেশি জনপ্রিয়?

ক. কালান্তিক  

খ. FIFO✓ 

গ. LIFO  

ঘ. গড় হার

২। বিন কার্ড সংরক্ষণ করেন করে?

ক. ব্যবস্থাপক   

খ. ফোরম্যান

গ. গুদামরক্ষক✓   

ঘ. হিসারক্ষক

৩। বাজারমূল্য হ্রাস অবস্থায় কোন পদ্ধতি অধিকতর কার্যকরী?

ক. FIFO ✓ 

খ. LIFO 

গ. সরল গড়   

ঘ. ভারযুক্ত গড়

৪।  মাল খতিয়ান কে সংরক্ষণ করেন?

ক. উৎপাদন ব্যয় হিসাবরক্ষক

খ. ভান্ডার রক্ষক

গ. ক্রয় ব্যবস্থাপক

ঘ. বিক্রয় ব্যবস্থাপক ✓

৫। কোন পদ্ধতিতে মজুদ মালের মোট মূল্যকে মোট পরিমাণ দ্বারা ভাগ করা হয়?

ক. সরল গড় পদ্ধতি

খ. ভারযুক্ত গড় পদ্ধতি✓

গ. FIFO

ঘ.LIFO

৬। নির্দিষ্ট সময় শেষে পণ্যের অস্তিত্ব যাচাই করে মূল্য নিরূপন করাকে কী বলে?

ক. কালন্তিক মজুদ পদ্ধতি✓

খ. নিত্য মজুদ পদ্ধতি

গ. প্রত্যক্ষ পদ্ধতি

ঘ. মিশ্র পদ্ধতি

৭। এফ ও বি শিপিং পয়েন্ট-এর ক্ষেত্রে কখন মালিকানা হস্তান্তরও করা হয়?

ক. ক্রয় করার সাথে সাথে

খ. নগদ অর্থ প্রদানের সাথে সাথে

গ. পণ্যগুলো পরিবহনে উঠার সাথে সাথে✓

ঘ. ক্রেতার ঠিকানায় পণ্যগুলো পৌছানোর সাথে সাথে

৮। নিত্য মজুদ তালিকা পদ্ধতির অপর না কী?

ক. কালান্তিক মজুদ তালিকা পদ্ধতি

খ. অবিরত মজুদ তালিকা পদ্ধতি✓

গ. সক্রিয় মজুদ তালিকা পদ্ধতি

ঘ. মজুদ তালিকা পদ্ধতি

৯। আগের মাল আগে যায় পদ্ধতিতে কখন নিট মুনাফা বেশি হবে?

ক. একাধিক পণ্য বিক্রয় করলে

খ. পণ্যের মূল্য ঊর্ধ্বগামী হলে✓

গ. পণ্যের মূল্য নিম্নগামী হলে

ঘ. পণ্যের মূল্য স্থির থাকলে

১০। কোন ব্যয়ের মাধ্যমে সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়?

ক. পণ্য ব্যয়✓  

খ. কালীন ব্যয়

গ. সুযোগ ব্যয়   

ঘ. অপ্রাসঙ্গিক ব্যয়

১১। নদী কোম্পানির প্রারম্ভিক মজুদ, ক্রয় ও বিক্রয় সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ :

প্রারম্ভিক মজুদ ১০ টাকা দরে ২০০ একক; ক্রয় ১২ টাকা দরে ১,০০০ একক; বিক্রয় ২০ টাকা দরে ১,১০০ একক। ফিফো পদ্ধতিতে নদী কোম্পানির সমাপনী মজুদ পণ্যের মূল্য কত?

ক. ১,০০০ টাকা   

খ. ১,২০০ টাকা✓

গ. ২,০০০ টাকা  

ঘ. ২,৪০০ টাকা

১২। পণ্য ব্যয়ের মধ্যে যেসব ব্যয় অন্তর্ভূক্ত হয় না সেসব ব্যয়কে কি ব্যয় বলে?

ক. পণ্য ব্যয়   

খ. কালীন ব্যয়✓

গ. প্রত্যক্ষ ব্যয়    

ঘ. রূপান্তর ব্যয়

১৩। হিসাবকাল শেষে মজুদ পণ্যের মূল্যায়ন ও হিসাবভূক্ত করা হলে তাকে কী পদ্ধতি বলে?

ক. কালান্তিক মজুদ পদ্ধতি✓

খ. অবিরত মজুদ পদ্ধতি

গ. প্রক্রিয়াধীন মজুদ পদ্ধতি

ঘ. সমাপ্ত পণ্যের মজুদ পদ্ধতি

১৪। কোন সময়ে FIFO পদ্ধতি সুবধিাজনক?

ক. মালের বাজার যখন উর্ধ্বমুখী

খ. মালের ক্রয় মূল্য যখন নিম্নগামী

গ. মালের বাজার মূল্য যখন নিম্নগামী✓

ঘ. মালের ক্রয় যখন উর্ধ্বগামী

১৫। পণ্যের দাম কমে গেলে কোন মজুদ পদ্ধতি সর্বাধিক বিবেচ্য?

ক. FIFO Method ✓

খ. Fifo Method

গ. Weighted Average Method

ঘ. Market price method

১৬। সময় ভিত্তিক মজুদ পদ্ধতি কোন ধরনের পণ্যের ক্ষেত্রে অধিক উপযোগী?

ক. কম দামী পণ্য✓  

খ. বেশি দামী পণ্য

গ. বিদেশী পণ্য   

ঘ. বিলাস বহুল পণ্য

১৭। মজুদ ব্যবস্থাপনা উদ্দেশ্য কী?

ক. মজুদের পরিমাণ উচ্চস্তরে রাখা

খ. মজুদের পরিমাণ মধ্য স্তরে রাখা

গ. মজুদের পরিমাণ নিম্ন স্তরে রাখা

ঘ. মজুদের পরিমাণ কাম্য স্তরে রাখা✓

১৮। মদ্রাস্ফীতির সময় LIFO পদ্ধতিতে মাল ইস্যু করলে সমাপনী মজুদ পণ্যের মূল্য FIFO পদ্ধতির মূল্যের চেয়ে কেমন হবে?

ক. বেশি হবে  

খ. কম হবে✓

গ. সমান হবে   

ঘ. কিছুই হবে না

১৯। F O B destination বলতে কী বোঝায়?

ক. পণ্যের বহণ খরচ বিক্রেতা বহন করবে*

খ. পণ্যের বহণ খরচ ক্রেতা বহন করবে

গ. পণ্যের বহন খরচ ক্রেতা বা বিক্রেতা বহন করবে

ঘ. পণ্যের বহন খরচ বিমা কোম্পানি বহন করবে

২০। মালের মূল্য যখন নিম্নগামী তখন কোন পদ্ধতি অধিক উপযোগী?

ক. নিত্য মজুদ পদ্ধতি  

খ. আগের কাচাঁমাল আগে ছাড়া পদ্ধতি✓

গ. কালান্তিক মজুদ পদ্ধতি  

ঘ. পরের কাচাঁমাল আগে ছাড়া পদ্ধতি

২১। মাল খতিয়ানে অন্তর্ভূক্ত থাকে-

i. মালের মূল্য

ii. মালের উদ্বৃত্ত

iii. মালের আগমন ও নির্গমন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii                       ঘ. i, ii ও iii

২২। বিন কার্ড ব্যবহারের ফলে-

i. অপচয় ও ক্ষয়ক্ষতি রোধ করা যায়

ii. ইস্যুর পরিমাণ জানা যায়

iii. মালের সর্বোচ্চ পরিমাণ জানা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                     খ. i ও iii

গ. ii ও iii                   ঘ. i, ii ও iii✓

২৩। প্রচুর মুনাফা স্বত্তেও নগদ ঘাটতির কারণ হলো-

i. ধারে বিক্রয় বেশি

ii. প্রদেয় হিসাবের পরিমাণ বৃদ্ধি

iii. মজুদ পণ্যের পরিমাণ বৃদ্ধি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                       খ. i ও iii✓

গ. ii ও iii                     ঘ. i, ii ও iii

২৪। মজুদ মূল্যায়নের বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো-

i. কালান্তিক মজুদ পদ্ধতি

ii. নিত্য মজুদ প্দ্ধতি

iii. আগের মাল আগে ছাড়া প্দ্ধতি

নিচের কোনটি সঠিক?

ক. i            খ. ii✓

গ. iii                          ঘ. i, ii ও iii

২৫। মজুদ মূল্যায়নের বিজ্ঞানসম্মত পদ্ধতি হলো-

i. বিন কার্ড

ii. মাল খতিয়ান

iii. অবিরত মজুদ তালিকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii               খ. i ও iii

গ. ii ও iii                       ঘ. i, ii ও iii✓

২৬। পণ্যের মালিকানা নির্ধারণে বহুল প্রচলিত পরিবহন সংক্রান্ত শর্ত হচ্ছে এফ. ও বি-

i. FOB শিপিং পয়েন্ট

ii. FOB ডেস্টিনেশন পয়েন্ট

iii. স্টার্টিং পয়েন্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii                       ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও।

জনাব আসাদ ঢাকার হেলালকে ৫,০০,০০০ টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ দিলেন। হেলাল আসাদকে উক্ত পণ্য প্রেরণ করলেন এবং যার পরিবহন বাবদ এস এ পরিবহণকে ১২,০০০ টাকা দিলেন। শর্ত ৫/১০, নিট ৪৫ FOB যShipping point.

২৭। জনাব আসাদকে কত দিনের মধ্যে অবশ্যই দেনা পরিশোধ করতে হবে?

ক. ৫ দিন  

খ. ১০ দিন 

গ. ১৫ দিন  

ঘ. ৪৫ দিন✓

২৮। আসাদ নির্ধারিত সময়ে দেনা পরিশোধ করলে কত টাকা বাট্টা পাবে?

ক. ২৪,৪০০ টাকা   

খ. ২৫,০০০ টাকা✓

গ. ৫০,০০০ টাকা   

ঘ. ৭৫,০০০ টাকা

►নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাও।

মি. জেমিন ২০১৫ সালের জানুয়ারী ১ তারিখে ২০০ একক পণ্য ২০ টাকা দরে, জানুয়ারী ৭ তারিখে ৩০০ একক পণ্য ৩০ টাকা দরে ক্রয় করে এবং জানুয়ারী ৩১ তারিখে ২৫০ একক পণ্য ইস্যূ করে।

২৯। ভারযুক্ত গড় পদ্ধতিতে একক প্রতি পণ্যের মূল্য কত?

ক. ২০ টাকা 

খ. ২৫ টাকা  

গ. ২৬ টাকা✓ 

ঘ. ৩০ টাকা

৩০। FIFO পদ্ধতিতে ইস্যুকৃত পণ্যের মূল্যে কত?

ক. ৫,০০০ টাকা  

খ. ৫,৫০০ টাকা✓

গ. ৬,২০০ টাকা  

ঘ. ৭,৫০০ টাকা

অধ্যায়-৮: মজুদ পণ্যের হিসাবরক্ষণ পদ্ধতি

সৃজনশীল প্রশ্ন-উত্তর

১। মলয় লিমিটেডের মার্চ মাসের মজুত পণ্য এবং কারখানায় ইস্যুকরণের উদ্দেশ্যে ক্রীত ও ইস্যুকৃত মালের তথ্য নিম্নে উপস্থাপন করা হলো:        [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

২০১৭

মার্চ ১  প্রারম্ভিক উদ্ধৃত্ত ৪০০ একক @ ৯ টাকা

” ৪   ক্রয় ৮০০ একক @ ১০ টাকা

” ১০  ইস্যু ৮০০ একক।

” ১৬  ক্রয় ১২০০ একক @ ১২ টাকা

” ১৯  সরবরাহকারীকে ফেরত ২০০ একক।

” ২৫  ইস্যু ৮০০ একক।

” ২৮  কারখানা থেকে ফেরত ২০০ একক।

”  ৩১  ঘাটতি ২০০ একক।

ক. মলয় লিমিটেডের মার্চ মাসের মোট ক্রয় নির্ণয় কর।

খ. ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর।

গ.  FIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর।

উত্তর: ক. মার্চ মাসের মোট ক্রয় ২,০০০ একক যার মূল্য ২২,৪০০ টাকা; খ. সমাপনী মজুদ ৬০০ একক যার মূল্য ৬,৮০০ টাকা; গ. সমাপনী মজুদ ৬০০ একক যার মূল্য ৭,২০০ টাকা।  

২। আরিয়ান গার্মেন্টস লিটিটেড এর নি¤েœ বর্ণিত তথ্যসমূহ গুদাম বিভাগ প্রদান করে: [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

মার্চ ১  প্রারম্ভিক উদ্বৃত্ত ৮০০ একক প্রতি একক ১২ টাকা দলে।

” ৪ ক্রয় ১১০০ একক প্রতি একক ১৩ টাকা দরে।

” ৭ ক্রয় ৩৫০ একক প্রতি একক ১১ টাকা দরে।

” ৯ ইস্যু ৭০০ একক।

”  ১৪ ইস্যু  ৮৫০ একক।

” ২০  ক্রয় ১২০০ একক প্রতি একক ১৫ টাকা দরে।

” ২১ ইস্যু ১০৫০ একক।

” ২৫ ক্রয় ৭৫০ একক প্রতি একক ১৬ টাকা দরে।

” ২৮  ইস্যু ৮০০ একক।

” ৩০ সমাপনী মজুত ৬৫০ একক।

ক. ঘাটতি মালে পরিমাণ নির্ণয় কর।

খ. ১, ৪, ৭, ৯ ও ১৪ তারিখের দফাগুলোর সাহায্যে LIFO পদ্ধতিতে মাল খতিয়ান প্রত্তুত কর।

গ. ১, ২০, ২১, ২৫, ও ২৮ তারিখের দফাগুলোর সাহায্য ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত কর।

উত্তর: ক. ঘাটতি মালের পরিমাণ ১৫০ একক; খ. সমাপনী মজুদ ৭০০ একক যার মূল্য ৮,৪০০ টাকা; গ. সমাপনী মজুদ ৯০০ একক যার মূল্য ১৩,২৯৪ টাকা। 

৩। জেমিসন কোং ব্যবসায় শুরুর প্রথম মাসে ধারে ১০০ একক পণ্য ৬০ টাকা দরে, এরপর ২০০ একক পণ্য ৭০ টাকা দরে এবং ১৫০ একক পণ্য ৮০ টাকা দরে ক্রয় করে। মাস শেষে ১৮০ একক পণ্য অবিক্রীত থাকে। কোম্পানির কালান্তিক পদ্ধতিতে LIFO ঈড়ংঃরহম অনুসরণ কর।           [ঢা.বো. ২০১৭]

করণীয়ঃ- 

ক. মাস শেষে জেমিসন কোম্পানির বইতে সমাপনী মজুদ পণ্যের মূল্য নির্ণয় কর।  

খ. জেমিসনের বইতে ক্রয়সংক্রান্ত সাধারণ জাবেদা ও সমাপনী মজুদ সংক্রান্ত সমন্বয় জাবেদা দেখাও।

গ. কোম্পানির প্রথম মাসের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ও বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর।

উত্তর: ক. সমাপনী মজুদ পণ্যের পরিমাণ ১১,৬০০ টাকা; খ. সাধারণ জাবেদার যোগফল ৩২,০০০ টাকা এবং সমন্বয় জাবেদার যোগফল ১১,৬০০ টাকা; গ. বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় ৩২,০০০ টাকা এবং বিক্রীত পণ্যের ব্যয় ২০,৪০০ টাকা। 

৪। নাঈম গার্মেন্টস এর ২০১৬ সালের জুন মাসের কাঁচামাল সংক্রান্ত তথ্যাদি নিম্নরূপ;  [রা.বো. ২০১৭]

জুন ১ জের ৫০০ এককপ্রতি একক ৪ টাকা দর।

” ৭ ক্রয় ৬০০ এককপ্রতি একক ৫ টাকা দর।

” ১৮ ইস্যু ৭০০ একক।

” ২৫ ক্রয় ৩০০ এককপ্রতি একক ৬ টাকা দর।

” ৩০ ইস্যু ৫০০ একক।

৩০ জুন তারিখে কাঁচামালের মজুদ ১৫০ একক।

করণীয়ঃ- 

ক. ঘাটতি একক নির্ণয় কর।

খ. FIFO পদ্ধতিতে বিক্রিত পণ্যের বিক্রিত ব্যয় নির্ণয় কর।   

গ. ভারযুক্ত গড় ব্যয় পদ্ধতিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কর।

উত্তর: ক. ৫০ একক; খ. বিক্রীত পণ্যের ব্যয় ৫,৬০০ টাকা; গ. বিক্রীত পণ্যের ব্যয় ৫,৭৬৭ টাকা।  

হিসাববিজ্ঞান ২য়পত্র ৮ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page