হিসাববিজ্ঞান ২য়পত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান ২য়পত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন: এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ২য়পত্রের সিলেবাসভূক্ত ১ম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ১ম অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ১ম অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

ব্যবসায় প্রতিষ্ঠানের জবাবদিহিতা সৃষ্টিতে কিসের ভূমিকা অত্যান্ত বেশি?

2 / 30

জনাব রাহি ২০১৮ সালের ১লা জানুয়ারি নগদ ১,০০,০০০ টাকা এবং নগদের ২০% এর সমমূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। উক্ত মাসে অফিসের জন্য একটি ক্যালকুলেটর ক্রয় করেন ৫,০০০ টাকা। এবং ১০% সুদে ১০,০০০ টাকা ঋণ গ্রহণ করে।

জনাব রাহির প্রারম্ভিক মূলধন কত টাকা?

3 / 30

হিসাববিজ্ঞানকে বলা হয়-
i. ব্যবসায়ের দর্পন
ii. ব্যবসায়ের ভাষা
iii. তথ্য ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?

4 / 30

হিসাববিজ্ঞান কী?

5 / 30

লেনদেনের মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান হবে, কারণ-

6 / 30

বাকিতে আসবাবপত্র ক্রয়ের ফলে হিসাবে কি প্রভাব পড়বে?

7 / 30

ব্যবসায়ের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দায় বাদ দিলে কি অবশিষ্ট থাকে?

8 / 30

সুকা প্যাসিওলি ছিলেন

9 / 30

কোন শব্দ থেকে শব্দটির উৎপত্তি হয়েছে?

10 / 30

হিসাববিজ্ঞানের কাঁচামাল কোনটি?

11 / 30

জনাব কমল একজন হিসাবরক্ষক। তাকে সবসময় সচেতন থাকতে হয়-
i. মূল্যবোধ সৃষ্টিতে
ii. জবাবদিহিতা সৃষ্টিতে
iii. আয় সৃষ্টিতে
নিচের কোনটি সঠিক?

12 / 30

ধারে আসবাবপত্র বিক্রয় ৫,০০০ টাকা। এটি একটি লেনদেন কারণ-
i. সম্পদ হ্রাস পেয়েছে
ii. সম্পদ বৃদ্ধি পেয়েছে
iii. দায় বৃদ্ধি পেয়েছে
নিচের কোনটি সঠিক?

13 / 30

প্রারম্ভিক সম্পত্তি ৫০,০০০ টাকা, প্রারম্ভিক দায় ৩৫,০০০ টাকা, অতিরিক্ত মূলধন ১০,০০০ টাকা, সমাপনী সম্পত্তি ৭০,০০০ টাকা, সমাপনী দায় ৪০,০০০ টাকা এবং উত্তোলন ৫,০০০ টাকা।
 উদ্দীপকের আলোকে-
i. প্রারম্ভিক মূলধন ১৫,০০০ টাকা
ii. সমাপনী মূলধন ২৫,০০০ টাকা
iii. নিট মুনাফা ১০,০০০ টাকা
নিচের কোনটি সঠিক?

14 / 30

সম্পত্তির উপর মালিক ও পাওনাদারের দাবি ব্যবসায়ের জন্য কী?

15 / 30

মালিকানা স্বত্ব বৃদ্ধির কারণ কী?

16 / 30

হিসাববিজ্ঞানের সর্বশেষ ও মূল উদ্দেশ্য হলো-
i. আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ, শ্রেণিবদ্ধকরণ ও সংক্ষিপ্তকরণ
ii. আর্থিক ফলাফল নির্ণয় ও আর্থিক অবস্থা নিরুপণ
iii. তথ্য সরবরাহ ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকরণ
নিচের কোনটি সঠিক?

17 / 30

নিম্নের কোন বক্তব্যটি সত্য?

18 / 30

মি. আলী কারখানার জন্য ৫০,০০০ টাকায় একটি মেশিন ক্রয় করেন এবং এক বছর ব্যবহারের পর মেশিনের মূল্য ১০% কমে যায়।

মেশিন ক্রয়ের ফলে হিসাব সমীকরণের উপাদান প্রভাবিত হওয়ার কারণ-
i. যন্ত্রপাতি বৃদ্ধি
ii. নগদ অর্থ হ্রাস
iii. স্থায়ী সম্পদ হ্রাস
নিচের কোনটি সঠিক

19 / 30

হিসাববিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশের প্রাক-বিশ্লেষণ পর্বের সময়কাল কোনটি?

20 / 30

হিসাব সমীকরণের মালিকানা স্বত্ব রূপ কোনটি?

21 / 30

A=L+OE দ্বারা দু’তরফা দাখিলার কী বোঝায়?

22 / 30

আর্থিক বছরের শুরুতে ব্যবসায় সম্পদের পরিমাণ ছিল ১,০০০ টাকা এবং স্বত্বাধিকার ছিল ৬০০ টাকা। উক্ত বছরে সম্পদ বেড়েছে ১০০ টাকা এবং দায় কমেছে ৫০ টাকা বছর শেষে স্বত্বাধিকারের পরিমাণ কত?

23 / 30

সর্বপ্রথম কোন শহরে দু’তরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা শুরু হয়?

24 / 30

 হিসাববিজ্ঞানের যাত্রা কখন শুরু হয়েছিল?

25 / 30

১০,০০০ টাকা মুনাফার্জন মানে কারবারে ১০,০০০ টাকা নগদ থাকা নয় – এ বাক্যটির সাথে নিচের কোন যুক্তিটি সম্পর্কযুক্ত?

26 / 30

নিট লাভ দ্বারা কী বৃদ্ধি পায়?

27 / 30

বেতন কোন জাতীয় হিসাব?

28 / 30

লেনদেনের কাঠামোগত পরিবর্তন হবে-
i. নগদে সম্পদ ক্রয় করা হলে
ii. নগদে পণ্য বিক্রয় করা হলে
iii. নগদ টাকা ব্যাংকে জমা দিলে
নিচের কোনটি সঠিক?

29 / 30

স্বত্ত্বাধিকার হ্রাসের সঠিক কারণ কোনটি?

30 / 30

 মোট সম্পত্তি ৫৫,০০০ টাকা, চলতি দায় ২০,০০০ টাকা, প্রাপ্য বিল ১০,০০০ টাকা হলে মালিকানা স্বত্ব কত?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ২য়পত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ২য়পত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-১: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১. কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান হতে এককালীন যে অর্থ পাওয়া যায়, তাকে কী বলে?

ক. চাঁদা    

খ. অনুদান✓

গ. প্রবেশ ফি

ঘ. অডিট ফি

২. প্রারম্ভিক সম্পত্তি ও দায়: নগদ তহবিল ১২,০০০ টাকা; দালানকোঠা ৫০,০০০ টাকা; আসবাবপত্র ৩০,০০০ টাকা; প্রদেয় বেতন ৬,০০০ টাকা; অনাদায়ী চাঁদা ১০০ টাকা; প্রাপ্য ভাড়া ১৪,০০০ টাকা; লাইব্রেরী পুস্তক ২,০০০ টাকা। মূলধন তহবিলের পরিমাণ কত টাকা?

ক. ৪৫,০০০ টাকা

খ. ৫৬,০০০ টাকা

গ. ১,০২,০০০ টাকা    

ঘ. ১,০২,১০০ টাকা✓

৩. নিচের কোনটি মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান?

ক. প্রকৌশলিদের ফার্ম✓

খ. সিটি ডেন্টাল কলেজ

গ. ল্যাব এইড হাসপাতাল

ঘ. ঢাকা মেডিকেল

৪. অব্যবসায়ী প্রতিষ্ঠানে নির্দিষ্ট খরচের বিপক্ষে যে তহবিল তৈরি করা হয় তার নাম কী?

ক. মূলধন তহবিল     

খ. বিশেষ তহবিল✓

গ. খরচ তহবিল       

ঘ. সঞ্চিত তহবিল

৫. চলতি সালের বকেয়া আয় কোথায় লিপিবদ্ধ হয়?

ক. মূলধন তহবিল নির্ণয়

খ. প্রাপ্তি-প্রদান হিসাবে

গ. আর্থিক অবস্থার বিবরণীতে✓

ঘ. লাভ-ক্ষতি বণ্টন হিসাবে

৬. মনিহারি ক্রয় ৫,০০০ টাকা, প্রারম্ভিক মজুদ ১,০০০ টাকা, সমাপনী মজুদ ২,০০০ টাকা, ব্যবহৃত মনিহারির পরিমান কত টাকা?

ক. ৩,০০০ টাকা    

খ. ৪,০০০ টাকা✓

গ. ৫,০০০ টাকা    

ঘ. ৬,০০০ টাকা

৭. কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় প্রাপ্তি?

ক. চাঁদা প্রাপ্তি

খ. লকার ভাড়া প্রাপ্তি

গ. পুরাতন সম্পদ বিক্রয়✓

ঘ. বিনিয়োগের সুদ প্রাপ্তি

৮. প্রাপ্তি-প্রদান হিসাবের বহির্ভূত লেনদেন কোনটি?

ক. সকল প্রকার নগদ প্রাপ্তি

খ. সকল প্রকার নগদ পরিশোধ

গ. চলতি ও বিগত বছরের প্রাপ্তি ও প্রদান

ঘ. বকেয়া লেনদেন✓

৯. প্রদত্ত বেতন ১৫,০০০ টাকা, চলতি বছরের বকেয়া বেতন ৫,০০০ টাকা এবং পরবর্তী বছরের জন্য অগ্রিম বেতন ৩,০০০ টাকা হলে বেতন বাবদ খরচ কত টাকা?

ক. ৭,০০০ টাকা   

খ. ১৩,০০০ টাকা

গ. ১৭,০০০ টাকা✓   

ঘ. ২৩,০০০ টাকা

১০. খাদ্যসমাগ্রীর প্রারম্ভিক উদ্বৃত্ত ৪০,০০০ টাকা, ক্রয় ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ উদ্বৃত্ত ২,০০০ টাকা আয়-ব্যয় হিসেবে কত টাকা দেখাবে?

ক. ২,০০০ টাকা     

খ. ৪,০০০ টাকা

গ. ৪০,০০০ টাকা✓    

ঘ. ৪২,০০০ টাকা

১১. মূলধন তহবিল থেকে কোনটি বিয়োগ করা হয়?

ক. আয়াতিরিক্ত ব্যয়✓

খ. সমাপনী নগদ উদ্বৃত্ত

গ. মোট আয়   

ঘ. চাদা

১২. একটি উকিল সংঘের সদস্য সংখ্যা ২০০ জন। মাসিক চাঁদার হার ২০ টাকা। চলতি বছরে ১০ জন সদস্য ৩ মাসের চাঁদা প্রদান করেনি। তাহলে আয়-ব্যয় বিবরণীতে চাঁদা বাবদ কত টাকা দেখাতে হবে?

ক. ৪৮,০০০ টাকা✓    

খ. ৪৫,৬০০ টাকা

গ. ৪০,৮০০ টাকা     

ঘ. ৭,২০০ টাকা

১৩. পুরাতন সম্পদ বিক্রয়ের লাভ কী ধরনের আয়?

ক. মুনাফা জাতীয় আয়

খ. মুনাফা জাতীয় প্রাপ্তি

গ. মুলধন জাতীয় প্রাপ্তি

ঘ. মুলধন জাতীয় আয়✓

১৪. শাপলা ক্লাবের কর ও অভিকর ৭,৫০০ টাকা ১৫ মাসের জন্য দেয়া আছে। আয়-ব্যয় হিসাবে কত টাকা দেখাতে হবে?

ক. ৭,৫০০ টাকা      

খ. ৭,৩০০ টাকা

গ. ৭,২০০ টাকা      

ঘ. ৬,০০০ টাকা✓

১৫. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়ের ক্ষেত্রে প্রাপ্তি-প্রদান হিসাব হতে নিচের কোনটি গ্রহণ করতে হয়?

ক. প্রারম্ভিক হাতে নগদ✓   

খ. সমাপনী উদ্বৃত্ত

গ. চাঁদা      

ঘ. কমিশন

১৬. অব্যবসায়ী প্রতিষ্ঠানের কার্য পরিচালনার নিট আয়কে কী বলা হয়?

ক. আয়ের অতিরিক্ত ব্যয়

খ. ব্যয়ের অতিরিক্ত আয়✓

গ. নিট লাভ     

ঘ. নিট ক্ষতি

১৭. অব্যবসায়ীদের প্রতিষ্ঠানকে সাধারণত কয় ভাগে ভাগ করা যায়?

ক. ২ ভাগে✓    

খ. ৩ ভাগে  

গ. ৪ ভাগে   

ঘ. ৫ ভাগে

১৮. অনুদান ১,২০,০০০ টাকা। অনুদানের পাঁচ-দশমাংশ মুনাফা জাতীয়। তাহলে মূলধন জাতীয় কত টাকা?

ক. ১,২০,০০০ টাকা      

খ. ৬০,০০০ টাকা✓

গ. ৫০,০০০ টাকা         

ঘ. ৭৫,০০০ টাকা

১৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদকে কার নিকট জবাবদিহি করতে হয়?

ক. মালিকের     

খ. সরকারের

গ. সদস্যগণের✓     

ঘ. আদালতের

২০. মূলধন তহবিলে অন্তর্ভূক্ত থাকে-

i. প্রারম্ভিক সম্পদ

ii. গত বছরের বকেয়া আয়

iii. গত বছরের বকেয়া খরচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii

গ. ii ও iii         ঘ. i, ii ও iii✓

২১. অব্যবসায়ী অমুনাফাভোগী প্রতিষ্ঠানের আয়ের উদাহরণ হলো-

i. চাঁদা

ii. অনুদান

iii. পরামর্শ ফি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii          ঘ. i, ii ও iii✓

২২. পরবর্তী বছরের চাঁদা প্রাপ্তি সমন্বয়ে বলা থাকলে-

i. চাঁদার সাথে বিয়োগ হবে

ii. উদ্বর্তপত্রে দায় হিসেবে দেখাতে হবে

iii. উদ্বর্তপত্রের সম্পদ হিসেবে দেখাতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

২৩. বিগত বছরের বকেয়া খরচ চলতি বছরেও অপরিশোধিত থাকলে-

i. সংশ্লিষ্ট খরচের সাথে যোগ

ii. মূলধন তহবিল দায়

iii. উদ্বৃর্তপত্রে দায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii   খ. i ও iii

গ. ii ও iii✓          ঘ. i, ii ও iii

২৪. প্রারম্ভিক দায় হলো-

i. বিগত বছরের বকেয়া বেতন

ii. বিগত বছরের বকেয়া চাঁদা আয়

iii. বিগত বছরের বকেয়া মনিহারি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii✓

গ. ii ও iii        ঘ. i, ii ও iii

২৫. প্রাপ্তি ও প্রদান হিসাবের অন্তর্ভূক্ত থেকে বিরত-

i. বকেয়া আয়

ii. বকেয়া ব্যয়

iii. অনাদায়ী আয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii✓

►নিচের উদ্দীপকটি পড়ে ২৬ ও ২৭ নং প্রশ্নের উত্তর দাও।

সেবার জন্য আমরা ক্লাবের সদস্য সংখ্যা ৪০ জন। প্রত্যেকের বার্ষিক চাঁদার পরিমাণ ১,০০০ টাকা। প্রাপ্তি-প্রদান হিসাবে চলতি বছরের চাঁদার পরিমাণ ৪২,০০০ টাকা যার মধ্যে আগামী বছরের চাঁদা অগ্রিম পাওয়া গেছে ১২,০০০ টাকা।

২৬. চলতি বছর অনাদায়ী চাঁদার সদস্য সংখ্যা কত?

ক. ১০ জন    

খ. ১২ জন   

গ. ৪০ জন✓   

ঘ. ৪২ জন

২৭. উপর্যুক্ত অগ্রিম চাঁদা প্রাপ্তির ফলে ব্যবসায়ের-

i. মূলধন তহবিল বৃদ্ধি পাবে

ii. সম্পদ বৃদ্ধি পাবে

iii. দায় বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii ✓         ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।

একটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট চাঁদা ৮৫,০০০ টাকা। বিগত বছরের প্রাপ্ত চাঁদা ৮,০০০ টাকা ও পরবর্তী বছরের প্রাপ্ত চাঁদা ৫,০০০ টাকা উক্ত চাঁদার মধ্যে অর্ন্তভূক্ত রয়েছে। বিগত বছরের অনাদায়ী চাঁদা ছিল ১০,০০০ টাকা।

২৮. উপর্যুক্ত তথ্যের ভিত্তিতে আয়-ব্যয় হিসাবে চাঁদা কত?

ক. ৯৫,০০০ টাকা    

খ. ৯০,০০০ টাকা

গ. ৮৫,০০০ টাকা    

ঘ. ৭২,০০০ টাকা✓

২৯. বিগত বছরের অনাদায়ী চাঁদা দেখাতে হবে-

i. মূলধন তহবিল সম্পদ ১০,০০০ টাকা

ii. উদ্বৃর্তপত্রে সম্পদ ২,০০০ টাকা

iii. চাঁদার সাথে বিয়োগ ৮,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii✓

►নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।

কাকলী ক্লাব বছরে খাদ্য ও পানীয় দ্রব্য ক্রয় করেছে ১০,০০০ টাকা এবং বিক্রয় করেছে ২৫,০০০ টাকা, খাদ্য সামগ্রী ও পানীয় দ্রব্যের প্রারম্ভিক মজুদ ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ আছে ৩,০০০ টাকা।

৩০. বছরে ব্যবহৃত খাদ্য সামগ্রী ও পানীয় দ্রব্য বাবদ কত টাকা দেখাতে হবে?

ক. ৮,০০০ টাকা    

খ. ১১,০০০ টাকা

গ. ৯,০০০ টাকা✓   

ঘ. ১৭,০০০ টাকা

৩১. খাদ্য সমাগ্রী ও পানীয় ক্রয়-বিক্রয় হতে মুনাফা বাবদ কত টাকা দেখাতে হবে?

ক. ১৫,০০০ টাকা     

খ. ১৬,০০০ টাকা✓

গ. ১৭,০০০ টাকা     

ঘ. ১৮,০০০ টাকা

হিসাববিজ্ঞান ২য়পত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-১: অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব

সৃজনশীল প্রশ্ন-উত্তর

১। নিম্মোক্ত তথ্যাবিল দীপা ক্লাবের হিসাবের বই থেকে ৩১-১২-২০১৭ তারিখে নেওয়া হয়েছে: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

বিবরণটাকা
প্রারম্ভিক নগদ তহবিল১০,০০০
চাঁদা প্রাপ্তি৩৭,৫০০
বেতন প্রদান৪৫,০০০
ছাপা ও মনিহারি৭,২৫০
অনুদান৫০,০০০
পুরাতন কাগজ বিক্রয়২,৭৫০
প্রাঙ্গন রক্ষণাবেক্ষণ১২,৫০০
উইলকৃত ধনদৌলত৪২,৫০০
আসবাবপত্র ক্রয়৪০,০০০
আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করতে হবে। 

করণীয়:

ক. মুনাফাজাতীয় প্রাপ্তির পরিমাণ নির্ণয় কর।

খ. মুনাফাজাতীয় খরচের পরিমাণ কত?

গ. ৩১-১২-২০১৭ তারিখে দীপা ক্লাবের নগদ তহবিলে পরিমাণ নির্ণয় কর।  

উত্তর: 

ক. মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণ ৪০,২৫০ টাকা; খ. মুনাফা জাতীয় খরচের পরিমাণ ৬৮,৭৫০ টাকা; গ. ৩১.১২.২০১৭ তারিখের নগদ তহবিল ৩৮,০০০ টাকা।

২। রয়েল ক্লাবের ২০১৭ সালের ৩১শে ডিসেম্বর তারিখে প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে দেওয়া হলোঃ [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

রয়েল ক্লাব

প্রাপ্তি  প্রদান হিসাব

প্রাপ্তিসমূহটাকাপ্রদানসমূহটাকা
নগদ উদ্বৃত্ত (১-১-১৭)চাঁদাখেলাধুলা বাবদ ফিআপ্যায়ন থেকে মুনাফাবিনিয়োগের সুদঅনুদান (৪০% মুনাফা জাতীয়)আজীবন সদস্যের চাঁদা১২,৫০০৫৫,০০০১৬,০০০২,৮০০১,৫০০৪০,০০০১০,০০০মজুরিভাড়াবেতনস্টেশনারিবিনিয়োগআসবাবপত্র (৩০-৬-১৭)মেরামতবিবিধ খরচখেলার সরঞ্জামউদ্বৃত্ত (৩১-১২-১৭)১৩,০০০১৮,০০০৩৬,০০০৪,০০০৫,০০০২৫,০০০২,০০০৩,৫০০৭,৫০০২৩,৮০০
১,৩৭,৮০০১,৩৭,৮০০

২০১৭ সালের ১ জানুয়ারি ক্লাবের সম্পদ ছিল:

বিনিয়োগ ৩০,০০০ টাকা, আসবাবপত্র ৩৮,০০০ টাকা, খেলার সরঞ্জাম ১২,০০০ টাকা, দালানকোঠা ৬০,০০০ টাকা।

অন্যান্য তথ্যাবলি:

১) প্রাপ্ত চাঁদার মধ্যে ২,৭৫০ টাকা বিগত বছরের; ৩,৫০০ টাকা পরবর্তী বছরের। চলতি বছরের চাঁদার ৪,০০০ টাকা অনাদায়ী রয়েছে।

২) প্রদত্ত বেতনের ৬,৩০০ টাকা বিগত বছরের; চলতি বছরের বকেয়া ২,৭০০ টাকা।

৩) আসবাবপত্রের অবচয় ১০%।

৪) স্টেশনারি অব্যবহৃত রয়েছে ৫০০ টাকার।

করণীয়:

ক. চলতি বছরের চাঁদা আয়ের পরিমাণ গণনাসহ নির্ণয় কর।

খ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের আয়-ব্যয় হিসাব প্রস্তুত কর।

গ. প্রারম্ভিক মূলধন তহবিল ১,৪৮,৯৫০ টাকা ধরে ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে উদ্বর্তপত্র তৈরি কর।

উত্তর:

ক. চলতি বছরের চাঁদা আয় ৫২,৭৫০ টাকা; খ. ব্যয়াতিরিক্ত আয় ১১,৬০০ টাকা; গ. উদ্বর্তপত্রের যোগফল ২,০০,৭৫০ টাকা। 

৩। মিরসরাই সমতা সংঘ এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নে দেয়া হলো;  [ঢা.বো. ২০১৭]

প্রাপ্তি সমূহটাকাপ্রদান সমূহটাকা
নগদ তহবিল১,৫০০বেতন ও সম্মানি২৫,০০০
চাঁদা ২০১৫১,০০০10% বিনিয়োগ২৫,০০০
        ২০১৬৮৪,০০০(1-4-2016) 
        ২০১৭২,৭০০ছাপা ও মনিহারী৬,৭৪০
প্রবেশ ফি৩,২৫০খেলাধুলার সরঞ্জাম ক্রয়১০,০০০
    
  মেরামত ও নবায়ন খরচ৭,৫৩০
    
  ছাত্রবৃত্তি প্রদান১২,৫০০
  সমাপনী নগদ তহবিল ও৫,৬৮০
  ব্যাংক জমা 
    
 ৯২,৪৫০ ৯২,৪৫০
সমন্বয় ও অন্যান্য তথ্যাবলিঃ- (১) ছাপা ও মনিহারী খরচ ৪,০০০ টাকা বিগত বছরের এবং চলতি বছরের ছাপা বাবদ ২,৫০০ টাকা এখনও বকেয়া রয়েছে।

(২) ক্লাবের মোট সদস্য সংখ্যা ৮৫০ জন, প্রত্যেকের বার্ষিক চাঁদার হার ১০০ টাকা।

করণীয়ঃ- 

ক. ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূলধনের পরিমাণ নির্ণয় কর।

খ. মিরসরাই সমতা সংঘের ২০১৬ সালের আয়-ব্যয় হিসাব তৈরি কর।

গ. উক্ত সংঘের ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে উদ্বর্তপত্র প্রস্তুত কর।

উত্তর: 

ক. ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে মূলধনের পরিমাণ ১,৫০০ টাকা (ডেবিট); খ. আয়ের উদ্বৃত্ত ৩৯,৮৫৫ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৪৩,৫৫৫ টাকা। 

৪। উজালা সংঘের ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি  ও প্রদান বিবরণী নিম্নরূপ: [রা.বো. ২০১৭]

হিসাবের নামটাকাটাকা
জের:  
নগদ১০,০০০ 
ব্যাংক জমা১৫,০০০২৫,০০০
যোগ : প্রাপ্তিসমূহ :  
চাঁদা৪০,০০০ 
বৃত্তি তহবিলে প্রাপ্তি৩০,০০০ 
উইলকৃত সম্পদ১০,০০০৮০,০০০
মোট প্রাপ্তি : ১,০৫,০০০
বাদ: প্রদানসমূহ  
ছাপা খরচ৯,০০০ 
বেতন প্রদান২০,০০০ 
মেরামত খরচ৬,০০০ 
বিলিয়ার্ড টেবিল ক্রয়২০,০০০ 
(০১-১০-২০১৬)৭,০০০ 
বৃত্তি প্রদান ৬২,০০০
মোট প্রদান :  
জের :১৩,০০০ 
নগদ৩০,০০০৪৩,০০০

২০১৬ সালের ১ জানুয়ারিতে বিলিয়ার্ড টেবিল ২০,০০০ টাকা, আসবাবপত্র ২৫,০০০ টাকা, বৃত্তি তহবিল ১৬,০০০ টাকা, অনাদায়ী চাঁদা ২,০০০ টাকা।

অন্যান্য তথ্যাবলিঃ- স্থায়ী সম্পত্তির উপর ৫% হারে অবচয়ের ব্যবস্থা করতে হবে।

করণীয়ঃ- 

ক. ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে বৃত্তি তহবিলের জের নির্ণয় কর।

খ. প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় কর।

গ. ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে সমাপ্ত বছরের আয়-ব্যয় বিবরণী প্রস্তুত কর।

উত্তর: 

ক. সমাপনী বৃত্তি তহবিল ৩৯,০০০ টাকা; খ. প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ ৫৬,০০০ টাকা; গ. আয় উদ্বৃত্ত ৫০০ টাকা।

৫। রূপালী ক্লাবের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি-প্রদান হিসাব ছিল নিম্নরূপ; [চ.বো. ২০১৭]

প্রাপ্তি সমূহটাকাপ্রদান সমূহটাকা
উদ্বৃত্ত (১-১-১৫)৩০,০০০বেতন২০,৫৫০
চাঁদা প্রাপ্তি মনিহারি২,৭৫০
২০১৪    ৪০০ টেলিফোন খরচ১,০০০
২০১৫ ২১১০০ বৈদ্যুতিক৬,৫০০
২০১৬    ৯০০২২,৩০০সংস্থাপন ব্যয় 
বিনিয়োগের সুদ৫,০০০৪% বিনিয়োগ১০,০০০
অনুদান প্রাপ্তি১৯,০০০(১-৭-১৫) 
চরণ কর১৫,০০০আসবাবপত্র ক্রয়২০,০০০
আপ্যায়ন১৫,৭৫০অন্যান্য খরচ৭,৫০০
হতে মুনাফা উদ্বৃত (৩১-১২-১৫)৩৮,৭৫০
 ১,০৭,০৫০ ১,০৭,০৫০

সমন্বয় সমূহঃ- (১) ক্লাবের ২৫৫ জন সদস্য প্রত্যেকে বার্ষিক ১০০ টাকা হারে চাঁদা প্রদান করে। ১-১-১৫ তারিখে অগ্রিম চাঁদার পরিমাণ ছিল ৮০০ টাকা।

(২) ৩১-১২-২০১৪ তারিখে ৭০০ টাকা এবং ৩১-১২-২০১৫ তারিখে ১,৭০০ টাকা মনিহারি উদ্বৃত্ত ছিল।

(৩) বিগত বছরের অন্যান্য খরচ চলতি বছরে পরিশোধ করা হয়েছে ১,২০০ টাকা।

(৪) ১-১-২০১৫ তারিখে ৪% বিনিয়োগ ১,৪০,০০০ টাকা এবং দালানকোঠা ১,১০,০০০ টাকা ছিল। দালানকোঠার উপর ৫% অবচয় ধার্য করতে  হবে।

(৫) অনুদানের ৫০% মুনাফাজাতীয় প্রাপ্তি হিসেবে ধরতে হবে।

করণীয়ঃ- ক. ১-১-২০১৫ তারিখে ক্লাবটির মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় কর।

খ. ৩১-১২-২০১৫ তারিখে ক্লাবের আয়-ব্যয় হিসাবের আয় পার্শ্বের সমষ্টি নির্ণয় কর।

গ. ৩১-১২-২০১৫ তারিখে ক্লাবের মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় কর।

উত্তর: ক. মূলধন তহবিল (০১-০১-২০১৫) ২,৭৯,১০০ টাকা; খ. মোট আয়ের পরিমাণ ৬৮,৫৫০ টাকা; গ. মোট সম্পদের পরিমাণ ৩,২২,৯৫০ টাকা। 

হিসাববিজ্ঞান ২য়পত্র ১ম অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page