কমিউনিকেশন মাধ্যম MCQ(HSC ICT 2nd Chapter MCQ) Part-2

কমিউনিকেশন মাধ্যম MCQ(HSC ICT 2nd Chapter MCQ) Part-2 আর্টিকেলটি এইচএসসি আইসিটি ২য় অধ্যায়ের কমিউনিকেশন মাধ্যম অংশের এমসিকিউ ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। তাই তোমরা খুব সহজে এই MCQ গুলো অনুশীলন করতে পারবে।

ডেটা কমিউনিকেশনের মাধ্যম

( তার মাধ্যম, কো-এক্সিয়াল, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার )

(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

৬৬। টুইস্টেড পেয়ার ক্যাবলের সাধারন রং কোনটি? রা.-১৬, মা-১৮
ক) কমলা
গ) কাল
খ) বাদামী
ঘ) সাদা
উত্তর-(ঘ) ব্যাখ্যা: টুইস্টেড পেয়ার ক্যাবলে সাধারনত মােট ৪ জোড়া তার ব্যবহৃত হয়। প্রতি জোড়া তারের মধ্যে একটি সাদা রঙের তার থাকে এবং অপর তারগুলাে ভিন্ন রংয়ের হয়।

৬৭। কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? (দি, -১৬)
ক) 10 Mbps
খ) 200 Mbps
গ) 2 Gbps
ঘ) 40 Gbps
উত্তর-(ক) ব্যাখ্যা: ডেটা ট্রান্সফার রেট তারের দৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সীর উপর নির্ভর করে। কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহার করে ১ কিলােমিটার পর্যন্ত দূরত্নে ডিজিটাল ডেটা প্রেরণ করা যায়। এ ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 10 Mbps পর্যন্ত হতে পারে।

৬৮। কোর, ক্লোডিং ও জ্যাকেট দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়?

অথবা, পূর্ণ-অভ্যন্তরীন প্রতিফলণের নিয়ম অনুযায়ী ডেটা ট্রান্সমিশন হয় কোন ক্যাবল-এর? [BRUR(E):17-18]
আলাের গতিতে ডেটা স্তানান্তরিত হয় কোনটিতে? [HEC:11-12]
অথবা, লেজার রশ্মির সাহায্যে উপাত্ত স্থানান্তর করা হয় কিসে? [HEC: 12-13]

ক) কো-এক্সিয়েল
খ) অপটিক্যাল ফাইবার
গ) টুইস্টেড পেয়ার
ঘ) রাউটার।
ত্তর-(খ) ব্যাখ্যা: অপটিক্যাল ফাইবার ক্যাবলের তিনটি অংশ থাকে । সবচেয়ে ভেতরের তারটি হলাে কোর। এর বাইরের ডাই-ইলেক্ট্রিক আবরণ ক্ল্যাডিং নামে পরিচিত। এর উপরে বাইরের আবরণটি হলাে প্লাস্টিকের জ্যাকেট। অপটিক্যাল ফাইবার ক্যাবলের মধ্যে দিয়ে আলাের পূর্ণ-অভ্যন্তরীন প্রতিফলণের নিয়ম অনুযায়ী ডেটা ট্রান্সমিশন করা হয় । Laser এর পূর্ণরূপ হল light amplification by stimulated emission of radiation। লেজার এক ধরনের আলাে।

কমিউনিকেশন মাধ্যম MCQ(HSC ICT 2nd Chapter MCQ) Part-2
৯। কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে গেছে?

ক) সমুদ্র তলদেশ দিয়ে
খ) বায়ুর মধ্য দিয়ে
গ) মাটির নিচ দিয়ে
ঘ) ভূ-উপগ্রহের মাধ্যমে
উত্তর-(ক) ব্যাখ্যা: সমুদ্র তলদেশ দিয়ে টানেলের মাধ্যমে অপটিক্যাল ফাইবার ক্যাবলের দীর্ঘ তার বিস্তৃত করে পৃথিবীর অসংখ্য দেশকে সংযুক্ত করা হয়েছে।

৭০। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ কোনটি?
ক) বাফার
খ) জ্যাকেট
গ) ক্ল্যাডিং
ঘ) কোর

উত্তর-(ঘ) ব্যাখ্যা: অপটিক্যাল ফাইবার ক্যাবলের তিনটি অংশ থাকে। সবচেয়ে ভেতরের তারটি হলাে ডাই-ইলেক্ট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোণ পর্যন্ত হয়ে থাকে।

৭১। ফাইবার অপটিক ক্যাবলের সুবিধা কোনটি?
ক) ডেটার গতির 1 mbps
খ) বিদ্যুৎ চৌম্বক প্রভাব প্রভাবমুক্ত
গ) অপেক্ষাকৃত সহজে স্থাপনযােগ্য
ঘ) রক্ষণাবেক্ষণ খরচ কম
উত্তর-(খ) ব্যাখ্যা: ফাইবার অপটিক ক্যাবল বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত। কারণ এই তরের ভিতর দিয়ে আলােক রশি প্রবাহিত হয়। ফলে পরিবেশের বিদ্যুৎ চৌম্বক ক্ষেত্রে কোন প্রভাব বিস্তার করতে পারে না।সঠিকভাবে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা কোন বাধা প্রদান করতে পারে না।

৭২। কোনটি নেটওয়ার্কে ব্যাকবােন ক্যাবল হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়?
ক) ফাইবার অপটিক
খ) কো-এক্সিয়েল
গ) টুইস্টেড পেয়ার
ঘ) রাউটার।
উত্তর-(ক) ব্যাখ্যা: ফাইবার অপটিক ক্যাবল উচ্চ ব্যান্ডউইথ সম্পন্ন হওয়ায় এবং ডেটা স্থানান্তরের ক্ষেত্রে পরিবেশের প্রভাব মুক্ত হওয়ায় নেটওয়ার্কের ব্যাকবােন হিসেবে এই ক্যাবল সর্বাধিক ব্যবহৃত হয়।

কমিউনিকেশন মাধ্যম MCQ(HSC ICT 2nd Chapter MCQ) Part-2

৭৩। সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি?
ক) UTP
খ) STR
গ) কো-অ্যাক্সিয়াল ক্যাবল
ঘ) ফাইবার অপটিক ক্যাবল
উত্তর-(ঘ) ব্যাখ্যা: আলােক তরঙ্গ ব্যবহার করে ডেটা ট্রান্সমিট করায় এবং পরিবেশের প্রভাব মুক্ত হওয়ায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত দ্রুত গতিতে সম্পন্ন হয় । এতে গিগাবাইট রেজ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। কো-এক্সিয়াল ক্যাবল এর ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট 10 Mbps পর্যন্ত হতে পারে UTP ক্যাবল ১ গিগাবাইট রেঞ্জের ডেটা ট্রান্সমিট করতে পারে।

৪। টুইস্টেড পেয়ার ক্যাবলে কয় জোড়া তার থাকে?

ক) ১
খ) ২
গ) ৩
ঘ) ৪
উত্তর-(ঘ) ব্যাখ্যা: টুইস্টেড পেয়ার ক্যাবলে সাধারনত মােট ৪ জোড়া তার ব্যবহৃত হয় । প্রতি জোড়া তারের মধ্যে একটি সাদা রঙের তার থাকে এবং অপর তারগুলাে ভিন্ন রংয়ের হয় ।

৭৫। ডেটা কমিউনিকেশনে চ্যানেল বলা হয় কোনটিকে?
ক) ডেটা প্রেরক কম্পিউটারকে
খ) ডেটা গ্রাহক কম্পিউটারকে
গ) প্রেরণ প্রান্ত ও গ্রহণ প্রান্তের মধ্যে স্থাপিত সংযােগকে
ঘ) মডিউলেটরকে
উত্তর-(গ) ব্যাখ্যা: প্রেরণ প্রান্ত ও দূরবর্তী গ্রহণ প্রান্তের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য প্রয়ােজন উভয় প্রান্তের মধ্যে সংযােগ স্থাপন করা। এই সংযােগকে সাধারনত চ্যানেল বলা হয় । এই চ্যানেল বাস্তবায়নের জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হয় যা ডেটা বিনিময়ের জন্য সুনির্দিষ্ট ক্ষমতা সম্পন্ন হয়।

৭৬। ফাইবার অপটিক ক্যাবল কি ধরনের সিগনাল ট্রান্সমিট করে ?
ক) ইলেক্ট্রিক্যাল সিগন্যাল খ) লাইট সিগন্যাল
গ) রেডিও সিগন্যাল ঘ) ম্যাগনেটিক সিগনাল
উত্তর-(খ) ব্যাখ্যা: ফাইবার অপটিক ক্যাবলে বৈদ্যুতিক সিগনালকে বিশেষ ধরনের অল্টো-ইলেক্ট্রোনিক সার্কিটের মাধ্যমে আলােক তরঙ্গে রূপান্তর করা হয়। এই আলােক তরঙ্গ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে পরিবাহিত হয়ে গন্তব্যে পৌছে।

৭৭। ফাইবার অপটিক ক্যাবল কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিট করে?
ক) স্যাটেলাইটের মাধ্যমে
খ) রেডিও ওয়েভের সাহায্যে
গ) আলােকের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে
ঘ) মাল্টি কম্পােনেন্ট কাঁচের মাধ্যমে
উত্তর-(গ) ব্যাখ্যা: ফাইবার অপটিক ক্যাবল ইলেক্টিক্যাল সিগনালের পরিবর্তে লাইট সিগনাল ট্রান্সমিট করে এতে আলােকের গর্ব। অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।

৭৮। Category-6 এর সর্বোচ্চ ডেটা ট্রান্সফার রেট কত?
ক) 1000 Kbps
খ) 1,000 Mbps
গ) 10,000 Kbps
ঘ) 10,000 Mbps
উত্তর-(খ) ব্যাখ্যা: Category-৬ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট বা ১০০০ মেগাবাইট রেটে ডেটা ট্রান্সমিট করতে পারে।

কমিউনিকেশন মাধ্যম MCQ(HSC ICT 2nd Chapter MCQ) Part-2

৭৯। নিচের কোন ক্যাবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? [মা.-১৭]
(ক) শিন্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
(খ) আন-শিন্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল
(গ) কো-এক্সিয়াল ক্যাবল
(ঘ) ফাইবার অপটিক্যাল ক্যাবল
উত্তর-(ঘ) ব্যাখ্যা: বিভিন্ন ধরনের ক্যাবলের মধ্যে ফাইবার অপটিক ক্যাবল উচ্চ ব্যান্ডউইডথ সম্পন্ন এবং এটি প্রায় ১০ Gbps গতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম। আন-শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল ক্যাবল ১ Gbps গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে। কো-এক্সিয়াল ক্যাবলের ক্ষেত্রে ডেটা ট্রান্সফার রেট ১০ Mbps পর্যন্ত হতে পারে।

৮০। কো-এক্সিয়াল ক্যাবল কয়ভাগে বিভক্ত? [মা.-১৮)।
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) পাঁচ
উত্তর-(ক) ব্যাখ্যা: কো-এক্সিয়াল ক্যাবল দুই ভাগে বিভক্ত, যথা: থিকনেট ও থিননেট।

৮১। টুইস্টেড পেয়ার ক্যাবলে কমন কালার কোনটি? [মা.-১৮]
ক) কমলা
খ) সবুজ
গ) সাদা
ঘ) লাল
উত্তর-(গ) ব্যাখ্যা: টুইস্টেড পেয়ার ক্যাবলে সাধারণত চার জোড়া তার ব্যবহৃত হয়। প্রতি জোড়া তারের মধ্যে একটি সাধারণ বা কমন রংয়ের(সাদা) তার থাকে এবং অপর তার গুলাে ভিন্ন রংয়ের হয়।

৮২। তারগুলাে পেচানাে ও জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয়- (ঢা.-১৯)
ক) টেলিফোন ক্যাবল
খ) কো-এক্সিয়াল ক্যাবল
গ) টুইস্টেড পেয়ার ক্যাবল।
ঘ) ফাইবার অপটিক ক্যাবল
উত্তর-(গ) ব্যাখ্যা: একজোড়া পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার ক্যাবল তৈরি করা হয় । দু’টি বিদ্যুৎ পরিবাহী তার ও অপরিবাহী বা অন্তরক/পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে কো-এক্সিয়াল ক্যাবল তৈরি করা হয় । অপটিক্যাল ফাইবার ক্যাবল হল এক ধরনের আলাে পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি করা হয়।

কমিউনিকেশন মাধ্যম MCQ(HSC ICT 2nd Chapter MCQ) Part-2

৮৩। ফটোডিটেক্টরের কাজ কী? [চ,-১৭]
(ক) অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করা
(খ) ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তরিত করা
(গ) বিদ্যুৎ শক্তিকে আলােক শক্তিতে রূপান্তরিত করা
(ঘ) আলােক তরঙ্গকে বিদ্যুৎ তরঙ্গে রূপান্তরিত করা
উত্তর- (ঘ) ব্যাখ্যা: অপটিক্যাল ফাইবার ক্যাবলে ডেটা ট্রান্সমিশন প্রক্রিয়ায় আলােক তরঙ্গকে ফটো ডিটেক্টরের সাহায্যে সনাক্ত করা হয়। এবং অপ্টো-ইলেক্ট্রনিক সার্কিটের মাধ্যমে পুনরায় বৈদ্যুতিক তরঙ্গে রূপান্তরিত করা হয়।

(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন

৮৪। অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয়-
i) কাঁচ
ii) প্লাস্টিক
iii) ইস্পাত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(ক) ব্যাখ্যা: অপটিক্যাল ফাইবার ক্যাবলের ভেতরের কোর এবং কাডিং মাল্টি কম্পােনেন্ট কাঁচ দিয়ে তৈরি হয় এবং বাইরের জ্যাকেটটি জাস্টিক আবরণ দ্বারা তৈরি হয়। কখনও কখনও ফাইবারের ক্ল্যাডিং হিসেবে প্লাস্টিক ব্যবহৃত হয়। বর্তমানে পূর্ণ প্রাস্টিক ফাইবারের ব্যবহারও দেখা যাচ্ছে।

৮৫। অপটিক্যাল ফাইবার ক্যাবলের সুবিধা হলাে-
i) এর মাধ্যমে দ্রুতগতিতে ডেটা স্থানান্তর করা যায়
ii) এটির রক্ষণাবেক্ষণ সহজতর
iii) এটি বিদ্যুৎ ও চৌম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(খ) ব্যাখ্যা: আলােক তরঙ্গ ব্যবহার করে ডেটা ট্রান্সমিট করা। অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন হয়। এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। এটি বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত এবং সঠিকভাবে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা কোন বাঁধা প্রদান করতে পারে না।

৮৬। অপটিক্যাল ফাইবার ক্যাবল- [য.-১৬]
i) উচ্চগতি সম্পন্ন
ii) দামে সস্তা
iii) বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(খ) ব্যাখ্যা: আলােক তরঙ্গ ব্যবহার করে ডেটা ট্রান্সমিট করায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ডেটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত দ্রুত গতি সম্পন্ন হয়। এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে। এটি বিদ্যুৎ চৌম্বক প্রভাব হতে মুক্ত এবং সঠিকভাবে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থা কোন বাধা প্রদান করতে পারে না।

কমিউনিকেশন মাধ্যম MCQ(HSC ICT 2nd Chapter MCQ) Part-2

৮৭। গাইডেড মিডিয়া বলা হয় কোনটিকে?
i) তার মাধ্যম
ii) কো- এক্সিয়াল ক্যাবল
iii) মাইক্রো ওয়েভ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ক) ব্যাখ্যা: গাইডেড মিডিয়ায় কোন সলিড ধাতব মাধ্যম দিয়ে নির্দেশিত কোন পথে বৈদ্যুতিক সংকেত বা আলােক সংকেত প্রবাহিত হয়। সলিড বা কঠিন মাধ্যম হিসাবে কপার, অ্যালুমিনিয়াম ও অপটিক্যাল ফাইবার তার বা ক্যাবল হিসেবে ব্যবহৃত হয়।

৮৮। ফাইবার তৈরিতে বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসাবে ব্যবহৃত হয়?
i) সিলিকা
ii) প্লাস্টিক
iii) মাল্টি কম্পােনেন্ট কাঁচ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসাবে সিলিকা ও মাল্টি কম্পােনেন্ট কাঁচ বহুলভাবে ব্যবহার করা হয় । অপটিক্যাল ফাইবার ক্যাবলের ভেতরের কোর এবং ক্ল্যাডিং মাল্টি কম্পােনেন্ট কাঁচ দিয়ে তৈরি হয় এবং বাইরের জ্যাকেটটি প্লাস্টিক আবরণ দ্বারা তৈরি হয়। কখনও কখনও ফাইবারের ক্ল্যাডিং হিসেবে প্লাস্টিক ব্যবহৃত হয়। বর্তমানে পূর্ণ প্লাস্টিক ফাইবারের ব্যবহারও দেখা যাচ্ছে ।

https://i0.wp.com/www.edupointbd.com/wp-content/uploads/2020/01/PAN.png?resize=505%2C335
এখানে, বাটন মোবাইল=A এবং প্রিন্টার =B
৮৯। চিত্র A ও B এর মধ্যে সর্বোচ্চ গতিতে ডেটা প্রদানের জন্য কী করা উচিত-

i) Hub এর পরিবর্তে swich
ii) টুইস্টেড ক্যাবলের পরিবর্তে অপটিক্যাল ফাইবার
iii) অপটিক্যাল ক্যাবলের পরিবর্তে কো-এক্সিয়াল ক্যাবল
নিচের কোনটি সঠিক?
ক) i ও iii
খ) i ও ii
গ) ii
ঘ)i ও ii ও iii
উত্তর-(খ) ব্যাখ্যা: হাব সিগনাল গ্রহণ করার পর নেটওয়ার্কে যুক্ত সকল কম্পিউটারে প্রেরণ করে। কিন্তু স্যুইচ সিগনাল গ্রহণ করার পর শুধুমাত্র টার্গেট কম্পিউটারে প্রেরন করে। বিভিন্ন ধরনের ক্যাবলের মধ্যে অপটিক্যাল ফাইবার ক্যাবল উচ্চ ব্যান্ডউইডথ সম্পন্ন এবং এতে গিগাবাইট রেঞ্জ বা তার চেয়ে বেশি গতিতে ডেটা চলাচল করতে পারে।

৯০। টুইস্টেড পেয়ার ক্যাবলের মাধ্যমে –
i) ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা যায়।
ii) অ্যানালগ ও ডিজিটাল ডেটা ট্রান্সমিট করা যায়
iii) কম দূরত্বে ডেটা পাঠানাের জন্য এটি উপােযােগী
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(গ) ব্যাখ্যা: টুইস্টেড পেয়ার ক্যাবল অ্যানালগ ও ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়। এই ধরনের ক্যাবল ব্যবহার করে ১০০ মিটারের বেশি দূরত্বে কোন ডেটা প্রেরণ করা যায়। কম দূরত্বে ডেটা প্রেরণের জন্য এটি সর্বাপেক্ষা কম ব্যয়বহুল পদ্ধতি। [সি.-১৯]

৯১। ডেটা কমিউনিকেশন মাধ্যম হচ্ছে-
i) টুইস্টেড পেয়ার ক্যাবল
ii) রেডিও ওয়েভ
iii) মডেম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ক) ব্যাখ্যা। টুইস্টেড পেয়ার ক্যাবল হল গাইছে মিডিয়া বা তার বা ক্যাবল মাধ্যম। রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ হল আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মাধ্যম। অপরদিকে মডেম হল অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেত এবং ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার ডিভাইস।

(গ) অভিন্ন তথ্যের বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে ৯২ ও ৯৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
ঢাকা কলেজের সব কম্পিউটারগুলাে ফাইবার অপটিক ক্যাবল দ্বারা নেটওয়ার্কিং করা হয়েছে। পূর্বে এই নেটওয়ার্কিং ব্যবস্থায় ব্যবহার করা হত টুইস্টেড পেয়ার ক্যাবল।

৯২। উদ্দীপকে কলেজের কম্পিউটারগুলাে যে ক্যাবল দ্বারা নেটওয়ার্কিং করা হয়েছে তা কি দিয়ে তৈরি?

ক) কপার
খ) কাচ
গ) তামা
ঘ) লােহা
উত্তর-(খ) ব্যাখ্যা: অপটিক্যাল ফাইবার ক্যাবলের ভেতরের কোর এবং ক্ল্যাডিং মাল্টি কম্পােনেন্ট কাঁচ দিয়ে তৈরি হয় এবং বাইরের জ্যাকেটটি প্লাস্টিক আবরণ দ্বারা তৈরি হয়। কখনও কখনও ফাইবারের ক্ল্যাডিং হিসেবে প্লাস্টিক ব্যবহৃত হয়। বর্তমানে পূর্ণ প্লাস্টিক ফাইবারের ব্যবহারও দেখা যাচ্ছে।

কমিউনিকেশন মাধ্যম MCQ(HSC ICT 2nd Chapter MCQ) Part-2

৯৩। পূর্বে যে মাধ্যম ব্যবহৃত হত তাতে –
i) ১০০ মিটারের বেশি দূরে ওয়্যারিং করা কঠিন
ii) ডেটা ট্রান্সফার রেট দূরত্বের উপর নির্ভরশীল ছিল
iii) ট্রান্সমিশন লস ছিল না।
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(ক) ব্যাখ্যা: কোন প্রকার রিপিটার ছাড়া টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহার করে ১০০ মিটারের বেশি দূরত্বে কোন ডেটা প্রেরণ করা যায় । এছাড়াও ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে দূরত্ব বাড়তে থাকলে ডেটা ট্রান্সফারের রেট কমতে থাকে। [য.-১৭]

এই কমিউনিকেশন মাধ্যম MCQ(HSC ICT 2nd Chapter MCQ) Part-2 ছাড়াও আরো জানতে ক্লিকঃ

You cannot copy content of this page