কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ: জীববিজ্ঞান ১মপত্রঃ অধ্যায় – ১: কোষ ও এর গঠন

বহুনির্বাচনি প্রশ্ন | Multiple Choice Questions

বাের্ড পরীক্ষায় আসা বহুনির্বাচনি প্রশ্নাবলি

২০২২ সালের আসা প্রশ্নাবলী

১। উদ্ভিদ কোষের কার্বোহাইড্রেটের ফ্যাক্টরী কোনটি?

ক. গলজিবস্তু
খ. লাইসােসােম
গ. রাইবােসােম
ঘ. মাইটোকন্ড্রিয়া

২। নিচের কোন অঙ্গানুতে অটোলাইসিস ঘটে?

ক. গলজিবস্তু
. লাইসােসােম
গ. রাইবােসােম
ঘ. মাইটোকন্ড্রিয়া

৩। রাইবোসোম নাম কে প্রস্তাব করেন?

. Richard B Roberts
. Albert Claude
গ. George Palade
ঘ. De Duve

নিচের ছকটি লক্ষ্য করো এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাওঃ

DNA(A)—-RNA(B)—-Protein

৪। উদ্দীপকে উল্লিখিত B প্রক্রিয়াটিকে কী বলে?
ক. রেপ্লিকেশন
খ. ট্রান্সলেশন
গ. ট্রান্সক্রিপসন
ঘ. ট্রান্সফরমেশন

৫। উদ্দীপকে A প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজন?
i. RNA পলিমারেজ
ii. সহযোগী প্রোটিন
iii. DNA
নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১. কোনটি DNA বহনকারী অঙ্গাণু? [ঢা. বাে, ‘১৯]

ক. গলজিবস্তু
খ. লাইসােসােম
গ. রাইবােসােম
ঘ. মাইটোকন্ড্রিয়া

২ Stop কোডন কোনটি? [রা, বাে, ‘১৯]

ক. AUG
খ. UAA
S. UGC
ঘ. AGU

৩ নিচের কোনটি Serene (Ser) এমাইনাে এসিডকে চিহ্নিত করে? [সকল বাের্ড ’১৮]

ক. UCC
খ. AAA
গ. CUU
ঘ. UAG

8. নিচের কোনটি স্টার্ট কোডন? [ঢা, বাে, ‘১৭]

ক. AUG
খ. UAA
গ. UAGT.
ঘ UGA

৫ RNA থেকে প্রােটিন তৈরির প্রক্রিয়াকে কী বলে? [ঢা, বাে, ‘১৭]

ক. রেপ্লিকেশন
খ. ট্রান্সলেশন
গ. ট্রান্সক্রিপসন
ঘ. ট্রান্সফরমেশন

৬ প্রি mRNA এর যে অংশে ট্রান্সলেশন হয় তাকে কি বলে? [দি. বাে, ‘১৭]

ক. Exons
খ. Introns
গ. Splicing
ঘ. Muton

৭ জেনেটিক কোডে কয়টি নাইট্রোজেন বেস থাকে? [কু, বাে, ‘১৫]

ক ১
খ. ২
ঘ. ৪
গ.

৮. কোষের মস্তিষ্ক কোনটি?

ক. প্রােটোপ্লাজম
গ. নিউক্লিয়াস
খ. সাইটোপ্লাজম
ঘ. সেন্ট্রিওল

৯ মাইটোকন্ড্রিয়া প্রথম কে প্রত্যক্ষ করেন? [দি, বাে, ‘১৫]

ক. রবার্ট ব্রাউন
খ. রবার্ট কক
গ. কার্ল বেন্ডা
ঘ, স্ট্যানলি

১০. লিউকোপ্লাস্ট- [কু, বাে, ‘১৭]

i. ভূনিম্নস্থ কাণ্ডে অবস্থান করে
ii. আলােতে সবুজ বর্ণ ধারণ করে
iii. ক্যারােটিন ও জ্যান্থােফিল সমৃদ্ধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১১. জেনেটিক কোডন এর বৈশিষ্ট্য হলাে— [রা, বাে, ‘১৬)

i. এটি ট্রিপলেট
ii. কোডন সার্বজনীন
iii. AUG হলাে প্রারম্ভিক কোডন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

১২. DNA-ধারণকারী কোষীয় অঙ্গাণু- কু, বাে, ‘১৬)।

i. ক্লোরােপ্লাস্ট
ii. মাইটোকন্ডিয়া
iii. রাইবােসােম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ১৪নং প্রশ্নের উত্তর দাও :

<a href=কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ” class=”wp-image-6939″/>
চিত্র-B

১৩. চিত্রের A চিহ্নিত অংশটির নাম কী?

ক, ল্যামেলাম
খ, গ্রানাম
গ, স্ট্রোমা
ঘ ক্রিস্টি

১৪, চিত্র B এর কাজ হলাে-

i. শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত
ii. ফটোফসফোরাইলেশন করা
iii. ফটোরেসপিরেশন সংঘটন।

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

মেডিক্যাল , ডেন্টাল ও বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নাবলী

১.পিউরিন জাতীয় ক্ষারক হলো-

   i. অ্যাডনিন
   ii. গুয়ানিন
   iii. থাইমিন

নিচের কোনটি সঠিক?
  ক) i ও ii     খ) i ও iii   গ) ii ও iii    ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ক)

২.নিউক্লিওসাইড ফসফোরিক এসিডের সাথে যুক্ত হয়ে গঠন করে-
   ক) নিউক্লিওটাইড           খ) রাইবোজ শর্করা
   গ) ফসফোলিপিড এসিড  ঘ) রাইবোনিউক্লিক এসিড
সঠিক উত্তর: (ক)

৩.ক্লোরোপ্লাস্টের জন্য প্রযোজ্য-

   i. ৫০-৬০টি গ্রানা থাকে
   ii. আকৃতি (পেয়ালাকৃতি, সর্পিলাকার, জালিকার)
   iii. ব্যাস ৩-৫ মাইক্রেন

নিচের কোনটি সঠিক?
   ক) i ও ii       খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

৪.মানবদেহে ক্রোমোসোমের সংখ্যা কত?
   ক) ২৩টি      খ) ৪৪টি      গ) ৪৬টি       ঘ) ১৬০০টি
সঠিক উত্তর: (গ)

৫.মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দা কিছু দূর পর পর আঙ্গুলের মতো ভাঁজ হয়ে যে উপবৃদ্ধির মত গঠন তৈরি করে তাকে কী বলে?

 ক) মাইক্রোভিলাই              খ) অক্সিসোম
 গ) ক্রিস্টি                           ঘ) গ্রানাম
সঠিক উত্তর: (গ)

৬.ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের শতকরা কত অংশ লিপিড?

ক) ১০-২০       খ) ১০-৩০  গ) ১০-৪০    ঘ) ১০-৫০
 সঠিক উত্তর: (ক)

৭.প্রাথমিক কোষপ্রাচীরের নির্মাণ উপাদান –

i. সেলুলোজ
ii. হেমিসেলুলোজ
iii. পেকটিক পদার্থ
নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii         খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

৮.ফটোসিনথেটিক ইউনিটে থাকে –

i. ক্লোরোফিল – A
ii. ক্লোরোফিল – B
iii. ক্লোরোফিল – C
নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) ii ও iii     গ) i ও iii      ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ক)

৯.বিজ্ঞানী ক্যামিলা গলজি কোন দেশীয়?

   ক) চীন         খ) ইতালি    গ) ইংরেজ     ঘ) স্প্যানিশ
 সঠিক উত্তর: (খ)

১০.ইলাইওপ্লাস্ট কোন জাতীয় পদার্থ সঞ্চয় করে?

 ক) স্টার্চ বা শ্বেতসার         খ) তেল ও স্নেহ
 গ) প্রোটিন                          ঘ) গ্লুকোজ
সঠিক উত্তর: (খ)

১১.লাইসোসোমকে কোষের সুইসাইডল স্কোয়াড বলার কারণ কোনটি?

 ক) আমিষ সংশ্লেষণ           খ) অটোফ্যআগ প্রক্রিয়া
 গ) স্নেহ জাতীয় পদার্থের বিপাক      ঘ) পিনোক্যাগি প্রক্রিয়া
সঠিক উত্তর: (খ)

১২.প্রোটোপ্লাজমের কত শতাংশ পানি?

 ক) ২০-৪০%                      খ) ৩০-৬০%
 গ) ৫০০-৭০%                  ঘ) ৭০-৯০%
সঠিক উত্তর: (ঘ)

১৩.DNA অণুর মূল কাঠামো কোনটি?

 ক) গুয়ানিন                       খ) নিউক্লিওটাইড
 গ) অ্যাডেনিন                     ঘ) সাইটোসিস
সঠিক উত্তর: (খ)

১৪.বংশবৃদ্ধিতে DNA অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি –

 ক) বৃহৎ জৈব রাসায়নিক অণু  
খ) N2 দ্বারা গঠিত     
গ) নিউক্লিয়াসে পাওয়া যায়
 ঘ) প্রতিরূপ সৃষ্টি করতে পারে
  সঠিক উত্তর: (ঘ)

১৫.জিনের বৈশিষ্ট্য হচ্ছে –

i. জিন DNA দ্বারা গঠিত
ii. ক্রোমোজোম দেহে প্রত্যেক জিনের স্থান নির্দিষ্ট
iii. একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে

নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii         খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

১৬.কোষের প্লাজমামেমব্রেন-
i. সংক্রিয়ভাবে ক্ষত নিরাময় করে
ii. বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে
iii. কোষে অণুর যাতায়াত নিয়ন্ত্রণ করে

নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii         খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

১৭.AUG কোন অ্যামিনো এসিডের কোডন?
 ক) ফিনাইল এলানিন         খ) মিথিওনিন
 গ) হিস্টিডিন                     ঘ) লাইসিন
সঠিক উত্তর: (খ)

১৮.কোনটি শুক্রাণুর লেজ গঠন করতে সাহায্য করে? ক) সেন্ট্রিওলখ) রাইবোজোম গ) লাইসোজোম ঘ) মাইটোকন্ড্রিয়াসঠিক উত্তর: (ক)

১৯.মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের শতকরা কত ভাগ প্রোটিন?
 ক) ৪%           খ) ২৯%      গ) ২%          ঘ) ৬৫%
 সঠিক উত্তর: (ঘ)

২০.ক্রোমোজোমের দ্বিবিভাজন প্রত্যক্ষ করেন –

 ক) Bowman, 1840        খ) Fontana, 1781
 গ) Van Benden, 1887  ঘ) W. Fleming, 1879
 সঠিক উত্তর: (ঘ)

২১.কোনটি কোষ বিভাজনের মুখ্য বস্তু?

 ক) নিউক্লিয়াস                                        খ) রাইবোসোম
 গ) ক্রোমোসোম                                       ঘ) গলগি বস্তু
 সঠিক উত্তর: (গ)

২২.গলজি বস্তু-

i. এনজাইম ও হরমোন সংশ্লেষণে সহায়তা করে
ii. কোষপর্দা নবায়ন ও কোষপ্রাচীর গঠনে সাহায্য করে
iii. মাইটোকন্ড্রিয়াকে ATP উৎপাদনে উদ্বুদ্ধ করে

নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii         খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (গ)

২৩.গলজি বস্তুতে ঝিল্লি বিশিষ্ট বিদ্যমান উপাদানগুলো হলো –

i. ভ্যাকুওল
ii. সিস্টারনি
iii. ভেসিকল

নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii         খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

২৪.সাইটোপ্লাজমে DNA কী আকারে থাকে?

 ক) বৃত্তাকার                       খ) জটিলাকার
 গ) রিং আকার                     ঘ) ষড়ভূজাকারে
সঠিক উত্তর: (গ)

২৫.কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গাণু কোনটি?
 ক) কোষপ্রাচীর                                       খ) সাইটোপ্লাজম
 গ) কোষঝিল্লি                                         ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
সঠিক উত্তর: (খ)

২৬.কোষপ্রাচীরের কাজ কোনটি?

 ক) কোষকে নির্দিষ্ট আকৃতি দান
 খ) নিউক্লিয়ার মেমব্রেন তৈরিতে সহায়তা করা
 গ) শক্তি উৎপাদন করা
 ঘ) প্রোটিন সঞ্চয় করা
সঠিক উত্তর: (ক)

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

২৭.বিজ্ঞানী রবার্টস ও ফ্রাঞ্চি আবিষ্কৃত কোষীয় অঙ্গাণুটি-

i. সাইটোপ্লাজমের সর্বত্র বিস্তৃত

ii. অতিসূক্ষ্ম ও শাখাযুক্ত

iii. এক প্রকার দীর্ঘ নালিকা

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (খ)

২৮.Robert Brown কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?

 ক) ১৮৩০     খ) ১৮৩১  গ) ১৮৩২    ঘ) ১৮৩৩

  সঠিক উত্তর: (খ)

২৯.গলজি বস্তুর কাজ –

i. লাইসোজোম তৈরি

ii. অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ

iii. প্রোটিন সংশ্লেষণ

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৩০.নিউক্লিয়াস উৎপন্ন হয় নিচের কোনটি থেকে?

 ক) SAT ক্রোমোজোম থেকে 

খ) SAT ক্রোমোজোমের স্যাটেলাইটের জিন থেকে

 গ) অপত্য ক্রোমোজোম থেকে

 ঘ) নিউক্লিয়াস থেকে

সঠিক উত্তর: (খ)

৩১.প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কোন ধরনের?

 ক) 50S          খ) 60S       গ) 70S         ঘ) 80S

  সঠিক উত্তর: (গ)

৩২.DNA এর যে সব নিউক্লিওটাইড কোডন গঠন করে না তাদের কি বলে?

 ক) ইন্ট্রন                             খ) রেকন 

গ) গ্লাইকোজেন                    ঘ) সিস্ট্রন

সঠিক উত্তর: (ক)

৩৩.কোনটি বর্ণহীন প্লাস্টিড?

 ক) ক্রোমোটোপ্লাস্ট            খ) ক্রোমোপ্লাস্ট

 গ) ক্লোরোপ্লাস্ট                  ঘ) লিউকোপ্লাস্ট

 সঠিক উত্তর: (ঘ)

৩৪.সাধারণ কোষের বিভিন্ন উপাংশ পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয়?

 ক) mm          খ) inch      গ) μm       ঘ) nm

সঠিক উত্তর: (গ)

৩৫.সাধারণত একটি tRNA অণুতে কতটি ক্ষারক থাকে?

 ক) ৬০-৬৫    খ)৬৫-৭৫   গ) ৭৫-৮৫  ঘ) ৮৫-৯৫

 সঠিক উত্তর: (গ)

৩৬.আদর্শ অ্যামিনো এসিডের সংখ্যা –

 ক) ১০টি         খ) ১৮টি     গ) ২৫টি       ঘ) ২০টি

 সঠিক উত্তর: (ঘ)

৩৭.জিনের গঠনগত একক কী?

 ক) mRNA     খ) gRNA    গ) rRNA      ঘ) DNA

 সঠিক উত্তর: (ঘ)

৩৮.কোষপর্দার স্থানে যে ভাঁজ সৃষ্টি হয় তাকে কী বলে?

 ক) মাইক্রোভিলাস             খ) মাইক্রোটিউবিউলস

 গ) মাইক্রোফাইব্রিল           ঘ) মাইসেলি

সঠিক উত্তর: (ক)

৩৯.সিনোসাইট কী?

     ক) এক প্রকার নিউক্লিয়াস

খ) একপ্রকার প্রোটোপ্লাজম

   গ) এক প্রকার কোষগহ্বর                     

     ঘ) এক প্রকার কোষঝিল্লি

 সঠিক উত্তর: (খ)

৪০.কোষঝিল্লির জটিল ফসফোলাইপিডের মধ্যে কোনটি প্রধান?

 ক) লেসিথিন                      খ) গ্লাইকোলিপিড

 গ) গ্লাইকোফসফোটাইড    ঘ) ফসফোটাইড

 সঠিক উত্তর: (ক)

৪১.কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হলো –

 ক) মাইসেলিস

 খ) মাইক্রোফাইব্রিল

 গ) ম্যাক্রোফাইব্রিল

  ঘ)  সেলুলোজ

সঠিক উত্তর: (ক)

৪২.রাইবোজোমের প্রধান কাজ কোনটি?

 ক) খাদ্য তৈরিখ) চর্বি তৈরি 

গ) প্রোটিন তৈরি ঘ) রেচন ক্রিয়া

সঠিক উত্তর: (গ)

৪৩.কোষের অম্লত্ব ও ফারত্ব বজায় রাখে কোনটি?

 ক) সাইটোপ্লাজম খ) প্লাজমালেমা

 গ) কোষপ্রাচীরঘ) কোষগহ্বর

 সঠিক উত্তর: (ক)

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

৪৪.প্রতি কোষে মাইটোকিন্ড্রয়ার সংখ্যা কত?

 ক) ১০০ থেকে ২০০ খ) ২০০ থেকে ৩০০

 গ) ৩০০ থেকে ৪০০ ঘ) ৪০০ থেকে ৫০০

 সঠিক উত্তর: (গ)

৪৫.কোষের পদার্থবিহীন অঙ্গাণুটি-

i. আদিকোষে অনুপস্থিত থাকে

ii. প্রতিটি কোষে থাকে

iii. প্রকৃত কোষে উপস্থিত থাকে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) i ও iii     গ) ii ও iii       ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (গ)

৪৬.সাইটোলজি বা কোষবিদ্যা জীববিজ্ঞানের একটি সমৃদ্ধ শাখা। এ শাখায় আলোচনা করা হয়-

i. কোষের প্রকার সম্পর্কে

ii. অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন সম্পর্কে

iii. কোষের বিভাজন, বিকাশ ও জৈবিক কার্যাবলি সম্পর্কে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ঘ)

৪৭.সাইটোপ্লাজমে অবস্থিত পানিতে দ্রবীভূত জৈব ও অজৈব পদার্থের সংখ্যা কত?

 ক) ৩৪            খ) ৩৬    গ) ৪০    ঘ) ৪৬

সঠিক উত্তর: (খ)

৪৮.নিউক্লিওলাসের রাসায়নিক উপাদান হলো –

i. RNA

ii. প্রোটিন

iii. DNA

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii 

সঠিক উত্তর: (ঘ)

৪৯.পরপর কয়টি বেস মিলে একটি কোডনের সৃষ্টি হয়?

 ক) ২টি           খ) ৩টি        গ) ৪টি          ঘ) ৫টি

 সঠিক উত্তর: (খ)

৫০.প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী –

 ক) সেন্ট্রোসোম                   খ) মাইটোকন্ড্রিয়া

 গ) ক্রোমোজোম                 ঘ) জিন

সঠিক উত্তর: (ঘ)

৫১.সবুজ ভিন্ন অন্য সকল বর্ণের প্লাস্টিড কী নামে পরিচিত?

 ক) ক্লোরোপ্লাস্ট                  খ) লিউকোপ্লাস্ট

 গ) ক্রোমোপ্লাস্ট                 ঘ) ক্রোমোটোপ্লাস্ট

 সঠিক উত্তর: (গ)

৫২.লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?

 ক) ফুলে          খ) কান্ডে     গ) মূলে         ঘ) শাখায়

 সঠিক উত্তর: (গ)

৫৩.ক্ষারীয় ফুকসিন বা এসিটোকারমিন রঙের প্রতি আকর্ষিত নিউক্লিয়াসের অভ্যন্তরের বস্তুটি-

i. স্বয়ংক্রিয়ভাবে বিভাজনে সক্ষম

ii. স্বকীয় গঠন ও বৈশিষ্ট্যমন্ডিত নয়

iii. বংশানুক্রমে অপরিবর্তনশীল

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii          খ) i ও iii    গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ক)

৫৪.জীবদেহের জৈবিক কার্যকলারে একক কী?

 ক) অঙ্গ           খ) টিস্যু       গ) জীবকোষ        ঘ) কোষপর্দা

 সঠিক উত্তর: (গ)

৫৫.কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়া কোষের মেসোসোম গঠন করে?

 ক) প্লাজমামেমব্রেন            খ) কোষপ্রাচীর

 গ) সাইটোপ্লাজম                                     ঘ) প্রোটোস্টেরল

সঠিক উত্তর: (খ)

৫৬.কোষের আকৃতি যেসব বিষয়ের উপর নির্ভরশীল –

i. কোষের কার্য

ii. প্রোটোপ্লাজমের ঘনত্ব

iii. পৃষ্ঠটান

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ঘ)

৫৭.কোষ অভ্যন্তরের অঙ্গাণুসমূহকে রক্ষা বিভিন্ন পদার্থের গমনাগমন নিয়ন্ত্রণ করে কোনটি?

 ক) প্রোটোপ্লাজম                                      খ) সাইটোপ্লাজম

 গ) কোষঝিল্লী                                         ঘ) নিউক্লিয়াস

 সঠিক উত্তর: (গ)

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

৫৮.লাইসোজোমকে কোষের ‘সুইসাইড স্কোয়াড’ বলার কারণ

 ক) আমিষ সংশ্লেষণ           খ) অটোফ্যাগি প্রক্রিয়া

 গ) স্নেহজাতীয় পদার্থের বিপাক              ঘ) পিনোফ্যাগি প্রক্রিয়া

  সঠিক উত্তর: (খ)

৫৯.একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কত গ্রাম DNA পাওয়া যায়?

 ক) ১০            খ) ৫০         গ) ৭৫           ঘ) ১০০

 সঠিক উত্তর: (ঘ)

৬০.জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হলো –

   ক) RNA                           খ) মাইটোকন্ড্রিয়া 

গ) DNA                           ঘ) সেন্ট্রোসোম

সঠিক উত্তর: (গ)

৬১.প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম –

 ক) লাইসোজোম                                      খ) মাইক্রোজোম

গ) রাইবোজোম                                        ঘ) সেন্ট্রোজোম

 সঠিক উত্তর: (গ)

৬২.কোনটি কোষবিভাজনের পর নিউক্লিয়ার মেমব্রেন তৈরিতে সহায়তা করে?

 ক) লাইসোজোম                

খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

 গ) রাইবোজোম                                       ঘ) মাইটোকন্ড্রিয়া

 সঠিক উত্তর: (খ)

৬৩.কোষ উদ্ভাবনের পর কোষতত্ত্ব প্রবর্তন করেন কে?

 ক) Schleiden & Schwan

খ) Swanson & Hickman

 গ) DcRobertis & Hickman

 ঘ) Swanson & Hickman 

সঠিক উত্তর: (ক)

৬৪.কোষাভ্যন্তরে বিভিন্ন ক্ষরিত বস্তু কোষের বাইরে নিক্ষেপ করে কোনটি?

 ক) মাইটোকন্ড্রিয়া              খ) নিউক্লিয়াস

 গ) গলজি বডি                   ঘ) সাইটোপ্লাজম

সঠিক উত্তর: (গ)

৬৫.কোষ বা Cell শব্দটি কোন ভাষা থেকে এসে?

 ক) গ্রিক          খ) ল্যাটিন   গ) সুইডিশ    ঘ) ইংলিশ

 সঠিক উত্তর: (খ)

৬৬.নিউক্লিয়াসের অর্ধতরল জেলির ন্যায় অংশটি-

i. সাইটোপ্লাজম অপেক্ষা কম ঘন

ii. DNA ও RNA দ্বারা গঠিত

iii. এনজাইম ও খনিজ লবণ দ্বারা গঠিত

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (গ)

৬৭.কোষ ঝিল্লীর বাইরের সেলুলোজ নির্মিত জড় আবরণটি-

i. কোষের আকৃতি নির্ধারণ করে

ii. কোষকে নমনীয়তা প্রদান করে

iii. কোষকে বাহ্যিক ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (খ)

৬৮.কোথায় অধিক মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়?

 ক) উদ্ভিদের মূলে               খ) উদ্ভিদের কান্ডে

 গ) প্রাণীর ফুসফুসে            ঘ) প্রাণীর যকৃতে

সঠিক উত্তর: (ঘ)

৬৯.নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কোনটি?

 ক) নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা

 খ) রাইবোজোম প্রস্তুত করা

 গ) RNA সংরক্ষণ করা

 ঘ) অণুনালিকা গঠন করা

সঠিক উত্তর: (ক)

৭০.কোনটি বার্তাবহ RNA?

   ক) mRNA                       খ) gRNA    

গ) tRNA                          ঘ) Minor RNA

 সঠিক উত্তর: (ক)

৭১.আদিকোষের রাইবোসোম কোন প্রকৃতির?

 ক) ৫০s          খ) ৬০s      গ) ৭০s          ঘ) ৮০s

সঠিক উত্তর: (গ)

৭২.বংশগতির গঠনগত ও কার্যগত একক কোনটি?

 ক) DNA         খ) জিন       গ) RNA ঘ) নিউক্লিয়াস

 সঠিক উত্তর: (খ)

৭৩.সিস্টারনির প্রাচীর চওড়া হয়ে সৃষ্টি হয় –

 ক) ভ্যাকুওল                      খ) ভেসিকল        

   গ) গ্রানা                           ঘ) টিউবিউলার

সঠিক উত্তর: (ক)

৭৪.উদ্ভিদের পরাগয়নে সাহায্য করে কোনটি?

 ক) ক্লোরোপ্লাস্ট                  খ) ক্রোমোপ্লাস্ট

 গ)লিউকোপ্লাস্ট                 ঘ) ইয়ালোপ্লাস্ট

  সঠিক উত্তর: (খ)

৭৫.Sandwitch মডেল কোনটি?

 ক) মাইসেলার মডেল         খ) দ্বি-স্তরবিশিষ্ট মডেল

 গ) প্রোটিন ক্রিস্টাল           ঘ) ফ্লুইড মোজাইক মডেল

সঠিক উত্তর: (খ)

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

৭৬.কোষগহ্বরে পানি, আয়ন ও উপজাত পদার্থ সঞ্চয়ের মাধ্যমে সাইটোপ্লাজম-

i. কোষের pH এর সমতা বিধান করে

ii. বিপাকীয় বিক্রিয়ার গতি মন্থর করে

iii. কোষের পানির সমতা বিধান করে

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) i ও iii     গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (খ)

৭৭.কোনটির মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান-প্রদান ঘটে?

 ক) পিট                               খ) প্লাসমোডেসমাটা

 গ) মধ্য ল্যামেলা                ঘ) আন্তঃকোষীয় ফাঁক

 সঠিক উত্তর: (খ)

৭৮.সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হলো –

i. রাইবোজোম

ii. নিউক্লিয়াস

iii. প্লাজমামেমব্রেন

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

সঠিক উত্তর: (ক)

৭৯.কোনটি  সমাপ্তি  কোডন?

 ক) UGAC খ) UAU গ) AGU ঘ) UAG

সঠিক উত্তর: (ঘ)

৮০.কোনটিকে বংশগতির সক্রিয় অংশ বলা হয়?

 ক) ক্রোমোমিয়ার              খ) হেটেরোক্রোমাটিন

 গ) ইউক্রোমাটিন               ঘ) ম্যাট্রিক্স

সঠিক উত্তর: (গ)

৮১.জিনে সংরক্ষিত বংশগতীয় তথ্য কোনটির সংশ্লেষণের মাধ্যমে ফিনোটাইপ হিসেবে প্রকাশ পায়?

 ক) আমিষ      খ) চর্বি        গ) শর্করা      ঘ) ভিটামিন

সঠিক উত্তর: (ক)

৮২.গলজি বডি যেসব অংশ নিয়ে গঠিত হয় –

i. ভেসিকল

ii. সিস্টারনি

iii. ভ্যাকুওল

নিচের কোনটি সঠিক?

 ক) i ও ii         খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii

 সঠিক উত্তর: (ঘ)

৮৩.প্রাণিকোষের সাইটোপ্লাজমের নিকট ফাঁকা পিপার ন্যায় যে অঙ্গাণু দেখা যায় তাকে কী বলে?

 ক) সেন্টোস্ফিয়ার              খ) ক্লোরোপ্লাস্ট
 গ) রাইবোজোম                  ঘ) গলজি বস্তু
সঠিক উত্তর: (গ)

৮৪.কোন বিজ্ঞানীর মতে, “টেলোমিয়ার হলো ক্রোমোসোমের উভয় প্রান্তের বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল?

   ক) কালিকার                                        খ) বেন্দা    
   গ) ডার্লিংটন                                         ঘ) এইচ জে মুলার

সঠিক উত্তর: (ঘ)

৮৫.DNA অনুলিপনের জন্য কোন এনজাইম অত্যাবশকীয়?

 ক) DNA পরিমারেজ         খ) DNA আইসোমারেজ

 গ) DNA এপিমারেজ    ঘ) DNA কার্বক্সিলেজ

 সঠিক উত্তর: (ক)

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

৮৬.গ্রাণামে উৎপন্ন হয় –

i. ATP
ii. ADP
iii. NADPH2

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii          খ) ii ও iii    গ) i ও iii       ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (গ)

৮৭.DNA অণুর ডাবল হেলিক্সের প্রতি প্যাঁচে প্রায় কতটি হাইড্রোজেন বন্ড থাকে?

 ক) ১০টি         খ) ২০টি      গ) ২৫টি       ঘ) ৩০টি
 সঠিক উত্তর: (গ)

উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:

সুমন একটি জীববিজ্ঞান সেমিনারে গিয়ে জানলো যে জীবদেহের গাঠনিক একক কোষ যা জেলির ন্যায় জীবন্ত বস্তু দ্বারা গঠিত এবং জীবদেহ ভেদে এর অঙ্গাণুসমূহ বিভিন্ন রকমের হয়ে থাকে।

৮৮.বর্ণিত জীবন্ত বস্তুটি কী দ্বারা গঠিত?

 ক) ৭০-৮০% জৈব পদার্থ  খ) ৭০-৯০% পানি
 গ) ৮০-৯০% আমিষ        ঘ) ৮০-৯০% ধাতব
 সঠিক উত্তর: (খ)

৮৯.বস্তুটি-

i. কৃত্রিম উপায়ে সংশ্লেষণ সম্ভব নয়
ii. প্লাজমাজিল্লী ও নিউক্লিয়াসে বিভক্ত
iii. শর্করা, আমিষ, পানি ইত্যাদি দ্বারা গঠিত

নিচের কোনটি সঠিক?
 ক) i ও ii         খ) i, ও iii    গ) ii ও iii      ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (খ)

অনুশীলন পর্ব-১

১। কোন রাজ্যের সব জীবই আদিকোষী?
(ক) প্লান্টি
(খ) মনেরা
(গ) ফানজাই
(ঘ) প্রোটিস্টা

২। নিচের কোনটি প্রকৃতকোষী জীব?
(ক) মাইকোপ্লাজমা
(খ) ব্যাকটেরিয়া
(গ) শৈবাল
(ঘ) নীলাভ সবুজ শৈবাল

৩। ইউক্যারিওটিক সেলে কোন ধরনের রাইবোসোম থাকে?
(ক) 50 S
(খ) 70 S
(গ) 80 S
(ঘ) 100 S

৪। আদিকোষের ডিএনএ-
(ক) লম্বা
(খ) বৃত্তাকার
(গ) সূত্রাকার
(ঘ) সর্পিলাকার

৫। ‘কোষ অন্য কোন সজীব মাধ্যম ছাড়াই আত্মপ্রজননে সক্ষম’ – এটি কার মত?
(ক) জিন ব্রাকেটস
(খ) লোয়ি এন্ড সিকেভিজ
(গ) ডি রবার্টিস
(ঘ) সি পি হিকম্যান

৬। আধুনিক কোষবিদ্যার জনক কে?
(ক) রবার্ট হুক
(খ) অ্যান্টনি ভন লিউয়েনহুক
(গ) কার্ল পি সোয়ানসন
(ঘ) আলেকজান্ডার ফ্লেমিং

৭। সুকেন্দ্রিক কোষে পুষ্টির মাধ্যম হল-
i. শোষণ
ii. আত্তীকরণ
iii. সালোকসংশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৮। প্রথম প্রকৃতকোষী ও বহুকোষী জীবটি এক ধরনের-
(ক) সবুজ শৈবাল
(খ) লোহিত শৈবাল
(গ) সোনালী শৈবাল
(ঘ) বাদামী শৈবাল

৯। কোনটিতে অপেরন থাকে?
(ক) আদি কোষে
(খ) প্রকৃত কোষে
(গ) সুকেন্দ্রিক কোষে
(ঘ) ইউক্যারিওটিক সেলে

১০। প্রোক্যারিওটিক সেলে-
i. সাইটোস্কেলেটন থাকে
ii. জিনে ইন্ট্রনস থাকে না
iii. অবাত শ্বসন হয়
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১১। কোনটি উদ্ভিদকোষের সঞ্চিতখাদ্য?
(ক) গ্লুকোজ
(খ) গ্লাইকোজেন
(গ) সেলুলোজ
(ঘ) স্টার্চ

১২। প্রাণিকোষে অনুপস্থিত-
i. ক্লোরোপ্লাস্ট
ii. কোষ প্রাচীর
iii. সেন্ট্রোসোম
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৩। এককোষী সর্বাপেক্ষা বড় উদ্ভিদকোষ কোনটি?
(ক) Bongiomorpha
(খ) Acetabularia
(গ) Mycoplasma
(ঘ) Boehmaria

১৪। কোন উপাদানটি বেশি থাকায় কোষপ্রাচীরের মধ্যপর্দা প্রথম দিকে জেলির মত থাকে?
(ক) সেলুলোজ
(খ) হেমিসেলুলোজ
(গ) পেকটিক এসিড
(ঘ) সাইট্রিক এসিড

১৫। দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথে যে সাইটোপ্লাজমিক সংযোগ স্থাপিত হয় তাকে বলে-
(ক) প্লাজমালেমা
(খ) প্লাজমোডেসমাটা
(গ) ফ্র্যাগমোপ্লাস্ট
(ঘ) প্লাজমাডেসিডুয়া

১৬। ছত্রাকের কোষপ্রাচীর কোনটি দ্বারা গঠিত হয়?
(ক) লিপো-প্রোটিন
(খ) সেলুলোজ
(গ) লিগনিন
(ঘ) কাইটিন

১৭। কোষ প্রাচীরের প্রধান উপাদান কোনটি?
(ক) বিটা ডি গ্লুকোজ
(খ) সেলুলোজ
(গ) ক্রিস্টালাইন মাইসেলি
(ঘ) লিপো-প্রোটিন

১৮। প্রোটোপ্লাজম শব্দটি কোন বিজ্ঞানী সর্বপ্রথম ব্যবহার করেন?
(ক) ফেলিক্স ডুজারডিন
(খ) কার্ল নাগেলি
(গ) পার্কিনজে
(ঘ) হাক্সলে

১৯। প্রোটোপ্লাজম-
i. দানাদার ও কলয়ডালধর্মী
ii. এর আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা কম
iii. উত্তাপ, এসিড অ্যালকোহলের প্রভাবে জমাট বাঁধে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২০। নিচের কোনটির প্রোটোপ্লাজমে একমুখী আবর্তন দেখা যায়?
(ক) পাতা ঝাঁঝি
(খ) ট্রাডেসকানটিয়া
(গ) লোহিত শৈবাল
(ঘ) সায়ানোব্যাকটেরিয়া

২১। কোষঝিল্লির স্যান্ডউইচ মডেলের প্রবর্তক কে?
(ক) সিঙ্গার এন্ড নিকলসন
(খ) ডানিয়েলি এন্ড ডেভসন
(গ) রবার্টসন
(ঘ) লিনার্ড এন্ড নিকলসন

২২। কোষঝিল্লির টনোফাইব্রিলযুক্ত বৃত্তাকার অঞ্চলকে বলা হয়-
(ক) মাইক্রোভিলাই
(খ) ডেসমোসোম
(গ) পিনোসাইটিক ভেসিকল
(ঘ) ফ্যাগোসাইটিক ভেসিকল

২৩। শ্বসনের কোন ধাপটি সাইটোপ্লাজমে সংঘটিত হয়?
(ক) গ্লাইকোলাইসিস
(খ) ক্রেবস চক্র
(গ) ইলেকট্রন প্রবাহতন্ত্র
(ঘ) কোনটিই নয়

২৪। রাইবোসোমের প্রধান উপাদান হল-
i. প্রোটিন
ii. RNA
iii. DNA
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

২৫। রাইবোসোমে কোন স্থানটি দেখা যায় না?
(ক) পেপটাইডিল স্থান
(খ) আগমন স্থান
(গ) mRNA সংযুক্তি স্থান
(ঘ) অ্যামাইনোঅ্যাসাইল স্থান

২৬। নিচের কোনটিতে গ্লুকোজের ফসফোরাইলেশন সংঘটিত হয়?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) গলগি বডি
(গ) রাইবোসোম
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

২৭। গলগি বডির অপর নাম-
i. ডিকটায়োসোম
ii. ইডিওসোম
iii. লাইপোকন্ড্রিয়া
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৮। নিচের কোনটিতে লাইসোসোম থাকে না?
(ক) WBC
(খ) RBC
(গ) বৃক্ক কোষ
(ঘ) অন্ত্রের অাবরণী কোষ

২৯। অমসৃণ রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকে কী বলা হয়?
(ক) রাইবোসোম
(খ) লাইসোসোম
(গ) মাইক্রোসোম
(ঘ) সেন্ট্রোসোম

৩০। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে-
(ক) ফ্যাট বিপাকীয় কোষে
(খ) প্রোটিন বিপাকীয় কোষে
(গ) শর্করা বিপাকীয় কোষে
(ঘ) কোনটিই নয়

৩১। মাইটোকন্ড্রিয়াকে বায়োপ্লাস্ট নামকরণ করেন কে?
(ক) কলিকার
(খ) অল্টম্যান
(গ) কার্ল বেন্ডা
(ঘ) ওয়াল্টার ফ্লেমিং

৩২। ইউক্যারিওটিক কোষে এন্ডোসিমবায়োন্ট হিসেবে গণ্য করা হয়-
i. ক্লোরোপ্লাস্টকে
ii. নিউক্লিয়াসকে
iii. মাইটোকন্ড্রিয়াকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৩। কোন অঙ্গাণুটিকে ‘কোষের ট্রাফিক পুলিশ’ বলা হয়?
(ক) রাইবোসোম
(খ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
(গ) গলগি বডি
(ঘ) লাইসোসোম

৩৪। নিচের কোনটি গলগি বডির প্রকারভেদ নয়?
(ক) ভেসিকল
(খ) সিস্টার্নি
(গ) ভ্যাকুওল
(ঘ) টিউবিউল

৩৫। মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের মোট কতভাগ গ্লিসারাইড?
(ক) ৬০ ভাগ
(খ) ২৯ ভাগ
(গ) ৯০ ভাগ
(ঘ) ৪ ভাগ

৩৬। কোষরসের pH অ্যাসিড প্রকৃতির হলে ফুলের রং কীরূপ হয়?
(ক) লাল
(খ) নীল
(গ) বেগুনি
(ঘ) কালচে নীল

৩৭। মাইটোকন্ড্রিয়ার অন্তঃঝিল্লিতে অবস্থিত বিশেষ ফসফোলিপিডের নাম কী?
(ক) গ্লিসারাল্ডিহাইড
(খ) লেসিথিন
(গ) কোলেস্টেরল
(ঘ) কার্ডিওলিপিন

৩৮। কোনটিকে ‘কোষের রান্নাঘর’ বলা হয়?
(ক) মাইটোকন্ড্রিয়া
(খ) গলগি বডি
(গ) ক্লোরোপ্লাস্ট
(ঘ) নিউক্লিয়াস

৩৯। সেন্ট্রিয়োল এর প্রধান অংশ হল-
i. যোজক বা লিংকার
ii. প্রাচীর বা সিলিন্ডার ওয়াল
iii. ট্রিপলেটস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৪০। Pithophora এর ক্লোরোপ্লাস্টের আকৃতি কীরূপ?
(ক) গার্ডলাকৃতি
(খ) গোলাকার
(গ) তারকাকার
(ঘ) পেয়ালাকৃতি

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

অনুশীলন উত্তরমালা-

১। খ১১। ঘ২১। খ৩১। খ
২। গ১২। ক২২। খ৩২। খ
৩। গ১৩। খ২৩। ক৩৩। গ
৪। খ১৪। গ২৪। ক৩৪। ঘ
৫। খ১৫। খ২৫। খ৩৫। খ
৬। গ১৬। ঘ২৬। গ৩৬। ক
৭। ঘ১৭। খ২৭। ঘ৩৭। ঘ
৮। খ১৮। গ২৮। খ৩৮। গ
৯। ক১৯। খ২৯। গ৩৯। ঘ
১০। গ২০। ক৩০। ক৪০। খ

অনুশীলন পর্ব- ২

১। কে মাইক্রোটিউবিউলস আবিষ্কার করেছেন?
(ক) অ্যালবার্ট ক্লড
(খ) লেডবেটার
(গ) কোল্টজফ
(ঘ) রবার্ট ও ফ্রাঞ্চি

২। মাইক্রোফিলামেন্ট এর অপর নাম কী?
(ক) ইন্টারমিডিয়েট ফিলামেন্ট
(খ) অ্যাকটিন ফিলামেন্ট
(গ) টিউবিউলিন ফিলামেন্ট
(ঘ) প্রোটোফিলামেন্ট

৩। নিচের কোনটি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এর প্রকারভেদ নয়?
(ক) নিউরোফিলামেন্ট
(খ) ভাইমেন্টিন
(গ) লিগনিন
(ঘ) কেরাটিন

৪। পারঅক্সিসোম অধিক থাকে প্রাণীর-
i. যকৃৎ কোষে
ii. স্নায়ু কোষে
iii. বৃক্ক কোষে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৫। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কোন অংশ থেকে গ্লাইঅক্সিসোম উৎপন্ন হয়?
(ক) সিস্টার্নি
(খ) ভেসিকল
(গ) টিউবিউল
(ঘ) ভ্যাকুওল

৬। টনোপ্লাস্ট কোনটিকে বেষ্টনকারী পাতলা পর্দা?
(ক) রাইবোসোম
(খ) পারঅক্সিসোম
(গ) কোষ গহ্বর
(ঘ) কোষ কঙ্কাল

৭। শুক্রাণুর শতকরা প্রায় কত ভাগ নিউক্লিয়াস?
(ক) ৫০%
(খ) ৭০%
(গ) ৮০%
(ঘ) ৯০%

৮। নিচের কোনটি কোষের নিঃসৃত পদার্থ নয়?
(ক) পিগমেন্ট
(খ) হরমোন
(গ) প্রোটিন
(ঘ) নেকটার

৯। সিস্টোলিথ-
i. ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল
ii. আঙ্গুরের থোকার মত অবস্থান করে
iii. সূঁচের মত আকারে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১০। ক্রোমোসোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক ও ধারক হিসেবে বর্ণনা করেছেন-
(ক) E. Strasburger
(খ) Walter Flemming
(গ) Sutton & Boveri
(ঘ) Theophilus Painter

১১। মানবদেহের ক্রোমোসোমের গড় দৈর্ঘ্য কত?
(ক) ৩-৫ মাইক্রোমিটার
(খ) ৫-৮ মাইক্রোমিটার
(গ) ৪-৬ মাইক্রোমিটার
(ঘ) ৮-১২ মাইক্রোমিটার

১২। হেটেরোক্রোমাটিন-
i. নিষ্ক্রিয় DNA ধারণ করে
ii. mRNA সংশ্লেষণে অংশগ্রহণ করে
iii. অধিক কুন্ডলিত অবস্থায় থাকে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৩। কোন এনজাইমটি মানুষের জরা রোধে কাজ করে?
(ক) প্রোটিয়েজ
(খ) কাইটিনেজ
(গ) টেলোমারেজ
(ঘ) সেলুলেজ

১৪। কলা গাছের কয়েকটি প্রজাতিতে কোন ধরনের ক্রোমোসোম দেখা যায়?
(ক) পলিসেন্ট্রিক
(খ) মনোসেন্ট্রিক
(গ) অ্যাসেন্ট্রিক
(ঘ) ডাইসেন্ট্রিক

১৫। মেটাসেন্ট্রিক ক্রোমোসোম এর আকৃতি ইংরেজি কোন অক্ষরের মত?
(ক) J
(খ) I
(গ) V
(ঘ) L

১৬। মানুষের অটোসোম মোট কতটি?
(ক) ৪৬
(খ) ৪৪
(গ) ২৩
(ঘ) ২২

১৭। DNA তে থাকে-
i. অজৈব ফসফেট
ii. নাইট্রোজেনঘটিত ক্ষারক
iii. পাঁচ কার্বনবিশিষ্ট পেন্টোজ শর্করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৮। RNA তে কোন নাইট্রোজেন ঘটিত ক্ষারকটি থাকে না?
(ক) অ্যাডিনিন
(খ) ইউরাসিল
(গ) থাইমিন
(ঘ) সাইটোসিন

১৯। নিউক্লিক এসিডে নাইট্রোজেন এর শতকরা পরিমাণ কত?
(ক) ২৫%
(খ) ২০%
(গ) ১৫%
(ঘ) ১০%

২০। RNA এর শতকরা ৯০ ভাগ কোথায় পাওয়া যায়?
(ক) নিউক্লিয়াসে
(খ) ক্রোমোসোমে
(গ) নিউক্লিওলাসে
(ঘ) সাইটোপ্লাজমে

২১। ডিঅক্সিরাইবোজ শ্যুগারের কত নাম্বার কার্বনে অক্সিজেন অনুপস্থিত?
(ক) ২ নং
(খ) ৩ নং
(গ) ৫ নং
(ঘ) ৬ নং

২২। পাইরিমিডিন ক্ষারকের অন্তর্ভুক্ত নয় কোনটি?
(ক) থাইমিন
(খ) গুয়ানিন
(গ) সাইটোসিন
(ঘ) ইউরাসিল

২৩। নিউক্লিয়োসাইডে থাকে-
i. এক অণু পেন্টোজ শ্যুগার
ii. এক অণু ফসফেট
iii. এক অণু নাইট্রোজেনঘটিত ক্ষারক
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৪। ‘এডিনো’ শব্দের অর্থ হল-
(ক) সীবার্ড এর পড়ন্ত মল
(খ) থাইমাস
(গ) গ্ল্যান্ড
(ঘ) সেল

২৫। ফসফোলিপিড সংশ্লেষণে কোনটি বিশেষ ভূমিকা পালন করে?
(ক) ATP
(খ) NADP+
(গ) CTP
(ঘ) GTP

২৬। DNA অণুর সূত্র দুটির প্রতিটি প্যাঁচের দৈর্ঘ্য কত?
(ক) 34 nm
(খ) 03.4 nm
(গ) 0.34 nm
(ঘ) 02 nm

২৭। নিচের কোনটি RNA এর প্রকারভেদ নয়?
(ক) tRNA
(খ) gRNA
(গ) miRNA
(ঘ) dRNA

২৮। DNA অণুর প্রতিলিপনের অনুকল্পগুলো হল-
i. সংরক্ষণশীল অনুকল্প
ii. অসংরক্ষণশীল অনুকল্প
iii. বিচ্ছুরণশীল অনুকল্প
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৯। কোন এনজাইম Okazaki খন্ডগুলোর মধ্যকার গ্যাপকে সংযুক্ত করে?
(ক) হেলিকেজ
(খ) গাইরেজ
(গ) লাইগেজ
(ঘ) পলিমারেজ

৩০। DNA থেকে mRNA তৈরির প্রক্রিয়া হল-
(ক) প্রতিলিপন
(খ) ট্রান্সলেশন
(গ) ট্রান্সক্রিপশন
(ঘ) রেপলিকেশন

৩১। ট্রান্সলেশন প্রক্রিয়াটি কোষের কোথায় সংঘটিত হয়?
(ক) নিউক্লিয়াসে
(খ) সাইটোপ্লাজমে
(গ) মাইটোকন্ড্রিয়ায়
(ঘ) ক্লোরোপ্লাস্টে

৩২। কোন অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার ট্রান্সলেশন প্রক্রিয়ায় পেপটাইড বন্ধন তৈরিতে বিঘ্ন ঘটায়?
(ক) স্ট্রেপ্টোমাইসিন
(খ) ইরিথ্রোমাইসিন
(গ) টেট্রাসাইক্লিন
(ঘ) ক্লোরোমাইসিন

৩৩। কোন বিজ্ঞানী কৃত্রিম জিন সংশ্লেষণ আবিষ্কার করেছেন?
(ক) গ্রেগর জোহান মেন্ডেল
(খ) হর গোবিন্দ খোরানা
(গ) টি. এইচ. মরগ্যান
(ঘ) যোহানসেন

৩৪। জিন-
i. আদি কোষে প্লাসমিডে অবস্থান করে
ii. নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত
iii. জীবের পরিব্যক্তিতে মুখ্য ভূমিকা রাখে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৫। যে জিনের কারণে ক্যান্সার রোগ সৃষ্টি হয় তা হল-
(ক) লিথাল জিন
(খ) লিংকড জিন
(গ) অঙ্কোজিন
(ঘ) সিউডোজিন

৩৬। মানব জিনোমের শতকরা কতভাগ জাঙ্ক DNA?
(ক) ৪০ ভাগ
(খ) ৮০ ভাগ
(গ) ৯৫ ভাগ
(ঘ) ৯৮ ভাগ

৩৭। অপেরনের অংশ হল-
i. প্রোমোটার বা উদ্দীপক জিন
ii. রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন
iii. স্ট্রাকচারাল বা গাঠনিক জিন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৮। নিচের কোনটি সূচনা কোডন?
(ক) UAG
(খ) AUG
(গ) CCU
(ঘ) UGC

৩৯। নিচের কোনটি প্রকৃত কোষে জিন প্রকাশের পদ্ধতি নয়?
(ক) ট্রান্সক্রিপশন
(খ) mRNA প্রসেসিং
(গ) অপেরন
(ঘ) ফিডব্যাক ইনহিবিশন

৪০। এ পর্যন্ত হিসাবকৃত ক্ষুদ্রতম জিনে কতটি নিউক্লিয়োটাইড রেকর্ড করা হয়েছে?
(ক) ২০ টি
(খ) ২১ টি
(গ) ৫১ টি
(ঘ) ৬৪ টি

অনুশীলন উত্তরমালা-২

১।১১।২১।৩১।
২।১২।২২।৩২।
৩।১৩।২৩।৩৩।
৪।১৪।২৪।৩৪।
৫।১৫।২৫।৩৫।
৬।১৬।২৬।৩৬।
৭।১৭।২৭।৩৭।
৮।১৮।২৮।৩৮।
৯।১৯।২৯।৩৯।
১০।২০।৩০।৪০।
কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

অনুশীলন পর্ব-৩

১। প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণ করেন কে?
(ক) রবার্ট ব্রাউন
(খ) রবার্ট হুক
(গ) লিউয়েনহুক
(ঘ) থিওডোর সোয়ান

২। উটপাখির ডিমের সঠিক আকার কোনটি?
(ক) 17×1.25 cm
(খ) 17×12.5 mm
(গ) 17×12.5 cm
(ঘ) 1.7×12.5 cm

৩। জীববিজ্ঞানের যে শাখায় কোষ নিয়ে আলোচনা করা হয় তা হল-
(ক) ফিজিওলজি
(খ) সাইটোলজি
(গ) সেলুলোজি
(ঘ) হিস্টোলজি

৪। কোষতত্ত্ব প্রদান করেছেন-
i. স্লেইডেন
ii. ভারচু
iii. রবার্টিস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৫। শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের প্রকারভেদ নয় কোনটি?
(ক) দেহকোষ
(খ) প্রকৃত কোষ
(গ) জননকোষ
(ঘ) গ্যামিট

৬। আদিকোষে DNA অবস্থানকারী স্থানকে বলা হয়-
(ক) নিউক্লিয়াস
(খ) নিউক্লিওলাস
(গ) নিউক্লিঅয়েড
(ঘ) নিউক্লিক এসিড

৭। প্রকৃতকোষী জীবে কোষ বিভাজন পদ্ধতি হল-
i. অ্যামাইটোসিস
ii. মাইটোসিস
iii. মিয়োসিস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৮। কোষ প্রাচীর কে প্রথম প্রত্যক্ষ করেন?
(ক) রবার্ট হুক
(খ) রবার্ট ব্রাউন
(গ) সিঙ্গার ও নিকলসন
(ঘ) লিউয়েনহুক

৯। মাইটোটিক কোষ বিভাজনের কোন পর্যায়ে মধ্যপর্দার সূচনা ঘটে?
(ক) প্রোফেজ
(খ) মেটাফেজ
(গ) অ্যানাফেজ
(ঘ) টেলোফেজ

১০। নিচের কোনটি প্রাথমিক প্রাচীরের গাঠনিক উপাদান নয়?
(ক) সেলুলোজ
(খ) লিগনিন
(গ) হেমিসেলুলোজ
(ঘ) গ্লাইকোপ্রোটিন

১১। সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না-
i. ভাজক কোষে
ii. ট্রাকিড ও ফাইবারে
iii. অধিক মাত্রার বিপাকীয় কোষে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১২। কোন হেমিসেলুলোজ টি প্রাচীর গঠনে ক্রসলিংক হিসেবে কাজ করে?
(ক) Xylans
(খ) Galactans
(গ) Xyloglucan
(ঘ) Arabans

১৩। সাধারণত কোষ প্রাচীরে শতকরা কত ভাগ সেলুলোজ থাকে?
(ক) 30%
(খ) 10%
(গ) 75%
(ঘ) 40%

১৪। কোনটি কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক?
(ক) সেলুলোজ
(খ) মাইক্রোফাইব্রিল
(গ) মাইসেলি
(ঘ) বিটা-ডি-গ্লুকোজ

১৫। কোষ প্রাচীরের কাজ হল-
i. কোষকে আকৃতি দান
ii. বাইরের আঘাত থেকে কোষকে রক্ষা করা
iii. পানি ও খনিজ লবণ পরিবহন
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

১৬। নিচের কোনটিকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়?
(ক) নিউক্লিয়াস
(খ) প্রোটোপ্লাজম
(গ) সাইটোপ্লাজম
(ঘ) মাইটোকন্ড্রিয়া

১৭। কোষঝিল্লির ক্ষেত্রে কোন তথ্যটি সঠিক নয়?
(ক) স্থিতিস্থাপক
(খ) লিপো-প্রোটিন দ্বারা নির্মিত
(গ) সমভেদ্য
(ঘ) দুই স্তর বিশিষ্ট

১৮। ফ্লুইড মোজাইক মডেলের প্রবর্তক কে?
(ক) সিঙ্গার ও নিকলসন
(খ) ডানিয়েল ও ডেভসন
(গ) বেনসন
(ঘ) রবার্টসন

১৯। গ্লাইকোক্যালিক্স এর অন্তর্ভুক্ত হল-
i. গ্লাইকোলিপিড
ii. গ্লাইকোপ্রোটিন
iii. গ্লাইকোএসিড
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২০। কোষঝিল্লির প্রোটিন কী হিসেবে কাজ করে?
(ক) গাঠনিক উপাদান হিসেবে
(খ) এনজাইম হিসেবে
(গ) বাহক প্রোটিন হিসেবে
(ঘ) উপরের সবগুলো

২১। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় কতভাগ লিপিড?
(ক) ৬০ ভাগ
(খ) ৮০ ভাগ
(গ) ৭৫ ভাগ
(ঘ) ৫০ ভাগ

২২। প্রোটোপ্লাজমের অংশ হল-
i. কোষপ্রাচীর
ii. সাইটোপ্লাজম
iii. নিউক্লিয়াস
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

২৩। কোষভেদে সাইটোপ্লাজমে পানির পরিমাণ কত?
(ক) ৬০-৯০%
(খ) ৭০-৯০%
(গ) ৬০-৯৫%
(ঘ) ৬৫-৯৬%

২৪। 70S রাইবোসোমের সাবইউনিট দুইটি কী কী?
(ক) 50S + 20S
(খ) 40S + 30S
(গ) 50S + 30S
(ঘ) 60S + 40S

২৫। কোনটিকে ‘কোষের ট্রাফিক পুলিশ’ বলা হয়?
(ক) রাইবোসোম
(খ) গলগি বডি
(গ) লাইসোসোম
(ঘ) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম

২৬। লাইসোসোম অঙ্গাণুটির নামকরণ করেছেন-
(ক) পার্কিনজে
(খ) দ্য দু’বে
(গ) অ্যালবার্ট ক্লড
(ঘ) কার্ল বেন্ডা

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

২৭। কোনটির ঝিল্লি একস্তরবিশিষ্ট?
(ক) লাইসোসোম
(খ) রাইবোসোম
(গ) ওলিওসোম
(ঘ) ক্লোরোপ্লাস্ট

২৮। বিজ্ঞানী পোর্টার ও তার সঙ্গীরা কোন কোষে সর্বপ্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করেন?
(ক) ভ্রূণীয় কোষে
(খ) স্নায়ু কোষে
(গ) পেশি কোষে
(ঘ) রক্তকণিকায়

২৯। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনটি সংশ্লেষিত হয় না?
(ক) লিপিড
(খ) প্রোটিন
(গ) হরমোন
(ঘ) গ্লাইকোজেন

৩০। কে মাইটোকন্ড্রিয়ার নামকরণ করেছেন?
(ক) অল্টম্যান
(খ) কলিকার
(গ) ওয়াল্টার ফ্লেমিং
(ঘ) কার্ল বেন্ডা

৩১। মাইটোকন্ড্রিয়ার কাজ হল-
i. নিজস্ব ডিএনএ উৎপন্ন করা
ii. স্নেহ বিপাকে সাহায্য করা
iii. ক্যালসিয়াম এর সক্রিয় পরিবহন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩২। নিচের কোনটিতে প্লাস্টিড থাকে না?
(ক) ছত্রাক
(খ) ব্যাকটেরিয়া
(গ) নীলাভ সবুজ শৈবাল
(ঘ) উপরের সবগুলো

৩৩। চর্বিজাতীয় খাদ্য সঞ্চয়ী প্লাস্টিডকে বলা হয়-
(ক) অ্যামাইলোপ্লাস্ট
(খ) ইলায়োপ্লাস্ট
(গ) অ্যালিউরোপ্লাস্ট
(ঘ) প্রোটিনোপ্লাস্ট

৩৪। Oedogonium এর ক্লোরোপ্লাস্ট এর আকৃতি কীরূপ?
(ক) জালিকাকার
(খ) পেয়ালাকৃতি
(গ) সর্পিলাকার
(ঘ) লেন্সের মতো

৩৫। উচ্চশ্রেণির উদ্ভিদকোষে সাধারণত কতটি ক্লোরোপ্লাস্ট থাকে?
(ক) ১০ থেকে ২০ টি
(খ) ৩০ থেকে ৪০ টি
(গ) ১০ থেকে ৪০ টি
(ঘ) ৪০ থেকে ৬০ টি

৩৬। জ্যান্থোফিল পিগমেন্টের বর্ণ কীরূপ হয়?
(ক) কমলা
(খ) লাল
(গ) সবুজ
(ঘ) হলুদ

৩৭। লিউকোপ্লাস্ট পাওয়া যায়-
i. গাজরের মূলে
ii. ভূ-নিম্নস্থ কান্ডে
iii. বৃক্ষের মূলে
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

৩৮। নিচের কোনটির কোষে সেন্ট্রিয়োল অনুপস্থিত?
(ক) শৈবাল
(খ) মসবর্গীয় উদ্ভিদ
(গ) নগ্নবীজী উদ্ভিদ
(ঘ) আবৃতবীজী উদ্ভিদ

৩৯। সেন্ট্রিয়োল আবিষ্কার করেছেন বিজ্ঞানী-
(ক) বেন্ডা
(খ) বেনডেন
(গ) বোভারি
(ঘ) বোম্যান

৪০। সেন্ট্রিয়োল এর কাজ হল-
i. কোষ বিভাজনে সাহায্য করা
ii. সিলিয়া ও ফ্ল্যাজেলা তৈরি করা
iii. শুক্রাণুর মাথা গঠন করা
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii
(খ) i, iii
(গ) ii, iii
(ঘ) i, ii, iii

কোষ ও কোষের গঠন MCQ | Cell and Cell Structure MCQ

অনুশীলন উত্তরমালা-৩

১। গ১১। খ২১। গ৩১। ঘ
২। গ১২। গ২২। গ৩২। ঘ
৩। খ১৩। ঘ২৩। ঘ৩৩। খ
৪। ক১৪। গ২৪। গ৩৪। ক
৫। খ১৫। ঘ২৫। খ৩৫। গ
৬। গ১৬। খ২৬। খ৩৬। ঘ
৭। গ১৭। গ২৭। গ৩৭। গ
৮। ক১৮। ক২৮। ক৩৮। ঘ
৯। ঘ১৯। ক২৯। খ৩৯। খ
১০। খ২০। ঘ৩০। ঘ৪০। ক

Leave a Comment

You cannot copy content of this page