মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) Part-3

মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) Part-3 আর্টিকেলটি এইচএসসি আইসিটি ২য় অধ্যায়ের মোবাইল যোগাযোগ অংশের এমসিকিউ ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। তাই তোমরা খুব সহজে এই MCQ গুলো অনুশীলন করতে পারবে।

মােবাইল যােগাযােগ

(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১৩৬। মােবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে?
অথবা, মােবাইল ফোন একটি – যােগাযােগ ব্যবস্থা। [BRUR(E):17-18]

ক) সিমপ্লেক্স
খ) হাফ ডুপ্লেক্স
গ) ফুল ডুপ্লেক্স।
ঘ) মাল্টিকাস্ট
উত্তর-(গ) ব্যাখ্যা। মােবাইলে কথােপকথনের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স মােড় ব্যবহার করে ডেটা কমিউনিকেশন করা হয়। এক্ষেত্রে একই সময়ে উভয় দিক থেকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। নির্দিষ্ট একটি দিক থেকে ডেটা ট্রান্সফার করার মােড়কে সিমপ্লেক্স বলা হয়। হাফ ডুপ্লেক্স মােডে উভয় দিক থেকে ডেটা প্রেরণের সুযােগ থাকে কিন্তু একই সাথে ডেটা গ্রহণ ও প্রেরণ করতে পারে না।মাল্টিকাস্ট মােডে নেটওয়ার্কের একটি নােড ডেটা প্রেরণ করলে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সকল সদস্য তা গ্রহণ করতে পারে।

মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) Part-3

১৩৭। মােবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর-(খ) ব্যাখ্যা দ্বিতীয় প্রজন্মের মােবাইলে CDMA এবং GSM প্রযুক্তির ব্যবহার শুরু হয় । এই প্রজন্মের মােবাইলে ইন্টারনেট সেবা প্রথম চালু হয়।

১৩৮। বাণিজ্যিকভাবে 3G চালু হয় কোন সাল থেকে –
ক) ১৯৮৯
খ) ১৯৯৫
গ) ২০০১
ঘ) ২০০৫
উত্তর-(গ) ব্যাখ্যা: ২০০১ সালে জাপানের NTT DoCoMo প্রথম 3G মােবাইল ফোন ব্যবহার করা শুরু করে।

১৩৯। 4G নেটওয়ার্কে সর্বোচ্চ ডেটা ট্রান্সফারের হার কত?

ক) 10 mbps
খ) 25 mbps
গ) 50 mbps
ঘ) 100 mbps
উত্তর-(ঘ) ব্যাখ্যা: 4G মােবাইলে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে আলট্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা যাবে। দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে এর ডেটা ট্রান্সফারের হার ১০০ mbps হবে।

১৪০। রােমিং সুবিধা হচ্ছে-
i) একটি আন্তর্জাতিক যােগাযােগ ব্যবস্থা
ii) অন্যের নেটওয়ার্ক ব্যবহার সুবিধা
iii) কম খরচে বেশি সময় কথা বলতে পারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ক) ব্যাখ্যা: রােমিং হলাে আন্তর্জাতিক যােগাযােগ ব্যবস্থা যা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের মােবাইলে চালু করা হয়। এর সাহায্যে বিদেশে অবস্থান করে নিজস্ব মােবাইল ফোনে কথা বলা সম্ভব এবং অন্যন্যি দেশের মােবাইল ট্রান্সমিটারের নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব ।

মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) Part-3

১৪১। কোন প্রজন্মের মােবাইলে প্যাকেট সুইচিং পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন করা হয়?
ক) প্রথম
খ) দ্বিতীয়
গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর-(খ) ব্যাখ্যা: দ্বিতীয় প্রজন্মের মােবাইলে ডেটা স্থানান্তনাের জন্য প্যাকেট স্যুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়। প্রথম প্রজন্মের মােবাইলে এনালগ পদ্ধতির রেডিও সিগনাল ব্যবহৃত হয়। তৃতীয় প্রজন্মের মােবাইলে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং পদ্ধতি ব্যবহৃত হয়। চতুর্থ প্রজন্মের মােবাইলে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে ডেটা আদান প্রদান করা সম্ভব হবে।

১৪২। 3G মােবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য হলাে-
(ক) SMS সার্ভিস
(খ) MMS সার্ভিস
(গ) ইন্টারনেট ব্যবহার
(ঘ) ভিডিও কলিং

উত্তর-(ঘ) ব্যাখ্যা: তৃতীয় প্রজন্মের মােবাইলে সব সময় ইন্টারনেট সংযােগ দেওয়া থাকে, আলাদা করে ইন্টারনেট সংযােগ দেওয়ার প্রয়ােজন হয় না। যে কোন সময় ইন্টারনেট ব্রাউজ করা যায় এবং ভিডিও কনফারেন্স করা যায় । ভিডিও কলে সরাসরি ভিডিও দেখা ও কথা বলা যায় ।

১৪৩। কোন জেনারেশনের মােবাইল ফোনে প্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়?

(ক) 1G
(খ) 2G
(গ) 3G
(ঘ) 4G
উত্তর-(খ) ব্যাখ্যা দ্বিতীয় প্রজন্মের মােবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন সম্ভব হয় । এই প্রজন্মে মােবাইল সর্বপ্রথম প্রিপ্রেইড পদ্ধতি চালু হয়। এই পদ্ধতিতে পূর্বে মূল্য পরিশােধ করে নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলা যায়।

১৪৪ । বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেটওয়ার্ক কোনটি?
(ক) EDGE
(খ) GSM
(গ) CDMA
(ঘ) GPRS

উত্তর-(খ) ব্যাখ্যা বিশ্বের প্রায় ২১৮টি দেশে GSM মােবাইল নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এই জন্য এটি খুবই জনপ্রিয়। জিএসএম হলাে TDMA এবং FDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি। এই প্রযুক্তি GPRS এবং EDGE সুবিধা প্রদান করে এবং এর মাধ্যমে শক্তিশালী ও মান সম্পন্ন ডিজিটাল ভয়েস ও ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করা যায়।

মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) Part-3

১৪৫। আইপি ডেটা নেটওয়ার্ক কোনটি? [ট-১৭]

(ক) 1G
(খ) 2G
(গ) 3G
(ঘ) 4G
উত্তর-(ঘ) ব্যাখ্যাঃ 4G মােবাইলে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং ‘এর পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে ডেটা আদান প্রদান করা সম্ভব হবে। 1G মােবাইলে এনালগ পদ্ধতির রেডিও সিগনাল ব্যবহৃত হয় । 2G মােবাইলে প্যাকেট সুইচিং ও কোর সুইচিং নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয় । 3G মােবাইলে প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং পদ্ধতি ব্যবহৃত হয়।

১৪৬। GSM এর পূর্ণরূপ হলাে- ব-১৭
ক) General System for Mobile Communication
(খ) Global Standard for Mobile Communication
গ) General Standard for Mobile Communication
ঘ) Global System for Mobile Communication
উত্তর-(ঘ) ব্যাখ্যা: GSM হলাে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মােবাইল নেটওয়ার্ক যা FDMA এবং TDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি। এর লক্ষ্য হলাে উচুমানের ডিজিটাল ভয়েস ট্রান্সমিশন নিশ্চিত করা।

১৪৭। GPRS এর পূর্ণরূপ– [RMSTU(C):19-2), কু-১৭]

ক) General Packet Radio Service
খ) Global Packet Radio Service
গ) Global Package Radio Service
ঘ) General Package Radio Service

উত্তর-(ক) ব্যাখ্যা: GPRS হলো প্যাকেট সুইচিং ভিওিক মোবাইল ডেটা সার্ভিস যা 2G এবং 3G মােবাইলের GSM সিস্টেমের সাথে এক কাজ করে।

১৪৮। কোন প্রজন্মের মােবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়? [LR UR(12); 192), গ-১৯]
(ক) প্রথম
খ) দ্বিতীয়
(গ) তৃতীয়
ঘ) চতুর্থ
উত্তর-(খ) ব্যাখ্যাঃ এমএমএস, এসএমএস এবং ইন্টারনেটে সংযোগ সেবা কার্যক্রম চালু হয় দ্বিতীয় প্রজন্মের মােবাইলে।

মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) Part-3

১৪৯। কোন প্রজন্মের মোবাইল ফোনে আল্ট্রা ব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়? [য,-১৯]

(ক) ১ম
(খ) ২য়
(গ) ৩য়
(ঘ) ৪র্থ
উত্তর (ঘ) ব্যাখ্যাঃ উচ্চ গতির আইপি নেটওয়ার্ক ভিত্তিক ৪র্থ প্রজন্মের মােবাইলে আন্দ্রা ব্রডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়।

১৫০। রেডিও সিগনাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়? [ব-১৯]

(ক) 1G
(খ) 2G
(গ) 3G
(ঘ) 4G
উত্তর-(খ) ব্যাখ্যা দ্বিতীয় প্রজন্মের মােবাইলে প্রথম ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়। প্রথম প্রজন্মের মোবাইলে এনালগ প্রযুক্তির সিগন্যাল ব্যবহৃত হত ।

১৫১, গ্রীন ফোন বলা হয় কোন প্রজন্মের মােবাইলকে? [রা.-১৯]

(ক) FDMA
(খ) TDMA
(গ) CDMA
(ঘ) PDMA
উত্তর-(গ) ব্যাখ্যা CDMA কে Green ফোন বলা হয়। FDMA=Frequency Division Multiplexing, TDMA-Time Division Multiplexing.

১৫২। চতুর্থ প্রজন্মের মােবাইল ফোনে নিচের কোনটি ব্যবহার করে? [RU(C):18-19]
ক) সার্কিট সুইচিং
খ) ARP
গ) TCP
ঘ) IP
উত্তর (ঘ) ব্যাখ্যা: চতুর্থ প্রজন্মের মােবাইল সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলাে সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে ইন্টারনেট প্রটোকল (JP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার। এর ফলে মােবাইল টেলিফোন সিস্টেমে ইন্টারনেট প্রটোকল (IP) ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহারের মাধ্যমে ডেটা আদান-প্রদান করা সম্ভব হয়। TCP এর পূর্ণরূপ হল Transmission Control Protocol ও ARP এর পূর্ণরূপ হ’ল Address Resolutior Protocol, TCP ও ARP উভাই কমিউনিকেশন প্রটোকল ।

মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) Part-3
(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন

১৫৩। চতুর্থ প্রজন্মের মােবাইল প্রযুক্তির সফল বাস্তবায়ন হলাে –
i) Wimax2
ii) LTE
iii) ওয়াই-ফাই
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i ও ii
উত্তর-(ঘ) ব্যাখ্যাঃ Wimax2 ও LTE হলাে 4G মােবাইল সিস্টেমের উদাহরণ যা খুব সহজেই যে কোন সময়ে যে কোন স্থান থেকে পূর্বের জেনারেশনের তুলনায় অপেক্ষাকৃত দ্রুত গতিতে ডেটা, ভয়েস’ এবং মাল্টিমিডিয়া আদান প্রদান করতে সক্ষম হবে।

১৫৪ । সাধারণত মােবাইল কমিউনিকেশন হলো- কু.-১৬]

i) তারবিহীন যােগাযােগ ব্যবস্থা
ii) শুধুমাত্র কথা বলার ব্যবস্থা।
ii) ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(খ) ব্যাখ্যা: মােবাইল কমিউনিকেশন হলো তারবিহীন মাধ্যমে রেডিও ওয়েভ ব্যবহার করে পৃথিবীর যে কোন স্থানে ডেটা, ভয়েস এবং মাল্টিমিডিয়া আদান প্রদান করার প্রযুক্তি। মােবাইলে কথােপকথনের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স মােড ব্যবহার করে ডেটা কমিউনিকেশন করা হয়। এক্ষেত্রে একই সময়ে উভয় দিক থেকে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায় ।

১৫৫। আর্থ সামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন এনেছে-

i) মােবাইল
ii) টেলিভিশন
iii) কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর (ঘ) ব্যাখ্যা: বর্তমানে মােবাইল এবং কম্পিউটারের সাহায্যে যে কোন সময় বিশ্বের যে কোন স্থানের সাথে যােগাযােগ করা সম্ভব। এর ফলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দ্রুত তথ্য প্রাপ্তির ফলে অধিক সফলতা লাভ করা যায়। সময় ও অর্থের সাশ্রয় হয় এবং আর্থিক লেনদেন বৃদ্ধি পায়। স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও অতি সহজে প্রয়ােজনীয় তথ্য ও চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন দূরবর্তী অঞ্চলের মানুষের কাছে পৌঁছান সম্ভব হয়। টেলিভিশন একটি গণমাধ্যম যার সাহায্যে মানুষের সচেতনতা তৈরি ও সংবাদ প্রচার করা হয়। এই তিনটি ব্যবহারের ফলে আর্থ সামাজিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে।

১৫৬। দ্বিতীয় প্রজন্মের মােবাইল ফোনের বৈশিষ্ট্য হলাে-
i) SMS সার্ভিস
ii) MMS সার্ভিস
iii) ভিডিও কনফারেন্সিং
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ক) ব্যাখ্যা দ্বিতীয় প্রজন্মের মােবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমিশন সম্ভব হয়। এই প্রজন্মে প্রথম এসএমএস এবং এমএমএস সেবা কার্যক্রম চালু হয়। এর মাধ্যমে মােবাইল ফোনে ক্ষুদ্র বার্তা ও ছবি বা ভিডিও আদান-প্রদান করা সম্ভব হয়। ভিডিও কনফারেন্সিং তৃতীয় প্রজন্মের মােবাইলের বৈশিষ্ট্য।

মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) Part-3

১৫৭। তৃতীয় প্রজন্মের মােবাইলে যে সেবা কার্যক্রম চালু করা হয় –
i) মােবাইল ব্যাংকিং
ii) ই- কমার্স
ii) গান শােনা, টিভি ও সিনেমা দেখা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(ঘ) ব্যাখ্যা: তৃতীয় প্রজন্মের মােবাইলে ডিজিটাল পদ্ধতিতে ভয়েস ও ডেটা স্থানান্তরিত হয়। সব সময় ইন্টারনেট সংযােগ দেওয়া থাকে। আলাদা করে ইন্টারনেট সংযােগ দেওয়ার প্রয়ােজন হয় না ।মােবাইলে একাউন্ট করে আর্থিক লেনদেন, কেনাকাটা করা ও টাকা জমা রাখা যায় । যে কোন সময় ইন্টারনেট ব্রাউজ করা যায়। ইউটিউবে গান শােনা, টিভি ও সিনেমা দেখা এবং চাহিদা অনুযায়ী ডাউনলােড করা যায়।

১৫৮। 3G মােবাইল ফোনের বৈশিষ্ট্য হলাে-

i) EDGE পদ্ধতি কার্যকর হয়
ii) ডেটা রেট 2 Mbps এর অধিক
iii) উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: তৃতীয় প্রজন্মে উচ্চ গতির ডেটা ট্রান্সফার ও মাল্টিমিডিয়া ডেটা ব্যবহারসহ GPRS স্ট্যান্ডার্ডের ব্যপক উন্নতি সাধিত হয়। ফলে সর্বাধিক ডেটা ট্রান্সফারের মােবাইল টেকনােলজি EDGE চালু হয়। অধিক পরিমানে ডেটা স্থানান্তর সম্ভব হয় এবং ২ এমবিপিএসের অধিক হারে ডেটা ট্রান্সমিট করা যায়। আধুনিক মােবাইল টেকনােলজি HSPA এর বাস্তবায়ন করা হয় এবং উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা পাওয়া যায় ।

১৫৯। জিএসএম এর সার্ভিস হলাে-
i) উঁচু মানের ডিজিটাল ভয়েস ট্রান্সমিশন নিশ্চিত করা।
ii) এসএমএস ও এমএমএস সার্ভিস প্রদান করা
iii) কথােপকথন সময়কাল দীর্ঘতর হওয়া।
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: জিএসএম হলাে TDMA এবং FDMA এর সম্মিলিত একটি চ্যানেল অ্যাকসেস পদ্ধতি। এই প্রযুক্তি GPRS এবং EDGE সুবিধা প্রদান করে এবং ট্রান্সমিশন পাওয়ার নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে শক্তিশালী ও মান সম্পন্ন ডিজিটাল ভয়েস ও ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করা যায়। মােবাইল ফোনে ক্ষুদ্র বাতা ও ছবি বা ভিডিও আদান-প্রদান করা সম্ভব হয়। রূপান্তর পালস্ বৈশিষ্ট্যের কারণে জিএসএম ফোনে কথােপকথন সময়কাল দীর্ঘতর হয়।

(গ) অভিন্ন তথ্যের বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকের আলােকে ১৬০ ও ১৬১ নং প্রশ্নের উত্তর দাওঃ
মিঃ হারুন যে কোম্পানির মােবাইল ফোন ব্যবহার করেন সেটির কারণে তিনি দীর্ঘ সময় ধরে কথা বলতে পারেন। কিন্তু গত বছর ভারতে বেড়াতে গিয়ে তিনি তার ফোন নম্বরটি ব্যবহার করতে পারেননি।

১৬০। মিঃ হারুনের ব্যবহৃত মােবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে
ক) GSM
খ) CDMA
গ) TDMA
ঘ) FDMA
উত্তর-(ঘ) ব্যাখ্যাঃ মিঃ হারুনের ব্যবহৃত মােবাইল ফোনটি প্রথম প্রজন্মের মােবাইল ফোন যাতে FDMA প্রযুক্তি ব্যবহার করা হয় এবং এতে আন্তর্জাতিক রােমিং সুবিধা পাওয়া যায় না।

মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) Part-3

১৬১। উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তির বৈশিষ্ট্য-
i) Identification Module ব্যবহার করা যায়।
ii) প্রাইভেসী বেশি
iii) রিপিটার সমূহ ব্যবহারে সক্ষম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর (গ) ব্যাখ্যা: একই এলাকায় অন্য মােবাইল ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইনফারেন্স নেই। ডেটা সিগনালকে অ্যাম্ফলিফাই করে আরও অধিক দূরত্বে প্রেরণ করার জন্য রিপিটার ব্যবহার করতে পারে ।

নিচের উদ্দীপকের আলােকে ১৬২ নং প্রশ্নের উত্তর দাওঃ

রানা তার বাবাকে জিজ্ঞেস করল মােবাইল কোম্পানীগুলাে তাদের টাওয়ার উঁচুস্থানে স্থাপন করে কেন? রানার বাবা তখন তাকে বিভিন্ন ধরনের ওয়ারলেস কমিউনিকেশন মিডিয়ার কার্য পদ্ধতি ব্যাখ্যাকরলেন।

১৬২। মােবাইল কোম্পানীগুলাে আন্তঃদেশীয় টেলিযােগাযােগে কোন ওয়ারলেস মিডিয়া ব্যবহার করে?

ক) রেডিও ওয়েভ
খ)টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
গ) স্যাটেলাইট মাইক্রোওয়েভ
ঘ) ইনফ্রারেড
উত্তর-(ক) ব্যাখ্যাঃ মােবাইল কোম্পানীগুলাে। মােবাইল কমিউনিকেশনের ক্ষেত্রে তারবিহীন মাধ্যমে রেডিও ওয়েভ ব্যবহার করে পৃথিবীর যে কোন স্থানে ডেটা, ভয়েস এবং মাল্টিমিডিয়া আদান প্রদান করে। টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ প্রযুক্তিতে ভূ-পৃষ্ঠে ট্রান্সমিটার ও রিসিভারের মাধ্যমে ডেটা কমিউনিকেশন করা হয়। এটি মধ্যবর্তী কোন বাধা অতিক্রম করতে পারে না বা বক্রপথে যেতে পারে না। স্যাটেলাইট মাইক্রোওয়েভ প্রযুক্তি ব্যবহার করে বিশ্বের যে কোন স্থানের সাথে টেলিকমিউনিকেশন ও তথ্য আদান প্রদান করা যায় । ইনফ্রারেড ব্যবহার করে রিমােট কন্ট্রোল সিস্টেমে রেডিও, টিভি, এয়ার কন্ডিশন, স্মার্ট হােম, খেলনা ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়।

নিচের উদ্দীপকের আলােকে ১৬৩ ও ১৬৪ নং প্রশ্নের উত্তর দাওঃ

রাসেল 4G মােবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS এর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে।

১৬৩। বার্তা জানানাের মােড় কোনটি? (স.সা.-১৮)
ক) সিমপ্লেক্স
খ) ফুল-ডুপ্লেক্স
গ) মাল্টিকাস্ট
ঘ) ব্রডকাস্ট
উত্তর-(গ) ব্যাখ্যা: নির্দিষ্ট একটি দিক থেকে ডেটা ট্রান্সফার করার মােড়কে সিমপ্লেক্স বলা হয়। ফুল ডুপ্লেক্স ‘মােড়ে একই সময়ে উভয় দিক থেকে ডেটা প্রেরণ করা যায় । ব্রডকাস্ট মােডে নেটওয়ার্কের একটি নােড ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধীনস্ত সকল নােডই তা গ্রহণ করতে পারে। মাল্টিকাস্ট মােডে নেটওয়ার্কের একটি নােড ডেটা প্রেরণ করলে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সকল সদস্য তা গ্রহণ করতে পারে।

১৬৪। রাসেলের মােবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব- (স.সা.-১৮)
i) সার্কিট সুইচিং পদ্ধতিতে ডেটা প্রেরণ
ii) আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক স্থাপন
iii) ত্রি-মাত্রিক ডেটা স্থানান্তর

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর-(গ) ব্যাখ্যা: রাসেলের ব্যবহৃত মােবাইল ফোনের বৈশিষ্ট:
১। 4G এর গতি 3G এর থেকে প্রায় ৫০ গুণ বেশি।
২। ত্রিমাত্রিক ডেটা স্থানান্তরের ক্ষেত্রে ব্যবহার করা হয় ।
৩। আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমে কাজ করে।

এই মােবাইল যােগাযােগ MCQ (HSC ICT 2nd Chapter MCQ) ছাড়াও আরো জানতে ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page