ক্রায়ােসার্জারি (Cryosurgery) MCQ (ICT 1st Chapter MCQ Part-06)

ক্রায়ােসার্জারি (Cryosurgery) MCQ (ICT 1st Chapter MCQ Part-06) : প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের আইসিটি ১ম অধ্যায়ের MCQ উত্তর ব্যাখ্যা সহ দেওয়া হয়েছে। যার ফলে তোমরা অ্যাডমিশন টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিবে তা এই পোষ্টের মাধ্যমে নিতে পারবে।এই পার্ট-৬ তে ৩১ টি নৈর্ব্যক্তিক দেওয়া হয়েছে।

পার্ট-৬

ক্রায়ােসার্জারি (Cryosurgery)

(ক) সাধারণ বহুনির্বাচনি প্রশ্ন

১৮৬। বরফের মত শীতল অনুভূতি প্রয়ােগের মাধ্যমে সার্জারি করাকে বলা হয় –

(ক) ভার্চুয়াল রিয়েলিটি
(খ) রােবােটিক্স
(গ) ক্রায়ােসার্জারি
(ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা

উত্তর-(গ) ব্যাখ্যা: ক্রায়ােসার্জারিতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করে ত্বকের অস্বাভাবিক ও রােগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। ভার্চুয়াল রিয়েলিটিতে কৃত্রিম ত্রিমাত্রিক জগৎ তৈরি করা হয় । রােবটিক্সে রােবটের নকশা, গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম এজেন্ট তৈরির বিষয়ে গবেষনা করে।

১৮৭। ক্রায়ােসার্জারিতে যে সূক্ষ সূচের মত নল ব্যবহার করা হয় তাকে বলে –

(ক) ক্রায়ােনল
(খ) ক্রায়ােপ্রােব
(গ) ক্রায়ােড্রেন।
(ঘ) ক্রায়াে পাইপ

উত্তর-(খ) ব্যাখ্যা: ক্রায়ােপ্রােবের দ্বারা টিউমার টিস্যুর ভিতরে গ্যাসের নিঃসরণ করা হয়।

১৮৮। আক্রান্ত কোষটি চূড়ান্তভাবে ধ্বংস করতে কোন গ্যাস ব্যবহৃত হয়?

(ক) ২০°- ৪০° সে, তাপমাত্রার হিলিয়াম গ্যাস
(খ) ৩০° – ৪০° সে, তাপমাত্রার নাইট্রোজেন গ্যাস
(গ) ৪০° – ৫০° সে. তাপমাত্রার ওজোন গ্যাস
(ঘ) ৫০° -৬০° সে. তাপমাত্রার কার্বন ডাই অক্সাইড গ্যাস

উত্তর-(ক) ব্যাখ্যা: হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে জমাট বন্ধ শীতল টিউমার টিস্যুর তাপমাত্রা ২০° – ৪০° সে. পর্যন্ত উঠান হলে টউমার টিস্যুর বরফ গলে যায় এবং টিস্যুটি ধ্বংস হয়ে যায়।

১৮৯। কোনটি ক্রায়ােসার্জারির সাথে সম্পর্কিত? [ঢ,-১৬)

(ক) ফাজি লজিক
(খ) বিশেষ ধরনের গ্লাভস
(গ) নাইট্রোজেন
(ঘ) নেভিগেশন

উত্তর-(গ) ব্যাখ্যা: ক্রায়ােসার্জারিতে চিকিৎসায় তরল নাইট্রোজেন ব্যবহার করা হয় । ফাজি লজিকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়ােগ ঘটানাে হয়। বিশেষ ধরনের গ্লাভস ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়। সমুদ্রে দিক নর্ণয়ের ক্ষেত্রে নেভিগেশন ব্যবহৃত হয়।

ক্রায়ােসার্জারি (Cryosurgery) MCQ (ICT 1st Chapter MCQ Part-06)

৯০। ক্রায়ােসার্জারি ব্যবহৃত হয়— [য.-১৬]

(ক) প্লাস্টিক সার্জারিতে
(খ) হার্টের বাইপাসে
(গ) চোখে লেন্স স্থাপনে
(ঘ) লিভার ক্যান্সারে

উত্তর-(ঘ) ব্যাখ্যা: অভ্যন্তরীন কিছু রােগ যেমন – লিভার ক্যান্সার, প্রাস্টেট ক্যান্সার, ফুসফুস ক্যান্সার, পাইলস ইত্যাদির চিকিৎসায় ক্রায়ােসার্জারি ব্যবহৃত হয়।

৯১। ক্রায়ােসার্জারিতে এমআরআই ব্যবহার করা হয় কেন?

(ক) আক্রান্ত কোষ ধ্বংস করার জন্য
(খ) আক্রান্ত কোষের সঠিক অবস্থান নির্ণয়ের জন্য
(গ) তরল নাইট্রোজেন প্রয়ােগের জন্য
(ঘ) শীতল তাপমাত্রা প্রয়ােগের জন্য

উত্তর-(খ) ব্যাখ্যা: ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং পদ্ধতির সাহায্যে টিউমারের সঠিক অবস্থান ও আয়তন নির্ধারণ করা হয় এবং ক্রায়ােপ্রোবটির গতিবিধি নিয়ন্ত্রণ করে সুস্থ কোষগুলােকে প্রভাব মুক্ত রাখা যায়।

১৯২। ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান– যি.-১৯)

(ক) তরল অক্সিজেন
(খ) কঠিন নাইট্রোজেন
(গ) হাইড্রোজেন
(ঘ) মিথেন

উত্তর-(ক) ব্যাখ্যাঃ তরল অক্সিজেন ক্রায়ােসার্জারি চিকিৎসায় ব্যবহার হয়। এছাড়া তরল আর্গন, কার্বন-ডাই-অক্ৰাইড,নাইট্রাস অক্সাইড ইত্যাদি ব্যবহার করে চিকিৎসা পদ্ধতিটি আরও উন্নতি সাধন করছে ।

১৯৩। কোনটি ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয় না? [কু.-১৯].

(ক) স্প্রে-ডিভাইস
(খ) কার্বন মনােঅক্সাইড
(গ) ক্রায়োপ্রােব
(ঘ) আলট্রা সাউন্ড।

উত্তর-(খ) ব্যাখ্যা: ক্রায়ােসার্জারিতে যে সূক্ষ সূচের মত নল ব্যবহার করা হয় তাকে ক্রায়ােপ্রােব বলে। রােগাক্রান্ত টিস্যুতে গ্যাসের নিঃসরণ ঘটিয়ে তাপমাত্রা হ্রাস-বৃদ্ধির জন্য স্প্রে-ডিভাইস ব্যবহৃত হয়। আলট্রা সাউন্ড এর মাধ্যমে টিউমারের সঠিক অবস্থান ও আয়তন নির্ধারণ করা হয়।

(খ) বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন

১৯৪। ক্রায়ােসার্জারি যে সব ক্ষেত্রে ব্যবহৃত হয়-

i) ত্বকের চিকিৎসায়
ii) পাইলস চিকিৎসায়
iii) ভাঙ্গা হাড়ের চিকিৎসায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(ক) ব্যাখ্যা: ক্রায়ােসার্জারির সাহায্যে তুকের টিউমার, তিল, আচিল সহ ত্বকের ছােট ছােট ক্যান্সারের চিকিত্সা করা হয়। পাইলস ও যকৃত ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, ফুসফুস ক্যান্সার সহ অভ্যন্তরীন কিছু রােগের চিকিৎসা এর সাহায্যে করা হয়।

ক্রায়ােসার্জারি (Cryosurgery) MCQ (ICT 1st Chapter MCQ Part-06)

১৯৫। ক্রায়ােসার্জারিতে — (চ.১৬]

i) টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা হয়
ii) নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়ােজেনিক এজেন্ট ব্যবহার করা
iii) অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করা হয়।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: ক্রায়ােসার্জারিতে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করে আক্রান্ত কোষকে বরফ খন্ডে পরিনত করা হয় এবং টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করে একে ধ্বংস করা হয়। নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়ােজেনিক এজেন্ট ব্যবহারের মাধ্যমে এই চিকিৎসার উন্নতি সাধন করা হয়েছে।

১৯৬। ক্রায়ােসার্জারিতে সমন্বিত ভাবে ব্যবহার করা হয় —

i) প্রােপেন
ii) অ্যালকোহল
iii) ডাইমিথাইল ইথার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(খ) ব্যাখ্যা: ডাইমিথাইল ইথার, প্রােপেন ইত্যাদি সমন্বিতভাবে প্রয়ােগের মাধ্যমে ক্রায়ােসার্জিক্যাল চিকিত্সা আরও উন্নত ও আধুনিক করা হয়েছে।

১৯৭। ক্রায়াে সার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলাে- বি.-১৭]

i. ক্রায়াে প্রােব
ii. স্প্রে ডিভাইস
iii. অ্যাকচুয়েটর

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(ক) ব্যাখ্যা: ক্রায়ােসার্জারিতে যে সূক্ষ সূচের মত নল ব্যবহার করা হয় তাকে বলে ক্রায়ােপ্রােব। ক্রায়ােপ্রােবের দ্বারা টিউমার টিস্যুর ভিতরে গ্যাসের নিঃসরণ করা হয়। রােগাক্রান্ত টিস্যুতে গ্যাসের নিঃসরন ঘটিয়ে তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করার জন্য স্প্রে ডিভাইস ব্যবহৃত হয়। অ্যাকচুয়েটর হল বৈদ্যুতিক মটরের সমন্বয়ে তৈরি রােবটের হাত পা নাড়ানর ব্যবস্থা।

১৯৮। ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত হয়– [রা.-১৯]

i. তরল হাইড্রোজেন
ii. অর্গান গ্যাস
iii. হিলিয়াম গ্যাস

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(ক) ব্যাখ্যা: ক্রায়ােসার্জারি চিকিৎসায় তরল হাইড্রোজেন, অর্গান,তরল নাইট্রোজেন, কার্বন-ডাই-অক্ৰাইড,ইত্যাদি ব্যবহার করা

ক্রায়ােসার্জারি (Cryosurgery) MCQ (ICT 1st Chapter MCQ Part-06)

(গ) অভিন্ন তথ্যের বহুনির্বাচনী প্রশ্ন

নিচের উদ্দীপকটি পড়ে ১৯৯ ও ২০০নম্বর প্রশ্নর উত্তর দাওঃ

ত্বকের সৌন্দর্য রক্ষায় তিল, মেছতা ইত্যাদি তুলতে এক ধরনের স্প্রেযুক্ত সাজারির কথা বলা হয় যা কাটা ছেড়া ছাড়াই সম্পন্ন করা যায়। এ কথা জেনে একজন তরুনী তার ত্বকের সমস্যায় চিকিৎসকের সরণাপন্ন হল এবং চিকিৎসা শেষে উপকৃত হল।

১৯৯। ক্রায়ােসার্জারিতে-

i) অস্বাভাবিক ও রােগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়
ii) এটি একটি ব্যথাহীন প্রক্রিয়া
iii) ভাঙ্গা হাড়ের চিকিত্সায় ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(ক) ব্যাখ্যা: ক্রায়ােসার্জারিতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করে অস্বাভাবিক ও রােগাক্রান্ত টিস্যু জমাট বন্ধ করা হয়। এরপর এর তাপমাত্রা বৃদ্ধি করে রােগাক্রান্ত টিস্যুটি ধ্বংস করা হয় ।অপারেশনের প্রয়োজন হয় না। তাই এটি ব্যাথাহীন প্রক্রিয়া। ২০০খ্রীষ্টপূর্ব ২৫০০ সালে মিশরীয়রা তৃকের বিভিন্ন ধরনের ক্ষত ও প্রদাহের চিকিৎসায় –

(ক) শীতল তাপমাত্রা ব্যবহার করতেন
(খ) নাইট্রোজেন গ্যাস ব্যবহার করতেন
(গ) কাটাছেড়া করতেন
(ঘ) উচ্চ তাপমাত্রা প্রয়ােগ করতেন।

উত্তর-(ক) ব্যাখ্যা: প্রাচীন মিশরীয়রা জ্ঞান বিজ্ঞান চর্চায় অত্যন্ত উন্নত ছিলেন। চিকিৎসা ক্ষেত্রেও তারা আধুনিক পদ্ধতির প্রয়ােগ করত। ত্বকের ক্ষত ও ব্যাথার চিকিৎসায় তারা শীতল তাপমাত্রা প্রয়ােগ করতেন।

নিচের উদ্দীপকটি পড়ে ২০১ ও ২০২ নম্বর প্রশ্নর উত্তর দাওঃ

ডা, হাসান কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারির প্রশিক্ষন দেন যাতে কোন ঝুঁকি থাকে না। একজন যকৃৎ ক্যান্সারের রােগী তার কাছে এলে তিনি তাকে -১২০° সে. তাপমাত্রার চিকিৎসা দেন।

২০১। প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে — বি.-১৬]

(ক) ক্রায়ােসার্জারি
(খ) রােবােটিক্স
(গ) ভার্চুয়াল রিয়েলিটি
(ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা

উত্তর-(গ) ব্যাখ্যা ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক সিমিউলেশনের মাধ্যমে কৃত্রিম দৃশ্য তৈরি করা হয় যা থেকে বাস্তবের অভিজ্ঞতা উপলব্ধি করা যায়। ক্রায়ােয়ােসার্জারি তে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করে অস্বাভাবিক ও রােগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয়। রােবােটিক্সে রােবট সম্পর্কে গবেষণা করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের বুদ্ধিমত্তা সম্পন্ন কৃত্রিম এজেন্ট তৈরির বিষয়ে গবেষনা করে ।

ক্রায়ােসার্জারি (Cryosurgery) MCQ (ICT 1st Chapter MCQ Part-06)

২০২। ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে — [ব.-১৬]

i) চিকিৎসা ব্যয় তুলনামূলক ভাবে কম
ii) অপারেশনের ধকল সহ্য করতে হয়না
iii) আশেপাশের কোষের ক্ষতি হয় না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: ডাক্তার রােগীর আক্রান্ত স্থানে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করে ক্রায়োসার্জারি পদ্ধতিতে চিকিৎসা করেন। এই পদ্ধতিতে কাটাছেড়ার প্রয়ােজন হয় না । তাই চিকিৎসা ব্যয় কম এবং অপারেশনের ধকল সহ্য করতে হয়না। এমআরআই পদ্ধতি প্রয়ােগের ফলে : ক্রায়ােপ্রােবটির গতিবিধি নিয়ন্ত্রন করে আশেপাশের সুস্থ কোষগুলােকে প্রভাব মুক্ত রাখা যায়।

নিচের উদ্দীপকটি পড় এবং ২০৩ ও ২০৪ নং প্রশ্নের উত্তর দাও:

ডা. রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আঁচিলের অপারেশন নিম্ন তাপমাত্রা প্রয়ােগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।

২০৩। প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রক্রিয়াটি হচ্ছে– (য,-১৯)।

i. ভিডিও কনফারেন্স ।
ii. টেলিমেডিসিন
iii. ই-মেইল

নিচের কোনটি সঠিক?

(ক)i ও ii
(খ) i ও iii
গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(ক) ব্যাখ্যা: টেলি মেডিসিন ও ভিডিও কনফারেন্সিং প্রক্রিয়ায় প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়া সম্ভব হয়। ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির মাধ্যমে ভিন্ন ভৌগলিক দূরত্বে অবস্থান করে ভিডিও দেখা ও কথা বলা সম্ভব। ই-মেইলের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তথ্য ও ডকুমেন্ট আদান প্রদান করা যায় ।

২০৪। বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে– [য.-১৯

i. পার্শ্ব-প্রতিক্রিয়া কম হবে
ii. রােগির ব্যাথা কম হবে
iii. সুস্থ হতে সময় কম লাগবে।

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: ক্রায়ােসার্জারি হচ্ছে অত্যধিক শীতল তাপমাত্রা, প্রয়ােগ করে ত্বকের অস্বাভাবিক ও রােগাক্রান্ত টিস্যু ধ্বংস করে। ক্রায়ােসার্জারি চিকিৎসা পদ্ধতির প্রভাবে পার্শপ্রতিক্রিয়া কম হয়, ব্যাথা কম এবং সুস্থ হতে কম সময় লাগে। টিউমার, তিল, যকৃত ক্যান্সার, বৃক্ক ক্যান্সার, ফুসফুস ক্যান্সার সহ অভ্যন্তরীন কিছু রােগের চিকিৎসা এর সাহায্যে করা হয়।

ক্রায়ােসার্জারি (Cryosurgery) MCQ (ICT 1st Chapter MCQ Part-06)

নিচের উদ্দীপকটি পড় এবং ২০৫ ও ২০৬ নং প্রশ্নের উত্তর দাও:

মি, সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষণা করছেন। তার কপালের টিউমারটি চিকিৎসক -20°C তাপমাত্রার তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন।

২০৫। চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে- [সি,-১৯]

(ক) ক্রায়ােসার্জারি
(খ) বায়ােমেট্রিক্স
(গ) বায়ােইনফরমেটিক্স
(ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

উত্তর-(ক) ব্যাখ্যা: ক্রায়ােসাজারি পদ্ধতিতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়ােগ করে আক্রান্ত কোষকে বরফ খন্ডে পরিনত করা হয়। এবং টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করে একে ধ্বংস করা হয়।মানুষের শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিওিতে অদ্বিতীয়ভাবে সনাক্ত করার পদ্ধতি হল বায়ােমেট্রিক্স। জিনের গঠন সংক্রান্ত গবেষণায় উন্নয়ন ও পরিবর্তন করা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কাজ। বায়ােইনফরমেটিক্স জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে । [সি.-১৯]

২০৬। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির দ্বারা-

1. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়
ii. জীবের নতুন জিনােম আবিষ্কার করা যায়
iii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii
(খ) i ও iii
(গ) ii ও iii
(ঘ) i, ii ও iii

উত্তর-(ঘ) ব্যাখ্যা: মানুষের প্রয়ােজনে বা কল্যানে যেকোন জ্ঞান বা বুদ্ধি এবং প্রযুক্তি প্রয়ােগ করে অনুসন্ধান প্রক্রিয়াই হচ্ছে গবেষণা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং’ প্রযুক্তির দ্বারা জীবের নতুন জিনােম আবিষ্কার করা, বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি, বিভিন্ন ধরনের ঔষুধ ও ভ্যাকসিন তৈরি এবং অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি পাচ্ছে।

এই ক্রায়ােসার্জারি (Cryosurgery) MCQ (ICT 1st Chapter MCQ Part-06) ছাড়াও আরো জানতে ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page