গুচ্ছ ভর্তি ২০২৪ । ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে GST

গুচ্ছ ভর্তি ২০২৪ । ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে GSTঃবাংলাদেশের ২২টি পাবলিক সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) সমন্বিত ভর্তি পরীক্ষার , প্রাথমিক আবেদন মার্চের ২য় সপ্তাহে শুরু হতে পারে বলে আশা করা যায়। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল/মে মাসে। বানিজ্য, মানবিক ও বিজ্ঞান বিভাগ থেকে সকল আবেদনকারীকে পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ দেওয়া হবে।

অনলাইনে গুচ্ছ ভর্তির প্রাথমিক আবেদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে মার্চের প্রথম দিকে এবং শেষ হতে পারে মার্চের মাঝামাঝিতে। এই আবেদনকারীদের সকল ছাত্র-ছাত্রীদেরকে এবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করার সুযোগ দেয়া হতে পারে।

জানা গেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি’দের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এই দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২০-২০২১ সেশন থেকে গুচ্ছ ভর্তি পদ্ধতি গ্রহন করেছে এবং ২০২১-২০২২ সেশনে আরো দুটি যোগ হয়ে ২২টি হবে। এবং আগে থেকে ৭টি কৃষি বিশ্ববিদ্যালয় গুচ্ছ র্ভতি নিয়ে আসছে।

তাই সিদ্ধান্ত অনুযায়ী অনিচছুক বিশ্ববিদ্যালয়সমুহ বাদে বাকি সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিবে। প্রতিবছর ছাত্র-ছা্ত্রীরা দেশব্যাপি ভর্তি পরীক্ষা দিতে গিয়ে যে যাতায়াত ও অন্যান্য হয়রানির স্বীকার হয়, তা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে সূত্র জানিয়েছে।

Read more:


এদিকে করোনা সংক্রমনের কারনে এইচএসসি পরীক্ষা ফল বিলম্ব করে ফেব্রুয়ারি প্রকাশিত হওয়ায় বিশ্ববিদ্যালয় সমুহের সমন্বিত ভর্তি বিজ্ঞাপনও বিলম্ব করে মার্চে প্রকাশ করা হবে। তাই মাধ্যমিকের ফল প্রকাশের পর মার্চে সমন্বিত ভর্তি বিজ্ঞাপন প্রকাশিত হলেও ভর্তি পরীক্ষা ভর্তি পরীক্ষা এপ্রিলে নেয়া নেয়ার হতে পারে।

গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার সম্ভাব্য সিডিউল এখানে দেয়া হল। কর্তৃপক্ষ যখন তারিখ নির্ধারন করবে তখন এটি এখানে আপডে করা হবে।

 প্রাথমিক অনলাইন আবেদন শুরু মার্চ ২০২৪
 প্রাথমিক আবেদন সমাপ্তি মার্চ ২০২৪
 আবেদন ফি ১,৫০০ টাকা
 এডমিট কার্ড ডাওনলোড ০০- ০০ এপ্রিল ২০২৪
  
 ভর্তি পরীক্ষার তারিখ এপ্রিল ২০২৪

 

ভর্তি পরীক্ষার রুটিন

 ইউনিট/ বিভাগ তারিখ সময়
 A ইউনিট (মানবিক) — এপ্রিল ২০২৪ ১২:০০ – ০১:৩০
 B ইউনিট (বানিজ্য) — এপ্রিল ২০২৪ ১২:০০ – ০১:৩০
 C ইউনিট (বিজ্ঞান) — মে ২০২৪ ১২:০০ – ০১:৩০

 

কোন প্রকিয়ায় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেয়া হবে?

৩টি ধাপে সমন্বিত বা  গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে, যেমন-

১। সাধারন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সমূহ।
২। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয় (৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছ)
৩। কৃষি বিশ্ববিদ্যালয় (পৃথক গুচ্ছ)

অর্থাৎ উপরের তিনটি ক্যাটাগরিতে আলাদা ভাবে পাঁচটি  পরীক্ষা নেয়া হবে-

  • ► সাধারন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্যে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের জন্যে ১টি করে পৃথক ৩টি পরীক্ষা নেওয়া হবে ।
  • ► প্রকৌশল বিশ্ববিদ্যালয় সমুহে ভর্তির জন্যে ১টি পরীক্ষা (৩টি প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়ে আলাদা গুচ্ছ) নেওয়া হবে।
  • ► কৃষি বিশ্ববিদ্যালয় সমুহে ভর্তির জন্যে ১টি পরীক্ষা হবে।

এউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের একটি মেধা স্কোর দেওয়া হবে। অন্যদিকে গুচ্ছ পদ্ধতিতে থাকা বিশ্ববিদ্যালয়গুলি তাদের শর্ত ও চাহিদা উল্লেখ করে ভর্তি বিজ্ঞাপন প্রকাশ করবে। তাই প্রাপ্ত মেধা স্কোর অনুযায়ী পছন্দের বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রী ভর্তি হবে। সো বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নিয়ে ভর্তি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা পরবর্তিতে বিভাগ পরিবর্তন করতে পারবে ।

যেসব ছাত্র-ছাত্রী ২০২১ ও ২০২২ সালে এইচএসসি উর্তীন করেছে শুধু মাত্র তারা ভর্তি পরীক্ষায় অংশ গ্রহন করার জন্যে আবেদন করতে পারবে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষায় পাস করার পর আগের বছরে এইচএসসি পাস করা শিক্ষার্থীরা কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে তা নির্ভর করবে গুচ্ছ ভর্তিতে অংশ নেয়া বিশ্ববিদ্যালয় সমুহের নিজেস্ব ভর্তি নীতিমালার উপর। এবারের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলির ভর্তির বিষয়ে শীঘ্রই চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আবেদনের যোগ্যতা:

প্রতিটি শিক্ষার্থীকে অবশ্যই ২০২১ বা ২০২২ সালে এইচএসসি পাস করতে হবে।

বিজ্ঞান বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৮.০০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.৫০ এর কম প্রযোজ্য হবে না।

ব্যবসায় শিক্ষা বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৬.০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.০০ এর কম প্রযোজ্য হবে না।

মানবিক বিভাগ: এসএসসি ও এইচএসসিতে মোট সর্বনিম্ন জিপিএ ৬.০০ থাকতে হবে এবং কোনটিতে জিপিএ ৩.০০ এর কম প্রযোজ্য হবে না।

ভর্তি পরীক্ষার নম্বর বন্টন:

প্রতিবারের মত এমসিকিউ (MCQ) পদ্ধতিতে মোট ১০০ নাম্বারের গুচ্ছ ভর্তি পরীক্ষা গ্রহন করা হবে। বিভাগ ও বিষয় অনুযায়ী ভর্তি পরীক্ষার নাম্বার বন্টন নিম্নরুপ-

 বিষয় বিজ্ঞান ব্যবসায় মানবিক
 বাংলা ১০ ১৩ ৪০
 ইংরেজি ১০ ১২ ৩৫
 আইসিটি/গণিত/জীববিজ্ঞান (যেকোন ২টি) ৪০ (ঐচ্ছিক) ২৫ ২৫
 হিসাব বিজ্ঞান   X ২৫   X
 ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা   X ২৫   X
 পদার্থ ২০   X   X
 রসায়ন ২০   X   X
 মোট নাম্বার ১০০ ১০০ ১০০

তোমরা যারা জ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদেরকে তিনটি ঐচ্ছিক বিষয় থেকে যে কোন দুইটির উত্তর দিতে হবে।

গুচ্ছ আবেদন লিঙ্ক

গুচ্ছ বিশ্ববিদ্যালয় তালিকা

Click on the following links to learn more about the individual university details.

 Jagannath University
 Islamic University
 Khulna University
 Comilla University
 Jatiya Kabi Kazi Nazrul Islam University
 Begum Rokeya University, Rangpur
 University of Barisal
 Rabindra University, Bangladesh
 Bangabandhu Sheikh Mujibur Rahman Digital University, Bangladesh
 Sheikh Hasina University
 Shahjalal University of Science & Technology
 Hajee Mohammad Danesh Science & Technology University
 Mawlana Bhashani Science & Technology University
 Noakhali Science & Technology University
 Jashore University of Science and Technology
 Pabna University of Science and Technology
 Bangabandhu Sheikh Mujibur Rahman Science & Technology University
 Rangamati Science and Technology University
 Bangamata Sheikh Fojilatunnesa Mujib Science and Technology University
 Patuakhali Science And Technology University
 Bangabandhu Sheikh Mujibur Rahman University
 Chandpur Science and Technology University

সর্বশেষ GST ভর্তি নোটিশ

DateAdmission NoticeDownload
08/01/2024 GST 2021-22 7th Phase Notice with University Migration Download
24/12/2024 GST_2021-22 7th Admission Notice Download
19/12/2024 GST_2021-22 6th Admission Notice Download
13/12/2024 GST_2021-22 5th Admission Notice Download
07/12/2024 GST_2021-22 4th Admission Notice Download
27/11/2024 GST_2021-22 3rd Admission Notice Download
17/11/2024 GST_2021-22 2nd Admission Notice Download
04/11/2024 GST_2021-22 1st Admission Notice Download

You cannot copy content of this page