চলন ও অঙ্গচালনা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৭ম অধ্যায়) চলন ও অঙ্গচালনা জ্ঞানমূলক সাজেশন

চলন অঙ্গচালনা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৭ম অধ্যায়) চলন ও অঙ্গচালনা জ্ঞানমূলক সাজেশন এইচএসসি জীববিজ্ঞান ২য় পত্রের জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন ও অনুশীলন হিসেবে দেওয়া হয়েছে।

কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ

প্রশ্ন ১। স্যাক্রাম কী? [কু. বো, ‘১৯]
উত্তর : পরিণত বয়সে ৫টি স্যাক্রাল অস্থি একীভূত হয়ে যে অস্থি গঠন করে তাই স্যাক্রাম।

প্রশ্ন ২। সারকোলেমা কী? (ব, বো, ‘১৭)
উত্তর : সারকোলেমা হলো পেশিকোষের আবরণ।

প্রশ্ন ৩। ডায়াফ্রাম কী? (দি. বো, ‘১৭)
উত্তর : বক্ষ ও উদরগহ্বরের মাঝখানে এবং যকৃতের উপরে অনুপ্রস্থভাবে বিন্যস্ত একটি পেশির গঠন বিশেষ হলো ডায়াফ্রাম।

প্রশ্ন ৪। কঙ্কালতন্ত্র কী?
উত্তর : যে অঙ্গতন্ত্র দেহের কাঠামো নির্মাণ করে, অন্তঃস্থ নরম অঙ্গগুলোকে রক্ষা করে, দেহের ভার বহন করে এবং পেশি সংযোজনের জন্য উপযুক্ত স্থান সৃষ্টি করে তাকে কঙ্কালতন্ত্র বলে।

প্রশ্ন ৫। কংকালতন্ত্রের কাজ কী?
উত্তর : কঙ্কালতন্ত্রের কাজ হলো মানবদেহের দৃঢ় ও মজবুত অবকাঠামো গঠন করা এবং দেহকে নির্দিষ্ট আকার ও আকৃতি প্রদান করা।

প্রশ্ন ৬। হিপ বোন কী?
উত্তর : সমআকৃতির দুটি অস্থির সমন্বয়ে শ্রোণীচক্র গঠিত। এ শ্রোণীচক্রের প্রতিটি অস্থিই হিপবোন।

প্রশ্ন ৭। মেরুদণ্ড কী?
উত্তর : অ্যাটলাস থেকে কক্কিক্স পর্যন্ত প্রলম্বিত, সুষুম্না কাণ্ডকে ঘিরে অবস্থিত একসারি কশেরুকা নিয়ে গঠিত এবং দেহের অক্ষকে অবলম্বনদানকারী অস্থিময় ও নমনীয় গঠন হলো মেরুদণ্ড।

পেশি টিস্যু

প্রশ্ন ৮ । কার্ডিয়াক পেশি কী?
উত্তর : মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডে বিদ্যমান পেশিকে হৃদপেশি বা কার্ডিয়াক পেশি বলে।

প্রশ্ন ৯। অনৈচ্ছিক পেশি কী? [রা, বো. ১৭]
উত্তর : যে পেশির ক্রিয়া প্রাণীর ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রিত হয় না তা অনৈচ্ছিক পেশি।

কঙ্কালের কার্যক্রম ও ‘রডস ও লিভার’ তন্ত্র

প্রশ্ন ১০। লিভার কী?
উত্তর : যে সরল যান্ত্রিক পদ্ধতিতে অস্থি এবং পেশি আন্তঃক্রিয়া করে তাকে লিভার বলে।

প্রশ্ন ১১। পিভট কী?
উত্তর : যে অস্থি সন্ধিকে কেন্দ্র করে লিভারের কার্য পরিচালিত হয় তা হলো পিভট।

চলন অঙ্গচালনা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৭ম অধ্যায়) চলন ও অঙ্গচালনা জ্ঞানমূলক সাজেশন

প্রশ্ন ১২। ভার্টিব্রাল বডি কী?
উত্তর : ভার্টিব্রাল বডি বা সেন্ট্রাল হলো কশেরুকার বৃহত্তম ও সম্মুখস্থ স্থূল অংশ যা দেখতে ডিম্বাকার রডের একটি খণ্ডের মতো।

হাঁটু সঞ্চালনে অস্থি ও পেশির সমন্বয়

প্রশ্ন ১৩। টেনডন কী? [কু, বো, ‘১৬]
উত্তর : কোলাজেন তন্তু ও ফাইব্রোব্লাস্টের তৈরি পেশির সাথে অস্থির সংযোজককারী টিস্যুই হচ্ছে টেনডন।

প্রশ্ন ১৪। অবটুরেটর ফোরামেন কী?
উত্তর : ইলিয়াম ও পিউবিস অস্থির মাঝে, প্রায় গোলাকৃতির একটি ফোকর থাকে, এ ফোকরই হচ্ছে অবটুরেটর ফোরামেন।

প্রশ্ন ১৫ । তরুণাস্থি কী?
উত্তর : তরুণাস্থি হচ্ছে বিশেষ ধরনের যোজক টিস্যু যাদের মাতৃকা অর্ধকঠিন, নমনীয় এবং স্থিতিস্থাপক পদার্থে তৈরি ।

প্রশ্ন ১৬। অ্যাটলাস কী?
উত্তর : অনিয়ত আংটির মতো কশেরুকাকে অ্যাটলাস বলে।

প্রশ্ন ১৭। হ্যাভারসিয়ান নালি কী?
উত্তর : অস্থির গাঠনিক ও কার্যকরী একক হলো হ্যাভারসিয়ান তন্ত্র। প্রতিটি হ্যাভারসিয়ান তন্ত্রের কেন্দ্রে একটি নালি থাকে একে হ্যাভারসিয়ান নালি বলে।

অস্থিভঙ্গ এবং প্রাথমিক চিকিৎসা

প্রশ্ন ১৮। স্ট্রেইন কী?
উত্তর : আঘাতজনিত বা অন্য কোনো কারণে পেশি বা টেনডন তাদের নিজস্ব ক্ষমতার বাইরে প্রসারিত হওয়া বা ছিঁড়ে যাওয়াই হলো স্ট্রেইন।

প্রশ্ন ১৯। হাড়ের প্রধান রাসায়নিক উপাদান কী?
উত্তর : হাড়ের প্রধান রাসায়নিক উপাদান ক্যালসিয়াম ফসফেট।

প্রশ্ন ২০। অস্থিভঙ্গ কী?
উত্তর : ব্যাপক চাপ বা আঘাতের ফলে কিংবা রোগের কারণে দেহের কোনো অস্থির অখণ্ডতা হারানো হলো অস্থিভঙ্গ।

সন্ধির আঘাত ও প্রাথমিক চিকিৎসা

প্রশ্ন ২১। মচকানো কী? [সি. বো.’১৭]
উত্তর : কোনো কারণে অস্থিসন্ধির লিগামেন্টে আঘাতপ্রাপ্ত হলে তাকে মচকানো বলে ।

প্রশ্ন ২২। স্থানচ্যুতি কী?
উত্তর : একটি অস্থিসন্ধিতে অবস্থিত দুটি অস্থির মধ্যে আঘাত বা অন্য কোনো কারণে একটি সরে গেলে অস্থিসমূহের স্বাভাবিক সজ্জা বা অবস্থান ব্যাহত হয়। অস্থিসমূহের এ অস্বাভাবিক অবস্থাই হলো স্থানচ্যুতি।

এই চলন ও অঙ্গচালনা জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর(৭ম অধ্যায়) চলন ও অঙ্গচালনা জ্ঞানমূলক সাজেশন ছাড়া আরো জানতে ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page