মানব শরীরতত্ত্বঃ চলন ও অঙ্গচালনা সাজেসান্স

মানব শরীরতত্ত্বঃ চলন ও অঙ্গচালনা সাজেসান্সটি এইচএসসি শিক্ষার্থীদের জন্য। এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে মানবদেহের ২০৬টি হাডের নাম ও বিবরণ শেখা টা অনেক গুরুত্বপূর্ণ।

Human Physiology: Locomation and Movement

মানব শরীরতত্ত্বঃ বর্জ্য নিষ্কাশন সাজেসান্স

জ্ঞানমূলক প্রশ্ন

১. কঙ্কাল কী?
২. কঙ্কালতন্ত্র কী ? [দি. বাে. ২০১৫]
৩. উপাঙ্গীয় কঙ্কাল কাকে বলে ?
৪. ম্যাক্সিলার প্রবর্ধনগুলাে কী কী ?
৫. কশেরুকা কী?
৬. সারভাইকাল কশেরুকা কী?
৭. ভার্টিব্রাল ফোরামেন কী ?
৮. ভার্টিব্রা প্রমিনেন্স কী ?
৯. স্যাক্রাম কী?[কু. বাে, ২০১৯]
১০. নকল পর্শুকা কী?
১১. স্ক্যাপুলা কী?
১২. নিতম্বাস্থি কী?
১৩. ইলিয়াম ক্রেস্ট কী?
১৪. ইশ্চিয়াম কী নিয়ে গঠিত ?
১৫. হাড়ের প্রধান রাসায়নিক উপাদান কী ? [য. বাে, ২০১৫]
১৬. হ্যাভারসিয়ানতন্ত্র কী ?
১৭. ভকম্যানের নালি কী?
১৮. ল্যামেলা কী?
১৯. ল্যাকুনা কী?
২০. ক্যানালিকুলি কী?
২১. পেরিকন্ড্রিয়াম কী?
২২. কন্ডােরাস্ট কী?
২৩. পেশি কী?
২৪. অনৈচ্ছিক পেশি কী?
২৫. হৃদপেশি কী?
২৬. সারকোলেমা কাকে বলে?
২৭. পেশিতন্তু কী?
২৮. সারকোপ্লাজম কী?
২৯. সারকোমিয়ার কী?
৩০. রাইগর মর্টিস কী?
৩১. ফ্যাসিকুলাস কী ? (সকল বাের্ড ২০১৮)
৩২. সার্জিকাল গ্রবা কী?
৩৩. লিভার কাকে বলে?
৩৪. পিভট কী?
৩৫. প্রচেষ্টা কী?
৩৬. অস্থিভঙ্গ কী?
৩৭. অস্থিসন্ধি কী ?
৩৮, সরল সাইনােভিয়াল অস্থিসন্ধি কী ?
৩৯. টেনডন কী?
৪০. মচকানাে কী? [সি, বাে, ২০১৭]

মানব শরীরতত্ত্বঃ চলন অঙ্গচালনা সাজেসান্স

অনুধাবনমূলক প্রশ্ন

১. কঙ্কালতন্ত্র বলতে কী বােঝায় ?
২. অন্তঃকঙ্কাল বলতে কী বােঝ ?
৩. অক্ষীয় কঙ্কাল বলতে কী বােঝ ?
৪. মুখমণ্ডলীয় অস্থির কাজ লেখাে।
৫. একটি আদর্শ কশেরুকা কতটি অংশ নিয়ে গঠিত এবং কী কী ?
৬. সেন্ট্রাম বলতে কী বােঝায় ?
৭. স্যাক্রাল কশেরুকার ৪টি বৈশিষ্ট্য লেখাে।
৮. মেরুদণ্ডের কাজসমূহ উল্লেখ করাে ।
৯. সব করুেকাই অস্থি, কিন্তু সব অস্থি কশেরুকা নয়-কেন ?
১০. বক্ষপিঞ্জর বলতে কী বােঝায় ?
১১. ইন্টারকোস্টাল স্পেস বলতে কী বােঝ?
১২. হিউমেরাস সম্পর্কে লেখাে।
১৩. পেরিটেডিয়াম বলতে কী বােঝায় ?
১৪. হ্যাভারসিয়ানতন্ত্র বলতে কী বােঝায় ?
১৫. অস্টিওন বলতে কী বােঝায় ?
১৬. স্পঞ্জি অস্থি বলতে কী বােঝ?
১৭. তরুণাস্থির গাঠনিক বৈশিষ্ট্যগুলাে লেখাে।
১৮. কোন তরুণাস্থি হাড়ের মতাে শক্ত এবং কেন ?(সকল বাের্ড ২০১৮)
১৯. স্থিতিস্থাপক তরুণাস্থি বলতে কী বােঝায় ?
২০. পুরুষ ও নারীর অস্থির মধ্যে পার্থক্য লেখাে।
২১. বায়ােলজিক্যাল মটর বলতে কী বােঝায় ?
২২. অনৈচ্ছিক পেশির বৈশিষ্ট্য লেখাে ।
২৩. মসৃণ পেশিকে অনৈচ্ছিক পেশি বলা হয় কেন ?
২৪. অনৈচ্ছিক পেশি কীভাবে কাজ করে ?
২৫, হৃদপেশির কাজগুলাে লেখাে।
২৬. কঙ্কাল পেশি বলতে কী বােঝায় ?
২৭. ঐচ্ছিক পেশি প্রাণীর ইচ্ছানুযায়ী ক্রিয়াশীল হয় কেন ?
২৮, ঐচ্ছিক পেশিকে পেশিতন্তু হিসেবে আখ্যায়িত করা হয় কেন ?
২৯. মায়ােগ্লোবিন বলতে কী বােঝায় ?
৩০. ঐচ্ছিক পেশি হৃদপেশির মধ্যে পার্থক্য লেখাে।
৩১. পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না’ বুঝিয়ে লেখাে।
৩২. টেনডন ও লিগামেন্ট বলতে কী বােঝ ? [য.বাে, ২০১৫]
৩৩. অস্থিবন্ধনী বা লিগামেন্ট বলতে কী বােঝায় ?
৩৪. হাড় ভেঙ্গেছে কী না তা বােঝাও উপায় কী ?
৩৫. কশেরুকা ও করােটির সংযােগস্থলকে প্রথম শ্রেণির লিভার বলা হয় কেন ? কু. বাে, ২০১৯]
৩৬. অস্তিভঙ্গ বলতে কী বােঝায় ?
৩৭. অস্থির স্থানচ্যুতির প্রকারভেদ লেখাে।
৩৮. অস্থি অত্যন্ত শক্ত হওয়া সত্ত্বেও কীভাবে রক্ত সরবরাহ পায় ?
৩৯. সাইনােভিয়াল অস্থিসন্ধি বলতে কী বােঝায় ?
৪০. আর্টিকুলার ক্যাপসুল কী ?
৪১. অস্থিসন্ধির নড়াচড়া করাতে কম শক্তি ব্যয় হয় কেন ?

মানব শরীরতত্ত্বঃ চলন অঙ্গচালনা সাজেসান্স

কুমিল্লা বোর্ড ২০১৯

১. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

গ) ‘x’ এর অভ্যন্তরীণ গঠন বর্ণনা কর।
ঘ) ‘x’ এর সঞ্চালনে ‘Y’ কি কোনাে ভূমিকা পালন করে? আলােচনা কর।

সকল বোর্ড ২০১৮

২. নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলাের উত্তর দাও:

জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক বললেন যে, আমাদের মেরুদণ্ড কতগুলাে কশেরুকার সমন্বয়ে গঠিত।কশেরুকাগুলাের মধ্যে একটি আংটি আকৃতির । এটি কঙ্কালতন্ত্রের একটি অংশ। মানবদেহের চলনে এই তন্ত্র ছাড়াও পেশিতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

গ) উদ্দীপকে উল্লিখিত কশেরুকাটির চিত্রসহ গঠন ব্যাখ্যা কর।
ঘ) উদ্দীপকে উল্লিখিত দুই ধরণের তন্ত্রের সমন্বিত কার্যক্রমেই দেহ সঞ্চালিত হয় -বিশ্লেষণ কর।

রাজশাহী বোর্ড ২০১৭

৩. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও

ফুটবল মাঠে পড়ে গিয়ে রনি পায়ে আঘাত পায় । আঘাতের ১০ মিনিটেই পায়ের সন্ধি ফুলে গিয়ে প্রচন্ড ব্যথার সৃষ্টি হয়। এক্সরে করার পর দেখা গেল তার হাড় ভাঙ্গেনি।

গ) উদ্দীপকের আলােকে তার ফুলা ও ব্যথার কারণ ব্যাখ্যা কর।
ঘ) রনির সমস্যার চিকিৎসা সম্বন্ধে তােমার মতামত দাও।

যশোর বোর্ড ২০১৭

৪. নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

মাথার খুলিতে মুখমণ্ডলীয় অংশে নাসা গহ্বরের দু’পাশে কয়েক জোড়া বিশেষ গহ্বর থাকে যা বাতাসের পরিবর্তে তরলে পূর্ণ হলে জীবাণুর দ্বারা সংক্রমিত হয়ে প্রদাহের সৃষ্টি করে।

গ) উদ্দীপকে উল্লিখিত গহবরগুলির নাম, অবস্থান প্রদাহ সম্পর্কে লিখ ।
ঘ) উদ্দীপকে উল্লিখিত প্রদাহ থেকে কীভাবে মুক্ত থাকা যায় – ব্যাখ্যা কর।

কুমিল্লা বোর্ড ২০১৭

৫. নিচের চিত্রগুলি লক্ষ্য কর এবং প্রশ্নের উত্তর দাও :

গ) চিত্রের “p” অঙ্গ গঠনকারী পেশির বৈশিষ্ট্য লিখ ।
ঘ) চিত্রের “Q” “R” অঙ্গের অন্তঃকঙ্কাল কি একই প্রকৃতির ? বিশ্লেষণ কর।

দিনাজপুর বোর্ড ২০১৭

৬। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলাের উত্তর দাও :

রােদেলা প্রাণিবিজ্ঞান ক্লাসে শিক্ষকের নিকট মানবদেহের কঙ্কালের সবচেয়ে দীর্ঘ মােটা অস্থিটি সম্পর্কে জানতে চাইলে শিক্ষক তাকে অস্থিটির অবস্থান, গঠন ও কাজ বুঝিয়ে বললেন । তিনি আরাে বললেন- বিশেষ ধরণের কতগুলাে পেশি অস্থিটির সঞ্চালনে সাহায্য করে ।

গ) উদ্দীপকে উল্লিখিত অস্থিটির বর্ণনা দাও।
ঘ) উদ্দীপকে উল্লিখিত শেষ বাক্যটির যথার্থতা মূল্যায়ন কর।

মানব শরীরতত্ত্বঃ চলন ও অঙ্গচালনা সাজেসান্স

অনুশীলন

৭ লিংকন ফুটবল খেলতে গিয়ে হঠাৎ মাথার পিছনে আঘাত পেল। সে সাথে সাথে পড়ে গেল। তার লালাক্ষরণ ও বমি শুরু হলাে।

গ) উদ্দীপকের আলােকে আঘাতপ্রাপ্ত অংশ দ্বারা মস্তিষ্কের যে অংশটি বােঝানাে হয়েছে তা বর্ণনা কর।
ঘ) উদ্দীপকের আঘাতপ্রাপ্ত অংশটি মানুষের শারীরবৃত্তীয় কার্যক্রমে কী প্রভাব ফেলে তা বিশ্লেষণ কর।

অনুশীলন

৮ মানুষের দর্শনেন্দ্রিয় অঙ্গের মূল অংশটি তিন স্তরবিশিষ্ট প্রাচীর দ্বারা গঠিত। এটি সর্ব ভিতরের স্তরটিতে দুই ধরনের আলােক সংবেদী কোষ বিদ্যমান।

গ) উদ্দীপকের তিন স্তরবিশিষ্ট প্রাচীরের বর্ণনা দাও।
ঘ) উদ্দীপকের শেষােক্ত লাইনটি ব্যাখ্যা কর ।

অনুশীলন

ইন্দ্রীয়= A বায়ুপূর্ণ ; B বায়ুপূর্ণ ; C তরলপূর্ণ

গ) উদ্দীপকে উল্লিখিত B অংশের গঠন বর্ণনা কর।
ঘ) উদ্দীপকের উল্লিখিত অঙ্গটি কীভাবে শ্রবণের ভূমিকা পালন করে ? বিশ্লেষণ কর।

অনুশীলন

১০. সজীব নিয়মিত খেলাধুলা করে। সে স্থানীয় ফুটবল দলের ক্যাপ্টেন। কিন্তু এবছর সে কোনাে টুর্ণামেন্টে দুর্ঘটনায় তার বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে এবং ডান পায়ের পেশি ছিড়ে গেছে । ডাক্তার তাকে এক বছর খেলাধূলা থেকে বিরত থাকতে বলেছে।

গ) উদ্দীপকে উল্লেখিত সজীবের যে গঠনটি ভেঙ্গে গেছে তার একক গঠন বর্ণনা কর ।
ঘ) উদ্দীপকে উল্লেখিত সজীবের ভেঙ্গে যাওয়া গঠনটি কীভাবে মানুষের চলাচলে ভূমিকা রাখে বিশ্লেষণ কর ।

অনুশীলন

১১. মানব কঙ্কালে বিভিন্ন ধরনের যােজক টিস্যু বিদ্যমান।এক ধরনের যােজক টিস্যু পেরিঅস্টিয়াম নির্মিত পাতলা ও মসৃণ আবরণে আবৃত থাকে। আবার অন্যটি পেরিকন্ড্রিয়াম নামক তন্তুময় আবরণীতে আবৃত থাকে।

গ) উদ্দীপকে উল্লিখিত যােজক টিস্যু দুটির পার্থক্য লিখ ।
ঘ) উদ্দীপকে যে সকল যােজক টিস্যুর কথা বলা হয়েছে তা মানবদেহে গঠনে অপরিহার্য্য” – ব্যাখ্যা কর।

Leave a Comment

You cannot copy content of this page