জীববিজ্ঞান ২য়পত্র প্রশ্নব্যাংক ২০২২ / HSC Biology 2nd Paper Question 2022

জীববিজ্ঞান ২য়পত্র প্রশ্নব্যাংক ২০২২ / HSC Biology 2nd Paper Question 2022

Read More:

জীববিজ্ঞান (সৃজনশীল) [২০২২ সালের সিলেবাস অনুযায়ী] 
দ্বিতীয় পত্র 
সময়—১ ঘণ্টা ৪০ মিনিট পূর্ণমান –৩০ 
[দ্রষ্টব্য : দক্ষিণ পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে।
 
PQR
ফিতা কৃমিগোল কৃমিরুই মাছ

(ক) প্রজাতি কী? 
(খ) দ্বিস্তরী ও ত্রিস্তরী প্রাণীর পার্থক্য লিখ। 
(গ) উদ্দীপকের P, Q ও R প্রাণীদের মধ্যে সিলোম-এর ভিন্নতা রয়েছে ব্যাখ্যা কর।
(ঘ) উদ্দীপকের R প্রাণীটি Q অপেক্ষা উন্নত—বিশ্লেষণ কর। 

২। Hydra-র বহিঃত্বক এবং অন্তঃত্বকে বিভিন্ন ধরনের কোষ বিদ্যমান। এই কোষগুলোর নামের দিক থেকে কিছু মিল ও কিছু অমিল রয়েছে।

(ক) চলন কী? 
(খ) অন্তঃকোষীয় পরিপাক বলতে কী বুঝ? 
(গ) উদ্দীপকের প্রাণীটির বহিঃত্বকের তুলনায় অন্তঃত্বকে যে কোষগুলো অনুপস্থিত সেগুলোর বর্ণনা দাও। 
(ঘ) উদ্দীপকে প্রাণীটির দেহে বিদ্যমান দুটি কোষস্তরের পার্থক্য লিখ। 

৩) মুখছিদ্র →E → অন্ননালী → পাকস্থলী →F → G

(ক) স্থূলতা কী? 
(খ) আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স বলতে কী বুঝ? 
(গ) মানবদেহে উদ্দীপকে G এর ভূমিকা ব্যাখ্যা কর। 
(ঘ) উদ্দীপকে F অঙ্গে প্রোটিন জাতীয় খাদ্যের চূড়ান্ত পরিপাক প্রক্রিয়া বিশ্লেষণ কর।


৪) মানবদেহের বুকের বাঁদিকে ত্রিকোণাকার একটি অঙ্গ রয়েছে। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই অঙ্গটি একটি ছন্দময় গতিতে স্পন্দিত হয়। 

ক) সারফেকটেন্ট কী? 
(খ) সাইনুসাইটিস বলতে কী বুঝায়? 
(গ) উদ্দীপকের অঙ্গটির লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র আঁক?
(ঘ)  উদ্দীপকের শেষ উক্তিটি বিশ্লেষণ কর। 

৫)

(ক) পেশী কী? 
(খ) হিউমেরাসের বৈশিষ্ট্য লিখ। 
(গ) উদ্দীপকের চিত্র-P এর গঠন বর্ণনা কর। 
(ঘ) উদ্দীপকের চিত্র। ও R-এর পার্থক্যগুলো লিখ। 

৬) কোনো কোনো বিশেষ জিনের হোমোজাইগাস অবস্থায় অবস্থানের কারণে সন্তানের মৃত্যু ঘটতে পারে। এসব ঘটনা প্রকৃতপক্ষে মেন্ডেলীয় অনুপাত ৩:১ এর ব্যতিক্রম। 

(ক) অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে? 
(খ) নিষ্ক্রিয় অঙ্গ বলতে কী বুঝ? 
(গ) উদ্দীপকের ঘটনার জন্য দায়ী জিনটির বৈশিষ্ট্য লিখ। 
(ঘ) উদ্দীপকের ঘটনাটির চেকারবোর্ডসহ জীনতাত্ত্বিক বিশ্লেষণ কর। 

৭। আমিষ খাদ্য → পটাসিয়াম ইউরেট → ইউরিক এসিড। 

(ক) রেচন কী? 
(খ) সিলোম ও হিমোসিলের পার্থক্য লিখ। 
(গ) উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ঘাসফড়িং যে অঙ্গের মাধ্যমে সম্পন্ন করে, তার বর্ণনা দাও। 
(ঘ) উদ্দীপক সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ঘাসফড়িং-এ কীভাবে সম্পন্ন হয়? বিশ্লেষণ কর। 

৮) মানবদেহের রক্তরসে নিউক্লিয়াসবিহীন, হিমোগ্লোবিন নামক শ্বাসরঞ্জকযুক্ত এক ধরনের সক্তকণিকা বিদ্যমান। এই শ্বাসরঞ্জক মানুষের শ্বসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 

(ক) লসিকা কী? 
খ)  ফুসফুসের কাজ লিখ। 
(গ) উদ্দীপক সংশ্লিষ্ট রক্তকণিকার গঠন বর্ণনা কর। 
(ঘ)  উদ্দীপকের শেষের উক্তিটি বিশ্লেষণ কর।

এই জীববিজ্ঞান ২য়পত্র প্রশ্নব্যাংক ২০২২ / HSC Biology 2nd Paper Question 2022 ছাড়াও আরো পড়ুন

Leave a Comment

You cannot copy content of this page