জীববিজ্ঞান ২য়পত্র MCQ প্রশ্ন ২০২২ / HSC Biology 2nd Paper MCQ Question 2022

জীববিজ্ঞান ২য়পত্র MCQ প্রশ্ন ২০২২ / HSC Biology 2nd Paper MCQ Question 2022

কুমিল্লা বোর্ড ২০২২

১। Archaeopteryx থেকে কোন শ্রেণির উৎপত্তি হয়েছে? 
ক) Osteichthyes
খ) Amphibia 
গ) Reptilia 
ঘ) Aves 

২। সরীসৃপের যুগ বলা হয় কোন মহাকালকে?
(ক) আর্কিওজোয়িক 
(খ) প্রোটারোজোয়িক 
(গ) মেসোজোয়িক 
(ঘ) প্যালিওজোয়িক 

। প্রাকৃতিক নির্বাচন মতবাদকে কী বলা হয়?
(ক) ল্যামার্কিজম 
(খ) ডারউইনিজম 
(গ) নব্য-ল্যামাকিজম
(ঘ) অ্যান্ড্রুইজম 

৪।‘শিখা কোষ’— কোন পর্বের প্রাণীদের বৈশিষ্ট্য? 
ক) Cnidaria 
() Platyhelminthes 
(গ) Nematoda 
(ঘ) Mollusca 

৫। ইন্টারক্যালেটেড ডিস্ক পাওয়া যায় কোন পেশিতে? 
(ক) মসৃণ পেশি 
(খ) কঙ্কাল পেশি 
(গ) কার্ডিয়াক পেশি
(ঘ) ঐচ্ছিক পেশি, 

৬। নিচের কোনটি দ্বিদ্রূণস্তরী প্রাণী? 
(ক) Hydra 
খ) Taenia 
গ) Fasciola 
ঘ) Hirudo 

৭। Scypha – 
i)Porifera পর্বের প্রাণী; 
ii) অরীয় প্রতিসাম্য প্রদর্শন করে; 
iii) স্পঞ্জসিল নামক দেহগহবরযুক্ত। 
নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii
(খ) i ও iii 
(গ) ii ও iii 
(ঘ) i, ii ও iii

৮) কোন প্রাণীটি কর্ডেট কিন্তু মেরুদণ্ডী নয়? 
(ক) Astropecten
(খ) Ascidia 
গ) Petromyzon
(ঘ) Scoliodon 

৯) হিপনোটক্সিন কোন কোষে থাকে? 
(ক) পুষ্টি কোষ 
(খ) নিডোসাইট 
(গ) ইন্টারস্টিশিয়াল কোষ 
(ঘ) গ্রন্থি কোষ 

জীববিজ্ঞান ২য়পত্র MCQ প্রশ্ন ২০২২ / HSC Biology 2nd Paper MCQ Question 2022

১০) নিচের কোনটি সঠিক? 
(ক) এপিডার্মিস ভ্রুণীয় এন্ডোডার্ম থেকে উৎপন্ন হয় 
(খ) গ্যাস্ট্রোডার্মিস ভ্রূণীয় এক্টোডার্ম থেকে উৎপন্ন হয় 
(গ) সিলেন্টেরন গ্যাস্ট্রোডার্মিস দ্বারা আবৃত 
(ঘ) সিলেন্টেরন সিলোমিক তরল দ্বারা পূর্ণ থাকে 

১১) ঘাসফড়িং এর দেহ কয়টি অঞ্চলে বিভক্ত? 
ক) ২
খ) ৩
গ) ৪
(ঘ) ৫ 

১২।পুঞ্জাক্ষির একক কোনটি? 
(ক) অস্ট্রিয়া 
(খ) স্পাইরাল 
(গ) ওসেলি 
(ঘ) ওমাটিডিয়াম

১৩। রুই মাছে প্রাপ্ত আঁইশের নাম কী?
ক) সাইক্লয়েড
(খ) টিনয়েড 
গ) প্লাকয়েড 
(ঘ) গ্যানয়েড 

১৪। যকৃতে গ্লাইকোজেন সঞ্চয়কে কী বলে?
(ক) গ্লাইকোজেনেসিস
(খ) গ্লাইকোলাইসিস 
(গ) গ্লাইকোজেনোলাইসিস
(ঘ) গ্লুকোনিওজেনেসিস 

১৫। কোনটি শর্করা পরিপাককারী এনজাইম? 
(ক) টায়ালিন 
(খ) পেপসিন 
(গ) ট্রিপসিন 
(ঘ) লাইপেজ 

১৬।নিচের কোনটি ফুসফুসের একক? 
(ক) নিউরন 
খ) নেফ্রন
(গ) অ্যালভিওলাস
(ঘ) ব্রঙ্কিউল 

১৭। প্রশ্বাস বা শ্বাসগ্রহণের সময় ঘটে— 
i) ডায়াফ্রাম পেশির সংকোচন 
ii) ইন্টারকোস্টাল পেশির সংকোচন 
iii) বক্ষগহবরের আয়তন বৃদ্ধি 
নিচের কোনটি সঠিক? 
ক) i ও ii
(খ) i ও iii 
(গ) ii ও iii 
(ঘ) i, ii ও iii

১৮। ওটিটিস মিডিয়া’ কোন অঙ্গের রোগ? 
(ক) চোখ 
(খ) নাক 
(গ) কান 
(ঘ) গলা 

জীববিজ্ঞান ২য়পত্র MCQ প্রশ্ন ২০২২ / HSC Biology 2nd Paper MCQ Question 2022

Read More

১৯) নিচের উদ্দীপকের আলোকে ১৯ এবং ২০ নং প্রশ্নের দাওঃ 

AB
ডান নিলয় C

১৯। চিত্রে C প্রকোষ্ঠটি— 
i বাম নিলয় 
ii. সবচেয়ে বেশি পুরুত্বের 
iii. ভেনাকাভার সাথে সংযুক্ত 

নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii 
(খ) i ও iii 
গ) ii ও iii 
(ঘ) i, ii ও iii 

২০) নিচের কোন তথ্যটি সঠিক? 

(ক) A এবং ডান নিলয়ের সংযোগস্থলে থাকে বাইকাসপিড কপাটিকা 
খ) A এবং B এর ডায়াস্টোলে সময় লাগে 0.7 সেকেন্ড 
গ) A এবং B এর সিস্টোলে সময় লাগে 0.6 সেকেন্ড 
ঘ) ডান নিলয় এবং C এর ডায়াস্টোলে সময় লাগে 0-1 সেকেন্ড 

২১) মানবদেহে সবচেয়ে বড় অস্থির নাম কী?
(ক) স্টেপিস 
(খ) রেডিয়াস
(গ) হিউমেরাস
(ঘ) ফিমার 

২২। হোমোজাইগাস প্রকট বৈশিষ্ট্যের জিনোটাইপ-
i. TT 
ii. Tt 
iii.tt 
নিচের কোনটি সঠিক? 
ক) i 
খ) i i 
(গ) iii 
(ঘ) i ও ii 

২৩। কোনটি ডাইহাইব্রিড ক্রসের অনুপাত? 
(ক) ২:১ 
(খ) ৩:১ 
(গ) ১:২:১ 
ঘ) ৯ঃ৩ঃ৩ঃ১

নিচের উদ্দীপকের আলোকে ২৪ এবং ২৫নং প্রশ্নের দাওঃ 
সাকিল সাহেব স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন পুরুষ। কিন্তু উনার একমাত্র পুত্র বর্ণান্ধ। (বর্ণান্ধতার জন্য দায়ী জিন Xc, স্বাভাবিক জিন Xt

২৪) সন্তানের জিনোটাইপ কী হবে? 
(ক) Xt Xt 
খ) Xt XC
গ) Xt Y
ঘ) XCY 

২৫। সাকিল সাহেবের স্ত্রীর সম্ভাব্য জিনোটাইপ হবে— 
i. Xt Xt
ii. Xt XC
iii. XCXC

নিচের কোনটি সঠিক? 
(ক) i ও ii 
(গ) ii ও iii 
(খ) i ও iii 
(ঘ) i, ii ও iii 

এই জীববিজ্ঞান ২য়পত্র MCQ প্রশ্ন ২০২২ / HSC Biology 2nd Paper MCQ Question 2022 ছাড়াও আরো জানুন

Leave a Comment

You cannot copy content of this page