তাহারেই পড়ে মনে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

তাহারেই পড়ে মনে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র): শিক্ষার্থীরা তোমাদের বাংলা পদ্য তাহারেই মনে পড়ে এর সর্বশেষ বোর্ড প্রশ্ন উত্তরসহ এখানে দিয়েছি। আশাকরি তোমরা এখান থেকে প্রস্তুতি ও পরীক্ষার ধারণা নিতে পারবে।

তাহারেই মনে পড়ে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)
তাহারেই পড়ে মনে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র)

জ্ঞানমূলক

প্রশ্ন ১। “কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি” কার কথা বলা হয়েছে? [ঢা. বো. ‘১৯, ‘১৭]
উত্তর : “কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি”— এখানে কবির কথা বলা হয়েছে।

প্রশ্ন ২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ কী? [য. বো. ১৯]
উত্তর : ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবির নীরবতার কারণ প্রিয়জন হারানোর শোক ও গভীর বেদনাবোধ।

প্রশ্ন ৩। ‘পাথার’ শব্দের অর্থ কী?
উত্তর : ‘পাথার’ শব্দের অর্থ সমুদ্র।

প্রশ্ন ৪। কবি সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? [সি. বো. ১৯]
উত্তর : কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

প্রশ্ন ৫। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? [য বো, ‘১৭; চ. বো, ‘১৬]
উত্তর : ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি প্রথম ‘মাসিক মোহাম্মদী’ পত্রিকায় প্রকাশিত হয়।

প্রশ্ন ৬। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি কোন ছন্দে লেখা? [কু. বো. ১৭]
উত্তর : ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা।

প্রশ্ন ৭। মাঘের সন্ন্যাসী কোথায় চলে গেছে? [চ. বো. ১৭]
উত্তর : মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগ পথে চলে গেছে।

আরো পড়ুনঃ

প্রশ্ন ৮। পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? [য. ‘বো. ২০১৫)
উত্তর : পুষ্পশূন্য দিগন্তের পথে মাঘের সন্ন্যাসী চলে গেছে।

প্রশ্ন ৯। ‘কুহেলি’ অর্থ কী?
উত্তর : ‘কুহেলি’ অর্থ কুয়াশা।

প্রশ্ন ১০। কবি সুফিয়া কামালের প্রথম স্বামী কত সালে মারা যান?
উত্তর : কবি সুফিয়া কামালের প্রথম স্বামী ১৯৩২ সালে মারা যান।

প্রশ্ন ১১। কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায়?
উত্তর : কবি সুফিয়া কামালের পৈতৃক নিবাস কুমিল্লায়।

প্রশ্ন ১২। বসন্ত কিসের অপেক্ষা করেনি?
উত্তর : কবির বসন্ত-বন্দনার অপেক্ষা করেনি।

প্রশ্ন ১৩। ‘কুঁড়ি’ শব্দের ব্যুৎপত্তি নির্দেশ কর। [
উত্তর : ‘কুঁড়ি’ শব্দের ব্যুৎপত্তি হলো- কুঁড়ি < কোরক।

প্রশ্ন ১৪। সুফিয়া কামাল কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
উত্তর : ১৯১১ খ্রিষ্টাব্দে।

প্রশ্ন ১৫। সুফিয়া কামাল কোন জেলায় জন্মগ্রহণ করেন?
উত্তর : সুফিয়া কামাল বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন।

প্রশ্ন ১৬। ‘কেয়ার কাঁটা’ কী ধরনের গ্রন্থ?
উত্তর : ‘কেয়ার কাঁটা’ সুফিয়া কামাল রচিত একটি গল্পগ্রন্থ।

প্রশ্ন ১৭। নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে?
উত্তর : সুফিয়া কামাল।

প্রশ্ন ১৮। সুফিয়া কামালের জন্মের সময় বাঙালি মুসলমান নারীদের অবস্থা কেমন ছিল?
উত্তর : গৃহবন্দি জীবন কাটাতে হতো।

প্রশ্ন ১৯। ‘উদাত্ত পৃথিবী’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : সুফিয়া কামাল।

প্রশ্ন ২০। গঠনরীতির দিক থেকে সুফিয়া কামালের কোন কবিতাটি সংলাপনির্ভর?
উত্তর : ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি

প্রশ্ন ২১। কোন ঋতুতে গাছের পাতা ঝরে যায়?
উত্তর : শীত ঋতুতে।

প্রশ্ন ২২। কে শীতকে মাঘের সন্ন্যাসীরূপে কল্পনা করেছেন?
উত্তর : কবি সুফিয়া কামাল।

প্রশ্ন ২৩। কোন প্রকৃতি রিক্ততার রূপ পরিগ্রহ করে?
উত্তর : শীত প্রকৃতি।

প্রশ্ন ২৪। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কার ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে?
উত্তর : কবি সুফিয়া কামালের।

প্রশ্ন ২৫। দৃষ্টির অগোচর বোঝাতে ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?
উত্তর : অলখ ।

প্রশ্ন ২৬। ‘বাতাবি নেবুর ফুল ফুটেছে কি?’ কে কাকে প্রশ্ন করেছে?
উত্তর : কবি তাঁর ভক্তকে এ প্রশ্ন করেছে।

প্রশ্ন ২৭। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কোন ফুল ফোটার কথা জানতে চেয়েছেন?
উত্তর : বাতাবি লেবুর ফুল।

প্রশ্ন ২৮। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কবি কেমন গানের কথা জানতে চেয়েছেন?
উত্তর : আগমনী গান ।

প্রশ্ন ২৯। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কিসের বুকে গন্ধ নেই?
উত্তর : মাধবীর বুকে।

প্রশ্ন ৩০। অলখ অর্থ কী?
উত্তর : অলখ অর্থ— অলক্ষ বা দৃষ্টির অগোচরে।

প্রশ্ন ৩১। ‘বরিয়া’ শব্দের অর্থ কী?
উত্তর : বরণ করে।

প্রশ্ন ৩২। ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় কিসের ছায়াপাত ঘটেছে?
উত্তর : কবির ব্যক্তিজীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে.

প্রশ্ন ৩৩। সুফিয়া কামালের পেশাগত জীবনের শুরু হয়েছিল কীভাবে?”
উত্তর : বিদ্যালয়ের শিক্ষকতা দিয়ে।

প্রশ্ন ৩৪। ‘তাহারেই পড়ে মনে’ কবিতাটি পরবর্তীতে কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়?
উত্তর : ‘সাঁঝের মায়া’ কাব্যগ্রন্থের।

প্রশ্ন ৩৫। কে কবিকে বসন্ত-বন্দনা করতে বলে?
উত্তর : কবিভক্ত।

এই তাহারেই পড়ে মনে জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (এইচএসসি বাংলা ১মপত্র) ছাড়াও আরো জানুন

You cannot copy content of this page