বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন MCQ

বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন MCQ এর বিস্তারিত নিচে দেওয়া হল যা তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সহায়ক হবে। তাই এই আর্টিকেলটি অনুসরণ করো এবং অনুশীলন অব্যাহত রাখো। তোমাদের জন্য শুভকামনা।

বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন MCQ
প্রমথ চৌধুরী – বই পড়া বহুনির্বাচনী (MCQ) প্রশ্ন উত্তর- SSC বাংলা ১ম

১। প্রমথ চৌধুরী কোন শতকে জন্মগ্রহণ করেন?

(ক) সপ্তদশ      (খ) অষ্টাদশ

(গ) ঊনবিংশ    (ঘ) বিংশ

২। ‘বই পড়া’ প্রবন্ধে লেখক লাইব্রেরিকে কিসের ওপর স্থান দিয়েছেন?

(ক) হাসপাতালের          (খ) স্কুল-কলেজের

(গ) অর্থ-বিত্তের             (ঘ) জ্ঞানী মানুষের

৩। ‘বীরবল’ কার সাহিত্যিক ছদ্মনাম?

(ক) দীবন্ধু মিত্র               (খ) প্রমথ চৌধুরী

(গ) শওকত ওসমান       (ঘ) মুহম্মদ শহীদুল্লাহ

৪। ‘সবুজ পত্র’ কোন ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে?

(ক) চলিত ভাষারীতি প্রবর্তনে          (খ) সাধু ভাষা প্রবর্তনে

(গ) আধুনিক বানানরীতি প্রবর্তনে   (ঘ) অনুবাদ সাহিত্যে

৫। প্রমথ চৌধুরী কত সালে পরলোকগমন করেন?

(ক) ১৯৬৪ সালে            (খ) ১৯৩৪ সালে

(গ) ১৯৫৪ সালে             (ঘ) ১৯৪৬ সালে

৬। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ শখ কোনটি?

(ক) বিদ্যার সাধনা   (খ) জ্ঞান অর্জন

(গ) বই পড়া             (ঘ) উদরপূর্তি

৭। প্রমথ চৌধুরীর মতে, আমাদের শিক্ষিত সমাজের লোলুপদৃষ্টি আজও কিসের ওপর পড়ে রয়েছে?

(ক) সম্মানের        (খ) অর্থের

(গ) প্রতিপত্তির        (ঘ) সম্পদের

৮। লেখক সাহিত্যচর্চাকে শিক্ষার কীরূপ অঙ্গ বলেছেন?

(ক) সর্বপ্রধান      (খ) সর্বশ্রেষ্ঠ

(গ) সর্বাধিক        (ঘ) সর্মময়

৯। ‘ডেমোক্রেসি সাহিত্যের মর্মকথা বোঝে না, কারণ এর কী নেই?

(ক) বাজার মূল্য           (খ) মানবিক মূল্য

(গ) সামাজিক মূল্য      (ঘ) জৈবিক মূল্য

১০। ‘সাহিত্যের নগদ দর নেই’ বলতে কী বোঝ?

(ক) তৎক্ষণাৎ অর্থ উপার্জিত হয় না

(খ) মুহুর্তের মধ্যে মূল্যায়িত হয় না

(গ) নগদ মূল্য দিয়ে কিনতে চায় না

(ঘ) কেউ সাদরে গ্রহণ করে না

১১। ‘ডেমোক্রেসির গুরুরা’ বলতে লেখক কাদেরকে বুঝিয়েছেন?

(ক) ভারতীয়দের    (খ) ইংরেজদের

(গ) বিদেশিদের       (ঘ) আমেরিকানদের

১২। ‘যে জাতির জ্ঞানের ভান্ডার শূন্য সে জাতির ধনের ভাঁড়েও অবানী’ এ কথার অর্থ কী?

(ক) ধনার্জন জ্ঞান সাপেক্ষ     (খ) জ্ঞানার্জন ধন সাপেক্ষ

(গ) বিষয় দুটো পরিপূরক        (ঘ) গরিবের ঘোড়া রোগ

১৩। জ্ঞানের ভান্ডার যে ধনের ভান্ডার নয়, এ সত্যটি কী?

(ক) পরোক্ষ    (খ) প্রত্যক্ষ

(গ) চাক্ষুষ       (ঘ) ধ্রব

১৪। ‘যে জাতি মনে বড় নয়; সে জাতি জ্ঞানেও বড় নয়’- এটি কার উক্তি?

(ক) ড. মুহম্মদ শহীদুল্লাহর             (খ) বেগম রোকেয়ার

(গ) প্রমথ চৌধুরীর                           (ঘ) লুৎফর রহমানের

১৫। ‘জ্ঞানের সৃষ্টি মন সাপেক্ষ’- এখানে ‘মন সাপেক্ষ’ অর্থ কী?

(ক) মনের আনন্দ        (খ) মনের কামনা

(গ) মনের চর্চা               (ঘ) মনের কল্পনা

বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন MCQ

১৬। পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্যে কোনটি অধিক প্রয়োজনীয়?

(ক) দর্শনচর্চা       (খ) বিজ্ঞানচর্চা

(গ) ধর্মচর্চা           (ঘ) সাহিত্যচর্চা

১৭। বই পড়ার উপায়ের প্রসঙ্গটি লেখক ফুটিয়ে তুলেছেন কোন বিষয়টির মাধ্যমে?

(ক) পাঠাগার          (খ) বিদ্যালয়

(গ) নিজের ঘর       (ঘ) কলেজ প্রতিষ্ঠা

১৮। ‘বই পড়া’ প্রবন্ধে লেখকের মতে ‘শিক্ষা কেউ কাউকে দিতে পারে না’- কারণ শিক্ষা হলো-

(ক) অনুশীলনের বিষয়       (খ) চর্চার বিষয়

(গ) অধ্যয়নের বিষয়           (ঘ) অর্জনের বিষয়

১৯। প্রমথ চৌধুরীর মতে, ‘যথার্থ শিক্ষিত’ ব্যক্তিমাত্রই কী?

(ক) প্রগতিশীল    (খ) কেতাবি

(গ) ডিগ্রিধারী      (ঘ) করিৎকর্মা

২০। ‘সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত’- উক্তিটি কার?

(ক) প্রমথ চৌধুরীর                       (খ) মুহম্মদ শহীদুল্লাহর

(গ) মোতাহের হোসেন চৌধুরীর   (ঘ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের

২১। প্রমথ চৌধুরীর মতে ‘যথার্থ শিক্ষিত’ ব্যক্তি মাত্রই-

(ক) প্রগতিশীল            (খ) কেতাবি

(গ) ডিগ্রিধারী              (ঘ) করিৎকর্মা

২২। শিষ্যকে বিদ্যার সাধনা কী করে করতে হয়?

(ক) বই পড়ে               (খ) নিজ চেষ্টায়

(গ) আত্মস্থ করে         (ঘ) গুরুর সহায়তার

২৩। ‘বই পড়া’ প্রবন্ধ অনুযায়ী মুসলমান ধর্মে মানবজাতি কয়ভাগে বিভক্ত?

(ক) ২ ভাগে      (খ) ৩ ভাগে

(গ) ৪ ভাগে       (ঘ) ৫ ভাগে

২৪। ছেলেরা যে বই পড়ে এবং ছেলের বাপেরা যে নজির পড়ে তা কী জন্য?

(ক) দায়ে পড়ে         (খ) বাধ্য হয়ে

(গ) স্বেচ্ছায়              (ঘ) শিক্ষার জন্য

২৫। আমাদের দেশের শিক্ষাব্যবস্থা কেমন?

(ক) প্রগতিশীল        (খ) অবৈজ্ঞানিক

(গ) আধুনিক           (ঘ) ত্রটিপূর্ণ

২৬। স্কুল কলেজের শিক্ষা যে অনেকাংশে ব্যর্থ, শুধু তাই নয়, অনেক স্থলে কী?

(ক) ক্ষতিকর             (খ) বেমানান

(গ) অসঙ্গতিপূর্ণ        (ঘ) মারাত্মক

২৭। ‘আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব দেশের তত বেশি উপকার হবে’- এ অংশটি কোন প্রবন্ধের?

(ক) বই পড়া                 (খ) পল্লীসাহিত্য

(গ) শিক্ষা ও মনুষ্যত্ব    (ঘ) জাগো গো ভগিনী

২৮। মায়েদের জোর করে শিশুকে গোদুগ্ধ খাওয়ানোর বিষয়টি কোনটির সাথে তুলনাযোগ্য?

(ক) শিক্ষা ব্যবস্থা          (খ) পাঠ্যসূচি

(গ) পাঠ্য বিষয়             (ঘ) শিক্ষানীতি

২৯। প্রমথ চৌধুরির মতে মনোরাজ্যের ঐশ্বর্যের সন্ধান দিতে পারে কে?

(ক) শিক্ষক      (খ) সাহিত্য

(গ) বিদ্যাদাতা  (ঘ) সুশিক্ষিত লোক

৩০। প্রমথ চৌধুরীর মতে আমাদের সমাজ কেমন?

(ক) উচ্ছৃঙ্খল     (খ) বিভ্রান্ত

(গ) নির্জীব         (ঘ) নিরানন্দ

বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন MCQ

৩১। মনের আক্ষেপ প্রকাশ করতে মাঝে মাঝেই কী লাগাতে হয়?

(ক) কড়ি       (খ) অর্থ

(গ) বই          (ঘ) বুদ্ধি

৩২। ‘বই পড়া’ এবং ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধ দুটির ঐক্য রয়েছে নি¤েœাক্ত বিবেচনায়:

i.জ্ঞানচর্চা          ii.সাহিত্যচর্চা

iii.আত্মার মুক্তি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৩৩। ‘যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়’-এখানে ‘মনে বড়’ বলতে বোঝানো হয়েছে-

i.শিক্ষিত         ii.সংস্কৃতিবান

iii.প্রতিষ্ঠিত

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii    (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৪ ও ৩৫ নং প্রশ্নের উত্তর দাও:

নবীন পাঠ্য বইয়ের একটি প্রবন্ধ পড়ে জেনেছে যে, প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা নিজের উদ্যোগেই শিক্ষাকে আত্মস্থ করে সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে থাকেন। তাই সে নিজস্ব আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষাগ্রহণের উদ্যোগ নিয়েছে।

৩৪। নবীন কোন প্রবন্ধটি পড়ে নিজস্ব আগ্রহ ও প্রচেষ্টায় শিক্ষা গ্রহণের উদ্যোগ নিয়েছে?

(ক) বই পড়া             (খ) শিক্ষা ও মনুষ্যত্ব

(গ) নিরীহ বাঙালি     (ঘ) অভাগীর স্বর্গ

৩৫। তার এই উদ্যোগ গ্রহণকে বলা যায়-

i.সুশিক্ষা      ii.স্বশিক্ষা

iii.প্রকৃত শিক্ষা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii         (খ) i ও iii

(গ) ii ও iii         (ঘ) i, ii ও iii

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৩৬ ও ৩৭ নং প্রশ্নের উত্তর দাও:

সাগরের বিশালত্ব সম্পর্কে আমাদের ধারণা নেই। ক‚পই আমাদের পৃথিবী। জ্ঞানের রাজ্যে আমরা কূপমন্ডুক।

৩৬। উদ্দীপকের ‘ক‚প’ শব্দটিকে তুলনা করা যায়-

i.আমাদের শিক্ষা ব্যবস্থা     ii.আমাদের পাঠ্যপুস্তক

iii.আমাদের শিক্ষা প্রতিষ্ঠান

নিচের কোনটি সঠিক?

(ক) i ও  ii    (খ) i ও iii

(গ) ii ও iii   (ঘ) i, ii ও iii

৩৭। আলোচ্য তুলনাটি কোন দৃষ্টিকোণ থেকে বিচার্য?

(ক) পরিকল্পনায় স্থবিরতা  (খ) সীমাবদ্ধতা

(গ) বিষয়ের স্বল্পতা             (ঘ) মনের সংকীর্ণতা

৩৮। ‘ডেমোক্রেসি’ শব্দের বাংলা প্রতিশব্দ কী?

(ক) রাজতন্ত্র     (খ) একনায়কতন্ত্র

(গ) গণতন্ত্র       (ঘ) একটিও না

৩৯। ‘বই পড়া’ প্রবন্ধের মূল উপজীব্য কী?

(ক) দেশের ভুল শিক্ষা পদ্ধতি ব্যাখ্য করা

(খ) সাহিত্যচর্চার প্রতি গুরুত্বারোপ

(গ) জনগণকে বই কেনার প্রতি উদ্বুদ্ধ করা

(ঘ) ঘরে ঘরে লাইব্রেরি গড়ে তোলা

৪০। ‘বই পড়া’ প্রবন্ধের নামকরণ কোন যুক্তিতে ‘সাহিত্য চর্চা’ রাখা যায়?

(ক) প্রবন্ধের আঙ্গিকতায়      (খ) লেখকের স্বাধীনতায়

(গ) মূল বক্তব্যের আলোকে   (ঘ) জ্ঞান বিকাশের মানসে

বই পড়া প্রবন্ধের বহুনির্বাচনী প্রশ্ন MCQ
শ্রেণি:৯ম, ১০ম বিষয়ঃ বাংলা প্রথম পত্র (গদ্য)অধ্যায়ঃ তৃতীয় 
উত্তর পত্র
১-গ২-খ৩-খ৪-ঘ৫-ঘ৬-গ৭-খ৮-ক৯-ক১০-ক
১১-খ১২-ক১৩-খ১৪-গ১৫-গ১৬-ঘ১৭-ক১৮-ঘ১৯-ক২০-ক
২১-ক২২-খ২৩-ক২৪-খ২৫-ঘ২৬-ঘ২৭-ক২৮-গ২৯-ক৩০-গ
৩১-খ৩২-খ৩৩-ক৩৪-ক৩৫-ক৩৬-খ৩৭-খ৩৮-গ৩৯-খ৪০-গ

Read More:

Leave a Comment

You cannot copy content of this page