হিসাববিজ্ঞান ২য়পত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

হিসাববিজ্ঞান য়পত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন : এইচএসসি শিক্ষার্থীরা তোমাদের হিসাববিজ্ঞান ২য়পত্রের সিলেবাসভূক্ত ৪র্থ অধ্যায় যৌথ মূলধনী কোম্পানির মূলধন থেকে সর্বশেষ বোর্ডে আশা প্রশ্নসহ গুরুত্বপূর্ণ ও পরীক্ষায় আসার মতো নৈর্ব্যক্তিক প্রশ্নের মাধ্যমে অনলাইন টেস্ট এঁর প্রথম পর্ব তৈরি করেছি।

এর সাথে সাথে এর সাথে MCQ এবং সৃজনশীল সাজেশন প্রশ্ন ও সাজেশন অন্তর্ভূক্ত করে দিয়েছি, তাই তোমরা অনুসরণ করতে পারো।

এইচএসসি লেবেলের শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ৪র্থ অধ্যায়ের বিভিন্ন টপিকসের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে। যতখুশি ততবার পরীক্ষা দিতে পারবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে৩০ টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 2৫ মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-2

/30
0 votes, 0 avg
0

HSC Acconting First Paper

হিসাববিজ্ঞান ১মপত্র ৪র্থ অধ্যায় MCQ পরীক্ষা

এইচএসসি হিসাববিজ্ঞান ১ম পত্র ৪র্থ অধ্যায়ের প্রশ্নের সমন্বয়ে এটি তৈরি করা হয়েছে)
পূর্ণমানঃ৩০ সময়, ২৫ মিনিট 

নিজের নাম ও মোবাইল নাম্বার পূরণ কর। পরীক্ষায় অংশগ্রহন করতে পারবে যতখুশি ততবার । 

1 / 30

যন্ত্রপাতির সংস্থাপন ব্যয়কে মজুরি হিসাবে লিপিবদ্ধ করার ভূলকে কোন ধরনের ভূল বলে ?

2 / 30

বেতন হিসাবে ৫,০০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা লেখার ভূলকে কী বলে ?

3 / 30

অনিশ্চিত হিসাব মূলত কোন ধরনের হিসাব?

4 / 30

কখন সমাপনী মজুদ পণ্য রেওয়ামিলে অর্ন্তভূক্ত হয় ?

5 / 30

একটি হিসাবের উদ্বৃত্ত ১,৫০০ টাকা রেওয়ামিলে সঠিক পাশে দেখানো হয়নি। অন্য সবকিছু ঠিক থাকলে রেওয়ামিলের দুই পাশের পার্থক্য কত টাকা হবে ?

6 / 30

প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ টাকা, সমাপণী মজুদ ৭০,০০০ টাকা এবং ক্রয় ২,৬০,০০০ টাকা হলে সমন্বিত ক্রয় কত ?

7 / 30

রেওয়ামিলে ধরা পড়ে না-
i. বাদপড়ার ভুল
ii. পরিপূরক ভুল
ii. নীতিগত ভুল

নিচের কোনটি সঠিক

8 / 30

 স্বর্ণা ট্রেডার্সের পুরাতন আসবাবপত্র বিক্রয় ৪,০০০ টাকা ভূলবশতঃ বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। সে ক্ষেত্রে ভূল সংশোধণী জাবেদা হবে কোনটি ?

9 / 30

সমন্বিত ক্রয় = ?
i. বিক্রয় – সমাপনী মজুদ পণ্য
ii. বিক্রয়যোগ্য পণ্য – সমাপনী মজুদ পণ্য
iii. প্রারম্ভিক মজুদ পণ্য + ক্রয় – সমাপনী মজুদ পণ্য

নিচের কোনটি সঠিক?

10 / 30

 বকেয়া বেতন হিসাব রেওয়ামিলের ক্রেডিট দিকে লিপিবদ্ধ করার কারণ-
i. খরচ বৃদ্ধি
ii. দায় বৃদ্ধি
iii. ক্রেডিট উদ্বৃত্ত
নিচের কোনটি সঠিক ?

11 / 30

 মনিহারি ক্রয় ৫৫০ টাকার পরিবর্তে ৪৫০ টাকা লিখা হয়েছে। এর সঠিক সংশোধনী জাবেদা কোনটি ?

12 / 30

 সম্ভাব্য দায় সম্ভাব্য সম্পদ রেওয়ামিলে না আসার কারণ হলো-
i. অনিশ্চিত দায়
ii. অনিশ্চিত সম্পদ
iii. চলতি দায়
নিচের কোনটি সঠিক ?

13 / 30

 অনিশ্চিত হিসাব কোন জাতীয় হিসাব ?

14 / 30

জনাব সাব্বির একজন ব্যবসায়ী। তিনি তার ব্যবসায় প্রতিষ্ঠানের ক্রয় হিসাবে ৪০০ টাকা কম লিখেছেন। বিক্রয় হিসাবে ৩০০ টাকা কম লিখেছেন। ফলে মোট অনিশ্চিত হিসাবের পরিমাণ কত হবে ?

15 / 30

মৃগলী ট্রেডার্সের ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে খতিয়ানের উদ্বৃত্তসমূহ নিম্নরুপ:

নগদ তহবিল ১০,০০০ টাকা, প্রাপ্য হিসাব ৮,০০০ টাকা, প্রদেয় হিসাব ১২,০০০ টাকা, বাড়িভাড়া প্রদান ৭,০০০ টাকা ক্রয় ১৫,০০০ টাকা, মূলধন ২০,০০০ টাকা, বিক্রয় ১২,০০০ টাকা।
 মৃগলীর রেওয়ামিলে যে হিসাবের জের বৃদ্ধি করলে অনিশ্চিত হিসাবের প্রয়োজন পড়বে না-
i. সম্পদ জাতীয় হিসাবের জের
ii. আয় জাতীয় হিসাবের জের
iii. ব্যয় জাতীয় হিসাবের জের
নিচের কোনটি সঠিক ?

16 / 30

প্রাপ্য হিসাবের বিকল্প হিসাব হচ্ছে-
i. পুস্তক ঋণ হিসাব
ii. দেনাদার হিসাব
iii. ক্রয় খতিয়ানের জের

নিচের কোনটি সঠিক?

17 / 30

 একটি হিসাবের জের ২৬০ টাকা যা ভূল করে অন্য পাশে ৬০ টাকা লেখা হয়েছে।সবকিছু ঠিক থাকলে কত টাকা গড়মিল হবে ?

18 / 30

যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ভূলে মজুরি হিসাবে লিপিবদ্ধ করায়-
i. রেওয়ামিলের দুই দিকে মিলে যাবে
ii. নীতিগত ভূলের সৃষ্টি হবে
iii. বেদাখিলার ভূল হবে
নিচের কোনটি সঠিক ?

19 / 30

কোন ধরনের ভূল থাকলেও রেওয়ামিল মিলে যাবে ?

20 / 30

 যে সকল ভূল রেওয়ামিলে ধরা পড়ে না সেগুলোকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায় ?

21 / 30

হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয় হিসাবচক্রের কোন ধাপে ?

22 / 30

 মি. রহিমের নিকট হতে ৫,০০০ টাকার পন্য ক্রয় করে রহিমার হিসাবকে ক্রেডিট করলে কী ধরনের ভূল হবে ?

23 / 30

মি. আজিজ-এর ব্যবসায় প্রতিষ্ঠান অগ্রিম প্রাপ্ত উপভাড়া ২০,০০০ টাকা, প্রারম্ভিক নগদ তহবিল ৫,০০০ টাকা, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ২,০০০ টাকা এবং সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা ও সমন্বিত ক্রয় ৫০,০০০ টাকা ১০% ঋণ ৫২,০০০ টাকার খতিয়ান উদ্বৃত্তে দেয়া হলো।
 রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে না-
i. পাওনাদারের বাট্টা সঞ্চিতি
ii. সমন্বিত ক্রয়
iii. প্রারম্ভিক নগদ তহবিল

24 / 30

দালান মেরামত ব্যয়কে দালান হিসাবের ডেবিট করা কোন জাতীয় ভূল ?

25 / 30

পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যন্ত্রপাতি হিসাবে ক্রেডিট করার পরিবর্তে বিক্রয় হিসাবকে ক্রেডিট করা হলে কোন ধরনের ভূল সংঘটিত হবে ?

26 / 30

খতিয়ানের উদ্বৃত্ত থেকে তৈরি করা হয় ?

27 / 30

একটি হিসাবের ১,৫০০ টাকা ভূল পাশে দুইবার লেখা হয়েছে, অন্যান্য হিসাব ঠিক থাকলে পার্থক্য কত হবে ?

28 / 30

মিরাজ এন্ড সন্স-এর হিসাবরক্ষক দ্বারা তৈরিকৃত রেওয়ামিলে পণ্য ক্রয় ৬০,০০০ টাকার স্থলে ৫৫,০০০ টাকা এবং পণ্য বিক্রয় ৪৫,০০০ টাকার স্থলে ৪০,০০০ টাকা লিপিবদ্ধ করার ভূল থাকা সত্তে¡ও রেওয়ামিল মিলে গেল। মিরাজ এন্ড সন্স-এর মোট ভূলের পরিমাণ কত টাকা ?

29 / 30

 প্রারম্ভিক মজুদ+নিট ক্রয়-সমাপনী মজুদ=?

30 / 30

সাধারণত ভূল সংশোধিত হয়-
i. রেওয়ামিল তৈরির পূর্বে
ii. রেওয়ামিল তৈরির পর
iii. আর্থিক বিবরণী তৈরির পর
নিচের কোনটি সঠিক ?

Your score is

The average score is 0%

0%

এই হিসাববিজ্ঞান ২য়পত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ ৩০ টি MCQ এর জন্য ২৫ মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

হিসাববিজ্ঞান ২য়পত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

যৌথ মূলধনী কোম্পানির মূলধন

বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর

১। শেয়ার বাট্টা-আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় অন্তর্ভূক্ত হয় ?

ক. চলতি সম্পদ    

খ. সম্ভাব্য দায়

গ. অসমন্বিত ব্যয়✓   

ঘ. স্থায়ী সম্পদ

২। কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য যারা দায়িত্ব গ্রহণ করে তাদের কাজকে বলে ?

ক. অবলেখক    

খ. অবলেখক✓

গ. অবচয় নির্ধারণ    

ঘ. হিসাবরক্ষণ

৩। কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের জন্য যারা ক্রয় করতে হয় ?

ক. প্রবর্তক শেয়ার    

খ. অগ্রাধিকার শেয়ার

গ. সাধারণ শেয়ার   

ঘ. যোগ্যতা সূচক শেয়ার✓

৪। কোম্পানির জীবনকালে একবার অনুষ্ঠিত সভাকে কী বলে ?

ক. সাধারণ সভা   

খ. বার্ষিক সাধারণ সভা

গ. উদ্বোধনী সভা     

ঘ. বিধিবদ্ধ সভা✓

৫। বিলম্বিত দাবিযুক্ত শেয়ার সাধারণত কাদের মধ্যে বিলি করা হয় ?

ক. উদ্যোক্তাদের মধ্যে✓   

খ. পরিচালকের মধ্যে

গ. নিরীক্ষকের মধ্যে       

ঘ. কর্মকর্তা কর্মচারীদের মধ্যে

৬। লভ্যাংশ ঘোষণার কত দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে ?

ক. ৫৯ দিন   

খ. ৪২ দিন✓   

গ. ৭৫ দিন   

ঘ. ৯০ দিন

৭। সম্পূর্ণ পরিশোধকৃত শেয়ারের ক্ষেত্রে সর্বপ্রথম কোনটি ইস্যূ করা হয় ?

ক. শেয়ার সার্টিফিকেট   

খ. ভাউচার

গ. শেয়ার ওয়ারেন্ট✓     

ঘ. ঋণপত্র

৮। কোম্পানির মূলধনের পরিমাণ উল্লেখ থাকে কোথায় ?

ক. বিবরণপত্রে   

খ. পরিমেলবন্ধে✓

গ. সংঘ বিধিতে   

ঘ. পরিমেল নিয়মাবলিতে

৯। যৌথ মূলধনী কোম্পানির কোন দলিল নিবন্ধন বাধ্যতামূলক ?

ক. স্মারকলিপি✓    

খ. পরিমেল নিয়মাবলি

গ. বিবরণপত্র       

ঘ. কার্যরম্ভের অনুমতি পত্র

১০। বোনাস শেয়ার ইস্যু করা হয় কাকে ?

ক. নতুন জনসাধারণকে

খ. বর্তমান শেয়ার মালিকগণকে✓

গ. উদ্যোক্তাদেরকে

ঘ. অগ্রাধিকার শেয়ার মালিকদেরকে

১১। কোম্পানির অভ্যন্তরীণ ক্রিয়াকলাপের দিকদর্শন হিসেবে ভূমিকা রাখে ?

ক. স্মারক লিপি   

খ. পরিমেল নিয়মাবলি✓

গ. বিবরণপত্র    

ঘ. নিবন্ধন পত্র

১২। কোম্পানিতে যোগ্যতাসূচক শেয়ার ক্রয় করে কারা ?

ক. শেয়ার হোল্ডারগণ

খ. ডিবেঞ্চার হোল্ডারগণ

গ. পরিচালকগণ✓

ঘ. উদ্যোক্তাগণ

১৩। কোন প্রকারের শেয়ারের ঝুঁকির পরিমাণ বেশি ?

ক. অগ্রাধিকার শেয়ার

খ. পরিবর্তনীয় অগ্রাধিকার শেয়ার

গ. সঞ্চয়ী অগ্রাধিকার শেয়ার

ঘ. সাধারণ শেয়ার✓

১৪। কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় কেমন ?

ক. অসীম    

খ. শেয়ার মূল্য দ্বারা সীমাবদ্ধ✓

গ. আংশিক    

ঘ. সামান্য

১৫। স্টক হোল্ডারদের স্বত্ব বলতে কী বোঝায় ?

ক. মালিকের চাবি✓    

খ. পাওনাদারের দাবি

গ. কর্মচারীর দাবি    

ঘ. সরকারের দাবি

১৬। শেয়ার অবহার কোম্পানির কী ?

ক. মূলধন জাতীয় ক্ষতি✓    

খ. মূলধন জাতীয় আয়

গ. মুনাফা জাতীয় আয়       

ঘ. মুনাফা জাতীয় ব্যয়

১৭। সুন্দরবন কোম্পানি ২০% অধিহারে শেয়ার ইস্যু করে মোট ২,৪০,০০০ টাকা পেলে, পরিশোধকৃত মূলধনের পরিমাণ কত ?

ক. ৯৯,০০০ টাকা   

খ. ১,০০,০০০ টাকা

গ. ১,১০,০০০ টাকা    

ঘ. ২,০০,০০০ টাকা ✓

১৮। অসীম দায় সম্পদ কোম্পানি ছাড়া সকল কোম্পানির শেয়ার হোল্ডারদের দায় স্মারকলিপির বর্ণনা অনুযায়ী কিসের দ্বারা সীমাবদ্ধ থাকে?

ক. সম্পত্তির মূল্য দ্বারা   

খ. শেয়ার মূল্য দ্বারা✓

গ. বিনিয়োগের মূল্য দ্বারা   

ঘ. ঋণের মূল্য দ্বারা

১৯। স্মারকলিপিতে কোন কোন বিষয় উল্লেখ থাকে ?

ক. পরিচালক ও শেয়ার হোল্ডারদের অধিকার

খ. কোম্পানির উদ্দেশ্যসমূহ✓

গ. সভা পরিচালনা পদ্ধতি

ঘ. হিসাবরক্ষণ পদ্ধতি

২০। পরিমেল নিয়মাবলীতে যে মূলধনের কথা উল্লেখ থাকে কি মূলধন বলে ?

ক. অনুমোদিত✓   

খ. ইস্যুকৃত

গ. তলবকৃত     

ঘ. পরিশোধিত

২১। সর্বপ্রথম কোম্পানি আইন কত সালে প্রবর্তন করা হয় ?

ক. ১৮৪৪ সালে✓    

খ. ১৯১৩ সালে

গ. ১৯৪৪ সালে      

ঘ.  ১৯৬৭ সালে

২২। ১০ টাকার শেয়ার ১২ টাকায় ইস্যু করা হলে মূলধন হিসাবে কত টাকা লিখতে হবে ?

ক. ২ টাকা    

খ. ১০ টাকা✓   

গ. ১২ টাকা   

ঘ. ২২ টাকা

২৩। কোম্পানির সুনাম অর্জন বা বৃদ্ধি পেলে, উক্ত কোম্পানি-

i. বাট্টায় শেয়ার ইস্যু করে

ii. অধিহার শেয়ার ইস্যু করে

iii. সমমূল্যে শেয়ার ইস্যু করে

নিচের কোনটি সঠিক ?

ক. i                  খ. ii✓

গ. iii       ঘ. i, ii ও iii

২৪। বোনাস শেয়ার ইস্যু করলে কোম্পানির-

i. শেয়ার সংখ্যা বেড়ে যায়

ii. ইসদ তহবিল বেড়ে যায়

iii. সঞ্চিতি তহবিল কমে যায়

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii   খ. i ও iii✓

গ. ii ও iii          ঘ. i, ii ও iii

২৫। প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা-

i. সর্বনিম্ন ২ জন

ii. সর্বোচ্চ ৫০ জন

iii. শেয়ার দ্বারা সীমাবদ্ধ

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

২৬। শেয়ারের বৈশিষ্ট্য হচ্ছে-

i. প্রতিটি শেয়ারের আঙ্গিক মূল্য থাকবে

ii. প্রতিটি শেয়ারের একটি ক্রমিক নম্বর থাকবে

iii. শেয়ার হচ্ছে কোম্পানির অস্থাবর সম্পত্তি

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii            খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii✓

২৭। বোনাস শেয়ার ইস্যু করা হয়-

i. নগদ লভ্যাংশের পরিবর্তে

ii. বর্তমান শেয়ার মালিকগণকে

iii. নতুন শেয়ার মালিকগণকে

নিচের কোনটি সঠিক ?

ক. i ও ii✓            খ. i ও iii

গ. ii ও iii         ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও।

নাতাশা কোম্পানি ২০১২ সালের ১ জুন তারিখে গঠিত হয়। কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ছিল প্রতিটি ১০০ টাকা মূল্যের ২৫,০০০ শেয়ার। প্রথম বছর কোম্পানি ৭,০০০ শেয়ার মোট ৮,৪০,০০০ টাকায় এবং ৮,০০০ শেয়ার ৬,৮০,০০০ টাকায় বিলি করে। শেয়ার বিলি বাবদ সব টাকা আদায় হয়েছে।

২৮। শেয়ার প্রিমিয়ামের পরিমাণ কত ?

ক. ১,২০,০০০ টাকা   

খ. ১,৪০,০০০ টাকা✓

গ. ১,৬০,০০০ টাকা    

ঘ. ১,৮০,০০০ টাকা

২৯। শেয়ার অবহারের পরিমাণ কত ?

ক. ১,২০,০০০ টাকা✓   

খ. ১,৪০,০০০ টাকা

গ. ২,০০,০০০ টাকা    

ঘ. ২,৬০,০০০ টাকা

►নিচের উদ্দীপকটি পড়ে ৩০ ও ৩১ নং প্রশ্নের উত্তর দাও।

ইমরান কোম্পানি লি. ২০১৪ সালের জানুয়ারী ১ তারিখে ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ শেয়ার নিবন্ধিত হয়। কোম্পানি প্রতি শেয়ারে ১০% অবহারে ১,৫০,০০০ শেয়ার জনসাধারণের নিকট বিক্রয়ের জন্য প্রচারপত্র বিলি করেন। ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বণ্টন করা হলো।

৩০। শেয়ার অবহারের পরিমাণ কত ?

ক. ৭০,০০০ টাকা    

খ. ১,৫০,০০০ টাকা✓

গ. ২,৫০,০০০ টাকা   

ঘ. ৪,০০,০০০ টাকা

হিসাববিজ্ঞান ২য়পত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

অধ্যায়-৪: যৌথ মূলধনী কোম্পানির মূলধন

সৃজনশীল প্রশ্ন-উত্তর

১। লিপিকা এন্ড কোং লি. প্রতিটি শেয়ার ১০০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ারে নিবন্ধিত। কোম্পানি ১০ % অবহারে ৩,০০০ শেয়ার জনসাধারণের মধ্যে বিক্রয়ের জন্য প্রচারপত্র ইস্যু করে। কোম্পানি ৩,৫০০ শেয়ারের জন্য আবেদন পায়। নির্ধারিত সংখ্যক শেয়ার যথারীতি বিলি করা হয় এবং অতিরিক্ত আবেদদনের টাকা সংশ্লিষ্ট আবেদনকারীদের মধ্যে ফেরত দেওয়া হয়।  [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]

ক. শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দেখাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই।)

খ. কোম্পানির হিসাব বহিতে ব্যাংক হিসাব ও শেয়ার অবহার হিসাব প্রস্তুত কর।       

গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।

উত্তর: ক. জাবেদার যোগফল ৬,৬০,০০০ টাকা; খ. ব্যাংক হিসাবের উদ্বৃত্ত ২,৭০,০০০ টাকা; শেয়ার অবহার হিসাবের উদ্বৃত্ত ৩০,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৩,০০,০০০ টাকা। 

২। আশরাফ কোম্পানি লি. প্রতিটি ১০ টাকা মূল্যে ৮,০০,০০০ শেয়ারে বিভক্ত ৮০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি উহার ৬,০০,০০০ শেয়ার ১০% অধিহারে বিক্রির উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করল, কোম্পানি মোট ৭,০০,০০০ শেয়ারের জন্য আবেদন পেল। অতিরিক্ত আবেদনের অথ্য ফেরত দেওয়া হলো। শেয়ার প্রতি ০.১০ টাকা অবলেখকের কমিশন ও ০.০৬ টাকা করে ব্যাংক চার্জ ধার্য করা হলো।                           [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]

ক. অবলেখকের কমিশন ও ব্যাংক চার্জের মোট পরিমাণ নির্ণয় কর।

খ. কোম্পানির বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও।

গ. ব্যাংক জমা ৬৫,০৪,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

উত্তর: ক. অবলেখকের কমিশন ৬০,০০০ টাকা ও ব্যাংক চার্জ ৩৬,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৬৬,০০,০০০ টাকা।  

৩। স্বাতী লিঃ প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ১০,০০,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয় যা ১০,০০,০০০ শেয়ারে বিভক্ত। কোম্পানির পরিচালনা পর্ষদ সকল শেয়ার ১০% অধিহারে আই.পি.ও আহŸান করে। ইস্যুকৃত সকল শেয়ারের আবেদন পাওয়া যায় এবং সকল শেয়ার যথারীতি বন্টিত হয়। শেয়ার ইস্যু প্রক্রিয়ায় আইনগত সেবা প্রদানের জন্য এটর্নিকে ফি বাবদ ২,০০,০০০ টাকা পরিশোধ করা হয় এবং শেয়ার মূলধন আদায়ের জন্য ব্যাংককে শেয়ার প্রতি ০.৫০ টাকা কমিশন প্রদান করা হয়।   [ঢা.বো. ২০১৭]

করণীয়ঃ- ক. কোম্পানির শেয়ার অধিহার এবং ব্যাংক কমিশনের পরিমাণ নির্ণয় কর।  

খ. স্বাতী লিঃ এর বইতে শেয়ার ইস্যু সংক্রান্ত জাবেদা দাখিলা দেখাও।

গ. কোম্পানির বইতে স্থিতিপত্র তৈরি কর।

উত্তর: ক. শেয়ার অধিহারের পরিমাণ ১,০০,০০,০০০ টাকা এবং ব্যাংক কমিশনের পরিমাণ ৫,০০,০০০ টাকা; খ. জাবেদার যোগফল ২২,০৭,০০,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ১১,০০,০০,০০০ টাকা। 

৪। চৌধুরী সিরামিক লিঃ ১০ টাকা মূল্যের ২০,০০০ শেয়ারে বিভক্ত ২,০০,০০০ টাকার অনুমোদিত মূরধনে নিবন্ধিত। কোম্পানি ১৫,০০০ শেয়ার বিক্রয়ের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে। মোট ১৭,০০০ শেয়ারের আবেদন পাওয়া যায়। অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত দেয়া হয় এবং ১৫,০০০ শেয়ার বন্টন করা হয়। কোম্পানী শেয়ার প্রতি ০.৭৫ টাকা অবলেখককে কমিশন বাবদ প্রদান করে।           [রা.বো. ২০১৭]

করণীয়ঃ- ক. কোম্পানীর অবিলিকৃত মূলধনের পরিমাণ নির্ণয় কর।

খ. কোম্পানীর বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। (ব্যাখ্যার প্রয়োজন নেই)

গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।

উত্তর: ক. অবিলিকৃত মূলধন ৫০,০০০ টাকা; খ. জাবেদার যোগফল ৩,৫১,২৫০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ১,৫০,০০০ টাকা।

৫। ঝর্ণা লিমিটেড প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ২,০০,০০০ শেয়ারে বিভক্ত মোট ২০,০০,০০০ টাকার মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি ৭০% শেয়ার জনসাধারণের নিকট বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে। জনসাধারণ ১২০% শেয়ারের আবেদন করে। কোম্পানি  ১০০% শেয়ার জনসাধারণের নিকট বিলি করে। কোম্পানি তার অবলেখক সামস এন্ড কোং কে ২% কমিশন প্রদান করে।            [চ.বো. ২০১৭]

করণীয়ঃ- ক. আবেদনকৃত শেয়ারের সংখ্যা ও বিলিকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় কর।

খ. উপর্যুক্ত লেনদেন গুলো জাবেদাভুক্ত কর।

গ. আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।

উত্তর: ক. আবেদনকৃত শেয়ারের সংখ্যা ১,৬৮,০০০ শেয়ার ও বিলিকৃত শেয়ারের সংখ্যা ১,৪০,০০০ শেয়ার; খ. জাবেদার যোগফল ৩৩,৮৮,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ১৪,০০,০০০ টাকা।

হিসাববিজ্ঞান ২য়পত্র ৪র্থ অধ্যায় MCQ ও সৃজনশীল সাজেশন

You cannot copy content of this page