HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6

এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সিলেবাসভুক্ত ICT 1st চ্যাপ্টারের সমন্বয়ে তৈরিকৃত এই মডেল টেস্ট। তাই পরীক্ষার নিখুঁত ও বিস্তারিত প্রস্তুতি নিতে এই মডেল টেস্টগুলো তোমাদের ব্যপকভাবে সহায়তা করবে।

Read more:

এখানে দেওয়া প্রতিটি নৈর্ব্যক্তিক প্রশ্নাবলী বিগত সালের বোর্ড প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নের সমন্বয়ে দেওয়া হয়েছে।

মডেল টেস্টে 25টি প্রশ্ন দেওয়া হয়েছে। সময় পাবে 20 মিনিট। যেহেতু শুধুমাত্র ক্লিক করে উত্তর দিবে, তাই ০৫ মিনিট সময় কম দেওয়া হয়েছে।

পরীক্ষার শেষে প্রতিটি প্রশ্নের সঠিক ও ভুল উত্তর দেখতে পারবে।

পরীক্ষা দেওয়ার জন্য password লাগবে। নিচের লিংকে ক্লিক করে পাসওয়ার্ড জেনে নাও। পাসওয়ার্ডটি ইউটিউব প্রোফাইলে আছে।

মডেল টেস্ট-১

/25
0 votes, 0 avg
0

HSC ICT MCQ Online Exam

ইন্টারমিডিয়েট আইসিটির সকল অধ্যায়ের সমন্বয়ে তৈরি MCQ পরীক্ষায় যতবার খুশি ততবার অংশগ্রহন করতে পারবে। প্রতিবার তোমার জন্য ২৫টি প্রশ্ন দৈবক্রমে আসবে। তাই বহুবার পরীক্ষায় অংশ নিতে পারবে। সব অধ্যায় এর সমন্বয়ে ১০০০+ প্রশ্ন দেওয়া হয়েছে। 

1 / 25

নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও : BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে । উদ্দীপকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

2 / 25

নিচের কোন ট্যাগের এলিমেন্ট থাকে না?
i.
ii.


iii.
নিচের কোনটি সঠিক?

3 / 25

কিছু কিছু ট্যাগ-
i. বৈশিষ্ট্য প্রকাশ করে ।
ii. Empty ট্যাগ ব্যবহার হয়।
iii. প্রতিটি ট্যাগ শুরু হয় <> চিহ্ন দ্বারা।
নিচের কোনটি সঠিক?

4 / 25

কম্পিউটার ইথিকসের নির্দেশনা কয়টি?

5 / 25

প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?

6 / 25

কোন html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না?

7 / 25

বায়ােমেট্রিক্স প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?

8 / 25

html>
ICT



প্রাপ্ত আউটপুটে কী দেখাবে?

9 / 25

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম-

10 / 25

ভার্চুয়াল রিয়েলিটির প্রভাবে-i. চিকিৎসাক্ষেত্রে ঝুঁকি কমেii. সৈনিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়iii. মানুষের দৃষ্টি ও শ্রবণ শক্তি বাড়ায়, নিচের কোনটি সঠিক?

11 / 25

নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও : ডা, মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে কোনােরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারের রােগী তার কাছে এলে তিনি তাকে –120°C তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন ,ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-- i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না। iii. আশেপাশের কোষের ক্ষতি হয় না। নিচের কোনটি সঠিক?

12 / 25

ক্রায়ােসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান -

13 / 25

নিচের উদ্দীপকের আলােকে প্রশ্নের উত্তর দাও : আবির নিজের গ্রামে বসেই বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে দেয়। এতে তার বেশ আয় হচ্ছে। আজকাল সে গ্রামের কৃষকদেরকে নিয়ে উচ্চ ফলনশীল নতুন জাতের গমের চাষাবাদ, পণ্য ক্রয়-বিক্রয় বিষয়ে কৃষিবিজ্ঞানীদের সাথে সরাসরি আলােচনার ব্যবস্থা করে এবং গ্রামের বেকার যুবকদের জন্য নিজের পেশায় যুক্ত হতে প্রশিক্ষণের আয়ােজন করে। , আবিরের উদ্যোগের ফলে- i. প্রযুক্তির প্রসার ঘটবে ,ii. জনসম্পদ তৈরি হবেiii. কর্মসংস্থান হ্রাস পাবে ,নিচের কোনটি সঠিক?

14 / 25

একটি HTML ফাইলে-
i. শুরু ট্যাগ হিসেবে থাকে
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে
নিচের কোনটি সঠিক?

15 / 25

নিচের কোডটি পড় এবং প্রশ্নের উত্তর দাও :

First Program

Test Website

16 / 25

ফ্রিল্যান্সার কে?

17 / 25

বায়ােমেট্রিক্স-এর মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে- i. কম্পিউটার নিয়ন্ত্রণ করা হয়। ii. নতুন প্রজাতি সৃষ্টি করা হয় iii. অনুমােদিত ব্যক্তিকে শনাক্ত করা হয় নিচের কোনটি সঠিক?

18 / 25

সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান হয় কোনটির মাধ্যমে?

19 / 25

মি. কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলেন কিন্তু কোনভাবেই ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না ।
মি. কালাম এর সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হলো-
i. ফাইলের নাম লিখতে ভুল করা
ii. ব্রাউজার সাপোর্ট না করা।
iii. সঠিক লোকেশন ব্যবহার না করা।
নিচের কোনটি সঠিক?

20 / 25

ক্রায়ােসার্জারিতে কোন প্রযুক্তি প্রয়ােগ করা হয়?

21 / 25

HTML নামক মার্ক আপ ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?

22 / 25

বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম প্রবর্তন করেন

23 / 25

নিচের কোনটি ওয়েব পৃষ্ঠার পূর্ণ ঠিকানা?

24 / 25

নীল কালারের কোড হলো—

25 / 25

জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?

Your score is

0%

এই HSC ICT 1st chapter MCQ Test -6 / আইসিটি ১ম অধ্যায় নৈর্ব্যক্তিক টেস্ট -৬ / ICT 1st chapter mcq exam -6 ছাড়াও আরো জানুন

বিশেষ দ্রষ্টব্যঃ

তাই তোমরা যতখুশি ততবার মডেল টেস্টে অংশগ্রহন করতে পারবে। যেহেতু তোমরা শুধুমাত্র বাটন ক্লিক করে পরীক্ষা দিবে তাই সময় স্বাভাবিকের চেয়ে ০৫ মিনিট কম দেওয়া হয়েছে। অর্থাৎ 25টি MCQ এর জন্য 20 মিনিট

এই মডেল টেস্টগুলো সর্বশেষ বোর্ডের ও , ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের প্রশ্নসমূহের মাধ্যমে করা হয়েছে।

আরো প্রস্তুতি নিতে নিচের বহু নির্বাচনী প্রশ্ন গুলো অনুশীলন করো-

HSC ICT 1st Chapter MCQ Link

You cannot copy content of this page