ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৪ । এইচএসসি

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৪ অনুসরণ করো।

Read more:

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৪ CQ

০১. অটোমান শাসক অরখান জেনিসারি বাহিনী গঠন করে বিভিন্ন রাজ্যে অভিযান চালিয়ে অর্থসম্পদ লুণ্ঠন করে নিজের এলাকার উন্নয়ন ও সৌন্দর্য বৃদ্ধি করেন। 

সম্প্রতি তারা একটি শহরে সুসজ্জিত সুরক্ষিত উপাসনালয়ের মূল্যবান অর্থসম্পদের সন্ধান পেয়ে  অরখান সেটি আক্রমণ লুন্ঠন করেন।শহরবাসীগণ প্রাণপণ চেষ্টা করে ও উপাসনালয়টিকে লুন্ঠনের হাত থেকে  রক্ষা করতে পারেননি।

ক)  গজনি বংশের প্রথম প্রতিষ্ঠাতা কে?

খ)তরাইনের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব ব্যাখ্যা কর।

গ)উদ্দীপকে উল্লিখিত উপাসনালয়টি আক্রমণের সাথে  সুলতান মাহমুদ  কোন অভিযানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

ঘ)উদ্দীপকে অরখানে জেনিসারি বাহিনীর মতো সুলতান মাহমুদ ও একই উদ্দেশ্যে সম্পদ সংগ্রহ করেন_উক্তিটি মূল্যায়ন কর।

০২. রাজা শশাঙ্ক ছিলেন স্বাধীন গৌড়রাজ্যের একচ্ছত্র অধিপতি। কিন্তু তিনি নিঃসন্তান হওয়ায় তার মৃত্যুর সাথে সাথে গৌড়রাজ্য ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে পরিণত হয়।

এই সব রাজ্যের রাজারা সমগ্র অঞ্চলের একচ্ছত্র রাজা হওয়ার জন্য পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ে। অবশেষে  এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে সকলে ঐক্যমত হয়ে গোপাল কে গৌড় রাজ্যের রাজা নির্বাচিত করেন।

ক)শাহানামা মহাকাব্যের রচয়িতা কে?

খ)ভারতবর্ষ কে নৃতত্ত্বের জাদুঘর বলা হয় কেন?  ব্যাখ্যা কর।

গ)রাজা শশাঙ্কের সাথে কোন সুলতানের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা কর।

ঘ) সাদৃশ্য থাকলেও উভয়ের সাম্রাজ্যের শেষ পরিনত ছিল ভিন্ন রুপ_ তুমি কি এই উক্তির সাথে এক মত?

তোমার মতের সাপেক্ষে যুক্তি দাও।।

০৩. মমতাজ বেগম স্বামী  এক বেসরকারি কোম্পানির মালিক। বিভিন্ন কাজে মমতাজ  তার স্বামীর ওপর প্রভাব বিস্তার করে।  তিনি তার দুই ভাইকে কোম্পানির উচ্চ পদে বসান। এক পর্যায় মমতাজের প্রভাবের কারণে তার স্বামী কোম্পানির নামমাত্র মালিকে পরিণত হয়। 

ক) মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

খ)বাবুর নামা কী? ব্যাখ্যা কর।

গ)উদ্দীপকে মমতাজ বেগম মাঝে সম্রাট  জাহাঙ্গীরের স্ত্রীর নূরজাহানের কোন দিক ফুটিয়ে উঠেছে?  ব্যাখ্যা কর।

ঘ) চারিত্রিক মিল থাকলেও উদ্দীপকের মমতাজ বেগম  ও পাঠ্যবইয়ের নূরজাহানের প্রেক্ষাপট ছিল ভিন্ন _ব্যাখ্যা কর।

০৪. জামাল আর কামাল এর ইতিহাস  নিয়ে  কথা হচ্ছে। জামাল  বলে ভারতবর্ষে  মধ্য এশিয়া অঞ্চল হতে  একটি জাতি এসে ভারতে একটি স্হায়ী সাম্রাজ্য স্হাপন করেন। তারা রাজ্য বিজয় শাসন সংস্কার ও জনহিতকর কার্যে, স্থাপত্য  ধর্মনীতি, আত্ম-সমাজিক উন্নয়ন এ কাজ করেন। সিপাহি বিদ্রোহের পর ১৮৫৮ সালে তাদের পতন হয়।

ক) রাজমহলের যুদ্ধ কত সালে হয়?

খ) আকবরকে ভারতীয় জাতীয়তাবাদ জনক বলা হয় কেন? ব্যাখ্যা কর।

গ) উদ্দীপকে  কোন সাম্রাজ্যের কথা বলা হয়েছে? উক্ত সাম্রাজ্যের  প্রতিষ্ঠার প্রাথমিক  ঘটনা বর্ণনা কর

ঘ)উক্ত  সাম্রাজ্যের পতনের কারণ (৪ টি)  বর্ণনা কর।

০৫ . সুলতান সুলামান  সিংহাসনে আরোহন করে রাজ্য  শাসনের জন্য পুরাতন  ধ্যানধরণার সংস্কার করেন।  তিনি তার  রাজ্য সকল ধর্মের সমন্বয় নতুন ধর্মনীতি চালু করেন। তবে তিনি  কাউকে  জোর করে ধর্ম মত গ্রহণ করতে বলেন নি। এছাড়া তিনি রাজপুতদের সাথে মিত্রতা নীতি গ্রহণ করেন। নিজের শাসন ব্যবস্থা সুঢ় করার জন্য।

 ক) আবুল ফজলের গ্রন্থের নাম কি?

খ) নবরত্নসভার   পরিচয় দাও।

গ)উদ্দীপকে উল্লিখিত সুলতানের সাথে পাঠ্যবইয়ে কোন শাসকের সাথে মিল আছে?  তার প্রবর্তিত ধর্মনীতি টি আলোচনা কর।

ঘ) উক্ত শাসককে রাজপুত নীতি আলোচনা কর।

০৬. তাজমহলের পাথর দেখিয়াছ? 

দেখিয়াছ তার প্রাণ? 

অন্তরে তার মমতাজ নারী 

বাহিরেতে শাহজাহান। 

ক)হুমায়ূন কত সালে সিংহাসনে বসেন? 

খ) বৈরাম খানের  পরিচয় দাও। 

গ)উদ্দীপকে বর্ণিত তাজমহল কোন সম্রাটে নির্মাণ করেন?স্থাপত্য টি সম্পর্কে তোমার অনুভূতি বর্ণনা কর।

ঘ)”সম্রাট শাহজাহানের রাজত্বকাল ছিল মুঘল স্থাপত্যের  ও শিল্প কলার স্বর্ণযুগ” — এই উক্তিটি ব্যাখ্যা কর।

০৭ সম্প্রতি ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল ক্রিমিয়ার রাশিয়ায় অন্তভুক্তি নিয়ে ভোটাভুটি এবং এ অঞ্চলের স্বাধীনতা ঘোষণাকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে উত্তাল অবস্থা বিরাজমান। এরুপ১৯৪৭  পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানের জনগণ তাদের স্বতন্ত্র সত্তা তথা আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য এমন ই একটি দাবি উপস্হাপনকরেছিল।এটি ছিলো পশ্চিম পাকিস্তানি শাসকদের শাসন -শোষণ, অত্যাচার,নিপীড়ন বঞ্চনার হাত থেকে পূর্ব পাকিস্তানের মুক্তি দলিল। 

ক)লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন?

খ)ভাষা আন্দোলনকে কেন বাঙালির মুক্তির প্রথম  আন্দোলন  বলা হয়?ব্যাখ্যা কর।

গ)উদ্দীপকে ইঙ্গিতকৃত দাবিসমূহের পটভূমি তোমার পাঠ্যবইয়ে  আলোকে বর্ণনা কর।

ঘ)তুমি কি মনে কর এই  দাবি গুলোই ছিলো  বাঙালির মুক্তির সনদ?  তার সাপেক্ষে যুক্তি দাও। 

০৮ চৌমুহনী সরকারি সালেহ আহমেদ কলেজের শিক্ষার্থীগন ২১ এ ফেব্রুয়ারিতে  খুব সকালে  অধ্যক্ষ মহোদয় সাথে  কলেজ শহীদ মিনারে ফুল দেন।

ফুল দেওয়া শেষে অধ্যক্ষ মহোদয়  উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন ” ১৯৫২ সালের আজকের  এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে   সালাম,বরকত, রফিক জব্বার সহ আরো অনেকই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন।” 

ক)যুক্তফ্রন্টের ২১ দফা দাবির প্রথম দাবি  কি?

খ)আগরতলা ষড়যন্ত্র মামলা বলতে কি বোঝা?  ব্যাখ্যা কর।

গ)উদ্দীপকে কোন  আন্দোলনের কথা ইঙ্গিত করেছে?  ঐ আন্দোলনের কারণ বর্ণনা কর। 

ঘ) উক্ত  আন্দোলনের তাৎপর্য আলোচনা কর। 

০৯. অটোমান শাসনাধীন থাকা  বুলগেরিয়া মানুষ জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে তুর্কি সম্রাজ্যের

অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ১৮৭৬ সালে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা  করে ।  তুরস্কের সুলতান এ বিদ্রোহ কঠোর হাতে দমন করেন।  একরাতে প্রায় ৫০০০০ হাজার  দেশপ্রেমিক  বুলগারদের নির্মম ভাবে হত্যা করে।যা বুলগেরিয়ার দেশপ্রেমিক মানুষদের পরবর্তী সময় স্বাধীনতা অর্জনে অনুপ্রেরণা দিয়েছে। 

ক)বাংলাদেশের স্বাধীনতা স্হপতি কে?

খ)১৯৭০ এর নির্বাচনে  আওয়ামী লীগের বিজয়ের প্রধান কারণ  ব্যা খ্যা কর।

গ)উদ্দীপকে ঘটনার সাথে তোমার পাঠ্যবইয়ে  কোন বিষয়টি সাদৃশ্য  লক্ষ্য করা  যায়? ব্যাখ্যা কর।

ঘ) উদ্দীপকের ঘটনার মতো উক্ত ঘটনাই বীর বাঙালি কে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল —মূল্যায়ন করো।

১০ . সৌরভ এর বাড়ি মেহেরপুর জেলায় ।  এ জেলায় জন্মগ্রহণ করতে পেরে সৌরভ নিজেকে ধন্য মনে করে।সে তার ঢাকার বন্ধুদের প্রায় বলেন এমন এক জেলায় জন্ম আামার যার রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। এ জেলাতে একসময় এমন এক সরকার গঠিত হয়েছিল যে সরকার দেশের স্বাধীনতা সংগ্রাম পরিচালনা করেছিল। এই সরকারের নেতৃত্ব বাংলাদেশ শত্রু মুক্ত হয়েছিল। আমি আমার জেলাকে নিয়ে গর্ববোধ করি।

ক) বাংলাদেশের মুক্তিযুদ্ধে যৌথবাহিনীর অধিনায়ক কে ছিলেন? 

খ)বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইতিহাসে স্মরণীয় কেন?  

ব্যাখ্যা কর।

গ)উদ্দীপকে বর্ণিত সরকার তোমার পাঠ্যবইয়ে কোন সরকারকে ইঙ্গিত করে? তার গঠন কাঠামো লিখ।

ঘ) বাংলাদেশের স্বাধীনতা অর্জনে উক্ত সরকারের গুরুত্ব আলোচনা কর। 

১১. সখি পুর ইউনিয়নের চেয়ারম্যান পদটি  দক্ষিণাঞ্চলের অধিকারে ছিলো। এর ফলে উন্নয়নমূলক কার্যক্রম উত্তরাঞ্চল থেকে  দক্ষিণে  বেশি হতো।স্কুল  কলেজ, রাস্তা ঘাট, বাজার দক্ষিণ ভাগে স্হাপিত হতো।ফলে উত্তরে লোকজনের সকল কাজ দক্ষিণে উপর নির্ভর করতো।  এই সুযোগে  দক্ষিণের গোষ্ঠী উত্তরের গোষ্ঠীর  উপর  শাসন -শোষণ করতো। এক সময়  উত্তরের লোকজন বুঝতে পারলো চেয়ারম্যান পদ দখল  না কর পযর্ন্ত দক্ষিণের অত্যাচার হতে মুক্তি লাভ করতে পারবেনা। তাই উত্তরের সকলে ঐক্যবদ্ধ হয়ে  উত্তরের  প্রার্থীকে চেয়ারম্যান নির্বাচিত করলো।কিন্তু নানা কৌশলে নির্বাচিত প্রার্থীকে পদে বসতে বাধা দিল দক্ষিণের লোকজন। 

ক) কখন ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসাবে ঘোষণা করেন?

খ)মুক্তিযুদ্ধাদের জাতীর শ্রেষ্ঠ সন্তান  বলাহয় কেন? ব্যাখ্যা কর।

গ)উদ্দীপকের নির্বাচনটি বাংলাদেশের কোন নির্বাচনের কথা মনে করিয়ে দেয়। ব্যাখ্যা কর।

ঘ) বাংলাদেশের ইতিহাসে উক্ত নির্বাচনের ঐতিহাসিক গুরুত্ব পাঠ্যবইয়ে আলোকে  আলোচনা কর।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র সাজেশন ২০২৪ MCQ

০১) পৃথ্বীরাজ কোন বংশের রাজা ছিলেন? 

ক) গজনি              খ)ঘুর রাজ্যের 

গ) চৌহান                ঘ)চোল

০২) সুলতান মাহমুদ কত সালে প্রথম ভারত আক্রমণ করেন? 

ক)১০০৫     খ)১০০৪

গ)১০১০       ঘ)  ১০০০

০৩) মুহাম্মদ ঘুরী ইতিহাসে অমরত্ব লাভ করেন—

 |.ঘুর বংশের শাসক  হিসাবে

||.গজনীর খলিফা হিসাবে 

|||.ভারতের মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা হিসেবে 

নিচের কোনটি সঠিক? 

ক)| ও ||      খ) | ও |||

গ) || ও |||     ঘ)  |, || ও |||

নিচের উদ্দীপকটি পড়ে ৪ ও ৫  নম্বর প্রশ্নের  উত্তর  দাও।

মোঘল নেতা চেঙ্গিস খান সুযোগ  পেলেই  আশপাশের রাজ্যে আক্রমণ করতেন। ইচ্ছা করলেই তিনি এ সব দুর্বল রাজ্যকে অধীন করে ফেলতে পারতেন। কিন্তু তিনি তা না করে ধনসম্পদ লুট করে নিয়ে যেতেন। 

০৪  মোঘল নেতা চেঙ্গিস খানের সাথে নিচের কোন বীরের মিল আছে?

ক) মুহাম্মদ ঘুরী       খ) সুলতান মাহমুদ 

গ) বখতিয়ার খলজি   ঘ)মুহাম্মদ বিন কাশিম 

০৫ দুজনের মধ্যে মিল পরিলক্ষিত হয়—

| অভিযানের উদ্দেশ্যের দিক দিয়ে 

|| অভিযানের প্রকৃতিগত দিক দিয়ে 

||| বীরত্বের দিক দিয়ে 

ক) |ও ||        খ)  | ও |||

গ) ||ও |||       ঘ)  |,  || ও |||

 ০৬ ” Jahangir is one of the most interesting figures  in Mughal history ”  এটি কার উক্তি? 

ক) ভিনসেণ্ট স্মিথ   খ)ঈশ্বরীপ্রসাদ

গ) আলেকজান্ডার ডড ঘ) জাহাঙ্গীর 

০৭কত জন লোক  দিন  ই ইলাহি  ধর্মমত গ্রহণ করেন? 

ক)১১         খ) ১৫

গ)  ১৮          ঘ)  ১৯

০৮   বাবর শব্দের অর্থ কি?

ক) বাঘ           খ) হাতি

গ) সুলতান    ঘ)  সিংহ 

০৯ ঐতিহাসিকদের মতে The Prince of  builders বা Engineer king কে?

ক) শাহাজাহান   খ) জাহাঙ্গীর 

গ) আকবর         ঘ) আওরঙ্গজেব 

১০ তুযুক – ই – বাবর একটা —–

| ঐতিহাসিক গ্রন্থ 

|| আত্মজীবনীমূলক গ্রন্থ 

|||  কাব্য গ্রন্থ 

ক) ড.মুহাম্মদ শহীদুল্লাহ্     খ) কাজী মোতাহার হোসেন 

গ) কাজী নজরুল ইসলাম   ঘ)রবি ঠাকুর 

কোনটি সঠিক? 

ক) | ও ||       খ)  || ও |||

গ) | ও |||      ঘ |, || ও |||

১১ হূমায়নের পরাজয়ের কারণ হলো —-

| রাজনৈতিক প্রজ্ঞার অভাব 

|| কূটনীতিক  জ্ঞানের অভাব 

|||  ভাই দের মধ্যে  সাম্রাজ্যের বন্টন। 

কোনটি সঠিক ? 

ক) | ও ||     খ)|| ও |||

গ)| ও |||   ঘ) |, || ও |||

নিচের উদৃদীপক পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:

 তাহেরাদের কলেজের পাশে ইতিহাস খ্যাত গ্র্যান্ড ট্রাংক রোড অবস্থিত। রোডের দু পাশে দাড়িয়ে থাকা  গাছ গুলো আজও ইতিহাসের সেই শাসকের জনহিতকর কার্যে স্বাক্ষর বহন করে। 

১২ উদ্দীপকে উল্লিখিত রোডটি কোন শাসকের আমলে  নির্মিত হয়েছিল? 

ক) ফিরোজ শাহ   খ) ইসলাম খান 

গ) আকবর       ঘ)  শেরশাহ

১৩ উক্ত শাসককের কার্যাবলিতে অন্তর্ভুক্ত হলো —–

| লঙ্গরখানার স্হাপন 

|| সরাইখানা স্হাপন 

||| ডাকবিভাগ চালু

নিচের কোনটি সঠিক? 

ক) | ও ||    খ)  || ও |||

গ) |ও |||   ঘ)  |, || ও |||

১৪  ভারতে প্রথম  কামান ব্যবহার করেন কে?

ক)  বাবর        খ) হুমায়ুন 

গ)আকবর        ঘ)  শেরশাহ

১৫  সর্বশেষ মুঘল শাসক কে? 

ক) ১ ম বাহাদুর শাহ   খ) ২য় বাহাদুর শাহ 

গ) মুহাম্মদ শাহ        ঘ) আওরঙ্গজেব

১৬ পানিপথের মোট যুদ্ধ কয়টি হয়েছিল?

ক) ২ টি     খ) ৩ টি 

গ) ১ টি      ঘ)  ৫ টি

১৭  কে বলেছেন  ” উর্দু এবং একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা”

ক)ইয়াহিয়া ৷ খ) খাজা নাজিমুদ্দিন 

গ)মোহাম্মদ আলী  জিন্নাহ   ঘ) জমশেদ

১৮ তমদ্দুন মজলিস  কোন ধরনের সংগঠন? 

ক) রাজনৈতিক খ) অর্থনেতিক

গ) সাংস্কৃতিক   ঘ) ধর্মীয়

১৯ কত সালে যুক্তফ্রন্টের নির্বাচন অনুষ্ঠিত হয়?

ক) ১৯৫৩     খ) ১৯৫৪

গ) ১৯৫২     ঘ)  ১৯৫৫

২০)   কে বলেছেন  — ” আমরা হিন্দু বা মুসলিম  যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি “”

ক) ড.মুহাম্মদ শহীদুল্লাহ্     খ) কাজী মোতাহার হোসেন 

গ) কাজী নজরুল ইসলাম   ঘ)রবি ঠাকুর 

২১) আগরতলা মামলার আসামি কত জন( বঙ্গবন্ধু ছাড়া) ?

ক) ৩৪       খ) ৩৫ 

গ) ৩৬       ঘ) ৩৭

২২) ১৯৬৬ সালের ছয় দফা সম্পর্কে সত্য হলো—–

| ইহা বাঙালির মুক্তির সনদ 

|| লাহোরে ঘোষিত 

||| ৫-৬ ফেব্রুয়ারিতে  উত্থাপিত 

নিচের কেনটি সঠিক? 

ক)| ও ||     খ) || ও ||| 

গ) |ও |||     ঘ)  |,  || ও |||

উদ্দীপক পড়ে ২৩ ও ২৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:

পাট উৎপাদন করত পূর্ব বাংলার কৃষকেরা আর এই পাট বিক্রয় করে অর্থ ব্যয় করতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নে। ফলে স্বাধীনতার পূর্বে মানুষ   গণঅভ্যুত্থানে ফেটে পড়ে। 

২৩)  উদ্দীপকে ১৯৬৯ সালের  গণঅভ্যুত্থানের সময়ে কোন বৈষম্য  কথা বলা হয়েছে? 

ক) অর্থনেতিক      খ) প্রশাসনিক 

গ) রাজনৈতিক      ঘ) সামাজিক 

২৪)  ১৯৬৯সালের গণ-অভ্যুত্থানের কারণ—-

|  সরকারের দুর্নীতি 

|| বিরোধী দলের সঙ্গে অসহিষ্ণুতা 

||| রাজধানীর সাথে সরাসরি বিমান চলাচল 

নিচের কোনটি সঠিক? 

ক) | ও ||     খ) ||ও |||

গ) |ও |||     ঘ) |,||ও |||

২৫ মুক্তিযুদ্ধের মোট সেক্টর  কয়টি ছিলো?

ক) ৭       খ)১০

গ) ১১       ঘ) ১২

২৬) স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কোথায়? 

ক) আগ্রাবাদ     খ)  কালুরঘাট 

গ) মুজিববগর   ঘ) মেহেরপুর 

২৭ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? 

ক) জেনারেল এম এ জি ওসমানী  খ) জগজিৎ সিং আরোরা

গ) মেজর জিয়া    ঘ)  শেখ মুজিবুর রহমান 

২৮) কত তারিখে  মুজিব নগর সরকার গঠিত হয়?

ক)৮ এপ্রিল ১৯৭১  খ) ১০ এপ্রিল ১৯৭১

গ) ১২ এপ্রিল ১৯৭১৷ ঘ)  ৯ এপ্রিল ১৯৭১

উদ্দীপকটি  পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

১৯৭১ সালের মার্চ  পাকিস্তানি বাহিনীর   হাতে একরাতের অপারেশনে প্রায় ৫০ হাজার নিরহ বাঙালি  মারা যায়। যে ঘটনাটি  বাঙালিরা কখনো  ভুলবেনা।

২৯) উদ্দীপকে উল্লিখিত অপারেশনটি নাম কি ছিলো? 

ক)অপারেশন জেকপট  খ) অপারেশন সার্চলাইট

গ) অপারেশন ঢাকা সিটি  ঘ)অপারেশন  কিং

৩০ উক্ত অপারেশন থেকে রক্ষা পায়নি—-

| ছত্র

|| শিক্ষক 

||| বিভিন্ন পেশাজীবি 

নিচের কোনটি সঠিক? 

ক)|ও ||   খ)|| ও ||| গ) | ও |||  ঘ)  |,||ও |||

Leave a Comment

You cannot copy content of this page