এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ২০২৪

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ২০২৪ এর সাজেশনটি অনুসরণ কর।

Read more:

সৃজনশীল প্রশ্ন ১ : জনাব বকুল হোসেন বিবিএ অনার্স পাস করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অবশেষে বাড়িতে ফিরে নিজেদের তিন বিঘা আয়তনের পুকুরুটি সংস্কার করেন। এরপর তাতে বৈজ্ঞানিক উপায়ে স্তরভিত্তিক মাছ চাষ শুরু করেন। পুকুরে পানির উপরের স্তর, মধ্যম স্তর এবং নিম্নম্ন স্তরের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বর্তমানে জনাব জাকির হোসেন একজন জনপ্রিয় এবং সফল মাছচাষি। তার এ কার্যক্রম এখন অনেকেই অনুসরণ করছেন।

ক. ব্যবসায় কী?
খ. বাণিজ্য বলতে কী বোঝায়?
গ. জনাব বকুলের গৃহীত কার্যক্রম কোন ধরনের শিল্প? ব্যাখ্যা করো।
ঘ. জনাব বকুলের গৃহীত এমন উদ্যোগ কি দেশে বেকারত্ব হ্রাসে ইতিবাচক ভূমিকা পালন করবে? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ২ : বাংলাদেশে রয়েছে প্রচুর জনশক্তি। এ জনশক্তি ও সম্ভা শ্রমিকের ওপর নির্ভর করে গড়ে ওঠেছে পোশাক শিল্প বাংলাদেশের পোশাক শিল্পের বিদেশে যথেষ্ট সুনাম আছে। তবে পোশাক শিল্পে অনেক সমস্যাও আছে। এসব সমস্যার কারণে এ শিল্পের উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

ক. অর্থনৈতিক পরিবেশ কী?
খ. সামাজিক পরিবেশ বলতে কী বোঝায়?
গ. বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে কোন পরিবেশ সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের আলোকে পোশাক শিল্পের উন্নয়নে কী কী পদক্ষেপ গ্রহণ করা উচিত? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৩ : খুলনার বাসিন্দা রাজিব একজন কৃষক। তার জমিতে প্রচুর ফসল উৎপাদিত হতো। এসব ফসল বিক্রি করে তিনি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেন। কিন্তু লবণাক্ততার কারণে তার জমিতে কয়েক বছর যাবত উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। বর্তমানে রাজিব কৃষিকাজ ছেড়ে একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করছেন।

ক. BSTI-এর পূর্ণরূপ কী?
খ. শিল্প বলতে কী বোঝায়?
গ. রাজিবের পেশা পরিবর্তনের ক্ষেত্রে কোন পরিবেশের উপাদান প্রভাব ফেলেছে? ব্যাখ্যা করো।
ঘ. বাংলাদেশে রাজিবের মতো অনেক ব্যক্তির পেশা পরিবর্তনের কারণ বিশ্লেষণ করো।

সৃজনশীল প্রশ্ন ৪ : জনাব সামা একজন ব্যবসায়ী তিনি ভারত থেকে চাল আমদানি করে প্রক্রিয়াজাতকরণের পর ইংল্যান্ডের বিভিন্ন বিপণিতে, বিক্রয় করেন। গত বছর তিনি যে চাল আমদানি করেছেন, তা দুই মাস পর ইংল্যান্ডে বিক্রয় করলে অনেক বেশি লাভ পেতেন। কিছু আমদানিকৃত চালের জন্য জায়গার ব্যবস্থা না থাকায় লাভের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট সময়ের পূর্বেই তিনি বিক্রয় করতে বাধ্য হলেন।

ক. ব্যবসায় কী?
খ. শিল্প বলতে কী বোঝায়?
গ. জনাব সামা কোন ধরনের বাণিজ্য করেন? ব্যাখ্যা করো।
ঘ. জনাব সামা কেন তার পণ্য নির্দিষ্ট সময়ের পূর্বে বিক্রয় করতে বাধ্য হলেন? মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৫ : ফারজানা ও তার তিন বোন পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে জেকস নামক বুটিক হাউজ গড়ে তোলেন। ভালো ডিজাইন ও সুলভ মূল্যের কারণে প্রতিষ্ঠানটির পণ্য ক্রেতাদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। ফলে প্রতিষ্ঠানটি অল্পদিনে প্রচুর মুনাফা অর্জন করে ৪ বছর পর ফারজানার বড় বোন মারা গেলে তার ১৬ বছর বয়সী ছেলে তৌকিরকে ব্যবসায় দেখাশোনার সুযোগ দেয়। ব্যবসায় সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠানটি ৫০ লক্ষ টাকা ওয়ান ব্যাংক হতে ঋণ নেয়।

ক. নামমাত্র অংশীদার কে?
খ. অংশীদারি চুক্তিপত্র বলতে কী বোঝায়?
গ. উদ্দীপকে বর্ণিত প্রতিষ্ঠানটি কোন প্রকৃতির? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের প্রতিষ্ঠানে গৃহীত ব্যাংক ঋণের দায় পরিশোধের ক্ষেত্রে তৌকিরের ভূমিকা মূল্যায়ন করো।

সৃজনশীল প্রশ্ন ৬ : মুন এবং রবি ‘সাদ ট্রেডার্স’ নামে একটি অংশীদারি ব্যবসায় চালান। রাফি নামে তাদের বন্ধু প্রায়ই তাদের ব্যবসায় প্রতিষ্ঠানে আসে। তাকেও ব্যবসায়টির একজন অংশীদার বলে মনে হয়। মাঝে মাঝে সে নিজেকে একজন অংশীদার বলে পরিচয় দেয়। কিছুদিন পরে ‘আশিক ট্রেডার্স’ নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান সাদ ট্রেডার্সের কাছে ৩০,০০০ টাকা দাবি করে। রাফি টাকাটা নিয়েছিল, এটা সত্যি ছিল কিন্তু ‘সাদ ট্রেডার্স’ সে অর্থ দিতে নারাজ।

ক. অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি কী?
খ. অংশীদারদের অসীম দায় বলতে কী বোঝ?
গ. সাদ ট্রেডার্সে রাঁফি কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো।
ঘ. আশিক ট্রেডার্স কি আইনগতভাবে অর্থ ফেরত পাবে? কীভাবে পেতে পারে ব্যাখ্যা করো।

সৃজনশীল প্রশ্ন ৭ : জনাব আরিফ ও তার হয় বন্ধু একত্রিত হয়ে ৯০ কোটি টাকা মূলধন নিয়ে আনন্দ ট্রেডার্স নামে একটি ব্যবসায় গঠন করেন। আরিফ ও তার বন্ধু রিপন পরিচালক নিযুক্ত হন। তাদের সঠিক পরিচালনায় প্রতিষ্ঠানটি অল্প সময়েই সফলতার মুখ দেখে। পরবর্তীতে তারা পরিচালকের সংখ্যা ও মূলধন বৃদ্ধিসহ ব্যবসায়টি সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ লক্ষ্যে তারা জনগণের মাঝে উচ্চহার সুদের ব্যাংক ঋণের পরিবর্তে শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের উদ্যোগ নেন।

ক. পরিমেল নিয়মাবলি কী?
খ. কোম্পানির চিরন্তন অস্তিত্ব বলতে কী বোঝ?
গ. উদ্দীপকে উল্লিখিত প্রথম পর্যায়ের ব্যবসায়টি কোন ধরনের? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকে ১ম ও ২য় পর্যায়ের ব্যবসায়ের মধ্যে কোনটি অর্থনীতিতে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ২০২৪

সৃজনশীল প্রশ্ন ৮ : মুন গার্মেন্টসের শ্রমিকেরা তাদের নিজেদের কল্যাণার্থে কারখানা গেইটের সামনে একটি দোকান স্থাপন করে। এ দোকানের মালিক এবং ক্রেতা তারাই তাদের নিজেদের মধ্য থেকে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ব্যবসায়টি চালায়। প্রতি তিন বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনিয়োগ যাই হোক না কেন প্রত্যেকের অংশগ্রহণ থাকে সমান। তারা তাদের সংগঠন থেকে বিবিধ সহায়তা পেয়ে থাকে।

ক. সমবায় সমিতির ‘উপবিধি’ কী?
খ. বহুমুখী সমবায় সমিতি বলতে কী বোঝ?
গ. ‘সব অংশীদারের সমান অংশগ্রহণ এতে সমবায়ের কোন নীতিটি প্রতিফলিত হয়েছে?’ ব্যাখ্যা করো।
ঘ. সংগঠনটি থেকে শ্রমিকেরা কী কী সুবিধা পাচ্ছে বলে তুমি মনে করো? তোমার মতামত দাও।

সৃজনশীল প্রশ্ন ৯ : তোমার এলাকার ১০০ জন কৃষক পণ্য উৎপাদন, ক্রয় ও বিক্রয়ের উদ্দেশ্যে ‘সততা’ নামের একটি সমবায় সমিতি গঠন করে। সমিতিতে তাদের প্রত্যেকের শেয়ার সমান। ২০১৫ সালে উক্ত সমিতি ১০ লক্ষ টাকা মুনাফা অর্জন করে সমবায় আইন অনুযায়ী তারা অর্জিত মুনাফা নিজেদের মধ্যে বণ্টন করে।

ক. সমবায় সমিতির ‘উপবিধি’ কী?
খ. সমবায় সমিতির সাম্যের নীতিটি ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকে উল্লিখিত সংগঠনটি কোন প্রকারের সমবায় সমিতি? ব্যাখ্যা করো।
ঘ. ‘সততা’ সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্ত মুনাফা নির্ণয় করো।

সৃজনশীল প্রশ্ন ১০ : “রাইট কোং লি.” অতিরিক্ত মূলধনের প্রয়োজন হওয়ায় তা সংগ্রহ করার জন্য পুরাতন শেয়ারহোল্ডারদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ব্যবসায়ে লোকসানের কারণে প্রতিষ্ঠানটির ৫ কোটি টাকা দেনা হয়ে যায় যা কোম্পানিটি পরিশোধে অক্ষম। অবস্থা নিরসনে তারা উপরোক্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

ক. ন্যূনতম চাঁদা কী?
খ. শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য কী? ব্যাখ্যা করো।
গ. উদ্দীপকের কোম্পানিটি কোন ধরনের শেয়ার ইস্যু করতে চায়? ব্যাখ্যা করো।
ঘ. অতিরিক্ত দেনার দায়ে কোম্পানিটি পরিচালনা সম্ভব না হলে সেটি কোন ধরনের অবসানে পড়বে? বিশ্লেষণ করো।

এইচএসসি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র সাজেশন ২০২৪

আরো তথ্য

As the Higher Secondary Certificate (HSC) examinations approach, students often find themselves in desperate need of solid study guidance. Therefore, we present to you our comprehensive “HSC Business Organisation and Management 1st Paper Suggestion 2024. An invaluable guide, meticulously curated by expert educators, aimed at ensuring you are well-prepared for your HSC Business Organisation and Management 1st paper.

In the fast-paced, competitive world of business, understanding the intricacies of business organisation and management is no longer a luxury, but a necessity. By mastering these concepts, not only will you excel in your HSC exams, but also lay a strong foundation for your future endeavours in the business sector. 

Are you equipped with the right knowledge to tackle the upcoming HSC Business Organisation and Management 1st paper? Could you benefit from precise, expert advice on the key topic areas that are integral to your success? If the answer is yes, then read on. 

This guide will provide you with a clear pathway to success, highlighting the key areas of study and offering valuable tips for mastering these topics.

Our suggestions are not a mere replication of the textbook. They are based on rigorous analysis of previous HSC question papers, the study of exam trends, and extensive subject-matter expertise. We aim to bridge the gap between what you know and what you need to know to score high in your HSC Business Organisation and Management 1st paper.

Key Areas of Focus 

Our HSC Business Organisation and Management 1st paper suggestion 2023 revolves around crucial areas of the syllabus. It’s essential to note that while mastering these areas can significantly enhance your exam performance, they should be supplemented with a comprehensive understanding of the entire course content. 

Key Areas of Focus 

Firstly, students should pay extra attention to the ‘Introduction to Business’ section. This chapter lays the foundation for understanding the world of business and its different dynamics. It covers topics such as business scope, objectives, and classifications. It is advisable to grasp the fundamental concepts, as they will be referred to repeatedly throughout the course. 

Next, be sure to focus on ‘Management and Organisation’. This chapter delves into the importance of effective management in the success of a business. It elucidates the different types of management styles, the role of a manager, and various theories of management. Understanding this chapter will not only help in the exam but also in any future business endeavours. 

Another salient area is ‘Human Resource Management’. The section covers the importance of people in a business and how to manage them effectively. Topics such as recruitment, training, performance evaluation, and remuneration are all covered. As a prospective business stakeholder, one needs to understand the critical role humans play in an organisation’s success. 

Exam Preparation Tips 

Here are some tips for preparing effectively for the HSC Business Organisation and Management 1st paper: 

  1. Understand, don’t memorise: Try to understand the basic concepts instead of memorising them. This will not only help you in your exams but also in your future career.
  2. Practice makes perfect: Practice as many past papers as you can. This will give you an idea of the exam format and the type of questions that are likely to come up.
  3. Revision: Regular revision of the topics covered is crucial for retaining the information. Make it a habit to revise your notes regularly.

Bearing in mind that the success in the HSC Business Organisation and Management 1st paper is not solely about understanding the content, but also about mastering exam techniques, time management and stress management. The suggestions provided here are designed to help you excel in both.

In conclusion, keep in mind that these topic suggestions are not exhaustive but rather a guide to assist you on your journey to HSC success. We wish you all the very best in your preparations and look forward to hearing about your phenomenal success in the HSC Business Organisation and Management 1st paper 2024.

Critical Topics to Focus On 

While preparing for the HSC Business Organisation and Management 1st paper 2023, students should pay particular attention to a few key areas. These areas often have a more significant weightage and are fundamental to understanding the subject as a whole. They are: 

  • Business Environment: This involves the study of both internal and external elements that can impact a business organisation. It includes topics such as political, economic, social, and technological factors.
  • Business Functions: This area covers the various operations within a business organisation, including human resources, finance, marketing, and production.
  • Management Principles: Students should understand the fundamental principles of managing a business, including planning, organising, directing, controlling and coordinating.
  • Organisational Behaviour: This is the study of how individuals and groups behave within a business organisation. It includes topics such as motivation, leadership, and team dynamics.

Examination Tips 

While studying is paramount, it’s equally important to understand how to approach the examination. Here are some tips to help you maximise your scores: 

  • Understand the Question: Before you start answering, take a minute to understand what the question is asking. Look for keywords and ensure you are answering the question that has been asked, not the one you think has been asked.
  • Time Management: Practice the previous year’s question papers to get a sense of the time needed for each question. Try not to spend too much time on one question at the expense of others.
  • Use Appropriate Terminology: The use of correct business and management terminology can enhance your answers and demonstrate your understanding of the subject.
  • Proofread Your Answers: After you’ve finished writing your answers, take some time to review them. Look out for grammatical errors, unclear sentences, and missing words that might confuse the examiner.

Remember, preparation is key to succeeding in the HSC Business Organisation and Management 1st paper. So, utilise these suggestions, study hard and best of luck for your exam!

Leave a Comment

You cannot copy content of this page