সায়ানোব্যাকটেরিয়া সাজেশন(নীলাভ সবুজ শৈবাল) Blue Green Algae

সায়ানোব্যাকটেরিয়া সাজেশন(নীলাভ সবুজ শৈবাল)Blue Green Algae ঃ JSC, SSC, HSC, Bsc. Degree , Honours, Masters সহ সকল স্তরের জন্য ছত্রাকের বিভিন্ন প্রশ্নের উত্তর, বিগত সালের প্রশ্ন ও সাজেশন দেওয়া হয়েছে। বিশেষ করে বিএসসি বোটানি নন মেজর ১ম বর্ষ অনার্সের শিক্ষার্থীরা সাজেশন বোটানি হিসেবে এই আর্টিকেলটি ভালোভাবে অনুসরণ করতে পারে।

অনুশীলনী-২: নবম পরিচ্ছেদ
ক-বিভাগ : অতি সংক্ষিপ্ত কুইজ প্রশ্ন উত্তরসমূহ

ক-বিভাগ

১) কোন সময়ে নীলাভ সবুজ শৈবালের আবিভাব ঘটে।
আর্কিয়জয়িক যুগে, প্রায় ২.৭ বিলিয়ন বছর পূর্বে।

২) সায়ানাে ব্যাক্টেরিয়া কী ?
নীলাভ সবুজ শৈবালে সায়ানােফাইসি শ্রেণীর অন্তর্ভুক্ত, আদিকোষী এবং অনেক বৈশিষ্ট্য ব্যাক্টেরিয়ার ন্যায় বলে এদেরকে সায়ানাে ব্যাক্টেরিয়া বলা হয়।

৩) সায়ানােফাইসির প্রধান রঞ্জক দুটি কী কী
সি-ফাইকোসায়ানিন এবং সি-ফাইকো এরিথ্রিন।

প্রশ্ন-৪ । সায়ানােফাইসির প্রধান সঞ্চিত খাদ্য কী ?
সায়ানােফাইসির প্রধান সঞ্চিত খাদ্য হচ্ছে সায়ানােফসিয়ান স্টার্চ।

প্রশ্ন-৫। কোন শ্রেণির শৈবাল আদিকোষী ?
উত্তর : সায়ানােফাইসি শ্রেণির শৈবাল আদিকোষী।

প্রশ্ন-৬ । ক্রোমােপ্লাজম কী ?
উত্তর : সায়ানােব্যাক্টেরিয়ার কোষের প্রােটোপ্লাস্টের পরিধির দিকের যে অঞ্চলে বিভিন্ন রকম রঞ্জকযুক্ত ফটোসিনথেটিকল্যামেলা বা থাইলাকয়েড থাকে তাকে ক্রোমােপ্লাজম বলে।

প্রশ্ন-৭ ॥ সেন্ট্রোপ্লাজম বা সেন্ট্রাল বডি কী ?
উত্তর : সায়ানােব্যাক্টেরিয়ার প্রােটোপ্লাস্টের কেন্দ্রের স্বচ্ছ অঞ্চলকে সেন্ট্রোপ্লাজম বা সেন্ট্রাল বডি বলে; এ অঞ্চলে নগ্ন DNA এবং কিছু পরিমাণ RNA থাকে।

প্রশ্ন-৮ ॥ সায়ানােফাজ কী ?
সায়ানােব্যাক্টেরিয়াকে আক্রমণকারী ভাইরাসকে সায়ানােফাজ বলে ।

প্রশ্ন-৯ | হেটারােসিস্ট কী? একটি উদাহরণ দাও।
উত্তর : কোন কোন সায়ানােব্যাক্টেরিয়ার ট্রাইকোমের কোন কোন স্থানে বর্ণহীন, স্বচ্ছ, পােলার নউলযুক্ত, অপেক্ষাকৃত বড় আকারের কোষ দেখা যায়, একে হেটারােসিস্ট বলে। যেমন— Nostoc, Gloeotrichia ইত্যাদি।

প্রশ্ন-১০ ॥ দুটি এককোষী সায়ানােব্যাক্টেরিয়া নাম লিখ।
উত্তর : এককোষী সায়ানােব্যাক্টেরিয়া— Gloeocapsa, Chroococcus.

প্রশ্ন-১১ | অপ্রকৃত শাখা সৃষ্টিকারী দু’টি সায়ানােব্যাক্টেরিয়ার নাম লিখ।
উত্তর। : অপ্রকৃত শাখা সৃষ্টিকারী সায়ানােব্যাক্টেরিয়া— Scytonema, Tolypothrix, Gloeotrichia.

বোটানিঃ সায়ানোব্যাকটেরিয়া সাজেশন(নীলাভ সবুজ শৈবাল)Blue Green Algae

ক-বিভাগ

প্রশ্ন-১২ । দুটি হেটারােট্রিকাস সায়ানাব্যাক্টেরিয়ার নাম লিখ।
হেটারােট্রিকাস সায়ানােব্যাক্টেরিয়া— Stigonema, Hapalosiphon.

প্রশ্ন-১৩। হর্মোগােনিয়াম সৃষ্টিকারী দু’টি সায়ানােব্যাক্টেরিয়ার নাম লিখ।
হর্মোগােনিয়াম সৃষ্টিকারী- Oscillatoria, Lyngbya, Gloeotrichia.

প্রশ্ন-১৪ ॥ হেটারােসিস্টযুক্ত দু’টি সায়ানাে ব্যাক্টেরিয়ার নাম লিখ।
হেটারােসিস্টযুক্ত সায়ানােব্যাক্টেরিয়া– Nostoc, Gloeotrichia.

প্রশ্ন-১৫। পৃথকীকরণ চাকতি (Separation disc) সৃষ্টিকারী একটি শৈবালের গণের নাম লিখ।
উত্তর পৃথকীকরণ চাকতিযুক্ত সায়ানােব্যাক্টেরিয়া– Oscillatoria.

প্রশ্ন-১৬ । এন্ড্রোস্পাের ও এক্সোস্পার সৃষ্টিকারী সায়ানােব্যাক্টেরিয়ার একটি করে গণের নাম লিখ।
উত্তর : এন্ড্রোস্পাের- Darmocarpa; এক্সোস্পোর- Chamaesiphon.

প্রশ্ন-১৭। ওয়াটার রুম সৃষ্টিকারী দু’টি সায়ানােব্যাক্টেরিয়ার নাম লিখ।
ওয়াটার ব্লুম সৃষ্টিকারী সায়ানােব্যাক্টেরিয়া— Nostoc, Gloeotrichia, Microcysties, Anabaena ইত্যাদি

প্রশ্ন-১৮। কেবল ট্রাইকোমের প্রান্তে হেটারােসিস্ট সৃষ্টিকারী একটি নীলাভ সবুজ শৈবালের নাম লিখ।
উত্তর : প্রান্তে হেটারােসিস্ট যুক্ত সায়ানােব্যাক্টেরিয়া— Gloeotrichia.

প্রশ্ন-১৯। ছন্দময় চলন ঘটে এরূপ একটি সায়ানােব্যাক্টেরিয়ার গণের নাম লিখ।
উত্তর : ছন্দময় চলন– Oscillatoria

প্রশ্ন-২০। নাইট্রোজেন সংবন্ধনকারী একটি শৈবালের গণের নাম লিখ
নাইট্রোজেন সংবন্ধনকারী সায়ানােব্যাক্টেরিয়া– Nostoc, Aulosira.

প্রশ্ন-২১। দুটি প্রােক্যারিটিক শৈবালের উদাহরণ দাও।
Oscillatoria, Nostoc দু’টি প্রােক্যারিওটিক শৈবাল।

প্রশ্ন-২২। একটি বিষাক্ত শৈবালের নাম লিখ।
উত্তর : Anabaena toxica

Follow this: সায়ানোব্যাকটেরিয়া সাজেশন(নীলাভ সবুজ শৈবাল) Blue Green Algae

খ-বিভাগ : সংক্ষিপ্ত প্রশ্ন

১। সায়ানােফাইটা বলতে কী বুঝ? এদেরকে কেন সায়ানােব্যাকটেরিয়া বলা হয়?
২। Blue green algae বা BGA শ্রেণির বৈশিষ্ট্য লেখ।
৩। নীলাভ সবুজ শৈবালের অর্থনৈতিক গুরুত্ব লেখ।
৪। মার্টির উর্বরতা রক্ষায় সায়ােনােফাইটার ভূমিকা বর্ণনা কর।
৫! সবুজ শৈবালের সাথে ব্যাকটেরিয়ার সাদৃশ্য ও বৈসাদৃশ্য লেখ।
৬। হেটারােসিস্টের গঠন ও কাজ লেখ ।

গ-বিভাগ : রচনামূলক প্রশ্ন

১। নীলাভ সবুজ শৈবালের কোষের গঠন বর্ণনা কর।
এ অধ্যায় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের পরীক্ষায় যে প্রশ্নগুলাে এসেছে।

পরীক্ষা-২০০৩
৩। (খ) কী কী কারণে নীলাভ সবুজ শৈবালকে সায়ানাে ব্যাকটেরিয়া বলা হয়।
(গ) ভূমির উর্বরতা বৃদ্ধিতে সায়ানাে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর।

পরীক্ষা-২০০৬
৩। (গ) ভূমির উর্বরতা বৃদ্ধিতে সায়ানাে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর ।

পরীক্ষা-২০০৯
২। (খ) ব্যাকটেরিয়া এবং সায়ানাে ব্যাকটেরিয়ার পার্থক্য লিখ।
(গ) মাটির উর্বরতা বৃদ্ধিতে সায়ানাে ব্যাকটেরিয়ার ভূমিকা আলােচনা কর।

পরীক্ষা-২০১০
৩। (খ) জমির উর্বরতায় সায়ানাে ব্যাকটেরিয়ার ভূমিকা লিখ।

পরীক্ষা-২০১১
৩। (ক) ব্যাকটেরিয়া সায়ানাে ব্যাকটেরিয়ার পার্থক্য লিখ।

পরীক্ষা-২০১২
(ক) কৃষিক্ষেত্রে সায়ানাে ব্যাকটেরিয়ার ভূমিকা বর্ণনা কর।

পরীক্ষা-২০১৩
৪। নীলাভ সবুজ শৈবালকে সায়ানাে ব্যাকটেরিয়া বলা হয় কেন?

এই সায়ানোব্যাকটেরিয়া সাজেশন(নীলাভ সবুজ শৈবাল) Blue Green Algae ছাড়াও আরো জানতে ক্লিকঃ

Leave a Comment

You cannot copy content of this page